sinfaut | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৫৬ | 165.170.128.66
অপ্পন ল্যাদোশদা বলে ডাকলো আর আমার ভীষন ন্যাদোশ মাছ খেতে ইচ্ছে করল। ঃ-(
Arijit | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৩৯ | 61.95.144.123
রকের আপডেট ভেবে নাও।
Arijit | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৩৯ | 61.95.144.123
ইন্টারনাল খবর কিছু পাবে কিনা জানি, আমাকে এটা জানালো ভিপি সেলস। তার নাকি ওদিকে অনেক কনট্যাক্ট আছে।
r | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৩:৩৪ | 198.96.180.245
বোধির কথা শুনে আমার সিকন্দর-পুরুর সংলাপ মনে পড়ে গেল। ;-)
h | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৩:২৭ | 125.18.104.1
আমি ঠিক বুঝতে পারছি না, কি ধরণের বিহেভিয়র আশা করছে লোকে সকলের কাছে। আমি কি কাঁদবো? ঠিক কতটা জোরে। একটু আত্মীয়দের মধ্যেও ঝগড়া করে এলাম।
মানে অধিগ্রহণ আইনে গুপি আছে এটা বলে ফেলেছি বলে কি কান ধরে হাঁটবো এখান থেকে মহাকরণ অব্দি? মানে বিধানসভায় দেওয়া রাজ্য সরকারের দেওয়া ডেটায় প্রচুর গলতা আছে এটা বলে ফেলেছি বলে কান ধরে উঠবোস করবো? প্রোটেকশনিজম এর আমলে সবচেয়ে বেশি সুযোগ সুবিধে পাওয়া একটা সংস্থা , ইনফ্রাস্ট্রাকচারাল সুবিধে গুলো নেওয়ার বিষয় টা প্রশ্নহীন হবে, আর লোকে পেশার সোশাল সিকিওরিটি চাইলে সেটা হয়ে যাবে অপরাধ? শুধুই লোকে জনহিতার্থে ব্যবসা করে না এটা বলে ফেলেছি বলে আত্মহত্যা করবো? হঠাৎ করে জনহিতার্থে পেশা পরিবর্তন অত সোজা নয় এটা বলে ফেলার জন্য ফ্ল্যাজেলেশন করবো? জনস্বার্থ ও উন্নয়ন এই শব্দ গুলোর নতুন নতুন পরিস্থিতি অনুযায়ী বদলাতে থাকা মানে গুলোকে ভুল করে প্রশ্ন করে ফেলেছি বলে নাকে খৎ দেবো?
বা* দেব।
মমতা বা নকশালেরা মূর্খ হন, আলোচনায় শর্ত আরোপ করতে করতে নিজেদের এগজিট রুট নিজেরাই হারিয়ে ফ্যালেন, মমতার যদি কৃষক ফ্রন্টে সলিডারিটির বিন্দুমাত্র কোনো ইতিহাস না থাকে , নকশাল দের বা ন্যাকা সুশীল দের যদি কোথাও কোন ইলেকটোরাল স্টেক না থাকে শুধু তাহলেই এই কথা গুলো বলা যাবে না? নাকি আবার মমতাকে আর সুশীলদের নিন্দে করে ফেল্লাম বলে হার্মাদ হয়ে যাব।লোকে ঢিল টিল মারবে, বা আমাদের কথা ভেবে দুঃস্বপ্ন দেখবে ও দেখাবে? একটা দেশে, যেখানে উন্নয়ন মানে মূলতঃ শিল্পপতিদের জন্য বিভিন্ন প্যাকেজ সেখানে সরকার গুলোর, শিল্পপতিদের, বড় মিডিয়ার , প্রোফেশনাল ক্লাসের করে দেওয়া ফ্রেমওয়ার্কে একশো শতাংশ সাবস্ক্রাইব না পড়লেই লোকে মনুষ্যপদবাচ্য থাকবে না, এটা অতি বিচিত্র আশা। যদিও এটাই জিতবে। মমতা যেমন জিতলেন জিতলেন কারণ তাঁর অল্টারনেটিভ অর্থনীতি, শিল্পনীতি কিসু নাই তাও উনি কৃষকদরদঈ, টাটা যেমন জিতলেন কারণ মুনাফা কখনো অপেক্ষা করতে পারেনা, শিল্পবন্ধু হিসেবে নরেন্দ্র মোদী যেমন সর্ব?Ñ বিজয়ী ও প্রশংশিত, এই যেমন গ্লোবালাইজেশন জিতছে, এই যেমন বুদ্ধ হঠাৎ করে ট্র্যাজিক হিরো আর হঠাৎ করে রাজ্যপাল আমাগো পরিত্রাতা হলেও হতে পারেন। যদি জিতে যান তখন আবার নতুন করে গ্লোবালাইজেশন , রাজ্যপালের মহঙ্কÄ, মমতার হৃদয়, বুদ্ধদেবের ভিসন, ১৯৯১ এর রিফর্মের জন্য কংগ্রেসের সোদূরপ্রসারী ভাবনা ইত্যাদির প্রশংসা পুজো আচ্চা আরম্ভ হবে। আর যদি হেরে জান, গাল দেওয়ার জন্য ওয়েদার অনুযায়ী সিপিএম টি এম সি রইলেন।অথচ কনস্ট্রেন্ট গুলো কে প্রশ্ন করা যাবে না, এজেন্ডা গুলোকে প্রশ্ন করা যাবে না। উন্নয়নের কন্সট্রেন্ট হিসেবে শুধুই শুধু শ্রমিকের দাবী, শুধুই কৃষকের দাবী! লোকজন আছে ভালো। শান্তি মিছিলের মূল দাবী প্রাইভেটাইজেশন। সকলেই মুগ্ধ করেন।
অপূর্ব।
d | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৩:০২ | 59.161.19.101
Accenture বছরে একবার করে আমাকে টোকা দেয়। আমি প্রত্যেকবারই কলকাতার কথা জিগ্যেস করি। ওরা প্রতিবারই বলে এই বছরই শুরু করবার প্ল্যান ছিল, তবে এই বছরেও ওয়েস্টবেঙ্গলে অনেকগুলো বন্ধ্ হয়েছে, তাই আগামী বছর আবার ভেবে দেখবে। Accenture আমি আবার বলি তখনই যোগাযোগ করতে। ২০০৫ এর মার্চ থেকে এই গল্প চলছে। তবে এগুলো সবই hr এর লোকজন বলে। কাজেই এটা স্রেফ ঐ ব্যক্তিদের পারসেপশানও হতে পারে।
আর এই টইপত্তর জুড়ে খেউড় তর্জা আর কারোরই কোন দায় না নিতে চাওয়া দেখতে দেখতে দেখতে দেখতে .......
r | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:৫৫ | 125.18.104.1
ন্যাড়াস্যার আসছেন না কেন আজকাল? এই বমি-পাওয়া দিনগুলোতে অন্ততঃ একটু গানবাজনার গপ্পো করা যেত।
san | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:৫৫ | 12.144.134.2
**গুরু এবং অর্কুটকে মোড়ের চায়ের দোকান বা বাড়ির বৈঠকখানা দিয়েও রিপ্লেস করা যেতে পারে। একই কথা। সমাজের ভালোমন্দ কি পাল্টায় এবং কতটা পাল্টায় ?
Arpan | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:৫০ | 122.252.231.206
মাসে একটা করে বন্ধ আর মহামিছিল ডাকার সংস্কৃতি জারি থাকলে ইনফি এমনিতেও আসত না।
তবে দেখি এইরকম কিছু আপডেট সত্যি বেরিয়েছে কিনা। ইন্টার্নালি।
san | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪৪ | 12.144.134.2
আমি আরো একটু এগিয়ে বলি? হেলদোল থাকার একমাত্র আউটপুট যদি হয় গুরুতে আর অর্কুটে লেখা - তো হেলদোল থাকা আর না থাকার তফাৎ কি ? মানে নিজেদের সমাজসচেতন ভেবে, চিন্তায় এখনো মরচে ধরতে দিইনি ভেবে শ্লাঘা বোধ করা ছাড়া আর কোথায় কি তফাৎ হয়?
Arijit | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪২ | 61.95.144.123
Accenture সেক্টর ফাইভে একটা বিল্ডিং-এ দুটো ফ্লোর নিয়েছিলো - কালকের আপডেট - আসছে না।
ইনফি থেকে আপডেট - ওদের জমিটা পড়েই থাকবে, আগামী কয়েক বছরের মধ্যে ইনফি আসছে না।
বিশেষ কিছুই হয়নি।
Tim | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:২৬ | 24.127.39.26
ব্ল্যাংকি, ""হেলদোল"" যদি থাকেও, তাহলেই বা কি? গায়ে আঁচ না লাগলে কি কেউ সিরিয়াসলি ভাবে? পার্টটাইম ""হেলদোল"" থাকা আর না থাকা সমান। তাই না?
Arijit | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:০৯ | 61.95.144.123
অবাক না হলেও মুড অফ। যাঁরা বলছেন এতে কিছুই হবে না বা কোনো এফেক্ট পড়বে না, তাঁরা না জেনে বলছেন। এফেক্ট পড়বে বা ভুল কথা - পড়তে শুরু করেছে। এই ব্যাপারগুলোতে কিছুটা জড়িত বলেই আঁচটা টের পাচ্ছি।
আর ওদিকে নিউক্যাসল ইউনাইটেড সোপ অপেরাও আরেকটা মুড অফের কারণ।
Arijit | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩৬ | 61.95.144.123
হেলদোল না থাকাটা খুব কমন ক্যারেক্টারিসটিক্স। যে জিনিসটা আমার মনের মত নয়, বা অপছন্দ, সেটা নিয়ে ইন্টারেস্ট নেই - যেমন ক্রিকেটে উথালপাথাল হলেও আমার কিস্যু মনে হয় না। এর সাথে নিরপেক্ষতার সম্পক্কো নেই। স্পেশ্যালি যে জিনিসের আঁচ আমার গয়ে পড়ছে না, সেটা নিয়ে তো ইন্টারেস্ট খুব কম লোকেরই থাকে। তো সেরকমই ধরে নাও। সিঙ্গুরের আফটারএফেক্টের আঁচ যদি কারো গায়ে না লাগে, তার হেলদোল থাকবে না - স্বাভাবিক। আমি এতে এখন আর অবাক হই না।
Arijit | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩২ | 61.95.144.123
ন্যাড়াস্যারের জন্যে একটা কোশ্চেন ছিলো - একটা লিনাক্স বক্সে মাল্টিপল নেটওয়ার্ক ইন্টারফেস কি করে করা যায়? একটা ফিজিক্যাল NIC-তে হয়, নাকি একাধিক NIC লাগাতেই হবে?
Blank | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩১ | 65.218.154.195
ঐ হলো, কিন্তু জিনিসটা খুব খারাপ।
Arijit | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩০ | 61.95.144.123
এটাকে নিরপেক্ষতা বলে না। এবং নিরপেক্ষ বলে কিছু আদৌ হয় কিনা সন্দেহ আছে।
Blank | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৬ | 65.218.154.195
অনেককেই। অনেকের ই হেলদোল নেই কিছুতেই। তারা। আমি কিছুদিন ধরে এটাই দেখছি। (মানে এটা একটা জেনারেল স্টেটমেন্ট। কিন্তু আমাকে ভাবাচ্ছে)
Arijit | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৪ | 61.95.144.123
কাদের নিরপেক্ষ বলছো?
Blank | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১১:২২ | 65.218.154.195
জগতে কি নিরপেক্ষ মানুষের সংখ্যা বেড়ে গেছে? সত্যি জগত টা উচ্ছন্নে যাবে
AB | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৭ | 71.231.92.161
না না অধমের নাম আনন্দ, কিন্তু এখানে কিছুদিন আগে আর একজন ঐ নামে লিখছিলেন, তাই নিজের first আর last initials দিলাম
খুব ভুল না করলে আমি r-এর সমসাময়িক
siki | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪২ | 122.160.214.86
AB কি শ্রী দেবনাথ?
AB | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪১ | 71.231.92.161
অসংখ্য ধন্যবাদ Blank; সব একেবারে ঠিকঠাক দেখতে পাচ্ছি
"আনন্দে' চোখে প্রায় জল চলে এসেছিল, শেষে "ভগবানের' নাম নিয়ে নিজেকে শান্ত করলাম
Blank | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১০:১৭ | 65.218.154.195
সিফো টা বেশ পড়াকু ছিল ছোট বেলায়। সারা কমিকস জুড়ে শুধু পড়ালো কম্পু নিয়ে, আর বলে নাকি ভাল গপ্প। পড়াশুনো কখনো ভালো হয় রে বোকা?
sinfaut | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১০:০১ | 165.170.128.66
গপ্পটা তো ভালো লাগলো, ব্রাউজারটা না।
Blank | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫৯ | 65.218.154.195
ভয়ানক বোরিং গপ্প
sinfaut | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫০ | 165.170.128.66
ব্যাস আপনার পিছিয়ে পরার দিন শেষ। এবারে শুধু এগিয়ে চলুন ঃ)। এমনকি ভগবান ছারাও কাউকে আর ভয় পেতে হবে না।
Ishan | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ০৪:০৫ | 12.163.39.254
বলতে চেয়েছিলাম মিঠুর সেল ফোন এসে গেছে। ঃ)
Ishan | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ০৪:০৫ | 12.163.39.254
মিঠু কলকাতা পৌঁছে গেছে। কারো ফোন নাম্বার লাগলে আমাকে মেল কোরো।
AB | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ০৩:১৬ | 170.35.224.63
দিন কয়েক আগে এখানে কেউ একজন বলেছিলেন FireFox-এ আবাপ পড়া যাচ্ছে Mac Machine-এ
আমি Firefox 3.0 ইনস্টল করলুম কিন্তু তারপরেও যে কে সেই
কিছু critical ব্যাপার মিস করেছি মনে হচ্ছে। কেউ সাহায্য করবেন প্লিজ
mita | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ০৩:১১ | 24.211.173.47
অক্ষ, Amy Goodman দের খবর টা জানানোর জন্য থ্যান্কু। ওনার মতন জার্নালিস্টকে যদি এরকম ভাবে ট্রীট করে তাহলে বাকিদের কি করছে ভাবো! আর CNN এই বিষয়ে চুপ। কোথাও রিপোর্ট ও দেখলাম না। Of course that is understandable কিন্তু তাও খারাপ লাগলো।
Div0 | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ০২:৩৬ | 160.83.72.211
সোমবারের ছুটিটাও বড্ড মিষ্টি ছিলো। আহা।
Div0 | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ০২:৩০ | 160.83.72.211
আমি।
RATssss | ০২ সেপ্টেম্বর ২০০৮ ২২:৫৪ | 63.192.82.30
সপ্তাহের মধ্যে ছুটি বেশ ভাল ব্যাপার। দুদিন কাজ, একদিন বিশ্রাম, আবার দুদিন ভাট থুরি কাজ।
Arpan | ০২ সেপ্টেম্বর ২০০৮ ২২:১৮ | 122.252.231.206
কাল মিষ্টি করে একটা ছুটি এখানে। সপ্তাহের ঠিক মাঝখানে। ঃ)
RATssss | ০২ সেপ্টেম্বর ২০০৮ ২১:৪৮ | 63.192.82.30
ছুটি শেষ না হলে পরের ছুটি আসবে কেমনে? আর ছুটি না এলে কি সাংঘাতিক কাণ্ড হবে তা বলার কোন মানে হয় না। আর মাত্র চার দিন, তার পরেই ২দিনের মিষ্টি উইকেণ্ড ঃ-)
Blank | ০২ সেপ্টেম্বর ২০০৮ ২১:৩১ | 170.153.62.251
ছুটি গুলো শেষ হওয়ার কোন মানেই হয় না। আর হলেও ছুটির পরে দুদিন মেল বক্স ব্লক থাকা উচিৎ
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন