এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • cam | ২৭ জুন ২০০৮ ০১:০৪ | 131.95.121.107
  • অন্তরে আর অন্ত্রে বাজনা বাজানোই এদের কাজ! নইলে সামান্য লংকাতেই অন্তরে জ্বালা ও পেটে জ্বালা?
  • I | ২৭ জুন ২০০৮ ০১:০২ | 218.248.70.235
  • বরং অন্তর্জামা বলতে পারেন।
  • cam | ২৭ জুন ২০০৮ ০০:৫৯ | 131.95.121.107
  • অন্তরে বাস করিয়া যিনি সব জানেন তিনিই তো অন্তর্যামী!
  • I | ২৭ জুন ২০০৮ ০০:৫৫ | 218.248.70.235
  • ঈশেন বড় অন্তর(বাস)মুখী। মামু কা অন্দর কা মামলা হ্যায়।
  • Ishan | ২৭ জুন ২০০৮ ০০:৫২ | 12.163.39.254
  • মামী পারলে গোটা উইন্টারটাই কাটিয়ে আসে। ঃ))
  • P | ২৭ জুন ২০০৮ ০০:৫২ | 213.202.184.122
  • মামু তোমরা কদ্দিন থাকবে ? মামী কি এট্টূ বেশি দিন থাকছে ?
  • arjo | ২৭ জুন ২০০৮ ০০:৫১ | 168.26.215.54
  • নো সাদা পতাকা।
  • Ishan | ২৭ জুন ২০০৮ ০০:৫১ | 12.163.39.254
  • না না আমিই খাওয়াবো। পেলেনে করে আম্রিকা থেকে খেতে যাবার চেয়ে, খাওয়ালে অনেক কম খচ্চা। হিসেব করে দেখলাম।

    তবুও দমু আমাকে অঙ্কে তেরো বলে। ঃ(
  • P | ২৭ জুন ২০০৮ ০০:৫০ | 213.202.184.122
  • নাঃ এবারে গেলে আমি তোমাকে খাওয়াবো । ঘরের খেয়ে গুরুর মোষ তাড়ানোর জন্যে।
  • Ishan | ২৭ জুন ২০০৮ ০০:৪৮ | 12.163.39.254
  • ইন্দো কি সুপারম্যান হতে রাজি না? ঃ))
  • P | ২৭ জুন ২০০৮ ০০:৪৮ | 213.202.184.122
  • শোধবোধ কোথায় ? এই তো খেলা শুরু , আজ আমি রাশাকে সাপোর্টাচ্চি।
  • Ishan | ২৭ জুন ২০০৮ ০০:৪৭ | 12.163.39.254
  • কে বলল ডাকিনি। এবার নবমীর দিন নেমন্তন্ন। ভজহরি মান্নার সামনে। ঠিক দুপুর ১২ টায়। একটা পেলেন চড়ে চলে এসো কিন্তু।
  • P | ২৭ জুন ২০০৮ ০০:৪৭ | 213.202.184.122
  • চাড্ডি চাড্ডি......একপাতা আগে অন্তর্বাস পড়ে গুলাইয়া গ্যাসে।
  • I | ২৭ জুন ২০০৮ ০০:৪৬ | 218.248.70.235
  • যাগ্গে যাক। আমি এসে শান্তিস্থাপন করে দিলাম। শ্বেত পতাকা লতপত করে উড়ছে, দেখতে পাচ্ছ? শেকহ্যান্ড আর দাদা বলো, সব শোধবোধ ঘরে চলো।

    এট্টুতেই চটিস কেন বলতো? গুগলি খাবি?
  • P | ২৭ জুন ২০০৮ ০০:৪৬ | 213.202.184.122
  • তুমি তো আর আমাকে মান্নায় খেতে ডাকো নি , এবেরে অজ্জিতের ভেড়া সে আমাকে দে প্লেনে আনাবে না ঘরে চাড্ডী কাজু খাইয়ে বাড়াবে তাতে তোমার কি হে ?
  • Ishan | ২৭ জুন ২০০৮ ০০:৪৪ | 12.163.39.254
  • ডাবলিন থেকে একটা ভেড়া কিনে পেলেনে চাপিয়ে নিয়ে যেও মা। ঃ)
  • P | ২৭ জুন ২০০৮ ০০:৪৩ | 213.202.184.122
  • ইয়েস দম আমি শীতে দেশে যাবো। রাঙ্গার ফুচ্‌কা ,অজ্জিতের স্লো-কুকারের ভেড়া আর তোমার রামমন্দিরে শপিং স্প্রী ডিউ।
  • P | ২৭ জুন ২০০৮ ০০:৩৯ | 213.202.184.122
  • সব অপপ্পোসার.... আমার জীবনে কখুনো অম্বল ইত্যাদি হয় নাই। আনটিল বে হয়ে শউরবাড়িতে থাকতে শুরু কল্লুম। আমার বাঙ্গাল শাউড়িমা দু-চামচ সর্ষে বাটেন পাঁচটি নধর কাঁচালংকা দে , পেটের আর দোষ কি ।
  • arjo | ২৭ জুন ২০০৮ ০০:৩৫ | 168.26.215.54
  • না গেল না। ঃ(
  • Ishan | ২৭ জুন ২০০৮ ০০:৩৫ | 12.163.39.254
  • বাঙালদের নাকি পেট খারাপ হয়না। ম্যালেরিয়া-জন্ডিস-জ্বর-জ্বালা এসবও কি হয়না?

    আমি প্রস্তাব করছি সকল বাঙাল প্যান্টের উপর অন্তর্বাস পরে ঘুরুক। কারণ তারা সুপারম্যান। খ্যাক খ্যাক।
  • arjo | ২৭ জুন ২০০৮ ০০:৩৫ | 168.26.215.54
  • আমি তো মুগ্‌ধ! এই যে গেল।
  • Arpan | ২৭ জুন ২০০৮ ০০:৩৩ | 122.252.231.206
  • অথবা জ-এ জ-এ ব।
  • arjo | ২৭ জুন ২০০৮ ০০:৩২ | 168.26.215.54
  • হ্যাঁ এরপরে শুনব। ঘটিরা ঘেঁটেছে বলে বাঙালদের ইসেতে ইসে হয়েছে।
  • Blank | ২৭ জুন ২০০৮ ০০:৩২ | 170.153.62.251
  • এই জন্যি আমার গুরু তে এত্ত বানান ভুল হয়
  • d | ২৭ জুন ২০০৮ ০০:২৪ | 121.245.182.176
  • কল্লোলদা,
    গ'য় ধ, ত'য় ত'য় ব, স'য় প'য় ল --- এসব কোনকালেই গুরুতে লেখা যেত না। এখনও যায় না।
  • d | ২৭ জুন ২০০৮ ০০:২২ | 121.245.182.176
  • ঘটিদের অবস্থা দেখো! কোত্থেকে "ইসে' বের করল ..... আর সেই থেকে ঘেঁটেই যাচ্ছে, ঘেঁটেই যাচ্ছে ....
    ম্ম্যাগ্গোঃ কি পিচাশ! কি পিচাশ!
  • pi | ২৭ জুন ২০০৮ ০০:১৮ | 128.231.88.4
  • অম্বল ও নাকি ঈপ্সিত ! শুনেই গলা -বুক জ্বালা করে উঠলো ! ঃ(
  • Ishan | ২৭ জুন ২০০৮ ০০:১৫ | 12.163.39.254
  • বাঙালদের সর্বক্ষণই ইসের মতো ইসে হয়। ওরা তাই টের পায়না। ;)
  • arjo | ২৭ জুন ২০০৮ ০০:১১ | 168.26.215.54
  • ইসের মতন ইয়ে তো পেট খারাপ হলেই। অন্যসময়ে, তবে থাক সে কথা, সে আর বাঙালরা কি জানবে।
  • Blank | ২৭ জুন ২০০৮ ০০:১০ | 170.153.62.251
  • বাঙাল দের দিয়ে অম্বল ও হয় না। ছ্যা ছ্যা, কোনো কাZএই লাগে না বাঙাল গুলো।
  • Arpan | ২৭ জুন ২০০৮ ০০:০৫ | 122.252.231.206
  • ঘটিরা বুঝি শুধু পেটখারাপ হলে ইয়ে করে! জানা ছিল না।
  • arjo | ২৭ জুন ২০০৮ ০০:০৪ | 168.26.215.54
  • বাঙালদের পেট খারাপ হয় না! ডগদার দাদা ভাগ্যিস ওদেশে পেরাকটিস করে না। এরপর শুনব বাঙালরা ইয়েও করে না।
  • I | ২৭ জুন ২০০৮ ০০:০৪ | 218.248.70.235
  • ঘটির অম্বল।
  • I | ২৭ জুন ২০০৮ ০০:০১ | 218.248.70.235
  • ঘটিগুনো একদম অনার্য। পেটরোগা।
  • Blank | ২৭ জুন ২০০৮ ০০:০০ | 170.153.62.251
  • অম্বল তো খুব হয়। আমের অম্বল, চালতার অম্বল। বেশ খেতে।
  • d | ২৬ জুন ২০০৮ ২৩:৫৬ | 121.245.182.176
  • ওসব পৈটিক গোলযোগ তো ঘটিদের হয় আর্য্য।
    সত্যি, আমার চাকরী করার আগে পর্যন্ত বেশ কৌতুহল ছিল "অম্বল' হওয়াটা ঠিক কেরকম? শুনি লোকের মুখে গলা বুক জ্বালা করে আরও কত কি, কিন্তু কিছুতেই কিছু হয় টয় না। একবার কে যেন বলল চপ খেয়ে সঙ্গে সঙ্গে জল খেলে নির্ঘাৎ অম্বল। তো শ্রীরামপুরের পাঁচুর চপ খেয়ে তক্ষুণি সেখান থেকেই জগের জল খেলাম। ধুস্‌স কিসের কি!
    চাকরীতে ঢোকার পরে অনেক দুরে দুরে যেতাম .... তখন একদিন ডায়মন্ডহারবার থেকে ফেরার সময় টের পেলাম ..... আমার সেই ঈপ্সিত অম্বল অবশেষে আমার গলায় জ্বালা ধরিয়েছেন।

    কিন্তু এখনও আমার পেটের কোন গন্ডগোল প্রায় হয়ই না। কখনও সখনও ২-৩ বছরে একবার।
  • I | ২৬ জুন ২০০৮ ২৩:৫৫ | 218.248.70.235
  • নিজের দুটি চরণ ঢাকো তবে/ধরণী আর.... ইত্যাদি।
  • Arpan | ২৬ জুন ২০০৮ ২৩:৫৪ | 122.252.231.206
  • ডাগদার, মেয়েকে ঘুম পাড়ানোর ওষুধ দাও দিকি। রাতে তিনবার উঠে তিনি চিক্কুর পাড়েন। ঘুমের এক্কেরে দফারফা। পরদিন অফিসে মিটিন কত্তে গিয়ে গলা দিয়ে আবাজ বেরোয় না। ঃ(
  • I | ২৬ জুন ২০০৮ ২৩:৫০ | 218.248.70.235
  • আর দাদা, মরে বেঁচে আছি.... দাঁত কনকন করে...প্রাতিঃকালে বোমি হয় কি হয় না Zআন্তি পারি নে....হাড্ডি পিলপিলায় গিয়া।
  • Arpan | ২৬ জুন ২০০৮ ২৩:৪৯ | 122.252.231.206
  • এখনো সাস-বহুর কলহ চলিতেছে। সমাপ্ত হইলে রিমোট হস্তগত হইবে ও স্ট্যাটাস দিব।
  • arjo | ২৬ জুন ২০০৮ ২৩:৪৮ | 168.26.215.54
  • ঃ)

    খেলা কি শুরু হল?
  • Arpan | ২৬ জুন ২০০৮ ২৩:৪৭ | 122.252.231.206
  • পৌটিক গন্ডগোল হইলে চিন্তা নাই। পৈটিক না হইলেই হইল। ঃ)
  • arjo | ২৬ জুন ২০০৮ ২৩:৪৩ | 168.26.215.54
  • তা ডাগদার দাদা এখন কেমন বোধহয়? অবস্থার উন্নতি হল?
  • arjo | ২৬ জুন ২০০৮ ২৩:৪১ | 168.26.215.54
  • না না ডিসেম্বরে। জুলাই খাবার পক্ষে বাজে মাস। এই মাসে বেশি খেলে পৌটিক গোলযোগের সম্ভবনা প্রবল।

    ডাগদার দাদার বিধান দেখেন। অবিবাহিত পোলাপানদের কাজে লাগব।
  • I | ২৬ জুন ২০০৮ ২৩:৩৯ | 218.248.70.235
  • অথচ আজ্জো কিন্তু বে'র আগে এমন ছিল না। লম্বা, ফস্‌সা, রোগা, লাল ঠোঁট, ফুলের ঘায় মুচ্ছো যায়,হাঁই সা-জোয়ান.... কত আর বলবো !
    একমাত্তর বে কল্লে কিম্বা বিচ্ছিরি টাইফাট হলে লোকে এমনধারা হয়ে যায়।
  • Arpan | ২৬ জুন ২০০৮ ২৩:৩৭ | 122.252.231.206
  • তার আগে জুলাইতে একটা বড় করে হয়ে যাক। এই যারা থাকব। ঃ)
  • Arpan | ২৬ জুন ২০০৮ ২৩:৩৬ | 122.252.231.206
  • আর্যপুত্রকেও দেখিলাম। ঃ)
  • d | ২৬ জুন ২০০৮ ২৩:৩৬ | 121.245.182.176
  • নাঃ এখন শীগগির বোধহয় বাড়ী যাওয়া হবে না।

    অজ্জিত, এত ঘাবড়িও না। এই তো দেখো না আর কদিন পরেই মামী আসবে, তারও কদিন পরেই আমি আসব। পাল্লিনও বোধহয় আসবে। ব্ল্যাংকি ফিরবে। তা আমরা তোমাকে এক একটা জায়গায় নিয়ে যাব। তোমার কাছে আমাদের কত্ত কত্ত খাওয়া পাওনা আছে ....
  • arjo | ২৬ জুন ২০০৮ ২৩:৩৪ | 168.26.215.54
  • সেলিব্রিটিদের এই এক জ্বালা - ভাট, টই, অর্কূট সর্বত্র মবড হয়। ;)
  • Arpan | ২৬ জুন ২০০৮ ২৩:৩১ | 122.252.231.206
  • বাহ, টইয়ে পড়ে আর্যের চেহারাটা এইমাত্র অর্কুটে দেখলাম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত