এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ২৩ জুন ২০০৮ ১৬:১৩ | 61.95.144.123
  • বারগেন হান্টার তো বরং আরো ফিরির দিকে যাবে...ওপেনআপিস ব্যাভার কল্লেই পারিস।

    ডিঃ বেথেকে কই নাই।
  • P | ২৩ জুন ২০০৮ ১৬:১১ | 78.16.165.228
  • এই যে তোমরা দুইজন স্নুটি পাবলিক .... আর আমি বারগেন হান্টার ঃ-)
  • Arpan | ২৩ জুন ২০০৮ ১৬:১০ | 202.91.136.71
  • তাতে কী প্রমাণ হইল? ঃ)
  • P | ২৩ জুন ২০০৮ ১৬:০৮ | 78.16.165.228
  • হ্যাঁ ফিরির জিনিষ তো ফালতু ই লাগবে । আমি বাড়ির ল্যাপিতে বলে কবে থেকে ওয়ার্কস ইউজ কচ্চি!
  • Arpan | ২৩ জুন ২০০৮ ১৬:০৭ | 202.91.136.71
  • ওয়ার্ক্স আমি কখনো চালাইনি। মানে ছুঁয়েও দেখিনি।
  • Arijit | ২৩ জুন ২০০৮ ১৬:০৩ | 61.95.144.123
  • উইন্ডোজ মিলেনিয়ামের সাথে ওয়ার্ক্স দিত, বেশ ফালতু লেগেছিলো জিনিসটা।
  • Arpan | ২৩ জুন ২০০৮ ১৬:০০ | 202.91.136.71
  • হোম এডিশন এক্সপির সাথে এমেস ওয়ার্ক্স আসে। ঐটার সিডি চালিয়ে নিলেই আবার ইনস্টল হয়ে যাবে।

    এক্সপি প্রো হলে অবশ্য আলাদা কথা। বেথেরটা কী?
  • Arijit | ২৩ জুন ২০০৮ ১৫:৫৬ | 61.95.144.123
  • ** আলাদা না দিলে **
  • Arijit | ২৩ জুন ২০০৮ ১৫:৫৬ | 61.95.144.123
  • ইল্লি মাইরি - আপিস আলাদা দিলে মুনাফা হবে ক্যামনে?
  • P | ২৩ জুন ২০০৮ ১৫:৫০ | 78.16.165.228
  • আগেরবার আপিসের ইমেজ রিপোসিটারি বা কিছু থেকে ইন্‌স্‌টল করিস নি তো ?
    আপিস এক্স পির সাথে আসবে কেন ? ও তো আলাদা সফ্‌টওয়ার , আলাদা সিডি লাগবে।দাম ও ভাল। তবে ওয়ার্কস স্যুইট বলে আরেকটা বান্ডিল আছে মাইক্রোসফ্‌ট , সেটা দেখতে পারিস। তাতে বোদহয় সব ই আছে একসেপ্ট পাওয়ারপয়েন্ট। শুধু একটা পাওয়ারপয়েন্ট ভিউয়ার না কি আছে। নেট এ ডিটেল পেয়ে যাবি।
  • S | ২৩ জুন ২০০৮ ১৫:৪৬ | 122.160.214.86
  • আমার মেশিনের সি ড্রাইভ ফর্ম্যাট করতে হল বিশেষ কারণে। প্রথম যখন উইন এক্সপি ইনস্টল করেছিলাম, তখন একসাথেই এমএস আপিস ইনস্টল হয়ে গেছিল। এবার হল না।

    কেসটা কী? এমএস আপিস কি আলাদা করে ইনস্টল করতে হয়? ওটা কি এক্সপির সাথে ডিফল্ট আসে না?

    ডিঃ স্টার অফিস বা ওপেন অফিস জাতীয় উপদেশ চাই না। আমার এমএস আপিসই চাই। আলাদা সিডি লাগবে কি?
  • Div0 | ২৩ জুন ২০০৮ ১৩:৩৯ | 160.109.98.44
  • এখনও ল্যাপটপ চলছে! সেই শুক্কুরবার থেকে শুরু!!
  • sinfaut | ২৩ জুন ২০০৮ ১৩:৩৬ | 66.232.102.157
  • আমি তো আগের লিংক থেকে ল্যাপটপ দেখে এলাম, খুব সাদা তো? তবে পুরো পাতা জুড়ে থাকায় আর কিছু দেখতে পেলাম না, সুদুই সাদা রঙের ল্যাপটপ।
  • dri | ২৩ জুন ২০০৮ ১৩:০৮ | 75.3.201.185
  • ব্ল্যাংকির কোক মিউজিয়ামের ছবি ভালো লাগল। তোর হাত খুব স্টেডি। আমি হলে ৭০% শট কেঁপে যেত।
  • dri | ২৩ জুন ২০০৮ ১৩:০৬ | 75.3.201.185
  • আমি ছবির পোস্ট প্রসেসিং বেশী প্রেফার করি। আসলে সব ছবির এক রকম প্রসেসিং মানায় না। প্রিপ্রসেস করলে সব ছবির এক ট্রিটমেন্ট হয়ে যায়। ফর এগ্‌জাম্প্‌ল, ব্ল্যাংকি যখন নেচারের ছবিতে গাড় সবুজ রং লাগায়, (আমার চোখে) সেটা মানিয়ে যায়। কিন্তু যে ছবির ফোরগ্রাউন্ডে মানুষ আছে (যেমন শান্তিনিকেতনের ছবিগুলোতে) সবুজ টিন্‌জ যেন ঠিক মানায় নি। ন্যাচারাল স্কিন টোন ডিসটার্বড হয়। কেমন যেন লাগে। পোস্টপ্রসেসিং করলে সাবজেক্ট বুঝে সেইমত পোস্টপ্রসেসিং করা যায়।
  • dri | ২৩ জুন ২০০৮ ১২:৫৭ | 75.3.201.185
  • আঃ, ইটালি ফুটে যাওয়ায় কি আরামই না হল!

    এবার জার্মানীটা যদি ফুটে যায় ...
  • Arpan | ২৩ জুন ২০০৮ ১২:৫০ | 202.91.136.71
  • শমীকের লিংক ক্লিক করলে তো কোন ল্যাপটপ দেখাচ্ছে না!
  • pi | ২৩ জুন ২০০৮ ১১:৩১ | 69.251.184.3
  • তাহলে প্রিপ্রসেসে আণ্ডার এক্সপোজ করে তুল্লে তো মুশি্‌কল ই। এ ব্যাপারে কোনোরকম প্রিপ্রসেসে না গিয়ে পরে দরকর মত ওভার বা আণ্ডার এক্সপোস করলেই হয় ! আর তাতে কি ই বা ইনফরমেশান বাদ যাবে ?
  • Blank | ২৩ জুন ২০০৮ ১০:২৬ | 65.218.154.195
  • আমি দেখেছি যে প্রি তে ওভার এক্সপোসড ছবিকে পোস্টে আন্ডার করা যায়, কিন্তু অন্ডার কে পোস্টে ওভার কল্লে ভয়ানক বাজে হয়, ছবি ফেটে যায়
  • pi | ২৩ জুন ২০০৮ ১০:২৫ | 69.251.184.3
  • কোন ইনফরমেশান হারানোর কথা বলা হচ্ছে? পোস্টে অরিজিন্যাল ছবিটা আলাদা করে সেভ করে রাখলেই তো হয়।
    বরং প্রি প্রসেসিং এই তো আগে থেকে একটা প্রেফারেন্স সেট করে দেওয়া হচ্ছে।
  • Blank | ২৩ জুন ২০০৮ ০৯:৪৫ | 65.218.154.195
  • প্রি করাই ভাল। তাহলে ছবির ইনফরমেশান কখনো হারাবে না।
  • pi | ২৩ জুন ২০০৮ ০৯:৪৩ | 69.251.184.3
  • প্রিপ্রসেস না করে পোস্ট প্রসেসিং করলে কতটা তফাত হয় ?
  • Blank | ২৩ জুন ২০০৮ ০৯:৪৩ | 65.218.154.195
  • এই টাই চাপ।
    আজ অ্যাকরোরিয়ামের ফটো তুলতে গিয়ে ভয়ানক বিরক্ত হয়েছি। আলো একে খুব কম। তারপর মাছ গুলো ভয়ানক নড়া চারা করে। এত খারাপ, অশিক্ষিত মাছ কোথাও দেখিনি। x-(
  • Arijit | ২৩ জুন ২০০৮ ০৯:৩৩ | 61.95.144.123
  • এখনো হোয়াইট ব্যালেন্স নিয়ে খেলাধুলা করিনি। ওই প্যারামিটার পাল্টাতে শুরু করেছি কিছুদিন হল। ব্যাপার হল পুরো ম্যানুয়াল মোডে তো সবসময় ফটো তোলা যায় না - অত সময় পাবে কোথায়?
  • Blank | ২৩ জুন ২০০৮ ০৯:৩১ | 65.218.154.195
  • কমেন্টো দাও। হোয়াইট ব্যালেন্স পুরো কাস্টম ভাবে কেউ ইউজ করো, নাকি প্রি সেট ভ্যালুগুলোকে নিয়েই মোটামুটি খেলা করো?
  • Arijit | ২৩ জুন ২০০৮ ০৯:১৮ | 61.95.144.123
  • কলকাতায় এখন শুধু আইটিওয়ালারাই থাকে। পাবলিক ট্রান্সপোর্টে বসে (থুড়ি, দাঁড়িয়ে) চারদিক থেকে ut, at, client-server, servlet, jsp শুনে শুনে কান পচে গেলো।
  • Arijit | ২৩ জুন ২০০৮ ০৯:১১ | 61.95.144.123
  • সুপ্রভাত
  • arjo | ২৩ জুন ২০০৮ ০২:৫৮ | 24.214.28.245
  • শুভরাত্রি।
  • P | ২৩ জুন ২০০৮ ০২:৫৩ | 78.16.165.228
  • হ। যাই এবারে শুই গিয়া।
    শুভরাত।
  • arjo | ২৩ জুন ২০০৮ ০২:৫১ | 24.214.28.245
  • ইতালি ফুটেছে। কি আনন্দ। উশুল উশুল। সেই কখন থেকে বলছি একেবারে ট্রাইব্রেক করাতে, তা না ১২০ মিনিট নষ্ট কারালে, প্লেয়ারদের খাটালে।

    স্পেন মনে হয় ইতালির বিপক্ষে অনেকদিন বাদে জিতল।
  • P | ২৩ জুন ২০০৮ ০২:৪৭ | 78.16.165.228
  • চা-মুড়ি উশুল !!
  • arjo | ২৩ জুন ২০০৮ ০২:৪১ | 24.214.28.245
  • তাইতো চা আর মুড়ি নিয়ে বসলুম।
  • P | ২৩ জুন ২০০৮ ০২:৩৮ | 78.16.165.228
  • করাচ্চে তো ঃ-)
  • arjo | ২৩ জুন ২০০৮ ০২:২২ | 24.214.28.245
  • আজকের খেলাটা দেখতে দেখতে ঘুমে পেয়ে যাচ্ছে। একেবারে পেনালটিক করালেই তো পারে।
  • P | ২৩ জুন ২০০৮ ০১:৫৩ | 78.16.165.228
  • ক্যাপজেমিনাই এর কনসাল্টিং এ বেশ কিছু ভাল দরের কাজ হয়। আমি বেশ কিছু স্যাপ কনসাল্টেন্টদের চিনতুম। শুনেছি অর‌্যাকল এর কনসাল্টিং ও ভাল।
  • lcm | ২৩ জুন ২০০৮ ০০:০১ | 71.132.139.80
  • capgemini ওরিজিন্যালি ফ্রেঞ্চ কোম্পানি। গ্লোবালি টপ লেভেল কন্সাল্টিং কোম্পানী। ভাল পয়সাকড়ি দিত এক সময়ে।
  • a | ২২ জুন ২০০৮ ২৩:৫০ | 220.226.86.202
  • যেটা জানতে এসেছিলুম। ক্যাপজেমিনি কিরকম কোং? আমার এক বন্ধু কোল্কতায় চাগরি পেয়েছে, তাই জানতে চেয়েছে। কারুর প্রথম বা দ্বিতীয় হাতের অভিগ্যাতা থাকলে জানিও প্লীজ। এট্টু আর্জেন্ট
  • a | ২২ জুন ২০০৮ ২৩:৪৫ | 220.226.86.202
  • জায়গা আদল বা স্থানান্তরের ধরণধারণ?

    বাংলাদেশের কোম্পানির জন্যে পিপিটি বানাচ্ছ নাকি ঃ)
  • d | ২২ জুন ২০০৮ ১৭:০৪ | 59.161.39.216
  • "মাইগ্রেশান প্যাটার্ন'এর একটা ভাল বাংলা কেউ বলতে পার?
  • arjo | ২২ জুন ২০০৮ ০৩:১০ | 24.214.28.245
  • আমারও নেই। ঐ শুনে শুনে বলা আর কি। ঃ-)

    ৮২ তে তো অল্প কিছু ম্যাচ দেখিয়েছিল। যাক যাই বাজার করে আসি।
  • Arpan | ২২ জুন ২০০৮ ০৩:০৭ | 122.252.231.206
  • হুঁ। তবে ৮২-র কিছু মনে নেই।
  • arjo | ২২ জুন ২০০৮ ০৩:০৩ | 24.214.28.245
  • অ্যাকচুয়ালি ৮২ তে ব্রাজিলের টিমটা আরও ভালো ছিল। জিকো তো ৮৬ তে ফুল টাইম খেলতই না। একা পাওলো রোসি হারিয়ে দিল। তবে ৮৬ হচ্ছে মারাদোনার।
  • Arpan | ২২ জুন ২০০৮ ০৩:০০ | 122.252.231.206
  • '৮৬-এর সেরা টিম ব্রাজিলেরই ছিল। জিকো, সক্রেটিস, কারেকা কী সব প্লেয়ার ছিল টিমটায়।
  • bozo | ২২ জুন ২০০৮ ০২:৫৪ | 128.111.119.126
  • ১৯৮৬ এর ইংল্যান্ড ভাল ছিল। লিনেকারের মত ঠান্ডা মাথা ও ভদ্র ফুটবলার দুর্লভ। এরিয়াল বলে বেজায় ভালো। পোল্যান্ডের বিরুদ্ধে হ্যটট্রিক করেছিল।

    ৮৬ এর ফ্রান্স কে ভুলে গেলে? ফ্রান্স-ব্রাজিল এপিক ম্যাচ হয়েছিল। কোয়ার্টার ফাইনালে। কারেকা আর টিগানা গোল করেছিল। সাদা রজপুত্র জিকো বদলি নেমে পাঁচ মিনিটের মধ্যে পেনাল্টি শট নিয়ে মিস। টাই ব্রেকারে প্লাতিনির পেনাল্টি মিস। জোয়েল বাটস রাতারাতি হিরো।

    বেলজিয়ামের গোলে ছিল জঁ মেরি পাফ। গোলের পিছনে নিজের বৌ আর ছেলের ছবি রাখত। খেলার আগে সেই ছবি তে চুমু খাওয়া দেখাত। বস্তুতঃ আর্জেন্টিনার সঙ্গে কোয়ার্টার ফাইনালের আগে বেলজিয়ামের রক্ষন দুর্ভেদ্য ছিল।

    এবং জার্মানী-ফ্রান্স সেমিফাইনাল। ১৯৮২ এর সেমি থেকে বেশী কুখ্যাত না হলেও বেশ বেশ কুখ্যাত।

    ডেনমার্ক মনে হয় ৬ গোল মেরেছিল ফ্রান্সিস্কোলির উরুগুয়ে কে। ৫ গোল খেয়েছিল স্পেনের কাছে, বুত্রাগুয়েনা একাই ৪ গোল।
  • sinfaut | ২২ জুন ২০০৮ ০২:৫৪ | 117.195.193.182
  • নবারুন তখন থেকেই বন্দুক রাখতো নাকি? ঐজন্যিই _ কামান নিয়ে এত তড়পানি।
  • arjo | ২২ জুন ২০০৮ ০২:৫২ | 24.214.28.245
  • হ্যাঁ কোনো কথা হবে না। আমার দেখা সেরা খেলা এখনো। ঐদিনই আবার নৈহাটি সিনেমায় গানস অফ নভারুন দেখতে গিয়েছিলাম।
  • Arpan | ২২ জুন ২০০৮ ০২:৪৯ | 122.252.231.206
  • ৮৬-এর সেরা ম্যাচ ছিল ব্রাজিল বনাম ফ্রান্স।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত