এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ০৮ জুলাই ২০০৮ ১৪:২৬ | 61.95.144.123
  • না - ছাড়তে হতে পারে - স্পিকার।
  • S | ০৮ জুলাই ২০০৮ ১৪:২৬ | 202.140.54.29
  • হ্যাঁ, ঐ একটাই পদ আছে। তবে ওটা ঠিক ক্ষীর মাখন খাবার চেয়ার নয়। সাম্মানিক পদ।
  • S | ০৮ জুলাই ২০০৮ ১৪:২২ | 202.140.54.29
  • এর সঙ্গে সেই এনডিএ জমানায় মমতার তথা তিনোমুলের সমর্থন তুলে নেওয়ার প্রচন্ড মিল পেলাম। তবে এই, মমতাকে রেলমন্ত্রক ছাড়তে হয়েছিল, বামেদের অ্যাজ সাচ কিছু ছাড়তে হয় নি। ওরা তো আগে থেকেই সন্নিসি ছিল।
  • Arpan | ০৮ জুলাই ২০০৮ ১৪:১৯ | 202.91.136.71
  • পদত্যাগের থ্রেট নাহয় উনি দিয়েছিলেন। কিন্তু সোনিয়া গান্ধীর সক্রিয় সমর্থন না থাকলে উনি কি এতদূর এগোতে পারতেন? প্রধানমন্ত্রী পদে কং দল থেকে মনোমোহনের বিকল্প নাই এইটা মানা গেল না।

    বস্তুতপক্ষে নেক্সট ইলেকশনে জেতার মত কংগ্রেসের হাতে আর কোন ইস্যু নাই। মুদ্রাস্ফীতি আরো হবে ধরেই নেওয়া যায়। কাজেই চুক্তি ছাড়া কোন পথ ছিল না।
  • Arijit | ০৮ জুলাই ২০০৮ ১৪:১৬ | 61.95.144.123
  • সে তো ট্যুরিস্ট ভিসা (বা আম্রিকাতে বিজনেস ভিসাও এরকম)। কিন্তু এরা কি আর ট্যুরিস্ট ভিসায় যায়? এদের তো ওয়ার্ক পারমিট গোছের কিছু হওয়া উচিত - অবিশ্যি জানি না - আগে তো অনেকে কোংই বিজনেস ভিসায় পাঠিয়ে দিত।
  • kd | ০৮ জুলাই ২০০৮ ১৪:১৩ | 59.93.165.25
  • অরিজিত, এটা এখানেও আছে। PIO/OCI ভিসার আগে যখন দশ বছরের ভিসা নিয়ে আসতুম, তাতে একসঙ্গে ছ'মাসের বেশী টানা থাকা যায় না। তাই কচি করে বাংলাদেশ, নেপাল বা থাইল্যান্ড ঘুরে আসতে হতো।
  • Arijit | ০৮ জুলাই ২০০৮ ১৪:০৩ | 61.95.144.123
  • দাঁড়াও আগে অঙ্ক মিলুক। ঘোড়ার বাজার এখন ওপরদিকে।

    যাই হোক - একটা নতুন জিনিস জানলুম - ভিসা রান। আমাদের কোং থেকে প্রচুর লোক কুয়েত যায় - ওখানে এটিসালাট বলে এক টেলিকম প্রোভাইডারের সাথে কাজ থাকে - কুয়েত, বাহরিন, এমিরেটস আর ইরাকের নেটওয়ার্কে। কুয়েতে (নাকি) ছয় মাসের ভিসা দেয়, কিন্তু একটা ক্লজ থাকে যার জন্যে এক মাসের বেশি একটানা থাকা যায় না। যাদের এরকম কেস হয় তাদের একবার টুক করে বাহরিন ঘুরে আসতে হয় - দিন দুইয়ের জন্যে। নইলে কুয়েতে ফেরা যায় না। কি ভজকট ব্যাপার।
  • r | ০৮ জুলাই ২০০৮ ১৪:০২ | 125.18.17.16
  • না, নিজেই করেছেন। আর কোনো ব্যাপারে নিজে কিছু করতে পারেন নি বলে, এই কেসে পদত্যাগের থ্রেট দিয়ে করেছেন। এই অ্যাজেন্ডাটা মনমোহন এবং মনমোহনের পরামর্শদাতা আই আই সিতে চরে বেড়ানো টেকনোক্র্যাটদের অ্যাজেন্ডা। বাজপেয়ির পোখরান, বুদ্ধবাবুর সিঙ্গুরের মত মনমোহনের নিউক্লিয়ার ডিল। আগেকার রাজামহারাজাদের মত কোনো একটা কীর্তি রেখে না গেলে হবে?
  • Arpan | ০৮ জুলাই ২০০৮ ১৩:৫৬ | 202.91.136.71
  • মনমোহন নিজে কিছু কি আর করেছেন? বা করার ক্ষমতা রাখেন? আদৌ যদি না ...
  • r | ০৮ জুলাই ২০০৮ ১৩:৫৩ | 198.96.180.245
  • মনমোহনের কথাই বললাম। আর একজন হলেন করাতবাবু (শাঁখের?)।
  • Arpan | ০৮ জুলাই ২০০৮ ১৩:৫২ | 202.91.136.71
  • তবে সবাই বেশ মেপেঝুপে পা ফেলেছে। বামেরা সমর্থন তুলল এমন সময়ে যখন সরকার পড়ে যাবার সম্ভাবনা প্রায় নেই। কাজেই বিজেপি বামেদের জন্য সুযোগ পেয়ে গেল এমনটা শত্তুরেও বলতে পারবে না। বরং আগামী লোকসভা নির্বাচনের আগে বামেরা কেরল ও পঃবঙ্গে অনেকটা নিশ্চিন্ত বোধ করবে।

    অন্যদিকে উঃপ্রদেশে কং-সপা এবং ভাজপা-বসপা সমীকরণের সম্ভাবনা প্রবল। সবই জানা কথা। ঃ)
  • h | ০৮ জুলাই ২০০৮ ১৩:৪৬ | 125.18.104.1
  • পাওয়ারের।
  • h | ০৮ জুলাই ২০০৮ ১৩:৪৫ | 125.18.104.1
  • সে তো মনমোহন আর প্রণবের ভোটের রেকর্ড খুব কিসু নয়। এবং পপুলার ভোটের মানে এখন দাঁড়িয়েছে ন্যাশনাল ছেড়ে ইন্টার্ন্যাশনাল অব্লিগেশন পূরণ করা। তার সঙ্গে আর যাই হোক ম্যান্ডেট থেকে পাওয়া পাওয়ার খুব একটা সম্পর্ক নেই।

    তবে জেনেরালি গোটাটাই বাল।
  • r | ০৮ জুলাই ২০০৮ ১৩:৩৯ | 198.96.180.245
  • যে দুই ভদ্রলোক গোঁ ধরে এই কান্ডটি ঘটালেন, তাঁদের কেউই কোনোদিন কোনো পপুলার ভোটে জেতেন নি।
  • h | ০৮ জুলাই ২০০৮ ১৩:৩৩ | 125.18.104.1
  • এমনকি গভঃ পড়ে গেলেও কিছু বা* হত না। কারণ মহান আদর্শ সবসময়েই জয়ী হয়। এক দল অপারেশনালাইজ না করলে আরেক দল করবে।
  • h | ০৮ জুলাই ২০০৮ ১৩:২৮ | 125.18.104.1
  • ছোটো দল বার খেলেই ভাল। এমনিতে ছোটো দলের একটু রেলা বাড়ে এই সব সময়ে। এই রকম ই ভালো। বড় দলেরা আর বড় এজেন্ডারা তো এমনিতেই টুইডল ডি আর টুইডল ডাম। ছোটো ছোটো হর্স ট্রেডিং হবে ছোটো ছোটো নিগোশিয়েশন এর বদলে। তাতে আর কি বা* এল গেল। গণতন্ত্র তো এমনিতেই মহান।
  • Arijit | ০৮ জুলাই ২০০৮ ১৩:২৪ | 61.95.144.123
  • তা ঠিক। তবে শিরোমণি অকালি দল এট্টু বার খেয়ে গেলো মার্কেটে। বলেছে "ক্যান কনসিডার সাপোর্টিং দ্য গভর্মেন্ট'ঃ-)
  • h | ০৮ জুলাই ২০০৮ ১৩:২৩ | 125.18.104.1
  • পারমিতা -- মেল করেছি। সাচ্চোর ডিটেল মেল করে দেবো? ন্যাড়ার মেলটা দিয়ো উত্তরে। তোমার বানানটা কি ঐটাই, যেটা লিখেছিলে?

    অক্ষ - আমি জানিনা এই মেসেজ টা তুমি দেখবে কিনা, তোমার পাবলিকলি বলা যায় এরকম কোনো ইমেল পাওয়া যাবে? যদি না করা যায়, একটা কমন পয়েন্ট অফ কন্ট্যাক্ট বলে দাও। হালকা, আদৌ জরুরী নয় এরকম একটা দরকার আছে।

    অরিজিত, এরকম আনইম্পর্ট্যান্ট ইভেন্ট অনেক দিন ঘটেনি;-)
  • S | ০৮ জুলাই ২০০৮ ১৩:১৮ | 202.140.54.29
  • ইসে, ঠিকই ধরেছো, শ্রাবণী, আমার বউ অনেকই জুনিয়র। ওদের ডিপার্টমেন্ট কোল, মানে কয়লা হ্যান্ডলিং ইত্যাদির সাথে যুক্ত। তা জানোই তো যে কোনও থার্মাল পাওয়ার স্টেশনের চারপাশে কয়লা মাফিয়ারা কী রকম সক্রিয় থাকে, সে ব্যান্ডেলই হোক, মেজিয়াই হোক বা আর যা কিছুই হোক। দিল্লিতে অবস্থিত বলে পলিউশনের অনেক রকম নর্ম্‌স বাঁচিয়ে চলতে হয় বদরপুরকে। তাই দেশি কয়লার বদলে সিঙ্গাপুর থেকে উন্নতমানের কয়লা আনা হয় জাহাজে করে। তাতে নাকি দূষণ কম হয়। সেই তারই একটা হিসেব পেয়েছিল সেদিন ওরা, ঠিক কত টন কয়লা সিঙ্গাপুরে লোড করা হয়, আর বম্বে ডক হয়ে সড়কপথে যখন সেই কয়লা দিল্লি এসে পৌঁছয়, তখন কত টন কয়লা অবশিষ্ট থাকে, মাঝে কে কে কয়লা খায়, কীভাবে খায়, কেন মন্ত্রীকে কমপ্লেইন করলেও এর কোনও সুরাহা হয় না, ঠিক ঠিক যদি কয়লা এসে পৌঁছত তা হলে বিদ্যুতের বিল কত পার্সেন্ট শস্তা হত, এই সব নিয়ে তারা সে দিন জ্ঞান লাভ করেছে আর কি।
  • Arijit | ০৮ জুলাই ২০০৮ ১২:৪৯ | 61.95.144.123
  • বামফ্রন্ট সাপোর্ট তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার থেকে - এনডিটিভির খবর।
  • sinfaut | ০৮ জুলাই ২০০৮ ১২:৪২ | 66.232.102.157
  • হালুম।
    টেস্ট অফ চেরী কার সিনেমা?
  • Arijit | ০৮ জুলাই ২০০৮ ১১:১২ | 61.95.144.123
  • ফুটবলের মতো সিরিয়াস জিনিস নিয়ে ইয়ার্কি মোটেও ভাল্লাগে না।
  • Arijit | ০৮ জুলাই ২০০৮ ১১:১১ | 61.95.144.123
  • মামু - টইটার টাইটেল ঠিক করে দিবি। নইলে রোজ সকালে উঠে গাল দোবো।
  • Arpan | ০৮ জুলাই ২০০৮ ১০:৫৩ | 202.91.136.71
  • মামু নিঘ্‌ঘাৎ ম্যাঞ্জার হয়ে গেছে। কোডিঙের অ-আ-ক-খ ভুলে গেছে একেবারে।

    প্যারাডাইম শিফ্‌ট।
  • dri | ০৮ জুলাই ২০০৮ ১০:২১ | 75.3.201.164
  • মাইমাকে - টেস্ট অব চেরীর শেষটা আমার দারুন কিছু লাগেনি। একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট, এইটুকুই। কিন্তু সিকোয়েন্সটার ইন্টেলেকচুয়াল রেসপন্স যতটা ইমোশানাল রেসপন্স যেন তত নয়। ব্যাপারটা গিলতে যেন বড্ড বেশী ভাবতে হয়। হঠাৎই আমরা দেখতে পাই সিনেমা তৈরির ক্রুকে। ল্যান্ডস্কেপ হয়ে ওঠে (ধূসর থেকে) সবুজ। জ্যান্ত। মৃত্যুর সাবজেক্টে এটাই বোধ হয় ফাইনাল টুইস্ট। আমরা জানতেও পারি না লোকটি ফাইনালি বাঁচল না মরল। ছবিটার বিট্‌স অ্যান্ড পিসেস ভল লেগেছে।
  • Arijit | ০৮ জুলাই ২০০৮ ১০:০৮ | 61.95.144.123
  • কাল বহুক্ষণ ভাট ডাউন ছিলো বলে এটা পোস্ট করা হয়নি। আবার চাপাও যাচ্ছিলো না বলে জনাকয়েকেরে মেলে পাঠালুম - গুগুলের এক্সপেরিমেন্টাল সার্চ দ্যাখো - http://www.google.com/experimental - এস্পেশ্যালি লাস্টেরটা।
  • Kyle | ০৮ জুলাই ২০০৮ ০২:৪৩ | 63.192.82.30
  • আমি পিতিবাদ কচ্চি, ধম্মোঘট।
    খ্যাতিকে আমি চিনিই না, তবু আমাকে বদনাম দেবার পিতিশোধ নিতে তৈরি হচ্চি। নিজে না পারলে সুপারি দিমু।
  • m | ০৮ জুলাই ২০০৮ ০১:৫২ | 12.240.14.60
  • সব গেলো কই?
  • Paramita | ০৭ জুলাই ২০০৮ ২৩:৫১ | 63.82.71.141
  • হনু, আপনের ইমেল অ্যাড্রেসটা paaramitaa অ্যাট ইয়াহুতে মেল করবেন একটু?
  • pi | ০৭ জুলাই ২০০৮ ২৩:১৬ | 69.251.184.3
  • বাড়িগুলো সাজগোজ শুদ্ধ বিক্রী করে দেওয়াটা বেশ ইন্টারেস্টিং।
    আমি তো দেওয়ালে টাংগানো ছবির জ্‌হ্‌হুলের মায়াটুকুনিও কাটাতে পারিনা, সেই সুদ্ধ তুলে নিয়ে নতুন ঘরে লাগাই !
  • d | ০৭ জুলাই ২০০৮ ২২:৫৩ | 59.161.40.75
  • না না আমি সত্যি খুব ইমপ্রেস্‌ড্‌। আমারই মত, আমাদেরই মত একজন সাধারণ আইটিওলা, সি ই ও টো কিচ্ছু নয় ..... তিনি কিনা এরকম ম্যাগাজিন কেনার মত বাড়ী কেনেন!!
    এখন যেটায় আছেন সেটা ওঁর ১১তম বাড়ী। এর আগে আরও ১০ টা বাড়ী কিনেছেন ও বেচেছেন। এর মধ্যে একটা নিউ জার্সিতেও ছিল। ভদ্রলোক ১১-১২ বছর ইনফিতে থেকে গত বছর চেঞ্জ করেছেন। ওঁর ইচ্ছে আছে মোট ১০০টা বাড়ী কেনা। যদি পারেন তাহলে ১০০তমটা শেষপর্যন্ত নিজের জন্য রেখে দেবেন।
    উনি একটা করে কিনে, সেটার পেছনে আরো ২-৩ লাখ খরচ করে সাজান, তাতে ১-৩ মাস থাকেন, তারপর ১১ মাসের ক¾ট্রাক্টে ভাড়া দিয়ে দেন। তারপর ক¾ট্রাক্ট ফুরালে বাড়ীটা সাজগোজশুদ্ধ বিক্রী করে দেন। নিজে আরেকটা কেনেন ... এবং এইভাবেই চলছে।
  • pi | ০৭ জুলাই ২০০৮ ২২:৩৪ | 69.251.184.3
  • ভূষণ, বিভূষণে অনেক তফাত।
    ভারতভূষণ এক্কেবারে এসব বাড়ি-টাড়ি বিজনেসের ধার ধারতেন না, ওনার হবি ছিলো খালি খালি দুঃখু দুঃখু মুখ করে গান গেয়ে বেড়ানো।
  • I | ০৭ জুলাই ২০০৮ ২২:১৯ | 59.93.201.177
  • কি কথা উহার সাথে, উহাদের সাথে
    যাহার কেবল হবি বাড়ি বেচা-কিনা?
  • d | ০৭ জুলাই ২০০৮ ২১:৫১ | 59.161.40.75
  • *উহাদের
  • d | ০৭ জুলাই ২০০৮ ২১:৩১ | 59.161.40.75
  • হুঁ তা হতেও পারে। গত সপ্তাহে হ্যাজানোর পর থেকেই আমারও হাঁটুতে ব্যথা চলছে।

    কিন্তু বিভুষণ মানে কী? ঐ যে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, উহাদেদ্র মধ্যে পার্থক্য কি?
    আজ এক ভদ্রলোকের সাথে আলাপ হল। নাম ভারতবিভূষণ। ভদ্রলোকের হবি হল বাড়ী কেনা।
  • I | ০৭ জুলাই ২০০৮ ২১:২২ | 59.93.201.177
  • র কি ফোনে গুলি করবার টেকনোলজি শিখে এসেছে? একটু আগে ফোন করেছিলাম, তারপর থেকেই হাঁটুদুটো কেমন ব্যথা ব্যথা করছে।
  • shrabani | ০৭ জুলাই ২০০৮ ২১:১৭ | 59.96.163.187
  • স্যান রভীনা বলেই তো গুলীর খরচা নাই, তাকালেই হবে।
    আর তাই জন্যেই হুটহাট সুপুরী নেয়!ঃ)
  • shrabani | ০৭ জুলাই ২০০৮ ২১:১১ | 59.96.163.187
  • শমিক,
    তোমার বউ আর অন্যরা তো খুব অল্প সময়েই অনেক আইডিয়া নিয়ে এসেছে। কিছু মনে কোরোনা, আমার অনেকদিন চাকরি হলতো, তাই আইডিয়া আমারও অনেক। তুমি যা লিখেছ সেসব করে বছরের পর বছর বেস্ট এমপ্লয়ার হওয়া, A+ পিএসইউ, নবরত্ন, ফরচুন ফাইভ হানড্রেড এসব মেনটেন করা যেতনা।

    তোমার গিন্নী তো বোধহয় বিদ্যুত মন্ত্রকের। আরেকটু ভাল করে খতিয়ে সব দেখতে বোলো, আমাদের দেশে পাবলিক সেক্টর গুলির শতকরা পঁচাত্তর ভাগ দুর্নীতির শুরু ও শেষ দুইই সংশ্লিষ্ট মন্ত্রকে হয়ে থাকে।

    বদরপুর গতবছর অবধি স্টেট বোর্ডের মালিকানায় ছিল, চালাত আমাদের কোং। পুরোনো হয়ে গেছে, R&Mএর বিশাল খরচের ভার নেবার কোনো ইচ্ছে মালিকের ছিলনা তাই আমাদের গলায় বাঁধা হয়েছে। তারও আগে নতুন প্ল্যান্টকে যখন তিরিশ এর নীচে PLF এ চালাতে পারতনা স্টেট তখন আমাদেরই ডেডিকেটেড লোকেরা দিন রাত মেহনত করে তাকে দেশের সেরা নব্বই PLF এ নিয়ে আসে।
    বদরপুরের আগের Gen Manager বাঙালী ছিলেন, যিনি অফিসের দেওয়া গাড়ীতে বাড়ির কাজে গেলে, উপযুক্ত পেমেন্ট করতেন (কোনো দরকার ছিলনা), সৎ বলে তাকে এখন সাইডলাইনে ,তাও মন্ত্রীদের কৃপায়। এখন যিনি তিনিও অত্যন্ত শ্রদ্ধেয় লোক এবং টেকনিক্যালি সাউন্ড লোক।
    তবে বদরপুরে ফাইন্যান্স বা HR এখনও স্টেট ও CEA স্টাইলে চলে, সেসবএ রিফর্ম আনতে সময় লাগবে।

    রিয়্যাক্ট করতাম না যদি না অনেক শ্রদ্ধার পাত্ররা এই কোম্পানীতে থাকতেন যারা কোম্পানীকে দুর্নীতিবাজ আর তোলাবাজদের হাত থেকে বাঁচাতে নিজেদের ঘাড়ে অনেক কিছু তুলে নেন, আর আমাদের একটা সুস্থ পরিবেশ দেন।
    তবে হ্যাঁ সবাই তো ধোয়া তুলসীপাতা হয় না, ভাল মন্দ মিশিয়েই জগত। তবে এইরকম অভিযোগ মন্ত্রালয়ের থেকে উঠছে শুনলে ঘুড়ায়ও হাসবে।
    তবে please কিছু মনে কোরোনা, তোমার গিন্নী মনে হয় অনেক জুনিয়রই হবে,হয়ত এসব নাও জানতে পারেন।
    শেষ করছি সাম্প্রতিক মিনিস্টার ভিজিট দিয়ে।
    মন্ত্রীমশাই সব বাঘা বাঘা অফিসারদের অপেক্ষায় রেখে (শেষে পাঁচ মিনিটের একটি ভাষণ দিয়ে) এমন একটি ডিপার্টমেন্টে গিয়ে চার ঘন্টা কাটালেন, সেই বিভাগটি হল কনট্রাক্‌ট্‌স এবং প্রকিউরমেন্ট!
    কেন তা সবাই বুঝতেই পারবে আশাকরি।
  • arjo | ০৭ জুলাই ২০০৮ ২১:০১ | 168.26.215.54
  • কেলানো খুব ভালো। দেখতে ভালো লাগে। এই একটাই জিনিষ আমি খেতে একদম পছন্দ করি না। ছোটবেলায় দু একবার খেয়েছি ভালো লাগে নি। সেই থেকে পালিয়ে যাই।
  • d | ০৭ জুলাই ২০০৮ ২০:৪৫ | 59.161.40.75
  • ইশ কি মিল, কি মিল। আজকে আমারও প্রথমে নাইলনের দড়ি দিয়ে বেশ করে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে তারপর পেরেক বেরোন কাঠ দিয়ে পেটাতে ইচ্ছে করছিল।

    হ্যাঁ অজ্জিত, নিশ্চয় নিয়ে আসবো। তবে বইটা পড়তে গিয়ে আমি যে অর্গ চার্টটা বানিয়েছিলাম সেইটে গুরগাঁওতে ফেলে এসেছিলাম। সেইটা পাবে না।
  • Blank | ০৭ জুলাই ২০০৮ ২০:৪৪ | 170.153.62.251
  • রভিনা ই যে স্যান তা তো জানতুম নে।
  • Blank | ০৭ জুলাই ২০০৮ ২০:৪৩ | 170.153.62.251
  • টই টই না রাহা ঃ(
  • S | ০৭ জুলাই ২০০৮ ১৬:৪৬ | 202.140.54.29
  • বুইলে শ্রাবণী, সেদিন আমার বউটারে আরও জনাকয়েকের সাথে বেই বেই করাতে নিয়ে গেছিল বদরপুর থার্মাল পাওয়ার স্টেশন। একেবারে উঁচুতলা থেকে একেবারে নিচুতলা পর্যন্ত কত রকমের ঘাপলা ঘোটালা আর নোংরামো আর স্মাগলিংয়ের ভাগ বাঁটোয়ারা হিস্যাদারি চলে একটা তৃতীয় বিশ্বের রাজধানীর বুকে চলা একটা থার্মাল পাওয়ার স্টেশনে, তার একটা মোটামুটি পরিস্কার আইডিয়া নিয়ে ফিরেছে সেদিন ওরা ... ঃ-)
  • shrabani | ০৭ জুলাই ২০০৮ ১৬:৩৫ | 124.30.233.101
  • আঁখিয়োঁ সে গোলী মারে লড়কী/লড়কা কামাল....

    রভীনাই তো স্যান?
  • Arijit | ০৭ জুলাই ২০০৮ ১৫:৫৭ | 61.95.144.123
  • কাবুলে ভারতীয় দূতাবাসে বোমা ফেটে ৪১ জন মারা গেছে - http://news.bbc.co.uk/2/hi/south_asia/7492601.stm
  • san | ০৭ জুলাই ২০০৮ ১৫:৫৭ | 12.144.134.2
  • না না রভিনা না রভিনা না -

    ইন আখোঁ কে মস্তি - উমরাও জান - রেখা -
  • r | ০৭ জুলাই ২০০৮ ১৫:৫৬ | 198.96.180.245
  • ঠাকুর থাকলে বলতেন- মাওবাদী হয়ে যা শ্যালা।
  • Arijit | ০৭ জুলাই ২০০৮ ১৫:৫৫ | 61.95.144.123
  • অ তাই রভীনা ট্যাণ্ডন গান গেয়েছিলো?
  • sinfaut | ০৭ জুলাই ২০০৮ ১৫:৫৩ | 66.232.102.157
  • ক'গুলো তোমারই ইচ্ছা
    ইচ্ছাময়ও র'দা বাউ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত