এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • arjo | ২৬ জুন ২০০৮ ২৩:২৮ | 168.26.215.54
  • কারুর একার উদ্দ্যেশ্যে নয়।
  • Abhyu | ২৬ জুন ২০০৮ ২৩:২৫ | 24.98.46.167
  • আজ্জোর আগের পোস্টটা কার স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত?
  • arjo | ২৬ জুন ২০০৮ ২৩:২১ | 168.26.215.54
  • শুধু এই বলিবার যে ওজন বাড়িবার সাথে সাথে স্মৃতিও হাতির মতন বাড়িয়াছে। ইয়াদ রাখেঙ্গে, মওকা মিলনে সে দেখ লেঙ্গে, চুন চুন করকে, এক এক করকে দেখ লেঙ্গে।
  • Abhyu | ২৬ জুন ২০০৮ ২৩:১৯ | 24.98.46.167
  • এর মধ্যে কলকাতা যাচ্ছ না কি? কমলকুমারের ছবির একটা এক্সিবিশান আছে চর্চাপদের অফিসে।
  • Abhyu | ২৬ জুন ২০০৮ ২৩:১৬ | 24.98.46.167
  • ডিদি যে ! কেমন আছো?
  • d | ২৬ জুন ২০০৮ ২৩:১২ | 121.245.182.176
  • আর্য্য কই আজকে?

    দ্রি'য়ের এই গুরুতে আসার সময়টা বদলে বেশ ভাল হয়েছে।
  • d | ২৬ জুন ২০০৮ ২৩:০৮ | 121.245.182.176
  • ইন্ডো মার খাবি? বেশ কষকষে দুখান কানমলা? কিম্বা ঝাল ঝাল পাতল দেখে দুটো চাঁটি? রাত্তিরকে কোথায় নুক্যে রেখিচিস? সে শিশুটকে লেখে না কেন?
  • Abhyu | ২৬ জুন ২০০৮ ২২:৫১ | 24.98.46.167
  • আমিও তো দেখছি। কেউ কিছু বলছে না। এই যে রিমি সেদিন মাংস ছেড়ে আলাদিনের শাক খেল, সেই নিয়েও তো কেউ চাড্ডি আওয়াজ পজ্জন্ত দিলো নি।
  • I | ২৬ জুন ২০০৮ ২২:৪৬ | 59.93.203.129
  • কারুর ভাটে আগ্রহ নাই। আমি একা আর কত দেখব !
  • I | ২৬ জুন ২০০৮ ২২:০৩ | 59.93.203.129
  • আইটিওলাগণ, আপ্নেরা কি কচ্ছেন? সন্ধ্যাবেলা বসে বসে ক্যাবোল সন্ধ্যাভাষায় হ্যাজাচ্চেন? মেসেজ পোস্টিং-এর গড় ঘন্টায় একটি!
    ওদিকে দ্যাখেন গা, টই কত দ্রুত এগিয়ে চল্ল। অ্যাগবার গিয়ে দ্যাখেন গা।
  • S | ২৬ জুন ২০০৮ ২১:৫৮ | 122.162.81.145
  • *যায়।
  • S | ২৬ জুন ২০০৮ ২১:৫৮ | 122.162.81.145
  • ট্যাব দিয়ে ফাইল বানিয়েও তাকে csv ফরম্যাটে সেভ করা যসয়।
  • sinfaut | ২৬ জুন ২০০৮ ১৮:২২ | 66.232.102.157
  • প্লিজ ইগনোর। আমি ভেবেছিলুম অন্যকোনো ফান্ডা আছে। হয়ে গেছে। আসলে একটা csv ছিল তার সব কমা কে রিপ্লেস করে ট্যাব করে দিয়ে দেখি এরর আসছে, তার্পর দেখলাম একটা স্ট্রিং এর মধ্যেই কমা ছিল। এখন ঠিক আছে।
  • Arijit | ২৬ জুন ২০০৮ ১৮:১৮ | 61.95.144.123
  • টেক্সট এডিটরে ভ্যালু লেকো, প্রতি কলামের মধ্যে ট্যাব দাও, আর তো কিছু নাই।
  • sinfaut | ২৬ জুন ২০০৮ ১৮:১৫ | 66.232.102.157
  • আচ্ছা tab delimited ফাইল কি করে বানায় বলতে পারবে? এক্ষুনি দরকার।
  • sinfaut | ২৬ জুন ২০০৮ ১৮:১৫ | 66.232.102.157
  • আচ্ছা tab delimited ফাইল কি করে বানায় বলতে পারবে? এক্ষুনি দরকার।
  • Arijit | ২৬ জুন ২০০৮ ১৮:০৩ | 61.95.144.123
  • দ্যাখ ডাউনলোড আপলোড না করলেও কিছু কিছু নেটওয়ার্ক প্যাকেট ট্রান্সফার হবেই - ডিএনএসের সাথে, বা ডিএইচসিপি সার্ভারের সাথে। অনেক ব্রডকাস্ট প্যাকেটও আসে। কিন্তু তার স্কেল কতটা সেটা বলতে পারবো না। বরং একটা স্নিফার গোছের ব্যবহার করে দেখতে পারিস কি আসছে-যাচ্ছে - Ethereal ফর এগজাম্পল।
  • Blank | ২৬ জুন ২০০৮ ১৮:০২ | 65.218.154.195
  • টরেন্ট এক মহা জালি জিনিস। কবে থেকে বার্মিজ হার্প নামাবার ট্রাই কচ্ছি। ৯৩% হয়ে বসে আচে। ধুর। আমি ভয়ানক বিরক্ত।
  • sinfaut | ২৬ জুন ২০০৮ ১৭:৫৯ | 66.232.102.157
  • ইউনি আনব্লক করে দেখতে পারো। আর .. আর... আহেম, লিনাক্স লাগিয়ে।
  • Somnath | ২৬ জুন ২০০৮ ১৭:৫৪ | 59.160.220.131
  • সিফো, দ্বিতীয়টা ঠিক নয়। কারণ অন্য দিন তো আমি জেগে থেকে ঠিক ২ টো থেকে ডাউনলোড করি। মানে ১।৫৯ এ চালালে ২ টো থেকে ডাউনলোড হয়। নেট কোটা খায় না।
    পীয়ার গার্ডিয়ান নামিয়ে দেখেছিলাম। কোটি কোটি সাইট অ্যালাও হচ্ছে আর ব্লক হচ্ছে, আর স্রোতের মতো সাইট বয়ে চলেছে লগ উইণ্ডো দিয়ে। কিন্তু আমার ভয় হলো, যে যে ফিল্টার লাগালাম - ইউনি, গভর্নমেন্ট, অ্যান্টি পি টু পি, ইত্যাদি, তার কিছু, যেমন ইউনি, যদি আমার মুভি টরেন্টগুলোর কোনোটার হোস্ট হয়? মানে স্পীড কমে যাচ্ছিল বেশ খানিকটা ওটা চালিয়ে রাখায়। চাপ খেয়ে আনইন্সটল করে দিলাম।

    আর একটা সমস্যা হল, চালাবার সাথে সাথে বেশ ভালো স্পীড ওঠে, প্রায় ২০০ কেবিপিএস। কিন্তু খানিক পরে সেটা আপনা আপনি কমে ১৫০ এর কাছাকাছি চলে যায়। এই আধ ঘন্টাটাক পরে। পুরো মেশিন শাট ডাউন করে আবার চালালে এই স্পীড ফিরে আসে।

    এই থেকে মনে হল আমার মেশিন রিমোট অ্যাক্সেস হচ্ছে হয় তো। তখনই পীয়ারগার্ডিয়ানটা চালিয়েছিলাম। বিশেষ লাভ তো হল না।

    spybot নামে একটা রেজিস্ট্রি ক্লীনার নামিয়েছি। মাঝে মাঝে ওটা চালাই। ওটা বেশ কাজের। কিছু কিছু চাপের অ্যাপ্লি বের করে ডেসট্রয় করে দায়িত্ব নিয়ে। মাঝে মাঝে আবার বলে, মেশিন সুস্থ আছে।

    তো এই ভাবেই চলছে। মানে, দুটোয় উঠে। মাসের প্রথমে ছাড়া এক্সপেরিমেন্ট কাঅ যায় না। একদিন ৮ টায় শিডিউলার এ বন্ধ করার সেটিং দিয়ে ঘুন্মিয়ে পড়েছি। তখন মাসের শেষ। কোটা ৫০ এম বি মতন বাকি। ৯।৩০ এ উঠে তড়ি ঘড়ি মেশিন বন্ধ করলাম। পরদিন দেখি ২০০ এম বি বাড়তি খেয়ে গেছে। অথচ টরেন্টটা বন্ধ হয়েছিল কিন্তু। ১৬০ টাকা বাড়তি দিতে হল।

    এইসব চাপ এ আছি।
  • Arijit | ২৬ জুন ২০০৮ ১৭:০৩ | 61.95.144.123
  • না এটা মনে হয় সেরকম নয়। ছোটকত্তা তো নেই এই সীনে - এইচ আর বলেছিলো। তো বড়কত্তা দেখলুম তাকে গিয়ে জিগালো - তাপ্পর বেড়িয়ে এসে বল্ল দাঁড়াও খোঁজ নিই - কিছুক্ষণ পরে গাড়িবাবু এসে সব জানিয়ে গেলেন। এখানে কর্পোরেট ইয়েটা কমই - মানে টিসিএস তো দেখেছি আগে...
  • S | ২৬ জুন ২০০৮ ১৬:৫৯ | 202.140.54.29
  • অবশ্য আকাশ থেকে পড়ার অভিনয়ও হতেই পারে। মানে ৯৯% চান্স। যে তোমাকে ঐ ইনফো দিয়েছিল, বড়কত্তা তাকে তো ডেকে ঝাড়েন নি! শো কজ করেন নি। করবেনও না। কারণ তাঁর হুকুমেই ছোটকত্তা অমন ফরমান তোমাকে শুনিয়েছিলেন। দশজন ফরমান শুনলে দুজন প্রতিবাদ করে বড়কত্তার কাছে গিয়ে, বাকিরা অলটারনেটিভ খুঁজে নেয়। বড়কত্তার কাছে দুবার আকাশ থেকে পড়ার অভিনয় করা কোনও ব্যাপারই নয়। গাড়িতে ভিড়ও বাড়ল না। সবদিক রক্ষা হল।

    অনেকদিন হল কর্পোরেটে। অনেক বড়কত্তা মেজকত্তা দেখলাম।
  • Arijit | ২৬ জুন ২০০৮ ১৬:৫৮ | 61.95.144.123
  • না, কণ্ডিশনটা আছে, তবে ছোটদের জন্যে। আসলে ইদানিং অনেক লোক নিয়েছে, আর অত ট্রান্সপোর্ট নেই। মাস দুইয়ের মধ্যে গাড়ি হটিয়ে বাস নামাবে, তখন আবার সমান হয়ে যাবে।
  • S | ২৬ জুন ২০০৮ ১৬:৫৭ | 202.140.54.29
  • আকাশ থেকে পড়ারই কথা। অমন কন্ডিশন কখনও শুনি নি। ঃ-)
  • Arijit | ২৬ জুন ২০০৮ ১৬:৪২ | 61.95.144.123
  • নাঃ আজ থেকে গাড়ির ব্যবস্থা হয়ে গেছে। বড়কত্তাকে বল্লুম - সে তো আকাশ থেকে পড়লো - আর সাথে সাথে ব্যবস্থা করে দিলো।
  • sarathi | ২৬ জুন ২০০৮ ১৬:৩৮ | 59.160.220.131
  • অরিজিত , উল্টোডাঙা থেকে অটো-মেট্রো ট্রাই করেছিলেন নাকি?
  • Arijit | ২৬ জুন ২০০৮ ১৬:৩৩ | 61.95.144.123
  • ঘুম পাচ্ছে, আর আমি হারিয়ে গেছি। তিনদিনে এতগুলো জিনিস ঘেঁটেছি যে সব গুলিয়ে গেছে।
  • sinfaut | ২৬ জুন ২০০৮ ১৫:৫৬ | 66.232.102.157
  • আরেকটা জিনিস হতে পারে, তোমার কম্পুর ঘড়ি IST এর থেকে ফাস্ট চলছে। তার ফলে যখন IST 1.45 বা অমন কিছু, তখন থেকেই dl চালু হয়ে যাচ্ছে। আর বিএসএনএল এর চাপ হলো, ওরা dl এর স্লটগুলোকে প্রায় ১/২ ঘন্টার ধরে। তারফলে 1.45 - 2.15 যে স্লট তার পুরোটাকেই ওরা non-free ক্যাটাগরিতে ফেলে দেবে, 2.00-2.15 এর ১৫ মিনিট যে ফ্রি টাইমে dl করেছো সেটা পাত্তাই দেবে না। তাই ঘড়ি স্লো করে দেখতে পারো।
  • sinfaut | ২৬ জুন ২০০৮ ১৫:৫২ | 66.232.102.157
  • বোঝো। এতো চাপের কথা। আপাতত একটা কাজ করতে পারো, http://phoenixlabs.org/pg2/ এখানে গিয়ে চট করে peerguardian ইন্সটল করে নাও, আর জিনিসটা সব সময় অন করে রাখো। যদি কমন সাইটও ব্লক করে দেয়, তো চিন্তা নেই, পিয়ারগার্ডিয়ান দেখায় কী কী ব্লক করছে, তাতে ডানকিলিক করে সেই সাইটকে allow permamently করে দাও। এমন নাকের ডগা দিয়ে তোমার কম্পুর থেকে পোকা মাকড়েরা ডাকাডাকি করবে এ কখনোই ভালো কথা না। এ জিনিসটা লাগিয়ে একদিন আধ ঘন্টার জন্য টেস্ট করে দেখো ব্যান্ডউইথ কেমন যাচ্ছে।
  • Somnath | ২৬ জুন ২০০৮ ১৫:৪১ | 59.160.220.131
  • শিডিউলার থাকে। কিন্তু আমি ১২ টায় মেশিন চালু করে ঘুমিয়ে দেখেছি ১২ টা থেকে ২ টো পর্যন্ত প্রচুর নেট এর কোটা খরচ হয়ে গেছে। প্রায় ২০০-৩০০ এম বি। কোনো ভাইরাস কিংবা ম্যালওয়ার হবে। টরেন্ট ডাউনলোড ২ টো তেই শুরু করেছে, কিন্তু তার আগে, যদিও এমনকি কোনো ওয়েবপেজ ও খোলা হয় নি, নেট ইউজড হয়ে গেছে। ঃ-((
  • sinfaut | ২৬ জুন ২০০৮ ১৫:২৪ | 66.232.102.157
  • অল্টারনেটিভ নেই?!! কোন টরেন্ট ক্লায়েন্ট ইউজ করো? মিউটরেন্ট এ শিডিউলার লাগানো যায় তো। আমি তো তাই করি, অবশ্য যদি সারারাত কম্পু অন না করে ঠিক রাত দুটোতেই অন করতে চাও আলাদা কথা।
  • omnath | ২৬ জুন ২০০৮ ১৫:১৩ | 59.160.220.131
  • ঠিক এই ভাবে আমি রাত দুটোয় ডাউনলোড চালু করি। সমস্যা হল, যেদিন অ্যালার্ম ভেদ করে ঘুমোতে থাকি সেদিন মিস হয়ে যায়। কোনো অল্টারনেটিভ নাই।
  • sarathi | ২৬ জুন ২০০৮ ১৪:৫৭ | 59.160.220.131
  • আমিও সাতটায় বেরই , পুরো খেলা দেখলে বেশ ধকল
    একটা টোটকা আবিস্কার করেছি সাড়ে নটায় শুয়ে পড়ে , দেড়টায় alarm, সেকেন্ড হাফ থেকে দেখি

    অবশ্য অধিকাংশ দিন alarm কাজে লাগে না, কন্যা দায়িত্ব নিয়ে জাগিয়ে দেন ঃ)
  • Arijit | ২৬ জুন ২০০৮ ১৪:৪৫ | 61.95.144.123
  • আপিসের জন্যে নয়, ঋক ইস্কুলে যায় সাড়ে ছটায়। ওদের ইস্কুল সাড়ে সাতটায়।
  • sarathi | ২৬ জুন ২০০৮ ১৪:৪৩ | 59.160.220.131
  • কেন? অফিস কটায়
  • Arijit | ২৬ জুন ২০০৮ ১৪:৩৮ | 61.95.144.123
  • আমার একটাও খেলা দেখা হচ্ছে না। ভোর সাড়ে পাঁচটায় উঠতে হয় যেঃ-((
  • Arpan | ২৬ জুন ২০০৮ ১৪:৩৩ | 202.91.136.71
  • ট্রিভিয়া অফ দ্য ডেঃ

    এই আর্মাডা থেকে হার্মাদ শব্দটির উৎপত্তি।
  • Arijit | ২৬ জুন ২০০৮ ১৪:২৩ | 61.95.144.123
  • নভেম্বরে ঠিকঠাক এগোলো এই আর্শাভিন নিউক্যাসলে খেলতোঃ-( এখন তো বলছে বার্সেলোনা যাবে। ধুস্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স।
  • sarathi | ২৬ জুন ২০০৮ ১৪:০৬ | 59.160.220.131
  • আজকে রাশিয়া না জিতলে কিন্ত রবিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ মিস করব ;)

    আর্শাভিন, অনেকদিন পরে একটা বিদ্যুৎঝলক

    যদি আগের দুদিনের ফর্ম ধরে রাখে , স্প্যানিশ আর্মাডার নির্ঘাত ভরাডুবি
  • h | ২৬ জুন ২০০৮ ১৩:১৬ | 125.18.104.1
  • হ্যা ঐ গোলটা লামের গোলটা দুইটাই ব্যাপক।
  • Arpan | ২৬ জুন ২০০৮ ১৩:০৩ | 202.91.136.71
  • আজ রাশিয়া ঠিকমত খেললে জিতে যাবে।
  • Arpan | ২৬ জুন ২০০৮ ১৩:০২ | 202.91.136.71
  • হু। আমাদের এরিয়াতে দিত না। বলেছিল সময় লাগবে।
  • sinfaut | ২৬ জুন ২০০৮ ১২:২২ | 66.232.102.157
  • আজ স্পেন জিতবে। না জিতলে দুঃখ পাবো।
  • Arijit | ২৬ জুন ২০০৮ ১২:০০ | 61.95.144.123
  • শিডিউলেও হেরফের খুব একটা চোখে পড়লো না কিন্তু। তবে এখনও অবধি পুরো আপডেটেড হয়ে আছে, তাই পরেরগুলো দেখিনি। বিসিজি ওখানে দেয় তো - তবে NHS ট্রাস্ট টু ট্রাস্ট আলাদা পলিসি।
  • Arpan | ২৬ জুন ২০০৮ ১১:৫৬ | 122.252.231.206
  • সোয়েইনস্টাইগারের গোলটা ব্যাপক ছিল। একটুও টার্ন না নিয়ে সাইড স্টেপে গোল করে গেল। রুস্তু বুঝতেই পারেনি।

    লেম্যানের কথা যত কম বলা যায় ততই ভাল। এই রোদ এই বৃষ্টি।
  • Arpan | ২৬ জুন ২০০৮ ১১:৫২ | 122.252.231.206
  • অরিজিত, স্কিডিউলে একটু হেরফের আছে। আর এখানে পোলিও শট দেয় না, ড্রপ দেয় জেনেরালি।
  • Arpan | ২৬ জুন ২০০৮ ১১:৫০ | 122.252.231.206
  • যেগুলো নিয়েছিল তারই কন্টিনিউয়েশন। বিলেতে বিসিজি দেয় না, সেইটা তো গতবছরই দেশে এসে দিয়ে নিয়েছিলাম।
  • S | ২৬ জুন ২০০৮ ১১:৪৯ | 202.140.54.181
  • অরিজিৎ,

    ১২ জনে দশ হাজার টাকা তো ঠিক আছে! প্রজেক্ট পার্টিতে তো এ সব কোয়াইট জাস্টিফায়েড। পারহেড সাড়ে আটশো।
  • h | ২৬ জুন ২০০৮ ১১:৪৯ | 125.18.104.1
  • আমি টার্কির দু নং গোলটা রিপিটে দেখলাম তখনি। আর ক্লোজার গোলটা দেখতে পাই নি। ই এস পি এন এ জাতা টেলিকাস্টে প্রব লেম ছিল। কিন্তু যা দেখেছি ব্যাপক খেলা। টার্কি জিতেই যেত। জার্মানি জাস্ট ওজনে বেরিয়ে গেল।
  • Arpan | ২৬ জুন ২০০৮ ১১:৪৮ | 122.252.231.206
  • তিন-চার লাইভ দেখিনি। ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত