এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • tania | ৩১ জুলাই ২০০৮ ২৩:৩৪ | 65.115.93.98
  • খাইসে! ব্ল্যংকি, তুমি জিওগ্রাফিতে কদিন ছিলে? ঃ-)))
  • Blank | ৩১ জুলাই ২০০৮ ২৩:৩০ | 170.153.62.251
  • গয়া আর কাশী আলাদা জায়গা বুঝি? আমি তো জানতুম এক ই জায়গা। বেনারসই কাশী তাই গয়া ঃ(
  • c | ৩১ জুলাই ২০০৮ ২৩:২৬ | 131.95.121.107
  • ব্ল্যাংক,
    গয়ায় কি গঙ্গা আছে? সেতো কাশীতে শুনেছিলাম! অবশ্য এই দুইয়ের একটাতেও এখনো যাই নি,যেতে হবে। দিন তো গেলো...
    বন্দোবস্ত কিছু জানো তো বলো। মানে গয়াকাশী যাবার।
  • d | ৩১ জুলাই ২০০৮ ২২:২৫ | 121.245.131.216
  • *এরপরে বলবে
  • d | ৩১ জুলাই ২০০৮ ২২:২৪ | 121.245.131.216
  • এই ডাক্তারটার রুগী মেরে মেরে যা হাল হয়েছে না। এরপরে "বিউটিফুল মাইন্ড'ও একটা সিনেমা, ওকে বই বলতে হয় না। "কাল তুমি আলেয়া'ও একটা সিনেমা, ওকে বই বললে ঠাকুর পাপ দেয়
    ইত্যাদি ইত্যাদি ....
  • d | ৩১ জুলাই ২০০৮ ২২:২১ | 121.245.131.216
  • ধুত্তোর ওটা মোটেও সিরাজের বেগমের লেখা নয়কো। এই ধরণের লেখাকে বলে ঐতিহাসিক উপন্যাস। "আরাবল্লী থেকে আগ্রা'ও শ্রীপারাবতের লেখা।
    (আজকালকার ছেলেপুলেরা খালি সিনেমা দেখে, একটুও বই পড়ে নাগো। সব উচ্ছন্নে গেছে)
  • I | ৩১ জুলাই ২০০৮ ২২:২০ | 59.93.221.137
  • সিরাজের বউ যে লাল সিরাজী পান করিতেন, তার ব্যালা?
  • Arpan | ৩১ জুলাই ২০০৮ ২২:১৮ | 122.252.231.206
  • সিরাজের বউয়ের বংশে সিরাজের রক্ত বইছে? পোমো ডাকতারের কতা শোন একবার।
  • RATssss | ৩১ জুলাই ২০০৮ ২২:১৮ | 63.192.82.30
  • ৩ মিনিটে ওটা লিখে দেখাতে পারলে মামুর নোবেল পাওয়া উচিৎ।
  • I | ৩১ জুলাই ২০০৮ ২২:১৭ | 59.93.221.137
  • সিরাজ ছোকরা বয়সে ম'লে সিরাজের বেগম মনের দুঃখে তরুণ মজুমদারকে বে করে। তখন তার নাম হয়েছিল সন্ধ্যা রায়। সন্ধ্যা রায় অনেকগুলি বইতে অভিনয় করিয়াছিলেন। দাদার কীর্তি তাহাদিগের মধ্যে অধিক প্রসিদ্ধ। সন্ধ্যা রায়ের দাদার নাম তাপস পাল। তাপস পালের দিদি হইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদ্বারা প্রমাণিত হইল মমতাদিদির শরীলে সিরাজের রক্ত বহিতেছে।
  • RATssss | ৩১ জুলাই ২০০৮ ২২:১৬ | 63.192.82.30
  • দমদিকে কেমন ডেঃ ম্যাঞ্জারের মত সব্বাইকে বকছে ঃ-(
  • Ishan | ৩১ জুলাই ২০০৮ ২২:১৪ | 12.163.39.254
  • আর সুমেরু কোথায় গেল? ইটিভি কি উহাকে গ্রাস করিল?
  • Ishan | ৩১ জুলাই ২০০৮ ২২:১৩ | 12.163.39.254
  • প্রবন্ধ কোথায় লিখলাম? ওটা লিখতে তো তিন মিনিট মতো লেগেছে। ঃ(
  • I | ৩১ জুলাই ২০০৮ ২২:১২ | 59.93.221.137
  • সিনেমাকে বই বল্লে সুমেরু খুব রেগে যায়। অমন বলতে হয় না। আর, আমি সিরাজের বেগম সত্যিই সিরাজের বেগমের লেখা। এই ধরণের লেখাকে অটোবায়োগ্রাফি বলা হয়।
  • d | ৩১ জুলাই ২০০৮ ২২:০১ | 121.245.131.216
  • আর এই ঈশান ছোকরা টইতে প্রবন্ধ লেখার সময় পায় আর এদিকে টই-এর কোড ঠিক করার সময় পায় না কেন???
  • d | ৩১ জুলাই ২০০৮ ২১:৪৯ | 121.245.131.216
  • নাঃ বোধি এক্কেবারে ঠ্যাঁটা এবং বাজে ধরণের টিম্মেম্বারের রোলে ফিট। আকাশ থেকে ইস্যু খুঁজে খুঁজে পেড়ে আনে।
  • d | ৩১ জুলাই ২০০৮ ২১:৪৩ | 121.245.131.216
  • শমীক, বইটা আমাদের বাড়ীতে ছিল। তারপর আমার পিসী নিয়ে গেলেন। এখন সে বইটা আর পিসীর বাড়ীতেও নাই। পিসীও নাই। কেউ জানে না কোথায় কিভাবে গেল। তবে পিসতুতো দিদি কনফার্ম করল যে ওটা "শ্রীপারাবত' এরই লেখা।
  • Blank | ৩১ জুলাই ২০০৮ ২১:৩৮ | 170.153.62.251
  • তার মানেই বোধি দা ম্যাঞ্জার
  • d | ৩১ জুলাই ২০০৮ ২১:৩৬ | 121.245.131.216
  • এই বোধি নামের লোকটা খামোখা ইস্যু তৈরী করে কেন? শ্যামল "রেগে চলে' যেতে যাবেন কেন? দেশে বেড়াতে এসছেন, তাই হয়ত লিখছেন না। তাও তো ৩-৪ দিন আগেই লিখে গেলেন যে ঋতুপর্ণ'র খেলা ওঁর ভাল লাগে নি।
    উনি এমনিতেও মাঝে মাঝে ক'সপ্তাহ চুপ করেন। আগেও করেছেন।

    যত্তসব!
  • Blank | ৩১ জুলাই ২০০৮ ২০:৫৬ | 170.153.62.251
  • আমি ভাবলুম ইলিশ।
  • r | ৩১ জুলাই ২০০৮ ২০:৫৫ | 198.96.180.245
  • ইলিশের কথা তো হচ্ছে না, হিলসার কথা হচ্ছে।
  • Blank | ৩১ জুলাই ২০০৮ ২০:৪১ | 170.153.62.251
  • কিন্তুক গয়ার গঙ্গায় কি ইলিশ বাঁচবে?
  • Du | ৩১ জুলাই ২০০৮ ২০:২২ | 67.111.229.98
  • হিল্‌সার কথা আর বোল না, আমি ভাবছি গয়ায় গিয়ে ওটা ছেড়ে আসবো।
  • r | ৩১ জুলাই ২০০৮ ২০:০৫ | 198.96.180.245
  • এখন? এখন খাই পনীর ধোসা, চিকেন টিক্কা পিৎজা, হিলসা জালফ্রেজি, চকোলেট সন্দেশ।
  • Du | ৩১ জুলাই ২০০৮ ১৯:৫৭ | 67.111.229.98
  • এগুলো শুনেই আমি মহিষবাথানের দ্বীপ দেখতে পাচ্ছি।
  • r | ৩১ জুলাই ২০০৮ ১৯:৫৬ | 198.96.180.245
  • নালায়েক! টেকনোপলিস, ডি এল এফ, অনিমিখা ছাড়া কিসুই দ্যাখে নাই।
  • Blank | ৩১ জুলাই ২০০৮ ১৯:৪৬ | 170.153.62.251
  • এসব খেয়ে মহিষবাথানে দ্বীপ দেখা যায় নাকি !!!!!
  • arjo | ৩১ জুলাই ২০০৮ ১৯:৪৩ | 168.26.215.54
  • মানে এখন যা খায় আর কি!
  • r | ৩১ জুলাই ২০০৮ ১৯:৪১ | 198.96.180.245
  • ভাত, মুসুর ডাল, পাটপাতার বড়া, কাঁকরোল ভাজা, সজনেডাঁটার চচ্চড়ি, মৌরলা মাছের টক, গাছপাকা আম।
  • Blank | ৩১ জুলাই ২০০৮ ১৯:৩৬ | 170.153.62.251
  • রঙ্গন দা তখন কি খেত?
  • arjo | ৩১ জুলাই ২০০৮ ১৯:৩৬ | 168.26.215.54
  • আমাদের সময় ওখানে ছিল এসডিএফ, সামনে দীপঙ্করের দোকান, দুকুর বেলা মাছ ভাজা আর ভাত। শীতকালে খানিক এগিয়ে গেলে লবণহ্রদের নোনা জলের সোঁদা আবেশ, সাথে শারমেয় বিষ্ঠার গন্ধ। বিকেল হলে বোলার্স ডেনে মাল। সন্ধ্যে সাতটায় বজবজ নৈহাটি ধরার তাড়া।
  • Blank | ৩১ জুলাই ২০০৮ ১৯:৩৫ | 170.153.62.251
  • আজাদ হিন্দের মেটের ঝাল টা দারুন
  • Blank | ৩১ জুলাই ২০০৮ ১৯:৩৫ | 170.153.62.251
  • ওপিয়ামে ঢুকলেই মনে হয় সকাল বেলা উনুনে আঁচ দিয়েছে। শুধু ধোঁয়া আর ধোঁয়া। চোখ একটা একটুস ঠিক হলে দেখবে ছোট ছোট টেবিলে সক্কলে গেলাস নিয়ে বসে আছে আর খুব জোরসে ইংরিজি গান চলছে। পর পর তিন দিন গেলে বুঝবে ওদের এক খানা মাত্তর গানের সিডি আছে।
  • r | ৩১ জুলাই ২০০৮ ১৯:২৯ | 198.96.180.245
  • আমাদের সময়ে ওখানে ছিল হুহু করা জল- খাল, বিল আর ভেড়ি। আর ছিল কালোকুলো মাছুরেরা, রূপোরঙের মাছ ধরত- পার্শে, পাবদা, বোয়াল, কাতলা। ডিঙি নৌকোরা ঘুরত আলতো পায়ে, ছলাৎ ছলাৎ। ঐ দূরে দূরে মহিষবাথানের গাছপালাঘেরা দ্বীপ দেখা যেত।
  • P | ৩১ জুলাই ২০০৮ ১৯:২৭ | 78.16.181.199
  • এইবার আমি শউরমশাই এর সাথে সেক্টার ফাইভের আজাদ হিন্দে খেতে গে এইসান খুশি হয়েছিলুম যে পরপর তিনদিন সেখেনেই খেলুম। কি সস্তা আর কি ভালো।

    ব্ল্যাংকি , ওপিয়াম কি বেশ কায়দার জায়গা ? আমি কোলকাতায় রাস্তায় রাস্তায় খেয়ে বেড়িয়ে কখুনো কায়দার রেস্তঁরাতে খেতে সময় পাই না ঃ-(
  • Arpan | ৩১ জুলাই ২০০৮ ১৯:২৫ | 122.252.231.206
  • হ্যাঁ, তবে মনে হয় বেটার দ্যান কালিকাপুর। ঃ)
  • Arpan | ৩১ জুলাই ২০০৮ ১৯:২৫ | 122.252.231.206
  • ছি ছি কবেকার মানুষটাকে বে বে করে সম্বোধন করছে।
  • r | ৩১ জুলাই ২০০৮ ১৯:২৪ | 198.96.180.245
  • লবণ হ্রদ বেসিকালি খুব ঢপের জায়গা।
  • P | ৩১ জুলাই ২০০৮ ১৯:২৪ | 78.16.181.199
  • উরেত্তারা , অ্যাবকসে আমার এনগেজমেন্টের খাওয়ানো হয়েছিল। যাক একটা বলার মতন জায়গা পাওয়া গেল তাইলে।
  • Blank | ৩১ জুলাই ২০০৮ ১৯:২৪ | 170.153.62.251
  • আর বোলারস ডেনে বে শাদী হলে বড় মুশকিল হয়। বাইরে টা তে লোকজন ভর্তি, ভেতরে কেমন নুকিয়ে নুকিয়ে বসে মাল খাচ্ছি মনে হয়।
  • P | ৩১ জুলাই ২০০৮ ১৯:২৩ | 78.16.181.199
  • ও তোমার ইশ্‌টাইলের পোমো বে ঃ-)
  • Blank | ৩১ জুলাই ২০০৮ ১৯:২৩ | 170.153.62.251
  • ওপিয়াম ছিল না তখন? নইলে স্ট্যাডেলের কাছেই অ্যাবকস। ওদের কিছু খাবার বেশ ভাল।
  • Arpan | ৩১ জুলাই ২০০৮ ১৯:১৯ | 122.252.231.206
  • জ্যোতিবাবুর বাড়ির পেছনে কী একটা ছিল? অ্যামব্রোসিয়া?
  • r | ৩১ জুলাই ২০০৮ ১৯:১৮ | 198.96.180.245
  • কি অবোস্তা! আমাদের সময়ে আমরা চরকা হাতে খদ্দর পরে খালিপায়ে বিয়ে করতে যেতুম।
  • arjo | ৩১ জুলাই ২০০৮ ১৯:১৬ | 168.26.215.54
  • আমাদের মতন ছাপোষা আইটিওয়ালাদের কাছে ওটা তো মাল খাবারই জায়গা। আপিস ছুটির পর বা ভালো বস হলে বিকেল চায়ের বদলে টুক করে এট্টু। ঃ-) সল্লেকে আর কোনো ভালো জায়গা নেই তো। মানে ছিল না। আমি আবার একটু সেকেলে হয়ে গেচি।
  • Blank | ৩১ জুলাই ২০০৮ ১৯:১১ | 170.153.62.251
  • স্ট্যাডেলের খাবার ভয়ানক বাজে, একখানা চিংড়ির সাদা জল বানিয়ে বলতে চেয়েছিল যে ওটা নাকি কন্টিনেন্টাল ডিশ।
  • P | ৩১ জুলাই ২০০৮ ১৯:১০ | 78.16.181.199
  • তাই বলুন। আমি বলে সেদিন থেকে লজ্জায় এতটুকু হয়ে আছি।

    হ্যাঁ এসব তো খুব হয় , আমার শউরবাড়ির চেনাপরিচিতরা তো ওখানে খুব পাট্টী-শাট্টী দেয়।ওরা ব্যবস্থাও খুব ভালো করেছিল , একদিকে বনফায়ার , চাদ্দিকে ছোট্ট ছোট্টো খাবারের স্টল , ফুলে ফুল আর পেছনদিকে ব্যুফে। তবে আজকাল শুনি অনেকেই স্টেডিয়ামের ভেতরে স্ট্যাডেল না কি আছে সেটা প্রেফার করে।
  • arjo | ৩১ জুলাই ২০০৮ ১৯:০৫ | 168.26.215.54
  • আরে না না। ওখানে একটা বার কাম রেস্টুর‌্যান্ট আছে। সেখানে বড়রা যায়। আর অন্যদিকে বোলিং করার জায়গা। সেখানে ছোটরা বল ছুঁড়তে যায়। বউভাতও যে করা যায় সেটা জানতাম না।
  • P | ৩১ জুলাই ২০০৮ ১৯:০৪ | 78.16.181.199
  • অ বোধি , তোমার মেয়ের নামও বুঝি পুঁটি ? আহা তাইলে আমাগো দুটিতে নামসখী।
  • h | ৩১ জুলাই ২০০৮ ১৯:০২ | 125.18.104.1
  • ফুলটস টা পেয়েও লিভ দিলাম। আহা কটা দিন ই বা ...
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত