না না ওষুধের দোষ কেন হবে? আর ওষুধই বা কেন বলি। ঘি বললে কাছাকাছি যায়। ঃ)
nyara | ০৪ জুলাই ২০০৮ ০০:১৬ | 64.105.168.210
মৃত অথবা মরণাপন্ন রুগীকে নতুন ওষুধ দেওয়া হল। রুগী দেহ রাখলেন। দোষ হল ওষুধের।
মাইরি!
arjo | ০৪ জুলাই ২০০৮ ০০:১৩ | 168.26.215.54
আমেরিকার স্বাধীনতা দিবসের প্রাক্কালে সমগ্র লীণাক্ষপ্রেমি পোমো ঘটিকুলের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার।
অপ্পন, তাই তো দেহ রেখেছে এমন ল্যাপিতেই ইনস্টল করব। খুব বেশি হলে আর একবার দেহ রাখিবে।
Arpan | ০৪ জুলাই ২০০৮ ০০:১২ | 122.252.231.206
এক গুরুভাইয়ের ল্যাপিতে suse লোড করতে গেলে ল্যাপিটি দেহ রাখে। গুরুভাইয়ের তাই দাবি।
জনস্বার্থে বিজ্ঞাপিত।
arjo | ০৪ জুলাই ২০০৮ ০০:০৯ | 168.26.215.54
ওক্কে তাহলে লীণাক্ষ ডাউনলোড করব। আমারও একটা ল্যাপি আছে যেটা চলে না, মানে গা** গেছে। সেটায় ইনস্টল করব। আমাদের আর একটা ডুয়াল বুট ডেস্কটপ ছিল সেটাও দেহ রেখেছে। সেটাতে ইণ্টারনেট কানেক্ট করতে খুব অসুবিধা হয়েছিল। অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। ওটাতে ছিল রেডহ্যাট লীণাক্ষ।
Blank | ০৪ জুলাই ২০০৮ ০০:০২ | 170.153.62.251
যবে থেকে বাঙালী কমুনিস্ট হয়েচে, তবে থেকে বামুন দের কাজ গেছে। বেচারী রা আর করবে কি, বই লেখে আর গান গায়
arjo | ০৪ জুলাই ২০০৮ ০০:০১ | 168.26.215.54
আর মাত্তর আড়াই ঘন্টা ভাট মারলেই ছুটি।
sinfaut | ০৩ জুলাই ২০০৮ ২৩:৫৮ | 117.195.199.15
নাহ্ ঘুমোই।
cam | ০৩ জুলাই ২০০৮ ২৩:৫৭ | 131.95.121.107
কেউ কি ভেবে দেখেছেন বাঙালি লেখকদের মধ্যে এত বন্দ্যো,গঙ্গো,চট্টো,মুখো,ভট্টা ইত্যাঃ কেন? এমনকি গায়কদের মধ্যেও! হেমন্ত মুখো! সুমন ছিলো চট্টো আগে।
sinfaut | ০৩ জুলাই ২০০৮ ২৩:৪৯ | 117.195.199.15
মামু Annie Hall দেখলাম। দুর্দান্ত।
cam | ০৩ জুলাই ২০০৮ ২৩:৪৩ | 131.95.121.107
আহা,সেতো রিলেটিভিটির ব্যাপার! বেচারা ঘটি আর ঘর কেউ কি তা জানতো!
Blank | ০৩ জুলাই ২০০৮ ২৩:৪১ | 170.153.62.251
ঘর টা ছোট্ট নাকি ঘটি টা বড় ছিল?
cam | ০৩ জুলাই ২০০৮ ২৩:৩৯ | 131.95.121.107
জানালায় ঘটি রাখা যায় না, একবার উল্টে পড়ে কেলেংকারি হয়েছিলো! জলে ভেসে গেলো ঘর!
arjo | ০৩ জুলাই ২০০৮ ২৩:৩৭ | 168.26.215.54
হুমমম। যা বুঝলাম শুধুমাত্র ঘটিদের সম্মানার্থে আমাকে লীণাক্ষ প্রেমি হতে হবে। জানালা যায় পর ঘটি না যায়।
pi | ০৩ জুলাই ২০০৮ ২৩:৩৪ | 128.231.88.4
দমদি, আমার নামটা সোনার অক্ষরে লেখা রয়েছে তো ?
nyara | ০৩ জুলাই ২০০৮ ২৩:৩২ | 64.105.168.210
দেখ, এখানে ঘোষিত লিনাক্ষ ব্যবহারকারীদের মধ্যে আছি এক আমি, অরিজিত আর সিনফট। দ্রি যাব-কি-যাবনা স্টেজে আছে। লসাগুর কেসটা ঠিক বুঝছি না। আর তো কেউ ঘোষিত লিনাক্ষ পাচ্ছি না। এর মধ্যে আমি আর অরিজিত গর্বিত ঘটি। সিনফট জানিনা, তবে ওর সেন্স অফ হিউমার দেখে মনে হয় ঘটিই হবে। দ্রি ঘটি। লসাগু জানিনা। কাজেই দেখা যাচ্ছে এ ব্যাপারেও ঘটিরা এগিয়ে।
অতএব এতদ্বারা প্রমাণিত হইল, ভিতুড্ডিম বাঙালদের ঝুঁকি নেওয়া শুধু কোন লংকা খাবে সেই সিদ্ধান্তে।
Arpan | ০৩ জুলাই ২০০৮ ২৩:২৭ | 122.252.231.206
হায় ভগা! অরিজিত তাইলে কী?
arjo | ০৩ জুলাই ২০০৮ ২৩:২৫ | 168.26.215.54
ল্যাটেক ইউজার গুলান রে দিসি ঠুসে। লীণাক্ষ ইউজার দের মধ্যে ন্যাড়াদা থাকায় একটা ঘটি ঘটি সেমসাইড হবার ভয়ে শুধু চুপ আছি। নইলে ;-)
বীচি মানে বোধহয় ঢেউ। কপালকুন্ডলাতে ছিল বীচিবিক্ষুব্ধ সমুদ্র।
d | ০৩ জুলাই ২০০৮ ২২:৫৩ | 121.245.188.18
ক্যা ZIনে। প্যাকেটের গায়ে ওসব কিচ্ছু লেখা নাই। শুধু কিকরে চারা বানাতে হবে তাই লেখা। আআ আছে। আর নিমের অসীম উপকারিতাও দুচাল্লাইন লেখা। কালাম সাহেবের বাগান থেকে আমাকে ব্রাহ্মীশাকের চারা দিয়েছিল।
arjo | ০৩ জুলাই ২০০৮ ২২:৪৮ | 24.214.28.245
নিমের বীচি!!! এর থেকে একটা নারকেল দিলে পারত। তাও খানিক ভাট মারা যেত।
Arpan | ০৩ জুলাই ২০০৮ ২২:৪৪ | 122.252.231.206
এঃ! এর থেকে কাঁটালের বিচি দিলে কাজে দিত।
I | ০৩ জুলাই ২০০৮ ২২:৪১ | 59.93.216.60
মহা না ঘোড়া?
d | ০৩ জুলাই ২০০৮ ২২:৩৭ | 121.245.188.18
আমাদের আপিস থেকে না পোশশুদিনে এক প্যাকেট নিমের বীচি দিয়েছে, টবে গাছ বের করে আশেপাশে কোথাও লাগানোর জন্য। কি আপদ!!!
d | ০৩ জুলাই ২০০৮ ২২:৩০ | 121.245.188.18
সবই ভাল। কিন্তু মুশকিল হল, পৃথিবীতে থিসিস লেখা আর জার্নাল লেখা ছাড়াও আরো অনেকরকম কাজ করতে হয়।
arjo | ০৩ জুলাই ২০০৮ ২১:৫৭ | 24.214.28.245
অভ্যু মনে হয় আলাদিনের এক্সিটের মতন ওয়ার্ডের শর্টকার্ট গুলো ঠিক জানে না। ঃ-)
অরিজিত আমার পোস্ট টা পড়ে দেখো। আমি বলেছি দুটোর তুলনা চলে না। বিজিনেস ইউসেজে ওয়ার্ডের রিপ্লেসমেন্ট হয় না। আমার এক বিজিনেস ইউজার ছিল। প্রোভাইডার রিলেশন ভিপি নাম ছিল কিম পার্কার। নিজের কাজে অসম্ভব দক্ষ কিন্তু টেকনিকাল কিছু বল্লেই ঘাবড়ে যেত। ধর বল্লে কম্পাইল খুব সাধারণ কথা কিন্তু সে ঘাবড়ে যাবে। সে ওয়ার্ডের ওপর বেঁচে আছে। কিন্তু ল্যাটেক শেখাতে যাও না। আর সে কেন শিখবে সেটাও আমার কাছে ক্লিয়ার না।
আরও ঘটনা হল ল্যাটেক ডকু মেইন্টেইন করা খুব সহজ নয়। ধর সি আই ও কে দিলে, পরের দিন বোর্ড মিটিং আছে। হঠাৎ সে একটা অ্যালাইনমেন্ট ঠিক করবে, হয় তাকে ল্যাটেক প্রোগ্রামিং জানতে হবে অথবা আবার তোমাকে পাঠাতে হবে। কি হ্যাঙ্গাম।
আর আমি যে প্রোজেক্টের কথা বলেছি সেটা ৮০০ নয় অভ্যু। ৮০০০ পাতার ছিল আর এন্তার বুকমার্ক আর হাইপা লিংক ছিল।
Arpan | ০৩ জুলাই ২০০৮ ২১:৫১ | 122.252.231.206
ধুর, মোটেও একটা একটা করে অ্যালাইন করতে হয় না। ২০০৭ এডিশনে তো আরো সোজা করা।
Arijit | ০৩ জুলাই ২০০৮ ২১:১০ | 59.93.221.118
নোংরা। পচা। ছাতাপড়া।
Abhyu | ০৩ জুলাই ২০০৮ ২১:০৮ | 204.52.215.1
জন উইলির ৮০০ পাতার বই পজ্জন্তো লোকে ল্যাটেকে লেখে। কাল একটা ওয়ার্ড ফাইলের ১,২,৩ নাম্বারিং প্লেস কর্তে জান বেরিয়ে গেলো। প্রত্যেকটাকে ধরে ধরে টেনে অ্যালাইন কর্তে হয়। বিচ্ছিরি। যা তা।
Arijit | ০৩ জুলাই ২০০৮ ২১:০৫ | 59.93.221.118
ইনফ্যাক্ট একই ডকু দুটোতে লিখে পাশাপাশি রাখলে টাইপসেটিং-এর ফারাকটাও চোখে পড়ে - আকাশপাতাল। পাঁড় ওয়ার্ডভক্তরাও এটা স্বীকার করে।
Arijit | ০৩ জুলাই ২০০৮ ২১:০৪ | 59.93.221.118
শেখা কঠিন, কোনো সন্দেহ নাই, কিন্তু একবার শিখলে কেউ ওয়ার্ড শুঁকেও দেখবে না।
Arijit | ০৩ জুলাই ২০০৮ ২১:০২ | 59.93.221.118
একটা বোতাম টিপতে হয়। সেই সব করে দেয় - লেটেক + বিবটেক + লেটেক + লেটেক - একবারে পিডিএফ বানিয়ে ছেড়ে দেয়।
arjo | ০৩ জুলাই ২০০৮ ২১:০০ | 168.26.215.54
ল্যাটেকে কি এখনো কম্পাইল করতে হয়?
Arijit | ০৩ জুলাই ২০০৮ ২০:৫৮ | 59.93.221.118
জানো না তাই বলছ - লেটেকে এইসব আরো সহজে হয়। তাই গোটা দুনিয়া থিসীস লেখে লেটেকে। বড় বড় ওয়ার্ড প্রসেসিং (জার্নাল ইত্যাদি) সব হয় লেটেকে।
এই ল্যাটেক্সের সাথে ওয়ার্ডের তুলনাটা মোটে ঠিক নয়। সায়িন্টিফিক ইউসেজ অবশ্যই ল্যাটেক। কিন্তু বিজিনেস ইউসেজ অফিসের ধারে কাছে কেউ নেই। আর সায়িন্টিফিক কারণ ছাড়া আরও পরিস্কার করে বল্লে ইকুয়েশন ইউজ করতে না হলে আমি ল্যাটেক ইউজ করব না।
আমি মাইক্রসফট অফিস ইউজ করে একটা কমপ্লিট ডকুমেন্টশন প্রোজেক্ট করেছি - প্রায় ৮ মাসের প্রোজেক্ট ছিল (সাইজ বোঝানোর জন্য বল্লাম)। বুকমার্ক, হাইপার লিংক, ম্যাক্রো সমস্ত কিছু ইউজ করেছি। কোনো অসুবিধা হয় নি। কিছু কিছু বাগ ছিল (২০০০ সালে)। তবে মানিয়ে নেওয়া যায়। ল্যাটেক ইউজ করলে সেই প্রোজেক্ট কতদিন লাগত জানি না। আর এত ফিচার আছে কিনা জানি না। ল্যাটেক এ অটোমেট করা যায়?
Abhyu | ০৩ জুলাই ২০০৮ ২০:৩৫ | 204.52.215.1
ঐ রিবন চুল বাঁধার কাঁটা ফিতে সব আছে। তবু ২০০৭ বাজে। বিচ্ছিরি। ল্যাটেক্স ঢের ঢের ভালো। বীমার ভালো। আর আমাদের সব লিনাক্স করে দেবে বলেছে।
Arpan | ০৩ জুলাই ২০০৮ ২০:০৩ | 202.91.136.71
** সবকিছু = অ্যাডইন টুল/ইউটিলিটি।
Arpan | ০৩ জুলাই ২০০৮ ২০:০২ | 202.91.136.71
সমস্যাটা হল আরেকটা মেশিন চাই যেখানে ২০০৩ লোড করা আছে। না হলে হবে না। ঃ)
P | ০৩ জুলাই ২০০৮ ২০:০১ | 78.16.179.211
তাইলে ওপেনসোর্স লোকেরা মাইক্রোসফ্ট এমন খামোকা গালাগালি করে ক্যান ?
সারক্যাজমের মতন শুনতে লাগলো আগের সেনটেন্সটা। আমি কিন্তু সত্যি জিগাচ্চিলুম। আমি কাজের বাইরে এক মিনিট ও টেকি মালপত্র নিয়ে সময় কাটাতে পারি না। আমি অবিশ্যি হার্ডওয়ারের , সফ্ট ওয়ার হয় জানি না কিম্বা একটু আধটু প্রথমে যা শিখেছিলুম ভুলে গেছি।
Arpan | ০৩ জুলাই ২০০৮ ১৯:৫৬ | 202.91.136.71
সবকিছু মানে? ঃ-o
P | ০৩ জুলাই ২০০৮ ১৯:৫৫ | 78.16.179.211
আচ্ছা তোমরা সবাই এমন সবকিছু কি করে পারো ?
Arpan | ০৩ জুলাই ২০০৮ ১৯:৫২ | 202.91.136.71
না না। ফেরত যাবার কথাই ওঠে না। রিবন বাদ দিলে বাকিটা বহুত কাজের জিনিস।
তবে ওই অ্যাডইন টুলটা নিজেই বানিয়ে নেবো ভাবছি। একটু সময় পেলেই হয়ে যাবে। তারপরে গুরুর জানলাপ্রেমীদের বিতরণ করতে পারি। ঃ)
P | ০৩ জুলাই ২০০৮ ১৯:৫০ | 78.16.179.211
কাzএর না। পহা দাও কিম্বা ২০০৩ এ ফেরত যাও। আমি ২০০৭ পাওয়ারপয়েন্টে অ্যাডিক্টেড হয়ে গেছি। ঝকমকে সব স্মার্ট আর্ট টেমপ্লেট। ফেরত আর যাচ্চি না।
ওয়েব অ্যাড কি লেভেলে নিয়ে গেছে মাইরি। http://in.msn.com/ এখানে গেলাম একটা লোক প্রায় স্ক্রিন থেকে বাইরে বেরিয়ে এল। তারপর স্ক্রিনে আটকে গিয়ে অন্য একটা প্যানেলে ঢুকে গেল।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন