আমার এক মাসতুতো দাদা টিভি সারানোর কাজে বেশ নাম করেছিলেন। সম্ভবত ওয়েবেলে চাকরিও করতেন। তাকে আমরা ভাই বোনেরা ক্ষেপাতাম - অমরদা বাক্স নিয়ে বের হয় আর চিল্লায় "টিভি সারাবেন টিভি - ভাল সাদাকালো টিভি সারাই করনে ওয়ালা.....'
sinfaut | ০৭ জুন ২০০৮ ১১:১৯ | 117.195.197.14
পুরান্নোও ভাং আ টিভি ই ব্যাটারি ই অ্যান্টেনা আ বিক্কিরি আচে এ এ এ এ এ ।
S | ০৭ জুন ২০০৮ ১১:১৮ | 62.242.151.226
চটাচটির কী আছে? আমি তো মাত্তর সাড়ে বারোটায় ঘুমোতে গেছিলাম। আমি কি আর দেশে আছি রে ভাই?
RATssss | ০৭ জুন ২০০৮ ০৮:০৩ | 63.192.82.30
প্রথম টিভি দেখা ঃ বাবার বন্ধু অমল কাকুর বাড়িতে, পেলে মোহনবাগান ম্যাচ। মাইল দুই তিন বাবার সাইকেলের সামনে রডে বসে আমরা পৌছলাম যখন, বাড়ির মেন গেটে তালা। অনেক ডেকে অমলকাকু উঁকি দিল। কি চোখে চোখে কথা হল বাবার সঙ্গে। গোপালকাকুর বাড়িতে সাইকেল রেখে, পাঁচিল টপকে অমলকাকুর বাড়িতে ঢোকা গেল। বারান্দার এক পারে টিভি, মেঝেতে তিলধারনের জায়গা নেই। বারান্দার আরেক প্রান্তে একটা তক্তোপোষের উপরে এককোনায় দাঁড়ানোর জায়গা জুটল আমাদের। কি দেখেছিলাম মনে নেই, তবে বেশি কিছু যে দেখতে পাইনি তা মনে আছে। শনিবার হত বাংলা সিনেমা। আমাদের পাশের বাড়িতে থাকত বাসুদা, অসীমদারা। ওদের বাড়িতে ইসি টিভির ছবি ছিল নাকি কাঁচের মতন। বাবা-মা যে কেন ওদের বাড়ি যেত না কে জানে। তবে গরম কালে, আমাদের ছাদ থেকে আমগাছ জামরুল গাছ পেরিয়ে, দরজা গলে ওদের টিভি দেখা যেত। ড্যানির লালকুঠি দেখেছিলাম ওভাবেই। তার পরে কতদিন চলল - "তুমি কোথায় থাক? তোমায় বুঝি কেউ ভালবাসে না?'
RATssss | ০৭ জুন ২০০৮ ০৭:৪৯ | 63.192.82.30
বাবা বলত ইলেকট্রনিক্স গুডস কপালে চলে কপিলদেবের বিশ্বকাপ জেতার খুশিতে হাজার দুই -তিন দামে একটা সাদা কালো - নীল কাচ লাগানো টিভি হয়েছিল আমাদের, বাংলাদেশ বুস্টার সহ। ৪ নম্বরে কলকাতা। কখন যে খারাপ হবে - কেউ জানে না। ২ বছরের ওয়ারেϾট্রর পুরো পয়সা উশুল। যেই ২ বছর শেষ হল, অমনি ব্যাটা টিভি একবারে ঠিক। আরো ৪-৫ বছর চলে শেষমেষ দেহ রাখলে সে। এখনো সেটা আলমারির উপরে বসে আছে, কলকাতা জাদুঘর রিক্যুইজিশন ছাপাচ্ছে ওটা নিয়ে যেতে। ১৯৯২-এ নেভার্স এনভি ওনার্স প্রাইড ঘরে ঢুকল, বছর দশেক পরে প্রথম ডাক্তার দেখে কি একটা স্কিম ধরিয়ে দিয়ে গেল, ওনিডা গিয়ে সোনি এল ঘরে। সারা ঘরে রাঙঝাল ছড়িয়ে দেওয়া টিভি সারাই কাকু এখন ইলেকট্রিকের মিস্ত্রী।
kd | ০৭ জুন ২০০৮ ০৪:৫৬ | 72.229.130.144
আমি জীবনে প্রথম টিভি দেখি দিল্লির চাঁদনিচকের রাজপাল ব্রাদার্সের দোকানে ফুট্পাথ থেকে কাঁচের ভেতর ১৯৫৯ সালে পুজোর সময়। তার দশবছর বাদে আমেরিকায় এসে আবার, সেটা আবার কালার (তখন আবার যে যে শো রঙীন, সেগুলো বড় বড় করে 'in color' বলে লেখা থাকতো TVGuideএ)।
১৯৭৫ সালে কলকাতার বাড়ীতে টিভি আসে আমার ভায়রার উপহার, ওর কোম্পানির মাল। সেটাও বোধহয় মাস তিন অন্তর সারাতে হতো। বাবাকে বলতে শুনেছি - EC কেনা উচিৎ ছিলো, এই সব ফিরি মাল, ঝামেলা তো দেবেই - যদিও যারা পয়সা দিয়ে কিনেছে, তাদের টিভিরও এক অবস্থা। আমি দেশে গিয়ে অশোকের সাজেশনে একটা voltage stabilizer লাগাতে প্রবলেম একটু কমেছিলো। অবাক কান্ড, এইটা কেন ওরা built-in করেনি! জিজ্ঞেস করতে উত্তর পেয়েছিলুম, দাম বেড়ে যাবে (মানে কী দরকার, without it, ওটা হটকেকের মতো বিক্রি হচ্ছে)। হাঃ!
(আমার ভায়রা এখন আর টিভি বানায় না, sound system বানায়। এগুলো সত্যিই খুউব ভালো - সাউথ সিটিতে দোকান দিয়েছে)।
আরে আমি তো এই মাত্তর আপিসে এলুম। ঘন্টা দুয়েক হল মাত্তর। সেই রাত দশটা অবধি লোকজনের সমস্যার সমাধান করে যেতে হবে এখন - কিন্তু প্রশ্নটা হল শুক্কুরবারের বারবেলায় সমস্যার ডুববে কে? সে আমি বুঝলেও আমার ওপরওয়ালা কে বোঝাবে কে? তাই আমি ঠ্যাং ছড়িয়ে ডাঁটা-চচ্চড়ি খেতে খেতে ভাটাই। রাম নাই তাই বিরামও নাই
Tim | ০৭ জুন ২০০৮ ০৪:৩৩ | 204.111.134.55
ইন্দুরদা কি আপিসে এখনও? এবার আম্মো কাটবো। আবার পরে।
RATssss | ০৭ জুন ২০০৮ ০৪:২৮ | 63.192.82.30
ঘুম আনবার জন্য বই? গল্পের বই নয়, জার্নাল বা অন্য কোন ভাবে জ্ঞানার্জনের বই হলে ঘুম আসতে পারে। ছোটবেলায় তো ছিলই, এই বুড়ো বয়সেও ডকুমেন্ট রিভিউ করতে গিয়ে কতবার ঘুমিয়েছি। খবরের কাগজ, গল্পের বই - শেষ হয়ে যায় - ঘুম আসে না।
Tim | ০৭ জুন ২০০৮ ০৪:২৪ | 204.111.134.55
শমীক এখন আর ঘুমিয়ে কি করবে? ভোর হয়ে এলো তো, হাঁটতে গেলেই হয়।ঃ)
Tim | ০৭ জুন ২০০৮ ০৪:২২ | 204.111.134.55
আরে না, সেইসাথে তখন একটা ভয়ের নাটকও দেখেছিলাম। আর, বিচিত্র তদন্ত বলে একটা গোয়েন্দা সিরিয়াল হতো, সেখানে চুলওয়ালা একটা মড়ার খুলি দেখেও কেমন গা শিরশির কত্তো।
tania | ০৭ জুন ২০০৮ ০৪:২২ | 65.115.93.98
আহা, চটো কেন? অনেকে ঘুম আসার জন্য বই পড়ে না? সেরকম। কি শমীক, ঠিক কই নাই? ঃ-)
আজ শুক্কুরবার, ওয়ান্স অ্যাগেইন, আজ আবার রাম খাবার দিন। টেকিলা আছে, আছে শট গ্লাস, শট নিন মশাইগো, শট নিন।
আমি চিত্রহার, চিত্রমালা, রঙ্গোলি, সুপারহিট মুকাবিলা সব দেখতাম। সব খিস্তি অগ্রাহ্য করে। আর দেখতাম রবিবার দুপুরে আঞ্চলিক ভাষার সিনেমা।
হ্যাঃউঃএঃ সব্বাইকে।
Tim | ০৭ জুন ২০০৮ ০৩:৫৬ | 204.111.134.55
ভাগ্যিস ওটা দুপুরবেলা (লিখতে লিখতেই দু-দির কথা মনে হলোঃ))) হতো! সবাই ঘুমোতো বলে আমি আর দাদা দেখতাম বিনা বাধায়।
Tim | ০৭ জুন ২০০৮ ০৩:৫৫ | 204.111.134.55
হানাবাড়ি প্রথমবার দেখে কেন ভয় পেয়েছিলাম পরে বুঝিনি। তবে হানাবাড়ি নিয়ে হাইপ ছিলো খুব। তবে আনন্দমেলায় ড্রাকুলা সংখ্যা পড়ে যা ভয় পেয়েছিলাম, মনে থাকবে।
Du | ০৭ জুন ২০০৮ ০৩:৫৪ | 71.244.2.178
শো থিমটা খুব ভালো ছিলো।
Tim | ০৭ জুন ২০০৮ ০৩:৫৩ | 204.111.134.55
আগে শুধু চিত্রহার হত। দেখতে দিতো না। চিত্রমালা হত বাংলায়। সেইটা মাঝেমধ্যে দেখতে পেতাম। শনিবার দুপুরে ""শো থিম"" বলে একটা প্রোগ্রাম হতো।
S | ০৭ জুন ২০০৮ ০৩:৫২ | 62.242.151.226
ছোটবেলায় হানাবাড়ি দেখে বেজায় ভয় পেয়েছিলুম।
পরে হল্এ নইটমেয়ার অন এল্ম স্ট্রিট।
মা খুব এক্সরসিস্টের গল্প শোনাত। সিনেমাটা দেখে তেমন ভয় লাগে নি।
S | ০৭ জুন ২০০৮ ০৩:৫১ | 62.242.151.226
সুপারহিট মুকাবলা আমি নিয়ম করে দেখতাম। মায়ের যাবতীয় খিস্তি অগ্রাহ্য করে। কী ভাগ্যিস তখনও কেবল টিভি পপুলার হয় নি।
Tim | ০৭ জুন ২০০৮ ০৩:৪৭ | 204.111.134.55
মধুবন তো একটু দূর তাও। বেশ মনে আছে, একটা কি সিনেমা দেখতে গেছি মধুবনে। সিনেমা শুরু হলো, শব্দ নেই। মিনিটখানেক ধৈর্য্য ধরে থেকে সামনের সারি থেকে একজন, "" দাদা! এবার কথা বলুন!""
arjo | ০৭ জুন ২০০৮ ০৩:৪৬ | 24.214.28.245
পরের দিন পরীক্ষা ছিল। এমন ভয় পেয়েছিলাম রাতে ঘুম হয় নি। আর পরীক্ষাও ভোগে গিয়েছিল।
arjo | ০৭ জুন ২০০৮ ০৩:৪৫ | 24.214.28.245
শেষ কয়েকটা সিন বাদ দিলে বেশ লেগেছিল 'রাত' নামের সিনেমাটি। দক্ষিণের নায়িকা রেবতী অভিনীত।
tania | ০৭ জুন ২০০৮ ০৩:৪৪ | 65.115.93.98
অ্যান্ড মধুবন।
Blank | ০৭ জুন ২০০৮ ০৩:৪৩ | 59.93.242.108
সুপারহিট মুকাবিলা। কিছুতেই দেখার অনুমতি মিলতো না ঃ(
Tim | ০৭ জুন ২০০৮ ০৩:৪৩ | 204.111.134.55
আমার সময় একটা নিয়মও পাল্টায় নি। যেই বড়ো হয়ে গেলাম পাল্টে গেল। ধুস! ঃ(
Tim | ০৭ জুন ২০০৮ ০৩:৪২ | 204.111.134.55
যাক পরবত্তি সিনিমার নাম ঠিক হয়ে গেল। ""ব্ল্যাংকির ব্লাডেসার্ট""
Tim | ০৭ জুন ২০০৮ ০৩:৪১ | 204.111.134.55
ব্লাডেসার্ট?
Du | ০৭ জুন ২০০৮ ০৩:৪০ | 71.244.2.178
তিসরি কসম।
আমাদেরও ঐ কেস, নো হিন্দী সিনেমা, নো চিত্রহার। পরে অবশ্য এই রুলটা রিটায়ার করে গেছিল।
Tim | ০৭ জুন ২০০৮ ০৩:৪০ | 204.111.134.55
তানিয়াদিদের তো বেশ মজাই ছিলো, পা বাড়ালেই মালঞ্চ। ঃ-)
tania | ০৭ জুন ২০০৮ ০৩:৪০ | 65.115.93.98
ব্ল্যাঙ্কি ঘুমের ঘোরে দিনকে রাত করছে ঃ-)
Blank | ০৭ জুন ২০০৮ ০৩:৪০ | 59.93.242.108
এই সময়েই ভাম্পায়ররা ডেসার্ট খায় কিনা
Tim | ০৭ জুন ২০০৮ ০৩:৩৭ | 204.111.134.55
এখন তো দিনের বেলা, আর ভয় কিসের?
Tim | ০৭ জুন ২০০৮ ০৩:৩৬ | 204.111.134.55
দুঃখু কেন? মাইরি কি হিংসে হলো শুনে কি বলবো। আমি অফিশিয়ালি হিন্দি সিনিমা দেখার ছাড়পত্র পাই অনেক পরে, প্রায় টেনে।
ববি যেদিন দেয় সেদিন আমি পিসির বাড়ি। তখন আমাদের সমস্ত হিন্দি সিনিমা দেখাই বারন ছিলো, তাই দেখার প্রশ্নই নেই। শুধু বিশেষ বিশেষ ক্ষেত্রে (ঐ কেউ মারা-টারা গেলে) ছাড় পাওয়া যেত। পুজোসেলের মত।
arjo | ০৭ জুন ২০০৮ ০৩:৩২ | 24.214.28.245
আমি তো সব সিনেমা দেখতাম। এমনকি জুলি অবধি দেখেছিলাম। অল্প বয়সেই পেকে গিয়েছিলাম। তাই আমার দুঃখ চিরকাল।
টিম ঐটা মনে হয় আহ (aah)
Tim | ০৭ জুন ২০০৮ ০৩:৩০ | 204.111.134.55
ঐটা কোন সিনিমা মনে নেই, তবে রাজ কাপুর গাড়োয়ান হয়েছিলেন, আর গুচ্ছ গান ছিলো। মারা যাওয়ার দিন দিয়েছিলো টিভিতে। দেখেছিলাম একটুখানি।
Blank | ০৭ জুন ২০০৮ ০৩:২৮ | 59.93.242.108
ববি বড় ইয়ে সিনিমা ছিল। আর ছোটবেলায় আনন্দলোক টা কেমন নিষিদ্ধ বই ছিল
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন