এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aja | ১২ জুন ২০০৮ ০১:১৬ | 207.47.98.129
  • থ্যাঙ্কু আজ্জো। কাস্টার স্টেট পার্ক। মনে পড়ছিল না।
  • aja | ১২ জুন ২০০৮ ০১:১৫ | 207.47.98.129
  • ঐ অঞ্চলের যতো বাইসন তাড়া করে ধরে এনে একটা খোঁয়াড়ে ঢোকায়। তারপর তাদের হেলথ চেক হয়, ইমিউনাইজেশন হয়। কিছু বিক্রি করে দেয়। বাকী ছেড়ে দেয়। শুনেছি নাকি দেখার মত ব্যাপার।
  • Arpan | ১২ জুন ২০০৮ ০১:১৪ | 122.252.231.206
  • সিউক্স ফল্‌স, ব্যাডল্যান্ড, র‌্যাপিড সিটি, মাঃ রাশমোর, ক্রেজি হর্স মেমোরিয়াল - সব গেছি, সেই ২০০৪-এ।
  • arjo | ১২ জুন ২০০৮ ০১:১১ | 168.26.215.54
  • বাফেলো রাউন্ড আপ টা কি বস্তু?
  • aja | ১২ জুন ২০০৮ ০১:১০ | 207.47.98.129
  • সেপ্টেম্বর মাসে সাউথ ডাকোটাতে কোথাও একটা বাফেলো রাউন্ড-আপ হয়। কোথায় বলতে পার?
  • arjo | ১২ জুন ২০০৮ ০১:০৯ | 168.26.215.54
  • আই ৯০ তো ম্যাস টার্ণপাইক, চেনা রাস্তা।
  • lcm | ১২ জুন ২০০৮ ০১:০৩ | 71.132.139.80
  • অজ,
    আমি সাউথ ড্যাকোটা গেছি, আই ৯০, র‌্যাপিড সিটি।
  • lcm | ১২ জুন ২০০৮ ০১:০২ | 71.132.139.80
  • আমি তো ম্যাগাজিন রাখি, পড়ি না। মাঝে মধ্যে কোষ্ঠকাঠিন্য হলে একটা দেশ নিয়ে চেষ্টা করে দেখি।
  • aja | ১২ জুন ২০০৮ ০০:৪৯ | 207.47.98.129
  • মাইমা কখনো সাউথ ডাকোটা গেছ?
  • arjo | ১২ জুন ২০০৮ ০০:৪২ | 168.26.215.54
  • আমি যারা দেশ পড়ে তাদের কাছে বলি লিটল ম্যাগ পড়ি। তারা তখন আমাকে ধরে বসিয়ে বোঝায় কেন দেশ পড়া উচিত। যারা অন্যান্য কিছু পড়ে তাদের বলি দেশ পড়ি। তখন তারা বোঝায় কেন দেশ পড়া উচিত নয়। এই করে বোঝাটা বেশ কমপ্লিট হলে আমার বন্ধুদের ভালো করে বুঝিয়ে দিই। ওরা আমারই মতন কোনোটাই পড়ে না। এবারে যারা দুটোই পড়ে তাদের কাছে কি স্ট্র্যাটেজি হবে বুঝতে পারছি না।
  • Tim | ১২ জুন ২০০৮ ০০:৩৭ | 128.173.176.128
  • ""এম্নি এম্নি"" পড়ার মত? না "'তেল মাখো রিয়া""র মত? ঃ)
  • Ishan | ১২ জুন ২০০৮ ০০:২৯ | 12.163.39.254
  • আমি কেন পড়ি? ছোটোবেলার অভ্যেস। বাবাকেও পড়তে দেখেছি। ঃ)
  • arjo | ১২ জুন ২০০৮ ০০:২৯ | 168.26.215.54
  • না না এমন দেশ-দ্রোহী হয়ে বাঁচা যায় না। কিন্তু মরাও যায় না। মরলে বলবে দেশ-দ্রোহী মরেছে এবং আরও বাজে বাজে গাল দেবে। খুবই কঠিন অবস্থা।
  • Tim | ১১ জুন ২০০৮ ২৩:৩৩ | 128.173.176.128
  • ছ্যাছ্যা সব্বাই দেশ-দ্রোহী হয়ে গ্যালো!
  • Paramita | ১১ জুন ২০০৮ ২৩:২৫ | 63.82.71.141
  • হনু বল্লেন "দেশ ব্যাপক বাজে পত্রিকা" কিন্তু তারপরই "আমি কোনদিনই দেশ পড়িনি" - তাহলে ধারণাটা শুধুই অন্যের থেকে শুনে শুনেই?

    (আমারও দেশের প্রতি তেমন ইশে নাই, কিন্তু একটু ডেভিলস অ্যাডভোকেট খেলছি)
  • aja | ১১ জুন ২০০৮ ২২:১৫ | 207.47.98.129
  • আমি তো হতচ্ছেদ্দা করিনি, প্রতিবেশী করেছে ঃ)।
  • bozo | ১১ জুন ২০০৮ ২১:৫০ | 128.111.119.126
  • আমাদের ক্যাম্পাসেও অনেক ময়ূর ছিল। সাপ কমাতে ছাড়া হয়েছিল। তাদের বিশেষ লোভনীয় খাদ্য ছিল ক্যান্টিনের পকোড়া।

    আর অজ দা শেষে আপনি (এটা বোল্ড অ্যান্ড আন্ডারলাইন) 'ময়ূরের ডাক' কে হতচ্ছেদ্দা করলেন????ঃ-)
  • aja | ১১ জুন ২০০৮ ২০:৫৩ | 207.47.98.129
  • ক'দিন থেকে আমাদের পাড়ায় একটা ময়ূর ঘুরে বেড়াচ্ছে। পাড়ার এক ভদ্রলোকের সাথে সকালে ড্রাইভওয়েতে দাঁড়িয়ে গপ্প হচ্ছিল। এমন সময় ময়ূরটাকে দেখা গেল। আম্রিকান, চিড়িয়াখানার বাইরে ময়ূর দেখে মুগ্‌ধ - কি সোন্দর পাখি। আমি পোলাইটলি ইনফর্ম কল্লুম - এত্ত সুন্দর পাখির ডাকটি কিন্তু ভয়ানক। ভদ্রলোক খানিক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে বল্লেন - তবে আজ সকালে ঐ ডাকেই কাঁচা ঘুম ভাঙল। আমি ভাবছিলুম পাশের বাড়ির বাচ্চাটার গলায় হঠাৎ এত জোর কোত্থেকে এল!

    পাশের বাড়ীতে একটি ছ'মাসের বাচ্চা আছে।
  • pk | ১১ জুন ২০০৮ ২০:০৯ | 125.20.11.34
  • কেউ বিষয়টা খুলে দেবেন,
  • pk | ১১ জুন ২০০৮ ২০:০৭ | 125.20.11.34
  • আমি ভগবাব্‌নকে একতু আলোচনা চাইছিলাম।কিনতু কিছুতেই টইএর পাতায় বিষউঅতা খুলতে পারছি না। সাহায্য চাই।
  • Arijit | ১১ জুন ২০০৮ ১৯:৪৪ | 59.93.192.112
  • হাওয়া হই নি - ইন্টারনেটে ঢোকা হয় না। আসলে বাবা প্রায় সর্বক্ষণ কিছু না কিছু খুটখাট করে - ওই এক্সেলে হিসেবপত্তর - তো আমি মাঝেমাঝে মেল দেখার সময় বের করে নিই। আপিসে জয়েন করলে ভাটে আসবো। আর সব গোছতে হচ্ছে তো - মানে এই ধরো জামাপেন্টুল রাখবো - আলমারি নাই - যেটা আছে তাতে চারজনের হয় না - তাই তিনদিন ধরে সেই খুঁজে বেড়াচ্ছি।
  • Tim | ১১ জুন ২০০৮ ১৯:২৮ | 204.111.134.55
  • আমি তো পড়েছি অজ্জিতদার লেখা। এই নিয়ে একটা পোস্তাব ছিলো। পরে এসে টই তে লিখছি।
    বোধিদা,
    পেসোয়া নিয়ে লেখার কথা ছিলো নাকি? ঃ-)
  • h | ১১ জুন ২০০৮ ১৭:৫৩ | 125.18.104.1
  • অরিজিত, কেউ না পড়লে যদি না লিখি তাইলে তো লেখা ছেড়ে দিতে হয়। বেসিকালি কেস হল কারো কি খেয়ে দেয়ে কাজ নেই যে সব লেখা পড়বে? মোটামুটি যে কজন পড়ছে এই অনেক। কমেন্ট দিয়ে কে কজন পড়ছে কিসু বোঝা যায় না। ধরে নাও পড়েছে ঃ-)

    আমায় পয়েন হল কেউ আমার লেখা না পড়লে আমার অন্তত জাস্ট ড্যাশ যায়। পোসালে, বক্তব্য থাকলে, লিখবো। না থাকলে লিখবো না। লোকে পোসালে, টাইম পেলে, ইচ্ছে হলে, পড়বে। না হলে পড়বে না।

    বাই দ্য ওয়ে আমি গুরুর প্রকাশিত লেখা সব কটাই পড়েছি। এবং দেশ কোনদিন ই পড়ি নি। তাতে কি এসে যায়। দেশের বা গুরু র লেখক দের?
  • h | ১১ জুন ২০০৮ ১৬:৩১ | 125.18.104.1
  • টিম, ঐ পেসোয়া সম্পর্কে লেখাটার কি হল? লিখে ইশান বা দমু কে পাঠিয়ে দিলেই তো ল্যাঠা চুকে যায়। নাকি অলরেডি দিয়েছো।
  • h | ১১ জুন ২০০৮ ১৫:২০ | 125.18.104.1
  • ফাব্রেগাস আর আলোন্সো কে কিন্তু লাগবে। এরকম খোলা মাঝ মাঠ সব ম্যাচে পাবে না।
  • h | ১১ জুন ২০০৮ ১৫:১১ | 125.18.104.1
  • রাশিয়ান ডিফেন্স বলে কাল কিসু ছিল না। মোটামুটি যা ডিফেন্স সেটা এদের একটা করে দৌড়েই শেষ। অন্তত আরো চারটে গোল দিতে পারতো। বরঞ্চ রাশিয়া আনলাকি যে ওদের দুইটা গোল হল না। একটা পোস্টে আর একটা ওয়ান অন ওয়ান পেয়ে কনভার্ট করতে পারলো না। বারে যেটা লাগলো সেটা ধরছিনা, কারণ ওটা ডিপ করছিল না, ওপরের দিকে লেগেছে। ওরকম সব সময়েই হতে পারে। হেড করে যেটা গোল দিয়েছে সেটা অবশ্য কোয়ালিটির দিক দিয়ে ফ্যান্টাস্টিক। পেছন থেকে এসে মাথ বাড়িয়ে ডিফেন্ডার এর মুখের সামনে থেকে হেড দিয়ে দিলো। মানে এরা আরো গোল দেবে। হয়তো সুইডেন আর গ্রীস কে একটু বেশি দেবে।
  • Arpan | ১১ জুন ২০০৮ ১৪:৫৮ | 202.91.136.71
  • ** না ঘুমুলে, ব্যক্তিগত (বেসিকালি এক হাতে টাইপ করছি)

    তবে কাল রাশিয়ান ডিফেন্স নিয়ে আমি হতাশ। প্রচুর আক্রমণে উঠছিল বলেই রক্ষণে বড়বড় ফাঁকফোকর ছিল।

    মালুদাকে নিয়েও আমি একটু হতাশ। ইনফ্যাক্ট পুরো ফ্রান্স টিমটারই (রিবেরি বাদে) গতি অস্বাভাবিক কম। ব্যক্তিগত স্কিলও নাই।

    আর আজকের কাগজে দিয়েছে নিস্তেলরুইয়ের গোলটা অফসাইড থেকে নয়। ঃ))
  • Arpan | ১১ জুন ২০০৮ ১৪:৫২ | 202.91.136.71
  • কালকের রাতের খেলাটা দেখিনি। বয়স হচ্ছে। আটঘন্টা ন ঘুমুলে আফিসে বসে বসে হাই তুলি। ঃ(

    ঠিক করেছি গভীর রাতেরটা বেছে বেছে দেখব।

    অরিজিত কি জয়েন করে ফেলেছে? ব্যকতিগত অভিজ্ঞতায় বলে পুচকুদের নিয়ে দেশে ফিরলে সমস্যা হবার কথা না। প্রচুর লোক ঘিরে থাকে দেখভালের জন্য। ঃ)
  • h | ১১ জুন ২০০৮ ১৪:৪৭ | 125.18.104.1
  • সুইডেনের কাকে ভাল্লাগলো। আমি খুব ইম্প্রেসড নই। ইব্রাহিমোভিচ যা জায়গা নিয়ে খেলে অত জায়গা ওকে বেশি কেউ দেবে না। যদিও খুব বড় মাপের প্লেয়ার তবু আমার মনে হল ওর জায়গা একটু বেশি লাগে সেটা ওকে কেউ দেবে না। কাল টরেস একটু সাবডিউড থাকার কারণ টাও এক বলে মনে হয়, একটু জায়গা পেলে উড়িয়ে দেবে, কিন্তু জায়্‌গা কে দেবে, দৌড়তেই দেবে না সেরকম ডিফেন্স হলে।

    অরিজিত টা শালা ফুল হাওয়া হয়ে গেল। দুইটা পুচকু, ওর এখন নির্ঘাৎ নিঃশ্বাস ফেলার টাইম নাই।
  • Arpan | ১১ জুন ২০০৮ ১৪:৪১ | 202.91.136.71
  • দিমু। দিনক্ষণ কিছুই ঠিক হয়নি। ঃ)
  • h | ১১ জুন ২০০৮ ১৪:৩৯ | 125.18.104.1
  • হ্যাঁ ব্যাপক। জুলাইয়ে আইলে খপর দিস। খাইদ্য মইদ্য ইত্যাদি ব্যাপারে জরুরী আলোচনা করা যাবে ঃ-)
  • Arpan | ১১ জুন ২০০৮ ১৪:৩৩ | 202.91.136.71
  • হানু এসেছ? কাল টরেস আর ভিলার যুগলবন্দী দেখে মন ভরে গেল।
  • h | ১১ জুন ২০০৮ ১৪:৩১ | 125.18.104.1
  • দেশ তো ব্যাপক বাজে পত্রিকা, এইটা নিয়ে এত আলোচনার কি হল?
  • Arpan | ১১ জুন ২০০৮ ১৪:৩০ | 202.91.136.71
  • হা-আ-আ-আ-আ-আ-ই।
  • Paramita | ১১ জুন ২০০৮ ১৩:৫৭ | 143.127.131.4
  • হাই!
  • Sudipta | ১১ জুন ২০০৮ ১২:৫৪ | 125.16.6.217
  • S,
    রাজপাট কে কিন্তু একবার-ও আমি অশ্রদ্ধা করি নি, ওটা সত্যি রীতিমত ভালো লেগেছে, ভালো লেগেছে লেখিকার ওর পেছনের তথ্য সংগ্রহের পরিশ্রম, ইতিহাস ঘাঁটা, কাহিনীর বিস্তার, সিদ্ধার্থর মত একটি চরিত্র গড়ে তোলা। সত্যি সংগ্রহে রাখার মত। তবে দু-একটা জায়গা একটু খাপছাড়া লেগেছে, ঐ অবধি।
    ভালো ম্যাগাজিন? এবার বাড়ি ফিরে শিয়ালদা থেকে তিস্তা তোর্ষায় ওঠার আগে হুইলার থেকে টাইমস অফ ইন্ডিয়ার একটি বাংলা ম্যাগাজিন কিনেছিলাম (খুব সম্ভব 'আমার সময়')। পড়ে দিব্য লেগেছিল, এরকম যদি প্রতিটি সংখ্যা হয়, দেশ-এর কপালে দুঃখ আছে।
  • S | ১১ জুন ২০০৮ ১২:০৯ | 87.56.57.94
  • উরিশ্লা, আমি একবার মাত্র ভিক্টোরিয়া চত্বরে গিস্‌লাম। স্বর্ণালীকে নিয়ে। তখনও স্বর্ণালী এমংকি আমার প্রেমিকাও হয় নি। ওকে দেখলে কেবল আমার হৃদয় তুড়ুক নাচ নাচত, এই পর্যন্ত। তো আইআইটিতে চান্স পেয়েছি, সেই অজুহাতে ওকে নিয়ে কলকাতায় খাওয়াতে এনেছিলাম। লাস্টে ও-ই প্রোপোজাল দিল ভিক্টোরিয়ায় গিয়ে বসি। খেয়ে দেয়ে গিয়ে তো বসলাম।

    এক ভিখিরি এসে হাজির। ভাই পঞ্চাশটা পয়সা দেবে। অ্যাজ ইউজুয়াল, হাত নেড়ে বলেছিলাম, মাফ করো। বুড়ির সে কী রোয়াব! "একটাকা দুটাকা পাঁচ টাকা যা কয়েন আছে, দিলেই পুরো খুচরো ফেরৎ পেয়ে যাবে। আমি শুধু পঞ্চাশ পয়সা চেয়েছি। বেশি তো চাই নি ভাই। দিয়ে দাও।'

    এর পর আর কিছু বলার থাকে না। দিতেই হল। তারপর যে কতবার চানাচুরওলা, কফিওলা দশবার করে রাউন্ড মেরে গেল আমাদের পাশে ...

    আর কোনওদিন ভিক্টোরিয়া যাই নি।
  • Arpan | ১১ জুন ২০০৮ ১১:৩৪ | 202.91.136.71
  • সে যাক। জুলাইতে তুমি কলকাতায় থাকবে? আমি এক হপ্তার জন্য যেতে পারি।
  • Arpan | ১১ জুন ২০০৮ ১১:২৯ | 202.91.136.71
  • হঃ, কম্পোজিট বাংলা বাক্য গঠন করতে গিয়ে যে দুরূহ একখানি অর্থ নির্মাণ করলে, তার বেলা?

    "ঘটি হাতা ব্লাউজে বিভিন্ন মাসিপিসির চোখে আমরা এরকমই বেমানান ছিলাম'।

    এইটার মানে কী দাঁড়াল? আমরা ঘটি হাতা ব্লাউজ পরলে মাসিপিসির চোখে এমন বেমানান হতাম। ঃ)
  • Arpan | ১১ জুন ২০০৮ ১১:২৫ | 202.91.136.71
  • স্টপের নাম আমি জানি না। ওই একটা হোটেল আসে। বোধহয় এয়ারপোর্ট অশোক। সেইখানে নেমে পড়লেই হবে। কন্ডাক্টরকে বলে রাখলেই হবে।
  • m | ১১ জুন ২০০৮ ১১:২৩ | 12.240.14.60
  • এরপর আর ছড়ালে লরিতেও আটবে না- মালগাড়ি ভাড়া কত্তে হবেঃ))))))))))
  • Arpan | ১১ জুন ২০০৮ ১১:২৩ | 202.91.136.71
  • ** পড়তে
  • Arpan | ১১ জুন ২০০৮ ১১:২১ | 202.91.136.71
  • কী কেলো!

    আমি ভাবলাম উজানের বাবা যে ঢোলা পাজামা পরত, তাতে তোমাদের (কৃশকায়) বাবারা দুজনে মিলে ঢুকে পড়ে পারতেন। ঃ)))
  • m | ১১ জুন ২০০৮ ১১:২০ | 12.240.14.60
  • এয়ারপোর্টের পর থেকে উল্টোডাঙা পর্যন্ত পুরো রাস্তাটার নাম ই তো ভিআইপি রোড- তার কোথায় নামতে হবে?
  • m | ১১ জুন ২০০৮ ১১:১৮ | 12.240.14.60
  • অপ্পন সক্কাল সক্কাল আমার বাবার সঙ্গে উজানের বাবাকে গুলিয়ে ফেলেছোঃ))))
  • Arpan | ১১ জুন ২০০৮ ১১:১৮ | 202.91.136.71
  • ভিআইপি রোডে নেমে দু'পা হাঁটলেই তো পড়ে।
  • Arpan | ১১ জুন ২০০৮ ১১:১৭ | 202.91.136.71
  • কে ঢোলা পাজামা? আমাদের ঈশান তো বেশ ফ্যাশন কন্‌সাস।
  • m | ১১ জুন ২০০৮ ১১:১৬ | 12.240.14.60
  • অ্যাঁ,সেই রাস্তায় হেঁটে প্রেম?সেই অবধি পৌঁছোয় কি করে?
  • m | ১১ জুন ২০০৮ ১১:১৫ | 12.240.14.60
  • হ্যাঁ এখন হাতে হাতে মোবাইল,মুখে পানমশলা,হাতে হেলমেট আর কবজিতে লাল সুতোর সমাহার- নতুন প্রেমের কান্ডারিরা খুব ই অচেনাঃ)
    অবশ্যি বাবাদের দুজন ঢুকে পড়তে পারার মত ঢোলা পাজামা আর ঘটি হাতা ব্লাউজে বিভিন্ন মাসিপিসিদের চোখে আমরা এরকমই বেমানান ছিলাম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত