এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sinfaut | ০৪ জুলাই ২০০৮ ১২:৩৪ | 66.232.102.157
  • না, দশটা বা দ্বিধিক ডিস্ট্রো লাগানোর কথা ভাবা সম্ভব না। কারন আমার ১৬০ জিবি হার্ডডিস্ক সবসময় সিনেমা আর গানে থইথই করে। হপ্তায় একবার ডিভিডিতে ব্যাকআপ নিতে হয় নইলে চলকে যায়। তাই বেশি খোপ বানানোর দলে আমি নেই। সেটা প্র্যাক্টিকাল নয়। আর বেশি খেলতে গিয়ে সিনেমা বা গান চুলকে গেলে বিশাল চাপ।
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১২:৩২ | 61.95.144.123
  • বাপরে এরা কত কিছু করে...
  • sinfaut | ০৪ জুলাই ২০০৮ ১২:২৯ | 66.232.102.157
  • নতুন করে শুরু মানে তো আবার সব s/w গুলো ডাউনলোড করা, মানে আবার একদিন ভোরসকালে বেলা ফর্দ নিয়ে বসে সব করা। ভাবলেই হাল্কা জ্বর আসছে। আর ভার্চু-টার্চু করতে চাইনা, কেন জানিনা। মনে হয় ধুর আবার ওসবের লোড কে নেবে। আমার চাখা বলতে তেমন varied interest কিচু না। শুধু arch লাগানো, পরে gentoo লাগনো ও আরো পরে lfs try করা। যদি বেঁচে থাকি।
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১২:২৮ | 61.95.144.123
  • হ্যাঁ - জেন/ভিএমওয়্যার/ভিবক্স থাকতে সিঁফোর চিন্তা কিসের? একটা মেশিনে দুটো কেন দশটা লিনাক্স ডিস্ট্রো রাখ না, কে ঠেকাচ্ছে? জানলাওয়ালাদের ওপর এট্টু দয়া করে একখান জানলাও রাখা যায় - নইলে কাঁদবে - ওই ঘরের এক কোনে এট্টুসখানি জায়গা দিয়ে;-)
  • nyara | ০৪ জুলাই ২০০৮ ১২:২৬ | 64.105.168.210
  • সিনফটকেঃ

    xp বনাম ইউবান্টুতুর ক্ষেত্রে, আমি হলে এবং অলরেডি বিরাট কিছু সময় ব্যয় না করে থাকলে নতুন করে শুরু করতাম। অন্যথায় রেখেও দিতে পারো। লিনাক্ষতে নতুন ভলিউম বোধহয় সহজেই যোগ করা যায়। অল্প ঘাঁটলেই বেরিয়ে পড়বে - যায় কি না।

    নতুন ডিস্ট্রো চাখার জন্যে ভার্চুয়ালাইজেশন বেটার হবে না? তোমার তো আর চাখার জন্যে ডিরেক্ট হার্ডওয়্যার ইন্টাফেসিং লাগবে না।

    আর ও হ্যাঁ। ওটা বোধহয় 'ইনি তো কোন ছার' হবে। ছার মানে বোধহয় ছাই।
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১২:২১ | 61.95.144.123
  • দমু, অপ্পন আর আজ্জোর জন্যে - http://www.andy-roberts.net/misc/latex/latexvsword.html - গুগুলে latex vs word দিলে আরো অসংখ্য লিংক পাবে - যদি তক্কোটা ইনহিবিশন ছাড়া করতে হয় আর কি;-) নইলে তক্কো চলছে, চলবে - সেই সুকুমার রায়ের বোবা-কালার নাটক দেখার মতন।

    ডিঃ বাকিরা কেউ লিংকগুলো ক্লিক কোরো না নেহাত আগ্রহী না হলে।
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১১:৩৯ | 61.95.144.123
  • স্যান - ফ্রেশার নেয়, তবে মনে হয় কম নেয়। জেনে বলতে হবে।

    মামী - এখানেই লিখবো। এট্টু সময় করি।
  • Blank | ০৪ জুলাই ২০০৮ ১১:৩৭ | 65.218.154.195
  • যাত্রার টরেন্ট বানাবে সিঁফো ঃ)
  • m | ০৪ জুলাই ২০০৮ ১১:৩৬ | 12.240.14.60
  • আরে স্যান ,ইয়ার্কি নয়- সবাই কে ধরাতে হলে এর চাইতে ভালো আর কোনো বিজিনেসের কথা মাথায় এলো নাঃ)
  • san | ০৪ জুলাই ২০০৮ ১১:৩৫ | 203.187.252.189
  • হনুদা তো লন্ডন থেকে বাপ্পা নামেই লিখতেন।
  • m | ০৪ জুলাই ২০০৮ ১১:৩৩ | 12.240.14.60
  • অরি,
    সেই সুবিধে অসুবিধে গুলো একটু লিখো- এখানে অসুবিধে হলে মেইলে লিখো।
  • m | ০৪ জুলাই ২০০৮ ১১:৩১ | 12.240.14.60
  • হনু জিগাতে মনে ছিলো না তোমার ডাকনাম বাপ্পা!!!
  • san | ০৪ জুলাই ২০০৮ ১১:৩১ | 203.187.252.189
  • ফ্রেশারদেরও সিভি পাঠানো যাবে কি?
  • san | ০৪ জুলাই ২০০৮ ১১:৩১ | 203.187.252.189
  • আরে তুমি ইয়ার্কি করছো। কিন্তু এটা আমাদের সিরিয়াস প্ল্যান। মাক্কালি।
  • Arpan | ০৪ জুলাই ২০০৮ ১১:৩০ | 202.91.136.71
  • ধুর, লিনাক্ষপ্রেমীরা নাদান ইউজারদের এইরকম বকাবকি করলে তো বহুত ব্যথা।

    বলি, এই ড্রাইভার কোথা থেকে নামাতে হবে, ওই টেকনিক্যাল হেল্প অমুক ফোরামে জিগালে পাওয়া যেতেও পারে আবার নাও যেতে পারে, এইরকম অসীম সম্ভাবনাসমূহের মধ্যে ঢুকে সুস্থ শরীরকে ব্যস্ত করতে আমি পারলাম না।
  • Blank | ০৪ জুলাই ২০০৮ ১১:৩০ | 65.218.154.195
  • R এর প্রচুর লিমিটেশান আছে, তাও বাজারে ওটা ভয়ানক বেশী চলে অকারন
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১১:৩০ | 61.95.144.123
  • মামী - বড় ডিসিশন, ভেবে চিন্তে নিও। অনেক প্রোজ অ্যাণ্ড কনস আছে।
  • m | ০৪ জুলাই ২০০৮ ১১:২৯ | 12.240.14.60
  • ভেবে দেখলাম একমাত্র যাত্রা কোম্পানি খুল্লেই সব দিক দিয়ে যথার্থ হবেঃ)
  • m | ০৪ জুলাই ২০০৮ ১১:২৮ | 12.240.14.60
  • হ্যাঁ অরি,সেটা মাথায় আছে,আসলে নিজেদের দোলাচল কাটিয়ে উঠতেই সময় লাগছে।
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১১:২৭ | 61.95.144.123
  • আমি R কিসুই জানি না। তবে ডাউনলোড করেছি। MapReduce দিয়ে R স্ক্রিপ্ট ভেঙে কিছু কাজের কাজ করা যায় কিনা দেখার জন্যে।
  • arjo | ০৪ জুলাই ২০০৮ ১১:২৬ | 24.214.28.245
  • আমার পুত্র এখন সবকিছুর বাংলা আর ইংরেজি বলছে। যেমন হাংরি মানে খিদে, প্লে মানে খেলা। সেদিন ওর মার হাত থেকে কি একটা পড়ে গেছে। মা বলেছে "এই যাঃ'। ছেলে বল্লে 'এই যাঃ' মানে উপস।
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১১:২৬ | 61.95.144.123
  • আমাদের কোং-এ একটা অ্যানালিটিকসের টীম তৈরী হচ্ছে। টেলিকম রেভেনিউ অ্যাসিওরেন্সের কাজ - প্রচুর ডেটার ওপর নানারকম বিজনেস অ্যানালিটিকস চলবে, সেখান থেকে কি সব বের করবে। সাইটে গিয়ে দেখতে পারো। পছন্দ হলে আমাকে মেল করে দিও।
  • Blank | ০৪ জুলাই ২০০৮ ১১:২৫ | 65.218.154.195
  • আচ্ছা, তোমাকে মেলাবো, আফ্রিকার শেষে
  • Blank | ০৪ জুলাই ২০০৮ ১১:২৪ | 65.218.154.195
  • R বলতে মনে পরলো, এক কালে ভেবেছিলুম R এর মতন ভাটের সফটওয়ার কে ধুয়ে দেবো ঃ)
  • san | ০৪ জুলাই ২০০৮ ১১:২৪ | 203.187.252.189
  • না না আমরা বছর দশেক চাকরি হয়ে গেলেই ডেফিনিট কোলকাতায় ফিরে ব্যবসা করবো। করবোই করবো। মিঠুদিকে দেখিয়ে দেবো। এমনি করে মুচকি হাসা বেরিয়ে যাবে।

    হ্যাঁ কাজ তো তাই। তবে মূলত স্যাসে।
  • h | ০৪ জুলাই ২০০৮ ১১:২৩ | 125.18.104.1
  • হ্যাঁ। হার্ট অফ ডারকনেস টা -ও পড়ে নিস।
  • arjo | ০৪ জুলাই ২০০৮ ১১:২৩ | 24.214.28.245
  • পামিতাদি, তাই করব। এটাই শেষ না। এর আগে আমার ছিল এটনা তাতেও কত যে গুফি করেছে। আমি অনেক পরে বুঝতে শিখেছি। একবার ৩০০ ডলার ফেরত পেয়েছিলাম। কিন্তু এত সময় নষ্ট হয়েছিল। এবারে বিসিবিএস, এবারেও জালি করছে।
  • Paramita | ০৪ জুলাই ২০০৮ ১১:২৩ | 143.127.131.4
  • রিগার্ডিং এনারাই শিশুর বাংলা ঃ হাসি ও ফ্রাস্টেশন দুটোই একসঙ্গে হয়।

    স্যাম্পল ঃ আমি কি এটা চুষ করতে পারি? (প্রসঙ্গ ললিপপ)
    আমি কি আজ দোকান থেকে একটা টয় হ্যাভ করতে পারি?
    আমি ওখানে গিয়েছিলাম না। (যাই নি অর্থে)
    তুমি আমাকে বকুনি দাও না। (দিও না অর্থে)
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১১:২২ | 61.95.144.123
  • স্যান - তোমার কি স্ট্যাটিসটিক্যাল অ্যানালিসিসের কাজ? R-এ হাত পাকানো? বা ম্যাটল্যাবে?
  • Blank | ০৪ জুলাই ২০০৮ ১১:২১ | 65.218.154.195
  • এই টে কিনা কনফার্ম করো,
    An Image of Africa: Racism in Conrad's "Heart of Darkness"
  • arjo | ০৪ জুলাই ২০০৮ ১১:২১ | 24.214.28.245
  • ঈশানের কোং এ কি ভাট মারার কাজ? আমিও করব আমিও করব। মাইরি বলছি হেব্বি গুছিয়ে ভাট মারব। কোনো ফাঁকি নেই। ছুটির দিনেও মারব।
  • san | ০৪ জুলাই ২০০৮ ১১:২০ | 203.187.252.189
  • এ সব কি অপমানজনক কথা।

    আমি সিইও আর ঈশান এমপ্লয়ি বললে কি ভালো শোনাতো ? ;-)
  • h | ০৪ জুলাই ২০০৮ ১১:১৯ | 125.18.104.1
  • সৈকতের কোং এ আমি চাগরি করবো না। কিছু ভুল ভাল করলে লুকোতে পারবো না ধরে ফেলবে, শুধু তাই নয়, আমার কাজটা আমার থেকে ভালো করে ফেলে মুচকি মুচকি হাসবে। নানা ভাবে আমি চাপে পড়ে যাব।
  • r | ০৪ জুলাই ২০০৮ ১১:১৭ | 125.18.17.16
  • বাচ্চাদের ঠিকঠাক বাংলা শেখানো খুব চাপ।
  • Paramita | ০৪ জুলাই ২০০৮ ১১:১৭ | 143.127.131.4
  • ইনশিওরেন্স যদি তোমার এমপ্লয়ারের থ্রুতে হয় তো এইচ আরকে কপি করে শক্ত মেল দাও। আগে এমন করে ফল পেয়েছি।
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১১:১৭ | 61.95.144.123
  • মামী - তোমাদের তো এখনও ওখানে কোনও টান নেই - মানে আমার যেমন ছিলো যে পিএইচডিটা শেষ করতে হবে। তাই টার্গেট ফিক্সড রাখো - যদি ফিরতে চাও। ঘেনু যত বড় হবে তত অসুবিধা হবে। ঘেনুরও, তোমাদেরও।
  • m | ০৪ জুলাই ২০০৮ ১১:১৭ | 12.240.14.60
  • ঈশান সিইও আর তুমি এমপ্লয়ী- দুদিনেই উঠে যাবেঃ))
  • h | ০৪ জুলাই ২০০৮ ১১:১৬ | 125.18.104.1
  • ব্ল্যাংকি কনরাডের হার্ট অফ ডার্কনেসের একটা ক্রিটিক আছে , আচেবের লেখা। রেকো করলাম।
  • arjo | ০৪ জুলাই ২০০৮ ১১:১৬ | 24.214.28.245
  • খুবই খারাপ লাগে। যাক শুতে গেলাম। ব্ল্যাংক বাবু গাইড হও, খেয়েদেয়ে কাম নাই। ঃ-)
  • san | ০৪ জুলাই ২০০৮ ১১:১৫ | 203.187.252.189
  • ঈশানের উচিত দেশে ফিরে এক পিস কোং খোলা। আর ন্যাচারেলি আমাকে সেখানে চাকরি দেয়া। তাইলে একটু কোলকাতা ফিরতে পারি আর ভদ্রলোকের মত চাকরি করতে পারি। জীবনে তো ঘেন্না ধরে গেল ঃ-((
  • arjo | ০৪ জুলাই ২০০৮ ১১:১৫ | 24.214.28.245
  • পারমিতা দি কি বলব আমাকে এদেশেও ইনসিওরেন্সের সাথে রোজ ঝগড়া করতে হয়। এর মধ্যে একদিন উইকএন্ডে ছেলেকে নিয়ে আফটার ওয়ার্কস পিডিয়াট্রিক্সে গিয়েছিলাম। ছেলে বমি করছিল আর বলছিল মুখে ব্যথা। তার আগে বলেছে পচা জিনিষ খেয়েছি। খুব টেন্সড হয়ে পড়েছিলাম। যাক ওরা এক্সরে ইত্যাদি করে দেখে কিছু নেই। এবারে বিল পাঠিয়েছে ৭৫ ডলারের। আমার পিপিও মানে নেটওয়ার্কে যেকোনো ডাক্তারের কাছে যেতে পারি। কিন্তু আমাকে বলে যেহেতু যে ডাক্তারের নামে বিল এসেছে সে আউট অফ নেটওয়ার্ক তাই আমাকে পয়সা দিতে হবে। এখানেই গ্যাড়াকল। আফটার ওয়ার্কস পিডিয়াট্রিকস একটা ফেসিলিটি সেটা উইদিন নেটওয়ার্ক। যেমন হসপিটাল আর কি। এখন হসপিটালে গেলে কি আমি দেখে যাব কোন ডাক্তার উইদিন নেটওয়ার্ক? বা বলব যে ডাক্তার উইদিন নেটওয়ার্ক তাকে দিন। সে তো হয় না। আমার কোনো ক®¾ট্রাল নেই। এই নিয়ে এখনো অবধি আমি ২ ঘন্টা নষ্ট করেছি। আমি জানি এটা পিওর জালি করছে। জেদ চেপে গেছে দেব না।
  • Blank | ০৪ জুলাই ২০০৮ ১১:১৪ | 65.218.154.195
  • আপাতত লিভিংস্টোনের আফ্রিকা পড়িং
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১১:১২ | 61.95.144.123
  • বলতে তো পারতো। কিন্তু বলতে চাইতো না। লিখতেও পারতো - কিন্তু তাই নিয়ে প্রচুর লড়তে হত, আর মাঝে মাঝেই গুলিয়ে ফেলতো - কোনটা কি। এই দু সপ্তাহেই অনেক ইমপ্রুভ করেছে - ইস্কুলে দিব্যি লিখছে - বাংলা মিস বল্লেন যে উনি তো চমকে গেছেন - ওঁর এক্সপেক্টেশন ছিলো যে কিছুই পারবে না। আর বলছে যখন মিলিয়ে মিশিয়ে বলছে এখনও - তবে বাংলাটাই বেশি বলছে। "উরি বাবা', "ধুর বাবা' - এসব শিখেছে - আর চালিয়ে যাচ্ছে।
  • m | ০৪ জুলাই ২০০৮ ১১:১০ | 12.240.14.60
  • দেখা যাক,আগামী শীত কে টার্গেট রেখেছি স্যান- প্রত্যেক বারের মতইঃ)
  • san | ০৪ জুলাই ২০০৮ ১১:১০ | 203.187.252.189
  • ব্ল্যাংকির দিন কেমনি রসেবশে কাটছে?
  • san | ০৪ জুলাই ২০০৮ ১১:০৯ | 203.187.252.189
  • তোমরাও কি দেশে ফিরবে ভাবছো?
  • m | ০৪ জুলাই ২০০৮ ১১:০৪ | 12.240.14.60
  • ইংরেজি বলা কি ছেড়ে দিয়েছে নাকি তোমাদের সঙ্গে বলে? আর পুরোনো স্কুল বা বন্ধুদের কথা বলে?
    তোমরা যখন কোলকাতায় এলে তখন কি ও বাংলা লিখতে শিখে গিয়েছিলো?
  • Tim | ০৪ জুলাই ২০০৮ ১১:০৩ | 24.127.39.26
  • পামিতাদি,
    এরকম অভিজ্ঞতা আমারও হয়েছে। আর্থিক ক্ষতি তো বটেই, তার সাথে সাথে সম্পর্কগুলোকে এমন করে দিয়ে যায় এই ঘটনাগুলো, পরে শত চেষ্টাতেও মেরামত করা যায় না। তোমার পোস্টের শেষ লাইনটাই আসল কথা।
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১১:০২ | 61.95.144.123
  • মামী - ঋক ভালোই আছে, ইস্কুলে সিস্টেম আলাদা বলে মাঝে মাঝে একটু অসুবিধা হচ্ছে (আমাদেরও হচ্ছে), তবে আদারওয়াইজ মনের আনন্দে আছে। বাংলা বলছে দিব্যি - এবং বেশ ভালো লিখছেও। কাল একটা রথ কিনে দিয়েছি - আজ ইস্কুল থেকে ফিরে সেটা সাজাবে - বিকেলে পাড়ার এক বন্ধুর সাথে বেরোবে।
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১০:৫৯ | 61.95.144.123
  • হনুর বউকে আমি ভালো করে চিনতুম - ওরা আমার দিদিদের ফ্ল্যাটের উল্টোদিকে থাকতো, আর যদুপুরে একসাথে এসএফআইও করেছি। হনু তাই আমার দিদিকে দিদিই বলে। আর হনুর কথাও আমি দিদির কাছেই আগে শুনেছি, ভার্চুয়াল আলাপ এখানে, তাপ্পর ফর্মাল দেখা এই পোশশুদিন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত