একবছর বড় হলে কিনা জানিও। জন্মদিনে পেটপুরে খাও, ঘুমোও আর আমোদ কর। মেনুটাও জানিও।
Abhyu | ২৪ জুন ২০০৮ ২৩:৫৪ | 128.61.31.207
টিমের জন্মদিন বুঝি? হ্যাবাড্ডে।
Kyle | ২৪ জুন ২০০৮ ২৩:৪৯ | 63.192.82.30
টিমটিমে -র জন্মদিনে প্রচুর শুভেচ্ছা।
কেকটা পাঠিয়ে দিস ভাই, নয়ত আবার যদি.....
Arpan | ২৪ জুন ২০০৮ ২৩:৪০ | 122.252.231.206
এ হে টিমের জন্মদিন ছিল, শুভেচ্ছা জানানো হয়নি।
হ্যাপি বাড্ডে, টিমবাবু। ভাল থেকো। ফুর্তিতে কাটাও।
Blank | ২৪ জুন ২০০৮ ২৩:১৩ | 170.153.62.251
কোনো ম্যানেজার দরকার নেই টীমে?
Blank | ২৪ জুন ২০০৮ ২৩:১৩ | 170.153.62.251
থ্যাংকু, TOC হলো
sinfaut | ২৪ জুন ২০০৮ ২২:৫১ | 117.195.199.32
স্বেচ্ছাসেবক হতে রাজি আছি।
d | ২৪ জুন ২০০৮ ২২:২৭ | 121.245.170.85
লোকে যতই খিল্লি দিক না কেন, তবুও আমি বলবই যে ম্যাগাজিন বের করা মানে চেকলিস্ট ধরে কিছু কাজ পরপর করে যাওয়া। ঈশান কিছুতেই সেটা করে না। আর আধখ্যাঁচড়া থাকে। আসলে একটা স্বেচ্ছাসেবকদের নিয়ে তৈরী টীম চাই।
Arpan | ২৪ জুন ২০০৮ ২২:২০ | 122.252.231.206
১৯৯ ডলার ছিল তো ৮ জিবির দাম। ১৬ জিবি ২৯৯।
বেশ শস্তা করে দিয়েছে এখন।
a | ২৪ জুন ২০০৮ ২২:০৪ | 220.226.14.247
TOC: MS Word-Insert-Reference-Index and Tables- Table of Contents
ভোডাফোন আর এয়ারটেল দুজনেই দিচ্ছে। আমার ভোডা'র কানেকশান তাই বিলের সাথে একটা প্যামফ্লেট পাঠিয়েছে। দাম সম্পর্কে কেউ মুখ খুলছে না। তবে আপিসে যে দুটো ছোকরা বসে তারা বলল হাজার দশেকের একটা হবে। আরেকটা বোধহয় একটু বেশী যেটায় মেমরি বেশী।
d | ২৪ জুন ২০০৮ ২১:৫৭ | 121.245.170.85
উফ্ আর বোলো না। আগেরবার ১১ বের করে ঈশান খোলে নি। তাই কনফু এসে খুলে দিয়েছিল। এইবারে বের করার আগে বলে দিয়েছিলাম যে ঐ টইটাকে কান ধরে টেনে এনে ডানদিকে ফেলে দিতে, অর্কুটের কম্যুনিটিতে সম্পাদকীয় পোস্ট করে সমস্ত মেম্বারকে মেল করে দিতে। ঈশান আজও পর্যন্ত কোনটাই করে উঠতে পারে নি। ঃ( শমীক দেখলাম অর্কুটে পোস্ট করে দিয়েছে। কিন্তু মেম্বারদের মেল তো ঈশানকে করতে হবে।
san | ২৪ জুন ২০০৮ ২১:৫৭ | 219.91.200.189
হ্যাঁ এইদিকে।
Arpan | ২৪ জুন ২০০৮ ২১:৫৫ | 122.252.231.206
জিগ্যেস করে জানাব। তোমার ওদিকে চাই তো?
pi | ২৪ জুন ২০০৮ ২১:৫৫ | 69.251.184.3
তবে ট্রেজার হাণ্টে বুড়োবয়সে আমরাও বেজায় মজা করেছি। আমাদের হত থিমেটিক। নোটিস পড়ে গেলো, সাড়ে নটার গীতাঞ্জলি তে ব্যোমকেশ ও অজিত পৌঁছাচ্ছেন একটি বিশেষ তদন্তের কাজে ... ব্যস , সারারাত তারপর ক্লু র পর ক্লু দিয়ে সত্যান্বেষণ!
উফ্ফ, কিসব জ্বালাতনের ক্লু থাকতো কিছু। dv/dt , অ্যাক্সিলারেশন , সেখান থেকে নাকি বুঝতে হবে পেলেট্রন বিল্ডিং !
পেরাইজের জন্য কি না করেছি, মায় রাত তিনটেতে আরবসাগর সাগর তীরে জঞ্জাল ঘাঁটাও ঃ(।
তবে, সেইবার ভালো হল, যেবার থিম ছিলো, পাইরেট্স অব দি ক্যারাবিয়ান, লাস্ট ক্লুটা ছিলো 'পাই' দিয়ে । জিতেছিলুম ঃ)
san | ২৪ জুন ২০০৮ ২১:৫৪ | 219.91.200.189
এই অপ্পন বা বেঙ্গালুরুর অন্য কেউ একজন অপটিশিয়ানের খোঁজ দিতে পারো? মনিপাল টাল বাদ দিয়ে।
Arpan | ২৪ জুন ২০০৮ ২১:৫৩ | 122.252.231.206
দমু, আরেকটা জিনিস একটু ছড়িয়ে আছে। টইপত্তরের পাতায় গেলে ডানদিকে "গুরুচন্ডালি বিষয়ক আলোচনা' নামে যে লিস্টি আছে, সেখানে গুরু ১১-এর লিংক নেই।
Arpan | ২৪ জুন ২০০৮ ২১:৫০ | 122.252.231.206
কত পড়ছে? আমি তো জানতাম এয়ারটেল ওটা ছাড়বে।
d | ২৪ জুন ২০০৮ ২১:৪৮ | 121.245.170.85
ন্যাঃ। পাগল নাকি? ভোডাফোন থেকে একটা প্যামফ্লেট দিয়ে গেছে।
অ্যাডমিশান টেস্ট দিতে যাওয়ার সময় সেবার ট্রেনে এত খেলা হল, যে ফেরার পথে স্টক প্রায় শেষ, ঐ 'সখী তুমি কার' বা সিঁথির সিঁদুর সংক্রান্ত কিছু দিয়েও আর কুলোচ্ছে না। এদিকে পরীক্ষা শেষ, ফূর্তির প্রাণ গড়ের মাঠ, কিন্তু মাঠে তখন ফুরফুরে হাওয়া নাই, উত্তর ভারতের গনগনে লু। সবার মাথা বিগড়োলো। শুরু হল আরবিট মার্কা সব দেওয়া, তাতে পাগলা ক্ষীর খা থেকে শুরু করে, তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম, মুশকিলাসান উড়েমালি কিম্বা উচ্চকিত উচ্চিংড়ে... কি দেওয়া হয়নি ! ঃ)
cam | ২৪ জুন ২০০৮ ২১:১৮ | 131.95.121.107
মেটামর্ফোসিস বোঝাতে গিয়ে একজন ভারী সুন্দর করেছিলো-শুঁয়াপোকা,গুটি...প্রজাপতি। আরেকবার ছিলো স্পেকল্ড ব্যান্ড-এটাও চমৎকার করেছিলো।
arjo | ২৪ জুন ২০০৮ ২১:০৯ | 24.214.28.245
নিকোলাস নিকলবি বোঝাতে গিয়ে কি কেলো মাইরি। প্রথম নেকের সাথে রাইম উইথ বোঝাতে গিয়ে ব্যর্থ হলাম। তারপর স্লিপে ক্যাচ মানে স্নিক তারপর স্নিক থেকে স কাটালাম দাঁড়াল নিক। এতেই বুঝে গিয়েছিল। উফ্ফ। তবে আমাদের সব থেকে মজার খেলা ছিল ট্রেজার হান্ট। মাঝরাত অবধি ধেড়ে ধেড়ে ছেলেমেয়ে ক্যাম্পাসে দৌড়ে বেড়াচ্ছে।
pi | ২৪ জুন ২০০৮ ২১:০৮ | 69.251.184.3
সবচেয়ে ঘোল খেয়েছিলুম apocalypse now নিয়ে। শেষে ক্যালিপ্সো নেচে বোঝাতে হয়েছিলো ঃ((
d | ২৪ জুন ২০০৮ ২১:০৫ | 121.245.170.85
আরেকবার হেব্বি মজা হয়েছিল "হাতেমতাই' দিয়ে। ঃ))
d | ২৪ জুন ২০০৮ ২১:০৪ | 121.245.170.85
আরে index করে দে।
হ্যাঃ লোকে হাম আপকে হ্যায় কৌন থেকে শুরু করে তু তু ম্যায় ম্যায় সব বলে ফ্যালে কিন্তু ইনসানিয়াত আসেই না।
arjo | ২৪ জুন ২০০৮ ২১:০১ | 24.214.28.245
ইনসানিয়ত তো দিব্যি সোজা। হিন্দি সিনেমা, একটা ওয়ার্ড, নিজেকে দেখান, দু একবার আদমি টাদমি বলে ভুল করবে, তারপর ইনসান, তারপর পার্টস অফ স্পিচ বদলে নিতে বলুন। আমার মতন স্মার্ট প্লেয়ার লাগবে। ঃ-)।
pi | ২৪ জুন ২০০৮ ২০:৫৯ | 69.251.184.3
হুম। এইতবার, ইত্তেফাক, বেমিসাল, সত্যকাম এগুলো ছিলো আরো কিছু জব্দ করার মতন নাম।
তবে মজা হত এইগুলো দিলে, 'আলবার্ট পিণ্টো কা গুস্সা কিঁউ আতা হ্যায়' কি, 'জল বিন মছলি, নৃত্য বিন বিজলি', বা 'ম্যায় তুলসি তেরে অঙ্গন কি' । জানা থাকলে 'গুস্সা' কি, 'মছলি' বা 'অঙ্গন' বোঝালেই বুঝে যেত জনতা, নইলে প্রতিটা শব্দ বোঝানো ও বোঝা ছিলো গুচ্ছ চাপ। ঃ)
Blank | ২৪ জুন ২০০৮ ২০:৫৭ | 170.153.62.251
কেমনি করে ওয়ার্ডে সুচীপত্র বানায়?
d | ২৪ জুন ২০০৮ ২০:৩৫ | 121.245.170.85
ডাম্ব শারাড এ বাঁশ দেবার আরেকটা ভাল ফিল্ম হচ্ছে ইনসানিয়ত। :-D
pi | ২৪ জুন ২০০৮ ২০:৩১ | 69.251.184.3
'পাপ কো জলা কর রাখ কর দুঙ্গা'ঃ ডাম্ব শারাড এ বাঁশ দেবার জন্য একটা ভালো ফিলিম ছিলো এইটি। কিন্তু আজ ও দেখার সৌভাগ্য হয় নাই ঃ(
ন্যাড়াবাবু, আমার সল্টলেকের ঘটনাও প্রায় বিশ সাল পহলেকা। আর, লোকটি গণ-ক্যালের কোনোরকম চান্স ই দ্যায়নি, সটান নিজের বাড়ি এনট্রি নিয়েছিলো।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন