এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Div0 | ৩০ জুন ২০০৮ ০৯:৩৭ | 160.109.98.44
  • হেঃ হেঃ। হে ঈশ্বর, ইয়ারে ক্ষমা করিয়া দাও গিয়া!

    ব্ল্যাঙ্কি, যাও গিয়ে এশিয়া কাপ দ্যাখো। কাল আবার বাংলাদেশ - শ্রীলঙ্কা।
  • Blank | ৩০ জুন ২০০৮ ০৯:৩৫ | 65.218.154.195
  • ফুটবল এক মহা জালি খেলা। আমি দেখি না কক্ষুনো।
  • Div0 | ৩০ জুন ২০০৮ ০৯:৩১ | 160.109.98.44
  • স্নাইডার আর ওডোঙ্কার কে খেলালো না কেন কে জানে! ব্যালাকের এফর্টসগুনো পাড়া-ফুটবল লেভেলের ছিলো ... একা শোয়াইনস্টাইগার কত টানবে! ক্লোসা কে তো তুলেই দিল হাফ টাইমের পরে। শুধু ফিজিক নিয়ে কি আর স্প্যানিশ টোট্যাল ফুটবলের সঙ্গে পাল্লা দেওয়া যায় রে দাদা!
    এদিকে স্পেনের অ্যাটাকগুলো, সাডেন আর ডেডলি। মিডফিল্ডে পুইয়ল আর ঐ নতুন ছেলেটা ফরোয়ার্ডে, একুশ বছরের কি যেন নাম - জাস্ট ফাটাফাটি। আরেকটু রিদম থাকলে আরো গোল দিত স্পেন। হয় নি .. নেভার মাইন্ড। আ উইন ইস আ উইন। লং লিভ স্প্যানিশ ফুটবল!
  • Blank | ৩০ জুন ২০০৮ ০৯:২৪ | 65.218.154.195
  • কথা না বলেই Div এক লাইন লিখে ফেললো
  • Div0 | ৩০ জুন ২০০৮ ০৯:১৪ | 160.109.98.44
  • স্পেন যা খেলল এর পর আর জাস্ট কোনো কথা হবে না!
  • pi | ৩০ জুন ২০০৮ ০৯:০৬ | 69.251.184.3
  • আরে সুবাহ বাবুল তো দিন হ্যায় তুমহারা। ঃ)
  • Blank | ৩০ জুন ২০০৮ ০৮:৩৪ | 65.218.154.195
  • টই ঘেঁটে ঘ
  • babul | ৩০ জুন ২০০৮ ০৭:৫২ | 164.164.94.194
  • babul | ৩০ জুন ২০০৮ ০৭:৫২ | 164.164.94.194
  • সকাল সকাল দোকান খুলতে বেশ কস্ট হয়।
    ঘুম ই যায়না ঠিককোরে,
  • arjo | ৩০ জুন ২০০৮ ০৬:০২ | 24.214.28.245
  • ম, কি করে জানলে! সত্যি দেয় নি। আমাকে চিনির ডিব্বাটা দিয়ে বল্লে, ঢেলে নাও যত খুশি। ঃ-)

    অবশ্যি সাথে ছিল ক্রিস্পি ক্রিমির গরম গরম ডোনাটস (গ্লেজড)। এক কামড় ডোনাটস আর এক চুমুক কফি খেলে চিনি লাগে না। এই গরম ডোনাটসটা গরম রসগোল্লার সাথে তুলনীয়।
  • Ishan | ৩০ জুন ২০০৮ ০২:২৫ | 12.240.14.60
  • ভিভা লা রিপাবলিকা এসপ্যানিওল।
  • m | ৩০ জুন ২০০৮ ০২:১৮ | 12.226.83.103
  • আজ দোকানি আজ্জোর কফিতে এক বিন্দুও চিনি যেন না দেয়- হে ঠাকুর।
  • arjo | ৩০ জুন ২০০৮ ০২:১৪ | 24.214.28.245
  • স্পেন যাস্ট ছেলেখেলা করল। জেতার আনন্দে কফি খেতে চললুম।
  • sinfaut | ৩০ জুন ২০০৮ ০২:১১ | 117.195.194.172
  • নাঃ, এবার ঘুমোনো উচিত।
  • sinfaut | ৩০ জুন ২০০৮ ০২:১০ | 117.195.194.172
  • মামু, ও দুটো বাদ দিয়ে আর নামাচ্ছি match point আর deconstructing harry। শেষেরটা তোমার কথা মনে রেখে। ;-)
  • sinfaut | ৩০ জুন ২০০৮ ০২:০৯ | 117.195.194.172
  • আমার এই একলা ঘরে ফুঁপিয়ে ফুঁপিয়ে হাসি পাচ্ছে। হেউ হেউ হেউ।
  • m | ৩০ জুন ২০০৮ ০২:০৮ | 12.226.83.103
  • মহা ডেঁপো ছোকরা।
  • dri | ৩০ জুন ২০০৮ ০২:০৭ | 75.13.99.48
  • ফাটালান্ট হার গিয়া! হার গিয়া!

    খুব মজা আয়া।
  • m | ৩০ জুন ২০০৮ ০২:০৬ | 12.226.83.103
  • যাঃ জিতে গেলো।
  • sinfaut | ৩০ জুন ২০০৮ ০২:০৬ | 117.195.194.172
  • হে হে হা হা হো হো
  • m | ৩০ জুন ২০০৮ ০১:৫১ | 12.226.83.103
  • আমি খেলা শুরু হবার আগে পর্যন্ত ভেবেছিলাম স্পেন কে সাপোর্ট করবো- কিন্তু সেমিফাইনালের স্মৃতি জাগ্রত হতেই আমি জার্মানিকে সাপোর্টাচ্ছি।
  • Ishan | ৩০ জুন ২০০৮ ০১:২৪ | 12.226.83.103
  • অ্যানি হল আর ম্যানহাটান। উডি অ্যালেন প্রসঙ্গে।

    হ্যাঁ আমি খেলাও দেখছি। ঃ)
  • Arpan | ৩০ জুন ২০০৮ ০১:১০ | 122.252.231.206
  • dri | ৩০ জুন ২০০৮ ০১:১০ | 75.13.99.48
  • হাফ টাইম।

    স্পেনের অ্যাটাক বেশী ভালো। বেশী ক্রিয়েটিভ। জার্মান অ্যাটাক পুরোটাই শোয়েনস্টাইগার বেস্‌ড। তবে ওদের চেহারা ভালো। হেডিং ও ভালো। তোরেস এর গোলটা দুর্ধর্ষ। টু ইজ টু ওয়ান সিচুয়েশান থেকে অ্যাকসিলারেট করে গোল দিল। সুপার্ব রান, ফাইন টাচ। তবে ওর থেকে অনেক সোজা চান্স স্পেন পেয়েছিল। স্পেনের লেফ্‌ট উইং স্লাইট ঝুল। ডান পায়ের প্লেয়ার, ওকে বাঁ দিকে রেখেছে কেন? বাঁ দিক ওপেন থাকা সঙ্কেÄও ডান পায়ে বল টানছে লাস্ট মোমেন্টে। স্পেনের ডিফেন্স খুব প্র্যাকটিকাল খেলা খেলছে, ঠান্ডা মাথায়।

    জার্মানীর গোল করার চান্স হেডে। কিন্তু এখনও সেরকম ওপেনিং করতে পারে নি।
  • sinfaut | ৩০ জুন ২০০৮ ০১:০৮ | 117.195.194.172
  • Hola
  • arjo | ৩০ জুন ২০০৮ ০০:৫৭ | 24.214.28.245
  • জার্মান দের ডিফেন্সের অবস্থা তো খুব ভালো। লেহম্যান বেচারী, এই বুড়ো বয়সে কি করবে ভেবে পায় না। যেরকম সব গোল খেয়েছে। ম্যাচটা স্পেনের জেতার সম্ভবনা প্রবল। এনিওয়ান ইন্টারেস্টেড ইন বাজি।
  • arjo | ৩০ জুন ২০০৮ ০০:৪৯ | 24.214.28.245
  • গো ও ও ও ও ল। ১-০
  • cam | ৩০ জুন ২০০৮ ০০:৪৫ | 131.95.121.107
  • টইয়ে টইয়ে ঘুরে ঘুরে যারে কয় পরম জ্ঞান লাভ। কত আল্টিমেট সল্যুশন যে পাইতাছি কি আর কইতাম!সলুশনে সলুশনে ছয়লাপ অবস্থা।
    বিশ্ব-অর্থনীতি, বিশ্ব-সমাজনীতি, বিশ্বরাজনীতি বিশ্বপ্রেমনীতি বিশ্বসাহিত্য বিশ্বসেক্স বিশ্বপরিবেশ বিশ্বশক্তিনীতি বিশ্বধর্ম---যারে কয় বৈশ্বিক সমাধান।
    আর চিন্তা নাই,সেই দিন আইয়া পড়লো বইল্যা।
    সেই যে যারে কয়-হরিন্নামে বাহু তুলে হরি হরি বলো রে!
    ঃ-)))))))))
  • Arpan | ৩০ জুন ২০০৮ ০০:৪৫ | 122.252.231.206
  • আরে স্পেনও তো লাল-হলুদ। জার্মানরাও তাই।

    মেরুন-সবুজ পর্তুগাল কবে ফুটে ছবি হয়ে গেছে।
  • arjo | ৩০ জুন ২০০৮ ০০:৪১ | 24.214.28.245
  • আমি স্পেনের দলে কারণ বাঙালরা জার্মানদের সাপোর্ট করে। এদিক টিভির বাঁদিক নীচের দিকে সিভিয়ার ওয়েদার অ্যালার্ট। মহা ঝামেলা করছে।
  • sinfaut | ৩০ জুন ২০০৮ ০০:৩২ | 117.195.194.172
  • অজ্জিত তো এমনি এমনি খাওয়ায় তাই। আমি তো তবু একটা কারন বললুম।
  • Arpan | ৩০ জুন ২০০৮ ০০:৩১ | 122.252.231.206
  • ব্যাটা হার্মাদ। ঃ)

    তা অজ্জিত কেন খাওয়াবে?
  • sinfaut | ৩০ জুন ২০০৮ ০০:২৭ | 117.195.194.172
  • স্পেন। আমি স্পেনের দলে।
  • Arpan | ৩০ জুন ২০০৮ ০০:২৪ | 122.252.231.206
  • কারা হারলে অজ্জিত খাওয়াবে?
  • Abhyu | ৩০ জুন ২০০৮ ০০:২১ | 24.98.46.167
  • রজতকাকুও RKM? গবা পুরো মঙ্গলয়েড ধাঁচের - আর ওর এক ভাই আছে - গবেটের ভাই সকেট - যে LIC করে। নিরীহ বাবা মা দেখলেই গবা LIC করাতে চাইত।
  • sinfaut | ৩০ জুন ২০০৮ ০০:১৮ | 117.195.194.172
  • স্পেন। হারলে অজ্জিতদা খাওয়াবে। জিতলে নিজে রান্না করে খাবো। ঃ)
  • Arpan | ৩০ জুন ২০০৮ ০০:১৫ | 122.252.231.206
  • কেউ বাজি ধরল না?
  • Arpan | ৩০ জুন ২০০৮ ০০:১৫ | 122.252.231.206
  • হালিশহর উ চ প।
  • ranjan roy | ২৯ জুন ২০০৮ ২৩:৪৭ | 122.168.27.71
  • অভ্যু,
    ঐ গোলবাবুই বটে। ভাইকে জিগাইয়া জানলাম। অর্গানিক কেমিস্ট্রি, অংক নয়। লামাদের মত মানে, মংগোলয়েড ধাঁচের বলছ? তাহলে একদম আমাদের তরুণ। হ্যাঁ, গবেটই বটে। সন্ন্যাসী না হলে কলেজে লেকচারার হতে পারত না, কোন সন্দেহ নেই। বাকি---।
  • sinfaut | ২৯ জুন ২০০৮ ২৩:২৫ | 117.195.194.172
  • আর পঞ্চাশ মিনিট পর।
  • arjo | ২৯ জুন ২০০৮ ২২:৫৩ | 24.214.28.245
  • আচ্ছা খেলাটা কখন শুরু হচ্ছে আজ?
  • Blank | ২৯ জুন ২০০৮ ২২:১০ | 65.218.154.195
  • হালি শহর উ চ প
  • Tirthang | ২৯ জুন ২০০৮ ২১:৫১ | 66.31.202.173
  • ওহো কি সব উল্টোপাল্টা বকছি - হালিশহর তো হুগলী শহরের ঠিক ওপারে, তার মানে উত্তর চব্বিশ পরগণা, নাকি নদীয়া?
  • Tirthang | ২৯ জুন ২০০৮ ২১:৪৮ | 66.31.202.173
  • রঞ্জনদা,

    তরুণ মহারাজের বাড়ী ছিল হালিশহরে - সেটা তো বোধহয় হুগলীতেই পড়ছে।
  • sinfaut | ২৯ জুন ২০০৮ ২১:২৮ | 117.195.194.172
  • হ্যালো হ্যালো। উডি অ্যালেন দেখবো। কি দিয়ে শুরু করবো?
  • Abhyu | ২৯ জুন ২০০৮ ২০:৫৪ | 24.98.46.167
  • রঞ্জনকাকু, ইনি তরুণ মহারাজ - বাড়ি হুগলী কি না জানি না - দিব্যি গোলগাল। সুতরাং একই লোক হতেও পারেন। কিন্তু খটকা লাগল অন্য জায়গায়। যে লোক অর্গ্যানিক কেমিস্ট্রি পড়াত মুখস্ত করে এসে, সে কখনো অঙ্ক নিয়ে পড়ার চেষ্টা করেছিল এটা ভাবা কঠিন!

    গবেট থেকে গবা - আর কিছু না। নামটা অনন্তকাল ধরে চলছে। ভদ্রলোক অনেকটা তিব্বতী লামাদের মতো দেখতে বলে আমরা মজা করে বলতাম যে টিবেট থেকে গবেট থেকে গবা।
  • ranjan roy | ২৯ জুন ২০০৮ ২০:৩৭ | 122.168.71.80
  • অভ্যু,
    তোমার নরেন্দ্রপুর নিয়ে পোস্টটা দেখে নাক গলাচ্ছি।
    আচ্ছা, তোমাদের ঐ গবা মহারাজ কি ম্যাথস্‌ পড়াতেন? পূর্বাশ্রমের নাম তরুণকান্তি দে? হুগলীজেলার? যদি তাই হন, তাহলে উনি স্কুলে বরানগর রামকৃষ্ণ মিশনে আমার এক বছর জুনিয়র ছিলেন। চেহারাটা বেশ গোলগাল ছিলো, তাই নাম হল গোলবাবু। একটু গেঁয়ো লাগত, তাই ""মদন'' কান্তি দে।
    কিন্তু পরে দেখা গেল আদৌ মদন নয়, ভারি বিচ্ছু। হোস্টেলে আমরা ক্লোজ ছিলাম। সেদিন ছোটভাই জানাল তরুণ সন্ন্যাসী হয়ে ম্যাথস্‌ পড়াচ্ছে। তবে মিস্টি খাবার এপিসোড দেখে মনে হল আমাদের ""গোলবাবু''ই হবে। কিন্তু তোমরা গবা কি করে বানালে -একটু যদি বল?
  • arjo | ২৯ জুন ২০০৮ ২০:৩৩ | 24.214.28.245
  • খেলাটা কখন? তবে জার্মানী আর স্পেন! বাজে কূটকচালী চলবে। বাজি ধরবেন নাকি কেউ?
  • san | ২৯ জুন ২০০৮ ২০:৩২ | 203.187.252.192
  • বাটিপোস্ত কিভাবে বানায়?
  • santanu | ২৯ জুন ২০০৮ ২০:২৫ | 217.196.19.45
  • গত ৯ ঘন্টা ধরে কেবল 'আদা' দেখছি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত