এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aja | ০৫ আগস্ট ২০০৮ ০৪:৫৯ | 207.47.98.129
  • ডেট্রয়েটে থাকতে মোটামুটি মাসে একবার নায়াগ্রা যেতে হত। কেন না কোন না কোন বন্ধু নায়গ্রা দর্শনাভিলাষে গরীবখানায় পায়ের ধুলো দিতেন। নায়গ্রা দেখতে দেখতে হেজে গিয়ে শেষে লোকজনকে ভুতের ভয় দেখাতে শুরু করেছিলাম। আমাদের এক প্রতিবেশিনী নায়গ্রায় ঝাঁপ দিয়েছিলেন। কেউ নায়গ্রা দেখতে চাইলেই তাকে সেই গল্প শোনানো হত। তাতেও কেউ না মানলে তাকে নায়াগ্রার ধারে ছেড়ে দিয়ে আমি চিৎ হয়ে শুয়ে ঘাস চিবোতাম। শেষে এমন হয়েছিল যে সী-গালগুলো আমাকে চিনে গিয়েছিল। খেতে না দিলে ভুঁড়িতে ঠুকরে দিত। কয়েকটা এমনকি চীনেবাদাম খেতে শিখেছিল, কাজু দিলে রাগ করত।

    ঈরী থেকে অন্টারিও-তে জাহাজ যাবার জন্য একটা খাল আছে নায়াগ্রাকে এড়িয়ে। সেই খালের লকগেটের ধারে বসে জাহাজ ওঠানামা দেখলে শঙ্খচিল আর নায়গ্রা, দুটোই অ্যাভয়েড করা যায়।
  • indrani | ০৫ আগস্ট ২০০৮ ০৩:১৮ | 202.167.15.161
  • বিজ্ঞপ্তি
    আমার একটি ইয়াহু আই ডি থেকে নিয়মিত স্প্যাম মেইল যাচ্ছে, অ্যাডরেস বুক ধরে। গুরুচন্ডালির কেউ যদি কোনো শপিং ক্যাটালগ বা ঐ জাতীয় বা আরো বাজে কিছু -এক কথায় ভুলভাল মেইল পান আমার আই ডি থেকে, নিশ্চিত জানবেন-আমি পাঠাই নি।
  • Tim | ০৫ আগস্ট ২০০৮ ০২:৫৯ | 24.127.39.26
  • পটেল-গিরি কি? কোন পটেল? পার্থিব না অপার্থিব?
  • Tim | ০৫ আগস্ট ২০০৮ ০২:৫৭ | 24.127.39.26
  • আমি যখন ঘুরে এসে বল্লাম যে আহামরি না, তখন কেউ শুনলো না। মামুবর্ণিত গাধাবোটে করে একেবারে সামনে গেলে তাও এট্টু ভালো লাগে, নয়ত তেমন কিস্যু না। এত এত দোকান-পাট, বাগান ইত্যাদি বানিয়ে জায়গাটার বারোটা বাজিয়ে দিয়েছে।
  • m | ০৫ আগস্ট ২০০৮ ০২:৫৪ | 12.217.30.133
  • অক্ষদা,
    সেকি!! ভালো সুশির জন্য নায়াগ্রা জগত বিখ্যাত এমন টা তো জানতাম না-জানলে সৈকত কে জোর করে সেটা খাইয়ে দিতাম;)
  • m | ০৫ আগস্ট ২০০৮ ০২:৪৬ | 12.217.30.133
  • আমি সেইজন্যে ঠিক করেছি এরপর থেকে পাড়ায় একটা হোটেল বুক করে সেখানে মাঝে মধ্যেই সপরিবারে বিশ্রাম নেবো- যাতে বেড়াতে যাওয়াটা বেড়াতে যাবার মতই হয়।
  • bozo | ০৫ আগস্ট ২০০৮ ০২:৪৫ | 128.111.119.235
  • আমি দেখেছিলাম, ৪ জুলাই এর রাতে ডি সি তে সবাই পটেল-গিরি করতে ব্যস্ত। আতসবাজীর সঙ্গে পাল্লা দিয়ে ক্যামেরার আলো। এমন সময়ে এক বাচ্চা উদাস হয়ে মাটিতে শুয়ে উল্টো দিকে (ক্যাপিটলের দিকে) তাকিয়ে। ফয়ার শো তে কোনো ইন্টারেস্ট নেই। নির্ঘাৎ ঐ বাচ্চাটা বড় হয়ে কেউ কেটা হবে।
  • a x | ০৫ আগস্ট ২০০৮ ০২:৪১ | 75.53.201.27
  • আচ্ছা সিরিয়াসলি, আই মীন সিরিয়াসলি, নায়াগ্রায় এমন আহামরি কি আছে? সিরিয়াসলি! চারঘন্টা ডিসটেন্সে থেকেও কিছুতেই যাইনি, শেষে এক নাছোড়বান্দা পাব্লিক সুশি খাওয়ানোর তালে প্ল্যান কষে একটা ছুটির দিন মাটি করে নায়গ্রার ধারে নিয়ে ফেলল। এয়সান রাগ হয়েছিল। এর থেকে সহস্রধারা দেখে আমি অনেক বেশি উৎফুল্ল হয়েছিলুম।
  • Du | ০৫ আগস্ট ২০০৮ ০২:৩৫ | 67.111.229.98
  • এ ব্যপারে মামা ভাগ্নে আম্রিকানদের মত। ওদের জন্যেই হোটেলের সুইমিং পুলগুলো তৈরী হয়। আর নায়াগ্রার পাশে যত ভুলভাল মিনি গল্ফ টল্ফ।
  • bozo | ০৫ আগস্ট ২০০৮ ০২:২৭ | 128.111.119.235
  • এই ভাবেই এক সকালে হোটেলে ঘুম থেকে উঠে অমি বলেছিলাম ধর আজ সি ওয়ার্ল্ড গেলাম না। টিকিট তো কাটাই আছে- পরে আবার কখনো দেখা যাবে- কিন্তু হায় সেই বিলাসিতা করার ভাগ্য ছিল না।
  • Blank | ০৫ আগস্ট ২০০৮ ০২:২৪ | 65.218.154.195
  • ছি ছি করার কি হলো? ইহাতে ছি ছি র কি হইলো? ABS নিঃসন্দেহে কোনো ভাল জিনিস নহে। অজ্জিত দাও উহা গাড়ি তে লাগায় নি।
    আর বাইক ওলার চ্যালাগুলো আমাকে ঠেঙিয়ে ছিল আর আমি বাইক ওলা কে।
    আর মোটেই আমি ধাক্কা মারিনি ... ঐ বাইক ওলাটাই কেত মেরে গাড়ির ওপর এসে পরলো
  • m | ০৫ আগস্ট ২০০৮ ০২:০৩ | 12.217.30.133
  • বেড়াতে যাওয়া মানে টিকিট কাটো রে- গাড়ি হোটেল বুক করো রে- প্লেনে চড়ো রে- তারপর গন্তব্যে পৌঁছে( এখানে নায়াগ্রা ফল্‌স স্টেট পার্ক) কেবল গাছের ছায়ায় শুয়ে চিত হয়ে বিশ্রাম নেওয়া-
    অর্থ এবং সময় খরচ কোথাও যাবার এই বিলাসিতার এইবার ধুর্ধুরি ধরে নেড়ে দিয়েছিঃ)
  • Du | ০৫ আগস্ট ২০০৮ ০১:৩০ | 67.111.229.98
  • ঈশানের জ্ঞ্যাতার্থে, আমরা নিউ অর্লিয়্যান্সে গিয়েও অ্যাকোরিয়াম দেখেছিলাম। ওটা দেখতেই হয়, জানেনা শুধু তারা , যারা ভাবে আকাশে মেঘ থাকে ঃ)
  • Du | ০৪ আগস্ট ২০০৮ ২৩:৫৭ | 67.111.229.98
  • পিপি, পোলার বেয়ারকে হ্যাপী বার্থডে। আরেকটা দুর্ধর্ষ জন্মদিন (আগেরবারের চেয়েও অনেক মজার) কাটুক।
  • Arpan | ০৪ আগস্ট ২০০৮ ২৩:৪০ | 122.252.231.206
  • কী মর্ষকাম! বাইকওলা পেদিয়ে ঠিকই করেছে।
  • d | ০৪ আগস্ট ২০০৮ ২৩:৩৯ | 121.245.142.236
  • অথচ ব্ল্যাঙ্কির একপীস গাড়ি আছে। আর সেই গাড়ি দিয়ে, বাইকওয়ালা দেখলেই ধাক্কা দিতে চায় ....
  • d | ০৪ আগস্ট ২০০৮ ২৩:৩৮ | 121.245.142.236
  • আজ (৪ঠা) পিপির জন্মদিন। কিন্তু পিপিরে কিছুতেই ফোনে পাওয়া গেল না। বলে পিপির ফোনে নাকি কানেকশান নাই। কি অদ্ভুত কথা!!
    ঃ(
  • Arpan | ০৪ আগস্ট ২০০৮ ২৩:৩৭ | 122.252.231.206
  • ছি ছি ছি বলতে নেই। বলতে হয় দুয়ো। অথবা দুধেভাতে। ঃ)
  • san | ০৪ আগস্ট ২০০৮ ২৩:৩৫ | 123.201.53.139
  • আমার মতন ভুলভাল লোকও ABS জানে , আর ব্ল্যাংকি....ছি ছি ছি
  • Arpan | ০৪ আগস্ট ২০০৮ ২৩:৩৪ | 122.252.231.206
  • ছি ছি কেন?
  • san | ০৪ আগস্ট ২০০৮ ২৩:৩৩ | 123.201.53.139
  • ছি ছি ছি ব্ল্যাংকি
  • Blank | ০৪ আগস্ট ২০০৮ ২৩:১৮ | 65.218.154.195
  • এই ABS টা কি শুনি? আমি কখনো শুনি নাই এর নাম তো
  • RATssss | ০৪ আগস্ট ২০০৮ ২২:৩৩ | 63.192.82.30
  • আমারও তাই মত, যে রাস্তায় ৯৯ভাগ ড্রাইভার ট্রাফিক রুলের বেসিক না জেনে গাড়ি চালায়, সেখানে বিদেশ ফেরত ড্রাইভার সেফ ড্রাইভ করতে চাইলে ABS মাস্ট। মাস খানেক ABS বিনা চালিয়ে পরে ABS লাগাও, ফারাকটা পুরো বুঝতে পারবে।
  • c | ০৪ আগস্ট ২০০৮ ২২:৩১ | 131.95.121.107
  • এইসব গল্পগুলো আমরা পেতাম না কেন?
    মানে এই গুলাগ দ্বীপপুঞ্জ? ইভান দেনিসোভিচ?
    http://www.sachalayatan.com/shubinoymustofi/17341
  • RATssss | ০৪ আগস্ট ২০০৮ ২২:২৫ | 63.192.82.30
  • মামু এত কম কম লেখে কেন? ডাইরিতে এত কম কম লিখলে কি চলে নাকি? কত কত ঘটনা বাদ পরে গেল।

    মামীর ভার্সান চাই - ছেঁকো পিতিবাদ গ্রাহ্য হবে নি কো!
  • bozo | ০৪ আগস্ট ২০০৮ ২২:২৪ | 128.111.119.235
  • অরিজিৎ দা,
    ABS না থাকলে নিয়ে নিও। ওটা তো ট্র্যাকশনে সাহায্য করে। আর বর্ষায় যখন রোড হুইল আর লকড হুইলের মধ্যে ল্যাটারাল ক®¾ট্রাল মেইন্টেইন করবে। কলকাতায় যা জল জমে ওটা নিয়ে রাখাই সেফ।
  • c | ০৪ আগস্ট ২০০৮ ২২:০০ | 131.95.121.107
  • ডিঃ এ গপ্পোটা ভুলও হতে পারে! ঃ-))))
  • c | ০৪ আগস্ট ২০০৮ ২১:৫৯ | 131.95.121.107
  • এই তালে বলে ফেলি। অরিজিতো যখন আছে!
    তুই থুলি মুইথুলি আসলে গাঁয়েগঞ্জের একরকম পাখি,পাখিগুলোর ডাক অনেকটা ঐ তুইথুলিমুইথুলি র মতন শোনায় বলে এরকম বলে লোকে।
    তো এই নিয়ে গপ্পোটা আছে(যেমন বৌকথা কও ইষ্টিকুটুম সব পাখি নিয়েই গপ্পো আছে) এইরকমঃ এরা আগে মানুষ ছিলো,স্বামীস্ত্রী!তো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এদের কারুর অসাবধানতায় হারিয়ে যায়, তখন কে সেটা রেখেছিলো তাই নিয়ে তক্কো বাঁধে-তুই থুলি(তুই রাখলি) নাকি মুই থুলি?(আমি রাখলাম?)।তক্কো করতেই করতেই এরা মানুষ থেকে পাখি হয়ে যায়-আজও তক্কো করে যাচ্ছে তুইথুলি মুইথুলি?
    সেই থেকে লব্জ এসেছে তুইথুলিমুইথুলি, মানে পরস্পরের ঘাড়ে ভুলের দায়িত্ব চাপাবার চেষ্টা।
    প্রসঙ্গতঃ আদম ইভের গল্পেও এরকম ব্যাপার-ও আমায় বললো তাই তো খেলাম!
  • d | ০৪ আগস্ট ২০০৮ ২১:৪৮ | 121.245.142.236
  • না না ব্রতীন, আমার আসল নাম দনুজদলনী। সংক্ষেপে "দ'।
  • c | ০৪ আগস্ট ২০০৮ ২১:৩৯ | 131.95.121.107
  • আর ওমেগা? থুজা ওমেগা খেলে কি হবে?
  • P | ০৪ আগস্ট ২০০৮ ২১:৩৩ | 193.203.136.147
  • কিনি ?
  • r | ০৪ আগস্ট ২০০৮ ২০:২৬ | 125.18.17.16
  • উনি তাহলে আছেন।
  • mita | ০৪ আগস্ট ২০০৮ ২০:০০ | 24.211.173.47
  • সুহাসিনীদের অভিনন্দন। তান কে অনেক আদর।
    মিতাদি।
  • omnath | ০৪ আগস্ট ২০০৮ ১৯:৩০ | 59.93.218.11
  • সে যাই বলো আর যাই করো, ভুল করে থুজা থিটা খেয়ে ফেললে বোলোনা যে কেউ মানা করে নি....
  • P | ০৪ আগস্ট ২০০৮ ১৮:১৩ | 193.203.136.147
  • সু , তান নামটা আমার ও খুব মিষ্টি লেগেছে। আর আমার এক বন্ধুর কুড়ি তারিখে কুচো হল , তার নামও চিরাগ ঃ-)

    অজ্জিত , উতুন গায়ির শুভেচ্ছা , আর কোলকাতার রাস্তায় চালানোর জন্যেও।
  • s | ০৪ আগস্ট ২০০৮ ১৭:০৮ | 202.54.176.51
  • খালি পেটে থুজা খেলে ঘুম ভাল হয় বুঝি?
    "শেখার কোনো শেষ নাই
    শেখার চেষ্টা বৃথা তাই,
    যাই ঘরে গিয়ে থুজা খেয়ে ঘুম লগাই"
  • Arijit | ০৪ আগস্ট ২০০৮ ১৬:১৭ | 61.95.144.123
  • না না, ওমনাথ হল ফুচুদা।
  • r | ০৪ আগস্ট ২০০৮ ১৬:১৬ | 125.18.17.16
  • বাই দ্য ওয়ে, অজ্জিত কি ওমনাথকে ধুতি-প্যান্ট না পরা গাধা বলল?
  • san | ০৪ আগস্ট ২০০৮ ১৫:৫৭ | 12.144.134.2
  • এরকম আদ্ধেক আদ্ধেক বলার কি মানে?

    কি হয়? কি হয়?
  • Arijit | ০৪ আগস্ট ২০০৮ ১৫:৫৪ | 61.95.144.123
  • খেলে কবি হয়ে যাবে, আর ধোপার খাতায় কবিতা লিখবে -

    "রামধনের ওই বৃদ্ধ গাধা
    মনটি তাহার বড়ই সাদা
    সে বেচারা তার পিঠেতে চাপায়ে
    কত শাড়ি-ধুতি-প্যান্ট লইয়া যায়
    কিন্তু তার বড় দুখ
    একখানা ধুতি প্যান্ট পরিতে না পায়।'

    ওমনাথের মতন। সে এক ভয়ংকর ব্যাপার।
  • omnath | ০৪ আগস্ট ২০০৮ ১৫:৫১ | 59.160.220.131
  • না না, সে এক ভয়ানক ভয়ের ব্যপার। হেভি চাপ। খবর্দার খাবে না।
  • san | ০৪ আগস্ট ২০০৮ ১৫:৪৯ | 12.144.134.2
  • থুজা থিটায় কি এখানেওখানে আঁচিল গজিয়ে উঠবে?
  • Somnath | ০৪ আগস্ট ২০০৮ ১৫:৪০ | 59.160.220.131
  • সুহাসিনীদের অভিনন্দন।
  • omnath | ০৪ আগস্ট ২০০৮ ১৫:৩৯ | 59.160.220.131
  • থুজা খাবে তো সাবধান। থুজা থার্টি খেলে আঁচিল ঝরে যবে, কিন্তু থুজা থিটা ভুল করে খেয়ে ফেললে পুরো সর্বনাশ।
  • chaaraanaa | ০৪ আগস্ট ২০০৮ ১৫:১৬ | 202.140.54.29
  • কচি করে একপিস ডাউনপৌর হয়ে গেল। রাস্তাঘাট সবই জলের নিচে আপাতত।
  • san | ০৪ আগস্ট ২০০৮ ১৫:১০ | 12.144.134.2
  • স্পিচটা একটু ছোট হয়ে গেল না?
  • chaaraanaa | ০৪ আগস্ট ২০০৮ ১৫:০৭ | 202.140.54.29
  • সত্যিই তো, আর কটা দিনই বা ...
  • h | ০৪ আগস্ট ২০০৮ ১৫:০৬ | 125.18.104.1
  • নেহাত মরে প্রমাণ করতে পারছি না, মরি নাই।
  • h | ০৪ আগস্ট ২০০৮ ১৫:০১ | 125.18.104.1
  • এই যে সামগ্রিক শ্রদ্ধা, কাটিং অ্যাক্রস পার্টি লাইন্স, জাস্ট অ্যাট টি টাইম, এতে আমি অভিভূত।
  • Arijit | ০৪ আগস্ট ২০০৮ ১৪:৫৮ | 61.95.144.123
  • আর সাথে তান দেবে কানে হাত দিয়ে - ওওওও দাআআআআআআদাআআআআআ (অল্টারনেটিভলি সেটা ডাইমলারের হরেনও (sic) হতে পারে) ;-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত