এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nandy | ১৪ জুন ২০০৮ ০২:০১ | 131.95.121.107
  • পাল্টে দেবার স্বপ্ন আমার এখনো গেলো না!
    এইরম গানও গাইছে।
  • Ishan | ১৪ জুন ২০০৮ ০১:৫৭ | 12.163.39.254
  • ধুত্তেরি। এরা সব নাম পাল্টে ফেলল নাকি? কি জ্বালা।
  • P | ১৪ জুন ২০০৮ ০১:৫৬ | 193.32.3.83
  • ঃ-)
  • nandy | ১৪ জুন ২০০৮ ০১:৪৯ | 131.95.121.107
  • ইহারা ছড়াণু বা অণুছড়া, দুর্বৃত্ত ছন্দে রচিত।
  • Karen | ১৪ জুন ২০০৮ ০১:৪৩ | 63.82.71.141
  • আচ্ছা ইহারা কি অনুবৃত্ত না ধুষ্টুপ ছন্দে রচিত? ইহাদিগকে কি ছড়া না অণুকবিতা বলে? বাঙ্গালী বাবুরা সাহিত্যের এই বিশেষ শাখাটির উপর আমাকে হোমওয়ার্ক করিয়া ও ট্রেনিং লইয়া তবেই অনসাইটে আসিতে বলিয়াছেন।
  • dd | ১৪ জুন ২০০৮ ০১:৪২ | 122.167.21.58
  • বাঃ রে।
    রিটায়ার করার বছর ছ সাত আগেই। ঘচাং ফু।

    তখনো বৃদ্ধ। এবং সাক্ষাত বেকার।
  • nandy | ১৪ জুন ২০০৮ ০১:৩৯ | 131.95.121.107
  • বৃদ্ধ বয়সে কিকরে হয়? তখন তো রিটায়ার করার সময়!
  • nyara | ১৪ জুন ২০০৮ ০১:৩৯ | 67.88.241.3
  • তরুণ? হা হা!
    একি বললেন ডিডিদাদা -
    তরুণরা ফটাফট
    চাকরি লেফ্‌ট অ্যান্ড কট।
    শুধু আমাদেরি শুকতলা ফাঁক
    হয় চুল পেকেছে নয় মাথাজোড়া টাক।
  • dd | ১৪ জুন ২০০৮ ০১:৩০ | 122.167.21.58
  • বেকার মানেই নয় শ্রীমান তরুন
    বৃদ্ধ বয়সেও হয় অবস্থা করুন
    পায়ের তলের থেকে সরে যায় ভুঁই
    আচমকাই। এইসব বুঝবি কি তুই
    তবে ভগ্বান আছেন, এমন না করুন।।
  • Karen | ১৪ জুন ২০০৮ ০১:২৫ | 63.82.71.141
  • আমি কারেনকুমারী।
  • P | ১৪ জুন ২০০৮ ০১:২৪ | 193.32.3.83
  • দে মা এনারাইদের বেকার করে
    সব ঝাঁ-চকচকে সিভিক কেড়ে।
    ওদের বেকার-বিলাসিতা সওয়া দায়
    তাও যখন লক্ষ টাকা মাসিক আয়।
    বসিয়ে দে মা ওদের চা-দোকানের বেঞ্চি 'পরে
    হাত থেকে শ্যাম্পেনের ফুলুট কেড়ে।
    দেখিয়ে দে মা বাপের মুখ আইস আইস
    বুঝুক ওরা ক কিলো ধানে ক কিলো রাইস।
  • Du | ১৪ জুন ২০০৮ ০১:২৪ | 67.111.229.98
  • এইড্যা ক্যারে ?
  • Karen | ১৪ জুন ২০০৮ ০১:২১ | 63.82.71.141
  • আমি শীঘ্রই কলিকাতায় অনসাইটে যাইব। তাই বাঙ্গালি কলচরের সহিত পরিচিত হইতেছি। উত্তমরূপে বাংলা ভাষা শিক্ষা করিয়া না গেলে বাংগালি বাবুরা কুপিত হইবেন।
  • dd | ১৪ জুন ২০০৮ ০১:২১ | 122.167.21.58
  • গোঁপ চুরি হয় হোক আবার গজাবে
    নাহলে তো ফলস টলস, ও সবই মজাবে
    কিন্তু জীবনের রস তারিয়ে তারিয়ে
    জমা হয়। নাম ও কতো গিয়েছে হারিয়ে
    অন্ধ গলি, বন্ধ পথ। তাও তো খোঁজাবে।।
  • jo | ১৪ জুন ২০০৮ ০১:১৬ | 168.26.215.54
  • খাইছে এত ট্র্যান্সলেশন! হবে না। রণে ভঙ্গ।
  • Du | ১৪ জুন ২০০৮ ০১:১৫ | 67.111.229.98
  • নাঃ এতজনকে ইন্স্যুরেন্স কম্পানি রাখতে পারবে না পেরোলে
    ঃ))
    দারুন জমেছে - দুজনেই এগুলো পর্বে তে দিয়েদিন/দাও।
  • dd | ১৪ জুন ২০০৮ ০১:১৩ | 122.167.21.58
  • পেট্রোলের যা দাম বেড়েছে, বে car হওয়াই সহজ
    নইলে আমি আদা কিনি, কি আসে যায় জাহাজ
    আসছে ভাসছে বাদাম খাচ্ছে
    নাহয় নিছক ডুবেই যাচ্ছে
    এমনতর কঠিন ব্যাপার ,সয় না আমার মগজ।।
  • P | ১৪ জুন ২০০৮ ০১:১৩ | 193.32.3.83
  • দে মা আমায় বেকার করে
    চা-দোকানের বেঞ্চি 'পরে।
    গুছিয়ে বসে বিড়ির টান
    সঙ্গে থাকুক জর্দা পান।
    বাড়ি ঢুকলেই বাপের লাথ
    রান্নাঘরে ঠান্ডা ভাত।
    মাস ফুরলে চাশশো টাকা
    ছাত্র-বাপের মুখটি ব্যাঁকা।
    ইনি্‌জনীয়ারের পায়ে তেল
    কনট্র্যাকটরির লাইসেন্স ফেল।
    মাথায় প্ল্যান বি নাচে তিড়িক তিড়িক
    ভুটানে সোপ স্টোন ব্যাবসার হিড়িক।
    বাপের মুখ আরো কালো
    তাতেও বেকার জীবন ভালো।
    দে মা আমায় বেকার করে
    ঐ চা-দোকানের বেঞ্চি 'পরে।
  • jo | ১৪ জুন ২০০৮ ০১:১২ | 168.26.215.54
  • আই ওয়ান্ন লিড লাইফ কুল্লি
    দ্যাট ইজ হোয়াই ট্রাইং টু বি হোলি
    আদারওয়াইজ হোয়াট হার্ম
    ইন সুয়িংগিং ফ্রম মলি টু জুলি
    ডোন্ট ইউ ওয়ান্না সি মি বেকার? ট্রুলি!
  • nyara | ১৪ জুন ২০০৮ ০১:০২ | 67.88.241.3
  • কি আর বলব দুকুরদি, ক্যাম্পিং তো মা করতে দিলেন না। এখন কাজেরও ভয় দেখচ্ছেন উইকেন্ডে। সবই লীলা।
  • nyara | ১৪ জুন ২০০৮ ০০:৫৯ | 67.88.241.3
  • রসেবসে থাকব বলে
    চড়েছি মা তোরই কোলে
    (নইলে) এত যে দেবদেবী আছে
    বসব কারুর কোলে চড়ে।
    দিবি না আমায় বেকার করে?
  • jo | ১৪ জুন ২০০৮ ০০:৫৬ | 168.26.215.54
  • এভ্রি নাইট ইফ আই ডাইন ইন,
    আই নিড বেকড পটাটো অ্যান্ড গ্রীন বিন
    চিকেন উইং অর মিট ইফ ইট ইজ লিন
    পেকান পাই অ্যাজ ডেজার্ট ফর এভার
    আই ওয়ান্ট টু বি এ বেকার
  • Du | ১৪ জুন ২০০৮ ০০:৫৩ | 67.111.229.98
  • এবারেরটা ম্যাকাবার হয়ে যাবে জো
  • jo | ১৪ জুন ২০০৮ ০০:৪৯ | 168.26.215.54
  • রাউন্ডিং অ্যান্ড রাউন্ডিং ডোর টু ডোর
    উইথ এ ভিটা ইন মাই বগল, নাথিং মোর
    আই ওয়ান্ট টু থ্রো, রিজিউমে অ্যান্ড
    কভার লেটার ইভেন ইফ ইট মেক মি সোর
    আই ওয়ান্ট টু বি এ বেকার, ফর সিউর
  • Du | ১৪ জুন ২০০৮ ০০:৪৮ | 67.111.229.98
  • ন্যাড়াবাবু , হল কি, এ উইকেও কি করম ধরম ?
  • nyara | ১৪ জুন ২০০৮ ০০:৪৭ | 67.88.241.3
  • খেতে যবে বসব রাতে
    থাকে যেন ভাতের পাতে
    মাছের মুড়ো, রুইয়ের পেটি,
    পায়েসান্ন বাটি ধরে।
    দে মা আমায় বেকার করে।
  • nyara | ১৪ জুন ২০০৮ ০০:৩৮ | 67.88.241.3
  • দোরে দোরে ঘুরে ঘুরে
    বগলেতে কাগজ মুড়ে
    (আমি) ছুঁড়ে দেব রেজিউমে আর
    কভার লেটার খামে ভরে।
    দে মা আমায় বেকার করে।
  • jo | ১৪ জুন ২০০৮ ০০:৩৭ | 168.26.215.54
  • আই ওয়ান্ট টু বি এ বেকার
    নো নিড অফ এ হন্ডা সিভিক
    নিড এ সিম্পল বাইক ফর এভার
  • S | ১৪ জুন ২০০৮ ০০:৩৬ | 62.242.151.226
  • আরে, এ কি কানাই হরি সেন নাকি?
  • S | ১৪ জুন ২০০৮ ০০:৩৫ | 62.242.151.226
  • আমি ডেনিশ নাম নিতে গেলাম, মামুর কল আমার লেখা ছাপলোই না। ডেনমার্কের বিরুদ্ধে এ কী ডিসক্রিমিনেশন!
  • nyara | ১৪ জুন ২০০৮ ০০:৩৩ | 67.88.241.3
  • দে মা আমায় বেকার করে।
    হন্ডা সিভিক চাইনা রে মা,
    চাকরি খুঁজব সাইকেল চড়ে।
  • Kyle | ১৪ জুন ২০০৮ ০০:২৮ | 63.192.82.30
  • সকার দেখে আসি, দেখা হবে আফটার লাঞ্চ
  • Sean | ১৪ জুন ২০০৮ ০০:২৮ | 117.195.194.88
  • হাই এভরাবাডি।
  • Du | ১৪ জুন ২০০৮ ০০:২৪ | 67.111.229.98
  • নব্ব্যাড , নব্ব্যাড ঃD
  • Kyle | ১৪ জুন ২০০৮ ০০:১৯ | 63.192.82.30
  • এ যাত্রায় নাম পরিবর্তন টা করে ফেলাই ভাল ঃ)

    কায়েল (ঘায়েল নহে, কোয়েল ও নহে) হলুম কদ্দিনের জন্য, দেখি কেমন লাগে
  • S | ১৪ জুন ২০০৮ ০০:১৬ | 62.242.151.226
  • মরণ!
  • Pat | ১৪ জুন ২০০৮ ০০:১৬ | 63.192.82.30
  • হাআয় ড্যুড, হাউআইয়া?
    লং টাইম নো সি !
  • S | ১৪ জুন ২০০৮ ০০:১৩ | 62.242.151.226
  • সাথে কি অচেনা লোক দেখলেও দাঁত কেলিয়ে বলতে হবে, "হাআয়'?
  • Du | ১৪ জুন ২০০৮ ০০:০৫ | 67.111.229.98
  • ডিডিদাকে - সও সও সাল জ্জিয়ে আপ ঃ))।
    ইন্সিয়োরেন্স কোম্পানীদের আপনাকে মাসোহারা দেয়া উচিত তাদের খরচ কমানোর জন্যে।
    তীর্থং আপাততঃ এই লিস্ট থেকে ছুটীতে কদিনের জন্য।
  • nyara | ১৪ জুন ২০০৮ ০০:০২ | 67.88.241.3
  • দুদ্দুর, এই নাকি শুক্কুরবার!
  • jo | ১৪ জুন ২০০৮ ০০:০০ | 168.26.215.54
  • কারেন নাম নিলেই হবে। সহবত জানতে হবে না। আমাকে জিগ্যেস করতে হবে না, হাউ আড় ইয়া ডুইং? আমি বলব - থ্যান্‌কু, ডুইং গুড। সংগে দেঁতো হাসি। সবঠিক করে রাখার পর বলে আমি বাংলা জানি। স্ক্রিপ্টে এমন পরিবর্ত্তন হলে খেলব না।
  • Karen | ১৩ জুন ২০০৮ ২৩:৫৫ | 63.82.71.141
  • প্রিটি গুড। আমি বাংলা বলিতে পারি
  • jo | ১৩ জুন ২০০৮ ২৩:৪৯ | 168.26.215.54
  • হালুম কারেন। হাউ আড় ইয়া?
  • Karen | ১৩ জুন ২০০৮ ২৩:৪৭ | 63.82.71.141
  • হাই জো!
  • S | ১৩ জুন ২০০৮ ২৩:৪৬ | 62.242.151.226
  • নাম বা ছদ্মনাম নিয়ে আমি কী ভাবছি, তা আমি বলবই না।
  • jo | ১৩ জুন ২০০৮ ২৩:৪৫ | 168.26.215.54
  • নিয়মটা এখনো চালু হয় নি। হলেই বলবে।
  • S | ১৩ জুন ২০০৮ ২৩:৪৪ | 62.242.151.226
  • কিন্তু আমি তো একা একাই প্লেনে চড়ে এলুম। কেউ কিছু বল্লো না তো!
  • jo | ১৩ জুন ২০০৮ ২৩:৪৪ | 168.26.215.54
  • আচ্ছা আমার একটা প্রশ্ন আছে। পুরনো টই খুঁজে বের করলে গুরু থেকে প্রাইজ দেওয়া হচ্ছে নাকি? তাইলে আমিও খেলব।

    কেন ন্যান্সি গোছের নাম নিলেও প্রাইজ দেওয়া হচ্ছে নাকি? চান্স নিয়ে লাভ নেই, আগে থেকেই বদলে দিলাম।
  • Paramita | ১৩ জুন ২০০৮ ২৩:৪২ | 63.82.71.141
  • আমি ভাবছি এবার ন্যান্সি বা কারেন গোছের একটা নাম নিয়ে ভাটে আসব।
  • Tim | ১৩ জুন ২০০৮ ২৩:১৭ | 128.173.176.128
  • আমি অনেকদিন আগেই পেপারওয়েট পকেটে নিয়ে চলার পরামর্শ দিয়েছিলাম। শুনলো না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত