হ্যাঁ আমিতো পরিবারের সবার সিটিসির যোগফল ধরে বলেছিলাম। টেক হোম বলিনি তো । খুব ভুল কিছু হিসেব করেছিলাম নাকি? এবারে ঘাবড়ে যাচ্ছি।
Arpan | ২৫ আগস্ট ২০০৮ ১৪:৩৬ | 202.91.136.4
তাইতো স্যান?
Arpan | ২৫ আগস্ট ২০০৮ ১৪:৩৬ | 202.91.136.4
আর এই একলাখ টাকাটা ট্যাক্স-ফ্যাক্স ইএমআই সব ধরে।
san | ২৫ আগস্ট ২০০৮ ১৪:২৮ | 220.227.64.98
আর হ্যাঁ মাসে এক লাখটা পরিবারপিছু বলা হয়েছিল, ব্যক্তিপিছু নয় কিন্তু ঃ-)
san | ২৫ আগস্ট ২০০৮ ১৪:২২ | 220.227.64.98
আচ্ছা মুশকিল। বেঙ্গালুরু বা দিল্লির হিসেব কোলকাতার থেকে আলাদা , এই কথাটাকে এত পার্সোনালি নিতে হবে ? আমি কি নিজেকে আগে থেকে মধ্যবিত্ত বা উচ্চমধ্যবিত্ত ধরে নিয়ে তবে হিসেব করবো নাকি কারা মধ্যবিত্ত, কারা নয়? না আগে শহরের গড় ইনকাম/স্পেন্ডিং পাওয়ার দেখে নিয়ে তবে নিজেকে ফিট করবো কোথায় আছি? কি চাপ।
Arijit | ২৫ আগস্ট ২০০৮ ১৪:০৭ | 61.95.144.123
এটা একটু ইন্টারেস্টিং। কেউ সেক্টর বাই সেক্টর (যেমন ধরো আইটি, শিবিল, ডাক্তারি, এডুকেশন ইত্যাদি) আর শহর বাই শহর একটা ডেটা দিতে পারো? মানে এমন কোনো সাইট আছে? আম্রিকায় ডাইস প্রায় এরকম একটা ইনফো দিত, ইংল্যাণ্ডেও এরকম সাইট দেখেছি। পেস্কেল-এ এতটা ডিটেইল দেখায় না।
এটা নেহাতই অ্যাকাডেমিক ইন্টারেস্টের জন্য বল্লাম।
Div0 | ২৫ আগস্ট ২০০৮ ১৪:০০ | 202.80.51.66
ভয় না রে দাদা, আমার এবার আতঙ্ক হচ্ছে, ঐ 'মাসে এক লাখ'এর কথায় চোখে ধুতরোফুল দেখছি ... মধ্যবিত্ত চুলায় যাক, কারেন্ট ইনকামে আমি বোধহয় অতি-অতি-নিম্নবিত্ত
siki | ২৫ আগস্ট ২০০৮ ১৩:২৬ | 203.122.26.2
সব এত বড় বড় স্কলার হয়ে গেছে, আর কেউ ভাটিয়ালিতে ভাটায় না। সবাই টইতে ল্যাখে।
m | ২৫ আগস্ট ২০০৮ ০৯:৪৭ | 12.217.30.133
আমার আগমন আর প্রস্থানে র মধ্যে কি ভয়ংকর ব্যাপার নুকিয়ে আছে- অ্যা!!
Blank | ২৫ আগস্ট ২০০৮ ০৯:৪৫ | 65.218.154.195
ভয়ানক ব্যপার তো
m | ২৫ আগস্ট ২০০৮ ০৯:৪১ | 12.217.30.133
এই যে এলাম আবার একটু পরেই চলে যাবো।
Bratin | ২৪ আগস্ট ২০০৮ ২২:১১ | 75.185.102.20
জনগন সব গেল কোথায়??
siki | ২৪ আগস্ট ২০০৮ ১৬:৫২ | 122.162.83.146
এই হল উত্তর ভারত, এই হল উত্তর প্রদেশ।
dear | ২৪ আগস্ট ২০০৮ ১৬:৪৩ | 117.99.48.150
কোর্টে কেস করতে পারো।
Suvajit | ২৪ আগস্ট ২০০৮ ১৫:২৫ | 138.130.120.195
ড্রাইভার ভদ্রলোকটি এর মধ্যে জড়িত নন তো?
sinfaut | ২৪ আগস্ট ২০০৮ ১৫:১৬ | 117.195.198.119
কি সাঙ্ঘাতিক খারাপ ব্যাপার!
shrabani | ২৪ আগস্ট ২০০৮ ১৪:৪৭ | 59.94.105.164
কাল আমার দাদা বৌদি সকালবেলায় রুরকী থেকে নয়ডা আসছিল নিজেদের গাড়িতে, ড্রাইভার চালাচ্ছিল। সকাল নটায় খতৌলী থেকে গঙ্গার ধারের ক্যানাল রোড ধরেছিল হাইওয়ে ট্র্যাফিক অ্যাভয়েড করতে। ক্যানাল রোডেও প্রাইভেট কারের ট্র্যাফিক কম থাকেনা। অনেক কিছু কেনাকাটি করার ছিল আমাদের বিয়েবাড়ীর শনি ও রবিবারে ঘুরে ঘুরে। সাড়ে নটার সময় একটু ফাঁকা ছিল তখন রাস্তা, হঠাৎ একটা ইনোভা সামনে এসে ওদের গাড়ী ব্লক করে, খুব দ্রুত চারটে ইয়াং ছেলে গান নিয়ে গাড়ীর চার জানালায় দাঁড়িয়ে দরজা খুলতে বলে। দরজা খুললে চারজনে চড়ে বসে গাড়ীতে আর ইনোভা বাকীরা নিয়ে চলে যায়। ওদেরই একজন এই গাড়ীটা চালাতে থাকে ড্রাইভারকে সরিয়ে। অন্যরা আমার দাদা বৌদির দিকে গান দেখিয়ে টাকাপয়সা পার্স গয়না যা ছিল সব দিয়ে দিতে বলে। একটা নতুন ল্যাপি ছিল মায় সেটাও নিয়ে নেয়। তারপরে রাস্তা ছেড়ে গাড়ী গ্রামের ভেতরে, ক্ষেতে ঢুকিয়ে দু ঘন্টা ধরে ঐভাবে চালাতে থাকে। শেষমেশ মুরাদনগরে এসে এক জায়গায় হাইওয়ে থেকে এক কিলোমিটার দুরে একটা ব্রিজের নীচে ওদের তিনজনকে নামিয়ে দিয়ে গাড়ীটা সমস্ত মালপত্র সমেত নিয়ে চলে যায় (বছরখানেকের পুরোনো লোগান ছিল)। দাদার মোবাইল টা দামী ছিল, সেটার ব্যাটারি খুলে নেয় আর ড্রাইভারের সিম টা ফেরত দিয়ে মোবাইলটা নিয়ে নেয়। ওরা হাঁটতে হাঁটতে এসে হাইওয়ে অবধি আসে, একটা ধাবা থেকে ফোন করে আমাদের। আমরা সঙ্গে সঙ্গে স্টার্ট করে একঘন্টার মধ্যে পৌঁছে যাই, থানায় FIR ইত্যাদি মিটতে মিটতে বিকেল সাড়ে পাঁচটা বাজে। গাড়ী মীরটে দেখা গেছে শোনা গেলেও পুলিশের কোনো মুভমেন্ট দেখা যায়না। ছেলেগুলোর ডেসক্রিপশন, তাদের হাতের ট্যাটু ইত্যাদি ডিটেলস এ বলতে গেলেও ঠিকমত শোনেই না। আই আই টি র লোকজন বন্ধুবান্ধব এসে সংশ্লিষ্ট পুলিশের বড় কর্তা দের কনট্যাক্ট করার চেষ্টা করতে গেলে অর্ধেক হয় বহিন্জীর মিটিংএ আছে নয় মিটিং থেকে ফেরার রাস্তায় আছে। চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে এখনো কোনো অ্যাকশন ই হয়নি, গাড়ী হয়তো এতক্ষণে ডিসম্যান্টল হয়ে গিয়ে পার্ট বাই পার্ট বিক্রিই হয়ে গেছে। এ দেশের সাধারণ নাগরিক হিসেবে আমরা কত অসহায় কত অরক্ষিত এই ভেবে ভেবে আমরা হতবাক।
bozo | ২৪ আগস্ট ২০০৮ ১০:১৭ | 68.227.84.133
আমি চাই বক্সিং এ ৩ খানা ফাইনালের মধ্যে অন্তত একটায় চীন জিতুক। তাহলে ওদের ৫০ খানা গোল্ড মেডেল হয়ে যায়।
ম, খুব ভালো। এই বারের পুজো টা আমার মায়া হয়ে গেল । ঃ-((
c | ২৩ আগস্ট ২০০৮ ২৩:১৬ | 131.95.121.107
জ্যেঠিমার কোলে বসলেই হয়!
Ishan | ২৩ আগস্ট ২০০৮ ২৩:১৪ | 12.217.30.133
আব্বে আমি মরছি নিজের জ্বালায়, আর ওনারা খিল্লি করছেন। এই জন্যই কবি বলেছেন ভূমিপুত্রদের যাতনা বাইরের লোকে কি বুঝবে।
r | ২৩ আগস্ট ২০০৮ ২৩:১১ | 198.96.180.245
সাম্রাজ্যবাদ ও বৃহৎ পুঁজির মিলিত নিওলিবেরাল চক্রান্ত।
c | ২৩ আগস্ট ২০০৮ ২৩:১০ | 131.95.121.107
বেঙুর ও থাকে ঠিক জটায়ুর ঝুলিতে- বকেরাও বকবক মশামারা ভুলিতে! গাজরের গাজোয়ারি সয়ে এলো তাও ঠিক থ্যাপ্ থ্যাপ্ করে ব্যাঙ চলে গেলো পুবদিক। চাকা ঠিক ঘুরে আসে দাদু থেকে নাতিতে চিরকালই ক্যাঁচক্যাঁচ সুপুরী ও জাঁতিতে। বিদূষক মাঝে মাঝে হো হো করে হেসে যায় ঘোষের পো নন্দই মাঝ থেকে ফেঁসে যায়।
Ishan | ২৩ আগস্ট ২০০৮ ২৩:১০ | 12.217.30.133
আন্দোলন তো কাল। আজ থেকে ফোন বন্ধ হবার কি মানে। ঃ(
c | ২৩ আগস্ট ২০০৮ ২২:৫৩ | 131.95.121.107
আন্তোমিডিয়া।
c | ২৩ আগস্ট ২০০৮ ২২:৩৩ | 131.95.121.107
পান্তোভুতেরা কোথায় থাকে?
arjo | ২৩ আগস্ট ২০০৮ ২২:৩০ | 24.214.28.245
ভায়োলিন শোনা যাচ্ছে কি? ঃ-)
r | ২৩ আগস্ট ২০০৮ ২২:২৪ | 198.96.180.245
আন্তর্জাতিক মিডিয়ায় খ্যাতির খয়রাতি দেবে না! ;-)
Ishan | ২৩ আগস্ট ২০০৮ ২২:১৩ | 12.217.30.133
সিঙ্গুরে ফোন লাইন পাওয়া যাচ্ছে না। ঃ(
m | ২৩ আগস্ট ২০০৮ ২০:২০ | 12.217.30.133
অরিজিত, খবর টা 'হয়তো' সত্যি- তবে আগামি সোমবার ওবামা আমাদের পাড়ায় এসে পাকা খবর টা দেবেন- ইস্স্স,এ যাত্রায় একটুর জন্যে ওবামার সঙ্গে দেখা হবে নাঃ)
প্লেনকেও ঠেঙাবে? ইশান আর ঘেনুতো কুলোচ্চে না? কি মাইরি।
m | ২৩ আগস্ট ২০০৮ ১২:২২ | 12.217.30.133
অরি!! আমি প্লেন ঠেঙিয়ে বাড়ি এসেই দোকানে কুকি কিনতে দৌড়বো!
Arijit | ২৩ আগস্ট ২০০৮ ১২:২০ | 61.95.144.123
মামী এসেই একবার সাউথ সিটিতে ঢুঁ মেরো - একতলায় ঢুকলেই ভুর ভুর করে কুকির খোশবাই বেরোয়। একটা ভালো কুকির দোকান আছে।
m | ২৩ আগস্ট ২০০৮ ১২:১৬ | 12.217.30.133
ইন্দু, ঘেনু বেশ বুঝদার,তবে কোলকাতা শহরে দোকানে দোকানে এদেশি কুকি বিস্কিটের যোগান সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তাই কমফোর্ট ফুড সঙ্গে নিতেই হবেঃ) আর তুমি তো সবে এদেশে এসেছো- এখনই আমার বাড়ি যাবার ওপর নজর দাও কেনঃ((
m | ২৩ আগস্ট ২০০৮ ১২:০৭ | 12.217.30.133
ব্রতীন, আমি সব পুজো শেষ করে ফিরবোঃ)
Arijit | ২৩ আগস্ট ২০০৮ ১১:৫৬ | 61.95.144.123
আপিসের এক ছোকরা কুয়েত গেসলো। সেখান থেকে বারো দিনে ৩৬০ কুয়েতি দিনার, প্রায় ১৪০০ ডলারের ফোন করেছে। ছোটখাটো ফোন কোম্পানি করতে দেয়, বাড়িতে, বউকে, বান্ধবীকে। কিন্তু ১৪০০ ডলারের ফোন, বারোদিনে? তাপ্পর আবার সে ছোকরা চালাকি করতে গিয়ে আরো বোকামি করেছে - RA ডেটাবেজে গিয়ে CDRগুলো উড়িয়ে দিয়েছে। এটা মাথায় আসে নি যে বিলিং ডেটাবেজে তো থাকছেই, আরো বেশি ডিসক্রিপেন্সি ধরা পড়বে...
bozo | ২৩ আগস্ট ২০০৮ ১১:৩৭ | 68.227.84.133
জ্জিও আর্জেন্টিনা।
Arijit | ২৩ আগস্ট ২০০৮ ০৯:২৮ | 61.95.144.123
শনিবারেও আপিস করতে হচ্ছে। কি কষ্ট।
Blank | ২৩ আগস্ট ২০০৮ ০৬:৪৮ | 65.218.154.195
জমিয়ে দিয়ে তো। জমে কুলপী
RATssss | ২৩ আগস্ট ২০০৮ ০৬:৩১ | 63.192.82.30
রাজ্য উন্নয়ন পরিষদ --- কে জানে ঠিক হল কি না ঃ-)
Blank | ২৩ আগস্ট ২০০৮ ০৬:১০ | 65.218.154.195
ঃ( ঃ(
RATssss | ২৩ আগস্ট ২০০৮ ০৬:০৫ | 63.192.82.30
স্টেট ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ঃ-))
Blank | ২৩ আগস্ট ২০০৮ ০৬:০২ | 65.218.154.195
state welfare department কে বাংলায় কি বলে?
Tim | ২৩ আগস্ট ২০০৮ ০৫:৫৮ | 24.127.39.26
ব্ল্যাংকি, এই উঠলাম!ঃ)
Bratin | ২৩ আগস্ট ২০০৮ ০৫:৫৮ | 75.185.100.114
ম, কবে দেশে যাচ্ছো? কত দিনের ছুটি?
RATssss | ২৩ আগস্ট ২০০৮ ০৫:৪৯ | 63.192.82.30
এতচাপে কেন কেউ দেশে যায়!!! কুকি বিস্কুট তো দেশেও পাওয়া যায়। ওরিও কুকিও পাওয়া যায়। ঘেনু তো এত অবুঝ নয়। তবে কি মামুর জন্যি সমিস্যে? মামি কেমন আমার একমাস পরে দেশ থেকে এসে আমার একবছর আগে দেশে যাচ্ছে ঃ-(
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন