এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • arjo | ১০ জুন ২০০৮ ০৩:২১ | 24.214.28.245
  • বোজোকে,

    ভিসা তো অনেকরকম, তার মধ্যে একমাত্র এল ওয়ানে ক্লায়েন্ট স্পেসিফিক কাগজ পত্র দেখাতে হয়। আর বি ওয়ানে মনে হয় প্রতিবার ইমিগ্রেশনের সময় দেখাতে হয়। আফিস গুলো মোটামুটি ভালো রিলেশন আছে যেসব ক্লায়েন্টের সাথে তাদের থেকে কাগজ পত্র যোগাড় করে রাখে। এইচ ওয়ান ক্লায়েন্ট স্পেসিফিক নয়। তাই করিয়ে রাখলে রাত বিরেতে কাজে লাগে। ;-)
  • pi | ১০ জুন ২০০৮ ০৩:১৫ | 128.231.88.4
  • গপ্পো হলেও সত্যি ! ঃ)
  • Paramita | ১০ জুন ২০০৮ ০৩:০৯ | 63.82.71.141
  • গোপ্পে পাই ঃ)
  • pi | ১০ জুন ২০০৮ ০৩:০৫ | 128.231.88.6
  • বড় বিল্ডিং এ রেতের বেলা একা একা কাজ আম্মো করেছি।
    দিনের পর দিন। মানে রাতের পর রাত।
    ব্যাপারটা এমনি মন্দ না।
    কিন্তু কিছু কিছু পরিস্থিতিতে খারাপ।

    যেমন, অন্য ল্যাবের সব লোকজন যখন রাত দেড়টা-দুটো নাগাদ আমাকে বাই বাই করতে আসতো। সেদিন হয়তো আমি সবে তখন প্রোটীন সেদ্ধ করতে বসিয়েছি । অর্থাৎ কাজ শেষ হতে আরো ঘণ্টা দুই।
    এমনিতে তো সেটা খারাপ কিছুনা।
    কিন্তু বেসিক্যালি তো হারামী জনতা।
    বিদায়কালীন খেজুরের আসল উদ্দেশ্য ছিলো এটা জানানো যে, পুরো থার্ড ফ্লোরে আর সব্বাই ফিরে গেছে, এমনকি সেকেণ্ড ফ্লোরেও। ফার্স্ট ফ্লোরের জনতা কোনোদিন ই রাত প্যাঁচা নয়।
    অর্থাৎ, নেট বক্তব্য, বাছা, তুমি একা পড়ে রইলে।
    এবং এই নিষ্ঠুর ঘোষণাটি করে তেনারা যাবার সময় ল্যাবের বাইরের করিডরের আলোটি অব্দি নিবিয়ে যেতেন !
    এরপর একা একা কাজ করাটা ছিলো বেশ চাপের ব্যাপার।

    বিশেষত এর পর ই আমি স্পষ্ট শুনতে পেতাম, ল্যাবের বাইরে আইসমেকার যন্ত্রটি থেকে কে য্যানো খুলে বরফ ভরছে। একবার ভরসা করে দরজার বাইরে উঁকি মেরেছিলাম। কাউকে দেখতে না পাওয়ার পর থেকে আর কখনো উঁকি মারার চাপ নিই নাই।

    মাথার উপর ছাদে ধুপধাপ হাঁটার ও আওয়াজ শুনেছিলুম একবার। সিকিউরিটি কল করে আসতে আসতে এক ঘণ্টা কাবার, আওয়াজ ও।
    অবিশ্বাসীরা বলে বাঁদর ছিলো।
    আমার ধারণা বানরে অন্যরকম ভাবে হাঁটে।

    এরপর আমার আরো মনে পড়তো , পাশের ল্যাবের গাইডের এক বৎসর আগে জীবনাবসান হয়েছে। তবে জীব্বদশায় ওনার স্নেহময়ী বলে সুনাম ছিলো বলে, এটা নিয়ে খুব দুশ্চিন্তা হয় নি।

    তবে আসলি চাপ হত তখনি, যখন এমতাবস্থায় বাইরে বৃষ্টি নামতো। কাঁচের জানলা দিয়ে দেখতাম বিদ্যুতের চিরচিরানি।
    আর, পাওয়ার চলে যেত।

    তখন ফোন করে বর কে বলতাম, যা পারো কথা বলে যাও। তিনি আমাকে ভূতের গল্প শোনাতে শুরু করতেন।

    জীবন কি আর এমনি এমনি দুঃখের !
  • Arpan | ১০ জুন ২০০৮ ০২:১২ | 122.252.231.206
  • যারা ব্রাজিল বা অর্জেন্টিনা হেরে গেলে আহা-উহু করতে করতে টিভির সুইচ অফ করে দেন, তাদের একবার নিস্তেলরুই-স্নাইডার-ভ্যান পার্সিদের খেলা দেখবার জন্য অনুরোধ করলাম।

    ঠকবেন না, গ্র্যান্টি।
  • Arpan | ১০ জুন ২০০৮ ০১:৩০ | 122.252.231.206
  • এর একটা লাগসই জবাব ঈশানকে দেওয়ার ছিল। কিন্তু বিশেষ কারণবশতঃ ফ্রন্টফুটে ব্লক করলাম। ঃ)
  • Ishan | ১০ জুন ২০০৮ ০১:২৫ | 12.163.39.254
  • অর্পণের তাই এতো দুঃখু। ভাট থেকে রিটায়ার করে ফেলল। ঃ)
  • Arpan | ১০ জুন ২০০৮ ০১:২৪ | 122.252.231.206
  • কর্মনাশা বন্ধ - ২
    কর্মসংস্কৃতি - ০
  • nyara | ১০ জুন ২০০৮ ০১:২১ | 67.88.241.3
  • মোহনবাগান - ২
    ইস্টব্যাঙ্গল - ০
  • Ishan | ১০ জুন ২০০৮ ০১:১৪ | 12.163.39.254
  • আরে ২-০ মানে কি? কে ২ কে ০?
  • Arpan | ১০ জুন ২০০৮ ০০:৪৬ | 122.252.231.206
  • ২-০!!!
  • m | ১০ জুন ২০০৮ ০০:৪১ | 12.240.14.60
  • দ্রি,
    আপনি মিডওয়েস্টে!!!!কোথায়?ইলিনয়,ভুট্টারাজ্য নাকি ডেয়ারিরাজ্যে- এগুলোর কোনোটাই আমাদের এখান থেকে দূরে নয়- আপনি না আসতে চাইলে আমরাই গিয়ে আপনাকে দেখে আসতে পারিঃ)
    শিগগির জানান।
  • n | ১০ জুন ২০০৮ ০০:২৭ | 131.95.121.107
  • চল ম্যাও ধরি!
  • nyara | ১০ জুন ২০০৮ ০০:২৬ | 67.88.241.3
  • আগেকার দিনে কাউকে রাস্তায় গণ দিতে হলে পকেটমার বলে ক্যালানো হত। আজকাল 'মাওবাদী' বলে ক্যালানো হয়। যদিও 'মাওবাদী' না কি যেন, সেটা করা বেআইনি নয়। ওয়ারেন্ট-টোয়ারেন্ট না নিয়ে পুলিশ 'চল মাওবাদী ধরি' বলে যদি কোন বাড়িতে ঢুকতে যায়, তবে হইচই আরও অনেক বেশি হওয়া উচিত। তবে পার্টিকে সমর্থন করতে গেলে তো মগজ আর বিবেক বাঁধা রাখতে হয়, কাজেই হইচই খুব বেশি হচ্ছে না।
  • Arpan | ১০ জুন ২০০৮ ০০:২৫ | 122.252.231.206
  • জার্মানি টিমটা বহুত ভাল। এইবার ওদের জেতা উচিত।

    ফ্রান্স বরাবরই শুরুতে ম্যাড়মেড়ে খেলে।
  • bozo | ১০ জুন ২০০৮ ০০:২০ | 128.111.119.126
  • গতকাল বাড়ী ছিলাম, পোল্যান্ড জার্মানী দেখেছি- ভালো লাগে নি। আজ কাজে, তাই স্কোর ফলো করা ঃ-(
    গ্রুপ সি টা গ্রুপ অফ ডেথ। ফ্রান্স আজ ছড়িয়ে বিপদে পরলো।
  • Arpan | ১০ জুন ২০০৮ ০০:২০ | 122.252.231.206
  • যাদবপুরের কেসটা নিয়ে বহুত হইচই হচ্ছে।
  • nyara | ১০ জুন ২০০৮ ০০:২০ | 67.88.241.3
  • না, মাট ব্যাভার করিনা। থান্ডারবার্ড। আর নেহাৎ টেক্সটবেসড ক্লায়েন্ট লাগলে - পাইন।

    কিন্তু জিমেল তো পপ অক্সেস দেয়, না? তাহলে তো সহজই হবার কথা!
  • Arpan | ১০ জুন ২০০৮ ০০:১৮ | 122.252.231.206
  • আমার ২০০০ আর ২০০২ দুইবার হয়েছিল। শেষবার প্রিমিয়াম প্রসেসিং হয়েছিল। যেতে হয়নি।

    এখন হয়তো যেতেই হয়।
  • Blank | ১০ জুন ২০০৮ ০০:১৬ | 59.93.255.245
  • দেখিং
  • sinfaut | ১০ জুন ২০০৮ ০০:১৬ | 117.195.193.205
  • ধুর। অ নেড়ুদা, আপনি মাট ব্যভার করেন কি? একেক জায়গায় একেক রকম সেট-আপ করার পদ্ধতি লেখা। আমি চাই পাতি জিমেলকে সেট-আপ করতে। করেছেন?
  • Blank | ১০ জুন ২০০৮ ০০:১৬ | 59.93.255.245
  • us ভিসায় ইন্টারভিউ তো দিতেই হয়
  • Arpan | ১০ জুন ২০০৮ ০০:১৪ | 122.252.231.206
  • একটু পরেই নেদারল্যান্ড বনাম ইতালি। কেউ দেখছে?
  • Arpan | ০৯ জুন ২০০৮ ২৩:৫৯ | 122.252.231.206
  • আমার আগের বাড়ির (বিলেতে) পেছনে একটা কবরখানা ছিল। আর একটা ভুতুড়ে চার্চ। রাতে আধফালি চাঁদ উঠলে দুর্দান্ত গা ছমছমে এক্সপেরিয়েন্স।

    ভিসা প্রসঙ্গেঃ আমাদেরো একই সিস্টেম। আমাকে এমনকি কোনবারেই ইন্টারভিউয়ের জন্য যেতে হয়নি। ঃ)
  • bozo | ০৯ জুন ২০০৮ ২৩:৫৮ | 128.111.119.126
  • রাত জাগা আমার বিশেষ না পসন্দ। আর রাত জেগে কাজ করতে হলে তো ডিপ্রেশন-ই অর্ধেক ওয়ার্ক আওয়ার নষ্ট হবে।
  • Tim | ০৯ জুন ২০০৮ ২৩:৫৫ | 128.173.176.128
  • আমার আগের ইস্কুলে ল্যাবের ঠিক বাইরেই ( ১০ গজের মধ্যে) একটা কবরখানা ছিলো। মাঝরাতের দিকে সেখানটা ঘুরতে ব্যাপক লাগতো। পুন্নিমে হলে তো কথাই নেই।
  • Arpan | ০৯ জুন ২০০৮ ২৩:৫৫ | 122.252.231.206
  • উফ্‌ফ্‌ফ্‌, বেঙ্গালুরুতে কী কনকনে শীত। সারা বছরে খালি এই সময় শীত পড়ে।
  • Blank | ০৯ জুন ২০০৮ ২৩:৫৫ | 59.93.201.213
  • আমাদের কোনো কাগজ ও বানাতে হয় না। অনলাইন কিছু ফর্ম ফিল আপ করতে হয় আর সব সার্টিফিকেট গুলো দিতে হয়। আপিস ই সব ডকু বানিয়ে, চেক টেক কেটে ইন্টারভিউ এর ব্যবস্থা করে দেয়।
  • Arpan | ০৯ জুন ২০০৮ ২৩:৫১ | 122.252.231.206
  • বিশাল বিল্ডিঙে রাত জেগে একা কাজ করার ক্লাঃ অভিজ্ঞতা আমার বেশ কয়েকবার হয়েছে। সারা অফিসে শুধু একজন সিকিওরিটির অফিসার (অদৃশ্য)। রাতে যে কয়বার বিড়ি খেতে বাইরে যেতাম তাকে বাইরে থেকে বাটন প্রেস করে নামধাম বলে আবার ঢুকতে হত।
  • Paramita | ০৯ জুন ২০০৮ ২৩:৩৭ | 63.82.71.141
  • কি সাংঘাতিক (আজ্জোর প্রথম ক্লাঃ অভিজ্ঞতা পড়ে)
  • bozo | ০৯ জুন ২০০৮ ২৩:৩১ | 128.111.119.126
  • ভিসায় তবে আমাদের ঝমেলা বেশী। আগে কাগজ তৈরী হবে তার পরে ভিসা। এবার বোঝা গেল H1B ক্যাপ কেন ১ দিনেই ফুরিয়ে যায়।
  • Blank | ০৯ জুন ২০০৮ ২৩:১৭ | 59.93.201.213
  • বছর খানেক কোং এ থাকলেই ভিসা হয়ে যায়। যদি US প্রোজেক্ট হয় তো US visa নইলে অন্য দেশের ভিসা। এমন কেস ও হয় যে, ভিসা হোলো কিন্তু সেদেশে আর যেতেও হলো না।
  • bozo | ০৯ জুন ২০০৮ ২২:৫৮ | 128.111.119.126
  • যাও, না যাও, ভিসা হয়ে থাকে? ভিসার জন্য কাগজ (ডকুমেন্টস) কোথা থেকে আসে?
  • Du | ০৯ জুন ২০০৮ ২২:৫৮ | 67.111.229.98
  • গভীর রাতে একলা (আমি অবশ্য একা না, চরজনে) বিশাল বিল্ডিং এ কাজ করাটা কেমন অদ্ভুত, না ! আর বাইরে যখান একাধারে বরফ পড়তে থাকে? কখনো কোনও কনফারেন্স রুমের সোফায় ঘুমিয়ে পড়া নেহাৎই জেগে থাকতে না পেরে।
  • Arpan | ০৯ জুন ২০০৮ ২২:৫৫ | 122.252.231.206
  • H1B ভিসা তো করিয়েই রাখে কোং থেকে।
  • bozo | ০৯ জুন ২০০৮ ২২:৫২ | 128.111.119.126
  • আর্য কে,
    তোমাদের কি ভিসা স্ট্যাম্পিং অনেক আগে থেকে হয়ে থাকে?
  • Tim | ০৯ জুন ২০০৮ ২০:৩৮ | 128.173.176.128
  • শ্‌শ্‌শ্‌শ্‌শ্‌
  • S | ০৯ জুন ২০০৮ ১৯:২০ | 194.239.94.33
  • আবার সন্নাটা
  • arjo | ০৯ জুন ২০০৮ ১৮:২৪ | 24.214.28.245
  • প্রথমবার যখন এদেশে আসি তখন রবিবার রাত দুটোর সময় অনসাইট থেকে অ্যাঃম্যাঃ ফোং করে জানলে কাল আসতে হবে। কেং করে? সে নিজে ঠিক কর। আরও বল্লে, আমি কিন্তু সব মেল টেল করে দিয়েছি। আমি সোমবার বিকেল চার ঘটিকার পেলেনে মুম্বাই রওয়ানা হয়েছিলাম। মঙ্গলবার ঘুম চোখে আপিস গিয়ে প্রথম প্রোগ্রাম লিখি। সেই কোড প্রোডাকশানে যায় বুধবার, আর বুধবার রাতে খবর আসে ডেটাবেসের টেম্প ডিবি ফুল হয়ে গিয়েছে - কার্টসি আমার পোগ্যাম। অতএব বিস্যুত, শুক্কুর রাত্রি জাগরণ। তার মধ্যে শুক্কুরবার একা - একেবারে একা - একটা বিরাট বিল্ডিঙে। মাঝরাতে বিড়ি খেতে বাইরে যাবার পর অ্যালার্ম বেজে, পুলিশ এসে এক কেলেঙ্কারি কাণ্ড। আল্টিমেটলি সেই কোড পুণরায় প্রোডাকশনে গিয়েছিল প্রায় দিন দশেক বাদে। পরে শুনেছিলাম ব্যাপক শক্ত কাজ ছিল। প্রশ্ন প্রথম থেকেই দিন কুড়ির প্যালান করা হল না কেন? অ্যাঃম্যাঃ বলেছিল তাইলে নাকি দেড় মাস সময় লাগত। ক্লায়েন্ট কমপ্লায়েন্স অডিট ফেল করত। ক্লায়েন্ট খুশি করাই তো আমাদের কাজ, কি বল। অকাট্য যুক্তি। আরও বলেছিল, এই শনিবার তোমাদের নিয়ে বেড়াতে যাব।
  • Arpan | ০৯ জুন ২০০৮ ১৮:২২ | 202.91.136.71
  • অরিজিৎ আর সোম চলে গিয়ে ফুটবল নিয়ে আলোচনায় দেদার ভাঁটা। ঃ(
  • h | ০৯ জুন ২০০৮ ১৬:২৭ | 125.18.104.1
  • সম্পূর্ণ সমবেদনা জানালাম। হঠাৎ ট্যুর এর মত পীড়া দায়ক আর কিসু নাই।
  • Blank | ০৯ জুন ২০০৮ ১৬:১১ | 203.99.212.224
  • সকাল থেকে ভয়ঙ্কর চাপে। কাল রাত্তিরে আটলান্টার পথে যেতে হবে। ঃ(
  • h | ০৯ জুন ২০০৮ ১৫:১২ | 125.18.104.1
  • ন্যাড়া, আমি শুনেছি কেলটিক ল্যামেন্ট আর আর ডিনামিক ট্রিপটিক, সেগুলোতে আমি তেমন কিছু বুঝি নি। আমি মিউজিক কোং এ চাগরি করতাম বলে মাঝে মাঝেই স্বল্প পরিচিত অনেক লোকের সিডি শোনার সুযোগ হত। তার মধ্যে কারো কারো সিডি একের বেশি দুইবার শুনেছি, একের বেশি দুইটা।
  • h | ০৯ জুন ২০০৮ ১৫:০৬ | 125.18.104.1
  • ও তাইলে তো সব দোকানেই থাকবে।
  • S | ০৯ জুন ২০০৮ ১৫:০৪ | 194.239.94.33
  • মূলত আনন্দ।

    শঙ্খিনী
    প্যান্টি
    রুহ্‌
  • h | ০৯ জুন ২০০৮ ১৫:০৩ | 125.18.104.1
  • এই সঙ্গীত বন্দ্যো র বই এর কে পাবলিশার? আর বইয়ের নাম গুলো কি?
  • Arpan | ০৯ জুন ২০০৮ ১৩:৫৮ | 202.91.136.71
  • চাহিদামত একটা XP ল্যাপটপ কিনে উবুন্টু নামিয়ে ডুয়াল-বুট করে নেন না ক্যানে? সস্তাও হবে, আর হোমমেড বলে বেশ পুষ্টিকরও হবে।
  • Div0 | ০৯ জুন ২০০৮ ১৩:১২ | 160.109.98.44
  • ধইন্যবাদ ডি।
  • nyara | ০৯ জুন ২০০৮ ১৩:১২ | 64.105.168.210
  • আচ্ছা, আমি একখান ডুয়াল বুট করা যায় এমন ল্যাপটপ কিনব ভাবছি। XP আর ইউবান্টু। রেস্ত বেশি নয়, কিন্তু সেটা চাহিদায় পুষিয়ে দেব - অন্ততঃ 2.4 ghz, 3GB mem, 250 GB disk। সস্তায়, পুষ্টিকর কি মাল আছে বাজারে? এই আমার জীবনে প্রথম ল্যাপটপের আগমন হবে। দেশ থেকে কিনলে সস্তা হবে? ডেল এরকম কনফিগ ]$1400-তে পাওয়া যেতে পারে।
  • nyara | ০৯ জুন ২০০৮ ১৩:০৫ | 64.105.168.210
  • কিন্তু ইন্ডিয়ান ফোকের ইনফ্লুয়েন্স বোঝা যায়?

    বাংলা ফোকের হারমনিক সম্ভাবনা নিয়ে ভাল কাজ হতে পারে। কিন্তু কেউ করে না। বাংলা গান নিয়ে যে কত অ্যাকাডেমিক কাজ বাকি আছে। যাও বা হয়, প্রকাশ হয়না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত