এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kallol | ২৫ জুন ২০০৮ ১৬:০৫ | 220.226.209.5
  • থিরবিজুরী - যে বিদ্যুত ঝলক স্থির হয়ে আছে।
  • sinfaut | ২৫ জুন ২০০৮ ১৫:৫২ | 66.232.102.157
  • অজ্জিতদা, ArchLinux ব্যবহার করেছো? ওটা নাকি অন্যতম ফাস্ট ডিস্ট্রো, ব্যাপক স্লিম একটা ব্যাপার। করে দেখতে পারো।
  • r | ২৫ জুন ২০০৮ ১৫:৪৮ | 198.96.180.245
  • সুবোধ ঘোষের লেখা গল্পের নাম।
  • sarathi | ২৫ জুন ২০০৮ ১৫:৪৩ | 59.160.220.131
  • ধন্যবাদ কল্লোলদা ' আরো জানান,

    থিরবিজুরী - অর্থ?
  • kallol | ২৫ জুন ২০০৮ ১৫:৩৭ | 220.226.209.5
  • সারথী - শুভেচ্ছা।
    থিরবিজুরী - ভেবে দেখতে পারো। যদি ও ছোটবেলায় নামের বানান নিয়ে চাপ হতে পারে।
  • sarathi | ২৫ জুন ২০০৮ ১৫:৩০ | 59.160.220.131
  • হাইফাই দরকার নেই , শ্রুতিমধুর হলেই চলবে,
    ভালই সংগ্রহ চলছে ঃ), মনে রাখছি আরো আসুক
  • S | ২৫ জুন ২০০৮ ১৫:২৪ | 202.140.54.181
  • র দিয়ে

    রুহ্‌
    রূপসা
    রাত্রি

    অ দিয়ে

    অদ্রিজা
    অপালা
    অনুষ্টুপ

    খুব হাইফাই নাম হয় তো হল না, তবে গুগুল সার্চ না করে এই-কটা মাথায় এল এখন।
  • a | ২৫ জুন ২০০৮ ১৫:২২ | 220.225.7.11
  • আরাত্রিকা চলবে? আমার বড় পচন্দের নাম, নেহাত ছেলে হল তাই ঃ)
  • sarathi | ২৫ জুন ২০০৮ ১৪:৫৬ | 59.160.220.131
  • সেরকম কিছু প্রেফারেন্স নেই , তবে "র" , "অ" এর প্রতি একটু পক্ষপাতিত্ব আছে ঃ)
  • r | ২৫ জুন ২০০৮ ১৪:৫৫ | 125.18.17.16
  • টিঃ, হ্যাঃ বাঃ প্রীঃ আঃ ও শুঃ।
  • sarathi | ২৫ জুন ২০০৮ ১৪:৫৪ | 59.160.220.131
  • ভাল সন্ধান পেলাম,

    গুগল সার্চ করে দেখেছি বেশির ভাগই উত্তর ভারতীয় বা সংস্কৃত নাম, অনেক সুন্দর নাম আছে কিন্তু বাংলা নাম খুব কম

    ভারত প্রেমকথা নিয়ে আজকেই বসছি
  • S | ২৫ জুন ২০০৮ ১৪:৪৮ | 202.140.54.181
  • আদ্যক্ষরের কোনও প্রেফারেন্স আছে, সারথি?
  • Arijit | ২৫ জুন ২০০৮ ১৪:৪৩ | 61.95.144.123
  • বা বু.গু. - আনকমন নাম।
  • Arpan | ২৫ জুন ২০০৮ ১৪:৪২ | 202.91.136.71
  • সুঃঘোঃ-এর "ভারত প্রেমকথা' নিয়ে বসুন। প্রচুর তৎসম নাম পাওয়া যাবে।
  • Arijit | ২৫ জুন ২০০৮ ১৪:৪০ | 61.95.144.123
  • এই সাইটগুলোতে শুধু কমন কমন নাম থাকে। আমি কোত্থেকে "ঋতি' নামটা পেয়েছিলাম মনে নেই, মনে পড়লে দিয়ে দেবো। বাংলাদেশের সাইট ছিলো।
  • omnath | ২৫ জুন ২০০৮ ১৪:৩৬ | 59.160.220.131
  • http://tinyurl.com/4qykbu এইটে দেখেছেন?
  • sarathi | ২৫ জুন ২০০৮ ১৪:৩৪ | 59.160.220.131
  • থ্যাংক ঊ
  • Arijit | ২৫ জুন ২০০৮ ১৪:৩৩ | 61.95.144.123
  • তাইলে বিলেটেড কনগ্র্যাঃ
  • sarathi | ২৫ জুন ২০০৮ ১৪:৩২ | 59.160.220.131
  • বিলেটেড,,সবে ২৬ দিন
  • Arijit | ২৫ জুন ২০০৮ ১৪:৩১ | 61.95.144.123
  • অ্যাডভান্স না বিলেটেড? কোনটে?
  • sarathi | ২৫ জুন ২০০৮ ১৪:২৫ | 59.160.220.131
  • কন্যার জন্য নাম খুঁজছি , ভাল কোন সাইটের সন্ধান থাকলে একটু জানান
  • sinfaut | ২৫ জুন ২০০৮ ১৪:১৮ | 66.232.102.157
  • আমি সময় নিয়ে কি করব? আমার কম্পু সময় পেলেই তো হলো। আরে আমার আজ পর্যন্ত সব থেকে বড় এই ফিল্ডে লস সিনেম্যাটিক ডট নেট এর পাসওয়ার্ড হারিয়ে ফেলা, এখন আর ইনভিটেশন ছাড়া ওখানে রেজিস্টার করা যায়না। তবে ওখানে ফাইলের যা সাইজ সোমনাথ মনে হয় খেপে যেত। ৪-৫ জিবির কমে কিছু নেই, আরও উর্দ্ধগামী।
  • Arijit | ২৫ জুন ২০০৮ ১৪:১৬ | 61.95.144.123
  • আমার দুটিই মেইল আইডি, আর যেখানাতে ওয়েলকাম মেল এসেছিলো সেটাই তো হবে। সেটাও নিচ্ছে না। সম্ভবতঃ যখন এই ইনভিটেশন ব্যাপারটা এনেছে তখন একটা ওভারহলিং করেছে। তখন ইন্যাক্টিভ অ্যাকাউন্টগুলো পার্জ করে দিয়েছে।
  • Somnath | ২৫ জুন ২০০৮ ১৪:১৫ | 59.160.220.131
  • ফাটাফাটি প্রিন্ট সব। ৯ জিবি ডিভিডি রীপ সবগুলো। আর কত্ত অদেখা সিনেমা পাচ্ছি। এখন "বড়াদিন" এর জন্যে অপেক্ষায়। তুমি অম্ভাব্য অসম্ভাব্য সবগুলো মেল আই ডি দিয়ে দিয়ে দ্যাখোনা। ;-((
  • Somnath | ২৫ জুন ২০০৮ ১৪:১২ | 59.160.220.131
  • ইস্‌স্‌স্‌স্‌স্‌স। এই বাজারে একটা দেসিটরেন্টের পাসোয়ার্ড লস মানে পুরো ব্যাঙ্করাপ্টের এফেক্ট। ফাটাফাটি সব সিনেমা দিয়ে যাচ্ছে। পুরো ঋত্বিকটা নামালাম mkv ফরম্যাটে ৭০০ এম বি করে।
  • Arijit | ২৫ জুন ২০০৮ ১৪:১০ | 61.95.144.123
  • নাঃ আমার অ্যাকাউন্টটা গেছে। বল্লুম পাসওয়ার্ড ভুলে গেছি - কিন্তু মেইল আইডিটাই চিনতে পারছে না।
  • omnath | ২৫ জুন ২০০৮ ১৪:০৪ | 59.160.220.131
  • রাতে ঘুম হয় না। এইত্তো আপিসে বসে বসে ঢুলছি। ঃ-))

    না, এমনিতে করা যায় না, দুশো না পাঁচশো টাকা দিয়ে এককালীন একটা মেম্বারশীপ হয়। ইনভাইটেশনটাও বন্ধ করা আছে। কারোর থেকে মেম্বারশীপ (পাসোয়ার্ড) যোগাড় করতে হয়।

    আমায় মেশিনে একজন অটো লগইন এনেবলড করে দিয়ে গেছে তার বন্ধুর বন্ধুর অ্যাকাউন্ট থেকে। ঃ-))
  • Arijit | ২৫ জুন ২০০৮ ১৪:০০ | 61.95.144.123
  • নাঃ আমার কাছে নেই। ইনফ্যাক্ট আমি টরেন্ট ব্যাভার করা ছেড়ে দিয়েছি, অনেকদিন লগইনও করি নাই। তোরা এত সময় পাস কোত্থেকে? আমায় ধার দিবি?
  • sinfaut | ২৫ জুন ২০০৮ ১৩:৫৯ | 66.232.102.157
  • কেন? দেশিটরেন্টে কি এমনিতে রেজিস্টার করা যায়না?
  • sinfaut | ২৫ জুন ২০০৮ ১৩:৫৮ | 66.232.102.157
  • আর তোমার কথা মত সবার জন্য দুয়ার খুলে বাটি বসিয়ে রেখেছি, কিন্তু কেউ নেয়ইনা।
  • omnath | ২৫ জুন ২০০৮ ১৩:৫৮ | 59.160.220.131
  • আগে আমায় বল রেশিও কত রেখেছিস? এখনো সীড করছিস কি?

    অরিদার কাছে একটা দেসিটরেন্টের ইউজারনেম পাসোয়ার্ড আছে। চেয়ে দেখ। ঃ-P
  • sinfaut | ২৫ জুন ২০০৮ ১৩:৫৭ | 66.232.102.157
  • আমি অজ্জিতদার দুনম্বর অপশনটা করলাম।
  • sinfaut | ২৫ জুন ২০০৮ ১৩:৫৬ | 66.232.102.157
  • নামাতে পেরেছি, দেখতেও পেরেছি। আমাকে জানাতে পারবে কোত্থেকে হিন্দি সিনেমার ইসে পাওয়া যায়, এখানে না পারলে মেলে, যদি না আপত্তি থাকে?
  • sinfaut | ২৫ জুন ২০০৮ ১৩:৫৫ | 66.232.102.157
  • খুল। হয়ে গেল, থ্যাংকু।
  • Somnath | ২৫ জুন ২০০৮ ১৩:৫৩ | 59.160.220.131
  • রাইট ক্লিক করে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং।

    সিফো কি আমীর নামাতে পেরেছিস?
  • Arijit | ২৫ জুন ২০০৮ ১৩:৫০ | 61.95.144.123
  • একটা অপশন হল সিলেক্ট করে করে সাইজ পাল্টানো।

    আর সবসময় করতে চাইলে দুটো স্টাইল ডিফাইন করো, নর্মালের এক্সটেনশন - তাতে সাইজ বলে দাও। এবার স্টাইল পাল্টে পাল্টে লেখো।
  • sinfaut | ২৫ জুন ২০০৮ ১৩:৪৭ | 66.232.102.157
  • ধরো, একটা ওয়ার্ড ডকুতে দুরকম ফন্ট ইউজ করা হয়েছে -টাইম্‌স রোমান আর কুরিয়ার। আমি চাইছি টাইম্‌স রোমানের সাইজ ছোটো করতে আর এরিয়াল করতে কিন্তু কুরিয়ার অ্যাজ-ইট-ইজ রেখে দিতে। কি করে করবো?
  • sinfaut | ২৫ জুন ২০০৮ ১৩:৩২ | 66.232.102.157
  • অসুব্য পান।
  • stoic | ২৫ জুন ২০০৮ ১৩:৩০ | 160.103.2.224
  • ছেলেটার নাম আরশাভিন। মতান্তরে আরশেভিন ও হতে পারে। এই নাম টা নিয়ে বিবিসি একটা মজাদার pun করেছিল, এখানে বলা উচিত হবে না। আমার pun-দোষ নাই। ঃ-)

    আবাপ, বিদেশী নামের (লোকজন, জায়গা, ইত্যাদি) বাংলা অনুবাদে কোটি কোটি ভুল করে। সে নিয়ে ডিস্‌কাশন শুরু করলে টই খুলতে হবে। ঃ-)
  • h | ২৫ জুন ২০০৮ ১১:০৬ | 220.225.84.122
  • শান্তিনিকেতনে পুলিশের অবস্থান আসলে একটি ক্যাটিগরি ;-) কখনো তারা এসেছে বলে গাল খায় কখনো তারা আসে নি বলে গাল খায়। দুটোতেই কারণ কাপলেট টা একটাই। আশ্রমের পবিত্রতা এবং রিপোর্টারের চাগরি। ধরো কোনো একটা মেয়েকে মলেস্ট করে দিলো কেউ। তখন ধর কাগজে দুটৈ বেরোতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র ছাত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ বা বার বার স্থানীয় প্রশাসনকে অনুরোধ করা সঙ্কেÄও স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ। আর ধর ছেলেদের হোস্টেলে কংগ্রেসের দু দলের মধ্যে মারামারি হলে দ্বিতীয় গতে আর হোস্টেলের ছেলেদের সঙ্গে 'বাইরের' ছেলেদের মারামারি হলে, বিশ্ববিদ্যালয়ের ভেতরে বা বাইরে ঐ একই পদ্ধতি তে ঠিক হয় কি রিপোর্ট হবে।

    ক্যাম্পাস ইউনিভার্সিটির ন্যাকামোর সঙ্গে বাঙালি প্রগতিশীল ও সুশীল পাঠক তো পরিচিতঃ-)

    শান্তিনিকেতনে ঠিক ভারতের অন্যত্রের মতই লোকে বিভিন্ন গুপী করে সেক্স করতে বাধ্য হয়। কারণ সদা সচেতন পৌরসমাজ। আর গসিপের নেচারটাও ঠিক ত্যাবলয়েডের মতই। 'যুবসমাজের অবস্থা কি খারাপ কি খারাপ' টোন, এবং কাকে ঠিক কোথায় কি অবস্থায় পাওয়া গেছে সে সম্পর্কে অধীর আগ্রহ ও কৌতুহল।
  • S | ২৫ জুন ২০০৮ ১০:৫৭ | 202.140.54.181
  • টিম, শুভ জন্মদিন।
  • dri | ২৫ জুন ২০০৮ ১০:৪৭ | 75.3.201.185
  • কই, বাড্ডেবয় কই? হ্যাপি বাড্ডে।
  • Riju | ২৫ জুন ২০০৮ ১০:১০ | 121.240.210.2
  • টিম হ্যাপি জম্মদিন
  • shrabani | ২৫ জুন ২০০৮ ০৯:৪৭ | 59.94.108.69
  • টিম,
    শুভেচ্ছা! ভালো থেকো, জন্মদিন ভালো কাটুক।
  • Ishan | ২৫ জুন ২০০৮ ০৯:৩৩ | 12.240.14.60
  • এটা টইয়ে লিখছিনা। সিরিয়াস নয় বলে। ঃ)

    ডায়মন্ডহারবার, দীঘা আর শান্তিনিকেতনকে সেক্সুয়াল এনকাউন্টারের পটভূমি বাছার যথেষ্ট ঐতিহাসিক কারণ আছে। ডায়মন্ডহারবার আর দীঘা নিয়ে নতুন কিসু বলার নেই। আর শান্তিনিকেতনে, গুরুদেবের জায়গা বলেই বোধহয় মাঠ-ঘাট-হোটেলে-ইয়ুথ হস্টেলে পুলিশি উপদ্রবটা কম। এটা অবশ্য মিথও হতে পারে। মিথ কিনা শান্তিনিকেতনের অধিবাসীরা জানাক।
  • Ishan | ২৫ জুন ২০০৮ ০৯:২৪ | 12.240.14.60
  • দমু আমারে গাল দিল। সে ঠিকই দিয়েছে। কিন্তু দমু তো ম্যাঞ্জার, টিম বানায়না কেন?
  • Ishan | ২৫ জুন ২০০৮ ০৯:২৩ | 12.240.14.60
  • টিমকে জন্মদিন মুবারক। সহস্র শুভকামনায়েঁ। ঃ)
  • Arijit | ২৫ জুন ২০০৮ ০৯:১৭ | 61.95.144.123
  • http://www.anandabazar.com/25khela5.htm - এই আশরাভিন ছেলেটা ভালো খেলে। নিউক্যাসল গত সীজনে একবার আনার চেষ্টা করেছিলো, কিন্তু ওই ম্যানেজার-ট্যানেজার স্যাক-ট্যাক হয়ে গোলমাল পাকিয়ে গেছিলো। এখন তো ছাই লাইন লেগে গেছে।

    কিন্তু আবাপ কেন "নিউ ক্যাসল' লেখে? ওটা ভুল, ভুল, ভুল। আমি তখনো ইউনিতে জয়েন করিনি, কথা চলছিলো - সেই আম্রিকা থেকে মেল করতুম - তখনই পল ওয়াটসন অমার এই ভুলটা শুধরে দিয়েছিলো। আশা করি আবাপ শুধরে দেবে - এটা চোখে পড়বে তো;-)
  • Arijit | ২৫ জুন ২০০৮ ০৯:১৩ | 61.95.144.123
  • আমি নতুন আইফোং নেব - মানে ইচ্ছে আছে - রিভিউ পড়ে দেখেছি ওটা নাকি স্যাটি জিনিস (নতুনটা)।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত