এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • bozo | ১৩ আগস্ট ২০০৮ ১০:২৭ | 68.227.84.133
  • আরেক টা মেডেল পেলে খুশী হতাম।
  • m | ১৩ আগস্ট ২০০৮ ১০:১১ | 12.217.30.133
  • হায় হায়, হারার দুঃখে ইংরেজি বলতে নেগেছেঃ(
  • bozo | ১৩ আগস্ট ২০০৮ ১০:০৮ | 68.227.84.133
  • ইয়েস।
  • m | ১৩ আগস্ট ২০০৮ ১০:০৫ | 12.217.30.133
  • হায় হায় ভজু,খাওয়া হয়েছে তো?
  • m | ১৩ আগস্ট ২০০৮ ১০:০৪ | 12.217.30.133
  • ব্রতীন,
    আমি পাক্ষিক দেশ এর কথা বলছিলাম- এবারের সংখ্যায় মোট ছটা গল্প আছে।সুনীল,শীর্ষেন্দু আর সমরেশ মজুমদার লিখেছেন ছেলেদের মধ্যে- মেয়েদের মধ্যে সুচিত্রা,তিলোত্তমা আর সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়।
    সব কটা পড়ে ক্লান্ত হয়ে পড়েছিঃ)
  • bozo | ১৩ আগস্ট ২০০৮ ১০:০৪ | 68.227.84.133
  • চাম্পিয়া প্রি কোয়ার্টারে হারল। ১০৮-১০৯। ঃ((
  • bozo | ১৩ আগস্ট ২০০৮ ১০:০০ | 68.227.84.133
  • ব্যাডমিন্টনে হারলেও আর্চারি তে ভাল হল। চাম্পিয়া আরেক রাউন্ড এগোল। ফর্মে আছে, ৫ খানা ১০, বেশীর ভাগ ৯ আর একটা ৮ পয়েন্টার।
    গো চাম্পিয়া গো।

    ব্যাডমিন্টনের মেয়েটা ভাল। ১৮ ওনলি। প্রচুর ফাইট করে। লাস্ট সেটে ১২-১৯ এ অনেকক্ষন খেলাল। ফার্স্ট সেট টা ২০-২০ থেকে টেনে ২৮-২০ তে জিতেছে। ঠিক ঠাক খেললে লন্ডনে ভাল করবে।
  • Bratin | ১৩ আগস্ট ২০০৮ ০৯:৪৬ | 75.187.110.192
  • m এবারে দেশ কেমন হয়েছে? কে কে ভালো লিখেছেন?
  • m | ১৩ আগস্ট ২০০৮ ০৯:৪৩ | 12.240.14.74
  • এইবার মন দিয়ে বাক্স গোছাই গে।
  • m | ১৩ আগস্ট ২০০৮ ০৯:৪২ | 12.240.14.74
  • দেশ এর গল্প পড়ে বেশ ক্লেশ হলো।
  • Bratin | ১৩ আগস্ট ২০০৮ ০৯:৩০ | 75.187.110.192
  • arjo আমার off থেকে আবাপ খোলে না (টানাটানি কর লে ও)। তাই অগত্যা বাড়ি তে এসে পড়ি।
  • c | ১৩ আগস্ট ২০০৮ ০৩:৩০ | 131.95.121.107
  • আমাদের পশ্চিমবঙ্গে তো অবশ্য দেখিনি। স্কুলে তো সাকুল্যে বছরে একবার একটা অ্যানুয়াল স্পোর্‌ট্‌স! ট্রেনিং তো আকাশকুসুম! তারপরেও যেসব ছেলেপুলেরা পাড়ার ক্লাবে টাবে অভ্যাস করে দৌড়টৌড় চালাতো তাদের হ্যাকছি করাই হতে দেখেছি! আর মেয়েরা করতে চাইলে হয়ে গেলো! এ মেয়ে তো বখে গেলো!
    সাঁতারে কারুকে কারুকে দেখা যেতো দিব্য ভালো কিন্তু ঐ।কোনো সুযোগ কোথাও নেই।
    সব ঐ একগোয়ালে ঢুকে পড়ে চাকর হবার ব্যবস্থা! খেলাধুলো? কী সর্বনাশ! এ ছেলে বলে কি? এতো ডোবাবে দেখছি! (তাও যদি কিরিকেট হয়! সেখেনে পয়সা আছে আজকাল!আগে অবশ্য কিরিকেটও হ্যাকছি ছিলো )
    তো এই মনোভাব থেকে অলিম্পিক প্লেয়ার যে তৈরী হতেই পারবে না সেতো জানা কথাই।একশো কোটির দেশ হলেই বা কি?
    একদুজন ব্যতিক্রম।
  • c | ১৩ আগস্ট ২০০৮ ০৩:২২ | 131.95.121.107
  • প্রশ্নটা সেটাই ছিলো। এইসব খেলাগুলোতে আমাদের স্ট্যান্ডার্ড এতই কম কেন? এইসব দৌড় তীর ছোঁড়া হেপ্টাথলন ম্যারাথন ইত্যাদিতে? খেলোয়াড় তৈরীর তেমন তেমন যারে কয় ট্রেনিং সেন্টার সেগুলোই বা আমাদের কোথায়?
    এই যে চীন আমেরিকা সাউথ কোরিয়া হরির লুঠের মতন সোনা তুলে নেয়,এদের খেলোয়াড়েরা তো আকাশ থেকে পড়ে না,এদের তৈরীর জন্য ভালোভালো ট্রেনিং সেন্টার টাকাকড়ি সবই ঢালা হয়।
    আমাদের দেশের সব টাকাকড়ি কি ঐ ক্রিকেটের ভোগে চলে যায়? ছেলেপুলেরা যারা দৌড়তে ঠৌড়তে চায়-স্কুল লেভেল থেকে তাদের সিলেক্ট করে করে তোলার কোনো ব্যবস্থা আছে?
  • arjo | ১৩ আগস্ট ২০০৮ ০৩:০৩ | 168.26.215.54
  • ব্রতীন, এইজন্যই না পড়লে পিছিয়ে পরতে হয়। ঐ বাণীটি ছিল মিলখা সিং এর।
  • Blank | ১৩ আগস্ট ২০০৮ ০২:২৫ | 170.153.62.251
  • কাশ্মিরে মুড়ি মুড়কির মতন মানুষ মরছে
  • aja | ১৩ আগস্ট ২০০৮ ০২:২৪ | 207.47.98.129

  • The pool rises and falls with the tide. If conditions are right, you can sit in the pool and float up and down in a phenomenon similar to flushing a toilet.


    টয়লেট বোলের খবোর।
  • Ishan | ১৩ আগস্ট ২০০৮ ০২:২১ | 12.163.39.254
  • আরে হাওয়াইতে সত্যিই একটা জায়গা আছে, যেটার নাম, ঃটয়লেট বোল।

    সেখানে নামলে নাকি জলের তোড়ে ফ্লাশ করে দেয়। ঃ)
  • m | ১৩ আগস্ট ২০০৮ ০২:২১ | 12.217.30.133
  • ঐখানে বসলে কমলা-সবুজ ফ্লুরোসেন্ট জ্যাকেট পাছুতে ছিটকি দেবে।
  • Maami | ১৩ আগস্ট ২০০৮ ০২:১৯ | 12.217.30.133
  • ইস্‌স,কোনো ঘেন্নাপিত্ত নাইঃ(
  • arjo | ১৩ আগস্ট ২০০৮ ০২:১৭ | 168.26.215.54
  • পৃথিবীর গোলাকার কোমটের পরে/ মামু হ্যাগস সারে।
  • arjo | ১৩ আগস্ট ২০০৮ ০২:১৩ | 168.26.215.54
  • ম, রেগে গেলে বড় হয়ে যায়।
  • aja | ১৩ আগস্ট ২০০৮ ০২:১১ | 207.47.98.129
  • হ্যা, দ্যাখোনা, আজকাল যে কি হয়েছে। গত বচ্ছোর মাত্র পঞ্চাশ হাজার বছরের পাহাড়টা কাদা হয়ে গলে পড়ে গেল। আহা, একদম কচি পাহাড়।
  • bozo | ১৩ আগস্ট ২০০৮ ০২:০৮ | 128.111.119.235
  • মামু নায়াগ্রা কমোডে হ্যাগস সারছে। মামুর তো আবার সক্কাল সক্কাল ঝাড়া দেড় টি ঘন্টা।
  • M | ১৩ আগস্ট ২০০৮ ০২:০৮ | 12.217.30.133
  • ইস্‌স্‌স্‌স্‌স্‌স্‌স,এই কচি বয়সে সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো জবাব দিচ্ছে-আহারে!!!
  • aja | ১৩ আগস্ট ২০০৮ ০২:০৬ | 207.47.98.129
  • বিষময় প্রেম চলছে? বুড়ো হয়েছি। কানে ঠিক শুনি না আজকাল।
  • m | ১৩ আগস্ট ২০০৮ ০২:০৬ | 12.217.30.133
  • ওগো শুনছো ও ও ও, এই সব অপপ্রচারের একটা জবার দাও ভালো চাও তো
  • Blank | ১৩ আগস্ট ২০০৮ ০২:০৪ | 170.153.62.251
  • মামু কি নায়াগ্রা থেকে ফিরেচে?
  • Tim | ১৩ আগস্ট ২০০৮ ০২:০২ | 198.82.14.32
  • মামুকে যে দেখছি না সেটাই বেশ ভয়ের কথা। আমরা একটা অ্যাল্যাউন্স করবো নাকি? বা নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণায় বলবো?
  • m | ১৩ আগস্ট ২০০৮ ০২:০১ | 12.217.30.133
  • নাআআআআআআআ ,এখন আমাদের বিষ অ অ ম প্রেম চলছেঃ)
  • aja | ১৩ আগস্ট ২০০৮ ০১:৫৮ | 207.47.98.129
  • নাঃ, মামুর আজকে এদিকে আসা সেফ হবে না।
  • m | ১৩ আগস্ট ২০০৮ ০১:৫৬ | 12.217.30.133
  • চিতেয় উঠে নিজের মাংস খুলে খুলে তোমাদের খাওয়াবো- এইটা ভারি রোমহর্ষক হতে পারতো- কিন্তু তখন তো আমি মরা- বাপাসকল তোমরা ঐ কাঠের জ্বালেই ভাত আর মাংস রেঁধে খেয়োখন।
  • Tim | ১৩ আগস্ট ২০০৮ ০১:৫৪ | 198.82.14.32
  • মামী,
    নতুন রেসিপি? সানন্দার? ঃ-)
  • Blank | ১৩ আগস্ট ২০০৮ ০১:৫৪ | 170.153.62.251
  • মামী কি শুধু ঘি ভাত খাওয়াবে নাকি? আর কিছু রাঁধবে না?
  • m | ১৩ আগস্ট ২০০৮ ০১:৫২ | 12.217.30.133
  • তিমি,
    চন্দন কাঠের জাহাজ চাই না- ২০ মণ কাঠ জোগাড় করে রেখো আর গাওয়া ঘি-পরে আমার কাজে লাগবেঃ)
  • bozo | ১৩ আগস্ট ২০০৮ ০১:৫১ | 128.111.119.235
  • ২০২০ এর জন্য দিল্লী বিড করছে না?
  • Tim | ১৩ আগস্ট ২০০৮ ০১:৫১ | 198.82.14.32
  • আ ছিলো না? কি ZIনি। তখন ফিরেও দেখতাম না, খালি বিরিয়ানি সেন্টার আর মান্টির দিকে যেতে যেতে চোখ পড়ে যেত। ঃ্‌)
  • m | ১৩ আগস্ট ২০০৮ ০১:৫০ | 12.217.30.133
  • যদি ২০১৬ এর অলিম্পিকের আসর শিকাগোয় বসে আমি ভজুকে সঙ্গে নিয়ে সেটা দেখতে যাবো- ( দরকার হলে কোলকাতা থেকেই আসবো)এখনি বলে রাখলাম।
  • bozo | ১৩ আগস্ট ২০০৮ ০১:৪৮ | 128.111.119.235
  • টিম যতদূর মনে পড়ে ঐ টালিগঞ্জ ট্রাম ডিপোর দোকান টার নাম 'সানন্দ'। ভুল হতেও পারে।
  • aja | ১৩ আগস্ট ২০০৮ ০১:৪৮ | 207.47.98.129
  • মাইমা টমেটোকে পাঠিয়েছিলো যে।
  • bozo | ১৩ আগস্ট ২০০৮ ০১:৪৬ | 128.111.119.235
  • c কে,
    অলিম্পিকে প্রতি টা ইভেন্টে পার্টিসিপেট করার একটা কোয়ালিফাইং ক্রাইটেরিয়া আছে। সেগুলো আবার কিছু বাছাই টুর্নামেন্ট এ পারফর্ম করতে হয়। ভারতের অনেকেই অনেক খেলায় সেই স্ট্যান্ডার্ড টা পেরোতে পারে না বলে সব খেলায় লোক পাঠানো যায় না। ইন ফ্যাক্ট এগুলো আর্চারি, শুটিং, রোয়িং , ট্র্যাক অ্যান্ড ফিল্ড এসবের জন্য আছে। নতুন অ্যাড করা খেলা যেমন টেনিস, বেসবল বা বীচ ভলিবল এ তেমন কিছু আছে কি না জানি না।
  • Tim | ১৩ আগস্ট ২০০৮ ০১:৪৬ | 198.82.14.32
  • টমেটো তো একটা বাচ্চা ছেলে, প্রচন্ড দুষ্টু। অজদা কি তাকে চেনে? কেং কয়ে?
  • Blank | ১৩ আগস্ট ২০০৮ ০১:৪৫ | 170.153.62.251
  • চন্দন বোস ছিল তো, কাঠ হলো কবে?
  • Tim | ১৩ আগস্ট ২০০৮ ০১:৪৪ | 198.82.14.32
  • মামী, চন্দনকাঠের হলে কেমন হয়? ঃ)
  • Blank | ১৩ আগস্ট ২০০৮ ০১:৪৪ | 170.153.62.251
  • অজদাই মনমাঝি!!
  • c | ১৩ আগস্ট ২০০৮ ০১:৪৩ | 131.95.121.107
  • বড়ো পাল খাটাতে হয়,তাতেই বাতাস লেগে ভেসে যায়। একপ্রান্তে বসে বসে গান গাইতে হয়, মনমাঝি তোর বৈঠা নে রে-এ-এ-এ-এ,আমি আর তো বাইতে পারলাম না-আ-আ-আ-আ
    তখন মনমাঝিই ও জাহাজ চালিয়ে নেয়!
  • aja | ১৩ আগস্ট ২০০৮ ০১:৪২ | 207.47.98.129
  • যারা টমেটো বাদ দিতে চায় তাদেরও কিছু একটা বলি, কিন্তু কি মনে পড়ছে না।
  • m | ১৩ আগস্ট ২০০৮ ০১:৪১ | 12.217.30.133
  • না দু, এ জাহাজসমূহ এখান থেকেই কেনাঃ)
  • Blank | ১৩ আগস্ট ২০০৮ ০১:৪০ | 170.153.62.251
  • প্রাগৈতিহাসিক কাঁচের জাহাজ? যাতে ডাইনোসর থাকে?
  • m | ১৩ আগস্ট ২০০৮ ০১:৪০ | 12.217.30.133
  • যারা কথায় কথায় আড়ি করে তাদের আমি ছেলেমানুষ বলিঃ)
  • Du | ১৩ আগস্ট ২০০৮ ০১:৩৬ | 67.111.229.98
  • তাহলে শেষ পর্য্যন্ত সেই glass museum -এ যাওয়া হয়েছিল ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত