এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dri | ০৩ জুলাই ২০০৮ ১২:০৮ | 75.3.201.164
  • ন্যাঃ, আপনার থেকে শিপিং আর হ্যান্ডলিংটি গ্যাঁড়াতে আমার একটু নজ্জা করছে।

    করব, করব। ধৈর্য্যং।
  • sinfaut | ০৩ জুলাই ২০০৮ ১২:০৮ | 66.232.102.157
  • হ্যাঁ হ্যাঁ ন্যাড়াদা, চট করে সিডি পাটিয়ে দিন। কিন্তু ডাউনলোড হবেনা মানে কী? দ্রি ভয়ানক ল্যাদখোর হয়ে যাচ্ছেন।
  • S | ০৩ জুলাই ২০০৮ ১২:০৭ | 202.140.54.29
  • হুঁ। দিল্লি হাট যাওয়া খুব সোজা। কিন্তু INA মার্কেট যাওয়া বেশ চাপের। অরবিন্দ মার্গ থেকে এϾট্র নিতে হবে। রিং রোড থেকে ঢোকা যাবে না। নাকি ইউ টার্ন আছে?
  • nyara | ০৩ জুলাই ২০০৮ ১২:০৪ | 64.105.168.210
  • আপনার অ্যাড্রেস পাঠিয়ে দিন। আমার বার্ন করা সিডি আছে। নতুন ল্যাপটপ এলে লাগব বলে করে রেখেছি। পাঠিয়ে দিচ্ছি। সিডির অভাবে মহত কাজ আটকে থকবে - এ হতেই পারে না।
  • dri | ০৩ জুলাই ২০০৮ ১২:০১ | 75.3.201.164
  • আরে ল্যাদ খেয়ে আছি। বার কয়েক ডাউনলোড করার চেষ্টা করে বুঝেছি, ও হবেনা। ভাবছি একটা সিডি অর্ডার করে দেবো। আমার আসলে আঠাশ মাসে বছর।
  • nyara | ০৩ জুলাই ২০০৮ ১১:৫৮ | 64.105.168.210
  • দ্রি, ল্যাপটপে লিনাক্ষ বসালেন?
  • shrabani | ০৩ জুলাই ২০০৮ ১১:৫৫ | 124.30.233.101
  • হ্যাঁ, দিল্লী হাটের উল্টোদিকে। শুধু মাছের নয়, কাঁকড়া টাকড়াও ভাল পাওয়া যায়। খুব ভাল দামে খাবার, এই সীজনে বসে খাওয়া একটু চাপের, ছোটো দোকান এসি নেই। তবে প্যাক করে নিয়ে আসতে পার।
    মালাবার চিকেন কারীর মশলাটাই শুধু খাওয়া যায়। এত কিছুর বিল ছিল তিনশ টাকা। মাছ ভাজাটাও হেভী। বিরিয়ানীটা অত ভালো নয় তবে ঠিক আছে। যদি সন্ধ্যে সন্ধ্যে যাও আপম পেতে পার। আপমের সাথে চিকেন বা মাছের কারী।
  • dri | ০৩ জুলাই ২০০৮ ১১:৫৩ | 75.3.201.164
  • ঈশেন, তুমি মাইমার এগেনস্টে মলেস্টেশানের চার্জ আনতে আরো। ওয়ান এইট হানড্রেড ল'স্যুট।

    আর মাইমা, আপনিও যদি রেগুলার ক্যাল দিতে চান একটা প্রিপেইড বেইল কিনে নিতে পারেন, ধরুন হাজার ডলারের। পুলিস ধরা মাত্র ছাড়া পেয়ে যাবেন।

    হুঁহুঁ বাবা। ফাস্ট ওয়ার্ল্ড।
  • sinfaut | ০৩ জুলাই ২০০৮ ১১:৪৮ | 66.232.102.157
  • পাই এর সব গুইলে গেসে। বাই, হো, লেবো সবই তো ওরিয়েন্টেশন। ফিজিক্যালি তো মেল ফিমেল বটেই তারা। তুমি বোধহয় হার্মাফ্রোডাইট বলতে চাইছ।
  • S | ০৩ জুলাই ২০০৮ ১১:৪৭ | 202.140.54.29
  • আইএনএ মার্কেট মানে দিল্লি হাটের উল্টোদিকে তো? মালাবার হাউসের নাম শুনেছি, কিন্তু যাওয়া হয় নি। আইএনএ মার্কেট শুনেছি মাছেরও বেশ বড় আড়ত।
  • dri | ০৩ জুলাই ২০০৮ ১১:৪৪ | 75.3.201.164
  • ইশেন মশা মেরেছো কোনদিন? গায়ে একটু বেশীক্ষণ বসা মশা মারলেও খুব রক্তারক্তি হয়।
  • pi | ০৩ জুলাই ২০০৮ ১১:৪১ | 69.251.184.3
  • শুনে সাপটা কি বল্লো ? ফোঁস করা কাটিয়ে দি ?
  • Ishan | ০৩ জুলাই ২০০৮ ১১:৪০ | 12.240.14.60
  • বাই পরে। আপাততঃ বাইবাই।

    আরও তত্বালোচনা করলে বৌ ক্যালাবে বলছে।
  • pi | ০৩ জুলাই ২০০৮ ১১:৩৯ | 69.251.184.3
  • বাই তাহলে কি ?
    ফুকো বা অ্যালেনবাবুর মতে ?
  • Arijit | ০৩ জুলাই ২০০৮ ১১:৩৯ | 61.95.144.123
  • আমাদের বাড়িতে এই গত হপ্তাতেও ঢুকেছিলো - রাতে বাড়ি ফিরে শুনলুম বাবা সেটাকে মেরেছে। আগে - মানে যখন আমি বাড়িতে থাকতুম - তখন মনে আছে প্রায়ই আসতো। একবার একটা বেশ বড়সড় মেরেছিলুম - লোহার রড দিয়ে - সেটাকে মারতে গিয়ে বাবার ঢ্যাঁড়স ক্ষেত পুরো লণ্ডভণ্ড হয়েছিলো। বাবা বলেছিলো যে আমি ঢ্যাঁড়স খাই না বলে ইচ্ছে করে গাছ নষ্ট করেছি।
  • shrabani | ০৩ জুলাই ২০০৮ ১১:৩৮ | 124.30.233.101
  • সেদিনে INA market এ মালাবার হাউস বলে একটা ছোট্ট দোকানের পরোটা, কাঁকড়া মসালা আর চিকেনের মালাবার স্পেশাল কারী কিনে আনলাম, দুধর্ষ খেতে। কেউ দিল্লী/এন সি আরের হলে ট্রাই করতে পারে।
  • Ishan | ০৩ জুলাই ২০০৮ ১১:৩৮ | 12.240.14.60
  • যার শিল যার নোড়া
    তারই ভাঙে কানের গোড়া। ঃ(
  • Ishan | ০৩ জুলাই ২০০৮ ১১:৩৬ | 12.240.14.60
  • সল্টলেকে জয়দীপের বাড়ির দোতলায় গিটার ফিটার বাগিয়ে বসা হয়েছে। হঠাৎ মেঝেতে একটা সাপ। সে আবার ফনাও তোলে। জয়দীপ বলল মারতে হবে। আমি বললাম, মারবি? কি রক্তারক্তি হবে ভাব। জয়দীপ বলল ঠিক বলেছিস। কাটিয়ে দি।

    সত্যি কথা।
  • m | ০৩ জুলাই ২০০৮ ১১:৩৫ | 12.240.14.60
  • এইবার কানের গোড়ায় টিক দেবার সময় হয়েছে...
  • Paramita | ০৩ জুলাই ২০০৮ ১১:৩৪ | 143.127.131.4
  • কে যেন কচ্ছপ পুষেছিল কিছুতেই মনে পড়ছে না।
  • Arijit | ০৩ জুলাই ২০০৮ ১১:৩৩ | 61.95.144.123
  • ঠিক ঠিক। থ্যাংকু শ্রাবণী। আমার একটা টনিক লাগবে - ব্রেনোলিয়া।

    প্যাঁচা ও পাঁচুগোপাল - গপ্পের নাম।
  • Ishan | ০৩ জুলাই ২০০৮ ১১:৩৩ | 12.240.14.60
  • গে হল ওরিয়েন্টেশন। আর মেল-ফিমেল হল সেক্সুয়ালিটি। ফুকো বলেছেন। উডি অ্যালেনের সঙ্গে মিলিয়ে পড়ুন।
  • shrabani | ০৩ জুলাই ২০০৮ ১১:৩২ | 124.30.233.101
  • ছেলেটার নাম পাঁচু ছিল, যে প্যাঁচা পুষেছিল। তার দিদিমার না পিসীমার গুরুদেবের ছেলে বাড়িতে এসে চুরি করে পালিয়েছিল। পরে তীর্থে গিয়ে কোন একটা স্টেশনে ঐ গুরুকে প্যাঁচাটা চিনে ফেলে।
  • m | ০৩ জুলাই ২০০৮ ১১:৩১ | 12.240.14.60
  • সাপ টা একটা চুবড়ির মধ্যে থাকতো- মাঝে মাঝে বিছানায় ছেড়ে দিত- ব্যাং ট্যাং তখনো লেকটাউন -বাঙুরে পাওয়া যেত বোধহয়-সাপ পোষার পর বন্ধুদের সংখ্যা ক্রমশ কমে যাওয়ায় আর বাড়িতে দোতলায় নামার নিষেধাজ্ঞা জারি হওয়ায় একদিন সাপ ফেরত যায়- এরপর ও খুব বিরক্ত হয়ে নিতান্ত গোবেচারা একটা কচ্ছপ পুষেছিলো।
  • sinfaut | ০৩ জুলাই ২০০৮ ১১:৩১ | 66.232.102.157
  • কিস কিস কিস বলতেই বোঝা গ্যাছে সতু রায় হতেই পারেনা।
  • Ishan | ০৩ জুলাই ২০০৮ ১১:৩১ | 12.240.14.60
  • লে হালুয়া। উডি অ্যালেনও ওকথা বলেন নি রে ভাই। আসলে আমার এখন ভাব এসে গেছে।
  • pi | ০৩ জুলাই ২০০৮ ১১:৩০ | 69.251.184.3
  • আরে প্যাঁচাদের মধ্যে যে গে নেই, সেটাই তো সাড়াজাগানো আবিষ্কার। ঈশানবাবু জানিলেন না উনি কি জিনিস পি জে বলে ভ্রমিলেন।
  • Arijit | ০৩ জুলাই ২০০৮ ১১:২৯ | 61.95.144.123
  • হয়নি হয়নি ফেল।

    সাপের ভাষা সাপের শিস, ফিস ফিস ফিস ফিস
    বালকিষণের বিষম বিষ, ফিস ফিস ফিস ফিস
  • Arijit | ০৩ জুলাই ২০০৮ ১১:২৮ | 61.95.144.123
  • নারাণ গাঙ্গুলির প্যাঁচা নিয়ে একটা ব্যাপক গপ্প ছিলো - কি নামটা ভুলে গেছি। সেই প্যাঁচাটা এক ভণ্ড গুরু-কাম-চোর ধরে দেবে।
  • Ishan | ০৩ জুলাই ২০০৮ ১১:২৭ | 12.240.14.60
  • সাপের ভাষা সাপের বিষ/কিস কিস কিস কিস। সত্যজিত রায় বলেছেন।
  • Ishan | ০৩ জুলাই ২০০৮ ১১:২৬ | 12.240.14.60
  • জেন্ডার এবং ওরিয়েন্টেশন -- এরা হল নির্মান। কিন্তু সেক্সুয়ালিটি? উহা বিজ্ঞান। উডি অ্যালেন বলেছেন।
  • dri | ০৩ জুলাই ২০০৮ ১১:২৫ | 75.3.201.164
  • সাপ পোষার আইডিয়াল জায়গা হল আম্রিকা। সাধে কি আর বলে ফাস্ট ওয়ার্ল্ড?

    এইতো সেদিন আমাদের বাড়িয়ে কাগজ পাঠিয়েছিল। হলুদ সাপের গায়ে কালো ডট। টু নাইনটি নাইন, কেটে, ওয়ান নাইনটি নাইন ওনলি।
  • pi | ০৩ জুলাই ২০০৮ ১১:২৫ | 69.251.184.3
  • বাড়ির লোকে সাপের প্রশংসা কল্লো ?
    আর, শহরে সাপের খাদ্য সুলভ? অজগর পুষেছিলো ?

    অবশ্য পেঁচা ঠিক কি কি খায় জানিনা।
  • sinfaut | ০৩ জুলাই ২০০৮ ১১:২৩ | 66.232.102.157
  • গেঃ প্যাঁচা।
  • Ishan | ০৩ জুলাই ২০০৮ ১১:২২ | 12.240.14.60
  • এবার আমি ঘুমোতে যাব। সকাল অবধি সঙ্গে থাকুন।
  • shrabani | ০৩ জুলাই ২০০৮ ১১:২১ | 124.30.233.101
  • MoS - Power
    আমাদের অফিসের ইতিহাসে এই প্রথম কোনো মন্ত্রী এল ইঞ্জিনিয়ারিং অফিস ভিজিটে।
    সাধারনত কর্পোরেটে বা প্ল্যান্টে যায় লোকে। মনে হচ্ছে নিকট ইলেকশনের সম্ভাবনায় তোলার হিসেব করতে এসেছে।
  • Ishan | ০৩ জুলাই ২০০৮ ১১:২১ | 12.240.14.60
  • না।

    এটি একটি পিজে। হা হা।
  • pi | ০৩ জুলাই ২০০৮ ১১:২০ | 69.251.184.3
  • জীববিজ্ঞানের জগতে সাড়াজাগানো তথ্য !
  • m | ০৩ জুলাই ২০০৮ ১১:১৯ | 12.240.14.60
  • আমার বন্ধু রাজেশ একটা প্যাঁচা পুষেছিলো- সাদা মা লক্ষ্মীর বাহন।- কি সুন্দর দেখতে, সারাদিন ধরে নানা অ্যাঙ্গেলে তার ছবি তোলা হতো।ঘাড় ঘুরিয়ে তার চারপাশ দেখার রাজকীয় ভঙ্গীটা বেশ মনে পড়ে।শহরে খাবার যোগাড়ের অসুবিধে আর বাড়ির লোকেদের নিন্দেয় টিকতে না পেরে প্যাঁচা উড়িয়ে সে একটা সাপ পুষতে শুরু করেছিলো।
  • Ishan | ০৩ জুলাই ২০০৮ ১১:১৮ | 12.240.14.60
  • মেল ও ফিমেল।
  • sinfaut | ০৩ জুলাই ২০০৮ ১১:১৬ | 66.232.102.157
  • হাঁড়িচাচা বলতে আমার কিচ্ছু মনে পড়েনা। শুধু জৈষ্ঠের দুপুরে কর্কশ ক্যাঁওম্যাঁও করা কিছু ধ্বনি ভেসে আসে। কি কষ্ট।
    মামী, যুগল বলতে আমি হংসরাজ বুঝতাম, এই মুহুর্তে তো তার ছবি নেই, তাই ঐ দিয়েই খুশি থাকো। রেতের বেলা দেখচি অন্য অর্থবহ কিছু ভেজা যায় কিনা।
  • Ishan | ০৩ জুলাই ২০০৮ ১১:১৫ | 12.240.14.60
  • প্যাঁচা দুই ধরণের।
  • Paramita | ০৩ জুলাই ২০০৮ ১১:১৪ | 143.127.131.4
  • চিনেদের কাছে প্যাঁচা অতি শুভ। আমার চিনে নেবারের ছাতের ওপর পার্মানেন্ট প্যাঁচা লাগানো আছে অ্যান্টেনার বদলে।
  • S | ০৩ জুলাই ২০০৮ ১১:১৪ | 202.140.54.29
  • জয়রাম রমেশ কে যেন?

    (অনেকদিন মিনিস্ট্রির খবর রাখি না)
  • pi | ০৩ জুলাই ২০০৮ ১১:১১ | 69.251.184.3
  • প্যাঁচা বলতেই মনে পড়ে যায় নিশুতিরাতে হস্টেলের করিডোরের পাশের আমগাছ থেকে ভেসে আসা এক ভুতুড়ে ডাক।
    শুনেছিলাম।
  • pi | ০৩ জুলাই ২০০৮ ১১:০৫ | 69.251.184.3
  • আমাদের আপিসে এমন কিছু হয়না ক্যানো কাল !
    প্রেজেণ্টেশানের একটা স্লাইড ও বানানো হয় নাই ঃ(
  • nyara | ০৩ জুলাই ২০০৮ ১১:০৪ | 64.105.168.210
  • হজবরলতে আমার বিচারসভায় প্যাঁচাকে বলেছিল 'জজ ঢোলে'। প্যাঁচা বলল, 'আমার চোখের গোলমাল আছে'। অমনি বলল, 'আমি যত জজ দেখেছি সবাইকার চোখের গোলমাল আছে।' কে বলেছিল ভুলে যাচ্ছি। কুমিরটা?
  • dri | ০৩ জুলাই ২০০৮ ১১:০৪ | 75.3.201.164
  • প্যাঁচা বললেই মনে পড়ে নিশুতি রাতে ল্যাম্পপোস্টের আলোয় দেখা ১৮০ ডিগ্রি ঘাড় ঘোরানো প্যাঁচা।

    দেখেছিলাম।
  • pi | ০৩ জুলাই ২০০৮ ১১:০০ | 69.251.184.3
  • আর রাত্রে প্যাঁচানির চ্যাঁচানি নিয়ে কাব্যি করেন। ঃ)
  • m | ০৩ জুলাই ২০০৮ ১০:৫৮ | 12.240.14.60
  • সিঁফো,
    যুগলে শব্দটার অর্থ তুমি জানো না দেখে ভারি দুঃখ পেলাম।তুমি তো আমার মত নিরেট নও বলেই মনে হয়ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত