অজ্জিত মাইরি সুযোগ পাইলেই লিনাক্সের হয়ে একটু ক্যাম্পেনিং করে নেয়। নাহলে, "সহজ উপায়" আর "কঠিন উপায়" এরকম যারপরনাই উল্টো হয়। ঃ-০
Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১৩:৫২ | 61.95.144.123
কঠিন উপায় - কিছু ওয়েবসাইট আছে যেগুলো ভিতরে হুইজ ইমপ্লিমেন্ট করেছে, সেখানে আইপি দিলে লোকেশন দেখায়। আইপি ট্র্যাকার বলে গুগুলে খোঁজ নাও।
সহজ উপায় - নিজের মেশিনে লিনাক্স (বা নেহাত জানলাবাজ হলে সিগউইন) লাগাও, হুইজ (whois) দিয়ে নিজেই দেখে নাও।
আগে একবার কিছু না ভেবেই যিনি জিগ্গেস করেছিলেন তাঁর আইপি থেকে পুরো ইনফো এখানে ফেলে দিয়েছিলাম বোকার মতন, সেটা ভালো হয়নি। এবার আর না। নিজের ইনফো নিজে দ্যাখো।
sinfaut | ২৮ আগস্ট ২০০৮ ১৩:৫০ | 165.170.128.65
google এ ip trace search মেরে কিংবা, ইউনিক্স থাকলে whois <ip> করে।
Amit Basu | ২৮ আগস্ট ২০০৮ ১৩:৪৭ | 59.93.182.166
IP দেখে কি ভাবে বোঝা যায় কোনখানের IP ? বোকা বোকা প্রশ্নকরলাম না কি?
siki | ২৮ আগস্ট ২০০৮ ১৩:৪৫ | 203.122.26.2
আমাদের টিমে এক কচি গান্ধিজি আছেন। নন ভেজ ছিলেন, মায়ের কথায় ভেজি হয়ে গেছেন।
papiya | ২৮ আগস্ট ২০০৮ ১১:৫১ | 74.192.194.238
হ্যাঁ, শান এর meat masala দিয়ে আমিষ নিরামিষ সব কিছু অতি সুস্বাদু হয়। তবে সেসব যারা ফাঁকিবাজ রাধুনী তাদের জন্য ঃ))
bozo | ২৮ আগস্ট ২০০৮ ১১:৫০ | 68.227.84.133
আমি তো বরাবর সসেজ লিঙ্ক দিয়ে সম্বর রান্না করি। আমার প্রবল ভেজিটেরিয়ান দক্ষিনী বন্ধু একবার সেই সম্বর খেয়ে কি খিস্তি। মাংস খেয়ে ফেলেছে !!!
এখন ওকে কখনো ডাকলে ও আগে শুভ্রা কে জিগ্গেস করে নেয় কে রান্না করবে। আমি রান্না করব শুনলে আসবেই না ঃ-)
তবে সেরা হল অঙ্কুর। আমরা কানপুরে একসাথে ছিলাম। তাই সেম স্কুলে আসায় রুমমেট হলাম। প্রথমে তো দুজনেই বার্গার সকালে বিকালে। দুম করে একদিন বলল ও ইউ পির ব্রাক্ষ্মন, ওর বাড়ীতে পেয়াঁজ allowed নয় আর ও এই সব খাচ্ছে। সেদিন ও ভেজ হল। তারপরে দুই বছর আমাদের বাড়ীতে ভেজ হত। থার্ড ইয়ারে বাধ্য হয়ে আমরা রান্না আলাদা করলাম। অর খালি ভেজ দিয়ে আমার চলছিল না। তখন আমি নন ভেজ রান্না করতাম। অংকুর ট্যাকো বেল এ খাতা খুলে নিল। মাঝে মাঝে আমি চিকেন রান্না করলে ও দিব্বি গ্রেভি টা দিয়ে পরোটা খেয়ে নিত। একবার চিংড়ি দিয়ে বাঁধাকপি রেঁধেছিলাম। ও চিংড়ি গুলো ফেলে দিয়ে খেয়ে নিল। এত খিস্তি দিয়েছিলাম, অন্তত চিংড়িগুলো তো আমার জন্য রাখতে পারত।
Tim | ২৮ আগস্ট ২০০৮ ১১:৪৯ | 24.127.39.26
আমাদের প্রথম বাড়িটাও তাই ছিলো। ঘরে একজন চেন স্মোকার থাকলে যা হয়! যাব্বাবা, দুটো বেজে গ্যালো! টাটা।
bozo | ২৮ আগস্ট ২০০৮ ১১:৪৩ | 68.227.84.133
আমরা তো প্রথমে এসেই ফায়ার অ্যালার্ম গুলো খুলে দিয়েছিলাম, ঐ ঘরে বিড়ি খাবার জন্য। কতদিন হয়েছে এক হতে সিগারেট নিয়ে রান্না করতে গিয়ে কেচিয়ে গেছে। ডালের মধ্য ফোড়ন টোড়ন সহ কিছুটা সিগারেটের ছাই।
অমলেট নিয়ে সবারই মজার গপ্প আছে। আমার এক বন্ধু (খুব ভালো রাঁধুনি এমনিতে) শেষরাতে ঘুমচোখে অমলেট বানাতে গিয়ে আগুন লাগিয়ে দিয়েছিলো ঘরে। শেষে যাতা রকম চাপ হয়েছিলো। ঃ)
Tim | ২৮ আগস্ট ২০০৮ ১১:৪১ | 24.127.39.26
হ্যাঁ এটা ভালো পদ্ধতি। একদিন মাটন মিক্স দিয়ে ফুলকপি রান্না করে দেখলাম লোকজন হেব্বি প্রশংসা কল্লো। ঃ-)
bozo | ২৮ আগস্ট ২০০৮ ১১:৪০ | 68.227.84.133
আমার এক বন্ধুর গল্প। ওর বাড়ী একদিন গিয়ে সকালে অমলেট বানাবো। প্যানে ডিম , পেয়াঁজ ইত্যাদি গোলা টা দেবার পরে ওকে বললাম অমলেট টকে ওল্টাতে হবে কিছু একটা দে।। প্রথমে একটা চামচ দিল। আমি বললাম আরে এটা তো কার্ভড। একটা ফ্ল্যাট কিছু দে। অম্লান বদনে সে এগিয়ে দিল কাটিং বোর্ড!!
Tim | ২৮ আগস্ট ২০০৮ ১১:৩৯ | 24.127.39.26
এত রাতে খাবারের কথা না বল্লেই ভালো হতো। খিদে পেয়ে যাচ্ছে। ঃ-(
Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১১:৩৮ | 61.95.144.123
আরে এক একটা রান্নায় এক এক রকম। চিকেন রেজালায় গরম তেলে আগে গরমমশলা, তারপর চিকেন। নর্মাল বাঙালী মাংসে কষর সময়, এবং, শেষেও একটু।
আমি শ্লা টেক অ্যাওয়ে খুলবোই খুলবো।
Blank | ২৮ আগস্ট ২০০৮ ১১:৩৮ | 65.218.154.195
আমার কাছে দু তিন রকম চিকেন মশলা আর একটা ছোলে মশালা একটা কি যেন মাটন মশালা আছে। আমি ওগুলো সব কিছুতে একটু একটু করে দি ঃ)
Blank | ২৮ আগস্ট ২০০৮ ১১:৩৬ | 65.218.154.195
মাংস ই তো কষা হয়।
Tim | ২৮ আগস্ট ২০০৮ ১১:৩৬ | 24.127.39.26
ঘিয়ের সাথেও তো দেয়। নামাবার আগে। কতক্ষণ আগে জানিনা।
Tim | ২৮ আগস্ট ২০০৮ ১১:৩৫ | 24.127.39.26
তোদের পরীক্ষা করছিলুম। সিকি ছাড়া সব্বাই ফেল! ;-)
Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১১:৩৩ | 61.95.144.123
নট নেসেসারিলি। অনেক রান্নায় কষার সময় গরম মশলা দেয়, যেমন ছোলে। এবং বাঙালী গরম মশলা ও পাঞ্জাবি গরম মশলায় তফাতও আছে।
Blank | ২৮ আগস্ট ২০০৮ ১১:৩২ | 65.218.154.195
খানিক ক্ষন মানে কি?
siki | ২৮ আগস্ট ২০০৮ ১১:৩১ | 203.122.26.2
তিমি,
গরম্মশলা দেয় রান্না হয়ে গেলে। ওভেনটা নেভানোর আগে খাবারের ওপরে একটু গরম মশলা ছড়িয়ে অল্প আঁচে খানিকক্ষণ রেখে নামিয়ে নেয়।
san | ২৮ আগস্ট ২০০৮ ১১:৩০ | 220.227.64.98
লাল বা সোনালি রঙের পটল ভাজা আমি কক্ষনো খাইনি। দেখিওনি।
Tim | ২৮ আগস্ট ২০০৮ ১১:২৯ | 24.127.39.26
ভাজা হলে সব জিনিস লাল হয়ে যায়। নয়ত সোনালী। এরকমই শুনেছি।
tania | ২৮ আগস্ট ২০০৮ ১১:২৯ | 99.129.198.36
হেহেহেহে এটা তো পুরো আমার পরিচিত এক ভদ্রমহিলার মত শোনালো! ওনাকে যে খাবারের রেসিপিই জিগেস করি, ওনার একই উত্তর 'ঐ তো মা, আদা রসুন আর জিরে হলুদ।' আমার অ্যায়সা রাগ হয়ে গেছিল যে উনি যখন আমায় মালপোয়ার রেসিপি জিগালেন, আমিও হাত ঘুরিয়ে বলেছিলাম, 'কেন মাসিমা, আদা রসুন আর জিরে হলুদ'!
Blank | ২৮ আগস্ট ২০০৮ ১১:২৮ | 65.218.154.195
যা বাবা, রান না করে করেই তো শ্রী লংকা হেরে গেলো
Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১১:২৮ | 61.95.144.123
এদের দেখে বুঝতে পারছি টেক অ্যাওয়েগুলো চলে কি করে। আমি একটা টেক অ্যাওয়ে খুলি বরং। আইটিগাইয়ের চে ওটা ভালো।
san | ২৮ আগস্ট ২০০৮ ১১:২৭ | 220.227.64.98
রান্না জিনিসটাই বেশ কনফিউজিং। সবই বলবে এর পরে একটু ভাজতে হবে। কিন্তু ঠিক কিকরে বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে এবার পরের স্টেপে যও সেটা কেউ বলেনা ঃ-(
জগতের সবচেয়ে ভাল মশলা হলো, ম্যাগীর সাথে দেয়া মশলর প্যাকেট। যে খাবারে দাও না কেন, সব চলে যাবে
Blank | ২৮ আগস্ট ২০০৮ ১১:২৫ | 65.218.154.195
ফোড়ন ব্যপারটাই ভয়ানক ফিসি
Blank | ২৮ আগস্ট ২০০৮ ১১:২৪ | 65.218.154.195
যে কোনো গরম খাবারে দেয়
san | ২৮ আগস্ট ২০০৮ ১১:২৩ | 220.227.64.98
কেন, রান্নার সময় দ্যায়।
Tim | ২৮ আগস্ট ২০০৮ ১১:২৩ | 24.127.39.26
এইটা ভালো মনে করালো। গরম মশলা কখন দেয় ? আমি রোজই দেখি জিনিসটা (প্যাকেটে নাম লেখা থাকে), কিন্তু ভরসা পাই না। ঃ-(
tania | ২৮ আগস্ট ২০০৮ ১১:২৩ | 99.129.198.36
ধুত্তেরি, হচ্ছে জিরে ফোড়নের কথা, এর মধ্যে আবার পাঁচ ফোড়ন, গরম মশলা এল কোথা থেকে? ঃ-)
Blank | ২৮ আগস্ট ২০০৮ ১১:২০ | 65.218.154.195
গরম মশলা জিনিসটাও খুব কনফিউসিং।
Tim | ২৮ আগস্ট ২০০৮ ১১:১৮ | 24.127.39.26
হুঁ, পাঁচ ফোড়ন খুঁজে পাওয়া খুব শক্ত। নাম লেখা না থাকলে।
san | ২৮ আগস্ট ২০০৮ ১১:১৮ | 220.227.64.98
না না। ফোড়ন খুঁজে পাওয়া খুব চাপ। প্রথমে এক রকম দেখতে অনেক গুলো কৌটো খুলে গন্ধ শুঁকে শুঁকে দেখতে হয় , কয়েকটাকে এলিমিনেট করতে করতেই তেল প্রচন্ড গরম হয়ে যায়, তখন হাতে যেটা থাকে সেটাই দিয়ে দিতে হয়। এই করতে গিয়ে আমি কয়েকবার গরম মশলা ফোড়ন দিয়ে বিভিন্ন রান্ন করেছি সেইগুলো ভয়ানক ঝাল হয়ে গেছিল।
Blank | ২৮ আগস্ট ২০০৮ ১১:১৭ | 65.218.154.195
আর ফোড়ন মানে যে পাঁচ ফোড়ন তা আমি জানি। সে জিনিস মাসকাবারি ফর্দে লেখে। কিন্তু সেটা কোথায় আছে তা কেউ কি করে জানবে? কোনো ইউনিভার্সাল ফোড়ন রাখার জায়গা হয় কি?
san | ২৮ আগস্ট ২০০৮ ১১:১৬ | 220.227.64.98
আহা মামী তো কোলকাতায়, তিনি তো সেখানে ছিলেন না ঃ-)
Blank | ২৮ আগস্ট ২০০৮ ১১:১৫ | 65.218.154.195
আমি কি রান্না করি না নাকি x-(
Blank | ২৮ আগস্ট ২০০৮ ১১:১৫ | 65.218.154.195
খেতেই পারি, আমি তো নিজেও রান্না বান্না করে খাই
Tim | ২৮ আগস্ট ২০০৮ ১১:১৫ | 24.127.39.26
এরপর একদিন শুনবো ব্ল্যাংকিও রান্না করে। ;-)
Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১১:১৫ | 61.95.144.123
হায় কপাল। নিজের বউকে জিগ্গেস কোরো - মানে যখন বউ আসবে তখন।
tania | ২৮ আগস্ট ২০০৮ ১১:১৪ | 99.129.198.36
আমার বর ব্ল্যাংকিকে নির্ঘাৎ নেমন্তন্ন করে খাওয়াবে, এমন মনের মত কথা বলেছে ঃ-) এখন কথা হল ব্ল্যাংকি সেই রিস্ক নেবে কিনা ;-)
Blank | ২৮ আগস্ট ২০০৮ ১১:১২ | 65.218.154.195
তানিয়া দি যে মজার কথাটা বললো সেটা মজার কেন? ফোড়ন খুঁজে না পাওয়াটা কি জোকস?
Blank | ২৮ আগস্ট ২০০৮ ১১:১১ | 65.218.154.195
আরে থুতনি হলো চিন্তা করার সুইচ। থুতনি চুলকোলে চিন্তার সার্কিট টা ক্লোজড হয়, তখন চিন্তা গুলো মাথায় ঢোকে
tania | ২৮ আগস্ট ২০০৮ ১১:১১ | 99.129.198.36
আমার বর একবার রান্না করতে শুরু করেছিল। বললাম, তেল গরম হলে কড়ায় জিরে ফোড়ন দাও। তো স্মোক ডিটেক্টর ট্যাঁ ট্যাঁ করে বিস্তর চিল্লানোর পর কর্তা হাঁপাতে হাঁপাতে এসে বলে, কি গো? জিরে তো দিয়েছি, কিন্তু ফোড়ন তো খুঁজে পাচ্ছি না!
Blank | ২৮ আগস্ট ২০০৮ ১১:১০ | 65.218.154.195
মামুর পোমো রান্না, ওতে সব্জি লাগে না। ওখানেই তরকারির পোমোঙ্কÄ।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন