এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • shrabani | ১০ জুলাই ২০০৮ ১৬:৩৬ | 124.30.233.101
  • পাল্লিন,
    আমার বর আসলে কোঙ্কনী ব্রাহ্মন বা সারস্বত কিন্তু প্রায় ছশ বছর আগে ওরা কেরালায় সেটল করে। তাই ফর অল প্র্যাক্টিকাল পারপাস, ওরা মালয়ালীই বলতে পার। তবে এরা এখনও মালয়ালামের সাথে সাথে কোঙ্কনী ভাষাতেও কথা বলে বাড়িতে।
    আমাদের আত্মীয় স্বজন তাই কেরালা আর কর্নাটকে (ম্যাঙ্গালোরেই বেশী) ছড়িয়ে আছে।
  • P | ১০ জুলাই ২০০৮ ১৬:৩৪ | 78.16.206.81
  • আসমুদ্র হিমাচল বোধকরি একসময়ে না একসময়ে কাশ্মিরীদের প্রেমে পড়েছে। সেই শীতকালে পিঠে ভারি শালের বোঝা নে কাশ্মিরী হ্যান্ডসামদের সোনামুখীর পাড়ায় পাড়ায় ঘোরা। লাল টাইট টিশার্ট পরা , দাঁতে পানের ছোপ লাগানো , সোনামুখীর সাইকেল রোমিওর দেখে পচে যাওয়া চোখের জন্যি আই ক্যান্ডি। আহা সেই সোনার খাঁচার দিনগুলি.................
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১৬:৩৩ | 61.95.144.123
  • সেই বিনিময় প্রথা ফিরিয়ে আনা উচিত। তাইলে এই তিরিশ হাজারি শাড়ি খান তিনেক নিয়ে গিয়ে একটা ম্যাকবুক এয়ার কিনে আনবো।
  • san | ১০ জুলাই ২০০৮ ১৬:৩২ | 12.144.134.2
  • অরিজিত, আরেক বান্ধবীর বিয়ের রিসেপশনে গিয়ে দেখলুম পুরো শাড়িটায় আসল সোনার জরি - লাখের উপরে দাম।(বিষম খেওনা) তাদের অবশ্য প্রচুর সম্পত্তি তাই অবাক হইনি। কিন্তু মধ্যবিত্ত বা নিম্নবিত্তরাও নাকি হাজার পঁচিশ তিরিশের নিচে বিয়ের শাড়ি কেনেনা এটা দেখেই অবাক হয়েছিলাম।
  • P | ১০ জুলাই ২০০৮ ১৬:৩১ | 78.16.206.81
  • আহা সেই ওনম। পাট্টু শাড়ি পরে গলায় -কপালে চন্দনের ফোঁটা লাগিয়ে ফুলের আল্পনা সেরে ওনাম সদ্যা খেয়ে রাতে প্রদীপের চাদ্দিকে ঘিরি ঘিরি করে কাই কুট্ট কলি (?)।
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১৬:৩১ | 61.95.144.123
  • আমার ছেলো কাশ্মিরী মেয়ে। কাশ্মির কি কলি দেখার পর থিকে।
  • shrabani | ১০ জুলাই ২০০৮ ১৬:৩০ | 124.30.233.101
  • সম্বলপুরী আর বমকাই আমার অন্যতম প্রিয় শাড়ী। দারুন গ্রেসফুল।
  • h | ১০ জুলাই ২০০৮ ১৬:২৯ | 125.18.104.1
  • দোকানে গিয়ে নর্মাল মুখ করে শাড়ি দিয়ে পেমেন্ট করলে ল্যাপি দেবে?
  • P | ১০ জুলাই ২০০৮ ১৬:২৮ | 78.16.206.81
  • শ্রা পার্সোনাল পোশ্নো , উত্তরাবার না হলে পাতি ইগনোর করে দিও। তোমার বর মালয়ালী নাকি ?
    আহা আমি এক সময় স্বপ্ন দেখতুম প্রেম করে একটি মালয়ালী ছেলেকে বে করব। তারপর কাল্লর কাপ্পা-মীনকারি খেতে খেতে চেম্মীন দেখতে দেখতে মালয়ালম এ প্রেমালাপ করব। আমি গেলজন্মে নিগ্‌ঘাত মালয়ালী ছিলুম , এখোনো নিজেকে হাফ-মালয়ালী মনে হয় ঃ-)
  • S | ১০ জুলাই ২০০৮ ১৬:২৭ | 202.140.54.29
  • নেহরু প্লেস সবার আগে। ভিস্তা ছাড়া তো কিছুই পাওয়া যায় না আজকালকার ব্র্যান্ডেড ল্যাপিতে, নেহরু প্লেস অন রিকোয়েস্ট তাতে উইন্ডোজ এক্সপি-ও লোড করে দিচ্ছে, মাত্র একশো টাকায়। কোনও টেনশনই থাকছে না।
  • S | ১০ জুলাই ২০০৮ ১৬:২৬ | 202.140.54.29
  • নাল্লি বোধ হয় দিল্লিতে কনট প্লেসেও একপিস আছে। সবাই খুব কেনে টেনে।

    ভুবনেশ্বরে বিয়ের রিসেপশন দিয়েছিলাম যখন, স্তুতি বৎস্‌ তথা অ্যাপলের টিম আমাকে তো কিছু দেয় নি। বউকে একপিস ঘ্যামা সম্বলপুরী সিল্ক দিয়েছিল। ঘ্যামা জিনিস।
  • P | ১০ জুলাই ২০০৮ ১৬:২৪ | 78.16.206.81
  • ভোস্ট্রো তো দেখতে বেশ। লাল-নীল-হলুদ-সবুজ। শুনেচি পারফর্মেন্স ও মন্দ না , স্পেক তো ভালো ই অফার করে । তবে আমি ল্যাপির বেশি জানি না। আমি ডেল এনটারপ্রাইজের লোক , সার্ভার কিনতে হোলে বোলো ডিটেল দিয়ে দোবো ঃ-)
  • shrabani | ১০ জুলাই ২০০৮ ১৬:২৩ | 124.30.233.101
  • পাল্লিন,
    কেরালায় আমার শ্বশুরঘর যে! কোল্লমে। প্রত্যেকবছর যাই, এই আবার যাচ্ছি সেপ্টেম্বরের তিন তারিখে, ওনাম মানাতে।
    আমি নিজের পয়সায় কক্ষনো শাড়ী কিনিনা, যা এদিক সেদিকে পাই তাতেই চলে যায়। সামনে এখানে একটা বিয়ে বাড়ী আছে। বলেছে কেরালা থেকে শাড়ী আনতে তো মাঝে আবার বেঙ্গালুরুতে যেতে হবে শুনে বলছিল যে ওখান থেকেও আনতে। আমার শপিং করতে ভালই লাগে সময় পেলে।
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১৬:২১ | 61.95.144.123
  • ডেল ইন্ডিয়ায় ল্যাপিতে ফ্যাক্টরি লোডেড ডস দেয়। মাইরি, নিজের চোখে ওদের সাইটে স্পেক না দেখলে বিশ্বাস হত না!!!
  • h | ১০ জুলাই ২০০৮ ১৬:২১ | 125.18.104.1
  • অরিজিত ডেস্পো হয়ে প্রসঙ্গান্তর চাইছে।
  • sinfaut | ১০ জুলাই ২০০৮ ১৬:১৯ | 66.232.102.157
  • মা গো মা,
    শাড়ি পড়ছিনা, ইতিত্তোমার
    আদরের রমা।
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১৬:১৯ | 61.95.144.123
  • এই পাল্লিন vostro কেম্নি ল্যাপটপ রে? আমায় ল্যাপটপ দেবে, তো বল্ল এই vostro ক্লাসের। স্পেক দেখে স্ট্যান্ডার্ডই মনে হল, পারফরমেন্স কেমন?
  • P | ১০ জুলাই ২০০৮ ১৬:১৬ | 78.16.206.81
  • বাঁচালে। আপনি বলতে আমার এইসান ইয়ে হয়!
  • P | ১০ জুলাই ২০০৮ ১৬:১৬ | 78.16.206.81
  • শ্রা , কি কেরালায় থাকতেন ? আমিও বার আটেক কেরালা গেছি আর পোচুর শপিং করে এসেছি। দাম সত্যি সস্তা। চেন্নাই ও।বেঙ্গেলুরুর কম্প্যারিজনে।
    বোধি , এমন আপিস পেলে খবর দিও ঃ-)
  • shrabani | ১০ জুলাই ২০০৮ ১৬:১৫ | 124.30.233.101
  • পাল্লিন,
    "আপনি' কেন? "তুই না তুমি নাকি আপনি" র থ্রেডটার প্রভাব নাকি?ঃ)
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১৬:১৪ | 61.95.144.123
  • দিলি তো মাটি করে - এক বোতল জল খেয়ে কোনোক্রমে থামিয়েছিলুম।
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১৬:১৪ | 61.95.144.123
  • দাঁড়াও এখুনি হনুর দোকানে ফোং করে বলে দিচ্চি - হনুরে এবার থেকে যেন মাস গেলে তিনখান ওই নাল্লি না কিসের ঠাণ্ডা শাড়ি দেয়।
  • P | ১০ জুলাই ২০০৮ ১৬:১৩ | 78.16.206.81
  • আরে অজ্জিত সত্যি ই তিরিশটা সেরকম বেশি কিছু না। দক্ষিণে লোকেরা শাড়ির পেছনে বেশ খচ্চা করে , বিয়ের শাড়ি পঞ্চাশ-টঞ্চাশ হামেশা ছাড়িয়ে যায়। আর গয়না দশ-বারো লাখ।
    আমার এক তেলেগু বান্ধবীর বিয়েতে সে তার পাছু পজ্জন্ত লম্বা বেণী ঢেকে রেখেছিল একটি সলিড সোনার বেণী দিয়ে। আর কোমরে শাড়ির ওপরে ছিল ছ ইঞ্চি চওড়া সোনার বেল্ট।
  • shrabani | ১০ জুলাই ২০০৮ ১৬:১২ | 124.30.233.101
  • আমার সিল্ক কাঞ্জিভরম সব বেশীরভাগই কেরালা থেকে কেনা, সবসময় দেখেছি নাল্লির সঙ্গে দামে প্রায় পনেরশ দুহাজারের তফাত থাকে। হায়দ্রাবাদ দিল্লী দুজায়গাতেই।
    নাল্লিতে কমদামী শাড়িতে অনেক সময় ডিফেক্টও পাওয়া যায়।
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১৬:১২ | 61.95.144.123
  • শাড়ি কি ফ্রীজে রাখলে ভালো থাকে?
  • h | ১০ জুলাই ২০০৮ ১৬:১০ | 125.18.104.1
  • মাইনের বদলে লোকজনকে শাড়ি দিলেই হয়।
  • P | ১০ জুলাই ২০০৮ ১৬:১০ | 78.16.206.81
  • শ্রা , যদি সিরিয়াস শাড়ি শপিং এর প্ল্যান থাকে আর অনন্ত পয়সা খচ্চা করতে ইছে না যায় তাহলে মাইসোর সিল্ক উদ্যোগ আর চিকপেট যান। একটা পুরো রাস্তা শাড়ির জন্যে ডেডিকেটেড , দাম প্রায় হোলসেল রেট।কিন্তু পরিষ্কার -পরিচ্ছন্ন দোকান। এসি-টেসি ও আছে।
    আমি মায়ের একখান শাড়ি কিনবো বলে চার হাজার টাকা নিয়ে গে দুখান কাঞ্জীভরম কিনে এনেছিলুম চিকপেট থেকে। তবে যেতে একটুস চাপ আছে। ভালো করে বাস/অটো/পার্কিং এর খবর নিয়ে যাবেন।
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১৬:০৭ | 61.95.144.123
  • খ্‌ খেলুম তো, ক্‌ কমছে না, হিক্‌
  • sinfaut | ১০ জুলাই ২০০৮ ১৬:০৫ | 66.232.102.157
  • জ জ জ্জল খাও অজ্জি ই ই তদা।
  • P | ১০ জুলাই ২০০৮ ১৬:০৫ | 78.16.206.81
  • শ্রা , কমার্শিয়াল স্ট্রীট ই সিটির থেকে বেশ দুর। এম জি রোড পেরিয়ে। আগে এম জি রোড থেকে অটো নিলে কুড়ি-পঁচিশ টাকায় পৌঁছে যেতাম।
  • P | ১০ জুলাই ২০০৮ ১৬:০৩ | 78.16.206.81
  • ব্যাঙ্গালোরে প্রথম নিজের জন্যে শাড়ি কিনতে গেলুম ( জীবনের ও প্রথম বোধহয়) দীপম এ। হবু বর কিনে দেবে। তা দেখে টেখে একটা বেশ সিম্পল মতন মেরুন সিল্ক না কি পছন্দ কল্লুম তা হাবু বর প্যাক কত্তে পাইঠ্যে দিলে। আমি অবাক , জীবনে দাম না জেনে জিনিষ প্যাক করাই নি। আবার দোকানের ভদ্রলোককে আবার ডাকিয়ে এনে জিগালুম দাম বলে যান। ভদ্রলোক দাঁত বের করে বলেন স্যার তো দাম দেবেন , আপনি জেনে আর কি করবেন। আমার হবু বরের ও দেখলুম যুক্তি বেশ পছন্দ হল , মাথা-টাথা হেলিয়ে একসান কল্লে। তা আমার ভুরু কোঁচকানিতে বোধকরি তার থেকেও বেশি কাজ হয়েছিল , দোকনের ভদ্রলোক আমাকে বললেন বেশি না সাড়ে বারোহাজার !
    তারপর থেকে আমি এসি শাড়ির দোকানে ঢুকতে এট্টু ভয় পাই।

    আবিশ্যি এ বর ও আর সে বর নাই। এখন দশ ইউরো/পাঁচশো টাকার বেশি খচ্চা মানেই বাজে খচ্চা।
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১৬:০৩ | 61.95.144.123
  • ঢক্‌ ঢক্‌ ঢক্‌ ঢক্‌

    হিক্‌

    ঢক্‌ ঢক্‌ ঢক্‌ ঢক্‌
    .
    .
    .
    হিক্‌
  • Arijit | ১০ জুলাই ২০০৮ ১৬:০২ | 61.95.144.123
  • হিক্‌ তিরিশ হাজারে শাড়ি!!!!!!!!!!

    হিক্‌ হিক্‌
  • san | ১০ জুলাই ২০০৮ ১৬:০০ | 12.144.134.2
  • বাঃ অনেক অপশন পাওয়া যাচ্ছে ভালোই হল।কমার্শিয়াল স্ট্রিট আমি কখনো যাইনি আগে।দেখবো।

    এই গত মাসেই আমার অফিসের এক বান্ধবী তার বিয়ের শাড়ি কিনলো, বেশি নয় থার্টি কে মত দাম। রিসেপশনেরটার দাম আরো বেশিই হবে দেখে মনে হল। এরকমই নাকি কেনে। এরা কিন্তু দিব্যি মধ্যবিত্ত, বড়লোক কিছু না।
  • shrabani | ১০ জুলাই ২০০৮ ১৬:০০ | 124.30.233.101
  • পাল্লিন, এই কম স্ট্রীটটা কি ইলেক্ট্রনিক সিটী থেকে অনেক দুরে পড়বে?
  • shrabani | ১০ জুলাই ২০০৮ ১৫:৫৮ | 124.30.233.101
  • স্যান, তুমি বেশক নাল্লিতে যাও তবে আশেপাশে খোঁজখবরও করতে থাক আর আমাকে ভাল লোক্যাল শাড়ির দোকানের খোঁজ পেলে জানিও, আমি এমাসের শেষে যাচ্ছি আর প্রচুর শাড়ির অর্ডার আছে।
  • P | ১০ জুলাই ২০০৮ ১৫:৫৭ | 78.16.206.81
  • স্যান , কম স্ট্রীটে মেট্রো জুতোর দোকানের কয়েকটা দোকান পাশে (আরিহান্ত? প্লাজার পাশে )মাইসোর সিল্ক উদ্যোগ আছে সরু সিঁড়ি বেয়ে দোতলায় উঠে। যদিও আমি সেখানে সিল্ক ছাড়া কিনি নি তবু খোঁজ নিও। সাংঘাতিক কালেকশান আর রিজনেবল দাম।

    আর ভালো মঙ্গলগিরি কটন পাবে কম স্ট্রীটের ওপরে যদি ফ্যাব ইন্ডিয়াকে ডানহাতি রেখে সোজা হাঁটতে থাকো টুয়ার্ডস পুলিশ স্টেশান। ডানদিকে একটা শুধু কটনের দোকান পাবে। শিঙ্গার না কি যেন নাম।

    আর হাতে নএক সময় থাকলে কম স্ট্রীটের পেছনের মার্কেটে একটু ঘুরে দেখতে পারো। ইব্রাহিম সাহিব মার্কেট না কি নাম যেন ?
  • san | ১০ জুলাই ২০০৮ ১৫:৫৪ | 12.144.134.2
  • কি মুশকিল থ্যাংকিউ কেন বলবোনা? নাল্লিটা তো আর মস্করা নয়। যাবো তো।
  • h | ১০ জুলাই ২০০৮ ১৫:৫৪ | 125.18.104.1
  • আমার শাড়িতে ব্যাপক ফান্ডা।
  • shrabani | ১০ জুলাই ২০০৮ ১৫:৫২ | 124.30.233.101
  • স্যান আবার থ্যাংকিউও বলে দিয়েছে।ঃ)
  • P | ১০ জুলাই ২০০৮ ১৫:৪৮ | 78.16.206.81
  • ঃ-))))
    বড়লোক রাঙ্গা আর বোধি দুজনের উত্তর ই একই রকমের এন্টারটেনিং !
  • shrabani | ১০ জুলাই ২০০৮ ১৫:৪৫ | 124.30.233.101
  • নাল্লি তো সব জায়গায় আছে, দিল্লীতে সাউথ এক্স এ, হায়দ্রাবাদে, চেন্নাইএ। কিন্তু নাল্লি তো ব্র্যান্ড নেমের মতো, তাই দাম অনেক বেশী নেয়। লোক্যাল ভাল কোনো মার্কেট নেই আমাদের গড়িয়াহাট টাইপের?
  • san | ১০ জুলাই ২০০৮ ১৫:০৮ | 12.144.134.2
  • নাল্লি মানে এমজিরোডে কি যেন ব্যাংকের পাশেই যেটা তাইনা ? থ্যাংকিউ।
  • h | ১০ জুলাই ২০০৮ ১৪:৫৯ | 125.18.104.1
  • যে কোন একটু বেশি এসি ওয়ালা দোকানে ;-)
  • r | ১০ জুলাই ২০০৮ ১৪:৫৯ | 198.96.180.245
  • এয়িচি।

    নাল্লিতে যাও। আমি ওটা ছাড়া বেঙ্গালুরুরু আর কোনো শাড়ির দোকানে ঢুকি নি। ওঃ, কমার্শিয়াল স্ট্রিটেও পাবে মনে হয়।
  • h | ১০ জুলাই ২০০৮ ১৪:৫৮ | 125.18.104.1
  • তোমার আলোচনায় উদ্বুদ্দ হয়ে আমি সেই বাংলার গ্যারিকের বইটা পড়ে দেখছিলাম। কি বকুনি বাপরে।
  • h | ১০ জুলাই ২০০৮ ১৪:৫৬ | 125.18.104.1
  • র, তুমি কি এয়েচ?
  • san | ১০ জুলাই ২০০৮ ১৪:৪৫ | 12.144.134.2
  • র বা অন্য কেউ, বেঙ্গালুরুতে একটু দামি কটন দক্ষিণী শাড়ি কোথায় পাওয়া যায়?
  • sinfaut | ১০ জুলাই ২০০৮ ১৪:২৩ | 66.232.102.157
  • ঃ-D
    এটা z।তা।
  • r | ১০ জুলাই ২০০৮ ১৪:১৮ | 198.96.180.245
  • ঃ-))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত