হ্যাঁ হ্যাঁ, পালসেটিলা পালসেটিলা দিয়ে শুরু ছিল। কোনও একটা পূজাবার্ষিকী, আশাপূর্ণা দেবী। লোকটা স্বপ্ন দেখেছিল, একটা ট্রেনে চেপেছে, ট্রেনটা একটা অতল গহ্বরের মধ্যে গুমগুম করে নেমে যাচ্ছে।
san | ০৪ আগস্ট ২০০৮ ১৪:৪১ | 12.144.134.2
আহাঃ আমি রাগী নই। এমনি জানতে চাইলাম ঃ-০
Arijit | ০৪ আগস্ট ২০০৮ ১৪:৩৮ | 61.95.144.123
যেতেই পারে। হোমিওপ্যাথি আর কোবরেজীতে সঅঅঅঅব হয়। জানো না তারিণী স্যান চ্যবনপ্রাশ দিয়ে কি করেছিলেন? তব্বে হোমিওপ্যাথি নাকি আগে বাড়িয়ে দেয়, তাপ্পর কমায়। রাগ কমানোর ওষুধ খেলে আগে বণ্ড সই করে খেও...
Arijit | ০৪ আগস্ট ২০০৮ ১৪:৩৫ | 61.95.144.123
হোমিওপ্যাথি ওষুধ তো, মিষ্টিমুখ হবে।
san | ০৪ আগস্ট ২০০৮ ১৪:৩৫ | 12.144.134.2
কিন্তু কিসের ওষুধ? আচ্ছা হোমিওপ্যাথিতে না কি রাগ কমানোর ওষুধ পাওয়া যায়? সত্যি নাকি?
Arijit | ০৪ আগস্ট ২০০৮ ১৪:৩৫ | 61.95.144.123
রাত্তির বলতে পারবে - ইন্ডো মেটিরিয়া মেডিকা থেকে প্রেমপত্তর ঝাড়ে কিনা, আর চাঁদনি রাতে ফার্মাকোলজি খুলে লেকচার দেয় কিনা।
san | ০৪ আগস্ট ২০০৮ ১৪:৩৩ | 12.144.134.2
যাত্তারা ওষুধ? ধ্যাৎ।
Arijit | ০৪ আগস্ট ২০০৮ ১৪:৩১ | 61.95.144.123
পালসেটিলা পালসেটিলা - এরকম কিছু দিয়ে শুরু ছিলো।
chaaraanaa | ০৪ আগস্ট ২০০৮ ১৪:২৯ | 202.140.54.29
নয় তো বা ফার্মাকোলজিটাই নিয়ে আজ লেকচারে নাব্বে ...
chaaraanaa | ০৪ আগস্ট ২০০৮ ১৪:২৯ | 202.140.54.29
ভরদুপুরে আমার পূজা শূন্যপেটে একটু থুজা ভোরবেলাতে কাকের ডাকে আর্নিকাকে কে মনে রাখে
একটা ছড়া পড়েছিলাম অনেকদিন আগে, আনন্দমেলাতে।
Arijit | ০৪ আগস্ট ২০০৮ ১৪:২৮ | 61.95.144.123
বা মেটিরিয়া মেডিকা গোটাটাই।
Arijit | ০৪ আগস্ট ২০০৮ ১৪:২৬ | 61.95.144.123
মিষ্টি মিষ্টি খেতে। হোমিওপ্যাথি ওষুথ। থুজা না পেলে সিনা খাও, বা ব্রায়োনিয়া, বা আর্নিকা...
কংগ্রেসের প্লাটফর্মে সকলে ছিলেন সেটা বলেছি। কংগ্রেস সন্দেহাতীত ভাবে ২০ এর দশকে জাতীয়তাবাদী আন্দোলনের একটা বড় প্লাটফর্ম। কারণ তদ্দিনে অন্যান্য বড় স্ট্রিম গুলো হারায়ে গেছে। আর কিছু বলি নি। বল্লে বলেছে আমার বাজে বাংলা বা তোমার বাজে বোঝা ঃ-)
Arijit | ০৪ আগস্ট ২০০৮ ১৪:১৩ | 61.95.144.123
সে ঠিক আছে - কিন্তু এঁদেরকে কংগ্রেসের প্ল্যাটফর্ম বলার যুক্তি কি? হ্যাঁ, তখন একখানই গ্লোবাল পার্টি ছিলো, কিন্তু সেই প্ল্যাটফর্মটা এঁদের হজম হয় নাই বলেই নিজেদের সেল বানিয়েছিলেন। নয় কি? বরং বলো আদি কংগ্রেস কর্মীদের মধ্যে বিভিন্ন মতবাদ ইত্যাদি;-)
h | ০৪ আগস্ট ২০০৮ ১৪:০৯ | 125.18.104.1
এঁরা প্রত্যেকেই বিভিন্ন ভাবে কংগ্রেসে ছিলেন। ২০ আর ৩০ এর দশকে।
১৯২৮ এ পার্ক সার্কাসের কংগ্রেস অধিবেশনে বংকিম মুখুজ্জের নেতৃঙ্কেÄ একটা ডকু লেফটি দের পক্ষ থেকে দেওয়া হয়। (যদ্দূর মনে পড়ছে,খিদিরপুর থেকে একটা বড় মিচিল আসে, বংকিম বাবুর নেতৃঙ্কেÄ।) তার আগে পরে মীরাট ও কানপুর ষড়যন্ত্র মামলায় আদি দাদু দের নিজেদের মধ্যে দেখা হয় আর কথা টথা হয়। ইত্যাদি। এছাড়া এম এন রায়, ভুপেশ বাবু, নলিনী সরকার, মুজফ্ফর আহমেদ, নরেন সেন ইত্যাদিরা বিভিন্ন সময়ে বিভিন্ন সেল তৈরী করে নিজেরা নানা প্ল্যান করতেন আর বই টই নিয়ে পড়াশুনো করতেন আর নানা লোককে অর্গানাইজ করার চেষ্টা করতেন আর নিজেরা নিজেদের অনেক কেই প্রবল ভাবে সন্দেহ করতেন। আন্ডারগ্রাউন্ড বা সেমি আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের নানা উত্তেজনা ছিল। পরে জেঠু অর্থাৎ পূরণ চন্দ্র যোশীর উদ্যোগে আদি দাদুরা টেম্পোরারিলি ঝগড়া থামিয়ে একটা কমন মিনিমাম পোগ্গামে সাবস্ক্রাইব করে। এটা হল কঃপাঃ আর আনাফিসিয়াল শুরবাদ। এইবার সুরজিত 30s এর মাঝামাঝি কখনো একটা 'পার্টি' বলে কিছু একটাতে আসেন। কিন্তু যখন আসেন তখন আমরা যে ফর্মে এখন পার্টি দেখি সেরকম কিসু ছিলনা। সকলেই কংগ্রেসে ছিলেন, নানা ভাবে, অথবা অন্যান্য সংগঠনে আর আদি দাদুরা নানা ভাবে একটা এন্টিটি খাড়া করার চেষ্টা করছিলেন। বই টই পড়ে আর নানা আন্দোলনে থেকে। আমরা অসংখ্য লোকের ঘাড়ের উপরে দাঁড়িয়ে পোঁয়াপাকামো করেছি বলতে নেই, যাদের অনেকের নামটুকু পজ্জন্ত কোত্থাও নাই। থাকলেও পলিটিকিং এর আউটসাইড রেফারেন্স হিসেবে আছে।
এসব ই খুব সহজলভ্য ইনফো। আদৌ হাইপার লিংক নয়। খুব ই বিলো পার ঃ-)
Arijit | ০৪ আগস্ট ২০০৮ ১৪:০৭ | 61.95.144.123
মার-কিউ-রো-ক্রোম মাখলে কি মার্ক-স-কি-রকম বোঝা যায়?
Arijit | ০৪ আগস্ট ২০০৮ ১৩:৫৫ | 61.95.144.123
ইস্স্স্স বেথে নিগ্ঘাত আর্চিজের দোকান দিচ্চে।
chaaraanaa | ০৪ আগস্ট ২০০৮ ১৩:৫৪ | 202.140.54.29
বোধি সর্বদা হাইপারলিংকে কথা বলে ক্যানো? সবই যদি ডকু পড়ে আর গুগুল করে জানব তা হলে আর বোধির লগে বন্ধুত্ব করলাম ক্যানো?
চাঁদিতে এট্টুস মারকিউরোক্রোম মেখেও দেখতে পারেন। ঃ-)
Arijit | ০৪ আগস্ট ২০০৮ ১৩:৫২ | 61.95.144.123
বোধির এই কংগ্রেসের অফশ্যুট ব্যাপারটা ট্যান গেলো। ভাবসম্প্রসারণ করো। ১৫ নং।
h | ০৪ আগস্ট ২০০৮ ১৩:৫১ | 125.18.104.1
বা অতি সংক্ষেপে গত ১০-১৫ বছরে দিল্লীর টি সার্কল নিয়ে আমার আগ্রহ কম ;-)
Arijit | ০৪ আগস্ট ২০০৮ ১৩:৫০ | 61.95.144.123
হচ্চে না তো? খালি প্যাটে থুজা খাইয়া ঘুম মারেন। মাথা গরম হলে মধ্যমনারায়ণ তেল মাখেন, নইলে রোগন বব্বর।
s | ০৪ আগস্ট ২০০৮ ১৩:৪৬ | 202.54.176.51
অরিজিত তোমার গাড়ী লাল না? সে কী? আমার তো বিশ্বাস হচ্ছে না!!!
h | ০৪ আগস্ট ২০০৮ ১৩:৩৯ | 125.18.104.1
অ্যানালিসিসের বিশেষ কিসু নাই। গোটাটাই ফ্র্যাংক। আনা নয় একটু বয়স্ক ফ্র্যাংক ;-) অ্যানালিসিস সেরকম ভাবে করতে গেলে অনেক পুরোনো ডকু লাগবে। পাঞ্জাবে গদর পার্টি আর ওয়ার্কার্স আর পেস্যান্ট পার্টি গুলোর ইতিহাস লাগবে। নানা ধরণের সোর্স লাগবে। ছোটো দাদুর বয়স তো বলতে নেই অনেকটাই হয়েছিল। অনেক সময়ে অনেক ভাবে কাজকর্ম করেছেন। প্রচুর মানুষের শ্রদ্ধা পেয়েছেন যাদের সংগে ওনার সম্পর্কে কোন ফোটোগ্রাফিক অপরচুনিটি হওয়ার চান্স নাই। আর পার্সোনাল ভার্চু ব্যাপারটা একটু স্লাইটলি বোরিং সেই নিয়ে ঘনিষ্ঠরা লিখছেন ও লিখবেন। আমার কাছে ফ্র্যাংকলি, ছোটো দাদু সীতারামকে বিভিন্ন সময়ে ভোর বেলা চা তৈরি করে দিয়েছিলেন কিনা, সেই ডিটেল টা ইন্টারেস্টিং নয়।
আমার চারটে জিনিস ইন্টারেস্টিং লাগে, প্রথমটা হল কংগ্রেস প্লাটফর্মের নানা দিক (জয়পাল সিং/নাম্বিদিরিপাদ/হালিম/বাংলার সন্ত্রাসবাদীরা/বিনয় চৌধুরী/হরকিষেন এরা প্রত্যেকেই কংগ্রেসের অফশ্যুট) , দ্বিতীয়টা হল গ্রীন রিভোল্যুশনের আমলে, বা তারও আগে ড্যাম বা নেহরুর ভাষায় 'আধুনিকতার মন্দির ' নির্মাণের সময়ে যারা ডিস অ্যাফেকটেড কৃষক জনতা তাদের কে পাঞ্জাবে কি ভাবে অ্যাড্রেস করেছিলেন বা আদৌ ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা বুঝেছিলেন কিনা এবং সতপাল ডাং দের সঙ্গে পার্টি ভাঙনের আমলে কিরকম সম্পক্ক ছিল? আরেকটা হল দেশ ভাগের পরে পাকিস্তানে পার্টির যে অংশ টা রয়ে গেল তাদের সংগে কি আদানপ্রদান হয়েছিল, কারণ এই নিয়ে পাকিস্তানের লেফটি দের ওরাল মেমরি অভিমানহত মূলতঃ। আমার ব্যক্তিগত ভাবে এর তার সংগে কথা বলে তাই মনে হয়েছে। পুরোটাই বাদশা খানের 'থ্রোন টু দ্য উলভস' এর সঙ্গে তুলনীয়। চারটেই যাকে বলে প্রভূত সম্ভাবনা ময় ;-)
যশপালের মানুষের রূপ বলে যে উপন্যাসটা আছে সেটাতে কিছু কিছু কথা আছে এসব, কিন্তু সে গপ্প। ডকু না পেলে গুল গপ্প ও লেখা যাবে না ঃ-)
Arijit | ০৪ আগস্ট ২০০৮ ১৩:৩৯ | 61.95.144.123
ধুর। মেটালিক হলে ভালো হত - আমিই কিনতুম। সলিড রং ভালো লাগে না।
chaaraanaa | ০৪ আগস্ট ২০০৮ ১৩:৩৩ | 202.140.54.29
সুইফ্ট লালটা কিন্তু ফাটাফাটি। মানে, যতক্ষণ না ডেন্টিং হচ্ছে।
Arijit | ০৪ আগস্ট ২০০৮ ১৩:৩০ | 61.95.144.123
রাজনীতির আকাশ মেঘলা, তাই।
r | ০৪ আগস্ট ২০০৮ ১৩:২৬ | 125.18.17.16
লাল নয় বলে কি অজ্জিত চোখ মারল?
Arijit | ০৪ আগস্ট ২০০৮ ১২:৪৮ | 61.95.144.123
অ্যাজ্যুরা গ্রে। গোদরেজের আলমারির মতন;-)
Arijit | ০৪ আগস্ট ২০০৮ ১২:৪৬ | 61.95.144.123
সুরজিতকে নিয়ে কেউ কিছু লেখো - ফ্র্যাংক অ্যানালিসিস।
হ্যাঁ - সব খাবার দাবার যকন শেষ হয়ে যাবে তকন পামিতাদি ফোং করবে।
Arijit | ০৪ আগস্ট ২০০৮ ১২:২৭ | 61.95.144.123
সব মিলিয়ে বারো-টারো হবে। বেশি নয়। তবে এরা এসবিআই-য়ের লোন করিয়ে দিয়েছে। আর কেউ দিচ্ছিলো না। সেটাতে অনেক বাঁচবে।
Arijit | ০৪ আগস্ট ২০০৮ ১২:২৬ | 61.95.144.123
শুধু স্পীড আর অ্যাকসিডেন্টের গ্রাফটা কাজের নয়। স্পীড এবং ড্রাইভারের কোয়ালিটির সাথে অ্যাকসিডেন্টের গ্রাফটা হলে ঠিক হয়। স্পীডে চালানো আর র্যাশ চালানোর মধ্যে তফাত আছে এটা আমি কলার তুলে নিজের পিঠ চাপড়ে বলতে পারি;-)
I | ০৪ আগস্ট ২০০৮ ১২:২৫ | 59.93.184.190
তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু বৃথা কোলাহল। ওরে, গাড়ির গপ্পো না করে সময় থাকতে একটু তাঁর নাম কর। ইদিকে পামিতাদি কোলকাতায় এসে কোথায় যেন উপে গেছে। সন্দেশের পাহাড়ে মনে হয়। মাঝেমধ্যে চিনিমাখা সন্দেশ পাঠায়।
chaaraanaa | ০৪ আগস্ট ২০০৮ ১২:২৪ | 202.140.54.29
ডিসকাউন্ট কতো ম্যানেজ করলে?
chaaraanaa | ০৪ আগস্ট ২০০৮ ১২:২৩ | 202.140.54.29
গুরগাঁওয়ের রাস্তায় গাড়ি চলে মিনিমাম সত্তর আশি কিমি স্পিডে। আমি অবশ্য গাড়ি নিয়ে অফিস আসি না, তবে কখনও সখনও এই রাস্তায় চালালে আমিও ঐ স্পিডই তুলি। একশোও ওঠে। মরলে এমনিই মরবো। এবিএসও বাঁচাতে পারবে না ঃ-)
Arijit | ০৪ আগস্ট ২০০৮ ১২:২৩ | 61.95.144.123
অবভিয়াসলি - অ্যালয় হুইলের অনেক বেশি দাম। কিন্তু স্যাটি দেখতে, আর জিনিসটা ভালো।
Arijit | ০৪ আগস্ট ২০০৮ ১২:২২ | 61.95.144.123
ABS লাগে স্লিপারি রাস্তায়। সেরকম স্লিপারি তো এখেনে খুব একটা হয় না - হাঁটু জল জমে শুধু, বরফও নেই। আর হলেও ভালো ড্রাইভার খুব সাবধানে চালাবে। ABS আদতে কতটা কাজের আর কতটা মার্কেটিং সেইটি নিয়ে আমার এট্টু সন্দ আছে।
chaaraanaa | ০৪ আগস্ট ২০০৮ ১২:২১ | 202.140.54.29
এবিএস সত্যিই কোনও কাজে লাগবে না কলকাতার ট্র্যাফিকে।
অ্যাডঅনের জন্য তো আলাদা দক্ষিণা দিতে হল, নাকি? ওগুলো নিতেই হয়। তবে iCatsটা সত্যিই অসাধারণ জিনিস। গাড়ি কোনওদিন চুরি হবে না। আমার গাড়ি কেনার জাস্ট কয়েক মাস পরে iCats ইনট্রোডিউস্ড হল। আমারটায় নেই। ভেউ ভেউ।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন