এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Ishan | ১৮ জুন ২০০৮ ২২:১৪ | 12.163.39.254
  • অনেকদিন পরে একটু ফাঁকা সময় পেলাম। কেমন একটা শুক্কুরবার শুক্কুরবার লাগছে।
  • bozo | ১৮ জুন ২০০৮ ২২:১৪ | 128.111.119.126
  • আঙ্গুর না পেলেই টক ঃ-)

    এক্সপ্রেসো মেশিন।

    আমার তো TJ এর ডাম্পলিং ব্যাপক লাগে। লাল চাইনিজ সস মেরে খাই। কিম্বা সুশী। যদিও বেশীর ভাগ ভেরাইটি হল ক্যালিফোর্নিয়া রোল।

    বাদাম চাক টা খুঁজতে হবে তো। নাম কি এক্সাক্ট জানো?
  • Paramita | ১৮ জুন ২০০৮ ২২:০৭ | 63.82.71.141
  • ট্রেডার জো'স একটা অদ্ভুত দোকান। খুঁজতে থাকলে একদম খনি। ওখান লেবুপাতা(অ্যাকচুয়ালি লেমন গ্রাস) আর শুকনোলঙ্কা ভাজা দেওয়া একটা থাই বাদাম রাখে যেটা খেয়ে এক বন্ধু বলেছিল "বাদাম যে এত ভালো খেতে হয় জানতাম না।" দারুণ সব সসেজ পাওয়া যায়। এমনকি পাউঁরুটিগুলিও দারুণ খেতে। দেশবিদেশের স্পেশাল্টি খাবারগুলোর কভারেজ দারুণ।
  • Ishan | ১৮ জুন ২০০৮ ২২:০৬ | 12.163.39.254
  • ফ্রি কফি খেতে ভালো হয়না। ;)
  • Paramita | ১৮ জুন ২০০৮ ২২:০৩ | 63.82.71.141
  • স্টাঃবাঃ কফি?
  • bozo | ১৮ জুন ২০০৮ ২২:০১ | 128.111.119.126
  • আমাদের তো রোজ কফি ফ্রী। (রেগুলার কফি)
    actually Trader Joe's এর কিছু কুকিও আমার বেশ ভালো লাগে।
  • Paramita | ১৮ জুন ২০০৮ ২১:৫৯ | 63.82.71.141
  • বিস্কোটি আমারও ভাল্লাগে। স্টাঃবাঃ ফ্লেভারগুলোর মধ্যে আমার ভাল্লাগে মোকা উইথ হুইপড ক্রিম। আপিশের ফিরিটা অবশ্য রেগুলার - চিনি-দুধ নিজেদেরই মিশিয়ে নিতে হয়।

    তবে যাই বল তাই বল, নেসলের গুঁড়ো কফি বেশি করে দুধ চিনি দিয়ে - তার কাছে কিছু লাগে না।
  • bozo | ১৮ জুন ২০০৮ ২১:৫৬ | 128.111.119.126
  • স্টার্বাক্সের ভ্যানিলা বিস্কোটি আমার দারুন লাগে। যেকোনো ইটালিয়ান কুকিস ই আমার প্রিয়ঃ-)
  • Paramita | ১৮ জুন ২০০৮ ২১:৪৬ | 63.82.71.141
  • এদিকে আমি যথার্থ রাজভক্তের মত টোস্টেড বেগেল, ক্রিম চিজ ও স্টার্বাক্স দিয়ে ব্রেকফাস্ট কচ্ছি - আহ! (সব ফিরি বুধবারে)
  • r | ১৮ জুন ২০০৮ ২১:৪০ | 125.18.17.16
  • বে থের কথা শুনলে স্বদেশী আন্দোলনের দিনগুলো মনে পড়ে যায়- বিদেশী বই পড়ব না, বিদেশী খাবার খাব না ইত্যেদি ইত্যেদি।
  • r | ১৮ জুন ২০০৮ ২১:৩৮ | 125.18.17.16
  • হ্যাঁ, কল্লাম।
  • r | ১৮ জুন ২০০৮ ২১:৩৭ | 125.18.17.16
  • আমার আবার ব্রুকিয়ান মহাভারাতা বহুৎ পছন্দের। তবে মালটা সিনেমা হিসেবে নয়, নাটক হিসেবে দেখতে হবে। অ্যাভিগননে এই নাটকের মঞ্চায়নের কথা পড়লে গায়ে কাঁটা দেয়।
  • nyara | ১৮ জুন ২০০৮ ২০:৫৯ | 64.105.168.210
  • র-বাবুকে, অনুমান যথার্থ।

    ব্রুক সাহেবের মহাভাতের অ্যাব্রিজড ভার্সান দেখেছিলাম। আহামরি কিছু লাগেনি। লাগার কথাও নয়, কারণ হাইপ শুনে ভেবেছিলাম কী না কী দেখব।

    রিটায়ার করে পুরো মালটা একবার দেখার ইচ্ছে আছে।
  • d | ১৮ জুন ২০০৮ ২০:৫৩ | 121.247.66.133
  • নাঃ ইন্ডোকে পুষব না। ইন্ডো ঠিক "পুষ্যি' টাইপ নয়কো।

    শমীক এত নিন্দুক কেন? অথবা কূপমন্ডুকও বলা যায় অবিশ্যি।
  • arjo | ১৮ জুন ২০০৮ ২০:৫০ | 168.26.215.54
  • শমীক দেশ বিদেশের খাবার দাবার সম্বন্ধে একটু মনটা খোলা রেখো। অনেক বাজে খাবারের সাথে মাঝে মাঝে দু একটা ভালো খাবারও পেয়ে যাবে।

    আমি যেমন চিকেন সুকিয়াকি ট্রাই করেছিলাম। একজন চাকরি পেয়ে ওসাকায় খাইয়েছিল। তখন ওসাকা মানে বিরাট ব্যপার। আমি সেখানে গিয়ে চিকেন সুকিয়াকি ট্রাই করে কিছু সেদ্ধ চিকেন, গ্লাস নুডুল্‌স খেয়ে ঠকেছিলাম। কিন্তু তাও এক্সপেরিমেন্ট ছাড়ি নি।

    র কি মুভ করলে?
  • I | ১৮ জুন ২০০৮ ২০:৪৯ | 59.93.255.77
  • "বাঙ্গালীমাত্রেই যৌবনে পোষে চাঁদ ও মধ্যবয়সে দাদ'-কার উক্তি?
  • r | ১৮ জুন ২০০৮ ২০:৪৩ | 198.96.180.245
  • আমি কিছু পুষি না- কুকুর, সাপ, রাগ, অভিমান, শুঁটকি- কিচ্ছু না।
  • S | ১৮ জুন ২০০৮ ২০:৩৪ | 62.242.151.226
  • আজ এক ডেনিশ বড়কত্তার বাড়িতে ডিনারের নেমন্তন্ন। বেশ করে খেয়েদেয়ে পেট ভরিয়ে নিলুম। হেউ। এবার বেরোব।
  • I | ১৮ জুন ২০০৮ ২০:৩৩ | 59.93.255.77
  • তাছাড়া আর একটা সুবিধা আছে। আমায় তুমি জ্যান্ত অবস্থাতেই সংরক্ষণ করতে পারবে। আমার বিশ্বাস আমি একটি সং।
  • arjo | ১৮ জুন ২০০৮ ২০:৩০ | 168.26.215.54
  • পিটার ব্রুকের মহাভারত দেখতে শুরু করেছিলাম। কিন্তু ভালো লাগে নি। লোকে গালি দিতে পারে কিন্তু কিছু করার নেই। যেমন কুরোসাওয়ার ম্যাকবেথ। দেখতে পারি নি।

    আমার মাসির বাড়িতে একটা অ্যালসেশিয়ান ছিল, নাম ছিল কিটি। মাসির বাড়িতে গেলেই গায়ে উঠত। তখন খুব ভয় লাগত। এরপর যখন মরে গেল তখন কিন্তু ভারি মন খারাপ হয়েছিল।
  • I | ১৮ জুন ২০০৮ ২০:২৮ | 59.93.255.77
  • আমায় পোষো। ফুটুস করে মরবো না, কথা দিলাম।
  • d | ১৮ জুন ২০০৮ ২০:২৬ | 121.247.66.133
  • এই প্রাণীগুলো ভারী ইয়ে। এসে একগাদা মায়া বাড়ায়। তারপর ফুটুস করে মরে যায়। ঃ((((
    এই দুঃখে আমি আজকাল কিচ্ছু পুষি না।
  • d | ১৮ জুন ২০০৮ ২০:২৫ | 121.247.66.133
  • তোর কি পোষা puppy মারা গেছে? তাকে কি সংরক্ষণ করতে পারলি?
  • r | ১৮ জুন ২০০৮ ২০:১৮ | 198.96.180.245
  • মানে ডিভিডিটা।
  • r | ১৮ জুন ২০০৮ ২০:১৮ | 198.96.180.245
  • আছে।
  • sinfaut | ১৮ জুন ২০০৮ ১৯:৩৩ | 117.195.196.159
  • কেউ কি পিটার ব্রুকের মহাভারত দেখেছে/ন?
    আজ নামালাম। ঃ-D
  • sinfaut | ১৮ জুন ২০০৮ ১৯:১১ | 117.195.196.159
  • ব্যক্তিগত ইতিহাস পড়লে বলা যেতে পারে - ময়রার। অনেকবার।
  • a | ১৮ জুন ২০০৮ ১৮:৪১ | 220.225.7.11
  • অজ্জিত দা, কোন দোকানে গেলে শেষ ওবধি?
  • Arijit | ১৮ জুন ২০০৮ ১৮:২২ | 61.95.144.123
  • অভিজ্ঞতা বলতে অনেক কিছু চোখে লাগছে, আর গরমে সেদ্ধ হচ্ছিলুম - দুদিন বিষ্টি হয়ে বেঁচে গেছি। ছেলে পাঠ ভবনে ভত্তি হয়ে গেছে - সেটা বড় নিশ্চিন্ত।
  • stoic | ১৮ জুন ২০০৮ ১৮:১৮ | 160.103.2.224
  • অরিজিত,

    ওয়েলকাম ব্যাক। দেশে ফিরে রিসেট্‌ল্‌ করার অভিজ্ঞতা কিরম হচ্ছে জানিও।
  • Arpan | ১৮ জুন ২০০৮ ১৮:০৮ | 202.91.136.71
  • হে হে।
  • Arijit | ১৮ জুন ২০০৮ ১৭:৫৭ | 61.95.144.123
  • আজ জয়েন করলুম। সারাদিন গুচ্ছের বোরিং প্রেজেন্টেশন শুনে এই এবার বাড়ি যাবো। কাল কথা হবে।
  • sapta | ১৮ জুন ২০০৮ ১৭:৫১ | 220.227.179.4
  • এতো ভালো সাইটে কোনো RSS feed নেই?
  • Div0 | ১৮ জুন ২০০৮ ১৬:১৮ | 160.109.98.44
  • রামবাবা ও ভগ্বানের সন্ধি
    পিঁপড়ে ও উই জিডিপিতে তোলে অনুরণন
    প্রোঃ শঙ্কু সঙ্গীতাকে শেখান বাইক্যগঠন
    গুরুতে ই কি অনাছিষ্টি পাবন্ধি
  • r | ১৮ জুন ২০০৮ ১৬:০৫ | 198.96.180.245
  • ভাটানীহ নিশ্চুপ ভারতে
    পিঁপড়েরা মূত্র করে পাতে।
  • Arpan | ১৮ জুন ২০০৮ ১৪:৫২ | 202.91.136.71
  • ল্লে পচা! আমাদের ইশ্‌কুলের ওয়েবসাইট হয়েছে।

    http://www.bnghs.r8.org/
  • Arpan | ১৮ জুন ২০০৮ ১৪:৪৫ | 202.91.136.71
  • তাই নাকি!
  • sinfaut | ১৮ জুন ২০০৮ ১৪:৪২ | 66.232.102.157
  • আঁইইক্‌স
  • S | ১৮ জুন ২০০৮ ১৪:৪১ | 194.239.94.33
  • হ্যাঁ, সত্যি কেমন একটা তিতকুটে স্বাদ। ওটাকেই বেগেল বলে জানতাম না।

    আজ আবার একজনের বাড়িতে ডিনারের নেমন্তন্ন আছে। শুনে থেকে আতঙ্ক লাগছে। কী খাওয়াবে কে জানে!
  • r | ১৮ জুন ২০০৮ ১৪:৪০ | 125.18.17.16
  • ন্যাড়াস্যারের বাল্যবন্ধু কি ব্রাঃ?
  • Arpan | ১৮ জুন ২০০৮ ১৪:১০ | 202.91.136.71
  • নয়?
  • S | ১৮ জুন ২০০৮ ১৪:০৪ | 194.239.94.33
  • কোনটা? ঐ পচা পাঁউরুটি?
  • Arpan | ১৮ জুন ২০০৮ ১১:৫৮ | 202.91.136.71
  • ** বেগেল
  • Arpan | ১৮ জুন ২০০৮ ১১:৫৭ | 202.91.136.71
  • শমীক বোধহয় ব্যাগেলের কথা বলছে। এঃ, সকাল সকাল পড়েই মুখটা কেমন তিতকুটে হয়ে গেল। ঃ(
  • dri | ১৮ জুন ২০০৮ ১০:৫২ | 75.15.87.56
  • এবারের বেড়ানোর বেশীটাই ফ্যামিলি টাইম। গল্পগাছা। আর অল্পস্বল্প ডে-ট্রিপ। বড়সড় কিছুই নয়। একদিন ইলিনয় নদীর পাড়ে ক্যাম্পিং। কখনো বৃষ্টিতে বাড়ি বসে গাছে লাল টুকটুকে পাখি দেখা। খাওয়া দাওয়া। ঘনঘন ওয়েদার ডট কম চেক করা। খুচখাচ বিদ্যুৎ চমকানি। টিভিতে সেডার র‌্যাপিডসের ভেসে যাওয়া ডাউনটাউন। একদিন আইওয়া রিভারের পাশে স্যান্ডব্যাগিং দেখতে যাওয়া। কাদার মধ্যে ছোট্ট হলুদ ট্যাংকের ব্যস্ত বিচরণ। জঙ্গলের মধ্যে আনএক্সপেক্টেডলি সদ্যোজাত (খরগোশের সাইজের) সোনার হরিণ দেখে ফেলা।

    ইটিসি।
  • m | ১৮ জুন ২০০৮ ১০:৩৭ | 12.240.14.60
  • দ্রি,
    আপনি নিশ্চয় আমাদের দিকে এসেছিলেন- কেমন উপভোগ করলেন পোড়ো মিডওয়েস্ট? পথে কোনো অসুবিধায় পড়েন নি আশাকরি।
  • dri | ১৮ জুন ২০০৮ ১০:২৯ | 75.15.87.56
  • মাইমা, মিসিসিপির ওপর ব্রিজ আমরাও দেখে এলাম। পাড়ের গাছগুলো সব গলা জলে ডুব দিয়ে আছে। একটা আরভির মাথা দেখা যাচ্ছে শুধু। আগের বার যে ব্রিজটাকে মনে হয়েছিল অকারণ উঁচু, সেদিন মনে হল জাস্ট রাইট।
  • dri | ১৮ জুন ২০০৮ ১০:২৪ | 75.15.87.56
  • ব্ল্যাংকি, ছবিটা আমার ঠিকই লাগছে। ঝাপসা ঝাপসা এফেক্টটা মনে হয় লো ক¾ট্রাস্টের জন্য। বিল্ডিংএর রং আর আকাশের রং প্রায় মিশে গেছে। গাছের পাতার সাথেও বিশেষ ক¾ট্রাস্ট নেই। এটা কি ট্রাইপডে তুলেছিস? ফোকাসের গোলমাল ছবির সফ্‌টনেসের একটা কার হতে পারে? ছবিটা কি তুই সেন্টার ফোকাস পয়েন্টে তুলেছিলি? বাড়ি দুটো যেহেতু অফ-সেন্টার, তাই হয়ত সফ্‌ট হয়েছে। আমি আসলে বড় করে ছবিটা দেখতে পাচ্ছি না।

    আর বাঁকা লাগার কারণটা তো আর্কিটেকচারাল ফোটোগ্রাফির খুব ক্লাসিকাল প্রবলেম। উঁচু বিল্ডিংএর মাথা ফোটোগ্রাফ করার জন্য লেন্স ওপরের দিকে টিল্ট করালে এটা হয়। খেয়াল করলে দেখবি দুটো বাড়িই বেঁকেছে। ফ্রেমিংটা এমন যে ঐ পেছনের বাড়িটা বেশী বাঁকা লাগছে। একটা উঁচু রেক্ট্যাঙ্গুলার স্ট্রাকচার ট্র্যাপিজিয়ামের মত লাগে যদি তুই লেন্স প্যারালাল না রেখে টিল্ট করিস। এক ধরণের পার্স্পেক্টিভ ডিস্টর্শান।
  • m | ১৮ জুন ২০০৮ ১০:০৬ | 12.240.14.60
  • ইন্দু,
    মিসিসিপি টা বেশ চকচকে নধর মত হয়ে উঠেছে- ব্রিজের নীচে জড়ামড়ি করে থাকা গাছের মাথার সবুজ টুকু কোনোমতে জেগে আছে । নদীর ধারের সব রাস্তা বন্ধ- ক্যাসিনোর সামনে একটা স্কাই ব্রিজ আছে।দলে দলে লোক সেটার মাথায় চড়ে নদী দেখছে।বেশ একটা উৎসবের আবহ।
  • ar | ১৮ জুন ২০০৮ ০৯:৪৪ | 151.203.193.150
  • sweet 17th

    Boston Celtics 131 - LA Lakers 92

    আহা !!!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত