এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ০৬ আগস্ট ২০০৮ ১০:৪৯ | 69.251.184.3
  • সফ্‌ট মিউজিক তো মূলত বিচ্ছেদমূলক হইয়া থাকে !
  • san | ০৬ আগস্ট ২০০৮ ১০:৪৯ | 12.144.134.2
  • খাট আর খাটিয়ার কি কোন তফাৎ আছে?
  • san | ০৬ আগস্ট ২০০৮ ১০:৪৭ | 12.144.134.2
  • ব্ল্যাংকির তো কোন সমস্যা নেই। বানানেরও না। সমস্যা টা হল অন্যদের, মানে যাদেরকে ব্ল্যাংকির বানান পড়তে হয়, বা , পরতে হয়। এটাই তো চাপ।
  • dri | ০৬ আগস্ট ২০০৮ ১০:৪৫ | 75.16.138.145
  • তবে আমি চাই বানান আর ব্ল্যাংকি নিজেদের মধ্যে মারামারি না করে, ডায়লগের মাধ্যমে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে নিজেদের সমস্যা মিটিয়ে নিক, হানুদার মদের বোতল কানায় কানায় পূর্ণ হোক, এবং ব্যাকগ্রাউন্ডে সম্প্রীতিমূলক সফ্‌ট মিউজিক বাজুক।
  • dri | ০৬ আগস্ট ২০০৮ ১০:৩২ | 75.16.138.145
  • স্মৃতি আর শহর, এই দুয়ে মিলে তো দেখছি সব্বাইকে কাত করে দিয়েছে! রোদ্দুর, চড়ুইপাখি, বিড়ালছানা আর ফার্মার মার্কেটের ছোঁয়ায় সব অবশ। যতক্ষণ না রাজপুত্র এসে সোনাকাঠি ছোঁয়াচ্ছে।
  • m | ০৬ আগস্ট ২০০৮ ১০:৩২ | 12.217.30.133
  • তবে তাতে কোনো কপাট নেই- অবারিত আলো হাওয়া খেলে যায়- এইবার শিকড় গজালে দু চারটেখাটিয়া পেতে বসে লোকজন গল্প গাছা করবেঃ)
  • m | ০৬ আগস্ট ২০০৮ ১০:২৯ | 12.217.30.133
  • হনু,
    আমি স্মৃতির মধ্যেই বাস করি তোঃ)
  • Blank | ০৬ আগস্ট ২০০৮ ১০:২৮ | 65.218.154.195
  • আরে জল খেতে ভুলে যাই। জল তেষ্টা পেলেই বীয়ার বার করি ... এই করে মাঝে মাঝেই দু এক দিন অজল হয়ে থাকি ঃ(
    বানান বিপ্লবের সুর্য উঠলো বলে .. বানানের লৌহ কপাট, ভেঙে ফেল .. ইত্যাদি
  • h | ০৬ আগস্ট ২০০৮ ১০:২৫ | 125.18.104.1
  • স্মৃতিতে খুব ই কাতর হয়ে পড়েছে। আমি ক্যাওড়া মাল তোমাদের কষ্ট দিতে চাইছিনা। গপ্প করো। কিন্তু কেস হল তাই বলে ব্ল্যাংকি আবার র আর ড় গোলাবে? আমি চাই, বানানেরা একদিন জীবন্ত হয়ে উঠে, ব্ল্যা কে প্রচন্ড দুরমুশ করে মারুক। আর তার পরে আমাকে এত সামাজিক চাপ সঙ্কেÄও বানানটা ঠিক রাখার জন্য স্কচ কিনে দিক।
  • h | ০৬ আগস্ট ২০০৮ ১০:২২ | 125.18.104.1
  • ব্ল্যা, জল খা জল খা। বেশি করে। নইলে হিঃ তে কষ্ট হবে।
  • Blank | ০৬ আগস্ট ২০০৮ ১০:২১ | 65.218.154.195
  • সব জায়গার সাথে খুব চেনা কয়েকটা গন্ধ আর খুব চেনা কিছু সকালের রোদ্দুর জড়িয়ে থাকে, ওগুলো বড্ড মনে পরে ঃ(
  • h | ০৬ আগস্ট ২০০৮ ১০:২১ | 125.18.104.1
  • মিঠু আজ স্মৃতিকাতর হয়ে পড়েছে। বাড়ি কবে আসবি?
  • Blank | ০৬ আগস্ট ২০০৮ ১০:২০ | 65.218.154.195
  • আজ একটুস জল ও খেতে হবে, গত কাল থেকে জল খাওয়া হয় নি একটুও ঃ(
  • m | ০৬ আগস্ট ২০০৮ ১০:১৯ | 12.217.30.133
  • ব্ল্যাংকি,
    যে শহরে যাই- সে শহর খুব ছোটখাটো কারণেই প্রিয় হয়ে ওঠে।ছেড়ে যাবার সময় এক মুঠো স্মৃতি সঙ্গে থাকে- পরে আবার ফিরতে গিয়ে দেখি সেই শহর স্মৃতি ছাড়া আর কোথাও নেইঃ)
  • h | ০৬ আগস্ট ২০০৮ ১০:১৬ | 125.18.104.1
  • ব্ল্যাংকির তো যাকে বলে হার্ড লাইফ। একটু শিভাস খেয়ে নিঃশ্বাস না ফেলার পজ্জন্ত টাইম নেই, এখন বই পড়তে বসলো। আবার মাঝে মাঝে ভীষন তাড়াহুড়ো করে এট্টু শিভাসে চুমুক দিয়ে নেবে। বিদেশ বিভুঁই তে আর যাই হোক আমাগো ব্ল্যাংকি তেষ্টায় কষ্ট পায় না। মানে পাওয়ার টাইম ই পায় না।
  • Blank | ০৬ আগস্ট ২০০৮ ১০:১২ | 65.218.154.195
  • যাই দুই খান বই পড়ি। আম্রিগা টা ভয়ানক পাজি দেশ, বই পড়লেই মাঝ রাতে মাথা গরম হয়
  • h | ০৬ আগস্ট ২০০৮ ১০:১২ | 125.18.104.1
  • মিঠু, ঠিক। কিন্তু আমার কোচ্চেন টা আরেকটু সিরিয়াস। তোমার ছেলে বড় হয়ে গেছে। ইশকুলে পর্জন্ত যাচ্ছে। এইবার একটু গুছিয়ে লেখো না ক্যানো ?বড় কইরা?
  • Blank | ০৬ আগস্ট ২০০৮ ১০:১১ | 65.218.154.195
  • তাহলে ফাইল এইড ফর আই এম এস বলে যেটা থাকে সেটা কোন কাজে লাগে?
  • h | ০৬ আগস্ট ২০০৮ ১০:১০ | 125.18.104.1
  • কেন বারুই পুরের রসিক সংখ্যা কি কম পড়িয়াছে? ব্ল্যাংকি বাদে কি গোটাটাই হরিসভা?
  • m | ০৬ আগস্ট ২০০৮ ১০:০৯ | 12.217.30.133
  • হনু,
    যে শহর ভালো লাগে- সব স্মৃতি জড়িয়ে মড়িয়ে সে মনের মধ্যে থাকে। বাস্তবে তার তেমন অস্তিত্ব সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে যায়।
  • s | ০৬ আগস্ট ২০০৮ ১০:০৯ | 202.54.176.51
  • File Aid দিয়ে IMS databse পড়তে পার যাবে না, Insync বলে একটা software আছে, ওটা দিয়ে IMS পড়া যায়, Insync না থাকলে একটা flat fileIMS databse থেকে data extract করে নিন, তরপর, data structure/schema টা দেখে একটা copybook বানিয়ে নিয়ে, File Aid দিয়ে map করে পড়ুন।
  • Blank | ০৬ আগস্ট ২০০৮ ১০:০৮ | 65.218.154.195
  • মাইরি ছদ্মনাম গুলোর কোনো দাম নেই জগতে নাকি
  • Bratin | ০৬ আগস্ট ২০০৮ ১০:০৫ | 75.187.110.192
  • আচ্ছা বারুইপুর শুনে মনে পড় লো Blank কি মজ লিশ র বুবুন ??
  • Blank | ০৬ আগস্ট ২০০৮ ১০:০৩ | 65.218.154.195
  • আর জগতের সব স্কচ গুলোর দোষ হলো, দেশে বসে ওগুলো খাওয়া যায় না ঃ(
  • Blank | ০৬ আগস্ট ২০০৮ ১০:০১ | 65.218.154.195
  • মামী কেমন দুঃখু দুঃখু লিখলো। আমার বারুইপুরের কথা মনে পরে গেলো। ভাঙা চৌধুরি বাড়ির কথাও ঃ(
    যাই আর একটুস সিভাস খাই গে। হানুদার নামে দু চুমুক মেরে আসি।
  • h | ০৬ আগস্ট ২০০৮ ১০:০১ | 125.18.104.1
  • জগতের সব ভালো হুইস্কির দোষ হল তারা স্কচ।
  • Bratin | ০৬ আগস্ট ২০০৮ ০৯:৫৯ | 75.187.110.192
  • Blank, Riju তোমাদের সঙ্গে আছি । পর পর ৬ বার ভাবা যায় না।
  • Blank | ০৬ আগস্ট ২০০৮ ০৯:৫৯ | 65.218.154.195
  • জগতের বেশীর ভাগ ভাল জায়গাই যে কেন ওয়েস্ট কোস্টে কে জানে। ক্রেটার লেক খানার ছবি দেখলুম, বড় ভাল।
  • Bratin | ০৬ আগস্ট ২০০৮ ০৯:৫৬ | 75.187.110.192
  • m র লেখা টা মন ছুঁয়ে গেল । সত্যি কথা । আমাদের ছোট বেলা বা প্রিয় কলেজ জীবন বিভিন্ন পরিবেশে কেটেছে । সেই জায় গা , পরিবেশ গুলো খুব miss করি । কিন্তু কর্ম সুত্রে বিদেশ বিভুঁই এ কাটাতে হয় ঠিক ই কিন্তু আমার বেলুড় বা কলকাতা র কে সব সময় মনে পড়ে । কবে পাত তাড়ি গুটিয়ে দেশে ফির ব সে টা মনের মধ্যে সব সময় background process হিসাবে চল তে থাকে ।
  • bb | ০৬ আগস্ট ২০০৮ ০৯:৫৪ | 125.16.17.152
  • আপনারা কেউ কি ক্রেটার লেক দেখেছেন? এই জায়গাটা ওরেগন রাজ্যে পড়ে। এর কাছে একটি সুন্দর গ্রাম আছে থাকার জন্যে যার জনসংখ্যা ১০০। আমি যখন গিয়ে ছিলাম ২০০২ এ তখনো পর্যন্ত কেবেল টিভি আসেনি। আমাদের খুবই সুন্দর লেগে ছিল।
  • h | ০৬ আগস্ট ২০০৮ ০৯:৫৩ | 125.18.104.1
  • ব্ল্যাংকির শিভাস খাওয়ার প্রবল প্রতিবাদ করে আজ আমি কিছুই কাজ করবো না আর সারাদিন কলকাতার নিন্দে করবো। কারণ আমার বহুদিন যাবৎ সিগনেচার, অ্যান্টিকুইটি ইত্যাদি ছাড়া কিছু জোটে না। আর কটা দিন ই বা...
  • Blank | ০৬ আগস্ট ২০০৮ ০৯:৪৬ | 65.218.154.195
  • ঋজুর সাথে আনন্দ শেয়ার করার জন্য ফের দুই ঢোক সিভাস খেলুম
  • Blank | ০৬ আগস্ট ২০০৮ ০৯:৪৬ | 65.218.154.195
  • হানুদার কথার তীব্র প্রতিবাদ জানিয়ে দুই ঢোক শিভাস খেলুম
  • h | ০৬ আগস্ট ২০০৮ ০৯:৩৮ | 125.18.104.1
  • যে যেইখানে থাকে তার সেইখানে একটা মায়া পড়ে যায়। কিন্তু আমার কলকাতায় কোনদিন মায়া পড়ে না। একেবারেই বাজে লাগে। দু চারটে টিপিকাল এক্সপিরিয়েন্স ছাড়া। বাবামার কাছে থাকবো আর বাংলা বই বেশি পাওয়া যায়, এই দুইটা কারণে এই খানে থাকতে গিয়ে এত রকম বাঁশ হয়েছে যে বলার না।
    বেসিকালি কলকাতা ভদ্র ভাবে থাকার অযোগ্য।
  • Riju | ০৬ আগস্ট ২০০৮ ০৯:৩৫ | 203.197.96.50
  • কাল আবার হারিয়েছি ইসব্যাঙ্গল কে । উফ কি আনন্দ ! ঃ-)
  • m | ০৬ আগস্ট ২০০৮ ০৯:১০ | 12.217.30.133
  • বোজো,
    প্রত্যেক মানুষের বুকের মধ্যে এক বা একাধিক ভালোলাগা জায়গা আছে।
    আমি তোমার প্রিয় শহরে বা শহরগুলিতে যাই নি- তবে প্রত্যেকটি জায়গার নিজস্ব পরিচিতি আছে- যেমন ধরো,আমার ছোট শহরের পাশে আছে একটা নদী-গাছগাছালির ছায়ায় অলস দুপুরে তাতে বাড়ির পুকুর ঘাটের মত নৌকো বাঁধা থাকে- বুড়ি দিদিমা হ্যামকে দুলতে দুলতে হাওয়া খান।নাম না জানা সবুজের মধ্যে বেগনি-হলুদ গোলাপি ফুল ফুটে থাকে নিজের আনন্দে।ফার্মার্স মার্কেটে বুড়ো দাদু পরম মমতায় নিজের ক্ষেতের ভুট্টা দেখাতে গিয়ে মৃদু হাসেন- আশির রোদে পোড়া মুখে বয়সের আঁকিবুকির মধ্যে লুকিয়ে থাকা কত রোদ-বৃষ্টি -ঘাম। মায়নমারে ঝড়ের পরে শহরের একমাত্র বার্মিজ খাবারের দোকানে মহিলা খদ্দের দের বিদায় দেবার সময় গলা জড়িয়ে ধরে কাঁদতে থাকেন-যদিও সে দেশ তার কাছে আমাদের ফেলা আসা পূর্ববঙ্গের মতই স্মৃতি..সপ্তাহান্তে নাম না জানা কাফে তে সন্ধ্যে নামলে মন কেমন করা সুরে রাস্তা ধুয়ে যায়..

    এশহর আমার প্রিয়- কিন্তু কাউকে যদি বলি আসবে এখানে- সবাই হাত নেড়ে ফুঃ বলে চলে যাবে- নিউইয়র্কের মত কৌলীন্য নেই যে- ফিলাডেলফিয়ার মত ইতিহাস।
    আমার শহর নিয়ে কেউ কাব্যগাথা লিখবে না স্বাভাবিক ভাবেই- তাই হ্যাংলার মত শহর দেখতে তথাকথিত বিখ্যাত জায়গাগুলোতেই ছুটে যাবো- মিনার,গম্বুজ,ঝরনা,পাহাড় দেখবো।প্লেনের টিকিট কাটবো, পনেরো টাকা দিয়ে দোসা কিনবো- দেখলাম বটে একটা ভিড় ঠাসা জলপ্রপাত বলে উত্তেজিত হবো- এতে আমি অন্তত কোনো দোষ দেখি না।

    তবে অধিকাংশর ই প্রিয় শহর একটা বিখ্যাত জায়গাই কেন হবে- এইটা একটা প্রশ্ন বটেঃ)অখ্যাত জায়গার কি তাইলে কোনো ইতিহাস নাই?নাকি ততটা ভারী নাম নয় বলে তাকে নিয়ে লোকের মাথায় ব্যাদনা নাই।
  • m | ০৬ আগস্ট ২০০৮ ০৮:০৭ | 12.217.30.133
  • অক্ষদা,
    কেউ গিয়ে ছি ছি করলে আমার কোনো আপত্তি নেই-
    তবে ইচ্ছের বিরুদ্ধে হাইজ্যাক করে নায়াগ্রা দেখানো- ইয়ে বাত কুছ হজম নেহি হুয়িঃ)
  • pi | ০৬ আগস্ট ২০০৮ ০৮:০৩ | 128.231.88.7
  • নায়াগ্রাতে জলপ্রপাত দেখতে গিয়ে খালি হোটেল মোটেল দোকান পাট চোখে পড়লে বুঝতে হবে সেই ব্যক্তি কেবলমাত্র জলপ্রপাত কে ব্যাকগ্রাউণ্ডে রেখে নিজের ফোটোশুট ই করিয়ে গ্যাছেন। :p

    জলপ্রপাতের দিকে চাইলে তো উড়ে আসা জল, আছড়ে পড়া জল, কুচি কুচি জল, রোদ ঠিকরানো জল, সাদা রং ভাঙ্গা জল , সাদা রংগা ফেনা জল, সাদা মেঘ আর সাদা সীগাল ... এ বৈ আর কিছু কৈ !
  • d | ০৬ আগস্ট ২০০৮ ০৭:১৪ | 59.161.19.202
  • অক্ষেশ্বরী, তখন ছিলাম না। এখনও থাকব না। মেল করিও। দেখিয়া লইব।
  • arjo | ০৬ আগস্ট ২০০৮ ০৭:০৩ | 24.214.28.245
  • বোজোর "ফিলাডেলফিয়া খুব প্রিয় শহর" পড়ে আমারও মনে পরল কলেজ স্ট্রিট আমার প্রিয় রাস্তা। ম্যাথমেটিকালি প্রিসাইস হয়ে বলতে হলে মোড়ের মাথা থেকে ২০০ মিটার ব্যাসার্ধের একটি বৃত্ত কল্পনা করলে যতটা হয় সেই ঠিক ততটা জায়গা আমার প্রিয়। একটু এদিক ওদিক হয়ে সে¾ট্রাল অ্যাভিনিউ পেরিয়ে গেলে বা ওদিকে পটুয়া টোলা লেন কিম্বা মেডিক্যাল কলেজ পেরিয়ে গেলে সেই রাস্তা আমার না। এখনো চোখ বুঁজলে দেখতে পাই আমার কলেজ, গেটের পাশে কৃষ্ণচূড়া গাছ, ওদিকে জনির ঘর। একটু এগিয়ে গেলে পোর্টিকো, আমার প্রিয় জায়গা আর তারই ডানদিকে কমন রুম। কমন রুমকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেলেই ক্যান্টিন। হাতে পুরিয়া, সাথে সাথী আর ট্রেন ধরার তাড়া না থাকলে আছে ক্যান্টিনের ছাদ। সমস্ত পুরিয়া ধারী দের বিশ্বাস পরীক্ষার আগের দিন ক্যান্টিনের মাথায় তিনটান ব্যস পরীক্ষায় শিওর সাকসেস। এর বাইরে কলেজ ছিল কোনোদিন জানি নি, তাই কলেজ এখানেই শেষ। বেরিয়ে এলেই সামনেই কফি হাউস, দেখি ভেটকি দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছে। চোখে সামান্য ঘোর, মনে উত্তাল ফুর্তি। ভেটকি কে জিগ্যেস করি "কি ব্বে ভেটকি দা, খবর কি"? দুটো বিজয় বিড়ি কিনে বসি গিয়ে কফি হাউসে। টেবিল তখন উত্তাল - আলোচ্য বিষয় সিল্ক স্মিতার সিল্কিনেস - পোমো আঁতলামোতে। সবারই নেশা - কারুর পুরিয়ার, কারুর কফির, কারুর প্রেমের, শুধু অমলের আঁতলামোর। উঠে পরি পাঁচটায়, ট্রেন ধরতে হবে। তার আগে কালিকার চপ বা সাথে বন্ধুনী থাকলে তার পয়সায় প্যারামাউন্টের সরবত। এই হল আমার শহর, না আমার রাস্তা। তিন বছর ধরে আঁতলামোয়, গাঁজার ধোঁয়ায়, পানের পিকে, বর্ষার জলে, কফি হাউসের বিড়িতে খুব ভালো করে চিনেছি, ঐ যাকে বলে কম্পার্টমেন্টে কম্পার্টমেন্টে অভিজ্ঞতা নিয়ে। কিন্তু খাওয়া হয় নি একটু এগিয়ে/ কলেজ থেকে দুই পা বাড়িয়ে - হারকাটা গলির পান। বাবু ঘাটের তেল মালিশ, কিম্বা ভিকটোরিয়ায় বাদাম ভাজা (প্যাঁক দেবেন না মাইরি)। এখন মনে পরে আর নস্টালজিতে ভুগি, ত্রিশ পেরিয়েছে তো। তবে ভাবি অমন করে চিনতে গেলে তো এক কলকাতাতেই আটকে থাকতে হত। এমনকি হাওড়াও চেনা হত না। তার থেকে এই বেশ ভালো আছি।
  • c | ০৬ আগস্ট ২০০৮ ০৬:১৩ | 131.95.121.107
  • তবুও এরা বুবুভা তে দেয় না কিছু! সেই অজদার র‌্যান্ডম কাইন্ডনেস আর ক্রুয়েল্টির মতন দিলেই পারো!
    এদিকে আমি তো ভাবতে ভাতে হাড়ে দুব্বা গজিয়ে ফেল্লাম! কী দুনিয়াতেই পড়েছি! কবছর আগেও এসব ছিলো সাইফি! কিছু ঘটতে না ঘটতেই গুগুলকাকু তে চলে যায়! সার্চ মারলে লাখে লাখে সাইট আসে। ঐ যে সেই অয়্‌ণথ্রাক্সের লোকটা,অমা দেখি উইকি তে উঠে গেছে! এইভাবে চললে কি হবে এই ভেবেই বোধহয় আসিমভ সায়েব আর ক্লার্ক সায়েব চাটিবাটি গুটিয়ে রওনা দিয়েছে আগেই।
    এদিকে হকিং সায়েব বাজি জিতলে পেন্টহাউস পাবে এমন শর্ত করেছে শুনে বাংলাদেশের এক পিচ্চি ডিজিটালটেকি ভেবেছে আহা এ বুঝি খুব ভালো বিজ্ঞানের পত্রিকা! হাতে গুগুলমামা(ওরা মামা বলে দেখি!)থাকতে দেরি করে কি হবে ভেবে সে সার্চ মেরেছে পেন্টহাউস! আপিসে! সার্চ দিয়ে সে ঘুরে বসে গপ্পো করছে,পর্দা জুড়ে সে কি কান্ড!বড়োরা তাকে বকে দিলো এসব দেখতে নেই,বড়ো হলে দেখতে হয় বলে! সেতো থ! এই নাকি মহান বিজ্ঞানীর সাধের পত্রিকা!ভয়ে সে আর প্রাইভেট আই সার্চায় নি।
    তো অন্যেরা তাকে বোঝায় বিজ্ঞানী বলে কি সাধ আহ্লাদ থাকতে নেই!
    বটেই তো!
  • lcm | ০৬ আগস্ট ২০০৮ ০৫:৫৩ | 128.48.255.23
  • বেশ, বোজো তুমি তোমার মতন শহরের রস শুষে নাও।
    নিউইয়র্ক গেলে... ঘাড় উঁচু করে অবাক হয়ে এম্পায়ার স্টেট দেখি... ছাদে উঠে কোনটা কোন ব্রীজ তাই নিয়ে তর্ক করি... বোটের হাওয়া খেতে খেতে লিবার্টি যাই, দেবীর পদতলে ওঠার লম্বা লাইনে দাঁড়াই, শেশে হাল ছেড়ে দি... ব্যাট্যারি পার্কে পথনৃত্য দেখি... ব্রডওয়ে শোয়ের শস্তার টিকিটে খুঁজি... ছাদ খোলা বাসে চড়ে আপশোস করি, যা! একটু স্লো হলে ঐখানে শাটার মারা যেত... ওয়াল স্ট্রীটে মত্ত ষাঁড়ের গায়ে হেলান দিয়ে ছবি তুলি... মিউজিয়ামগুলো কাটিয়ে দিই এই ভেবে যে যদি কোনোদিন প্যারিস যাই তো দেখব এ সব... গ্রাউন্ড জিরোর পাশ দিয়ে গেলে ঝুঁকে পড়ে দেখি পোড়া গন্ধ পাওয়া যায় কি না... দুপুরে লাঞ্চের সময় ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজি, না পেলে ডেনিস... --- এই সব...
  • bozo | ০৬ আগস্ট ২০০৮ ০৫:৩১ | 128.111.119.235
  • ফিলাডেলফিয়া- আমার খুব প্রিয় শহর। বছরে এক বার যাই মোটামুটি। এখন এত দূরে এসে মনে হয় না আর যাওয়া হবে।

    পটেল স্পট -লিবার্টি বেল।

    কিন্তু ভাঙ্গা রাস্তা, ট্র্যাশের স্তুপ, দেওয়ালের গায়ে হিসি সহ গ্রাফিটি, ডাঁই করা বীয়ারের বোতল, সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৬ টা অবধি পুলিশের পাহারা, ইউ পেনের লাইব্রেরির সামনে বিখ্যাত ভাঙ্গা বোতাম এর স্থাপত্য (আন্ডার গ্র্যাড দের বিশ্বাস ঐ বোতামের নীচে পরীক্ষার আগের দিন রাতে সেক্স করলে পরের দিন পাশ হবেই হবে), ভুলভাল অডিটোরিয়াম ( এই অডির যে ডিজাইন করেছিল, তাকে ভুল ডিজাইনের জন্য ফেল করিয়ে দেওয়া হয়। সে প্রচুর পয়সা কামিয়ে ফিরে এসে ইউনি কে পয়সা দেয় এই শর্তে যে ঐ ডিজাইনে একটা অডিটোরিয়াম বানাতে হবে- এবং সেই আডিটোরিয়াম টা দিব্বি খাড়া আছে ও বেশ ভালো)- স্কুকিল নদী, পেন'স ল্যান্ডিং এ জ্যাজ, রকি দার দৌড়ের রাস্তা- কত্ত কি মিলিয়ে একটা আস্ত শহর। কেউ দেখে না। আনাচে-কানাচে ঘুরে একটা শহরের পুরো রস না শুষে নিলে কি ঘোরা হয়?
  • lcm | ০৬ আগস্ট ২০০৮ ০৫:১৭ | 128.48.255.23
  • অবশ্য বেশী ভিড় হয় বলে যদি কোনো জায়গা বাজে লাগে, তাহলে আলাদা কথা।
    তাজমহলে গিয়ে তুমি বলতেই পারো, এখানে আর দেখার কিছু নেই, যা ছিল সবাই দেখে নিয়েছে ঃ-)
  • lcm | ০৬ আগস্ট ২০০৮ ০৫:০৬ | 128.48.255.23
  • নায়াগ্রা তো ভালই। ইরি লেক-এর জল একেবারে হুড়মুড় করে গিয়ে অন্টারিও লেকে পড়ছে - ভায়া নায়গ্রা নদী। লোকে ভীড় করে দেখছে।

    বেলেঘাটা সুভাষ সরোবরের জল যদি এনে ঢাকুরিয়া লেকে ফ্যালো, তাহলে ই এম বাইপাসের কাছে একটা দ্রষ্টব্য হতেও পারে ঃ-)
  • pi | ০৬ আগস্ট ২০০৮ ০৪:৫৫ | 128.231.88.7
  • ধুত্তেরিকা, কিছুই বুঝছিনা। আমি কি তবে আঁতেল পটেল ?
  • aja | ০৬ আগস্ট ২০০৮ ০৩:৩৭ | 207.47.98.129
  • এটা একটা খুব ভাল লেখা - কমোডিটিফিকেশন অফ হিউম্যান বডি নিয়ে। যদিও সব ব্যাপারে একমত নই, তবু ইন্টারেস্টিং।

    http://www.project-syndicate.org/commentary/dickenson1
  • a x | ০৬ আগস্ট ২০০৮ ০২:৪৯ | 75.53.201.27
  • ঐ দেখো, না গেলে বলত - দেখেছ, না গিয়েই মন্তব্য করে, ঐ সেই "দেশ না পড়েই জানলেন কি করে দেশ খাজা" প্রশ্নের মত। কোনদিকে যাবো?

    বোজো, সিয়ার্স টাওয়ার বাদ গেল।

    আম্রিকাতে একটাই বেড়াতে যাবার জায়গা - নিউ ইয়র্কের গলি ঘুঁজি, বেসমেন্টের থিয়েটার গ্রুপ, ইতি উতি ক্যাফে, খাবার জায়গা, বড়দের পাড়ার সেক্স শপের উদ্ভুতুরে যন্ত্র প্রদর্শন, সাবওয়ের হিসির গন্ধ আহা সার্‌রিয়াল ব্যপার স্যপার।
  • bozo | ০৬ আগস্ট ২০০৮ ০২:৪০ | 128.111.119.235
  • ডি সি অতি খাজা। যদি যেতেই হয় খেতে যাও।
    ঐ জুলাই মাসের আতসবাজী, কিছু মিউজিয়াম আর কিছু বুড়োর মেমোরিয়াল দেখাও পটেল গিরি।

    খালি একটা জায়্‌গা বাকী রাখব। জেফারসন মেমোরিয়াল। আমার খুব পছন্দের জায়গা।

    আর খাবার। কি ভালো ডাকরোস্ট মেলে রে ভাই। নৈলে জামাইকান গোট রুটি। তা না হলে ইথিওপিয়ান খাও। কিম্বা মবি ডিক এর কেবাব।
  • bozo | ০৬ আগস্ট ২০০৮ ০২:৩৫ | 128.111.119.235
  • কিছু কিছু জায়্‌গায় যাওয়া যায়। অ্যাম্বিয়েন্সের জন্য।

    ধর নিউ অর্লিন্স এর ফ্রেন্‌চ কোয়ার্টার। ঠিকঠাক।
    কিম্বা ব্র্যানসন-মিজৌরি। আমেরিকার গানে উৎঅসাহ থাকলে যাবে।
    ড্রাইভ কর ন্যাশভিল টু নক্সভিল। মাঝে দুপুরে খাও নাম না জানা ফ্যামিলি রেস্তোরায়। খাবার শেষে পাই এর রেসিপী জেনে নাও।
    কিম্বা যাও ফোর স্টেট কর্নার। মিতাদির কাছে কেউ জেনে নিও কেমন জায়্‌গা। যেখানে নিউ মেক্সিকো-আরিজোনা-কলেরডো-ইউটাহ মিশেছে।
    কিম্বা যাও হোয়াইট স্যান্ড-আলবুকার্কি হয়ে নিউ মেক্সিকোর গহীনে।

    ভুলেও যাবে না কোনো ক্যাভার্ন এ। সব শালা জালি। লুরে টু ন্যাচারাল ব্রীজ। আমাদের মহাকাল গুহা তেই ঐ সব স্ট্যালাকটাইট-স্ট্যালাগমাইট দেখা যায়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত