এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ২৪ জুন ২০০৮ ১৮:৩৭ | 12.144.134.2
  • শুঁটকি?
  • arjo | ২৪ জুন ২০০৮ ১৮:৩৭ | 24.214.28.245
  • বা মতান্তরে কাঁঠালের থেকে বাজে গন্ধ আর একটা জিনিষেরই আছে। ঃ-)
  • h | ২৪ জুন ২০০৮ ১৮:৩৬ | 125.18.104.1
  • স্মার্ট মাছ ব্যাপারটা আমার খুব পছন্দ হয়েছে।
  • r | ২৪ জুন ২০০৮ ১৮:৩৫ | 198.96.180.245
  • কাঁঠালের থেকে ভালো গন্ধ আর একটা জিনিষেরই আছে।
  • arjo | ২৪ জুন ২০০৮ ১৮:৩০ | 24.214.28.245
  • কাঁঠাল তো খারাপ না। রসা অবশ্যি, খাজা হলে তেমন জমে না। তবে ঐ কেউ খাওয়ালে।
  • r | ২৪ জুন ২০০৮ ১৮:২৭ | 198.96.180.245
  • কাঁঠালিয়া, বাজাও বাঁশি, দেখি না তোমায়-
    ভুর্‌ভুর গন্ধ ভাসে ভাটেরই হাওয়ায়।
  • d | ২৪ জুন ২০০৮ ১৮:২৫ | 121.245.170.85
  • উফ্‌ কাঁঠালের দুগ্গন্দ থেকে বাঁচা আ আ আ আও।
  • r | ২৪ জুন ২০০৮ ১৮:১৯ | 198.96.180.245
  • কাঁঠাল হল স্বর্ণকোষী অমৃত- ওরা জানে না, তোমারে জানে না গো।
  • Arijit | ২৪ জুন ২০০৮ ১৮:১৯ | 61.95.144.123
  • পাল্লিন - দেশি রেস্তোরাঁয় যেয়ে কফি উইথ ক্রীম খা। ওচ্চেয়ে ভালো খুব কম পাবি। আর ওই কফির ওপর ঘুরন্ত ক্রীম - ওটা শুধু এই দেশি রেস্তোরাঁগুলোতেই করে, অন্য কোথাও করে না (এটা খোদ বিলিতি পাবলিকের মুখে শোনা)।
  • P | ২৪ জুন ২০০৮ ১৮:১৬ | 78.16.170.62
  • স্তৈক , আফনেও ?
    আমি সি সি ডির কিটকিটে মিষ্টি দেওয়া ক্যাপুচিনো খাওয়া পাবলিক , এখানে এসে থেকে লাতে আর মোকা ছাড়া মুখে দিতে পারি না।
    আমার মাকে নিয়ে স্টারবাকস নে গে ক্রীম-ট্রীম দেওয়া কফি কিনে দিলুম , এক চুমুক দে ফেলে দিয়ে বলল বিদেশে লোকে তিতো খেতে খুব ভালবাসে!
  • stoic | ২৪ জুন ২০০৮ ১৮:১৫ | 160.103.2.224
  • সিরিয়াসলি, কাঁঠালের গন্ধে টেকা যায় না। বাড়িতে, বাজারে, কোথাও না। ঃ-(
  • d | ২৪ জুন ২০০৮ ১৮:১৪ | 121.245.170.85
  • vsnl চোখ বুঁজে। কলকাতায় খুব ভালো সার্ভিস।
  • Arijit | ২৪ জুন ২০০৮ ১৮:১৩ | 61.95.144.123
  • ইনস্টল আবার কি করবো? ইথারনেট কেবলটা লাগালেই হুড়হুড়িয়ে ইন্টারনেট আসবে। কিন্তু তাইলে বাবার কম্পু কানেক্ট হবে না। বাড়িতে ওয়্যারলেস রুটার চাই একখান। তবে এখনকার কানেকশনটা আনলিমিটেড নয়, আর খুব একটা ফাস্টও নয়।

    এইটেও জিগানোর ছিলো - আপগ্রেড করবো - কাদের ব্রডব্যাণ্ড ভালো?
  • stoic | ২৪ জুন ২০০৮ ১৮:১৩ | 160.103.2.224
  • ইটালিয়ান এসপ্রেসো নিয়ে কোনো কতা হবেক না। রিস্ত্রেতো হলে আরো জমে।
  • san | ২৪ জুন ২০০৮ ১৮:১১ | 12.144.134.2
  • কিন্তু কাঁঠালের গন্ধ তো দিব্যি ভালো।

    এরা কি কাঁঠালবিচি ভাজাও খায়না?
  • Arijit | ২৪ জুন ২০০৮ ১৮:১১ | 61.95.144.123
  • এস্প্রেসোটা বারি দুই খেয়েছিনু বটে - সেই বাবা-মাকে লণ্ডন পৌঁছে আবার লণ্ডন থেকে গাড়ি চালিয়ে ফেরার সময় - নইলে অ্যাকসিডেন্ট হত। ঐটে নয় - এম্নি ফিল্টার কফি - ইউনিতে খেতুম রোজ - সেইটে। আর ওই ক্যাফে লাটে-টাটেগুনোও বেশ ভালো।
  • d | ২৪ জুন ২০০৮ ১৮:১১ | 121.245.170.85
  • ভাল কথা অজ্জিত, তোমার সাধের ম্যাকে তোমার বাবার নেট কানেকশানটা ইনস্টল করে নিতে পারছ না?
  • stoic | ২৪ জুন ২০০৮ ১৮:১১ | 160.103.2.224
  • এঁচোড় জিনিস টা বেশ খেতে। পেকে গেলেই কেস কেলো হয়ে যায়। ঃ-)
  • Arijit | ২৪ জুন ২০০৮ ১৮:১০ | 61.95.144.123
  • সেদিন তো আমাদের বাড়িতে এই প্রথমবার কাঁঠাল ঢুকলো। আমি খাই না, মা খায় না, দিদি খায় না - কিন্তু বাবা, বিমানদা আর সুমনা খায় (মানে পেলে খায়)। এতদিন কখনো বাড়িতে আসেনি। বছর দুই ধরে বাবার মাথায় ঘুরছে - এবার দল ভারী দেখে একখান বড়সড় এনেছিলো - তিনজনে মিলে খেয়েছে। আমি দোতলায় উঠে বসেছিলুম।
  • d | ২৪ জুন ২০০৮ ১৮:০৯ | 121.245.170.85
  • cafe coffee day
    বীনস গুঁড়িয়েই হয় বটেক।
  • P | ২৪ জুন ২০০৮ ১৮:০৯ | 78.16.170.62
  • অজ্জিত কি বিদেশের ঐ তিতকুটে কালোকুস্টি এস্প্রেসো কফি মিস কচ্চো ?
  • P | ২৪ জুন ২০০৮ ১৮:০৭ | 78.16.170.62
  • কাঁঠালের কথা খবরদার বলবি না রাঙ্গা ......কাঁঠাল শুনলেই চোখের সামনে সাঁইতিরিশ ইউরো দুলতে দুলতে দুরে গিয়ে ছবি মতন হয়ে যাচ্চে।
  • Arijit | ২৪ জুন ২০০৮ ১৮:০৭ | 61.95.144.123
  • সিসিডির মেশিন কি? কফি পাউডার মিক্স দিয়ে কফি করে নাকি বীনস গুঁড়ো করে? নিউক্যাসলে থেকে থেকে আমার ওই ফিলটার কফি খাওয়া অব্যেস হয়ে গেছে - এই দুধ-মেশানো পাউন্ডার দিয়ে কফি অতটা ভালো লাগে না, কাজেও দেয় না।
  • d | ২৪ জুন ২০০৮ ১৮:০৬ | 121.245.170.85
  • ইশ্‌শ্‌শ্‌শ দিল রে কাঁঠালের গন্ধে ভাটটা নোংরা করে দিলো। এইবার পালাতে হবে।
  • d | ২৪ জুন ২০০৮ ১৮:০৫ | 121.245.170.85
  • আমাদের আপিসে সিসিডির মেশিন, তাই কফিটা ভালই। বিস্কুট নাই।

    আরে আর এসে বিস্কুট দিত। আর বাগচি একেকবারে এই অ্যাত্তগুলো করে তুলে টিস্যু পেপারে করে সীটে নিয়ে আসত। ফুরিয়ে গেলে আবার যেত। তারপর ৯/১১ হল। কস্ট কাটিং শুরু হল, তো মেন বিল্ডিং এর ২-১টা ছাড়া আর সব জায়গা থেকে বিস্কুট উধাও। বেচারা তখন মেসোর দোকানে গিয়ে লেড়ো নিয়ে আসত পকেট ভরে।
  • P | ২৪ জুন ২০০৮ ১৮:০৫ | 78.16.170.62
  • মাছের গন্দে গন্দে আম্মো এসে পড়লুম .............
  • r | ২৪ জুন ২০০৮ ১৮:০৪ | 198.96.180.245
  • পশ্‌শু গড়িয়া মোড়ে রসা কাঁঠাল খেলুম। কি ভালো নোক গো! যেটুকু কিনলুম তো কিনলুম, তারপরেও যেচে যেচে বিনিপয়সায় একটার পর একটা কোয়া খাইয়ে যাচ্ছে।
  • Arijit | ২৪ জুন ২০০৮ ১৮:০০ | 61.95.144.123
  • এখানে চা-কফিটা শুদু মেশিনে বলে সেরকম সোয়াদ নেই, তবে বিস্কুটগুনো বেশ ভালো। এক্ষুণি কফি আর খানচারেক বিস্কুট খেয়ে এলুম।
  • r | ২৪ জুন ২০০৮ ১৮:০০ | 198.96.180.245
  • বেঙ্গালুরুতে তো কন্নড় ইলিশ- পেটে কারিপাতার গন্ধ।
  • san | ২৪ জুন ২০০৮ ১৮:০০ | 12.144.134.2
  • নিজেই নিজের হিরিদয়ে? চাপ হয়ে যাবেনা?
  • d | ২৪ জুন ২০০৮ ১৭:৫৯ | 121.245.170.85
  • হ্যাঁ ইলিশ, ট্যাংরা, পার্শে এইসব নিয়ে কথা হবে না। তবে বড় কাতলাও বেশ খেতে। বিশেষ করে দইমাছ বানাতে গেলে।
  • san | ২৪ জুন ২০০৮ ১৭:৫৯ | 12.144.134.2
  • অপ্পন মেঃ চাঃ এ গিয়ে নুন আর লেবু খাও বুঝি?
  • h | ২৪ জুন ২০০৮ ১৭:৫৯ | 125.18.104.1
  • স্মার্ট দের কেটে ভেজে ঝাল করে খেয়ে খাওয়ার ঐতিহ্য নিয়ে আমি আর কথা কব না। আমি রব নীরবে হিরিদয়ে মম।
  • r | ২৪ জুন ২০০৮ ১৭:৫৯ | 198.96.180.245
  • বোকা বোকা দেখতে জিনিষের দাম কমই হয়। ঐজন্য ওদের কেটে বিক্রি করলে দাম বেড়ে যায়- বোকামির ছাপটা আর থাকে না।
  • r | ২৪ জুন ২০০৮ ১৭:৫৬ | 198.96.180.245
  • দেশী ট্যাংরা- ডার্ক, হ্যান্ডসাম।
    পার্শে- ব্রাইট, কুল।
  • Arpan | ২৪ জুন ২০০৮ ১৭:৫৪ | 202.91.136.71
  • পয়সায় কুলোয় না। আর?
  • h | ২৪ জুন ২০০৮ ১৭:৫৪ | 125.18.104.1
  • যেমন কাজরি। বা ছোটো ট্যাংরা। চোকে মুকে কতা।
  • r | ২৪ জুন ২০০৮ ১৭:৫৩ | 198.96.180.245
  • ইলিশ- স্মার্ট, স্লিক।
  • Arijit | ২৪ জুন ২০০৮ ১৭:৫৩ | 61.95.144.123
  • দেখা যাক। এখনও অবধি তো দিব্যি সুন্দর ঘরোয়া রান্নাই লাগছে।
  • san | ২৪ জুন ২০০৮ ১৭:৫২ | 220.227.64.98
  • কিন্তু ইন্টেলিজেন্ট দেখতে মাছ কি কি আছে?
  • a | ২৪ জুন ২০০৮ ১৭:৫১ | 220.225.7.11
  • একমত উইথ দমদি। আপিসের খাবার অতি বাজে। গুচ্ছ তেল মশলা দিয়ে বাজে রান্না।

    আমাকে কানেক্টিভা নেয় নি ঃ(
  • r | ২৪ জুন ২০০৮ ১৭:৫১ | 198.96.180.245
  • কাতলা খুব বোকা বোকা দেখতে।
  • sinfaut | ২৪ জুন ২০০৮ ১৭:৫১ | 117.195.195.86
  • ইয়াম্মা।
  • d | ২৪ জুন ২০০৮ ১৭:৫০ | 121.245.170.85
  • হুঁ ৪-৫ কেজির কাতলা। পেটিতে কামড়ালেই আহাহা ....
  • san | ২৪ জুন ২০০৮ ১৭:৪৯ | 220.227.64.98
  • তুমি আর নেই সে তুমি ;-)
  • Arpan | ২৪ জুন ২০০৮ ১৭:৪৯ | 202.91.136.71
  • রুই খুব একটা ভাল খেতে হয় না, এক যদি না নামের আগে নিস্তেল থাকে।

    খেতে হয় কাতলা।
  • d | ২৪ জুন ২০০৮ ১৭:৪৮ | 121.245.170.85
  • অনেকদিনবাদে আপিসের ক্যান্টিনে এইসব দেখে অজ্জিতের ভারী ফুত্তি হয়েছে। কদিন যাক। তারপরই আপিসের ক্যান্টিনকে গালি দিতে দিতে ঝুপস খুঁজবে।
    এই আমি বলে দিলাম ---- দেখে নিও তোমরা।
  • r | ২৪ জুন ২০০৮ ১৭:৪৭ | 198.96.180.245
  • আমি আজকাল অসইব্য কতা কই না।
  • Arijit | ২৪ জুন ২০০৮ ১৭:৪৪ | 61.95.144.123
  • ইস্‌স্‌স্‌স্‌স আমাগো আপিসে আজ বড় বড় রুইয়ের পিস ছিলো। আমি মাছের ভক্ত নই বলে মুরগীর ঠ্যাং দিয়ে লাঞ্চ সেরেছি যদিও - রুটি, কুমড়োর ছক্কা, মুরগীর কারি, চাটনি, মিষ্টি;-)
  • d | ২৪ জুন ২০০৮ ১৭:৪৪ | 121.245.170.85
  • খুলে ফেলো। খুলে শুরু করে দাও।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত