এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ২১ আগস্ট ২০০৮ ০৯:৪৭ | 61.95.144.123
  • বুক করেছিলুম এয়ারটেলে, আর নেবো না। মনে হয় এরকম অনেকেই নেবে না।
  • Arijit | ২১ আগস্ট ২০০৮ ০৯:৪৪ | 61.95.144.123
  • দুশো আর সাড়ে তিনশো ডলারের আইফোন কোন যুক্তিতে বা কোন এক্সচেঞ্জ রেটে ৩১০০০ আর ৩৬০০০ তাকা হয় সে আমার মাথায় কিছুতেই আসছে না।
  • Tim | ২১ আগস্ট ২০০৮ ০৯:৩৭ | 24.127.39.26
  • ২০০ মিটারের ভিডিও এনবিসিতে রাখেনি, সেটাও একটা ব্যাপার।
    আর, ১০০ মিটারের ভিডিও শুরু হচ্ছে মাইকেল জনসনের রেকর্ড দিয়ে। ঃ)
  • Arpan | ২১ আগস্ট ২০০৮ ০৭:৫৮ | 122.252.231.206
  • যাঃ। আজ্জো ২০০ মিটারটা দেখেনি? পুরো ১০০ মিটারের রেপ্লিকা।
  • Du | ২১ আগস্ট ২০০৮ ০৭:৪৭ | 71.170.134.92
  • আজকে আবার দেখছি মজার আচরণে পপুলার হয়ে যাবার পর ভালোই দেখাচ্ছে। হ্যাঁ ওটাই বলছিলাম, তারপর ইয়াহু হোম পেজে দেয়নি, এইসব আর কি।
  • arjo | ২১ আগস্ট ২০০৮ ০৬:৫৬ | 24.214.28.245
  • **উসেইন
  • arjo | ২১ আগস্ট ২০০৮ ০৬:৫২ | 24.214.28.245
  • উসেনইন বোল্ট হেব্বি। যেভাবে হেলায় ১০০ মিটার দৌড়েছে। গুরুদেব পুরো। কি রেলা। আমি ফ্যান হয়ে গেছি। আচ্ছা ওর নিশ্চয়ই ডোপ টেস্ট হয়ে গেছে।
  • bozo | ২১ আগস্ট ২০০৮ ০৫:৫১ | 128.111.119.235
  • দু দি, উসেইন এর ঘটনা টা কি? NBC লাইভ কভারেজ করে নি সেটা? আরো বাজে হল জিমন্যাস্টিক ও বেলার বকবকানি। যেন জিমন্যাস্টিকের মহিলাদের সব ভিভাগে সব পদক গুলো-ই ইউ এস এর পাওয়া উচিত!
  • Du | ২১ আগস্ট ২০০৮ ০৩:১৪ | 67.111.229.98
  • ভুলভাল জায়গায় বললেন শ্যামলদা। অলিম্পিকে জাতীয়তাবাদের সংকীর্ণ রূপ দেখে খারাপ লাগছিল যদিও অনেক ক্ষেত্রেই( হে, উসেইন বা পোল ভল্ট নিয়ে)। নিজেদের জয় তো ভালো লাগাটা স্বাভাবিকই , অন্যের কৃতিত্বকে ছোট না করে ।
  • bozo | ২১ আগস্ট ২০০৮ ০১:৩৪ | 128.111.119.235
  • না, শ্যামল দা অলিম্পিক দেখে দুঃখ পেয়েছেন।
  • Blank | ২১ আগস্ট ২০০৮ ০১:১১ | 170.153.62.251
  • অপেক্ষিং
  • Bratin | ২১ আগস্ট ২০০৮ ০০:৫৯ | 198.45.18.70
  • যতদূর জেনেছি এখুনি কোন যুক্তিজাল নিয়ে উনি ফিরে আসবেন।
  • Tim | ২১ আগস্ট ২০০৮ ০০:৪১ | 24.127.39.26
  • অর্পণ,
    ঃ-)))
  • a x | ২১ আগস্ট ২০০৮ ০০:৩৯ | 143.111.22.23
  • আজ কি?
  • bozo | ২১ আগস্ট ২০০৮ ০০:৩২ | 128.111.119.235
  • আমাদের শ্যামল দা আজ শোকে মূহ্যমান। ওনাকে আর কেউ কিছু বল না। আজ ওনার মনে গভীর দুঃখ। প্রার্থনা করি এই শোক উনি দ্রুত সামলে উঠবেন।
  • Blank | ২১ আগস্ট ২০০৮ ০০:২৭ | 170.153.62.251
  • আর চাবি টাও নাকি ফেলে দেবে
  • Blank | ২১ আগস্ট ২০০৮ ০০:২১ | 170.153.62.251
  • অরুন্ধতি রয় কে জেলে পুরে দেবে সরকার ঃ)
  • subha | ২১ আগস্ট ২০০৮ ০০:১৭ | 128.252.20.65
  • জায়ানে্‌ট্‌সর QBeli manning এর সঙ্গে কিন্তু আমর খুব ভালো সম্পর্ক, মাঝে মাঝেই এক সাথে লান্‌চ করি, কফি খাই--ঃ)

    আর জায়ানে্‌ট্‌সর special team এর পান্টার, --নাম টা কি যেন মনে পড়ছে না, আরে সে তো আমাদের পাড়তেই থাকে--তাই না?

    তাদের জন্যে উতসাহিত হব না কোথাকার কে এক রাইফেল শ্যুতার, কুস্তিগীরঃ)
  • a x | ২১ আগস্ট ২০০৮ ০০:১০ | 143.111.22.23
  • অভিনব বিন্দ্রার মেডেল নিয়ে নাচানাচি জাতীয়তাবাদ উদ্বুদ্ধ তো বটেই, কিন্তু রাইট কন্সার্ভেটিভ লোক জাতীয়তাবাদকে সংকীর্ণ বলছে দেখে আমি প্রচুর মস্তি পেলাম।
  • aja | ২১ আগস্ট ২০০৮ ০০:০৯ | 207.47.98.129
  • এটা কি তারাপদ?
  • Arpan | ২১ আগস্ট ২০০৮ ০০:০৫ | 122.252.231.206
  • গর্ব ভাল নয়, কারণ সংকীর্ণ। মাত্র আড়াই অক্ষরের।

    অন্যদিকে অহংকারকে দেখুন। মোট পাঁচ অক্ষরের। বেশ প্রশস্ত। কোন মতেই সংকীর্ণ বলা যায় না।

    কাজেই গর্ব বেশ খারাপ, কিন্তু অহংকার বেশ ভাল। ঃ)
  • aja | ২০ আগস্ট ২০০৮ ২৩:৪৮ | 207.47.98.129
  • না না, আমি পড়ছি তো। এই তো পা পিছলে পড়লাম একটু আগে।
  • Tim | ২০ আগস্ট ২০০৮ ২৩:৪৭ | 24.127.39.26
  • অজদা পড়ছে না, আর পিছিয়ে পড়ছে। ঃ-))
  • aja | ২০ আগস্ট ২০০৮ ২৩:৩৭ | 207.47.98.129
  • তিমি কি শুনল?
  • Bratin | ২০ আগস্ট ২০০৮ ২৩:৩১ | 198.45.18.70
  • ঃ-)))
  • Tim | ২০ আগস্ট ২০০৮ ২৩:৩০ | 24.127.39.26
  • এরপর শুনবো দেশে জঙ্গি হানায় শ'খানেক লোক মারা গেলেও তাদের জন্য খারাপ লাগা মানে সংকীর্ণ জাতীয়তাবাদ। হাজার হোক, আমরা তো আর তাদের নাম জানিনা।
    মরুগ্গে, কাজ করি গিয়ে।
  • Bratin | ২০ আগস্ট ২০০৮ ২৩:২০ | 198.45.18.70
  • সত্যি আর পার যায় না!! ঃ-))
  • Tim | ২০ আগস্ট ২০০৮ ২৩:১২ | 24.127.39.26
  • যত্তসব!
  • sinfaut | ২০ আগস্ট ২০০৮ ২০:১৪ | 117.195.194.216
  • গুরু সন্ধে হলেই ৫০৩ নং সার্ভিস দেখিয়ে দেয়।
  • dear | ২০ আগস্ট ২০০৮ ১৬:৩৩ | 117.99.26.137
  • siki | ২০ আগস্ট ২০০৮ ১৬:২২ | 202.140.54.29
  • গুরু, টিউটোরিয়ালটা পড়ে নাও প্লিইইইইজ।
  • Nurunnaharshireen | ২০ আগস্ট ২০০৮ ১৬:২০ | 202.191.127.4
  • আমার বেশ লাগে্‌ছ ম্‌তামে্‌তর
    এই পাতা।আমার ক্বিতা পে্‌ড়্‌বন?আমার বি থেকে ছোটো এক্টা ন্মুনাঃ

    বাতাএস্র জ্ব্য এইলিইয----

    আছে,আছি শ্‌ব্‌দ দুটি
    নিরীহ গাছের মে্‌তা
    আদি,অকৃত০রিম ছায়া
    মায়া বে্‌ল্‌ল মায়া।
    পাশাপাশি যেন ন্দী
    ব্‌হ্‌মান্তায় সান্দ০র
    কিন্তু ব্‌ন-নায় উন্মত্ত।।।।
    ক্ষি্‌য়্‌ক্ষ্‌ত পুন্রায় পুষিএয়ো যায়-
    প০রায় সের্ক্মি এক এশীয় প০র্জৃতি-
    আছে,আছি শব্দ দুটি।
  • Arpan | ২০ আগস্ট ২০০৮ ১৬:১০ | 202.91.136.4
  • ঐটা ১/৮ ফাইনাল। মানে কোয়ার্টার ফাইনাল। ঃ)

    সেখানে হেরে বেস্ট লুজার হিসাবে আরো দুটোতে জিতে সেমিফাইনালে উঠে জিতেছে।
  • Suvajit | ২০ আগস্ট ২০০৮ ১৫:৪৮ | 124.183.166.189
  • হ্যাঁ তাই দেখছি। এই তো দশটায় ফাইনালে হেরেছে, তারপর চারটে তে রাউন্ড ১, রাউন্ড ২ আর পাঁচটায় ব্রোঞ্জের জন্য - এই তিনটেতে জিতেছে।

    তো আগে ফাইনাল হয় ??!!!
  • Arpan | ২০ আগস্ট ২০০৮ ১৫:৩৯ | 202.91.136.4
  • না, টোটাল চারটে লড়েছে দেখছি। একই দিনে।
  • Arpan | ২০ আগস্ট ২০০৮ ১৫:৩৬ | 202.91.136.4
  • Repechage বলছে তো। মাত্র দুটো লড়েছে। আগেরটা হেরেছিল।

    http://results.beijing2008.cn/WRM/ENG/Schedule/WR.shtml

    এইটা কি বেপার হলো?
  • Suvajit | ২০ আগস্ট ২০০৮ ১৫:৩৪ | 124.183.166.189
  • নাহ এতো বলছে শুধু কাংসপদকই জিতেছে, কেসটা কি হোলো? সেমিফাইনালে কি হেরে গেছে ? তাতো লেখা দেখলাম না কোথাও!!
  • Suvajit | ২০ আগস্ট ২০০৮ ১৫:৩০ | 124.183.166.189
  • সুশীলের ব্রোঞ্জ নিশ্চিত, দেখা যাক রূপো কিম্বা সোনা হয় কিনা।
  • Arpan | ২০ আগস্ট ২০০৮ ১৫:২৪ | 202.91.136.4
  • গুড। আর একখানা অন্তত কি হবে আজ বিকেলে?
  • sarathi | ২০ আগস্ট ২০০৮ ১৫:০৭ | 61.14.13.7
  • r "সুশীল" দের কথা তুলে সুশীল কুমারকে কলুষিত করবেন না ;)
  • r | ২০ আগস্ট ২০০৮ ১৫:০৩ | 59.161.75.198
  • এতদিনে "সুশীল" একটি পদক জিতিলেন। ;-)
  • r | ২০ আগস্ট ২০০৮ ১৪:৫৮ | 59.161.75.198
  • কুস্তিতে আর অ্যাকখান মেডেল জিতসি। ঃ-))
  • siki | ২০ আগস্ট ২০০৮ ১২:২৬ | 202.140.54.29
  • ভোঁদাফোনের মেল আমার কাছেও এসেছে।
  • lcm | ২০ আগস্ট ২০০৮ ১১:৫৯ | 71.132.138.180
  • ব্ল্যাংক, সরি আমি দেশে কত দাম জান না। ফাল্‌তু এখানে কত দাম ইত্যাদি নিয়ে ভাটালাম।

    দেশে মোবাইল ডেটা প্ল্যান কিরকম খরচ কেউ জানে। এখানে যেমন আনলিমিটেড নেট ধরো কুড়ি থেকে চল্লিশ ডলার মাসে। কিন্তু, এখানে জেনারেলি এর মধ্যে আনলিমিটেড টেক্সট্‌ মেসেজিং ধরা থাকে না।
  • Arpan | ২০ আগস্ট ২০০৮ ১১:৫৯ | 202.91.136.4
  • ১৫ থেকে ২৩ এইরকম রেঞ্জে পাওয়া যায়।
  • lcm | ২০ আগস্ট ২০০৮ ১১:৫১ | 71.132.138.180
  • htc 620 । আমি t-mobile ব্র্যান্ড - t-mobile dash কিনেছিলাম। ইবে বা ক্রেইগস্‌লিস্ট - এই দুটোর কোথাও থেকে কিনেছিলাম। বছর দু-আড়াই আগে (২০০৫/২০০৬), দাম পড়েছিল অ্যাবাউট দুশো ডলার। আমার ক্যারিয়ার at&t। তারপর t-mob হার্ডওয়ার আনলক, সফটওয়ার আনলক করতে হল। ঠিক করলাম t-mobile এর সব উড়িয়ে দেবো, তখনই os উড়িয়ে দিয়ে wm 4.x করলাম বোধহয়, নাকি wm 5.x হবে। পরে, আবার wm 6.1 করেছিলাম।
    এখন বোধহয় ফ্রি তে পাওয় যায়, ২ বছরের প্ল্যানে। আনলকড ভার্সান বাইরে কমে পাওয়া উচিত।
  • Blank | ২০ আগস্ট ২০০৮ ১১:৪৬ | 65.218.154.195
  • :-D
  • Arpan | ২০ আগস্ট ২০০৮ ১১:৪৫ | 202.91.136.4
  • থাক থাক, জানা ছিল না বাছা তোমার এত গুণ আছে। ঃ)
  • Blank | ২০ আগস্ট ২০০৮ ১১:৪৪ | 65.218.154.195
  • ওসবে চাপ নিও না, চেক বই টই বড় সরল সোজা জিনিস ঃ)
  • Arpan | ২০ আগস্ট ২০০৮ ১১:৪৩ | 202.91.136.4
  • টুকে কী করবি? আমার চেকবই কোথায় পাবি?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত