তিরাশির ওয়ার্ল্ড কাপ? সবে গ্রিনিজ আউট হল বলবিন্দার সিং সাঁধুর বলে, শোল্ডার আর্ম জাজমেন্ট দিতে গিয়ে। অমনি লোডশেডিং। রিচার্ডসের আউটটা ট্রানজিস্টারেই শোনা। তারপর জখন কারেন্ট এল তখন মোহিন্দার অমরনাথ অ্যাটাকে এসে গ্যাছে। এই আমার দেখা একমাত্র বোলার যে কিনা ব্যাটসম্যানের যত কাছে এসে পড়ত তত স্লো হয়ে যেত।
arjo | ০৭ জুন ২০০৮ ০১:৩২ | 168.26.215.54
ছিয়াশিতে শ্যাম্পেন একটু বেশি পুরনো। তাই রং ধরেছিল।
Arpan | ০৭ জুন ২০০৮ ০১:৩০ | 122.252.231.206
আমি কি জানি? আজকালে দেবাশিস দত্ত লিখেছেন দেখা যাচ্ছে।
ও হ্যাঁ তাই তো। ৮৬ টা ভুলেই গিয়েছিলাম। টিভি দেখা ভুলে গেছি। টিভিটা এখন ছেলের স্টিকার আটকানোর বোর্ড হয়েছে। ইউরো কেমন করে দেখা যাচ্ছে?
Arpan | ০৭ জুন ২০০৮ ০১:২৪ | 122.252.231.206
আমেরিকাতে এবার নাকি ইউরো সরাসরি দেখাচ্ছে। চার বছর আগে এক একটা খেলা কিনতে ২৫ ডলার করে বেরিয়েছিল।
Arpan | ০৭ জুন ২০০৮ ০১:২১ | 122.252.231.206
ক্যানো? ৮৬ তে ইংল্যান্ড বিজয়? দিব্যি ছিটিয়েছিলেন। এখনো পস্ট মনে আছে।
Arpan | ০৭ জুন ২০০৮ ০১:১৯ | 122.252.231.206
পরে বলছি সেটা কিনা। আগে বলো কেন আজো তাড়া করে বেড়ায়? ঃ))
arjo | ০৭ জুন ২০০৮ ০১:১৯ | 168.26.215.54
ইয়েস। কপিলদেব আর কখনো শ্যাম্পেন ছেটানোর সুযোগ পান নি।
Paramita | ০৭ জুন ২০০৮ ০১:১৮ | 63.82.71.141
একটা কথা জান্তে চাই। কেউ আওয়াজ দিলে মেরে দেব। কপিলদেবের অবিশ্রান্ত শ্যাম্পেন (ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি হলে কি হবে পরিষ্কার দেখেছিলাম সবুজ বোতল সোনালী মোড়ক থেকে) ছেটানোর যে দৃশ্য আমায় আজও চেতনে অবচেতনে তাড়া করে বেড়ায়, সেটা তিরাশির সেই নামকরা খেলাটাই কিনা কেউ বলতে পারবে?
arjo | ০৭ জুন ২০০৮ ০১:১৬ | 168.26.215.54
আমাদের প্রথম টিভি ছিল সোনোডাইন। চিচিং ফাঁক দরজা, সামনে নীল প্লাস্টিকের একটা আলাদা লাগানো ছিল। সেদিন ছিল মঙ্গলবার, চিচিং ফাঁক হত। কিন্তু লোডশেডিং হয়েছিল কিছুই দেখা হয় নি। আর ঠিক দশ দিন পর থেকে মাসে একবার করে দশ দিনের জন্য বন্ধ হয়ে থাকত। নাথ বাবু এসে সারাতেন
৮২ তে পাওলো রোসির গোলে ব্রেজিল হেরে যাওয়ায় বিশেষ আগ্রহ আর ছিল না। যদিও ফাইনাল দেখেছিলাম। ৮৩ তে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। সেমিফাইনালে উইলিস শেষ বলটা করেছিল সমস্ত ফিল্ডার অফের দিকে সাজিয়ে।
Blank | ০৭ জুন ২০০৮ ০১:১৫ | 59.93.192.135
আমার প্রথম বিশ্বকাপ দেখা ৯০, তার আগে মনে নেই ঃ(
Arpan | ০৭ জুন ২০০৮ ০১:১৪ | 122.252.231.206
৮২'র ফাইনাল বাবার কোলে চড়ে দেখেছিলাম এইটুকু মনে আছে। ৮৩ তে ইন্ডিয়ার বিশ্বকাপ জেতার স্মৃতি কিন্তু এখনো টাটকা।
Tim | ০৭ জুন ২০০৮ ০১:১৪ | 128.173.176.128
নাহ, খানিক কাজাই। তোমরা ভাটাও। হ্যাপি উইকেন্ড।
Tim | ০৭ জুন ২০০৮ ০১:১৩ | 128.173.176.128
ঠিকঠাক বল্লে আমি ২০০৫ এ সেল নিয়েছি, এখানে এসে। আগেরটা ঠিক সেলফোন ছিলোনা। একটা খেলনা মতন, ওরে কয় WLL ঃ-)
Blank | ০৭ জুন ২০০৮ ০১:১২ | 59.93.192.135
আর ছোট্ট একটা ভিডিও গেম মনে হয় ৯৪ তে। তখন দাম নিয়েছিল ২৩০ মতন। আমার জম্মদিনে পাওয়া টাকা আর কিছু টাকা জমিয়ে কেনা। পরে প্রথম টিভি গেম কেলাস ১১ এ উঠে। সারাদিন খেলতুম ডাবল ড্রাগন, সুপার ম্যারিও ...
Tim | ০৭ জুন ২০০৮ ০১:১১ | 128.173.176.128
কিজানি, আমি বোধায় ওটাও দেখেছি। ছিয়াশিটা মনে আছে কিন্তু ৮২ একেবারে গায়েব।
Paramita | ০৭ জুন ২০০৮ ০১:০৯ | 63.82.71.141
আমি ভেবেছিলাম জীবনেও সেলফোন নেবো না। কিন্তু মেয়ে হবার পর সে নির্জনতার বিলাসিতাটুকুও গেল - রাস্তাঘাটে গাড়িঘোড়া খারাপ হলে হাঁক দিলে আসার তো কেউ নেই, অতএব..
Arpan | ০৭ জুন ২০০৮ ০১:০৮ | 122.252.231.206
প্রথম টিভি দেখা ৮২ তে। স্পেনের ওয়ার্ল্ডকাপ।
arjo | ০৭ জুন ২০০৮ ০১:০৭ | 168.26.215.54
প্রথম সিনেমা - লাইব্রেরিতে চারানা দিয়ে আলিবাবা চল্লিশ চোর। মনে হয় ১৯৭৯। প্রথম টিভি - যে বছর মোঃবাঃ ইঃবেঃ খেলা দেখতে গিয়ে অশোক জেঠুর বাড়িতে খাট ভেঙে পড়ল। মনে হয় ঐ ১৯৭৯। প্রথম কম্পু ছোঁয়া - ১৯৯৬। প্রথম ইমেল - ১৯৯৬। প্রথম ব্রাউজার - ১৯৯৬ (Netscape Navigator) প্রথম সেলফোন - ২০০২
Arpan | ০৭ জুন ২০০৮ ০১:০৬ | 122.252.231.206
পামিদি মিসড কলের কনসেপ্ট জানেন না দেখেই তখন আমার কেমন সন্দ হয়েছিল। ঃ)
তুই তো সেদিনের ছেলে রে। দুঃখু পাস নে। সাড়ে পাঁচ ইঞ্চি ফ্লপি নিয়ে মেশিন বুট করাতুম (৪৮৬)। একটা ২৮৬ ও ছিল।
Tim | ০৭ জুন ২০০৮ ০১:০৪ | 128.173.176.128
মনে নেই ঐ ৯৯ ৯৯ '০৪ ঃ(
Blank | ০৭ জুন ২০০৮ ০১:০০ | 59.93.192.135
প্রথম টিভি ঃ- যে বছর ইন্দিরা গান্ধি মারা গেল প্রথম সিনিমা ঃ- মনে নেই, কোলে করে আমাকে সিনিমা হলে নিয়ে যাওয়া হয়েছিল, একটা অনেক লোক,, অন্ধকার জায়গা প্রথম কম্পু ঃ- ৯৪ প্রথম ইমেল/নেট ঃ- ১৯৯৯ প্রথম সেল ঃ- ২০০৩ (আমি লাস্ট ওভারে জিতেছি)
Paramita | ০৭ জুন ২০০৮ ০০:৫৫ | 63.82.71.141
প্রথম সিনেমা দেখা - ছিয়াত্তরে (কপালকুন্ডলা) প্রথম টিভি - একাশি (আঁধার পেরিয়ে শনিবারের সিনেমা) প্রথম কম্পু ছোঁয়া ঃ অষ্টাশি প্রথম ইমেল - বিরানব্বুই প্রথম ব্রাউজার - চুরানব্বই (মোজেক) প্রথম সেলফোন - ২০০৪!
Paramita | ০৭ জুন ২০০৮ ০০:৪৯ | 63.82.71.141
আর ঘর অন্ধকার করে না দেখলে হয় টিভি নয় চোখ কি যেন একটা খারাপ হয়ে যেত।
Paramita | ০৭ জুন ২০০৮ ০০:৪৮ | 63.82.71.141
আমিও ঠিক চোদ্দ বছর আগে ব্যাঙ্গালোরে গেছিলাম (থাকতে) - দেখেছো ডিডিদার সঙ্গে কি মিল, কি মিল।
Blank | ০৭ জুন ২০০৮ ০০:৩৯ | 59.93.198.227
আর ছিল চিচিং ফাঁক টিভি
Arpan | ০৭ জুন ২০০৮ ০০:৩৮ | 122.252.231.206
লোকেরা জানিনা কেন তখন সাদা-কালো টিভির সামনে বিকট একটা নীল কাচ লাগাত। ঃ(
Arpan | ০৭ জুন ২০০৮ ০০:৩৭ | 122.252.231.206
আমি খুব অবাক হয়েছিলাম ছোটবেলায় যখন কাগজে অ্যাড দিল সোফা থেকে বসে বসে টিভি চালানো/বন্ধ করা যায়।
Blank | ০৭ জুন ২০০৮ ০০:৩৬ | 59.93.198.227
আম্রিগার লোক জন ভিসিডি দেখে নাই ঃ(
Tim | ০৭ জুন ২০০৮ ০০:৩৫ | 128.173.176.128
ক্যাসেটগুলো আবার একদিনের বেশি রাখা যেত না। তাইলেই ফাইন।
Blank | ০৭ জুন ২০০৮ ০০:৩৪ | 59.93.198.227
প্রথম যখন পেজার এর অ্যাড দিলো কাগজে কি অবাক হয়েছিলাম দেখে।
Tim | ০৭ জুন ২০০৮ ০০:৩৪ | 128.173.176.128
৮ আর ১৪ এইদুটো সংখ্যাই ঐতিহাসিক।
Tim | ০৭ জুন ২০০৮ ০০:৩৩ | 128.173.176.128
ভিসিপিই পরে একটু পাল্টে ভিপিসিং হয়েছে।
Blank | ০৭ জুন ২০০৮ ০০:৩৩ | 59.93.198.227
একটা চটের থলেতে করে দিয়ে এতো ভিসিপি টা। সেদিন একট উৎসব মতন। বাড়িতে সিনিমা হবে। যে সব পাড়া প্রতিবেশী দের সাথে এট্টুস বেশি ইয়ে, তারাও ডাক পেতো সিনিমা দেখার।
dd | ০৭ জুন ২০০৮ ০০:৩২ | 122.167.19.105
আমাদের ঈশেন যখন আমার (অথোরাইজড) বাইয়োগ্রাফী পড়বে তখন জান্বে আমি চোদ্দো বছর আগে ব্যাংগালুরে এয়েছিলাম। হেথায় এসতেই পোচুর টেকনোলজিক্যাল বিপ্লব ঘটে গ্যালো। সেল ফোন,কম্পুটার (সগলের হাতে) ,ইমেইল... এদেরকে জন্মাতে দেখলাম চোখের সামনে। সি ডিকেও।
এই জন্যেই চোদ্দো বছর। এর জন্য রাম দায়ী নয়।
Paramita | ০৭ জুন ২০০৮ ০০:৩১ | 63.82.71.141
ভিসিপি শব্দটা ভুলেই গিয়েছিলাম..
Arpan | ০৭ জুন ২০০৮ ০০:৩০ | 122.252.231.206
হ্যাঁ, সাইকেলের হ্যান্ডেলে চটের বস্তা ঝুলিয়ে হাজির হত।
Tim | ০৭ জুন ২০০৮ ০০:২৯ | 128.173.176.128
আরে দোকান থেকে লোক দিয়ে দিতো না? সেই লোকই চালাতো তো ভিসিপি। নিয্যস ১৪ বছর আগের কথা।
dd | ০৭ জুন ২০০৮ ০০:২৮ | 122.167.19.105
ভিসিআর ভিসিপি- সিনেমা দেখতে দুটো ই সমান সমান। তবে টি ভি থেকে রেকর্ডিং কত্তে আর দরকার,পি নয়। আর তখন ক্যাসেটরও নানান রকম ফের ছিলো। সব গুলো সব প্লেয়ারে চলতো না।
গোটা পাঁচেক ক্যাসেট আনলে তিনটে মোটামুটি চলতো। একটা কোনোক্রমে। একটা আদৌ নয়।
Ishan | ০৭ জুন ২০০৮ ০০:২৬ | 12.163.39.254
আমি কি বুঝেছি কেউ জিগালো না। নিজেই বলে দিই।
ডিডির এই ১৪ বছরের হিসেবটা আরবিট। ওটা তেরো ও হতে পারে কুড়ি ও। রামায়ণ নিয়ে লিখতে লিখতে সবই ১৪ বছর হয়ে গেছে।
কেমন দিলাম? ঃ)
Arpan | ০৭ জুন ২০০৮ ০০:২৩ | 122.252.231.206
ভিসিআর? আমরা দিব্যি ভিসিপি দিয়ে কাজ চালাতাম। ঃ)
মজার ব্যপার, দেশে ভিসিপি/আর জিনিসটা মিউজিয়ামে গেলে দেখা যায়। কিন্তু আমেরিকাতে দোকানে গুছিয়ে বিক্রি হয়। ঃ)
Blank | ০৭ জুন ২০০৮ ০০:২৩ | 59.93.194.40
ডিডি দা, ভিসিআর এ কি ভি সি ডি চলে?
dd | ০৭ জুন ২০০৮ ০০:২০ | 122.167.16.1
না, না, ভি ডি ও ক্যাসেট। ভিডিও ক্যাসেট। সি ডি নয়। আমদের ঈশেন ঠিক ধরেছে।
তখন অতো আইটিওয়ালা ছিলো না, হাতে গোনা কয়েকজনের কাছে ভি সি আর থাকতো। দোকান থেকে ভিসিআর হায়ার করতে হতো, সংগে (যে কোনো) পাঁচটা ভি সি ডি ফ্রী। ফাস কাম ফাস সার্ভ।
Tim | ০৭ জুন ২০০৮ ০০:১৯ | 128.173.176.128
মাত্তর ১৫? গান্ধীজির আদর্শ মেনে বন্ধগুলো অ-মাল করে দেওয়া হোক!
Blank | ০৭ জুন ২০০৮ ০০:১৯ | 59.93.194.40
কিন্তু বছর ৯ আগে সিডি ছিল। আমি কলেজে ঢুকেই সিডি দেখেচি
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন