এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ১১ জুলাই ২০০৮ ০২:২২ | 170.153.62.251
  • আয্য দা দুপুরে কি খেলে? পান্তা না কি আর একটু পুরনো ভাত?
  • arjo | ১১ জুলাই ২০০৮ ০২:২০ | 168.26.215.54
  • কোথায় কোথায়?
  • Ishan | ১১ জুলাই ২০০৮ ০২:২০ | 12.163.39.254
  • হ্যাঁগা। আজ একটু আলুচ্চপ মুড়ি খেলে হয়না? নোলাটা ক্যামন সকসক কচ্চে।
  • Ishan | ১১ জুলাই ২০০৮ ০২:১৯ | 12.163.39.254
  • এগুলো তো আজ আবাপ মাইক্রোসফট প্রসঙ্গে লিখেছে। ঃ)
  • m | ১১ জুলাই ২০০৮ ০২:১৯ | 12.240.14.60
  • অভ্যু,খেলেই আজ পেট কামড়াবে বলে দিলাম।
  • arjo | ১১ জুলাই ২০০৮ ০২:১৮ | 168.26.215.54
  • সেইদিন আর বেশি দেরি নেই যখন ঐ ১০ এমবির বাধা আর থাকবে না। বন্ধু আপনাকে ইমেলে বৃষ্টি পাঠালো, আপনি বোতাম টিপলেন, চারপাশে সোঁদা গন্ধ, গায়ে টিপটিপ করে জল পড়ছে, আপনি গান গেয়ে উঠলেন রিমঝিম ইত্যাদি ইত্যাদি। ইমেল পড়া শেষ হলে বোতাম টিপলেন তোয়ালে এল, এল নতুন জামাকাপড়। এট্টু বেশি বাঁচলেই এসব দেখা যেত।

    অভ্যু, আমরা নেক্সট উইকে যাব একবার, কিন্তু সময় হবে কি?
  • m | ১১ জুলাই ২০০৮ ০২:১৮ | 12.240.14.60
  • আজ্জো,
    বড়াভাজা কথাটা বহুযুগ পরে শুনলাম- আমার আবার মুসুর ডালের বড়া আর পেঁয়াজ-শুকনো লংকা ভাজা দিয়ে পান্তা ভাত( অভাবে জল ঢেলে ঠান্ডা করা ভাত)- প্রচন্ড ভালো লাগে।
  • Blank | ১১ জুলাই ২০০৮ ০২:১৭ | 170.153.62.251
  • কুমড়ো ফুলের কি ভয়ানক ডিমান্ড ঃ(
  • Blank | ১১ জুলাই ২০০৮ ০২:১৬ | 170.153.62.251
  • বাসী আলুর চপ দিয়েও পান্তা খেতে গোলা লাগে
  • Ishan | ১১ জুলাই ২০০৮ ০২:১৬ | 12.163.39.254
  • বৃষ্টিটা হলনা।

    গাড়িটা পরিষ্কার হয়ে যাবে ভেবেছিলাম। ঃ(
  • Abhyu | ১১ জুলাই ২০০৮ ০২:১৩ | 128.61.29.226
  • ভালো কথা, আজ্জো, বুফোর্ড হাইওয়ের ফার্মার্স মার্কেটে কুমড়ো ফুল বিক্রি হচ্ছে।
  • Abhyu | ১১ জুলাই ২০০৮ ০২:১২ | 128.61.29.226
  • আপলোড করে দে। আজ্জো নামিয়ে নেবে।
  • arjo | ১১ জুলাই ২০০৮ ০২:১১ | 168.26.215.54
  • বাই দা ওয়ে আমতেল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লংকা এবং বড়াভাজা সহযোগে পান্তা খেতে খুব ভালো।
  • Blank | ১১ জুলাই ২০০৮ ০২:১০ | 170.153.62.251
  • এখন প্রচন্ড বৃষ্টি, ১০ MB র বেশী, মেলে যাবে না
  • m | ১১ জুলাই ২০০৮ ০২:০৯ | 12.240.14.60
  • আজ্জো,
    এইটা অনেক টা রোজ রোজ পোলাও-কালিয়া খেয়ে মুখ পচে গেলো- তোমার দুটি বাসি পান্তো দাও না র মত শোনালোঃ))
  • arjo | ১১ জুলাই ২০০৮ ০২:০৭ | 168.26.215.54
  • তাও জীবনে বৈচিত্র্য আছে। আর আমাদের এখানে দেকো খটখটে রোদ, প্যাচপ্যাচে ঘাম, আলোয় আলো। কি অসহ্য। চাড্ডি বৃষ্টি মেল করলেও তো পারো।
  • Blank | ১১ জুলাই ২০০৮ ০২:০৫ | 170.153.62.251
  • কিন্তুক আম্রিগায় এসে কোনো হ্যারিকেন দেখলুম না, এ দুঃখু রাখি কোথায়?
    বাইরে তুমুল বৃষ্টি
  • m | ১১ জুলাই ২০০৮ ০২:০৫ | 12.240.14.60
  • ব্ল্যাংকি,
    ঐটা এসেছিলে তবু আসো নাই স্টেজে থাকাই ভালোঃ)
  • m | ১১ জুলাই ২০০৮ ০২:০৩ | 12.240.14.60
  • এখানে এবার যা হচ্ছে!! ওফ্‌,এই মারকাটারি বন্যা তো এই কোনো ছোট জনপদ টর্নেডোর পথে পড়ে লুপ্ত- তার সঙ্গে নদীর উপচে পড়া জল- শিলা বৃষ্টি। মনে হয় শয়তানের রাজ্যে এসে পড়েছিঃ(
  • Blank | ১১ জুলাই ২০০৮ ০২:০২ | 170.153.62.251
  • হ্যারিকেন টা এসেও আসছে না
  • arjo | ১১ জুলাই ২০০৮ ০২:০০ | 168.26.215.54
  • থান্ডার স্টর্ম হ্যারিকেন নয়! তাহলে আর এমন কি? আমাদের আপিসে চ্যানেলও নেই থান্ডারস্টর্ম ও নেই।
  • m | ১১ জুলাই ২০০৮ ০১:৫৭ | 12.240.14.60
  • এদিকেও খুব খারাপ অবস্থা- সব চ্যানেল মনের আনন্দে থান্ডার স্টর্মের গতিপথ দেখিয়ে চলেছে!!ঃ(
  • arjo | ১১ জুলাই ২০০৮ ০১:৫০ | 168.26.215.54
  • হায়। কি অবস্থা!!!!!
  • d | ১০ জুলাই ২০০৮ ২০:৫৩ | 121.245.186.112
  • ওঃ পাল্লিন বলে দিয়েছে। গুড গুড।
    আর্য্যর গল্পটা পিজে হবে কেন? দিব্বি বাস্তব। এই তো গত পুজোর সময় আমাদের প্রোজেক্টের লগনজিৎ সামন্তরায় আমাকে বলেছিল ওর সাথে লছমী রোডে গিয়ে একটু শাড়ী কিনতে সাহায্য করতে, কারণ ওর মা আমার হাইটের, কাজেই তাহলে সাইজটা ঠিকমত বুঝতে পারবে।
  • d | ১০ জুলাই ২০০৮ ২০:৩৮ | 121.245.186.112
  • পুরোটা না পড়েই লিখছি। আরে চিকপেট চিকপেট। দুর্দান্ত জায়গা। ওটা ব্যাঙ এর বড়বাজার। কিন্তু অমনি নোংরা নয়।
  • arjo | ১০ জুলাই ২০০৮ ১৮:৫৪ | 168.26.215.54
  • শাড়ি নিয়ে শোনা একটা গল্প।

    বৌদি তাঁর বন্ধুর সাথে শাড়ি কিনতে যাবেন। দাদার কিছুতেই বোধগম্য হচ্ছে না শাড়ি কিনতে দুজনের যাওয়ার কি দরকার। বৌদি বল্লেন বন্ধু দোকান এবং দোকানিকে ঠিক চেনেন না। অকাট্য যুক্তি, কিন্তু দাদা বললেন "তা তুমি একা গেলেই তো পার'। বৌদি বল্লেন 'আরে বন্ধুর শাড়ি আমি একা যাব কেন?' দাদা অবাক বল্লেন কেন অসুবিধাটা কি? তারপর নিজেই বল্লেন 'ও বুঝেছি তোমার সাইজে কিনলে তো ওর হবে না, আচ্ছা আচ্ছা'।

    ডিঃ ইহা সত্য ঘটনা, কোনো পিজে নহে।
  • Blank | ১০ জুলাই ২০০৮ ১৮:২৮ | 65.218.154.195
  • সু প্রভাত
  • P | ১০ জুলাই ২০০৮ ১৭:৫৮ | 78.16.206.81
  • আরে বলাটা তবু অ্যাচিভেবল। আমি মাঝখানে পড়তে শিখছিলুম , ম , ত , ভ সব ছোটো হাতের ইংরাজী এম এর উপর একটা আঁকশি। এই শিখি এই ভুলি। তাপ্পর তো চ্যাষ্টা করা ই ছেড়ে দিলাম।
  • shrabani | ১০ জুলাই ২০০৮ ১৭:৫২ | 124.30.233.101
  • টাগরা উলটে বলতে হয় র খ ভ থ, অগুন্তি অ্যালফাবেট, হুঁ হুঁ বাবা।
  • r | ১০ জুলাই ২০০৮ ১৭:৫২ | 198.96.180.245
  • রাইটো! "কলা" বল- কি সোজা! "পzhম" বল- তালু জিভ এক হপ্তা ধরে সার্ফ এক্সেল দিয়ে মেজে নিয়ে তবে বলতে পারবে।
  • P | ১০ জুলাই ২০০৮ ১৭:৪২ | 78.16.206.81
  • ওরাও বোঝে না আমাদের কথা মাঝেমাঝেই। প্রথম প্রথম আমি smitha কে স্মিথা আর chandhran কে চন্ধ্রন বলে পরে বুঝেছি দক্ষিণে smita লিখলে স্মিটা পড়ে আর ত বোঝাতে পেছনে একটা h লাগায়।

    তবে সবচায়তে মজা লাগে বাঙ্গলা কাগজে কেরালাভ্রমণে কোঝিকোড় আর আলাপুঝা পড়তে।
    zh এর উচ্চারণ কেরালায় ঢ় আর হ মিলিয়ে হয়। ঝ কদাপি নয়।
  • P | ১০ জুলাই ২০০৮ ১৭:৩৭ | 78.16.206.81
  • কারিগররা ডেফিনিটলি এই প্রিমিয়ামটা পায় না। অ্যাট লিস্ট কয়েকবছর আগেও পেত না , ইদানীং বাঁকুড়ায় তন্তুবায় সমিতিগুলো খুব ভালো কাজকর্ম করছে দালাল বা ফড়ের লেয়ারটা কমাতে। এখন এখানের অনেক তাঁতীরাই দেখি সোজা ট্রেডার্স বা বেনারসী হাট/কুঠি ইত্যাদি থেকে ডিরেক্ট অর্ডার নিয়ে সাপ্লায় দেয়। আর তাদের বাড়িঘর দেখে বুঝি পাঁচবছর আগের থেকে এখন অনেকটাই বেটার। কিন্তু তার পরেও কোলকাতায় শাশুড়িকে যে শাড়ি কিনে দিই পৌনে পাঁচ হাজারে , তাঁতীদের বাড়ি থেকে কিনলে সেই এক শাড়ি আড়াই এ দেখি।
  • Arpan | ১০ জুলাই ২০০৮ ১৭:৩৪ | 202.91.136.71
  • এইবারে বুঝলাম আমার একদা তামিল সহকর্মীর বউ কেন ভরোটা আর ভুলাউ বলত? মানে এই দুটোর রেসিপি চাইত, আর আমার বউ শুরুতে বুঝতে পারেনি কী চাইছে!
  • sinfaut | ১০ জুলাই ২০০৮ ১৭:৩১ | 66.232.102.157
  • আমি ওটাই জানতে চাইছিলাম। ১০ আর ১৫ এর দামের তফাতে কি কারিগরের মজুরি মেরে দেওয়াটাও একটা বড় ফ্যাক্টর।

    বাড়ি যাই।
  • shrabani | ১০ জুলাই ২০০৮ ১৭:৩১ | 124.30.233.101
  • মাদুরাই তে গেছিলাম বেশ কয়েক বছর আগে, ভাল কটন শাড়ী প্রচুর সস্তায় প্রায় অবিশ্বাস্য দামে পাওয়া যাচ্ছিল। মাদুরাই কটন তো সাউথে খুব চলে।
  • shrabani | ১০ জুলাই ২০০৮ ১৭:২৮ | 124.30.233.101
  • না পাল্লিন, যেকোনো ফ্রাইএতে তেলের গন্ধ পাওয়া যায়। কেরালায় ভাল হোটেলে দোকানে বললে ওরা সাদা তেলে ফ্রাই দেয়। এমনকি ওদের বিখ্যাত চিপ্স টিপ্স ও আজকাল দুরকম পাওয়া যায়। তবে ঐ, ভালো বড় দোকানএ যেতে হবে আর প্যাকেটের গায়ে দেখে নিতে হবে।
  • r | ১০ জুলাই ২০০৮ ১৭:২৭ | 125.18.17.16
  • "ঐতিহ্য" তো ধোঁয়াশা অন্যকিছু নয়। যদি কোনোকিছু সিরিয়াসলি "ঐতিহ্যশালী" হয় তার জন্য পয়সা খসাতে হবে। ঠিক যেমন ব্র্যান্ডিঙের জন্য ব্র্যান্ডেড হার্ডওয়ারের দাম বেশি হয়। যে শাড়ি মাস স্কেলে তৈরি হয়, আনস্কিল্‌ড লেবার দিয়ে তার দাম কম। যে শাড়ি বংশানুক্রমে অর্জিত স্কিল দিয়ে হাতে তৈরি হয়, তার দাম বেশি। এখন "ঐতিহ্যের" এই প্রিমিয়ামটা কারিগরদের হাতে পৌঁছায় কিনা সেটাই হল প্রশ্ন।
  • P | ১০ জুলাই ২০০৮ ১৭:২৪ | 78.16.206.81
  • কারি মীন ফ্রাই এ তো সেরকম তেলের গন্ধ পাওয়া যায় না। না কি আমার সয়ে গেছে তদ্দিনে। কে zআনে।
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১৭:২৪ | 61.95.144.123
  • অবশ্যই শুধু স্কিল নয়। মেটিরিয়াল - ওই পশমিনা যে মেটিরিয়ালে তৈরী তার দাম এম্নি উলের চেয়ে বেশি, তায় পুরো হাতের কাজ - তার মজুরি আছে - তাই এম্নি শালের চেয়ে দাম বেশি। এই থিওরী মানতে অসুবিধা নেই। হাতে বোনা বুখারার কার্পেটের দামও যে জন্যে মেশিনের কার্পেটের চেয়ে বেশি। শাড়িতে সোনার জরি থাকলেও মেনে নিলাম সোনার দাম যোগ হবে। কিন্তুক একটা সিল্কের শাড়ি তিরিশ হাজার?

    জল খাই।
  • shrabani | ১০ জুলাই ২০০৮ ১৭:২৪ | 124.30.233.101
  • আরে ওনামে তো প্রচুর ভাল ভাল খাবার পাওয়া যায়। আমাদের কুইলন/কোল্লম বা শহর হলেও বেশ পাড়া পাড়া ব্যাপারটা আছে। আশপাশ থেকে প্রচুর খাবার আসে। আমাদের একদিকে মুসলিম আর একদিকে ক্রীশ্চান প্রতিবেশী। ওরা ওনামে ওদের স্পেশ্যালিটী বানায় হালুয়া কেক ইত্যাদি, সেগুলো আমাদের দেয়।
  • san | ১০ জুলাই ২০০৮ ১৭:২২ | 12.144.134.2
  • ইসে, গয়না তো ইনভেস্টমেন্ট , সিফো। তার হিসেব আলাদা।শাড়ির সঙ্গে আসেনা। রি সেল ভ্যালুর কথা ভাব।
  • P | ১০ জুলাই ২০০৮ ১৭:২২ | 78.16.206.81
  • আমি তো এগরী কল্লুম। কিন্তু ডিম্যান্ড এখনো কম কেন। অমন একটা শাড়ি , আমার চেনা বেশ কিছু লোক দিল্লে -চেন্নাই এ বালুচরীর ব্যবসা করে আনবিলিভেবল রেজাল্ট পেয়েছেন। তো এইটাই বড়স্তরে হয় না কেন ?
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১৭:২০ | 61.95.144.123
  • ক্রে থ্রী-র ক্ষেত্রে ডিমাণ্ড কম, দাম কম খাটলো না।

    উইন্ডোজ ল্যাপি আর ম্যাকের ক্ষেত্রেও খাটলো না।

    ;-)
  • r | ১০ জুলাই ২০০৮ ১৭:২০ | 125.18.17.16
  • কেরলের সব সয়েছিনু, নারকেল তেলের ফিশ ফ্রাইটা সইতে পারি নি।
  • sinfaut | ১০ জুলাই ২০০৮ ১৭:২০ | 66.232.102.157
  • না, শাড়ি বা গয়নাকে অচ্ছেদ্দা করে ক্যামেরা কম্পিউটার ইত্যাদি জিনিসকে উঁচুতে রাখার কোনো ইচ্ছে নেই। দুটোই প্রোডাক্ট, তাই ডিমান্ড সাপ্লাই ইত্যাদি ঠিক আছে। কিন্তু বললে তো, শাড়ি তৈরী করতে কি ল্যাপি তৈরীর থেকে স্কিল কম লাগে। তাই জিগালুম। দামটা কি শুদু স্কিল না আরও অন্যকিছু? (consumer psychology?) মানে ঠিক ডিমান্ড সাপ্লাই এর মত ট্যানজিবল না "আমাদের এই ঐতিহ্য" বা ঐ জাতীয় ধোঁয়াশা, ইত্যাদি।
  • san | ১০ জুলাই ২০০৮ ১৭:২০ | 12.144.134.2
  • পাল্লিন বলাতে মনে পড়লো - আরেক কুর্গি বান্ধবী আমার বিয়েতে কোলকাতা এসে গোটাদশ বালুচরী কিনে নিয়েছিলো এতই পছন্দ হয়ে গেল । নিজের জন্যে, মায়ের জন্যে, বোনের জন্যে এটসেটরা।
  • P | ১০ জুলাই ২০০৮ ১৭:১৯ | 78.16.206.81
  • হুঁ , কেরালার নারকেল তেলের ধাক্কাটা একটু সামলে উঠলে কেরালার খাবার অসাধারণ , এস্পেশালি আমিষ।
    আর মদ , কাল্ল বা টোডি হল আমার চাখা বেস্ট লোকাল মদ। হাল্কাপুল্কা ,টেস্টি আর বোঁটকা গন্ধহীন।
  • r | ১০ জুলাই ২০০৮ ১৭:১৮ | 125.18.17.16
  • তার মানেই ডিমান্ড কম। তাই দাম কম।
  • shrabani | ১০ জুলাই ২০০৮ ১৭:১৭ | 124.30.233.101
  • কেজি না হলেও ওরা হানড্রেড গ্রামের হিসেবে কথা বলে।
    তবে আমাদের বাঙালী তনুতে ওসব নেহাতই বেমানান, লকারেই ভাল টাইপের। বেঁচে থাক আমাদের সস্তা কম সোনার গয়নাগাঁটি, পরার চাপ নেই, ছিনতাইয়ের ভয় নেই!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত