ঐ রুটে একটু চাপ হতে পারে বর্ষার পর ঃ( উল্টোডাঙা ফ্লাইওভারের কাজ শুরু হয়েছে, শুনছি দেড় কিমি লম্বা হবে
Arijit | ২৪ জুন ২০০৮ ১৪:০৪ | 61.95.144.123
অনেকগুলো গাড়ি আছে - সবচেয়ে কাছে জানি যাদবপুর যায়, বা গড়িয়া - দুটোই আমার চলবে। এট্টু বল্লে হয়তো রাণীকুঠি অবধি বাড়িয়েও দিতে পারে।
Paramita | ২৪ জুন ২০০৮ ১৪:০২ | 143.127.131.4
বহুকাল ধরেই ভাবনার পর্যায়ে আছে। কাজেই.. দেখা যাক্।
অরিজিৎ - সে জানি, বাচ্চারা পাঁচ ছয়ের বেশী হয়ে গেলে আর হবে না।
Arpan | ২৪ জুন ২০০৮ ১৪:০২ | 202.91.136.71
তার রুটটা জান? তোমার বাড়ি অবধি পৌঁছে দেবে?
বেশি রাত অফিসে থাকার গল্প হলে সেই গাড়ি পাওয়া যাবে?
san | ২৪ জুন ২০০৮ ১৪:০১ | 220.227.64.98
টিমকুমারকে হ্যাপি জম্মোদিন -
অরিজিত , কই আর যাবো, এই যে বাড্ডে বাম্পস দিতে এলাম।
আর কাঁকুরগাছি থেকে অটো যায় গিরিশ পার্ক।সল্লেক থেকে কাঁকুরগাছিও অটো যায়। কিন্তু সল্লেক থেকে গিরিশ পার্ক যায় কিনা জানিনা - যেতেও পারে।
Arijit | ২৪ জুন ২০০৮ ১৪:০০ | 61.95.144.123
গাড়ি আছে - পুল গাড়ি - সেটা নাকি কনফার্মেশনের পর। এখন তো প্রোবেশন। যাই হোক - বড়দাকে একবার খোঁচাব - নইলে নেক্সট উইকে ঝাড় আছে - পেট্রোল পাম্প স্ট্রাইক।
Arpan | ২৪ জুন ২০০৮ ১৩:৫৯ | 202.91.136.71
অরিজিত, অফিসের বাস নেই?
Arijit | ২৪ জুন ২০০৮ ১৩:৫৮ | 61.95.144.123
ঠিক আছে - আজকে এই রুটটা দেখবো।
Arijit | ২৪ জুন ২০০৮ ১৩:৫৭ | 61.95.144.123
সিরিয়াসলি ভাবলে পোলাপান দুইটা ছোট থাকতে থাকতে আসা ভালো, নইলে পবলেম হি পবলেম। আর টাইমিংটা দেখে নেবে - ইস্কুলে ভর্তির সীজন শুরুর আগে। নইলে ফির পবলেম হি পবলেম।
sarathi | ২৪ জুন ২০০৮ ১৩:৫৭ | 59.160.220.131
অরিজিত, উল্টোডাঙা থেকে সরাসরি বাগবাজার / গিরীশ পার্ক মেট্রোর অটো পাওয়া যায়, দিনরাত
Arpan | ২৪ জুন ২০০৮ ১৩:৫৫ | 202.91.136.71
ন্যাড়াদা আর পামিদি কি সিরিয়াসলি ভাবিতেছেন? না নিছক কৌতূহল?
Arijit | ২৪ জুন ২০০৮ ১৩:৫৩ | 61.95.144.123
বড় কোং-এ আছে - এই ব, র রা করে তো। আমার কোং-এ এক্সট্রীম দরকারে করা যায়।
Arijit | ২৪ জুন ২০০৮ ১৩:৫২ | 61.95.144.123
এতক্ষণে মেশিন সেটআপ শেষ হল - মোটামুটি। বাকি জনতার সাথে ইউনিফর্মিটি রাখার জন্যে জানলা মেশিন করতে হল - যদিও বলছিলো CentOS দেবে - থাক ল্যাপিটা লিনাক্ষ নেবো। দুদিন ধরে জানলা মেশিনে সিগউইন, লেটেক ইত্যাদি লাগিয়ে এতক্ষণে জিনিসটা দাঁড়িয়েছে। ভালো কানেকশন হলে এগুলো নর্মালি এক বেলায় হয়।
Paramita | ২৪ জুন ২০০৮ ১৩:৫১ | 143.127.131.4
কলকাতায় আইটিতে ওয়ার্ক ফ্রম হোমের বাজার কিরকম?
Arpan | ২৪ জুন ২০০৮ ১৩:৪৯ | 202.91.136.71
গিরীশ পার্ক যাবার হেভি ঝামেলা। এস ১৮ যেত এককালে। সে তো কবে মরে ভূত হয়ে গেছে।
সল্লেক থেকে দক্ষিণে যেতে গেলে ভরসা ওই ই এম বাইপাস।
Arijit | ২৪ জুন ২০০৮ ১৩:৩৫ | 61.95.144.123
কি জানি। ওতেও লাভ হবে না মনে হয়।
stoic | ২৪ জুন ২০০৮ ১৩:৩৪ | 160.103.2.224
মিসটেক, মিসটেক। উল্টোডাঙায় মেট্রো নাই। উইকি তে ম্যাপে দেখলাম চক্ররেল টা কাছে। কিন্তু সেটারই বা অ্যাভেইলেবিলিটি কিরকম ?
Arijit | ২৪ জুন ২০০৮ ১৩:০৭ | 61.95.144.123
উল্টোডাঙায় মেট্রো কই? নিয়ারেস্ট মনে হয় গিরীশ পার্ক - সে কি করে যায় আমার জানা নেই। এই সল্লেকের বাসিন্দারা যদি পয়েন্টার দেয়...
stoic | ২৪ জুন ২০০৮ ১২:৫৩ | 160.103.2.224
সেক্টর ফাইভের ব্যাপারে আমার ফান্ডা বেজায় গোল। তবে অটো ধরে নিয়ারেস্ট মেট্রো স্টেশান (উল্টোডাঙা ?) কদ্দুর ? তাপ্পর মেট্রো ধরে সিধে টালিগঞ্জ। এটা কি ফিসিব্ল ? নাকি ঐ রানাঘাট-তিব্বত টাইপ কনসেপ্ট হয়ে গেল ? ঃ-)
Arpan | ২৪ জুন ২০০৮ ১১:২৫ | 202.91.136.71
ঠিক এক অবস্থা আমার হয়েছিল বিজয়গড়ে গিয়ে। বিজয়গড়ের কোথায় জিগ্যেস করবেন না, কারণ এত ভেতরে ছিল কিছু মনে নেই।
কাজলের বাড়ি থেকে থার্মোডিনামিক্সের বই আনার কথা। সে বাড়ি যেতে গিয়ে এ রাস্তা-সে রাস্তা, ওই গলি, তস্য পুকুর, অমুক নেতাজী সঙ্ঘের ক্লাবঘর এইসব অ-অ-অনেক অনেক বার পড়ল।
ফেরার সময় কাজলের থেকে টাকা ধার করে রিকশা ধরলাম।
nyara | ২৪ জুন ২০০৮ ১১:১৪ | 64.105.168.210
আসলে এসব হল ট্রেনিং-এর ব্যাপার। 'আরে ঐ তো একটা পায়জামার দোকানের পাশের গলি, ঢুকে যাবি। দেখবি একটা ভাঙা টিউবয়েল। তার সামনের গলিতে ঢুকে যাকে খুশি জিগেস করবি হরিপদর বাড়ি, দেখিয়ে দেবে।' - এরকম ডিরেকশন না হলে বাঙালী পথ চিনতে পারে না।
গড়িয়াহাটে হকার তোলার পর আমার এক বন্ধু অন্য এক বন্ধুর বাড়ি চিনে যেতেই পারল না। একটা কাঁচের বাসনের দোকানের উল্টোদিকে নাকি বাড়িতে ঢোকার রাস্তা ছিল।
Arijit | ২৪ জুন ২০০৮ ১১:১০ | 61.95.144.123
আচ্ছা আমাগো স্যাণিনি কই গেলো?
Arijit | ২৪ জুন ২০০৮ ১১:০৬ | 61.95.144.123
সারি সারি সব বাড়ি যেন সার বাঁধা সব সৈন্য সব এক ধাঁচ, সব এক রং আমি কোথায় যাবো অনন্য?
Arpan | ২৪ জুন ২০০৮ ১১:০২ | 202.91.136.71
হুঁ, সোজা পথের ধাঁধায় এরা অনেক ধেঁধেছে। ঃ)
Arijit | ২৪ জুন ২০০৮ ১১:০০ | 61.95.144.123
হ, ভুলভুলাইয়াতে রাস্তা হারানোও চাপের তাইলে;-)
Arpan | ২৪ জুন ২০০৮ ১০:৫৬ | 202.91.136.71
ন্যাড়াদাকে ডিটো।
সল্টলেকে রাস্তা হারানো খুব চাপের। সব রাস্তাই সোজাসাপ্টা এবং কোথাও কানাগলি না থাকার কারণে যেকোন জায়গা দিয়ে যেকোন জায়গায় চলে যাওয়া যায়। মোটামুটি রাস্তার পাশের ব্লকগুলির প্যাটার্ন ফলো করে।
Arijit | ২৪ জুন ২০০৮ ১০:৫৬ | 61.95.144.123
আমি প্রথমদিন হারিয়ে গেসলুম। এস-১২-র কণ্ডাক্টরের সৌজন্যে। আমার আপিস হল ইনফিনিটির কাছে - তো কণ্ডাক্টরকে বল্লুম - সে আমাকে ইনফিনিটি তো কোন ছাড়, ওয়েবেল টোয়েবেল ছাড়িয়ে কোন চুলোয় গিয়ে নামালো - বাস - আর খুঁজে পাই না। তাপ্পর আবার একটা বাসে এসডিএফের কাছে এসে খুঁজে বের করলুম।
nyara | ২৪ জুন ২০০৮ ১০:৫৩ | 64.105.168.210
খুব গাম্বাট টাইপের লোক না হলে সল্ট লেকে রাস্তা হারানো অসম্ভব। হ্যাঁ, হারাতে পারত আজ থেকে তিরিশ বছর আগে। যখন ধুধু প্রান্তে দুচারটি বাড়ি বালি পাহারা দিয়ে জেগে থাকত আরেক আরম্ভের জন্যে। এখন সল্ট লেকে হারানো অত্যন্ত দুরূহ, প্রায় অসম্ভব, বিশেষতঃ যদি ছকটা জানা থাকে।
তবু আমি, সল্ট লেকের মস্তান, আগের বার সেক্টর ফাইভের দিকে গিয়ে কিছুই চিনতে পারলাম না, প্রায় হারিয়ে যাচ্ছিলাম আর কি! কোনক্রমে পথ চিনে বাড়ি এসেছি। নইলে কি হত ভাবতেই শিউরে উঠছি।
Arpan | ২৪ জুন ২০০৮ ১০:৪৯ | 202.91.136.71
পাই, ঃ)
অরিজিত, সি-৮ সবসময় পুরো সল্টলেক ঘুরে বাইপাস ধরে।
Arijit | ২৪ জুন ২০০৮ ১০:৪৯ | 61.95.144.123
ন্যাড়াদা - ওক্কে।
পাইকে - জনগণ চাঁদা করে ক্যালায় নাই?
nyara | ২৪ জুন ২০০৮ ১০:৪৭ | 64.105.168.210
মানে পাঁচন হাতে গরু? ভাল। কদিন পরে তোমার সঙ্গে দুচারটি বাণিজ্য সংক্রান্ত কথা কইব। মানে জিগেস করব। হয়ত দেশে গিয়ে।
pi | ২৪ জুন ২০০৮ ১০:৪৬ | 69.251.184.3
বাসে করে সল্টলেক চক্কর কাটা পড়ে মনে পড়লো। সল্টলেকের গোলোকধাঁধায় রাস্তা কে না হারিয়েছে ! কিন্তু সেবার যিনি হারালেন, একটু চাপের ব্যাপার হয়ে গেসলো। ছড়ালেন আমাদের বাসের ড্রাইভার মশায়। এদিক-ওদিক স্মার্টলি উল্টোপাল্টা ঘুরে খুব বেশিক্ষন গ্যাটিস দিতে পারেননি। অতঃপর, করুণ স্বীকারোক্তি, রাস্তা হারায়ে ফেলিয়াছেন। একসাথে এমন ছড়ু ড্রাইভার, কনডাক্টর কম্বিনেশান আগে দেখি নাই।
তবে পরবর্তী আউটকাম সহজেই অনুমেয়। গলাবন্ধ কোট জেঠু বললেন পরের সার্কলে বাঁ দিকে, মাফলার কাকুর মতে ঐ সার্কলে ইউ-টার্ন নেওয়া প্রয়োজন। পুলোভার জিনস ছোকরার বক্তব্য, যা যাওয়া হচ্ছে, ঠিক ই আছে, সোজা চালিয়ে গেলেই হবে। শাল ও পেটমোটা ব্যাগ মাসিমার কোনো একটা ভিন্ন মত ছিলো। এখন মনে নেই।
এতক্ষণ পিছনের দিকে চুপচাপ বসে থাকা এক জহর কোট দাদা এবার ফিল্ডে অবতীর্ণ, ঘেঁটে ঘ ডেরাইভার দাদার পরিত্রাণার্থে। সিধে চলে গেলেন সামনে, আশ্বস্ত করলেন এটা ওনার চেনা পাড়া, তারপর চালু হল কনফিডেণ্ট ইনস্ট্রাকশানাবলী ... মিনিট পনের চললো সেই বাঁ দিক, ডান দিক , এদিক , সেদিক পর্ব। তারপর হঠাৎ একজায়গায় রোককে বলে স্মার্ট অবতরণ।
নীচ থেকে চেঁচিয়ে দুটো জিনিস জানালেনঃ ১। ওখানে ওনার বাড়ি।
২। যে রুটে এসেছে এতক্ষণ সেই পথেই ফিরে গিয়ে মাফলার কাকু বর্ণিত রাস্তা ধরতে হবে।
গল্প হলেও সত্যি ঃ)
Arijit | ২৪ জুন ২০০৮ ১০:৪২ | 61.95.144.123
দুটোর মাঝামাঝি কিছু। মানে পিওর রাখালি তো করব না - আর পিওর গরু হবার বয়স পেরিয়ে গেছে - তাই ওই মাঝামাঝি ব্যাপার। R&D টিম। একখান গালভরা নাম আছে - প্রিন্সিপ্যাল মেম্বার অব টেকনিক্যাল স্টাফ - সেটা খায় না মাথায় দেয় জানি নে।
nyara | ২৪ জুন ২০০৮ ১০:৩৭ | 64.105.168.210
অরিজিত, তুমি রাখালের চাকরি নিয়েছ না গরুর?
Arijit | ২৪ জুন ২০০৮ ১০:১৩ | 61.95.144.123
ওক্কে - থ্যাংকু।
santanu | ২৪ জুন ২০০৮ ১০:০৬ | 82.112.6.2
নিয়ে
Arijit | ২৪ জুন ২০০৮ ১০:০১ | 61.95.144.123
ট্যাক্সো স্পেশ্যালিস্ট কেউ হ্যাজ? ওই যে এক লাখের ইনভেস্টমেন্টটা ট্যাক্সো-ফ্রী - সেটা কোম্পানি পিএফ নিয়ে এক লাখ, না বাদ দিয়ে?
Arpan | ২৪ জুন ২০০৮ ০৯:৫০ | 122.252.231.206
গন্ডগ্রামে আপিস তো এখানেও বানায়। তখন আবার পাবলিক ট্রান্সপোর্ট না থাকলে লোকে চেঁচাবে। ঃ)
আর গন্ডগ্রামে তো ইনফি আর উইপ্রো অফিস বানাচ্ছে। পাঁচবছর পরে দেখো জায়গাটা কী দাঁড়ায়। বেংগালুরুতে যেখানে আমার আপিস বা বাড়ি সবই ঐ গ্রাম ছিল আজ থেকে বছর পাঁচেক আগে।
Arijit | ২৪ জুন ২০০৮ ০৯:৪১ | 61.95.144.123
সাধে কি বিলেতে বড় আইটি কোংগুলো গণ্ডগ্রামে আপিস বানায়? আইবিএম, এইচপি অনেকগুলোই এরকম। EBI (যদিও এটা বায়ো ইনফরম্যাটিকস রিসার্চ ইনস্টিট্যুট) কেমব্রিজ থেকে মাইল কুড়ি দূরে হিংক্সটনে - পুরো গণ্ডগ্রাম - সাতটার পর রাস্তায় লোক চলে না, আর গ্রামে একটিই দোকান - সেটি একটি পাব।
Abhyu | ২৪ জুন ২০০৮ ০৯:৪১ | 128.61.31.207
ব্ল্যাঙ্কি, তোকে আমি হয় আলাদীনে নয় মেস্কেরেম-এ (ইথিওপিয়ান) খাওয়াব, কারণ দু জায়গায় একসঙ্গে লাঞ্চ করাটা আমার পোষায় না। কোথায় খাবি ভেবে বলিস। আর এইসব প্রাইভেট আলোচনা এই রকম ওপেন ফোরামে না করাই ভালো। শেষে আবার কে কি বলে বসবে।
Arpan | ২৪ জুন ২০০৮ ০৯:৪০ | 122.252.231.206
বোজো, রাশিয়ার খেলা মনে ধরেছে। কিন্তু আমি সাপোর্ট করলে আবার হেরে না বসে। ঃ(
Arpan | ২৪ জুন ২০০৮ ০৯:৩৭ | 122.252.231.206
অজ্জিত আর কী কইতাসো। এইখানে সন্ধ্যের দিকে আট কিলোমিটার রাস্তা যেতে মোটামুটি দেড় ঘন্টার মত লাগে। ভাগ্যিস বাড়িটা আফিসের খুব কাছে।
সবাই বলে সেক্টর ফাইভ থেকে পোচ্চুর বাস-অটো - আমার শালা রোজ প্রায় আড়াই ঘন্টা লাগে বাড়ি ফিরতে। সাতটার পর SDF-এর সামনেটা পুরো পূজোর সময়ের গড়িয়াহাট - অটোর লাইনে শ দুই লোক, বাসে লোকে ঝুলছে...
প্রথমদিন নিউটাউন-যাদবপুরের বাসে উঠলুম, এট্টু খালি ছিলো - তো সে পুরো সল্টলেক ঘুরে তাপ্পর বাইপাস ধরলো। যাদবপুর থেকে বাড়ি যেতে যেতে সাড়ে ন'টা।
দ্বিতীয়দিন হেঁটে নিকো পার্ক চলে গেলুম - সেখানে একটা সি-এইট ছিলো - টালিগঞ্জ যায় - সে সোজা চিংড়িহাটা সিয়ে বাইপাস ধরলো, রুবিতে পেল্লায় জ্যাম, টালিগঞ্জে পৌঁছে দেখি নেতাজিনগরের দিকে যেতেও জ্যাম। ফের আড়াই ঘন্টা।
তার পরের দিন ভাবলাম এই সি-এইটটা সোজা যায় - ওটাই ধরি - সেদিন ব্যাটা ফের গোটা সল্টলেক ঘুরে সেই বিধাননগরের ওদিক দিয়ে বেরলো। কোনটা যে আসল রুট তাই বুঝলুম না।
এখান থেকে বাড়ি ফেরার অপ্টিমাম রুটটা বের করতে হবে।
pi | ২৪ জুন ২০০৮ ০৭:৪৬ | 69.251.184.3
আলাদীনের কাছে এতোজন থাকে ! আমার জানাশোনার মধ্যে কেবল প্রদীপ থাকতো।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন