আমার দশ জিবি সিনিমা জমে গেলো এই কানেকশানে। ৭০০ MB দিলে সময় দেখায় ঘন্টা ৯ মতন, তো পরের দিন সকালে দেখি হয়ে গেছে সিনিমা।
apu | ০৮ জুলাই ২০০৮ ২০:৫৪ | 198.96.180.245
খেয়েছে রে!
sarbajaayaa | ০৮ জুলাই ২০০৮ ২০:৫০ | 69.251.184.3
দুগ্গা একেনে ? সেই সকাল থেকে বেটিকে খুঁজে মরলুম !
Somnath | ০৮ জুলাই ২০০৮ ২০:৪৬ | 59.93.216.98
১। বি এস এন এল এর ব্রডব্যাণ্ড এর অ্যাপ্লিকেশন ফর্মে নতুন ফোনের কানেকশন চাইলে সেই ফোনটা দিয়ে যাবে কিন্তু ফোনের কানেকশনটা ব্রডব্যাণ্ড কানেকশনের ছানা হবে। মানে, ব্রডব্যান্ড সারেণ্ডার করলে ফোনটাও নিয়ে যাবে। তবে যেখানে ফর্ম জমা দেবে সেখানে জিগেস করে নেওয়া বেটার। বাবার কানেকশনেই প্ল্যান চেঞ্জ করে নিচ্ছো না কেন?
বি এস এন এল এর মোডেম রাউটার ভাড়া নেওয়ার দিকে যাবে না। সারা জীবন ফিক্সড ভাড়া দিয়েই যেতে হবে। আবার ব্রডব্যাণ্ড সারেণ্ডার করলে ফেরত নিয়ে যাবে। তার চেয়ে কিনে নেবে। ওদের দিতে বললে, স্টকে না থাকলে, তিন চার মাস ওয়েট করাতে পারে কানেকশন দেওয়ার আগে। বি এস এন এল এর মাল ভালো ওদের থেকেই কিনতে পারলে বেটার হয়। তবে কোম্পানী দেখে সেইটে নিজে চাঁদনি থেকে কিনে নিলেও ভালো। একটু সাশ্রয় ও হয়। কোম্পানী জানতে পারবে লোকাল যে এক্সচেঞ্জ থেকে বি এস এন এল এর কানেকশন, মোডেম বাড়িতে লাগিয়ে যায় সেইখানে গিয়ে।
২। বেস্ট হল হোম ৫০০ কানেকশন। আসলে কি করবে তার ওপর ভালো খারাপ। সাধারণতঃ বাড়িতে নেট বেশি ইউজ হয় না, চ্যাট, গুরু মজলিশ আর গুগুল করা ছাড়া। কারণ অফিসেই বাকি দরকার মিটে যায়। আপিসে ইউ এস বি পোর্ট ইউজ করতে দিলে তো কথাই নেই, মোটা মোটা ডাউনলোডগুলো ওখান থেকেই করে নেওয়া যায়।। সেক্ষেত্রে ২৫০ টাকার কানেকশনই লোকে নেয়। কিন্তু আমার ধারণা ১ গিবি ফ্রি কখনই সাফিসিয়েন্ট নয়। তাই অন্ততঃ আড়াই জিবি ফ্রি আর কখনো আরো বেশি দরকার হলে রাত ২ টো থেকে আটটা অবধি ফ্রি আছে বলে ৫০০ তে চলে আসা বেটার।
রাত জেগে, বা রাতে মেশিনকে জাগিয়ে রেখে, সিনেমা ডাউনলোড করার মতো এনথু থাকলে, তো ৫০০ কানেকশনের কোনো জবাব নাই।
আনলিমিটেড এর দিকে যাওয়ার কোনো মানে নেই। ২ এম বি পি এস কানেকশনের ডাউনলোড ক্যাপাসিটি তবু ২৫৬ কে বি/সেকেণ্ড থাকে। ২০০ ই ধরো। সেটা তবু সহ্যেবেল। ২৫৬ কে বি পি এস এর ডাউনলোড স্পীড ৩২ কে বি/সেঃ এর বেশি নয়। পুরো মাথার চুল ছেঁড়ার মতো কেস। তাই ৯০০ টাকার কানেকশন বাদ হয়ে গেল। ইন ফ্যাক্ট ৯০০ টাকার কানেকশন ২৪ ঘন্টা চালিয়ে যতটুকু ডাউনলোড হবে, ৫০০ টাকায় সেটা ৩.৫ ঘন্টায় হয়ে যাচ্ছে, ফ্রি আওয়ার্সে। আরো বেশি দামের কানেকশন স্রেফ গায়ে লাগে। কাজে লাগে না।
ব্ল্যাঙ্কির কিভাবে ঐ কানেকশনে ভালো ভাবে সিনিমা ডাউনলোড হয় জানিনা। ও এখেনে এলে একবার বাড়ি গিয়ে দেখে আসবো। টরেন্টে টোটাল কত স্পীড দেখায় রে? আর একটা ৭০০ এম বি নতুন সিনেমা ভালো সীড থাকলে কতোক্ষণ নেয় নামতে?
৩। মাসে এক দু দিনের বেশি গত এক বছরে বি এস এন এল সার্ভার ভোগে যায় নি। ওটা বাজে অ্যালিগেশন। অথবা জায়গা স্পেসিফিক। আমাদের এখানে যায় না। শুভজিৎদাদের ওখানে ভোগে যায় -এইরকম।
আমার সমস্ত বন্ধু বান্ধব, ডাউনলোড ক্লাবের সদস্য সব্বার ৫০০ টাকার কানেকশন। আমি ৯০০ টাকার টা নিয়ে, ৩ মাস পরে প্ল্যান বদলে ৫০০ তে এসেছি।
d | ০৮ জুলাই ২০০৮ ২০:৪১ | 121.245.191.214
সর্বনাশ সিফি কেউ নিও না। সারা ভারত জুড়েই অসম্ভব খারাপ সার্ভিস।
বি এস এন এল কলকাতায় খুব ভাল সার্ভিস দেয় অজ্জিত। একটু খুঁজে পেতে ঐটা নাও। খাসা চলবে। এয়ারটেলের চার্জ একটু বেশী পড়ে। আর আমার গুরগাঁওতে এয়ারটেল ব্রডব্যান্ড ছিল, তাতে তো আমাকেও ফোন দিয়েছিল। সেটা এখনও পড়ে আছে।
r | ০৮ জুলাই ২০০৮ ১৯:৪৫ | 198.96.180.245
দুগ্গা, দুগ্গা!
h | ০৮ জুলাই ২০০৮ ১৯:৩৮ | 125.18.104.1
র, আসি গিয়া।
r | ০৮ জুলাই ২০০৮ ১৮:৫২ | 198.96.180.245
সিফি পাওয়া যায় জানি। টাটা ইন্ডিকম পাওয়া যায় না।
Arijit | ০৮ জুলাই ২০০৮ ১৮:৫০ | 61.95.144.123
এয়ারটেলের কলকাতা কাস্টমার কেয়ার আদৌ মেল দ্যাখে বলে মনে হয় না - ওদের মেলবক্স ভর্তি বলে বাউন্স করলো। কি সার্ভিস!!!
Arijit | ০৮ জুলাই ২০০৮ ১৮:৪৯ | 61.95.144.123
ওক্কে। এগুলোর সাথে ফোন দেয় জানি, বাবাকে দিয়েছে - শুধু ইনকামিং। সেই ফোনটাতেই সার্ভিস দিলে আমার চলবে। কিন্তু যদি বলে আগে বিফোন নাও - তাতে সার্ভিস দেবো, আর ওই ফোনটা এম্নি দেবো - তাতে চলবে না। মানে চলবে, কিন্তু ফালতু বাড়িতে ফোনের শোরুম তৈরী হবে আরকি।
টাটা ইন্ডিকম নিয়ে নেটে ভয়ংকর ভয়ংকর ফীডব্যাক আছে। কাজেই ওটা আর ভাবছি না। এয়ারটেল কি বলে দেখি - আমাদের ওদিকে ওদের সার্ভিস আছে কিনা।
Blank | ০৮ জুলাই ২০০৮ ১৮:৪১ | 65.218.154.195
ঐ ৯০০ যেটা। ওটা ট্যাক্স মিলিয়ে টিলিয়ে অমনি প্রায় পরে। ওটা বেশ আনলিমিটেড। সিনিমা ডাউনলোডিয়ে সুখ। যত ইচ্ছে ডাউনলোডাও।
Arijit | ০৮ জুলাই ২০০৮ ১৮:৩৩ | 61.95.144.123
আনলিমিটেড হাজার বলে তো কোন প্ল্যান নেই? আনলিমিটেড করলে ৯০০ বা ৯০০ প্লাস (ফর্মে ড্রপ ডাউন লিস্টে দেখাচ্ছে)। আর টারিফ পেজে ৭৫০, ৭৫০ প্লাস, ১৩৫০ আর ১৩৫০ প্লাস।
Blank | ০৮ জুলাই ২০০৮ ১৮:৩২ | 65.218.154.195
টাটা ইন্ডিকম পেতে পারো নরেনপুরে।
Blank | ০৮ জুলাই ২০০৮ ১৮:৩২ | 65.218.154.195
আমাদের একখানা ফোন আর মডেম একই দিনে দিয়ে গেছিল তো। আমি তোমার কাল সকালে জানিয়ে দিচ্ছি।
কিন্তু কলকাতা টেলিফোনসের সাইটে যে বলছে আগে ফোন লাগবে - বিফোন। নইলে একটা কম্বো প্যাকেজের জন্যে অ্যাপ্লাই করতে হবে - সেটা আবার ভ্যালিড "থাকবে' অগাস্ট ২০০৬ অবধি!!!
আগে কিছু করাতে হবে না। ওরাই দিয়ে যাবে একসাথে, তুমি চাইলে হ্যান্ড সেট খুলে রেখে দিতে পারো। ওটা এমনিও শুধুই ইনকামিং, আর কোনো কাজে লাগবে না। তবে বিল আসবে ঐ নতুন ফোনটার নাম্বারে।
Arijit | ০৮ জুলাই ২০০৮ ১৮:১৮ | 61.95.144.123
আমি আরেকটা ফোন নিতে চাই না, কিন্তু BSNL নিলে এটা নিতেই হবেঃ-( আর ওই কোশ্চেনটা ক্লিয়ার হল না - যে আগে ফোনটা করাতে হবে কিনা আলাদা করে।
টাটা ইন্ডিকমেও কি ফোন কানেকশন লাগবে? ওদের FAQ-তে কিছু লেখা নেই, তবে আমাদের এলাকাটা কভারড দেখাচ্ছে - পোস্টকোড দিয়ে।
kd | ০৮ জুলাই ২০০৮ ১৮:১৩ | 59.93.171.178
আমার বেশ কিছুদিন BSNL আছে, initial hiccupএর পর এখন বেশ stable, প্রায় 100% uptime। তবে ওদেশ থেকে ঘুরে আসলে কয়েকদিন বড্ডো স্লো লাগে। তবে আমার usage মোটামুটি text-based, কখনো-সখনো utubeএ বাংলা সিনেমা দেখি (bufferingএর প্রবলেম হয় না)। দিদির বাড়ীতে গেলে ওখানে internet পাইনা বলে ওখানে এই মাসে নিলুম, wireless router, 1800 টাকা নিলো এমনিতে বোধহয় 1200। একটা ফোন দিয়েছে, incoming only, তবে সার্ভিসটা পুরোনো ফোনেই দিয়েছে। (আমার এক বন্ধুর, বেহালায় থাকে, তার relianceএর ফোন, ওকে নতুন ফ্রী ফোন দিয়ে তাতে সার্ভিস দিয়েছে, ঐটাও incoming only)।
SU/MU হলো single user/multi user।
wireless routerটা প্লাগ করার সঙ্গে সঙ্গেই আমার ল্যাপটপ ওকে দেখতে পেলো, কিছু করতে হয়নি। তবে ভেতরে ধুকতে পারছি না - instructionsএ যে login/password দিয়েছে কাজ করছে না, তাই wirelessটাকে sec করতে পারছিনা। পেলে আর একটা সুবিধে হয় - মোডেম দিয়েই dialup করতে পারি, আমেরিকার মতন। না পারলে কিকরে multiple computer access করবো জানি না, হয়তো একটা সবসময় ON রেখে সেটাকে প্রক্সিসার্ভার করতে হবে - আমি এসব জানিনা, এক জ্ঞানদাবাবু বললেন। ভাবছি BSNLকে ফোন করবো, usually ওরা বেশ helpful।
আমি এদের সার্ভিসে এত খুশী যে, iptv নেওয়ার কথাও ভাবছি।
Blank | ০৮ জুলাই ২০০৮ ১৮:১০ | 65.218.154.195
আমার বাড়িতে কিন্তুক বিএসএনএল দারুন ভাল। আমার ঐ আনলিমিটেড হাজার। বেশ ভাল স্পীড। সিনিমা ডাউনলোডাতে প্রবলেম হয় না।
S | ০৮ জুলাই ২০০৮ ১৭:৪৬ | 202.140.54.29
আমি এয়ারটেলের তিন বচ্ছরের কাস্টমার, বেজায় খুশি। বিএসেনেল এখানে পাতে দেবার যোগ্য নয়।
এক কিলোমিটার এগিয়ে গেলেই দিল্লি, সেখানে এমটিএনেল। ব্যাপক ভালো সার্ভিস।
Arijit | ০৮ জুলাই ২০০৮ ১৭:৪৬ | 61.95.144.123
এয়ারটেল কলকাতার মধ্যে কিছু কিছু জায়গা দেখাচ্ছে কভার করে বলে। সবটা নয়। টালিগঞ্জ নেই লিস্টে।
Suvajit | ০৮ জুলাই ২০০৮ ১৭:৩৩ | 124.179.106.169
বি এস এন এলের ব্রডব্যান্ড একদম যাচ্ছেতাই। আমি (মানে আমার বাড়ী) ভুক্তভোগী। যদি টাটা বা এয়ারটেল অপশন থাকে তাহলে অরিজিৎ ওটাই ট্রাই কর। বি এস এন এলের সঙ্গে তোকে নতুন ফোনের লাইনও দেবে, তবে শুধু ইনকামিং। আউটগোয়িং করতে গেলে কলিং কার্ড কিনতে হবে। আমার বাড়ীতে ৫০০ টাকা মাসের প্লানটা আছে, একদম প্রথমদিকের নেওয়া। মাঝে মাঝেই কানেকশন চলে যায়। মোডেম ওরাই দেয়। এডিএসেল। ওয়াইফাই তখন ছিলো না, এখন হলে নিজে কিনেই সেটআপ করে নেওয়া যেতে পারে।
নাঃ একই তবে ফর্মে যে অপশনগুলো আছে তার সাথে টারিফের পাতারগুলোর মিল নেই।
আগের কোশ্চেনের উত্তরটা কেউ বলে দাও।
Arijit | ০৮ জুলাই ২০০৮ ১৬:৩৪ | 61.95.144.123
ক্যালকাটা টেলিফোনসের সাইটে যেটা আছে সেটা কি আলাদা?
Arijit | ০৮ জুলাই ২০০৮ ১৬:২৮ | 61.95.144.123
ব্রডব্যান্ডের ফর্মে একখান বাক্স ছিলো যে এর সাথে নতুন ফোন দরকার কিনা (মানে কারেন্ট বিএসএনএল লাইন না থাকলে) - সেটা টিক করলেই কি হবে, নাকি ফোনের জন্যে আলাদা অ্যাপ্লিকেশন করতে হবে?
S | ০৮ জুলাই ২০০৮ ১৬:২৫ | 202.140.54.29
ফোন ছাড়া বিএসেনেল ব্রডব্যান্ড দেয় না। ফোন থাকলে ভালো, না থাকলে ফোনের সাথে ব্রডব্যান্ড নিতে হবে।
Arpan | ০৮ জুলাই ২০০৮ ১৬:২৪ | 202.91.136.71
বিএসএনেলের ব্যপারে ওমনাথ শেষকথা। ঃ)
Arijit | ০৮ জুলাই ২০০৮ ১৬:২০ | 61.95.144.123
মানে ব্যাপার হল এখন একটা ফোন আর তার সাথে বাবার একটা সিনিয়র সিটিজেনের কানেকশন আছে। সেখানাতে লিমিটেড ডাউনলোড, আর স্পীডও খুব ভালো নয়। আমি আরেকটা নেবো, তাতে ওয়্যারলেস রুটার লাগাবো - যাতে ইথারনেট এবং ওয়াইফাই দুটোই চলে। মোডেমও কি ওরা দেয়? ওদের পছন্দমতন না আমার পছন্দ মতন?
Arijit | ০৮ জুলাই ২০০৮ ১৬:১৬ | 61.95.144.123
বিএসএনএল কাস্টমারদের জন্যে কোশ্চেন - ব্রডব্যাণ্ডের জন্যে অ্যাপ্লাই করলে কি ফোন থাকতেই হবে? নাকি ফোনও লাগিয়ে দেবে? ফর্মে এরকম একখান অপশন দেখলুম - কিন্তু ব্রডব্যান্ডের অ্যাপ্লিকেশনে ফোনটাও ইনক্লুডেড কিনা বোঝা গেল না।
দুই নং - কোন প্ল্যানটা ভালো?
Arpan | ০৮ জুলাই ২০০৮ ১৫:৪৭ | 202.91.136.71
ভোটের পরেও কিছু বোঝা যাবে না। সময় লাগবে।
Arijit | ০৮ জুলাই ২০০৮ ১৫:৪৪ | 61.95.144.123
ভোটের আগেও কিছু বোঝা যাবে না - স্পেকুলেশন আর দাবিদাওয়া ছাড়া। সত্যি কিছু বুঝতে বুঝতে কয়েক বছর।
Arijit | ০৮ জুলাই ২০০৮ ১৫:২৭ | 61.95.144.123
The Left Parties - Communist Party of India (Marxist), Communist Party of India, Forward Bloc and Revolutionary Socialist Party - have issued the following statement:
IAEA Text - Why Keep it Secret?
The UPA Government has refused to submit the draft text of the IAEA Safeguards Agreement to the UPA-Left committee. As the experience of the 123 agreement has shown, the claims of the Government made prior to the negotiations are not borne out by the actual text. Thus the full text of the agreement is necessary to clarify the major issues involved.
The first major issue relates to the possibility of the US terminating civilian nuclear cooperation with India for any reason in the future. India already had such an experience, when the US suspended nuclear fuel supplies to the Tarapur Atomic Power Station in 1983, reneging upon a thirty year contract signed in 1963. In the present case, the IAEA safeguards would continue even in such a scenario, since they are applicable in perpetuity to the entire civilian nuclear energy sector. The text of the 123 agreement has very ambiguous references to India taking "corrective measures" if nuclear fuel supplies from abroad are discontinued. Therefore, the text of the IAEA Safeguards Agreement needs to be made available to see whether any corrective action is possible on India's part, if the US discontinues the fuel supplies.
Secondly, the 123 agreement claimed that the US would join India in negotiating with the IAEA an "India-specific fuel supply agreement". However, it is well-known that the IAEA is not at all concerned with fuel supply but only with the imposition of safeguards on nuclear equipment and material. Therefore, it is important to know how the IAEA Safeguards Agreement provides for the fuel supply assurances in the case of India as claimed in the 123 agreement.
The key concerns expressed by the Left Parties regarding the IAEA Safeguards Agreement and which have not been addressed by the UPA are the following:
v In case the US or other countries in the NSG renege on fuel supply assurances for imported reactors, will we have the ability to withdraw these reactors from IAEA safeguards?
v If US/NSG countries renege on fuel supply assurances, can we withdraw our indigenous civilian reactors from IAEA Safeguards?
v If we have to bring nuclear fuel from the non-safeguarded part of our nuclear programme for these reactors in case of fuel supply assurances not being fulfilled, will we have the ability to take it back again?
v What are the corrective steps that India can take if fuel supplies are interrupted by the US/NSG countries?
v What are the conditions that India will have to fulfill if the corrective steps are to be put into operation?
Once the text of the Safeguards Agreement is approved by the IAEA Board of Governors, which is what the UPA Government seeks to do now, the subsequent steps require no participation at all by the Government of India. It is the US Government that takes the next steps - moving the NSG countries for the waiver and then placing the 123 Agreement before the US Congress. Therefore, it is critical for the country that the IAEA Safeguards Agreement is discussed with full transparency and not kept secret.
Why is the Manmohan Singh government keeping the draft of the IAEA Agreement secret from the people of India?
Sd/- ...
r | ০৮ জুলাই ২০০৮ ১৫:২৫ | 125.18.17.16
এইটি হল সমর্থন প্রত্যাহারের চিঠিঃ
July 8, 2008
Shri Pranab Mukherjee Convenor UPA-Left Committee on Indo-US Nuclear Cooperation
Dear Shri Pranab Mukherjee,
This is regarding your letter dated July 7, 2008. You have stated that a meeting of the UPA-Left Committee on Indo-US Civil Nuclear Cooperation will be held on July 10.
We wish to point out that in the sixth meeting of the Committee held on November 16, 2007, it was decided, regarding the talks with the IAEA, that: "The government will proceed with the talks and the outcome will be presented to the Committee for its consideration before it finalises its findings".
Till now, the "outcome of the talks", i.e., the text of the Safeguards Agreements negotiated with the IAEA Secretariat has not been made available to the Committee.
Without the text, the Committee cannot come to any findings.
Since the UPA has refused to provide the text to the members of the Committee, no purpose will be served by having a meeting on July 10.
Further, your proposal for a meeting on the 10th is rendered meaningless since the Prime Minister, while travelling abroad, has chosen to announce that the government will be going to Board of Governors of the IAEA "very soon".
As you are aware, the Left parties had decided that if the government goes to the IAEA Board of Governors, they will withdraw support. In view of the Prime Minister's announcement, that time has come.
নিউক্লিয়ার ডিল নিয়ে যতই ঘুরিয়ে নাক দেখাও, ভোটে ঐ গপ্পো চলবে না- কোনো পক্ষেরই না, বিশেষতঃ ইনফ্লেশন যখন বারো পার্সেন্ট ছুঁইছুঁই। ইংরিজি মিডিয়া ও মিডল ক্লাসের একাংশের কাছে শুধু এই গপ্পোটা ইন্টারেস্টিং, কিন্তু তঁদের বেশির ভাগ আবার ভোটও দেন না। নিউক্লিয়ার ডিলের ভালো বা বাজে- যে প্রভাবই থাক, সেটাও ভোটের আগে বোঝা যবে না। অতএব পুরো ব্যাপারটাই হল আইডিয়োলজিকাল পোশ্চারিং, এবং সেই ফাঁকে ঘোলাজলে বিভিন্ন খেপলা জাল পাতা।
Arijit | ০৮ জুলাই ২০০৮ ১৫:১৭ | 61.95.144.123
সে তো উল্টোদিকেও আছে - পার ইউনিট কস্ট বেশি, ৪০ বছর ধরে বাধ্যতামূলক ভাবে টেকনোলজি এবং ইউরেনিয়াম কিনতে হবে (দাম যাই হোক না কেন), এবং "সার্বভৌ...' ইত্যাদি।
আপার মিডল ক্লাস খাবে হল আম্রিকার দোস্তি।
"কয়লাওয়ালার দোস্তি তওবা ময়লা থেকে রেহাই নাই আতরওয়ালার বাক্স বন্ধ দিলখুশ, তবু পাই খোশবাই'
;-))
Arpan | ০৮ জুলাই ২০০৮ ১৫:১৩ | 202.91.136.71
ডিলটা নিয়ে তো ইস্যু তৈরি হয়েই আছে - তেলের মূল্যবৃদ্ধি, ভবিষ্যতের বিকল্প শক্তি উৎপাদনের সামর্থ্য, বিরোধীদের বাধাদানে সেই পরিকল্পনার বিশবাঁও জলে তলিয়ে যাওয়া - ঠিকভাবে পরিবেশন করতে পারলেই হল।
এখন চুক্তি হয়ে গেলে ঐ পয়েন্টগুলোই একটু অন্যসুরে গাইতে হবে। সরকারের রাজনৈতিক দূরদর্শিতার কাহিনী ফলাও করে বলবার জন্য।
Arijit | ০৮ জুলাই ২০০৮ ১৫:০৭ | 61.95.144.123
ডিলটার প্রোজ আর কনস নিয়ে সেভাবে আলোচনা হলই না। বরং আম্রিকার প্রোজ আর কনস নিয়ে তিরিশ পাতা হয়ে গেলো।
সোনিয়া গান্ধীর সমর্থন করা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ মনমোহন পুরো ইস্যুটাকে এমন একটা ডু অর ডাই জায়গায় নিয়ে গিয়েছিলেন। তার উপর অপোজিশনের একটা মেন ইস্যু হল মনমোহন পুতুল প্রধানমন্ত্রী। সোনিয়া গান্ধী মনমোহনের পাশে না দাঁড়ালে সেই ইস্যুটা আরও জোর পেত। নিউক্লিয়ার ডিলটা আদৌ কোনো ভোটের ইস্যু নয়। কিন্তু মনমোহনের তা নিয়ে খুব একটা মাথাব্যথাও নেই। উনি নিজের ইমেজ ও আইডিয়োলজি নিয়েই বেশি ব্যস্ত। করাতবাবুরও একই ব্যাপার।
shrabani | ০৮ জুলাই ২০০৮ ১৪:৫৬ | 124.30.233.101
শমিক, যা জ্ঞান তুমি লাভ করেছ করেছ, খোলা পাতায় আর বেশী আলোচনা করার দরকার নাই, মাফিয়া বলে কথাঃ) আমার অবশ্য এসব নিয়ে জ্ঞান বিশেষ নেই। ইন ফ্যাক্ট তুমি যদি কাল কয়লাটা মেনশন করতে আমি ওরা বদরপুরে লাঞ্চ কোথায় করল জিজ্ঞেস করে ছেড়ে দিতাম, সাগরে না হলদিরামে! গেস্ট হাউসের কুক তো ভীষণ বাজে রান্না করে।
Arijit | ০৮ জুলাই ২০০৮ ১৪:৫২ | 61.95.144.123
আমি আফ্রিকা যেতে চাই - এদের অনেক জায়গায় কাজ আছে - কিন্তু r&d-র লোকজনকে খুব একটা পাঠায় না।
santanu | ০৮ জুলাই ২০০৮ ১৪:৪৪ | 82.112.6.2
এই রে, একটি মেয়ে যাবে, তাহলে তো perspective টাই বদলে যাবে। তবে বাহারিন কুয়েতের থেকে ঢের ভালো জায়গা।
Arijit | ০৮ জুলাই ২০০৮ ১৪:৩৩ | 61.95.144.123
অবশ্য সবাই মিলে একে ভয় দেখাচ্ছিলো তাও হতে পারে।
Arijit | ০৮ জুলাই ২০০৮ ১৪:৩২ | 61.95.144.123
দুচ্ছাই আমি কি করে জানবো - আমি গেছি নাকি - আমাকে বল্ল, তাই জানলুম। আর যাবে একখান মেয়ে - আমাদের গাড়িতে যায়, কাল নাকি রাতে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদেছেঃ-)
santanu | ০৮ জুলাই ২০০৮ ১৪:৩০ | 82.112.6.2
বোঝো, কুয়েত থেকে বাহারিন যাওয়া নাকি ভজোকট ব্যপার!!
কুয়েতে যে মালের দাম ১০০ ডলার, বাহরিনে ১০ ডলার। কুয়েতে অজস্র বোরখা, বাহরিনে প্রায় নেই। কোম্পানীর পয়্সায় গিয়ে, থেকে, খেয়ে, মাল খেয়ে - আমরা তো বাহারিন যাবার দিন গুনতাম রে ভাই।
তারপর যখন Work Visa এসে যেত, কি দুক্কু।
Arijit | ০৮ জুলাই ২০০৮ ১৪:২৯ | 61.95.144.123
কিন্তু কংগ্রেসের সমর্থনে হয়েছিলো। এখন কংগ্রেস বলতেই পারে আমরা এই স্পিকার চাই নাঃ-) অবশ্য সোমনাথবাবু খুশীই হবেন মনে হয়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন