এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • arjo | ০৩ জুলাই ২০০৮ ১৮:২৪ | 168.26.215.54
  • অফিস ২০০৭ টা পুরো ঘেঁটে দিয়েছে। কিছুই খুঁজে পাওয়া যায় না। এইরকম একটা ইউজেবিলিটি মিসটেক মাইক্রসফটের কাছে আশা করা যায় না। পুউর টেস্টিং। আমি কিচ্ছু খুঁজে পাই না।
  • Arpan | ০৩ জুলাই ২০০৮ ১৭:৩৮ | 202.91.136.71
  • হু, সেইটাই চাই। মেনুর অপশনগুলি এখন টুলবারে চলে এসেছে বিভিন্ন ট্যাবের আন্ডারে। কিন্তু আমার হাত ওই ২০০৩ মেনুতে সেট হয়ে গিয়েছে। আর একটা কারণ আমি পারতপক্ষে মাউস ইউজ করি না। অল্‌ট কি দিয়ে মেনু অ্যাক্সেস করে কী কম্বিনেশনটা টাইপ করি।

    জিগিয়ে জানিও।
  • P | ০৩ জুলাই ২০০৮ ১৭:২৩ | 78.16.179.211
  • মোলো যা , সব এবারে ফিরির খাবার লিস্টি দিতে লেগেছে। আমি বলেছি ছোটো স্টার্ট-আপ দিশি কোম্পানিগুলো বেশ কয়েকটাতে আমি ফিরির খাবার দেখেছি। শুধু আমার প্রথম কোম্পানি দেখে বলছি না।

    অপ্পন , কোচ্চেনটাই তো বুঝলুম না। পুরোনো মেনুর অপ্‌শন সবই আছে কিন্তু আলাদা আলাদা ট্যাবের আন্ডারে। তবে শুনেছি ২০০৭ এর লক্‌ড-ডাউন ইনটারফেস নাকি ভেঙ্গে ২০০৩ এর মতন মেনু আনা যায়। আমি নিজে করি নি , এক কলিগ করেছে। জিগাতে পারি।
  • Arijit | ০৩ জুলাই ২০০৮ ১৭:১৩ | 61.95.144.123
  • কেনে - টিসিএসে দিব্যি চিকেন খাওয়াত - বুধবার করে। ডিম ননভেজ ধরলে তাও ছিলো।
  • S | ০৩ জুলাই ২০০৮ ১৭:০৬ | 202.140.54.29
  • আমার এখনকার আপিসে বেশ ফিরিতে কোক আর বিস্কিট খাওয়াচ্ছে। ফ্রিজ রাখা, যখন খুশি বের করো, আর খাও।

    পাল্লিন, "মায় দিল্লী' আবার কী রে? দিল্লীর কোন আপিসে নন ভেজ খাওয়ায়? নন ভেজ নিয়ে ঢুকতে দেয় অবশ্য, কিন্তু তাকায় এমন ভাবে, রাগ ধরে যায়।
  • h | ০৩ জুলাই ২০০৮ ১৫:৪৯ | 125.18.104.1
  • র, কলকাতার কম্যুনাল টেনশনের হিস্টরি র উপরে জয়া চ্যাটার্জি আর সুরঞ্জন দাস ছাড়া আর কেকে কি লিখেছে গো? মানে মোটামুটি সময় ধরে?

    আর ধর জেলার বা মফস্বল শহর গুলোর বা গ্রামাঞ্চলের? অসাম সিলেট ধরে?
  • Arpan | ০৩ জুলাই ২০০৮ ১৪:২৩ | 202.91.136.71
  • পাল্লিন, খেতে গেছিলুম। অবশ্যই ফিরিতে না। ঃ)

    আপিস ২০০৭-এ পুরনো মেনুর অপশনগুলো কোনভাবে এনাবল করা যায়? মানে ঐ কী সিকোয়েন্সগুলো মনে রেখে ইউজ করলে কাজ করে। কিন্তু কোনভাবে চোখের সামনে দেখা যায় কি?
  • Arijit | ০৩ জুলাই ২০০৮ ১৪:২৩ | 61.95.144.123
  • আমি কফি খাই, ঘুম পাচ্ছে।
  • Paramita | ০৩ জুলাই ২০০৮ ১৪:১৯ | 143.127.131.4
  • কি আর করব, একটু আইসকিরিম খেয়ে ঘুমুতে যাই।
  • Arpan | ০৩ জুলাই ২০০৮ ১৪:১৬ | 202.91.136.71
  • দেশে কোথাও ফিরিতে খাইনি। একমাত্র যখন যখন বাইরে গেসলুম, ক্লায়েন্ট পেটভরে ফিরিতে খাওয়াত।
  • r | ০৩ জুলাই ২০০৮ ১৩:৫২ | 125.18.17.16
  • অষ্টাদশ শতাব্দীর কোলকেতাতেও ধর্মীয় মিছিল নিয়ে একই ঝামেলা ছিল। ম্যাক্সিমাম ঝামেলা হয়েছিল কাউন্সিল হাউসের বাইরে দিয়ে যখন মহরমের মিছিল যাচ্ছিল।
  • r | ০৩ জুলাই ২০০৮ ১৩:৫০ | 125.18.17.16
  • আমাদের আম্রিগান কোঙে ফিরি নয়। আমার আগের দিশি কোঙেও ফিরি ছেল না।
  • h | ০৩ জুলাই ২০০৮ ১৩:৪৬ | 125.18.104.1
  • রঃ-)))) আমরাই ফক্স নিউজের কথা শ্যামলের মুখ দিয়ে শুনতে পছন্দ করছি ঃ-))))))) আমাদের এক্সকিউজ হল ফক্স আমাদের গান গাইতে দেয় না আর শ্যামল দিতে বাধ্য হচ্ছেন। ফর্ম্যাটের খেল। ;০-)

    মহরমের মিছিল একটু হিন্দু পাড়া অ্যাভয়েড করে যাবে এইটা আমাদের শহর গুলোর ঘেটো প্যাটার্নে একটু মুশকিল। গণেশ চতুর্থীর মিছিলের ক্ষেত্রেও এই মুশকিল আছে, কোথাও শহর বা এলাকা বিশেষে কোথাও স্রেফ দীর্ঘদিনে গা প্রতিবেশী হওয়ার সুত্রে। তবে ২০০১ মুম্বাই তে একটা বিশেষ পুজো আরম্ভ হয়েছিল মহা যজ্ঞ ফর্মাটে। সেইটা বিশেষ করে জোগেশ্বরী বা মহম্মদ আলি রোডে মসজিদ গুলোর সামনে অর্গানাইজ করা হয়েছিল। এই প্রথম কমিউনালি চার্জড অ্যাক্টিভিটি তে মিডল ক্লাস / প্রোফেসনাল ক্লাস পার্টিসিপেট করে। মুম্বাই তে। কংগ্রেস নেগোশিয়েট করার চেষ্টা করলে বলা হয় নমাজ পড়া হয় মুসলিম মহল্লার রাস্তা গুলোতে। তাকেও ব্যান করতে হবে ইত্যাদি। বোঝানোর চেষ্টা করা হয়েছিল, মসজিদ গুলো প্রার্থনাকারীদের সংখ্যার তুলনায় ছোট হওয়ায় এই টা হয় বেশির ভাগ ক্ষেত্রে। কাজ হয় নি। মুস্লিম দের দিক থেকে ভাবার, বিশেষতঃ বস্তির মুস্লিম দের দিক থেকে ভাবার লোক ছিল না ২০০১ এর মুম্বাই তে।
  • P | ০৩ জুলাই ২০০৮ ১৩:৪১ | 78.16.219.170
  • আমার এমন সুগভীর রিসার্চের ডেটার সাথে তোমার কোম্পানির প্যাটর্ন মিললো না তো আমার কি দোষ ঃ-(
  • Arijit | ০৩ জুলাই ২০০৮ ১৩:৩৯ | 61.95.144.123
  • এর আগে আপিসের ক্যান্টীনে খাওয়া বলতে টিসিএসে - সে অখাদ্য খাওয়া এবং ফ্রী নয়। রাতে থাকলে সেটা ফ্রী হত। দিনে জঘইন্য খাওয়া। জুতোর সুকতলার মতন লুচি - টানলে লম্বা হয়ে যেত, ছিঁড়তো না। ঘাসের চচ্চরিতে কাঁচা পনীর ঢেলে পালক-পনীর নাম দিত। বা কঢ়ি - বেসনের ঝোল। ম্যাগো।

    এখন কি হয় জানি না। ডিডিদা তো আগে বেশ লম্বা ফিরিস্তি দিতেন।
  • P | ০৩ জুলাই ২০০৮ ১৩:৩৭ | 78.16.219.170
  • যাক কারোর তো কাজে লাগলো ঃ-)
  • Arijit | ০৩ জুলাই ২০০৮ ১৩:৩৭ | 61.95.144.123
  • কিন্তুক এটা তো আম্রিকান কোং। দিশি মালিক অবিশ্যি।
  • P | ০৩ জুলাই ২০০৮ ১৩:৩৫ | 78.16.219.170
  • না না সব কোম্পানিতে ফিরি হবে কেন। আমেরিকান কোম্পানিরা ফিরির খাবার দেওয়াটা ঠিক নীতিগতভাবে নাকি পছন্দ করে না , কোথাও শুনেছিলাম। কিন্তু ছোটো দিশি কোম্পানিগুলোতে অনেক সময়েই ফিরি। আমার প্রথম চাগ্রিতে দিনে চারবার ফিরির খাবার দিত। শুধু তার জন্যে আমারা সব রাত দশটায় বাড়ি ফিত্তুম আর কখোনো সখোনো শনিবার সিনিমা ইত্যাদি দেখে ফেরার পথে আপিসে ঢুকে এট্টূ ডিনার করে নিতুম।
    ব্যাস সেই শেষ।
  • Arijit | ০৩ জুলাই ২০০৮ ১৩:৩৪ | 61.95.144.123
  • শাকাহারীদের জন্যে মাছের বদলে ছানার ডালনা। মুশকিল হল এরা বোঝে না যে শাকাহারী মানে মাছ-মাংস খায় না, কিন্তু উল্টোটা নয়। মাছ-মাংস খাওয়া লোক ছানার ডালনা খেতেই পারে।
  • pi | ০৩ জুলাই ২০০৮ ১৩:৩৪ | 69.251.184.3
  • ঈশ্বর শ্রীমতি পি র মঙ্গল করুন। আরো অনেক বোকাবাকে্‌শর বক্সী ভক্তদের পক্ষ থেকে বলে গেলুম।
  • Arijit | ০৩ জুলাই ২০০৮ ১৩:৩১ | 61.95.144.123
  • তা জানি নে। অন্য কোং-এ কি হয় আইডিয়া নেই।
  • Arijit | ০৩ জুলাই ২০০৮ ১৩:৩১ | 61.95.144.123
  • যাকে বলে ফিরিতে পেটচুক্তির খাওয়া।
  • Paramita | ০৩ জুলাই ২০০৮ ১৩:৩১ | 143.127.131.4
  • সব কোং-এই কি হ্যাঁ এবং ফিরি?
  • Arijit | ০৩ জুলাই ২০০৮ ১৩:২৯ | 61.95.144.123
  • পামিতাদি - হ্যাঁ, এবং ফিরি।
  • P | ০৩ জুলাই ২০০৮ ১৩:২৯ | 78.16.219.170
  • অবিশ্যি কোলকাতার আপিসে ভালো না খাওয়ালে লোকজন বোধকরি থাকবে না।
    একসময় আমাকে সিমেন্সের সবকটা মেট্রোর আপিসে ট্রাভেল করতে হত হত , তা সব আপিসেই (মায় দিল্লী) ওদের নিয়ম ছিল নন-ভেজ ঢোকানো যাবে না। একমাত্র একসেপ্‌শান ছিল রুবির পাশে সিমেন্স কোলকাতা। সাঁটিয়ে আমি রুইমাছের কালিয়া আর ভাত খেয়ে আসতুম।
  • Paramita | ০৩ জুলাই ২০০৮ ১৩:২৬ | 143.127.131.4
  • আপিশের ক্যাফেতে এসব পাওয়া যায়?
  • P | ০৩ জুলাই ২০০৮ ১৩:২৫ | 78.16.219.170
  • এইজন্যেই অজ্জিতের কপালের নাম গোপাল আর আমার গুফ্যাল ঃ-(
  • Arijit | ০৩ জুলাই ২০০৮ ১৩:২১ | 61.95.144.123
  • নাঃ শুধু খাওয়ার জন্যেই এখানে থেকে যাওয়া যায়। রুটি-আলুভাজা-পটলের ডালনা-ডাল-সর্ষে বাটা দিয়ে পমফ্রেট- চাটনি-দরবেশ।
  • P | ০৩ জুলাই ২০০৮ ১৩:১৫ | 78.16.219.170
  • এইটা ভালো আইডিয়া দিয়েছেন তো....... মোচ্ছব নিয়ে তো লেখাই যায়। দাঁড়ান ফাঁক পেলেই বসবো।
  • P | ০৩ জুলাই ২০০৮ ১৩:১৩ | 78.16.219.170
  • অপ্পন , শ্যুট।
  • P | ০৩ জুলাই ২০০৮ ১৩:১৩ | 78.16.219.170
  • অলসো ন্যাড়াবাউ , মনোহরতলার মন্দির মানে যেখানে বাউলদের মেন আখড়া আর রাতদিন গান চলে হল গিয়ে আমার বাড়ির চারটি বাড়ি পরে। যদি কোনোদিন দেখতে-শুনতে চান চলে আসুন , বাউলের সাথে মোচ্ছবের মেলা আর মায়ের হাতের পাঁটার ঝোল ফিরি।
  • nyara | ০৩ জুলাই ২০০৮ ১৩:১২ | 64.105.168.210
  • লিখুন না, একটু সময় করে।
  • P | ০৩ জুলাই ২০০৮ ১৩:১০ | 78.16.219.170
  • আহা ন্যাড়াবাউ , উহারে আমরা বলি মোচ্ছব , মনোহরদাস বাবার মন্দিরে তিনদিন ব্যাপী বাউল উৎসব , চৈত্রমাসে। ২৪/৭। পূর্ণদাস বাউল ওখানে রেগুলার গেয়েছেন আমার ছোটোবেলায়।
  • Arpan | ০৩ জুলাই ২০০৮ ১৩:০৪ | 202.91.136.71
  • পাল্লিন, আপিস ২০০৭ নিয়ে একটা কোচ্চেন ছিল। ঃ)
  • nyara | ০৩ জুলাই ২০০৮ ১৩:০০ | 64.105.168.210
  • এই রে, আমি? না বোধহয়। সে অন্য nyara তাহলে। আলওয়ার আর তার রাজার নাম শুনেছি, কিন্তু কি প্রসঙ্গে মনে পড়ছে না।
  • shrabani | ০৩ জুলাই ২০০৮ ১২:৫৬ | 124.30.233.101
  • nyara,
    আপনি একবার কোথাও alwar এর মিউজিয়াম কিছু আছে বলে টইতে কোথাও লিখেছিলেন। মিউজিয়ামে গিয়ে আর কিছুতেই মনে পড়ছিলনা। টইতেও দেখতে পাচ্ছিনা। মনে আছে?
  • nyara | ০৩ জুলাই ২০০৮ ১২:৫৪ | 64.105.168.210
  • পার্মিত, সোনামুখীতে একটি বাৎসরিক বাউল উৎসব হয় - নাম ভুলে গেছি। ক্ষ্যাপাসাঁই না পাগলাবাবার আখড়া কি? সে সম্বন্ধে কিছু জানেন?
  • P | ০৩ জুলাই ২০০৮ ১২:৩৯ | 78.16.219.170
  • **কচকচিতে
  • P | ০৩ জুলাই ২০০৮ ১২:৩৮ | 78.16.219.170
  • ধুর্‌র এঁয়াদের টেকি কচকচি এমন লিংকিটা পজ্জন্ত হারিয়ে গেল ঃ-(
  • Arijit | ০৩ জুলাই ২০০৮ ১২:৩৫ | 61.95.144.123
  • হঃ ল্যাদ খেয়ে দ্রি একন অজুহাত দিচ্চে। বিল ব্যাটা সব লোকজনকে ডিপেন্ডেন্টের সাথে সাথে এম্নি ল্যাদখোর বানিয়েছে...
  • sinfaut | ০৩ জুলাই ২০০৮ ১২:৩২ | 66.232.102.157
  • আরও চাপ হইচিল, আমি উবুন্টু ফিলোজফি তে উদ্বুদ্ধ হয়ে চারখান সিডি একে-ওকে বিলিয়ে দেওয়ার পর দেখলাম, বাকি দুটো সিডি ঐ জালিগ্রুপের। কি আনন্দ।
  • sinfaut | ০৩ জুলাই ২০০৮ ১২:৩০ | 66.232.102.157
  • উবুন্টু আমাকে ছ'টা সিডি পেইটেছ্যালো। তার মধ্যে তিনটা জালি। অবিশ্যি এমন হতেই পারে, লোকের এত উবগার করতে গেলে দু-একটা ভুলচুক বেশি কতা না। সেই নেদারল্যান্ড থিকে যে পেটিয়েচে সেডাই হলো গে বড় কতা।
  • sinfaut | ০৩ জুলাই ২০০৮ ১২:২৮ | 66.232.102.157
  • অজ্জিতদা আবার কটিন কটিন কতা বলতে শুরু করলো।
    দ্রিদা,

    কোনো কতা শুনতে চাইনা। http://releases.ubuntu.com/7.10/ এখেনে যান। ubuntu-7.10-desktop-i386.iso.torrent ফাইলটা ডাউনলোড করে টরেন্ট ক্লায়েন্ট দিয়ে চালিয়ে দিন। মাঝপথে ফেল করলে কোনো চাপ নেই। রেজিউম হয়ে যাবে।
  • P | ০৩ জুলাই ২০০৮ ১২:২৬ | 78.16.219.170
  • টিভি সিরিয়ালের ব্যোমকেশ ফ্যানেদের জন্যে সোনার খনি -
    http://calcuttatube.com/hindi-tv-serials/
  • Arijit | ০৩ জুলাই ২০০৮ ১২:২৫ | 61.95.144.123
  • ফেডোরা বা SuSE-র জানি একটা ছোট্ট ফাইল আগে নামাতে হয় - সেটা অন্য কোথাও থেকে নামিয়ে ল্যাপিতে ফেলে ইন্সটলেশন শুরু করে দাও। এটাই নেট কানেকশন এনেবল করবে, তাপ্পর বাকি সব নামাতে শুরু করবে। অবশ্য ইউবান্টু বাড়ি বয়ে সিডি পাঠায় - তাতে মেহন্নত কম। আগে তো বন্ধুবান্ধবদের বিলোনোর জন্যে পাঁচটা করে সিডি দিত।
  • dri | ০৩ জুলাই ২০০৮ ১২:১৯ | 75.3.201.164
  • নেট ইনস্টলেশান হবে না। যেই ল্যাপিতে ইনস্টল করব সেটা এখন ডেড।
  • shrabani | ০৩ জুলাই ২০০৮ ১২:১৮ | 124.30.233.101
  • আমরা তো দিল্লী হাটে পার্ক করে রাস্তা ক্রস করে আই এন এ যাই। তবে যদি আই এন এ তে পার্ক করতে চাও দিল্লী হাট থেকে আরো আগে সোজা কিছুটা গিয়ে ইউ টার্ন পাবে।
  • Arijit | ০৩ জুলাই ২০০৮ ১২:১৫ | 61.95.144.123
  • আর পুরো ডাউনলোড করার দরকারই বা কি? নেট ইন্সটলেশন হয় তো।
  • nyara | ০৩ জুলাই ২০০৮ ১২:১৪ | 64.105.168.210
  • হ্যাঁ, ডাউনলোড হবে না মানে কি? তায় আবার ফার্স্ট ওয়ার্ল্ডে? থার্ড ওয়ার্ল্ডে বসে লোকে সিনেমার লাইব্রেরি অফ কংগ্রেস বানিয়ে ফেলল, আর এ তো সামান্য ইউবান্টু বাইনারি!
  • dri | ০৩ জুলাই ২০০৮ ১২:১১ | 75.3.201.164
  • প্রকান্ড ফাইল বাবা। অনেক সময় লাগে। তার চেয়েও বড় কথা মাঝপথে সার্ভার ফেল করে। এবার আধ ঘন্টা ডাউনলোড হবার পর মনে কর আটকে গেল। এরকম মনে কর চারবার হল। এবার তুমি কি করবে? রবার্ট ব্রুসের মত ফিফ্‌থ টাইম ট্রাই কর্বে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত