এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • shrabani | ১৬ জুলাই ২০০৮ ১১:১৭ | 124.30.233.101
  • সার্কিট হাউস নাকি দারুন হয়, তবে বোধহয় ওখানে বুকিংএর জন্য সরকারী অফিসার হতে হয় বা তাদের থ্রু দিয়ে পেতে হয়।
    উদয়পুরের সার্কিট হাউসটা বাইরে থেকে দেখে তো আমার খুব ভালো লেগেছিল। শমিক, তুমি চেষ্টা করে দেখতে পার।
  • Arijit | ১৬ জুলাই ২০০৮ ১১:১১ | 61.95.144.123
  • ব্যাঙ্গালোর টু ডেলহি। উফ্‌ফ্‌ফ্‌ফ্‌ফ। লোকে পাগল হয়ে যাবে এবার।
  • Arijit | ১৬ জুলাই ২০০৮ ১১:১০ | 61.95.144.123
  • না মাইরি, সিরিয়াস।
  • S | ১৬ জুলাই ২০০৮ ১১:০৯ | 202.140.54.29
  • সার্কিট হাউস হল সরকারি অফিসের অফিসারদের বিশ্রামাগার মত। সরকারি অফিসার কোথাও কাজে গেলে তাকে সেখানকার সার্কিট হাউসে রাখা হয়। ঘ্যামা জায়গা হয় পিডব্লুডির সার্কিট হাউসগুলো। উত্তাল খাওয়ায়।
  • san | ১৬ জুলাই ২০০৮ ১১:০৬ | 12.144.134.2
  • ধ্যাৎ অরিজিত মনে হয় ঈশানের থেকে অনুপ্রাণিত হয়ে পিজে ছাড়ছে ঃ-)
  • Arpan | ১৬ জুলাই ২০০৮ ১১:০৫ | 202.91.136.71
  • অরিজিতের বয়স হইয়াছে। কম্পাইলার আপগ্রেডের আশু প্রয়োজন। ;)
  • san | ১৬ জুলাই ২০০৮ ১১:০৫ | 12.144.134.2
  • আমার একটা কৌতুহল আছে - টই এ না লিখে এখানেই লিখছি - ইসলাম ধর্মে কি জন্মনিয়ন্ত্রণ নিয়ে আদৌ কোন অনুশাসন আছে? মোল্লা বা ইমামের কথা বলছিনা - কোরানে এমনি কিছু আছে কি? কেউ জানলে বলবেন ।
  • Arijit | ১৬ জুলাই ২০০৮ ১১:০৪ | 61.95.144.123
  • ইন্ডিয়া টু ডে জানি। ব্যাং টু ডে টা কি বস্তু?
  • Arpan | ১৬ জুলাই ২০০৮ ১০:৫৮ | 202.91.136.71
  • ** হায়দ্রাবাদ
  • Arpan | ১৬ জুলাই ২০০৮ ১০:৫৭ | 202.91.136.71
  • ধরলে ধরতেও পারো। হেব্বালে একবার ঢুকে গেলে তারপরে চিন্তা নেই। ফ্লাইওভারের পরে ফ্লাইওভার দিয়ে রকেটের গতিতে নিয়ে যাবে।

    তবে ওই টেন্‌শন নিয়ে যাবার মানে হয় না। তার থেকে পরেরদিন সকাল সকাল বেরোনোই ভাল।

    ব্ল্যাঙ্ক, এখান থেকে চেন্নাই বা হ্যাদ্রাবাদ মাত্র আধঘন্টার জার্নি। কিন্তু এয়ারপোর্ট পৌঁছতে ওই তিনটি ঘন্টা। বেশ কিছু লোক খচে আছে এই কারণে। ঃ)
  • san | ১৬ জুলাই ২০০৮ ১০:৫৩ | 12.144.134.2
  • আর আমিও যে তিনচারবার এয়ার্পোর্টে গেছি এসেছি প্রত্যেকবারই ওদের এস্টিমেটেড টাইমের থেকে অনেক কম সময় লেগেছে । কিন্তু সেই ভরসায় তো দেরি করে বেরোনো যায়না , এতখানি রাস্তা ঃ-(
  • shrabani | ১৬ জুলাই ২০০৮ ১০:৫২ | 124.30.233.101
  • আমার এখানে tinyurl এর লিঙ্ক খোলেনা, বাড়ি গিয়ে দেখব। তবে রাতের Indian Airlines ফ্লাইটের টাইম সাতটা পঞ্চাশ। শুক্রবার মিনিমাম বিকেল পাঁচটা অবধি চলবে তারপরে বেরিয়ে ঐ ফ্লাইটটা ধরতে পারব কিনা তাই ভাবছি।
    গাড়ী তো থাকবে।
    ব্যাং টু ডে - আড়াই ঘন্টার ফ্লাইট টাইম
  • san | ১৬ জুলাই ২০০৮ ১০:৫২ | 12.144.134.2
  • ভলভোগুলো সত্যি বেশ ভাল।একটাই সমস্যা আছে - ভলভোগুলো যে পয়েন্টে নামিয়ে দেয় সেখান থেকে রাত হয়ে গেলে বাড়ি ফেরার অটো পাওয়া মুশকিল হয়।
  • Arpan | ১৬ জুলাই ২০০৮ ১০:৪৮ | 202.91.136.71
  • চেকইন টাইম আধঘন্টা আগে হলেই হয়। ডোমেস্টিক অবশ্য।

    কন্টিঞ্জেসিটা নিজেকে আশ্বস্ত করার জন্য। ঃ)
  • Blank | ১৬ জুলাই ২০০৮ ১০:৪১ | 65.218.154.195
  • ব্যং টু ডে কতক্ষনের জার্নি?
  • Arijit | ১৬ জুলাই ২০০৮ ১০:৪০ | 61.95.144.123
  • ** ওই **

    মানে অপ্পনের কারেকশনটা আমারও।
  • Arijit | ১৬ জুলাই ২০০৮ ১০:৪০ | 61.95.144.123
  • বাপ্পো। দু ঘন্টার ট্র্যাভেল, এক ঘন্টার কন্টিনেন্সী, চেক ইন টাইম প্লেন ছাড়ার দু ঘন্টা আগে। মানে টোটাল পাঁচ ঘন্টা আগে বেরোতে হয়?
  • Arpan | ১৬ জুলাই ২০০৮ ১০:৩৯ | 202.91.136.71
  • ** কন্টিঞ্জেন্সি
  • Arpan | ১৬ জুলাই ২০০৮ ১০:৩৮ | 202.91.136.71
  • হু। আমি তোমাকে লিংক দিচ্ছি। ইলেকট্রনিক সিটি আমার বাড়ির দিকটায় পড়ে না। তবে এরা তো বলছে দুই ঘন্টার মধ্যে যেকোন জায়গা থেকে এয়ারপোর্ট পৌঁছনো যায়। আমি এবারের যাওয়া আর আসা উভয়ক্ষেত্রেই দেড় ঘন্টার মধ্যে হয়ে গেছে।

    তবে পিক আওয়ার্সে ট্র্যাভেল করলে আরো এক ঘন্টার কন্টিজেন্সি যোগ করতে পারো। তোমার অফিস থেকে বা নিজে ট্যাক্সি বা ঐরকম কিছু অ্যারেঞ্জ করছ কি? না হলে রাত ১২ টা থেকে ৪ টে বাদ দিলে সবসময়ই দারুণ ভলভো শাটল সার্ভিস পাওয়া যায়। খুব রিলায়েবল এবং কম্ফোর্টেবল আর পয়সা বাঁচায়।
  • shrabani | ১৬ জুলাই ২০০৮ ১০:২৮ | 124.30.233.101
  • অর্পন,
    ইলেক্ট্রনিক সিটী থেকে এয়ারপোর্ট যেতে কতক্ষন লাগবে আন্দাজ দিতে পারবে? সেইমত আমি ডিসাইড করব রাত্রে ফিরব না পরদিন সকালে।
  • Arijit | ১৬ জুলাই ২০০৮ ১০:২৪ | 61.95.144.123
  • হিন্দি সিনেমায় একজন সার্কিট ছিলো বলে মনে হচ্ছে। তার বাড়িটাও সার্কিট হাউজ হতে পারে।
  • Arijit | ১৬ জুলাই ২০০৮ ১০:২১ | 61.95.144.123
  • ঘর ছোট হলে হয়, বিছানায় বেঁটেখাটো কেউ শুলে হয়...
  • Arpan | ১৬ জুলাই ২০০৮ ১০:২১ | 202.91.136.71
  • আর অনেকগুলো সার্কিট হাউজ পাশাপাশি থাকলে সেই এলাকাটাকে সার্কিট সিটি বলা যেতে পারে কি? ঃ)
  • Blank | ১৬ জুলাই ২০০৮ ১০:১৮ | 65.218.154.195
  • ঃ)
    আর সেই বাড়ির ঘর গুলো ছোট সাইজের হলেই কি শর্ট সার্কিট বলে?
  • Blank | ১৬ জুলাই ২০০৮ ১০:১৬ | 65.218.154.195
  • ঋজু, গতবছর এমনি সময়ে তুই আমাকে নেমতন্ন করেছিলিস মনে হচ্চে, এক্সাক্ট ডেট টা কি ছিল, মনে নেই কিন্তু।
  • Arijit | ১৬ জুলাই ২০০৮ ১০:১৪ | 61.95.144.123
  • সার্কিট হাউজ = সরকারী ডাকবাংলো, সম্ভবত ট্যুরিজম ডিপার্টমেন্টের হাতে থাকে।

    অল্টারনেটিভলি, যে বাড়িতে ইলেক্ট্রিক্যাল সার্কিট বোর্ড রাখা থাকে বা যার আসবাব থেকে শুরু করে সব সার্কিট;-)
  • Arpan | ১৬ জুলাই ২০০৮ ১০:১২ | 202.91.136.71
  • হাই।
  • arjo | ১৬ জুলাই ২০০৮ ০২:০৫ | 168.26.215.54
  • এইটা কি বিশ্বাস হয়?

    http://tinyurl.com/46frwo
  • m | ১৬ জুলাই ২০০৮ ০০:৪৩ | 12.240.14.60
  • আমার 'ঘটি' বর বলেছে সব রান্নায় চিনির মত সব বানামে চন্দ্রবিন্দু দিলেই ভালো শোনায়- আর ঘটিদের মিষ্টিমুখ প্রায় প্রবাদসম;)
    কাজেই হেঁদো ই সত্য।
  • Blank | ১৫ জুলাই ২০০৮ ২৩:৫৯ | 170.153.62.251
  • উটের দুধের ঘন চা চাই, নইলে যাবো না। আচ্ছা এই সার্কিট হাউস বস্তু টা আসলে কি? ফেলুদা অনেক জায়গাতেই সার্কিট হাউসে থাকতো। এটা কি হোটেল চেন টাইপ?
  • S | ১৫ জুলাই ২০০৮ ২৩:২৯ | 122.162.81.238
  • সবই হল, কিন্তু ঐ রকম একটা সিংজি মার্কা ড্রাইভারও যে দরকার। নইলে ভবানন্দকে ধরব কী করে?
  • nyara | ১৫ জুলাই ২০০৮ ২৩:১৩ | 67.88.241.3
  • ধুর, মন্দার বোস ছাড়া 'সোনার কেল্লা' আলুনি। সবাই লালমোহন-লালমোহন করে বটে, আমার কাছে 'সোনার কেল্লা'র প্রাইম অ্যাট্রাকশন মন্দার বোস ও কামু মুখুজ্জে।
  • d | ১৫ জুলাই ২০০৮ ২০:২৬ | 59.161.46.29
  • অজ্জিত কি গিরগিটি হয়ে গেল? এত নাম পেল কোত্থেকে?

    আর ইয়ে, ভারতের আফগান পলিসি কিকরে কে কটা ছানা পাড়ে -- তাতে চলে গেল?? আমি কিস্যুই বুzতারলাম্না।
  • Arijit | ১৫ জুলাই ২০০৮ ১৮:৪৩ | 61.95.144.123
  • অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডে হুপি গোল্ডবার্গের চেশায়ার ক্যাট দেখে থেকে আই ওটিকে এক্কেরে দেখতে পারি না।
  • arjo | ১৫ জুলাই ২০০৮ ১৮:৩৩ | 168.26.215.54
  • ইয়েস ইয়েস। আরে চেতনে, অবচেতনে উনিই যে রাজস্থানের সর্বক্ষণের সঙ্গী। মুশকিল হল উনি তো ঈশ্বরদত্ত প্রতিভা। ঘষে মেজে ফেলুদা হলেও হতে পারে কিন্তু জটায়ু? কভি নেহি। তাই ওনার সাবস্টিটিউট পাওয়া 'মুশকিলই নেহি না মুমকিন হ্যায়'।
  • r | ১৫ জুলাই ২০০৮ ১৮:২৫ | 198.96.180.245
  • হোয়াট অ্যাবাউট মিস্টার লালমোহন গাঙ্গৌলি?
  • arjo | ১৫ জুলাই ২০০৮ ১৮:২২ | 168.26.215.54
  • আমি যদি জীবনে কোনোদিন রজস্থান যাই তাহলে ফেলুদার মতন করেই যাব। ঐ একই রুট, একই গেস্ট হাউস, এমনকি ঊটও একই জায়গা থেকে। মাঝে গাড়ির চাকা না ফাটলেও এমনিই গাড়ি ছেড়ে দেব। মুকুলের কোনো দরকার নেই, কারণ মুকুল এলেই ডাক্তার হাজরা, ডাক্তার হাজরা এলেই মন্দার বোস। আর মন্দার বোস মানেই ডাকু। আমার কাছে তো রিভালবার নেই যে ঠাঁই ঠাঁই ঠাঁই ঠাঁই ঠাঁই গুলি চালাব।
  • Riju | ১৫ জুলাই ২০০৮ ১৮:১২ | 203.197.24.213
  • দিলওয়ারা দেখা উচিত।পাথরের ওপর কারুকার্য কত অসাধারন হতে পারে জানতে হলে।
  • shrabani | ১৫ জুলাই ২০০৮ ১৭:৪৮ | 124.30.233.101
  • টই তুলতে গিয়ে ঠিক করতে পারলাম না কোনটা তোলা যায়, অরিজিত একা হাতে প্রায় সব কটা কারেন্ট টই তুলে ফেলেছে।ঃ-)
  • shrabani | ১৫ জুলাই ২০০৮ ১৭:৪১ | 124.30.233.101
  • টই এত ঘন ঘন collapse করে কেন? আর ঠিক এই সময়টাতেই, সাড়ে পাঁচটার আশেপাশে।
  • shrabani | ১৫ জুলাই ২০০৮ ১৭:৩৯ | 124.30.233.101
  • আমরা ইচ্ছে করে মিস করিনি, স্রেফ ঢুকতে পারিনি, ঐ বিশাল লম্বা লাইনে দাঁড়ানোর ধৈর্য কারোর ছিলনা। আর দিলওয়ারা বাইরে থেকে খারাপ লেগেছে এমনটা তো বলিনি, অন্যরকম লেগেছে।
  • Arijit | ১৫ জুলাই ২০০৮ ১৭:৩৪ | 61.95.144.123
  • এবং টইয়ে জল থই থই। আবার। আর তো পারা গেলো না।
  • Arijit | ১৫ জুলাই ২০০৮ ১৭:৩৩ | 61.95.144.123
  • কুকুর বিড়াল বৃষ্টি পড়িতেছে।
  • a | ১৫ জুলাই ২০০৮ ১৭:২৫ | 220.225.7.11
  • মাউন্ট আবু মিস করে ভুল করেছেন। বাইরে থেকে দিলওয়ারা যত বাজে দেখতে, ভিতরে তত সুন্দর। আমার খুব ভালো লেগেছিলো
  • S | ১৫ জুলাই ২০০৮ ১৫:৪৮ | 202.140.54.29
  • হুঁ। আমরা যাব পুজোতে। ৪-১১ অক্টোবর। তখন বাঙালিদের হাট বসবে। ঃ-)
  • shrabani | ১৫ জুলাই ২০০৮ ১৪:৫৫ | 124.30.233.101
  • তবে মাউন্ট আবু আমার একটুও ভাল লাগেনি। আমরা দিওয়ালীর জাস্ট আগে গিয়েছিলাম। পুরো মেলা বসে গেছে, মনে হচ্ছিল গুজরাতে আর কেউ ছিলনা সব গুজরাতীরা মাউন্ট আবুতে। দিলওয়ারাতে লাইন দেখে আর ঢোকার চেষ্টাই করলাম না। একটা সানসেট পয়েন্ট আছে সেখানে যাবার রাস্তা দেখা যাচ্ছিলনা,শুধু লোক আর লোক। ভীড় ঠেলে অবশেষে যখন পৌঁছলাম, সান অলরেডি সেট করে গেছে।
    হিলস্টেশন হিসেবেও এমন কিছু লাগেনি।
  • S | ১৫ জুলাই ২০০৮ ১৪:৩২ | 202.140.54.29
  • জয়পুর হারগিজ যাব না। ঘুরে আসা হয়ে গেছে। যোধপুর বিকানের জয়সলমের উদয়পুর মাউন্ট আবু যাব।

    বিকানের হাউসে যাওয়াটাই সবচেয়ে ভালো, কিন্তু সময় করে উঠতে পারছি না। ঃ-) তাই অনলাইনেই সার্চাচ্ছি আর কী ঃ-)
  • shrabani | ১৫ জুলাই ২০০৮ ১২:৪৮ | 124.30.233.101
  • শমিক,
    আমার মনে হয় তুমি একদিন সময় করে বিকানীর হাউসে চলে যাও। ওরা ভীষণ হেল্পফুল আর তোমার সময়, কোথায় কোথায় যেতে চাও সেসব শুনে সুন্দর কাস্টমাইজড প্ল্যান বানিয়ে দেয়। ওদের থাকার জায়গাগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড, ওখান থেকেই বুক করা যায়।
    আমরা একবার পুজোর পরে গিয়েছিলাম, বিকানীর হাউস থেকে রাজস্থান ট্যুরিজমের গাড়ীতে ভোর ছটায় স্টার্ট করে জয়পুরে লাঞ্চ, রনথাম্বোরে বিকেলে। একদিন স্টে করে পরদিন ওখান থেকে চিতোর হয়ে রাত্রে উদয়পুর। উদয়পুরে একদিন থেকে মাউন্ট আবু। মাউন্ট আবুতে একদিন থেকে পরদিন আজমীর পুস্কর। ওখান থেকে জয়পুর হয়ে দিল্লী।
    আমার অত্যন্ত মেমোরেবল হলিডে গুলোর মধ্যে এটি অন্যতম। ওয়েদার দারুন ছিল।

    আমাদেরও জয়সলমীর যাবার ইচ্ছা ছিল আবার রনথাম্বোরও। দুটো একসাথে হয়না সময়ের অভাবে তাই যোধপুর জয়সলমীর বিকানীর টা রয়ে গেছে।

    তুমি ট্রেনে যাবে না বাসে/গাড়ীতে?
    আমার সে সময় মনে হয়েছিল যেরকম ডিসট্যান্স তাতে ট্রেনে গিয়ে যোধপুর - জয়সলমীর - বিকানীর তারপর জয়পুর হয়ে দিল্লী ব্যাক এটা ভাল প্ল্যান।
    নাহলে উদয়পুর থেকে মাউন্ট আবু - যোধপুর ইত্যাদি যেতে পার।
    তবে যেখানেই স্টার্ট কর উদয়পুর (ট্রেনে বারো ঘন্টা) বা যোধপুর দিল্লী থেকে অনেকটা দুর।
  • a | ১৫ জুলাই ২০০৮ ১২:৩২ | 220.225.7.11
  • মানস হীরা একটি জাত খচ্চর লোক।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত