আমাদের ইশকুলের সাইটে দেখলাম এনারা এখন আমাদের স্কুলের শিক্ষক - ফিজিক্স ও কেমিস্ট্রি যথাক্রমে। অর্কুটের বিডি স্কুল কমিউনিটিতে রাণাবাবুর অনেক সুখ্যাতি শুনেছি। কোথায় একটা ছবি দেখলাম। মনে হল আমার পাড়ার একটা ছেলের সঙ্গে খুব মিল। তার নামও বোধহয় রাণাই ছিল। তাইঅ কন্ফার্ম করছিলাম।
Arpan | ১৯ জুন ২০০৮ ১১:১৯ | 202.91.136.71
না। এঁরা কে?
nyara | ১৯ জুন ২০০৮ ১১:০৮ | 64.105.168.210
মশ্করা ছাড়। তুমি রাণা খান আর জয়দীপ গাঙ্গুলির কাঅছে পড়েছ?
Arpan | ১৯ জুন ২০০৮ ১১:০২ | 202.91.136.71
হু, কিন্তু সেখানে বেশি দিন টেঁকা যায়নি। লোহার যা দাম!
nyara | ১৯ জুন ২০০৮ ১০:৪৫ | 64.105.168.210
বুইচি। অর্পণ আর সিনফট সেই অপসৃয়মান বিরল প্রজাতির বাঙালী যার লোহা চিবিয়ে হজম করতে পারে কিন্তু ডেঙ্গু, প্যালাজ্বর, ম্যালেরিয়া ইত্যাদি নিয়ে ঘর করে। তোমাদের জন্যে তো কোথায় যেন অভয়ারণ্য করে দেওয়া হয়েছে শুনেছিলাম!
sinfaut | ১৯ জুন ২০০৮ ১০:৪০ | 66.232.102.157
পারবে কেউ ম্যালেরিয়াতে আমার রেকর্ড ভাঙ্গতে? তিন বছরে ছ-বার। ঃ-((, সেও ঐ কলকাতায়।
Arpan | ১৯ জুন ২০০৮ ১০:৩৯ | 202.91.136.71
কলকাতায় থাকতে ম্যালেরিয়া হত, বছরে একবার নিয়ম করে। এখন গেলে হয়ত চিকুনগুনিয়া হবে। ঃ)
তবে অন্য জ্বরজ্বারি পেট গোলমাল এইসব কিস্যু ছিল না। বুঝিলাম বাঙালি হতে ঢের দেরি আছে।
আর আমার ঠান্ডা কম লাগে, তাই আমার একটা সোয়েটারও নেই, মাফলার মাংকি ক্যাপ তো দূর কি বাত।
sinfaut | ১৯ জুন ২০০৮ ১০:৩৯ | 66.232.102.157
আর আমার ঠান্ডা কম লাগে, তাই আমার একটা সোয়েটারও নেই, মাফলার মাংকি ক্যাপ তো দূর কি বাত।
sinfaut | ১৯ জুন ২০০৮ ১০:৩৮ | 66.232.102.157
আমার নিজের ফেরার ইচ্ছে নেই। বাধ্য হয়ে হতে পারে। কলকাতার বাইরে আমি বেশ সুস্থ থাকি, তাছাড়া আমি তো কলকাত্তাইয়া নই, তাই তেমন কোনো টান নেই।
nyara | ১৯ জুন ২০০৮ ১০:৩২ | 64.105.168.210
দেখ বাপু, বাঙালি হয়েছ - জ্বরজারি লেগেই থাকবে। প্রখর গরমে গলায় মাফলার জড়াবে, শীতের বিকেলে মাংকিক্যাপ। পেটের ভুটভাট, অম্বল, চোঁয়াঢেঁকুর, গলাজ্বালা - এগুলো যাকে বলে বাঙালী হবার অক্যুপেশনাল হ্যাজার্ডস। তাই বলে কলকাতা ফিরবে না? এ একটা কথা হল!
sinfaut | ১৯ জুন ২০০৮ ১০:০৬ | 66.232.102.157
আমি এইজন্যি ভয়ানক দোলাচলে আছি, কলকাতায় ফিরবো কি ফিরবোনা। আমি দেখেছি, ওখানে থাকলে দু-মাসে অন্তত একবার সর্দি-কাশি-জ্বর হতেই থাকে। হায়দ্রাবাদে দু বছরে যেখানে অসুস্থ হয়েছি একবার কি দুবার। i really hate kolkata.
Arijit | ১৯ জুন ২০০৮ ০৯:৩১ | 61.95.144.123
গত এগারো বছরে কলকাতায় থেকেছি হার্ডলি দুমাসঃ-)
nyara | ১৯ জুন ২০০৮ ০৯:২৬ | 64.105.168.210
কদিন পরে কলকাতা দেখছ?
Arijit | ১৯ জুন ২০০৮ ০৯:২২ | 61.95.144.123
কেবিন না, কিউবিকল। তবে বড়দের জন্যেঃ-)
কলকাতা বেশ অচেনা লাগছে - সবচেয়ে বেশি চোখে পড়ছে লোক - এত্ত লোক আমি আগে দেখিনি। টালিগঞ্জ ট্রামডিপো মনে আছে বছর দশেক আগে রাত্তির নটায় শুনশান হয়ে যেত, এখন রাত্তির দশটার পরেও থিকথিক করছে লোক। গড়িয়াহাটের মোড়ে এত ভিড় যে বাস যাবার জায়গা নেই। কলকাতা একদিন দুম করে ফেটে না যায়।
ঋক দিব্যি আছে। প্রথমদিকে একটু কান্নাকাটি করছিলো। ইস্কুলে গিয়ে ভালো হয়ে গেছে। তবে সকালে উঠতে বহুত বায়না করে। সাড়ে সাতটায় ইস্কুল - সাড়ে পাঁচটা-পৌনে ছটায় তুলে সাড়ে ছটার মধ্যে বের করতে হয়...
sinfaut | ১৯ জুন ২০০৮ ০৯:১৭ | 66.232.102.157
এই তো এই তো। তা অরিজিতদা সুস্থির কেবিন পেয়ে বসেছো? কেমন লাগছে কলকাতা? আর ঋকের নতুন স্কুলের অভিজ্ঞতা কেমন?
Arijit | ১৯ জুন ২০০৮ ০৮:৫২ | 61.95.144.123
নক নক, কোই হ্যায়?
nyara | ১৯ জুন ২০০৮ ০৪:১৩ | 67.88.241.3
এবারের পুজোয় সামাজিক পালা - সমাজসংস্কারক মাইমা।
m | ১৯ জুন ২০০৮ ০৩:৩০ | 12.240.14.60
ঘটিদের পোস্ত স্বর্গ পোস্ত ধর্ম এই কুসংস্কারের মূলে একটু আঘাত দিতে চেষ্টা কচ্ছিমাত্র-তাতেই দেখো গাঁওবুড়োর মত রে রে করে ঝাপিয়ে পচ্ছেঃ(
ঐ শুরু হল, এবার প্রোটিন লোভিরা ব্যাঙ কচ্ছপ গেঁড়ি গুগলি থেকে হরিন দুম্বা অবধি সব খেয়ে ফেলবে ঃ-)
m | ১৯ জুন ২০০৮ ০২:৪১ | 12.240.14.60
আমাদের এখানে খরগোশের মেলা- একটা কচি খরগোশের বাচ্চা দুলতে থাকা ঘাসের মধ্যে সারাদিন ঘুরে বেড়ায়।টবের গাছের নতুন কুঁড়ি গুলো চোখের সামনে বসে বসে খেয়ে চলে। জোরে শব্দ কল্লেই পালায়-আবার দুমিনিটের মধ্যেই দেখি এসে উপস্থিত- মানুষ কে একটুও ভয় পায় নাঃ(
হাঁসের মাংস খেতে খুব ভালো- ভালো করে রাঁধলে পোস্ত ফেলে খেতে হয়ঃ)
arjo | ১৯ জুন ২০০৮ ০২:২১ | 168.26.215.54
আর পারি না মা, দেখা দে নয় টাকা দে। দেখা দিয়ে আর কি হবে খানিক টাকাই দে। এই চাকর নাম ঘুচুক।
তবে এটাও সত্যি সব কিছু ভালো লাগে না। যেমন হাঁসের মাংস বা টার্কি (কাবাব বাদ দিয়ে)। মনে হয় পায়রাও খুব একটা ভালো লাগবে না। একবার নিজে রান্না করেও ঘেন্নায় খেতে পারি নি খরগোশের মাংস।
মদ্য অতি উত্তম, শুধু টেস্টটা ডেভলপ করতে হয়। আর খাওয়ার পরে তো তূরীয় আনন্দ।
S | ১৯ জুন ২০০৮ ০২:১৬ | 62.242.151.226
সরি, আছে, আছে, প্রচুর পায়রা আছে, নদীতে হাঁস জাতীয় পাখিও আছে। রাজহাঁসও দেখেছি।
S | ১৯ জুন ২০০৮ ০২:১৫ | 62.242.151.226
না। পাখি নেই। কেন?
m | ১৯ জুন ২০০৮ ০২:০২ | 12.240.14.60
শমীক, ওখানে কি কাক দেখতে পাও? বা অন্য কোনো চেনা পাখি?
S | ১৯ জুন ২০০৮ ০১:৪৭ | 62.242.151.226
এটাও রহস্য। ঃ) সত্যি। লোকে পাকা কাঁঠালের গন্ধে যে কী করে দূরে ভেগে যায়, আমি বুঝে উঠতে পারি নি।
ধুর মাইরি, মন খোলা রাখি নি কে বললো? না খেয়ে নিন্দে করছি নাকি? রোজ দুপুরে আপিসে বুফে লাঞ্চ হয়। বাধ্য হয়ে ঐ সবই তো গিলতে হয়। আজ পর্যন্ত এক বিড়ি সিগারেট গাঁজা কোকেন ছাড়া আর কোনও কিছুই না খেয়ে বাজে বলি নি। মদ খেয়েই বলছি, অতি জঘন্য ঐ তরল লোকে কী করে খায় তা আমার কাছে রহস্য। যেমন রহস্য লোকে ধনেপাতা কী করে ভালোবেসে খায়, আমার ধনেপাতার গন্ধেই বমি পয়। কী করব!
দেড় মাস ধরে খাচ্ছি বলেই ডেনিশ খাবার সম্বন্ধে আতঙ্ক ধরে গেছে। এইমাত্র খেয়ে এলাম, মন্দ না। কুশকুশ বলে একটা কী সাউথ আফ্রিকান স্যালাড, ঘ্যামা খেতে, মাইক্রোওয়েভে সেদ্ধ করা মাছ আর চিকেন, আর আলুসেদ্ধ।
জিভ নেয় না বিলিতি খাবার, আমার কী দোষ?
Arpan | ১৯ জুন ২০০৮ ০০:৩৭ | 122.252.231.206
রাশিয়ার মাঝমাঠ আজ ফুল ফোটাচ্ছে। পুউউরো নভেম্বর বিপ্লব। ঃ)
Arpan | ১৯ জুন ২০০৮ ০০:১৯ | 122.252.231.206
ইনফ্যাক্ট, বেগেলের থেকেও বাজে একটা জিনিস আছে। মনে "পরে' গেল। প্রেটজেল।
sinfaut | ১৮ জুন ২০০৮ ২৩:৪৬ | 117.195.195.172
এখন খেলা দেখলে ঘুমোবো কখন। পাঁচ ঘন্টা ঘুমোলে মেজাজ চটে যায়।
arjo | ১৮ জুন ২০০৮ ২৩:১৪ | 168.26.215.54
হ্যাঁ হ্যাঁ তাপস সেনই বটে। সেই সময় একের পর এক এই ধরণের যাত্রাপালা হয়েছিল।
সিঁফো খেলা দেখছ না?
sinfaut | ১৮ জুন ২০০৮ ২৩:১২ | 117.195.195.172
বেশ দেড়ঘন্টাটাক ধরে মহাভারত দেখছি। আমার তো নেশা ধরে গেল, বেশ ভালো লাগছে তো।
nyara | ১৮ জুন ২০০৮ ২৩:০৯ | 67.88.241.3
আর্য্যকে, তাপস সেন?
bozo | ১৮ জুন ২০০৮ ২২:৫৩ | 128.111.119.126
ভাবছি একটা বুলবুল ভাজা লিখব।
arjo | ১৮ জুন ২০০৮ ২২:৫০ | 168.26.215.54
টিভিতে নাটক দেখতেও কেমন জানি একটা লাগে। ঠিক ভালো লাগে না। যাত্রাও না। নাটক হলে মঞ্চে আর যাত্রা হলে খোলা মাঠে বেশ ভালো খেলে মনে হয়।
মনে পরে গেল। আপনারা কেউ গঙ্গাপুত্র ভীষ্ম দেখেছেন? যাত্রাপালা। অসাধারণ লাইটের কাজ। সেই যখন গঙ্গা আসছে। আলোক শিল্পীর নাম কিছুতেই নাম মনে পড়ছে না। তাপস সাহা?
arjo | ১৮ জুন ২০০৮ ২২:৪২ | 168.26.215.54
স্কটিশ চার্চ স্কুলের অঙ্কের টীচার অমলবাবু দিনে একটা সিগারেট ধরাতেন। ভাত খাওয়ার সময়ও এক হাতে সিগারেট জ্বলত। ক্লাসিক খেতেন।
nyara | ১৮ জুন ২০০৮ ২২:৪০ | 67.88.241.3
হনু কি টাইমস অফ ইন্ডিয়া পড়ে? সেখানেও পশ্চিমবঙ্গের পুলিশদের নিয়ে বাজে বাজে কথা লিখছে। দুষ্টু।
Ishan | ১৮ জুন ২০০৮ ২২:৩৮ | 12.163.39.254
না না। মাইরি একবারই খাই। এই বিদ্যা ছুঁয়ে বলছি ডমডি।
d | ১৮ জুন ২০০৮ ২২:৩৮ | 121.247.66.133
ভাল কথা, র্যাটাস যে কপালভাতি না প্রাণায়াম কি একটা শেখাল না .... ঐটে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের ক্লাসে শিখিয়েছিল। আর বলেছিল চাপের সময় বারবার কফি না খেয়ে ঐর'ম ফোঁস্স্স ফোঁস্স্স করতে। আর একটা শিখিয়েছিল পায়ের তলায় সুড়সুড়ি দেওয়া। (মানে নিজের পায়ের তলায়)
d | ১৮ জুন ২০০৮ ২২:৩৪ | 121.247.66.133
অ। তা কোনটে ব্যতিক্রম? দিনে একবার কফি খাওয়াটা ? ঃ))
nyara | ১৮ জুন ২০০৮ ২২:৩৩ | 67.88.241.3
আমিও একবার কফি খাই। অনেক্ষণ ধরে - সকাল থেকে সন্ধ্যে। তারপরে মদে সুইচ করে যাই। সেও একবারই খাই।
Ishan | ১৮ জুন ২০০৮ ২২:৩১ | 12.163.39.254
আহা সব কিছুরই এক্সেপশন থাকে। ব্যতিক্রমই নিয়মের প্রমাণ। ঃ)
d | ১৮ জুন ২০০৮ ২২:২৯ | 121.247.66.133
কবে থেকে?
Ishan | ১৮ জুন ২০০৮ ২২:২৭ | 12.163.39.254
আমি দিনে একবার কফি খাই। ছ মাসে একবার মদ। লোকে ভালো ছেলে বলবে এই ভয়ে সিগারেটটা খাই এখনও। ঃ)
কফি ফ্রি হোক বা দামী, আমার ঐ দিনে একবার।
bozo | ১৮ জুন ২০০৮ ২২:২০ | 128.111.119.126
.... এবং ঘুমোতে যাবার আগে পুদিনহারা ও চা???
Paramita | ১৮ জুন ২০০৮ ২২:১৪ | 63.82.71.141
মোটেই না। আমাদের আপিশের কফি বড্ড ভালো - খেতে খেতে ওব্যেস হয়ে গেলে আরো ভালো। তবে নিজেকে কফি থেকে ডি-হ্যাবিচুয়েট করতে হবে। কারণ সকালে চা-বিশকুট, নটা নাগাদ লুচি-বেগুনভাজা-চা, বারোটা নাগাদ মাছভাজা-চা(ঘটি স্পেশাল), চারটে নাগাদ ফুচকা-চা, ছটা নাগাদ এগরোল-চা এইসব ঘটবে শিগগিরি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন