বিমানবাবুর একটা ছবি পেলাম এই মাত্র। কি সব ছেলেপুলে। ঃ)
I | ০৭ আগস্ট ২০০৮ ২২:০১ | 59.93.220.126
মামু জীবনে কখনো ফার্স্ট হতে পারলো না। ঃ)))
Ishan | ০৭ আগস্ট ২০০৮ ২১:৫৯ | 12.163.39.254
আম্মো জানিয়ে দিলাম। আমি সেকেন। ঃ)
I | ০৭ আগস্ট ২০০৮ ২১:১০ | 59.93.220.126
সামরানদি, আগাম শুভ জন্মদিন। আর তিন ঘন্টারও কম ।
Sudipta | ০৭ আগস্ট ২০০৮ ১৯:৪৩ | 122.169.150.209
অজ্জিতদা, অপ্পনদা, লাইভ ম্যাচ রিপোর্ট দিয়ে দিয়েছি টই-তে দেখো ;-) ফাইনাল-ও দেখতে যাবো কথা আছে।
arjo | ০৭ আগস্ট ২০০৮ ১৯:১৬ | 168.26.215.54
বাঙলী খাওয়া ছাড়া আর কিছু শেখে নি বলে। ভাত, ডাল থেকে শুরু করে কফি, সিগারেট সবই আমরা খাই।
r | ০৭ আগস্ট ২০০৮ ১৮:৫৯ | 198.96.180.245
কফি খাওয়ার কি দরকার?
Arijit | ০৭ আগস্ট ২০০৮ ১৮:৩২ | 61.95.144.123
ফিল্টার কফির মেশিন কিনবো। নইলে খাবো কোত্থেকে?
Div0 | ০৭ আগস্ট ২০০৮ ১৮:৩১ | 203.187.134.12
অজ্জিত কি কিনতে চাইছো? ওসব বোঁটকাগন্ধওয়ালা পদাত্থ কিনো নো।
Arpan | ০৭ আগস্ট ২০০৮ ১৮:৩০ | 202.91.136.71
না না ফুটবল নিয়ে আছে তো। রোনাল্ডো-মেসি-কাকাদের খবরে আর ছবিতে ভর্তি। ঃ)
Arijit | ০৭ আগস্ট ২০০৮ ১৮:২৯ | 61.95.144.123
ব্যারিস্তার ল্যাটে টা বেশ ভালো, অনেকটা ক্রীম দেয় - কিন্তু ক্রীমটা ঠাণ্ডা দেয় বলে কফিটা ঠাণ্ডা হয়ে যায়।
কবে যে এখানে কর্নিশ ক্লটেড ক্রীম পাওয়া যাবে;-)
Arijit | ০৭ আগস্ট ২০০৮ ১৮:২৭ | 61.95.144.123
তা নিজে কিনলে? আম্মো কিনবো - কত দাম?
Arijit | ০৭ আগস্ট ২০০৮ ১৮:২৬ | 61.95.144.123
আর এই বা**র মিডিয়া। বা**র ক্রিকেট নিয়ে আলবা** কভারেজ দেবে, কিন্তু এই খেলাটা নিয়ে একটা কিচ্ছু চোখে পড়লো না। টাইমস অব ইন্ডিয়া থেকে শুরু করে এনডিটিভি অবধি সব জায়গায় স্পোর্টস মানে ক্রিকেট, এবং আদার স্পোর্টস। তাও যদি ক্রিকেটে কিসু করতে পারতো...
Div0 | ০৭ আগস্ট ২০০৮ ১৮:২৬ | 203.187.134.12
ঐ ব্যথা থেকেই না। এখানেও ছাদে একটা ঐ কি না কি মেশিন যাতে ডিক্যাফ, ক্যাপু, মোকা, লটে আর কি কি সব বাইরয়। জঘইন্য। কুইনিন বোধয় ভালো খেতে।
Arijit | ০৭ আগস্ট ২০০৮ ১৮:২৩ | 61.95.144.123
উপায় নাই। আপিসের কাপি মেশিনে ইনস্ট্যান্ট ছাড়া বেরোয় না। ওপরে একখান মেশিন আছে তাতে এসপ্রেসো, ল্যাটে - এসব বেরোয়, কিন্তু মোট্টে ভালো না।
Div0 | ০৭ আগস্ট ২০০৮ ১৮:১৭ | 203.187.134.12
ফিল্টার কাপি জিনিষটার মাহাত্মই আলাদা। এ বস্তু আস্বাদন করার পর রেডিমেড ইনস্ট্যান্ট কফি অজীর্ণ রোগের পথ্যের মত লাগে...
এই সুনীল ছেত্রী প্লেয়ারটারও আমাদের টিমের হয়ে খেলার কথা ছিল। ঃ(
Arijit | ০৭ আগস্ট ২০০৮ ১৮:০৯ | 61.95.144.123
আমি দুটো সিঙারা আর দুটো ভাজা মোমো খেলুম। ইয়াম ইয়াম চাটনি দিয়ে।
Div0 | ০৭ আগস্ট ২০০৮ ১৮:০৮ | 203.187.134.12
ববি দা ঢাবা। ফুলকা আর আলু-গোবি। ইয়াম ইয়াম। সেট-আপ পুরো বাড়ি'র মত। নন-কমার্শিয়াল টাইপ।
Arijit | ০৭ আগস্ট ২০০৮ ১৭:৫০ | 61.95.144.123
ভারত এএফসি কাপের ফাইনালে চলে গেলো।
Arpan | ০৭ আগস্ট ২০০৮ ১৬:১০ | 202.91.136.71
হ্যাঁ কল্লোলদা, এইটা জানতাম। আপিসে একজন বলেছিল।
kallol | ০৭ আগস্ট ২০০৮ ১৫:২৬ | 122.167.67.3
যারা ব্যাঙ্গালোরে আছো। দারুণ একটা পাঞ্জাবী খাবার ঠেক পেয়েছি। রান্না যে সাংঘাতিক কিছু তা নয়। কিন্তু ঠিকঠাক পাঞ্জাবী স্বাদ। আলসুর লেকের পাশে যে গুরুদ্বারটি আছে তার গা দিয়ে একটা রাস্তা নীচে নেমে গেছে। ঐ রাস্তায় গায়েই, গুরুদ্বারের লাগোয়া - দুটো ঢাবা আছে।
Arijit | ০৭ আগস্ট ২০০৮ ১১:৩২ | 61.95.144.123
ক্লিয়ারিং এজেন্টকে আমি তার ফী দেবো - তার মধ্যে এই চামচাবাবু আর আপিসারবাবুদের দক্ষিণা ইনক্লুডেড। নিজের হাতে দিলাম না ঠিকই, কিন্তু সিস্টেমটাকে এনকারেজমেন্ট দিয়ে এলাম। নিজে করতে গেলে হয়তো চুল পেকে যেত...যা নমুনা দেখলাম...আর অন্য অল্টারনেটিভ ছিলো সব গঙ্গায় বিসর্জন দেওয়া...
এটাই গায়ে লাগে।
Arijit | ০৭ আগস্ট ২০০৮ ১১:২৯ | 61.95.144.123
বেলা এগারোটায় যেতে বলেছিলো - গেলুম। এজেন্টস হল দেখার মতন জায়গা - জনঅরণ্যে সেই বিবরণ ছিলো - আপিসগুলো কেমন দেখতে হয় - দুটি টেবিল, তার ওদিকে একটা চেয়ার, এপাশে বেঞ্চি - সার সার এরকম টেবিল বসানো, পিছনে আদ্যিকালের আলমারি আর তার মাথায় মান্ধাতার আমলের ট্রাঙ্ক। তার আড়ালে কোনো এক এজেন্টের কোম্পানির সাইনবোর্ড দেখা যাচ্ছে, সেও আলাউদ্দিন খিলজীর সময়কার। পান-বিড়ি-সিগারেট চলছে আফিসঘরের মধ্যেই, এখানে ওখানে পানের পিক, সিগারেটের টুকরো - মেঝেতে আরশোলার মিছিল...
এজেন্ট লোকটা মন্দ নয়, নিজের জীবনকথা শুনিয়ে দিলো, বল্ল এখানে সবাই চোর - আপনি যে আমাকে কাজ দিচ্ছেন, আপনি কিন্তু জেনেই দিচ্ছেন যে আমি চোর...কি অসাধারণ সেফ সার্টিফিকেশন। তবে এই লোকটা মনে হয় জেনুইনই হেল্পফুল লোক।
খান কুড়ি ফর্ম ভর্তি করা দিয়ে শুরু হল। তাপ্পর কাস্টমস হাউজের বাবুরা (মানে অফিসার এবং তাঁদের চেলারা) এলেন একটার সময়, এসেই আগে লাঞ্চে ব্যস্ত হয়ে পড়লেন। দুটো নাগাদ ওপরে গেলুম - সিঁড়ির এদিক ওদিকে সেই পানের পিক, গন্ধ, ইঁদুর। সুপারিন্টেন্ডেন্ট বাবু আমার লিস্টি দেখলেন - ঠিকুজি জিগ্গেস করলেন, গত দুই বছরের মধ্যে কবে এসেছি সেগুলো জিগ্গেস করলেন - পাসপোর্ট মিলিয়ে দেখাতে হল। লিস্ট ভর্তি তো শুধু বই, জামাকাপড়, খেলনা, রান্নাঘরের জিনিস। ডিউটি দেওয়ার মতন কিছুই প্রায় নেই - একটা ডিভিডি প্লেয়ার, একটা প্রিন্টার আর একটা মাইক্রোওয়েভ ছাড়া - তাও কিছু না হলেও তিন বছরের বেশি পুরনো - অনেক দাম কমে গেছে - তাতে ১৫% ডিউটি।
টিভি আনেননি? না। কেন? পুরনো টিভি, এনে কি হবে? টিভিটা কি করলেন? এক বন্ধুকে দিয়ে এসেছি। কেন? ফেলে দেবার চাইতে ভালো মনে হল। ফার্নিচার আনেননি? না, একটা বেবিকট আছে শুধু।
এগুলো সব জিগ্গেস করলেন সুপারবাবুর চামচাবাবু। কিছু তো একটা ধরতে হবে - পাওয়া গেলো তিন বছরের পুরনো একটা ইয়ামাহা কীবোর্ড (সিন্থেসাইজার)।
কত বড়? ৬১ কী (আন্দাজে মাপ দেখালুম)। প্রোফেশনাল? না, শখের। কয় অক্টেভ? তা তো মনে নেই, চার-পাঁচ হবে।
সুপারবাবুর মতে এটাও হাউজহোল্ড পার্সোনাল এফেক্টের মধ্যে পড়ে। চামচাবাবুর মতে এটা প্রোফেশনাল ইক্যুইপমেন্ট। কাস্টমসের বইতে এর এϾট্র নেই, এটা ওই "আদার আইটেম'-এর মধ্যে পড়ে - এবং যেহেতু প্রোফেশনাল আইটেম হিসেবে ব্যবহার করা সম্ভব (হয়তো - যদিও যদ্দুর জানি সেগুলো দুই তিন খানা ডেকওয়ালা হয়) - তাই ৩৫%, পুরনো দাম ধরে।
চামচাবাবুদের দেখে খুশী মনে হল না - কিন্তু আর তো কিছু নেই। তবে অপেক্ষা করবে ডকে আনডিক্লেয়ারড কিছু যদি থাকে তার জন্যে...
সুপারবাবু হেল্পফুল - বল্লেন ফ্যামিলি নিয়ে এসেছেন সেটা লিখে দিন, তাহলে আরো পোক্ত হবে।
পরে শুনলুম এই সমস্ত অফিসারদের এজেন্ট হয়। মানে এই চামচাবাবুরা। তেনারা ঠিক করেন কোথায় কত টাকা লাগবে। কোনো অফিসার টাকা না চাইলেও উপায় নেই - অফিসের খরচ চালাতে হবে তো...এও শুনলুম এনারা অনেকেই দিনে ৩০-৪০-৫০ হাজার করে বাড়ি নিয়ে যান। পুলিশে ধরে না? ধরে তো - একজনকে দেখিয়ে এজেন্ট বল্ল যে একেই তো কিছুদিন আগে সিবিআই ধরেছিলো - কিন্তু কিস্যু হয় না - কোর্টে ছাড় পেয়ে যায়, উকিল-টুকিলের সাথে সব ব্যবস্থা থাকে, তাছাড়া এদেরও অ্যাসোসিয়েশন থাকে...পকেটমার ধরা পড়লে দেখবেন আরো চারটে পকেটমার এসে জাস্ট দেখানোর পিটুনি দিয়ে তাকে বের করে নিয়ে যাবে...সেই রকম।
কি ইন্ডিক্টমেন্ট।
আরো ঘন্টা দুই বসে থাকার পর পাসপোর্টে ছাপ পড়লো যে আমি ৬ই আগস্ট ২০০৮ তারিখে "ট্রান্সফার অব রেসিডেন্স' অ্যাভেইল করিলাম। কাস্টমস হাউজের কাজ শেষ, এর পর একদিন ডকে যেতে হবে।
বেড়ানোর জায়গা নিয়ে কথা হচ্ছে? আমিও একটা ভ্রমণকাহিনী লিখবো - কাস্টমস হাউজে যাওয়া নিয়ে। সেটা বেস্টসেলার হবে - জনঅরণ্যর মতন। তাপ্পর সত্যজিতবাবুর মতন কেউ একজন ফিলিম বানাবেন, আর আমারও নাম হবে। তখন আমি খালি পায়ে মার্কে চড়বো।
h | ০৭ আগস্ট ২০০৮ ১০:৪৬ | 125.18.104.1
ধুস এই মেসেজ টা ডিলিট করে দিয়ো তো। সেমটাইম গ্রুপে করতে গিয়ে এইখানে পেস্ট করে দিলাম।
কেস হলো আমার লগিন করার পরে জে এস পি মেনু পেজ টা আসছে না।
পাতি adadmin চালিয়ে ফর্ম গুলোকে জেনেরেট করে দেবো? না স্পেসিফিক কিছু করবো? কারণ jserv বা Apache লগে বিশেষ কোনো এরর মেসেজ নেই।
blank | ০৭ আগস্ট ২০০৮ ১০:৪২ | 65.218.154.195
খ
h | ০৭ আগস্ট ২০০৮ ১০:৪০ | 125.18.104.1
ক
Arijit | ০৭ আগস্ট ২০০৮ ১০:৩৯ | 61.95.144.123
সিঁফো - $HOME/.fonts-এ করলেই তো হয়। একবার fccache বা তার ইক্যুইভ্যালেন্ট কিছু করে দ্যাখো, বা রিস্টার্ট করে দ্যাখো।
h | ০৭ আগস্ট ২০০৮ ১০:৩৯ | 125.18.104.1
আমার ভাল নাম হসন্ত।
s | ০৭ আগস্ট ২০০৮ ১০:২৬ | 202.54.176.51
Sorry 'r' ভুল করে 'r' লিখে ফেলেছিলাম, আমি s। তবে আমার ডাকনাম শুরু 'r' দিয়ে আর ভাল নাম 's' দিয়ে তো 'r' use করলেও কিন্তু কিছু বলার নেই।
সারথি মেইল করচি ।।। s
bozo | ০৭ আগস্ট ২০০৮ ১০:১৬ | 68.227.84.133
বোকা বাক্স?
Blank | ০৭ আগস্ট ২০০৮ ১০:১৬ | 65.218.154.195
ঘুমিয়ে করবো কি রে পাগলা। আর কটা দিন ই বা ...
Sudipta | ০৭ আগস্ট ২০০৮ ১০:১৪ | 122.169.150.209
বুনুদা জেগে!! ঘুমুতে যাও, নইলে বকবো ;-)
Blank | ০৭ আগস্ট ২০০৮ ১০:০৭ | 65.218.154.195
ছানা টা একটা HP র ল্যাপটপ কিনেছে। সেটার রিমোট টা বিগড়ানো। ব্যটা এখন কথা বলছে সার্ভিস সেন্টারে, আর কি আজব সেটা হায়দ্রাবাদে। হায়দ্রাবাদের একটা ছেলে তার প্রবলেম সলভাচ্ছে। সে ব্যটা আবার কোলকাতা নিয়ে ভাট বকছে ছানাটার সাথে।
m | ০৭ আগস্ট ২০০৮ ০৯:৩৭ | 12.217.30.133
না ভজু,আমি আজ দুকুরে পেল্লাই বাস্কো নিয়ে তার মধ্যে উঁকি মারছিলামঃ)
bozo | ০৭ আগস্ট ২০০৮ ০৯:৩২ | 68.227.84.133
মাঈমা কি নায়াগ্রা ভ্রমণ করে ক্লান্ত? দিনে দেখা নাই।
m | ০৭ আগস্ট ২০০৮ ০৮:৫৯ | 12.217.30.133
ধুস্স্স্স্স্স্স
m | ০৭ আগস্ট ২০০৮ ০৮:৫৮ | 12.217.30.133
আজ্জোর জন্যে নতুন ছবির রেকো- রনবীর শোরি আর মল্লিকা শেরাওয়াতের................
aagali aur paagali
Ti`m Ti`m
m | ০৭ আগস্ট ২০০৮ ০৮:৫৫ | 12.217.30.133
চলে গেছে!! গায়েবঃ)
ujjal | ০৭ আগস্ট ২০০৮ ০৮:২৮ | 69.29.24.230
উজ্জল
arjo | ০৭ আগস্ট ২০০৮ ০৮:০৪ | 24.214.28.245
এই মাইরি পড়া না গেলেও দেখা যাচ্ছে। ডেজার্ট চিক নামক একটা লিপিস্টিকের অ্যাড দেখাচ্ছে। না এবারে বদলে গেছে হাজার হাজার কার্সার, ঐ যা আবার বদলে গেল এবারে উইনকি না কি একটা। সার্ভার কি হ্যাকড হল?
arjo | ০৭ আগস্ট ২০০৮ ০৭:৫৯ | 24.214.28.245
সামনের পাতা বদলে গেল কি করে? কিছু পড়া যাচ্ছে না যদিও।
নানা শহরের কথায় মনে হল, ঐ খবরটা দেখেছ কি কেউ? এক চাষীর পড়শি হয়ে এল শৌখীন শহুরে লোকেরা। ধান মাড়াইয়ের ধূলো, গোবরের গন্ধে তাদের আপত্তি। কিন্তু ফেন্স দেওয়াতে তাদের সায় নেই -তারা চাষের সবুজ দেখতে চায়, গরু-ঘোড়া দেখতে চায়। শেষে ক্ষেপে গিয়ে চাষী দুটো ভাঙা ট্রাক এনে উল্টো করে 'রেডনেক স্টোনহেঞ্জ' বানিয়েছে - বক্তব্য - আমার ফার্মে আমি যা খুশী করার অধিকার রাখি ঃ)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন