এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ০৪ জুলাই ২০০৮ ১০:৫৮ | 24.127.39.26
  • বিপ্লবী বুর্জোয়া রে ব্ল্যাঙ্কি। ;-)
    এই নিয়ে একটা থিওরিও আছে। পরে বলবো।
  • Tim | ০৪ জুলাই ২০০৮ ১০:৫৭ | 24.127.39.26
  • নাহ্‌ এই করে আমার পুরো ঘুমটাই হবে না। চল্লুম। হ্যাপি উইকেন্ড।
  • Paramita | ০৪ জুলাই ২০০৮ ১০:৫৭ | 143.127.131.4
  • একটা বাজে এক্সপিরিয়েন্সের কথা লিখছি। বাবা-মার হেলথ ইনশিওরেন্স করাচ্ছিলাম এক এজেন্টের মারফত। তাকে ই®¾ট্রাডিউস করে দিয়েছিলেন এক প্রতিবেশী, ঐ কোং-এর-ই। ফলো আপ-এ বেশ কিছুটা সময় নেওয়ার পর এজেন্টটি দ্‌জনের একবছরের প্রিমিয়াম নিজের নামে চেক লিখিয়ে নিয়ে চলে যায়(গালিবিলিটি ইত্যাদি নিয়ে প্রশ্ন করবেন না)। তারপর থেকেই তার কথার সুর পাল্টে যায় এবং ঠিকমত ফলো আপ করে না, চেক আপ ফর্মালিটিতে নিয়ে যেতে গাফিলতি করে। কপালগুণে ঐ প্রতিবেশী সেদিন আসেন এবং কথায় কথায় জানানো হয় যে আমরা তাঁর এজেন্টকে ব্যবহার করছি। লাফিয়ে উঠে তিনি জানান "করেছেন কি? সে তো দুমাস আগে টার্মিনেটেড হয়ে গেছে"। সঙ্গে সঙ্গে বুড়োমানুষদের ব্যাংকে ছোটা, স্টপ পেমেন্ট করা ইতয়দি ঘটে এবং টাকাটা বেহাত হয়নি। কিন্তু মুখে তেতো স্বাদ রেখে গেছে। এত কিছুর পর সেই এজেন্ট ফোন করে রাগত গলায় স্টপ পেমেন্ট কেন করা হয়েছে এই নিয়ে প্রশ্ন তোলে এবং যাতায়াতের খরচ চায়।

    অন্য ঘটনাটি আরো আগের, বাবা-মা যখন এদেশে এসেছিলেন দেশেই আই সি আই সি আই থেকে ইনশিওরেন্স করানো হয়েছিল। ব্যবহার করার প্রয়োজন হয়নি। ফিরে গিয়ে দ্যাখেন, চলে আসার তিন মাস পর ইনশিওরেন্স ক্যানসেল করে একটা চিঠি এসেছে। অর্থাৎ ইনশিওরেন্সবিহীনভাবেই কাটালেন ধরে নেওয়া যায়, দরকার হলে পয়সা পাওয়া যেত না। পয়সা বলা বাহুল্য ফেরত দেয় নি। দেশে গিয়ে এটা নিয়ে ঝাড়পিট করতে হবে।

    কেউ ঠকিয়ে দিতে পারে এই ভেবে সারাক্ষণ চোখ কান অতন্দ্র ও হৃদয় অবিশ্বাসী করে রাখাটা খুব পীড়াদায়ক।
  • Blank | ০৪ জুলাই ২০০৮ ১০:৫৭ | 65.218.154.195
  • বুর্জোয়া হবি টিম?
  • Tim | ০৪ জুলাই ২০০৮ ১০:৫৬ | 24.127.39.26
  • মেট্রো রেলের কাজ হওয়ার সময় অনেক কঙ্কাল পাওয়া গ্যালো। সব নাকি সায়েবদের কঙ্কাল। আর কদিন গেলেই এসব নিয়ে একটা বিশা-আ-আ-ল বই লিখে বড়োলোক হবো।
  • m | ০৪ জুলাই ২০০৮ ১০:৫৫ | 12.240.14.60
  • অনু দেখেছি বলে মনে হচ্ছে- ইন্দ্রানী হালদার আছেন কি?
  • Tim | ০৪ জুলাই ২০০৮ ১০:৫৪ | 24.127.39.26
  • আরে এসব ইংরেজদের অপপ্রচার। তাইলে প্রমাণ হয়ে যায় কিনা খোদ কলকাতা অবধি রানীর সেনা চলে এসেছিলো, তাই চেপে দিয়েছে। ;-)
  • arjo | ০৪ জুলাই ২০০৮ ১০:৫২ | 24.214.28.245
  • সানন্দা না আমি মাইরি কোনোদিন পড়ি নি। ম, অনু দেখেছ? বেশ ভালো। খুব মন খারাপ হবে কিন্তু।
  • Blank | ০৪ জুলাই ২০০৮ ১০:৫২ | 65.218.154.195
  • আমি তো জানতুম পুঁটিরানীর শউর বাড়ী বলেই রানী কুঠি
  • m | ০৪ জুলাই ২০০৮ ১০:৫১ | 12.240.14.60
  • আজ্জো,সানন্দায় জবানবন্দী সেকশানে পাঠিওঃ)
  • Tim | ০৪ জুলাই ২০০৮ ১০:৫০ | 24.127.39.26
  • ঐখানে আগে লক্ষ্মীবাই এর দূর্গ ছিলো। পাথরের কেল্লা, সেই থেকে ঐ নাম।
  • m | ০৪ জুলাই ২০০৮ ১০:৫০ | 12.240.14.60
  • অরি,
    আমারো একটা প্রশ্ন আছে- ঋক কেমন আছে?কেমন লাগছে ওর কোলকাতায়?
  • arjo | ০৪ জুলাই ২০০৮ ১০:৪৯ | 24.214.28.245
  • ও হনুও আছেন। বুইলেন আমি অর্কূটে একখান যা কেলো করেছি কোনোদিন দেখা হলে বলব। সবার সামনে বলতে প্রেস্টিজে লাগে।
  • m | ০৪ জুলাই ২০০৮ ১০:৪৯ | 12.240.14.60
  • এই আনন্দের বাজারে আমীর দেখলাম- দেখে স্বপন কুমারের কোথা হইতে কি হইয়া গেলো -মনে পড়ে গেলো।
  • h | ০৪ জুলাই ২০০৮ ১০:৪৭ | 125.18.104.1
  • আমার এই দিদি রক্তের সম্পর্কে আত্মীয় নন। আর সেই দিদি ই অরিজিতের আত্মীয়। মোটামুটি এই।
  • Blank | ০৪ জুলাই ২০০৮ ১০:৪৫ | 65.218.154.195
  • ঐ জন্যি তো রানী কুঠি ঃ)
    টিম ও ওদিককার তো, তোমার প্রতিবেশী
  • Tim | ০৪ জুলাই ২০০৮ ১০:৪৫ | 24.127.39.26
  • ঘুত্তে বেরোনোর আগে একবার টুকি করে গেলুম। ঃ)
  • arjo | ০৪ জুলাই ২০০৮ ১০:৪৫ | 24.214.28.245
  • আচ্ছা অরিজিত একটা প্রশ্ন করলাম। ইচ্ছে হলে জবাব দিও নাও দিতে পার। ঐ যে হনু বল্লে তুমি নাকি হনুর দিদির ভাই। সেটা কেমন সম্পর্ক বুঝি নাই। অসুবিধা না থাকলে একটু বলবে।
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১০:৪২ | 61.95.144.123
  • ওই কাছেই - মিনিট কুড়ি হাঁটা - পূর্ব পুটিয়ারী। সাবর্ণ রায়চৌধুরি মেয়েকে বিয়েতে যৌতুক দিয়েছিলো। পুঁটুরাণী থেকে পুটিয়ারী।
  • Blank | ০৪ জুলাই ২০০৮ ১০:৪০ | 65.218.154.195
  • অজ্জিত দা বুঝি রানীকুঠি?
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১০:৩৮ | 61.95.144.123
  • রঞ্জনদা - আমার বাড়ি পুঁটুরাণীর রাজত্বে। আর এদিক সেদিক যেতে আসতে গেলে ওই গাছতলা হয়েই যেতে আসতে হয়, কাজেই গড়িয়া-নাকতলা-উষা-বাঁশদ্রোণীও কম চেনা নয়। ইনফ্যাক্ট সাইকেল নিয়ে বাঁশদ্রোণীতে বাজার করতে আসতুম।
  • arjo | ০৪ জুলাই ২০০৮ ১০:৩৫ | 24.214.28.245
  • মান রাখব না মানে। আজ তো বাই ডেফিনেশন শুক্কুরবার তায় কাল ছুটি। একটু মস্করা করব নি। ঃ-)

    মান রাখব ভয় নেই। বল্লাম না ঠেকে ঠুকে শিখে নেব।
  • sinfaut | ০৪ জুলাই ২০০৮ ১০:৩১ | 66.232.102.157
  • যাঃ শালা এলেবেলে কোতা ভাবলুম। আচ্ছা, জেন্টু ইউজ করো। শুধু ঘটিদের মান রেখো।
  • arjo | ০৪ জুলাই ২০০৮ ১০:৩০ | 24.214.28.245
  • অনু নামের সিনেমাটা দেখেছেন কেউ। এই একটু আগে দেখে উঠলাম, মন খারাপ হয়ে গেল। বেশ ভালো লাগল কিন্তু।
  • arjo | ০৪ জুলাই ২০০৮ ১০:২৯ | 24.214.28.245
  • সিঁফো আমাকে এক্কেরে এলেবেলে ভাবে। ওরে পাগলা তুমি যখন হাফপ্যান্ট পড়তে আমি তখন হেলো ওয়ার্ল্ড লিখতাম। ঃ-) । সেই তখন থেকে আজ অবধি ইউনিক্স, লিনাক্ষ, উইন্ডোজ এইসবে সি, সি++, জাভা, ভিবি, .নেট, এইচটিএমএল ইউজ করে (যতরকম কম্বি সম্ভব) সবেতেই লিখে ফেলেছি। ব্যাকএন্ডে ওরাকল, সিকোয়েল সার্ভার, মাই সিকোয়েল ইত্যাদি ইত্যাদি। যখন যেমন ভাবে নিজেকে বেচতে হয়েছে আর কি। ঃ-)। এক্টু ঠেকে ঠেকে শিখে নেব।

    আসলে জেনটু তে আমার অফিসিয়াল কাজকম্মেও সুবিধা হবে। ব্যানার নামে একটা এডুকেশনাল সফটওয়ার আছে। এডুকেশনাল সিস্টেমে ডেটা ওয়ারহাউস বানানোর একটা প্রোপোজাল দিয়েছি। এবারে ঐ ব্যানারের কিছু কিছু ইটিএল আছে লিনাক্ষ ভারসনে কাজ করে। আর ওরা সাপোর্ট করে জেন্টু। তাই একটু খেলে দেখব। ইজ্জত কা সওয়াল। তার সাথে বউকে কথা দিয়েছি একটা ডেভলপমেন্ট এনভায়রনমেন্ট তৈরি করব। কিসব যেন করবে। ল্যাদ খেতে খেতে এখন লিমিট পয়েন্টে এসে ঠেকেছে।
  • Paramita | ০৪ জুলাই ২০০৮ ১০:২৮ | 143.127.131.4
  • সেইসঙ্গে একটা ভলুম ম্যানেজার কিনে নিও। বা বেসিক ভার্শানটা ফিরিতে ডাউনলোড করতেও পারো। শুধু উবান্টু ফু কাটিয়ে রেডহ্যাট চালাও। ফাইল সিস্টেমগুলো সব ভলুম-এর ওপর চড়াও, ডিস্কের ওপর না চড়িয়ে। ইচ্ছেমত ডিস্ক অ্যাড করে সাইজ বাড়াতে কমাতে পারবে।
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১০:১৬ | 61.95.144.123
  • অপ্পনকে ন্যাড়াদার দেওয়া বকুনিতে আমি যোগ দিলাম।

    কোন সার্ভিস প্রোভাইডারই অফিসিয়ালি লিনাক্স সাপোর্ট করে না। তবে গোটা দুনিয়া তাও চালায়। আমি নিউক্যাসলে এক ঘন্টার মধ্যে বাড়িতে ইউবান্টু লোড করে হুড়হুড়িয়ে নেটে ঢুকে গেছিলুম। এখানে বাড়িতে ফেডোরা দিয়ে দিব্যি চলছে - অফিসিয়ালি বিএসএএনএল সাপোর্ট করে না। এবং চলছে বলে উইন্ডোজ থেকে নেটটা তুলে দেওয়া হয়েছে। নন-আইটিওয়ালা বাবাও মনের আনন্দে ফেডোরা ব্যাভার করছে।
  • sinfaut | ০৪ জুলাই ২০০৮ ১০:১৬ | 66.232.102.157
  • আর্য, জেন্টু একটু অ্যাডভান্সড ইউজারদের জন্য বলে শুনি। উবুন্টু ফেডোরা যা খুশি লাগাতে পারো, আর চোখের সুখ করতে চাইলে অবশ্যই কেডিই, মানে কুবুন্টু দেখো।
    (ন্যাড়া/অজ্জিত)দা, আপাতত আমার মেশিন ডুয়াল বুট করা আছে, যদিও একমাস হয়ে গেল xp ছুঁইনি। তাই ভাবছি ওটার গঙ্গাপ্রাপ্তি করে দিই। তো, linux intact রেখে শুধু xp উড়িয়ে দেওয়া কি সহজে করা যায়, নাকি আবার প্রথম থেকে ধুয়ে মুছে করা ভালো? মানে, আমি শুধু xp উড়িয়ে ক্ষান্ত হবনা। উবুন্টুর পার্টিশন রিসাইজ করবো প্লাস একটা ফাঁকা জায়গা রেখে নতুন নতুন ডিস্ট্রো চাখবো। dual boot with two linux distro

    বেশি বড় উত্তর দেওয়ার চাপ নিতে হবে না। কোনো লিংক ফিংক দিলেই চলবে।
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১০:১২ | 61.95.144.123
  • রেডহ্যাটে অভ্যস্ত হলে ফেডোরাতে সুবিধা হতে পারে, বা CentOS। ইউবান্টু ডেবিয়ান ফ্যামিলি, আমার এট্টু অসুবিধা হত - ইস্পেশ্যালি ওই রান লেভেল নিয়ে। তবে আস্তে আস্তে হত সয়ে যায় - আর এত্ত হেল্প চারিদিকে ছড়িয়ে আছে...
  • Arijit | ০৪ জুলাই ২০০৮ ১০:০৪ | 61.95.144.123
  • দমুকে - হ্যাঁ, আরো অনেক কাজ আছে - ডিজাইন ডকুমেন্ট, রিভিউ, বিজনেস প্রোপোজাল ইত্যাদি - সবই লেটেকে সম্ভব। আর পিডিএফ তৈরী হয় বলে পোর্টেবিলিটির ঝামেলাও নেই।

    আসল ব্যাপার হল লোকে ভয় খায়, এবং সেটা অনেকাংশেই অতিরঞ্জিত ভয়। না জেনেই। বছর ছয়েক আগে ঠিক এই তর্কটা আমিও করতুম। বা.লা. খুঁজলে পেয়ে যাবে।
  • Arpan | ০৪ জুলাই ২০০৮ ০৯:৫৯ | 122.252.231.206
  • ** দিও।

    বোধি, মেল করেছি।
  • Arpan | ০৪ জুলাই ২০০৮ ০৯:৫৭ | 122.252.231.206
  • পামিদি, স্ক্র্যাপিয়ে দিয়ে একবার।
  • h | ০৪ জুলাই ২০০৮ ০৯:৫৭ | 125.18.104.1
  • ন্যাড়া, বাই দ্য ওয়ে। আমার নিজের হাতে, কোং ও বউ ও পুঁটি এর ইন্টারভেনশনের চৌহদ্দির বাইরে একটি ল্যাপি বা নিদেনপক্ষে ডেস্কি এসে পড়লেই আমি লিনাক্ষে যাব।
  • santanu | ০৪ জুলাই ২০০৮ ০৮:৫৭ | 82.112.6.2
  • সক্কাল বেলা এসে দোকান খুলেই আমার নাম, তাও কি? না, রাত ভোর খিস্তির প্রোবাবল টার্গেট!!! বোঝো!!!

    যেই মারুন, ২০ দিন পর মারবেন, তখন কলকাতা যাবো, আর বাড়ি গিয়ে গুচ খোলা হয় না, তাই দেখাও হবে না, ঝামেলা থাকবেনা।
  • m | ০৪ জুলাই ২০০৮ ০৮:৪৩ | 12.240.14.60
  • দ্রি,
    এত জ্ঞান সাগর পেরিয়ে এসে সেই পচা শামুকে পা কাটলো!শেষে আপনিও 'মরাল' পুলুশ? মোড়লের ন্যাজে মোড়লী জুতে দিতে পাল্লেই শান্তিঃ)
  • Blank | ০৪ জুলাই ২০০৮ ০৮:২৬ | 65.218.154.195
  • সব্বাইকে শুভ রথ যাত্রা আর কাঠামো পুজো। শুরু হলো দুগ্গো পুজোর দিন গোনা। খড় আর মাটি মেশানো গন্ধ আর ঠাকুর দালানের ছায়া।
  • d | ০৪ জুলাই ২০০৮ ০৮:০৪ | 121.245.186.161
  • নাম যাই হোক না কেন, আরেকটা রাতভরে খিস্তি'র সময় এসে গেছে। মোটামুটি প্রতি ৩-৪ মাসে একবার করে হয়, শুধু টার্গেট বদলে বদলে যায়। এবারে কে টার্গেট হয় সেটাই দেখার। শান্তনু? শ্যামল? কল্লোলদা? নাকি বাকীদের মধ্যে থেকে কেউ?
  • Paramita | ০৪ জুলাই ২০০৮ ০৪:২৪ | 63.82.71.141
  • ক্যাম(এই নতুন রূপটি কেন?), চার হপ্তা।
  • Paramita | ০৪ জুলাই ২০০৮ ০৪:২৩ | 63.82.71.141
  • আসুন এবং আঙুরের টোকো স্বাদ নিয়ে চর্চা করুন। আমিও ভেজেছি।
  • dri | ০৪ জুলাই ২০০৮ ০৪:১৯ | 129.46.154.185
  • ভেজিলাম।

    গরম নিয়া আপনার আদেখলাপনাও উপভোগ করিলাম।

    আচ্ছা, এবার আসি তাহলে? নমস্কার।
  • cam | ০৪ জুলাই ২০০৮ ০৪:১৮ | 131.95.121.107
  • কদিনের জন্য যাওয়া?
  • Paramita | ০৪ জুলাই ২০০৮ ০৪:১৭ | 63.82.71.141
  • তাছাড়া আজ প্রচুর বন্ধুলোগ দেশে যাচ্ছে। সবাইকে বাই টাই বলতে হচ্ছে বলেও মন উচাটন। SIA-তে সামারের ভাড়া কমার প্রথম দিন
  • Paramita | ০৪ জুলাই ২০০৮ ০৪:১৫ | 63.82.71.141
  • ভেজুন।
  • Paramita | ০৪ জুলাই ২০০৮ ০৪:১৫ | 63.82.71.141
  • এসে যাবে তার তোমাকে দেখার দিন।
    এখনও বুকের ভেতর কেমন করে ওঠে। দিনকয়েক আগে থেকেই মেন্টালি টাইমজোনটা পাল্টে যায়। রাস্তাগুলোকে দোকানগুলোকে মানুষগুলোকে চোখের সামনে দেখতে শুরু করি, উচ্চকিত ট্রামের টিংটিং গাড়ির হর্ন টিভির আওয়াজ কানের ভেতর শুনতে পাই। এয়ারপোর্টে নামলেই যে প্রথম দমকা গরম হলকা সেটা আঁচ করতে শুরু করি। খোলা দরজা জানালা দিয়ে ধুলোমাখা রাস্তাটা অলরেডি ঘরে ঢুকে পড়েছে
  • cam | ০৪ জুলাই ২০০৮ ০৪:১১ | 131.95.121.107
  • ওহ, দেখুন সেই চিঃ লিঃ থ্রেডে কি প্রচন্ডবেগে পোস্ট পড়ে পড়ে সর্বকালীন রেকর্ড হলো! সেটা হলো মহিলাদের জন্য। এমনকি স ব সা থ্রেডেও কি প্রচন্ডবেগে তিনশো ছাড়িয়ে গেলো! সেও মহিলাদের জন্য।
    এদিকে মহিলারা খেলছেন না বলে বিবেকবদমাশের থ্রেড আড়াইশো অবধি যেতে পারলো না! কী অবস্থা!
    তা সত্বেও লোকে মহিলাদের সিরিয়াসলি নেয় না! দুনিয়ার দুর্দশা যে কেন...
  • dri | ০৪ জুলাই ২০০৮ ০৪:০৭ | 129.46.154.185
  • পামিতাদির কাউন্টডাউন শুরু হয়ে গেছে।

    ওহো আপনার সাথে কথা ছিল। মেল ভেজিব সঙ্কÄর।
  • cam | ০৪ জুলাই ২০০৮ ০৪:০৭ | 131.95.121.107
  • কার কুড়ি দিন?
  • Paramita | ০৪ জুলাই ২০০৮ ০৪:০৫ | 63.82.71.141
  • সাকুল্যে আর কুড়ি দিন।
  • aja | ০৪ জুলাই ২০০৮ ০৪:০৩ | 207.47.98.129
  • লং উইকএন্ডে কোথাও যাচ্ছি না। কিন্তু নো গুরু আইদার। বারান্দায় বসে হাত পা চুলকাবো ঃ(।
  • dri | ০৪ জুলাই ২০০৮ ০৩:৫৬ | 129.46.154.185
  • এক মিনিট মাইমা। গাঁয়ের মোড়ল শ্রীমামা। মোড়লী তার পাছে পাছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত