এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • h | ২৫ জুলাই ২০০৮ ১০:০১ | 125.18.104.1
  • আজকের রিকন্সিলিয়েটরি বাণী

    শ্যামল দা গুরুতে ফিরে আসুন।

    আমি বহুবার আপনার সঙ্গে ঝগড়া করেছি, সরি। আপনার সঙ্গে যারা ঝগড়া করেছে, তারা সকলেই খুব ই ভালো লোক। আই ক্যান বেট মাই অনার অন দ্যাট, হুইচ ইজ নট মাচ;-) আমরা বেশির ভাগ ই একটু খচ্চর মাত্র, যেটা না হলে কোন মানুষ সম্পূর্ণ হয় না। পেছনে লাগা, টিপ্পনি টুইয়ে দেওয়া এসব ই আড্ডার পার্ট।

    আপনি আমাকে নিজগুণে ক্ষমা করে এইখানে ফিরে আসুন, ঝগড়া করি।আর কটা দিন ই বা বাঁচবো ইত্যাদি। (এটা ইয়ার্কি, আপনার পরম শত্রু জ্যোতিবাবুকে পজ্জন্ত টুইয়ে দিলাম, শুধুই আপনারে খুশি করার জন্য। পুঃ শুধু এই পার্ট টুকু ইয়ার্কি।)

    গুরুর একটা বিশেষঙ্কÄ বোঝার চেষ্টা করুন, সেটা হল সম্পাদনা যেই করুক না কেন আমরা সকলেই কম বেশি কন্টেন্ট নিয়া জ্ঞান দিয়ে থাকি, যেন এটা আমাদের বাপের সম্পত্তি। আরেকটা বিশেষঙ্কÄ হল তক্ক করার সময়ে সম্পাদনের দায়িঙ্কেÄ থাকার লোকজন রা সেসব প্রোপ্রাইটি ভুলে তক্ক করে, এবং বল্লে বিশ্বাস করবেন না আমি এত লয়াল হওয়া সঙ্কেÄও মাঝে মাঝেই ঝাড় খাই এবং দেই। দিস ইজ হোয়াট উই লাভ। এটা আমি ই সবচেয়ে বেশি করেছি গত দু বছরে। তাই আমি ই আগ বাড়িয়ে ক্ষমা চাইলাম।

    শ্যামল দা আসুন ঠেক মারি। সুভাষের মত হারিয়ে যাবেন না (এটা ইয়ার্কি)। মায়া-প্রকাশ, সোমনাথদা-মনমোহন,মুলায়ম-লালু,সুভাষ-রাজ্য নেতৃঙ্কেÄর এই ভাব ভাবের দিনে ফিরে আসুন তক্ক করি। আর কটা দিন ই বা বাঁচবো ঃ-)

    ইতি ভবদীয়

    হনু
  • RATssss | ২৫ জুলাই ২০০৮ ০৬:৫৪ | 63.192.82.30
  • ব্ল্যাংকি হত? না ব্ল্যাংকির আশা হত? অবশ্য আশা কে জানা নেই, বেশি জানবার ইচ্ছেও ভাল না।
  • arjo | ২৫ জুলাই ২০০৮ ০৫:৫৬ | 24.214.28.245
  • জীবে প্রেম করে যেই জন
    সেই জন খাবে পাতি ভেজ
  • m | ২৫ জুলাই ২০০৮ ০৪:১৭ | 12.217.30.133
  • ভয় নয় জীবে প্রেম।
  • aja | ২৫ জুলাই ২০০৮ ০৩:৫৮ | 207.47.98.129
  • মামু মশা মারতে ভয় পায়! হাত নোংরা হবে বলে?
  • m | ২৫ জুলাই ২০০৮ ০৩:৫৭ | 12.217.30.133
  • ব্ল্যাংকি ,নুমাল নাগবে?
  • m | ২৫ জুলাই ২০০৮ ০৩:৫৬ | 12.217.30.133
  • বোবা !! উনি মহাপুরুষ- শুধু মশা মারতে ভয় পান দোষের মধ্যে এইটা যা..
  • aja | ২৫ জুলাই ২০০৮ ০৩:৫৬ | 207.47.98.129
  • ব্ল্যাংকি হত!! হায় হায়।
  • Blank | ২৫ জুলাই ২০০৮ ০৩:৫১ | 65.218.154.195
  • সকলের মন্ত্যব্যে আমি আশা হত ও ব্যাথিত।
  • aja | ২৫ জুলাই ২০০৮ ০৩:৪৯ | 207.47.98.129
  • (স্বগতঃ) ব্ল্যাংকি কি জালিম মাইমা বলতে চেয়েছিল?
  • Blank | ২৫ জুলাই ২০০৮ ০৩:৪৭ | 65.218.154.195
  • জালিম দুনিয়া ঃ(
  • aja | ২৫ জুলাই ২০০৮ ০৩:৪৫ | 207.47.98.129
  • মামু কি বোবা?
  • m | ২৫ জুলাই ২০০৮ ০৩:৪১ | 12.217.30.133
  • আমার বরের কাছ থেকে শিখেছি বোবার শত্রু নেই।
  • aja | ২৫ জুলাই ২০০৮ ০৩:৩৯ | 207.47.98.129
  • তা অবিশ্যি ঠিক। ব্ল্যাংকির ঐ রেসিপির পরে ঝাঁটা ফেডেক্স করতে না চাওয়া পোচ্চুর সহ্যশক্তির প্রমান।
  • m | ২৫ জুলাই ২০০৮ ০৩:২০ | 12.217.30.133
  • মাইমা সর্বংসহা।
  • aja | ২৫ জুলাই ২০০৮ ০৩:১১ | 207.47.98.129
  • এই মাইমাটা কি ঝগড়াটি। এসেই রেসিপি চাইলো। ব্ল্যাংকি রেসিপি দিতেই ভালমন্দ বলে তাড়িয়ে দিল। ছ্যাঃ ছ্যাঃ।
  • m | ২৫ জুলাই ২০০৮ ০২:৫২ | 12.217.30.133
  • ঝুরো মাফিনের সঙ্গে কি একটু অরেঞ্জ জ্যুস ও মিশিয়ে দেবো?ওপর থেকে তুলে রাখলে পরের দিন জলখাবারটাও হয়ে যাবে।
  • Blank | ২৫ জুলাই ২০০৮ ০২:৪০ | 170.153.62.251
  • ফ্রায়েড রাইস*

    (এইটা কি আমি চিতলবাটার র টই তে লিখে দেবো? সবার সুবিধার্থে?)
  • Blank | ২৫ জুলাই ২০০৮ ০২:৩৯ | 170.153.62.251
  • ফ্রায়েড বানানো খুব সোজা।
    প্রথমে দু মুঠো চাল ধুয়ে নিয়ে, ঠিক দ্বিগুন পরিমান জল দিয়ে মাইক্রো ওয়েভে বসিয়ে দেবে ২৫ মিনিটের জন্যো।
    তারপর পেয়াজ, ক্যাপসিকাম, ট্‌মাটো, আলু এবং অন্যান্য রঙিন যে কোনো সব্জি কেটে ফেলবে কুচি কুচি করে। যত রকমের রঙিন সব্জি থাকবে তত ভাল হবে ফ্রায়েড রাইস।
    তারপর একটু তেল গরম করে তাতে খান ৪/৫ ডিম ফেলে দেবে। তারপর তাতে সব কাটা সব্জি ফেলে দেবে। কাটা সব্জির পরিমান হবে একটা ঐ প্লাস্টিকের সব্জি কাটার বোর্ডে যত সব্জি ধরে তত টা।
    তারপর পুরো ব্যপারটা কিছুক্ষন ঘাঁটবে। মিনিট দশ ঘাঁটা হলে তাতে ভাত টা ফেলে দেবে। ফের মিনিট দশ ঘাঁটবে।
    তারপর নামিয়ে নিয়ে তাতে ভালো করে আমুল ঘি মাখাবে। অল্প ম্যাগী মসলাও ছরিয়ে দিতে পারো ওপরে। আর ব্লু বেরিজ মাফিন থাকলে তাও গুড়ো করে ছরিয়ে দিও ওপরে।
    মিষ্টি মিষ্টি হবে। ব্যস রেডি ফ্রায়েড রাইস।
  • m | ২৫ জুলাই ২০০৮ ০২:৩৩ | 12.217.30.133
  • এলাম- কেউ একটা ভালো পোলাও বা ফ্রায়েড রাইসের রেসিপি দিও তো।
  • arjo | ২৫ জুলাই ২০০৮ ০২:৩২ | 168.26.215.54
  • বাই।এবারে আমি যাই।
  • arjo | ২৫ জুলাই ২০০৮ ০২:২৯ | 168.26.215.54
  • সিইও না আমি সিআইও হতে চাই। সিইও হতে অনেক টাকা লাগে। লটারী না লাগলে উপায় নেই। সিআইও হতে একটা ভেন্ডার লাগে। কগনি তো আছেই। তারপর রোজ মোচ্ছব। ডিনার, মাল আরও কত কি। আর আমার পুরোনো বসকে অ্যাকাউন্ট ম্যানেজার করব। আঃ

    ঐ যে টইতে দ আর ব্ল্যাংক বল্লে কিসব বুইতে পারলাম না। তাই জিগালুম।
  • aja | ২৫ জুলাই ২০০৮ ০২:২২ | 207.47.98.129
  • অঃ, অক্সিমোরোন। তাই কও।

    তা আজ্জো এই গ্রীন নিউকিলিয়ার পাওয়ার নিয়ে পড়ল কেন?
  • Blank | ২৫ জুলাই ২০০৮ ০২:২২ | 170.153.62.251
  • আর্য দা শিগ্গিরি সি ই ও হয়ে যাবে।
  • Blank | ২৫ জুলাই ২০০৮ ০২:২০ | 170.153.62.251
  • উহা গ্রীন টির মতন। স্বাস্থ্য কর কিন্তু খাইতে বাজে। তাই জন গন আর পরিবেশ রক্ষক গন উহা খাইতে চায় না ঃ(
    মার্কিন সরকার তাই গভীর চিন্তায়। অনেক টাকা জলে যাইবে।
  • arjo | ২৫ জুলাই ২০০৮ ০২:১৯ | 168.26.215.54
  • সবাই যদি বাঙলায় লেখে বুঝব কেমন করে? ব্ল্যাংক জানে। ও খুব জ্ঞানী টাইপ। ওকে জিগাও।
  • aja | ২৫ জুলাই ২০০৮ ০২:১৭ | 207.47.98.129
  • গ্রীন মানে green না grin?
  • arjo | ২৫ জুলাই ২০০৮ ০২:১৬ | 168.26.215.54
  • আচ্ছা এই গ্রীন নিউক্লিয়ার পাওয়ার টা কি খায়?
  • aja | ২৫ জুলাই ২০০৮ ০২:১২ | 207.47.98.129
  • পায়, পায়, ভাট পায়। তবে এদ্দুর আসতে তর সয় না। মোটামুটি জলের কলের কাছে সেরে নি।
  • Blank | ২৫ জুলাই ২০০৮ ০২:০৯ | 170.153.62.251
  • আজকাল কারুর ভাট পায় না। সবাই স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার খায়।
  • arjo | ২৫ জুলাই ২০০৮ ০১:৫৯ | 168.26.215.54
  • মনের মতন গান শুনতে শুনতে দেরি হয়ে গেল। তবে যা অবস্থা ভাট উঠে যাবার অবস্থা।
  • Blank | ২৫ জুলাই ২০০৮ ০১:৫২ | 170.153.62.251
  • ঠক ঠক ঠক ঠক
  • Blank | ২৫ জুলাই ২০০৮ ০১:৩৯ | 170.153.62.251
  • ফাঁকা শুনশান ভাট পাতা। এলো মেলো হাওয়া। দরজার কোনে কিসের যেন ছায়া। ক্যাঁচ্‌চ্‌চ্‌চ্‌চ্‌চ্‌চ করে দরজা খোলার শব্দ।
    শনিবারের বারবেলাআআআআআআঅ
  • Arpan | ২৪ জুলাই ২০০৮ ১৮:৩৮ | 202.91.136.71
  • কারোর পৌষ মাস ... ঃ((
  • S | ২৪ জুলাই ২০০৮ ১৭:৫২ | 202.140.54.29
  • এইমাত্র?

    আমি বাড়ি চন্নু।
  • r | ২৪ জুলাই ২০০৮ ১৭:৫১ | 198.96.180.245
  • ইডলির সাথে ভাটপাতা দেয় নি?
  • Arpan | ২৪ জুলাই ২০০৮ ১৭:১৫ | 202.91.136.71
  • আর ভাটপাতা। ইডলি দিয়ে এইমাত্র লাঞ্চ সারলাম। ঃ(
  • S | ২৪ জুলাই ২০০৮ ১৬:১১ | 202.140.54.29
  • আবার আমেরিকা জেগে উঠবে, দাঁত মেজে ল্যাপি খুলবে, তারপরে ভাটপাতা এগোবে।
  • kd | ২৪ জুলাই ২০০৮ ১৪:২৪ | 59.93.163.30
  • সরি সরি, ওটা তো একদম খেয়াল ছিলো না। বহুদিন ধরে তো অন্যরকম ছিলো - এখন তো দেখছি প্রায় সমান। তবে লিন্ডি লেনে অনেক বেশী চয়েস আছে এপারের তুলনায় আর ওপারে খাবার জায়গার ভ্যারাইটিও অনেক বেশী।
  • Arpan | ২৪ জুলাই ২০০৮ ১২:৩৬ | 202.91.136.71
  • এই বাজারে লোকের মনে যেসব প্রশ্ন ঘোরাফেরা করছে কুণালবাবু দেখি তার সবকিছু সাজিয়ে প্রবন্ধ লিখেছেন। ঃ)
  • dri | ২৪ জুলাই ২০০৮ ১১:৪৩ | 75.3.201.164
  • ক্যানেডিয়ান সাইড কি এখনও সস্তা হবে কেডিদা? মনে রাখতে হবে ক্যানেডিয়ান ডলার এখন ইউ এস ডলারের চেয়ে বেশী স্ট্রং।
  • kd | ২৪ জুলাই ২০০৮ ১১:৩৫ | 59.93.179.197
  • h, তোমার লেখা 'অশিক্ষিত মানুষ...পেতে হয়' quotable quote এবং আমার মনের কথা। অনেকেই দেখেছি এটা ঠিক বিশ্বাস করে উঠতে পারে না।

    m, তোমাদের যদি আমেরিকান দিকে থাকতে হয় (তোমাদের দলের কারুর ভিসা সমস্যা থাকলে), তাহলে হর্সশু ফল্‌সের তলায় যেতে পারবে না, আমেরিকান ফল্‌সের তলায় যেতে হবে। তবে কানাডায় যাওয়র অসুবিধে না থাকলে অবশ্যই যেও, অনেক সুন্দর আর অনেক সস্তা,স্পেশালি হোটেল - lindy laneএ অনেক চয়েস। ওখান থেকে হেঁটে বা ট্যাক্সিতে জলের ধারে চলে এসে বোট রাইড ইত্যাদি নাও, গোলাপ বাগান দেখ আর সন্ধের একটু আগে স্কাইলন টাওয়ারে উঠে পড়ো, রাত্তিরে আলো দেওয়া দেখে নেমে এসো। আর যদি সেলিব্রেট করার ইচ্ছে থাকে, টাওয়ারের ওপরের রেস্টুরেন্টে টেবিল বুক করো ৮-সাড়ে ৮টায় (ভীষণ ডিম্যান্ড, যত তাড়াতাড়ি পারো, বুক করো)। সময় থাকলে down river চলে যাও whirlpool আর niagara on the lake দেখতে (যদি মনের জোরে ফল্‌সের পাশ থেকে সরে আসতে পারো)। নায়গ্রা আমাদের অন্যতম প্রিয় জায়গা (অন্যটি yosemite), বার বার গিয়েও তেস্টা মেটে না (গত বছর নিয়ে সতেরোবার গেলুম, বছরের প্রতি মাসে এর রূপ দেখেছি)।

    arjo, thousand islands ঢপ? পসন্দ অপনা অপনা।
  • S | ২৪ জুলাই ২০০৮ ১১:০২ | 202.140.54.29
  • জাতের নামে বজ্জাতিটা দিল্লিকেন্দ্রিক রাজনৈতিক মহলের পলিটিক্সের অঙ্গ। মায়াবতী গুছিয়ে খচরামো করবে, ব্ল্যাকমানি দিয়ে কনট প্লেস হুমায়ুন রোডে প্রপার্টি কিনবে, কিন্তু সিবিআই যেই পেছনে কাঠি করবে বলবে আমি দলিতদের প্রতিনিধি না, সেই জন্য আমাকে ফ্রেম করা হচ্ছে। এই মালই মুখ্যমন্ত্রী হয়ে মুলায়মের পেছনে কাঠি দেয়। মুলায়মও আরেক খচ্চর। তখন মুলায়ম ক্যাঁও ম্যাঁও করলে মায়াবতী মিডিয়াকে জানায় উচ্চবর্ণের নেতা এতদিন আমাদের দলিতদের শোষণ করেছিলেন, পেছনে ফেলে রেখেছিলেন দুর্নীতি করে, আমরা কেবল তাঁর প্রতি ফেয়ার জাস্তিস করছি। উচ্চবর্ণ বলে তিনি আইনের বাইরে নন।

    এই সব ব্যাপার। নিচু জাত বলে বাবাসাহেব আম্বেডকর সারাজীবন চোখের জল ফেলেছিলেন, তাঁর সে সব চোখের জল আর হারিয়ে গেছে, কেবল তিনি "দলিতদের প্রতিনিধি' হয়ে মায়াবতীদের ক্যাশবাক্স ভরতে আজ সাহায্য করেন পরলোক থেকে।

    প্রসঙ্গত, মায়াবতীর গুরু ছিলেন কাঁসিরাম। আমি ঠিক জানি না, তিনিও কি নিচু জাত ছিলেন?
  • dri | ২৪ জুলাই ২০০৮ ১০:৫৮ | 75.3.201.164
  • সবই ঠিক আছে। ভালো করে বোঝা যাচ্ছে না নিউক্লিয়ার ডীল ভারতের পক্ষে ভালো না খারাপ।

    একটা ব্যাপার খুবই আপত্তিকর। এই ডীলটা থেকে ভারত ইউনিল্যাটারালি বেরোতে পারবে না। একটা রিস্ক নেওয়া যায়, যখন ভালো করে বোঝা যাচ্ছে না ব্যাপারটা ভালো না খারাপ। কিন্তু বছর তিনেক পর একটা রিভিউ হওয়া দরকার যে এতে সত্যি ভালো হল না খারাপ। খারাপ হলে ডীল থেকে একটা একজিট পলিসি থাকা উচিত। এই সরকার মনে করে ডীল হওয়া উচিত। পরবর্তী সরকার না মনে করতে পারে।

    কোন একজিট পলিসি না থাকা খুব খারাপ।
  • dri | ২৪ জুলাই ২০০৮ ১০:৫১ | 75.3.201.164
  • মামু বেড়াতে যাচ্ছে! আর পুরবালারা শাঁখ বাজাচ্ছে না!
  • Arijit | ২৪ জুলাই ২০০৮ ১০:৪৯ | 61.95.144.123
  • কর্মসূচী-কর্মনীতির কত নম্বর ক্লজ যেন? ভুলে গেলুম। বাড়ি গিয়ে দেখে বলে দেবো।
  • Arpan | ২৪ জুলাই ২০০৮ ১০:৪৫ | 202.91.136.71
  • আমার একটা খুব বেসিক কোচ্চেন আছে। সিপিএমের সরকারে যোগদান নিয়ে। কংগ্রেস পরিচালিত সরকারে সিপিএম যোগ দিতে পারে না রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে। কিন্তু যখন কংগ্রেসের সমর্থন নিয়ে তৃতীয় ফ্রন্টের সরকার গঠিত হয়েছিল, ১৯৯৬ সালে, দেবেগৌড়া বা তার পরে ইন্দ্রকুমার গুজরালের প্রধানমন্ত্রিত্বে, তখন বামদলগুলি বাইরে রয়ে গেল কেন?
  • Arijit | ২৪ জুলাই ২০০৮ ১০:৩৮ | 61.95.144.123
  • জাত জিনিসটা এঁদের ওপর বর্তায় বলিনি, কিন্তু তাজ করিডর বা ফডার স্ক্যাম ইত্যাদিগুলো অবশ্যই বর্তায়। সেই তাজ করিডর খ্যাত মায়াবতীকে প্রধানমন্ত্রী হিসেবে প্রোজেক্ট করাটা আর টোনি ব্লেয়ারকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া একই ক্যাটেগরিরি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত