তবে লোকজনায় এত গুলায়ে দিলো ! এইতো সকাল থেকে বুঝছিলাম যে দেশের বিক্কিরি হয় না, ভর্তুকি তে চলে। এখন শুনছি , ''সিরিয়াস মাল' বা গম্ভীর প্রবন্ধ কেউ পড়ে না।বিক্কিরি হলে দেশ সেইসব জিনিস ই ছাপতো ।' তো, ভর্তুকি দিয়ে এইসব জিনিস ছাপে না কেনে ?
এসব বোঝার থেকে রাত বিরেতে টেনিস বল যোগাড় করা সোজা। তারি কোসিশ করি গে।
sinfaut | ১২ জুন ২০০৮ ১১:৫২ | 66.232.102.157
এই যাঃ আমি প্রথম থেকে ওটা ঙ পড়ে আসছি। সরি। ঃ-P
ঁ আলাদা করে লেখা যায় কি? কে জানে।
Tim | ১২ জুন ২০০৮ ১১:৪৯ | 204.111.134.55
অমল দত্ত এসে গেছেন, এবার ফুটবল নিয়ে আলোচনাটা জমবে। ;-)
Tim | ১২ জুন ২০০৮ ১১:৪৭ | 204.111.134.55
ব্ল্যাংক পৌঁছে গেছে? ভেরি গুড। এবার গাল দেওয়ার জন্য আর মেল কত্তেও হবেনা। ঃ) বাচ্চারা সবাই এতরাতে জেগে কেন?
pi | ১২ জুন ২০০৮ ১১:৪২ | 69.251.184.3
ঙ = চন্দ্রবিন্দু কবে থেকে হল ?! :-O
Arpan | ১২ জুন ২০০৮ ১১:৪২ | 202.91.136.71
ব্ল্যাঙ্ক, নাম্বার টাম্বার কিছু থাকলে মেল করে জানাস। দরকারের সময় এমন করে চোখে ধুলো দিলি বাপ আমার?
sinfaut | ১২ জুন ২০০৮ ১১:৪১ | 66.232.102.157
`M = ঙ
ঘটনা হলো, আলাদা করে ঙ লিখতে তো আলাদা কোনো এফার্ট দিতে হয়না। ঃ-O
sinfaut | ১২ জুন ২০০৮ ১১:৩৯ | 66.232.102.157
নেড়ুদা বাজারে আছেন? থাকলে বলুন, ঐ sed টেড দিয়ে কি করে একটা ফাইলের এনট্রি গুলোকে ডাবল-কোট দিয়ে র্যাপ করবো?
ফাইলটা এমনঃ first line second line
আমি চাইছিঃ
"first line" "second line"
Arpan | ১২ জুন ২০০৮ ১১:৩৬ | 202.91.136.71
আচ্ছা চেক আর টার্কি দুটো টিম ড্র করলে কে যাবে পরের রাউন্ডে? টস করে ঠিক হবে?
ওজন বাড়লে নাকডাকা বাড়ে। দেশে ফিরে আমার যেমন নাকডাকা কমে গেছে।
আরেকটি টোটকা (কোথাও পড়েছিলাম, দেশে??? ঃ))। চিৎ হয়ে শুলে মানুষ নাক ডাকে। এইটা বন্ধ করতে বলেছিল পিঠের দিকে জামার ভেতরে একটা টেনিস বল গুঁজে শুয়ে পড়তে।
Arpan | ১২ জুন ২০০৮ ১১:৩২ | 202.91.136.71
সুদীপ্ত, আপনি বলাটা কাটাও। না হলে খচে যাব। ঃ)
আমার তো সেকন্ড খেলাটাও ব্যাপক লাগল। বল প্রায় জলে ভাসছে, একটু বেশি শারীরিক খেলা আর গোলার মত একটা শটে গো-ও-ও-ও-ও-ল।
নেদভেদ রিটায়ার করাতে আর রসিস্কি না খেলতে পারায় চেক টিমটা কোয়ার্টার ফাইনালের বেশি যাবে না। ধরে নিচ্ছি তুর্কিকে হারাবে। তবে সেটপিসগুলো ভাল।
pi | ১২ জুন ২০০৮ ১১:২৮ | 69.251.184.3
ন্যাড়াবাবুকে বিশেষ ধন্যবাদ। ঃ)
pi | ১২ জুন ২০০৮ ১১:২৫ | 69.251.184.3
আরো একটা জিনিস জানতে চাই। চন্দ্রবিন্দু কি করে আলাদা অক্ষর হিসেবে লেখা যায় ?
nyara | ১২ জুন ২০০৮ ১১:২৫ | 64.105.168.210
না ঘুমোন। জেগে জেগে নাক ডাকে এমন আজ অব্দি কাউকে দেখিনি।
pi | ১২ জুন ২০০৮ ১১:২৪ | 69.251.184.3
অব্যর্থ হইলে জানতে বিশেষ আগ্রহী।
nyara | ১২ জুন ২০০৮ ১১:২০ | 64.105.168.210
নাক-ডাকা কমানোর নেই, বন্ধ করার অব্যর্থ কৌশল জানা আছে।
pi | ১২ জুন ২০০৮ ১১:১৮ | 69.251.184.3
আরে ম দি, তোমার ঐ ভাঙ্গা মনের সাথে তুলনা দেখে ভয় পেয়ে গিয়ে আমি আর জোড়া লাগানোর চেষ্টাতেই যাই নাই।ঃ)
তবে কিনা, আরো একটা ব্যাপার আছে, ভেবেচিন্তে আমি এই দুর্ঘটনার কারণটি অনুধাবন করতে পেরেছি। এটা ঐ সৈন্যদের এক দো এক দো র চোটে সেতু ভাঙ্গার অনুনাদীয় কেস। খাটের কাঠের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি নির্ঘাত মিলে গেছিলো কারু একটা প্রবল নাসিকাগর্জনের কম্পাঙ্কের সাথে। অতএব সেই মূল সমস্যার সমধান না করে জোড়াতাপ্পি দিয়ে আর কি হবে !
প্রসংগতঃ, কারুর কাছে কি নাক ডাকা কমানোর কোনো টোটকা পাওয়া যাবে ? কপালভাতি করলে কমে ?
nyara | ১২ জুন ২০০৮ ১১:১৬ | 64.105.168.210
পিকেবাবু ভগবান নিয়ে কিছু বলবেন। ভাল কথা। তো বলুন। কিন্তু তার আগে রাজ্যের লোক জোটাচ্ছেন। তারপর তাদের আবার লাইন করে দাঁড় করাচ্ছেন। গ্রুপে গ্রুপে ভাগ করছেন। ভগবান আর কতক্ষণ বসে থাকবেন? এবার হাই তুলে গাড়ি ডাকতে বলবেন।
m | ১২ জুন ২০০৮ ১১:১৫ | 12.240.14.60
ভাঙা মন নিয়ে শুতে গেলামঃ(
h | ১২ জুন ২০০৮ ১১:১১ | 125.18.104.1
বহুৎ পাজি।
m | ১২ জুন ২০০৮ ১০:৪৬ | 12.240.14.60
এই ইপ্পি ,ভাঙা খাট জোড়া লেগেছে?
m | ১২ জুন ২০০৮ ১০:৩৯ | 12.240.14.60
টিন্টু তো বড় হয়ে গিটার বাজাবে- ওর আর পাশ ফেলে কাজ কি? তুমি বরং চেষ্টা চালিয়ে যাওঃ)
h | ১২ জুন ২০০৮ ১০:৩৬ | 125.18.104.1
ব্যাপক খেলা। কাল। তবে পর্তুগালের বাঁদিকের উইং ব্যাকটার বয়স হয়ে গেছে বোধায়, বার বার বিট হছিলো।
bozo | ১২ জুন ২০০৮ ১০:৩৩ | 68.227.84.133
পাশ করেছে? তুমি করেছ? উজানের চেক করে নিও।
h | ১২ জুন ২০০৮ ১০:২৫ | 125.18.104.1
এই টা ব্যাপক লাইন নিলে। মেজরিটির দাবী। মূল কেসটা এইটাই। মেন স্ট্রীম এরেই কয়। এটা পছন্দ মত সীমানা বাড়ায় বা কমায়। সফল ব্যবসা প্রচুর আছে। মিডিয়ায় তারা অনেকেই আজকাল বর্তমান আর আবাপর মত ধুর নয়।
m | ১২ জুন ২০০৮ ১০:২৩ | 12.240.14.60
এই যে ভজু,তোমার মামা বলেছে তোমাকে হেবি ক্যালাবে- কাল নেটে প্রাপ্ত সব টেস্ট করিয়ে তবে ক্ষান্ত দিয়েছিঃ))
bozo | ১২ জুন ২০০৮ ১০:২২ | 68.227.84.133
মিলেনিয়াম প্রাইজ (প্রতি দুই বছরে একবার দেওয়া হয়) এবার পেলেন রবার্ট ল্যাঙ্গার। আজকেই ঘোষনা হল।
nyara | ১২ জুন ২০০৮ ১০:১৯ | 64.105.168.210
'যাক, মেনেছ' - মানে কি? ওটাই তো আমার প্রেমিস রে ভাই। সব বেওসা। আনন্দবাজারের মার্কেটিং ট্যাগলাইন 'আমরাই বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি'। তো সেটা যারা বিশ্বাস করবে তারা টাকের ওষুধও একদিন না একদিন কিনবে। মুশকিল হল অধিকাংশ লোকই সেটা বিশ্বাস করেছে। মানে তোমাদের মতন যারা আনন্দবাজারকে গাল না পেড়ে গণশক্তি পড়ো না তারাও।
যেমন লিটিল ম্যাগের বিক্কিরির লাইন হল 'আরা অসহায় ও আবাপ কর্তৃক নিপীড়িত।' সেটাও প্রচুর লোক খায়।
h | ১২ জুন ২০০৮ ১০:১৫ | 125.18.104.1
এর পরে আমার কবিয়ালি সুরে গাওয়া উচিত
'আমি রূপে তোমায় ভোলাবো না, মার্ক্ষ দিয়া ভোলাবো ... বল দোহার বৃন্দ... '
Sudipta | ১২ জুন ২০০৮ ১০:১৩ | 125.16.6.217
h দাদা, অর্পণদা, কাল খেলা দেখলেন কেউ? পর্তুগাল প্রথম দিকে অপ্প অপ্প ঝোলালেও সেকেন্ড হাফ দুর্দান্ত খেললো, তবে চেক-ও বেশ লড়ল; সেকেন্ড হাফে স্কোলারি ৪-২-৩-১ ভেঙ্গে ৪-৩-৩ করতেই আক্রমণের ঝাঁঝ অনেক বেড়ে গেছিল। বেশ কিছুদিন পর রোনাল্ডোর একটা ভালো খেলা দেখা গেল, গোল দিল, করাল। আর ওদিকে সুইজারল্যান্ডের ঘুড়ি কেটে গেল। তবে এই গ্রুপ থেকে পর্তু আর চেক ই ফেভারিট।
অরপণদা, ১৩ তারিখ মধ্যরাত খেয়াল রাখবেন, ফ্রান্স নেদারল্যান্ডস ঃ-) তবে অঁরি কি খেলবে আদৌ?
h | ১২ জুন ২০০৮ ১০:১৩ | 125.18.104.1
যাক কোং ব্যাপারটা মেনেছো। এর পরে কেস আজাকাল বর্তমান ধুর বলিয়া আবাপ ধুর হইবে না কেন?
সকলের ধুর হইবার অধিকার কে অবহেলা কর কেন?
m | ১২ জুন ২০০৮ ১০:১১ | 12.240.14.60
ছি ছি বোধি,তুমি ও শেষে পোঃমঃ হয়ে উঠলে- হায় এ যৌবন জলতরঙ্গ রুধিবে কে এ এ..
nyara | ১২ জুন ২০০৮ ১০:১১ | 64.105.168.210
হনু শেষ কবে অনিল আচার্য্যর সম্পাদকীয় পড়েছ? বেহ্মজ্ঞান কাকে বলে বুঝে যাবে।
আনন্দবাজার, এইচএমভি - এরা সব এক টাইপের কোম্পানি। কনটেন্ট বেচে। বেসিকালি প্যাকেজিং কোম্পানি। এদের প্যাকেজিং ভাল। মানে অন্যদের তুলনায়। সেরকম হরেক রকম কোম্পানি আছে। আজকাল। বাজে প্যাকেজিং। বর্তমান, তথৈবচ। কন্টেন্ট মোস্টলি ধুর। ভাল হবে কি করে? আমরাই তো স্টান্ডার্ড।
h | ১২ জুন ২০০৮ ১০:০৩ | 125.18.104.1
ম তুমি যথার্থ সাবল্টার্ন। আচার আর কাঠি আইসক্রিম আর ফুচকা তোমাতে ভাষা পেল ঃ-)))))))))))
m | ১২ জুন ২০০৮ ১০:০০ | 12.240.14.60
হনু, তালিকায় কাঠি আইসক্রিম,আচার,ফুচকা রাখো নি দেখে আমি মর্মাহত হলামঃ(
h | ১২ জুন ২০০৮ ০৯:৫৮ | 125.18.104.1
এই আঁধারে নিমজ্জিত তিতিয় বিস্বে যদি বেম্মোজ্ঞানী কেউ থেকে থাকেন তিনি আবাপ। কে কি পড়ে তাতে আমার কিছুই যায় আসে না। কিন্তু কে কি ছাপায় তাতে অনেকটা যায় আসে। ঠিক কে কি লেখের মত।
h | ১২ জুন ২০০৮ ০৯:৫২ | 125.18.104.1
তবে কে সি দাশ আর বিজলি গ্রিল আর ভজহরি মান্না আর অসংখ্য বাঙালি চিনে রেস্তোরা আর অসংখ্য বিরিয়ানি আর রোলের ও ঘুগনি ও বাপুজি কেকের এবং অসাধরণ সব মিষ্টি সিঙাড়া ইত্যাদি দোকান কে আমি যথার্থ বাঙালির পেট ও মননের পুষ্টিদাতা বলে মনে করি। জাতির সাফল্যের প্রতীক। আই কনফেস অ্যাম আ বিট সফট রাউন্ড দ্য বেলি ;-)
Ishan | ১২ জুন ২০০৮ ০৯:৪৮ | 12.226.83.103
ন্যাড়াদা মনে হয় হনুকে আবাজ দিল। আমাকে না। ঃ)
h | ১২ জুন ২০০৮ ০৯:৪৬ | 125.18.104.1
হোলি টোলি কিসু নয়। পাতি গাল দিচ্ছি। আবাপর দেশ একটি বোগাস পত্রিকা। হোলিয়ার দ্যান দাউ টা আবাপ ম্যাক্স করে। নিজের পজিশন টা নিয়েই করে। এবং যেহেতু মেগাফোন রয়েইছে, আমি গাল দিলে কেউ পাত্তা দেয় না, দেশ দিলে সেটি ই বাঙালির মনন হয়ে ওঠে। বা* বেসিকালি। আমি মনে করি আবাপ একটি বড় সফল ব্যবসা। নাথিং মোর নাথিং লেস। আমি কি টাটা বিড়লা আ পিয়ারলেস কে বাঙালির মনন একই কারণে মনে করি না।
Ishan | ১২ জুন ২০০৮ ০৯:৪২ | 12.226.83.103
উফ বোধি না। ঃ)
দেশের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি না তো। শুধু হেডলাইনগুলো পড়ি। কি কি নিয়ে লিখেছে জানার জন্য। ঃ)
আর একটা ধারাবাহিক মাইরি, আমি খুব মন দিয়ে পড়ি। শেখর বসু যেটা লিখছেন। বউ সাক্ষী। তবে সেটা সেক্স অ্যান্ড দা সিটির চেয়ে খারাপ। আপুন গড।
h | ১২ জুন ২০০৮ ০৯:৪১ | 125.18.104.1
হেলমেট ও বর্ম। আমার নাইট হওয়া আটকায় কে? স্যার তো আগেই হয়ে গেছি। ক্লাস নাইন থেকে টিউশন করতাচি।
nyara | ১২ জুন ২০০৮ ০৯:৪১ | 64.105.168.210
ইয়ে, ব্যাপারটা বাড়াবাড়ি রকমের হোলিয়ার-দ্যান-দাউ হয়ে যাচ্ছে না? যারা দেশ পড়ে তারা সব গড্ডালিকা আর আমরা হলাম একেকটি জ্ঞানশলাকা - মাথায় রুচির আকাশপিদিম জ্বালিয়ে রেখেছি! দেশ, বলা ভাল আনন্দবাজার গ্রুপকে খিস্তি করতে গিয়ে বড় বেশি কোল্যাটারাল ড্যামেজ হয়ে যাচ্ছে।
h | ১২ জুন ২০০৮ ০৯:৪০ | 125.18.104.1
প্রবন্ধের লাইনে অবভাস টা ভালো কেস হয়েছে। অনুষ্টুপের একটু রেলা বেশি তাই পয়হা বেশি।
Ishan | ১২ জুন ২০০৮ ০৯:৩৭ | 12.226.83.103
এবার অনুষ্টুপ। ইয়াম্মোটা। ছুঁড়ে মারলে চোট পাবার প্রবল সম্ভাবনা। প্রচন্ড দাম। রঙিন ছবি টব্বি থাকে। কিন্তু খুব অগোছালো। মোটা হবার কারণে কটা লেখা আছে খুঁজে পাওয়া যায়না। সূচীপত্রটা কোথায় খুঁজতে দশ মিনিট মতো টাইম লাগে। সব মিলিয়ে একটা "আমরা যা করি তাই বেস্ট' টাইপের ভাব আছে।
লেখেন কলকাতার (এবং অনেক ক্ষেত্রে দুনিয়ারও) মাতব্বররা। পার্থ চট্টোপাধ্যায়। দীপেশ চক্রবর্তী। শিবাজী বন্দ্যোপাধ্যায়। ইত্যাদি প্রভৃতি। কিন্তু এইখানে একটা খিট আছে। এনারা অনেকেই অনুষ্টুপের জন্য আলাদা লেখা লিখতে লেবার দেন না। (খুবই স্বাভাবিক। সবার উপরে পেপার সত্য ঃ) )। ফলে অনেকগুলই টিউটোরিয়াল টাইপের মাল থাকে, কিছু পুরোনো বক্তৃতা। সেগুলো পড়ার কোনো মানে নেই। তবে রিসেন্ট ফেজে শিবাজী কয়েকপিস ঝিংকু জিনিস নামিয়েছেন। শিশুসাথী/বর্ণপরিচয় নিয়ে লেখাটা তার মধ্যে একটা।
এছাড়া প্রচুর অ্যাভারেজ জিনিস থাকে। দুচাট্টে ভালো কাজও থাকে। সেবার যেমন জ্যোতিরিন্দ্র নন্দীর পুরোনো কটা গপ্পো ছাপল। সেসব ঝট করে অন্য জায়গায় পাওয়া যায়না।
সব মিলিয়ে ভালই। অনুষ্টুপেরও বেশি দোষ নাই। এর চেয়ে ভালো মাল এই বাজারে কেই বা লিখছে? তবে দামটা অকারণে একটু বেশি মনে হয়। বিশেষ করে ম্যাগাজিনের এক-চতুর্থাংশ বিজ্ঞাপনে ভর্তি থাকার পরেও।
m | ১২ জুন ২০০৮ ০৯:৩৭ | 12.240.14.60
তুমি একটা চাদর জড়িয়ে শুধু চাঁদবদন খানি খোলা রেখে একবার পরীক্ষা করে দেখো না কেন?
h | ১২ জুন ২০০৮ ০৯:৩৩ | 125.18.104.1
মেনলি কামড়ায় আর লাথি মারে। আর মাঝে মাঝে চড়। আসলে এতটা সারফেস এরিয়া নিয়ে কি করবে বুঝতে না পাইরা বোধায় কিরকম হিংস্র হয়ে উঠতাছে।
m | ১২ জুন ২০০৮ ০৯:৩০ | 12.240.14.60
বোধি, দিনে কি চড়-থাপ্পড় কানমলা দেয়?ঃ)
h | ১২ জুন ২০০৮ ০৯:৩০ | 125.18.104.1
হাস্য রস বা সেক্ষ দুইটা ও তো ভালো ভাবে পারে না। এই দুইটাও তো অন্যত্র প্রচুর পাওয়া যায়। যতটুকু পাই সেটা ব্যাপক ক্লিশে।
সিরিয়াস মাল কেন কোন মাল ই পড়ে না বেশি লোকে। যে গুলো পড়লে না পড়ার আনন্দ হয় সেই গুলা পড়ে। পড়া পড়া খেলুন আর এগিয়ে চলুন। মোটামুটি এই শ্লোগানে দেশের আর আবাপর পয়হা হয়েছে।
h | ১২ জুন ২০০৮ ০৯:২৬ | 125.18.104.1
ইশান, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গেলে দেশ পড় ক্যান? বেসিক ব্যাপার টা অভ্যেস। ছোটো বেলায় চার্পাশে লোক কে পড়তে দেখস, নাড়া চাড়া অভ্যেস হইসে। জীবনে কোনো লেখা পুরো পড়স? দেশে? অবশ্য তোমার তো যা কেস নিশ্চয় ধোপার খাতাও পড়সো মার্ক কইরা।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন