এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • h | ২৯ জুলাই ২০০৮ ১৫:১০ | 125.18.104.1
  • হ্যাঁ। ঐ প্রসেসটাতেই টাইম লাগছে বলেই বলছিলাম। ওকে।
  • Arijit | ২৯ জুলাই ২০০৮ ১৫:০৭ | 61.95.144.123
  • আর নয়তো টেস্ট করে দেখতে পারো একবার। সিডি আছে? আমার কাছে সিডি নাই।
  • Arijit | ২৯ জুলাই ২০০৮ ১৫:০৬ | 61.95.144.123
  • আমি তো নেট থেকে ইনস্টল করি - মানে সেটআপ চালালে ওই প্যাকেজ নামিয়ে ইনস্টল করে। লোকাল একটা ডাম্প বানায় তবে সেটা থেকে করতে গেলে পাথের গোলমাল হবে।

    তুমি শুধু এক্সউইন্ডো চাইলে XShell দেখতে পারো।
  • h | ২৯ জুলাই ২০০৮ ১৫:০৪ | 125.18.104.1
  • ডাউনলোডে বীভৎস সময় লাগছে, সকাল থেকে হেজে গেলাম।
  • h | ২৯ জুলাই ২০০৮ ১৫:০৩ | 125.18.104.1
  • অরিজিত,

    তোমার কাছে সিগুইনের ফুল ডাম্প আছে? মানে x11 সহ? যদি থাকে একটা মেমরি কি বা সিডি করে দেবে? নিয়ে আসবো? তুমি কি আপিসে?

    সত্বর জানাও।
  • sinfaut | ২৯ জুলাই ২০০৮ ১২:৩৩ | 66.232.102.157
  • সুহাসিনী অনেক অভিনন্দন। ও তার ছানাকে আদর।

    ডাক্তার ইন্দোদাকে হ্যাপি বার্থডে।
  • RATssss | ২৯ জুলাই ২০০৮ ১২:৩০ | 24.24.228.247
  • ডাগতার দাদুর শুভজন্মদিনে অনেক শুভেচ্ছা।
    একবাটি সেমুইয়ের পায়েস, আর একধামা মুড়ি রেখে গেলুম, খেয়ে নিও রুগি খেদিয়ে।
  • Arijit | ২৯ জুলাই ২০০৮ ১১:৩৮ | 61.95.144.123
  • ইউনিতে থাকতে কোনো সমস্যা ছিলো না। ক্যাম্পাসের ভিতর তো কিস্যু লাগতো না। বাইরে থেকে এথেন্স অ্যাকাউন্ট দিয়ে করা যেত। সেই এথেন্স লগইনটা খুঁজে বের করেছি ইউনির মেলবক্স থেকে - কিন্তু ওটা ইউজ করাটা ঠিক হবে না।
  • Arpan | ২৯ জুলাই ২০০৮ ১১:৩৫ | 202.91.136.71
  • ** আপনার
  • Arpan | ২৯ জুলাই ২০০৮ ১১:৩৪ | 202.91.136.71
  • অভ্যু, থ্যাংকু। হেঁ হেঁ, JSTOR থেকে মালপত্তর নামাবার দরকার পড়লে এই অধম আপনাকে শরণাগত হবে।
  • Arijit | ২৯ জুলাই ২০০৮ ১১:২৩ | 61.95.144.123
  • বুনান আর অভ্যুকে দাও - নইলে কাঁদবে।
  • Arpan | ২৯ জুলাই ২০০৮ ১১:২২ | 202.91.136.71
  • থ্যাংকু অরিজিৎ।
  • Abhyu | ২৯ জুলাই ২০০৮ ১১:০৮ | 24.98.46.167
  • হ্যাবাড্ডে ইন্দোদাদা
  • S | ২৯ জুলাই ২০০৮ ১০:৪৩ | 202.140.54.29
  • ইন্দোদাদা,

    হ্যাবাড্ডি। পরের বার দিল্লি এলে খাইয়ে দিও।
  • Arijit | ২৯ জুলাই ২০০৮ ১০:১৪ | 61.95.144.123
  • ইন্ডো হ্যাবা। কালোজাম আর বাড্ডে বাম্পস খাস।
  • m | ২৯ জুলাই ২০০৮ ১০:০৯ | 12.217.30.133
  • আজ্জো,
    মহা-নাইকা ঋতুদির মন্দমেয়ের উপাখ্যান টা রেকো কল্লামঃ)
  • m | ২৯ জুলাই ২০০৮ ১০:০৭ | 12.217.30.133
  • ইন্দো,
    জন্মদিন খুব ভালো কাটুক।অনেক শুভেচ্ছা রইলো সঙ্গে যুবকেন্দ্রের বিষ চা আর এগরোলঃ)
  • Tim | ২৯ জুলাই ২০০৮ ০৯:২৩ | 24.127.39.26
  • হ্যাপি বাড্ডে ইন্দোদা। ভালো থেকো।
  • Arpan | ২৯ জুলাই ২০০৮ ০৯:২০ | 122.252.231.206
  • ইন্দো হ্যাপি বার্থডে।
  • Riju | ২৯ জুলাই ২০০৮ ০৯:১৫ | 203.197.24.213
  • হ্যাপি বাড্ডে ডাগদার দা
  • Blank | ২৯ জুলাই ২০০৮ ০৮:১৩ | 65.218.154.195
  • হ্যাপি জম্ম ডে ডাক্তার দাদা
  • d | ২৯ জুলাই ২০০৮ ০৭:০৮ | 121.245.131.139
  • হ্যাপী বাড্ডে ইন্ডোডাডা। তোর চেম্বারে সর্ষেদানার মত রুগীতে ভরে যাক। এই বছরটায় লেখালিখি ফিরে আসুক। (গত একবছরে কিচ্ছুটি লিখিস নি)
  • RATssss | ২৯ জুলাই ২০০৮ ০৬:৩৯ | 63.192.82.30
  • হগ্গলে কি সিনিমা দেখতে চলি গেলা গা?
  • Du | ২৯ জুলাই ২০০৮ ০২:৫২ | 67.111.229.98
  • এবারে যে অস্কারে বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছে সেই ছবিটা দ্যাখো। কি অ্যাক্টিং!
    নাম না বলতে পারছি না, আমার ব্রেণ পয়েন্টার রেখে দেয়, ডেটা অব্দি যেতে পারে না। মৃত্যুদিন না আসা পর্য্যন্ত এই ব্রেণ দিয়েই চালাতে হবে ঃ(
  • Abhyu | ২৯ জুলাই ২০০৮ ০২:৪৯ | 24.98.46.167
  • তোমরা কেউ হিন্দী ছবি ক¾ট্রাক্ট দেখেছ?
  • Abhyu | ২৯ জুলাই ২০০৮ ০২:৪৬ | 24.98.46.167
  • যা দিয়ে জ্বালানী হয়?
  • Du | ২৯ জুলাই ২০০৮ ০২:৪৫ | 67.111.229.98
  • ইকো ফ্রেন্ডলি কিছুর - সে যাই হোক ঃ)
  • Abhyu | ২৯ জুলাই ২০০৮ ০২:৪৩ | 24.98.46.167
  • কিসের মালা?
  • arjo | ২৯ জুলাই ২০০৮ ০২:৪০ | 168.26.215.54
  • আর যাদের জন্মদিন আছে কিন্তু মৃত্যুদিন নেই তাদের বন্ধুদের উচিত জন্মদিনের দিন থেকে মৃত্যুদিন না আসা অবধি মাললোদান (আমি)
  • m | ২৯ জুলাই ২০০৮ ০২:৩৫ | 12.217.30.133
  • নাহে ইন্দু,
    মালা যদি জন্মদিনে দেয়- বেশি বিখ্যাত না হলে আবার পরের জন্মদিন অব্দি গলায় শুকনো দড়ি ঝোলে - প্রাকৃতিক বিপর্যয়ে সেটি গলা ছাড়া হতে পারে( গোষ্ঠ পাল)-

    বেশি বিখ্যাত হলে জন্মদিনের মালা মৃত্যুদিনে বা মৃত্যুদিনের মালা জন্মদিনে খোলা হতেও পারে নাও পারে( আরেন্টি)

    আর জন্ম-মৃত্যু একদিনে হলে ল্যাটা চুকেই গেলো(বিধান রায়)
  • arjo | ২৯ জুলাই ২০০৮ ০২:৩৫ | 168.26.215.54
  • কতটা অটোমেশন হয়েছে তার উপর ডিপেন্ড করছে? নইলে মালটাই টাস্কিং।
  • Blank | ২৯ জুলাই ২০০৮ ০২:৩২ | 170.153.62.251
  • একজনের চাকরি শুধু খেরোর খাতা খোঁজা ঃ(
  • arjo | ২৯ জুলাই ২০০৮ ০২:৩০ | 168.26.215.54
  • প্রসেস বাওয়া। খেরোর খাতায় লেখা আছে কোনদিন কোন মূর্তিতে মাল্যোদান। রোজ খুলে দেখে নেয়। প্রথম বছর কষ্ট করে লিখতে হয়েছিল।
  • blank | ২৯ জুলাই ২০০৮ ০২:২৫ | 170.153.62.251
  • আর খবরের কাগজ গুলো ই বা সেগুলো মনে রেখে কভার করে কি ভাবে?
  • RATssss | ২৯ জুলাই ২০০৮ ০২:২৩ | 63.192.82.30
  • বোধহয় কলকাতা পুরসভা। জন্ম মৃত্যুর হিসেব রাখে যখন ওরা, মরার পরে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে মাল্যদানের ক্যালেন্ডার বছরের শুরুতে প্রকাশ করা হয়। এককপি যায় পারচেস ডিপার্টমেন্টে, ফুল কিনতে। এককপি যায় সাফাই বিভাগে, পরের দিন কচরা পরিস্কার করার জন্য। আরেককপি রাইটার্সে, মন্ত্রীদের ধরে আনতে।
  • Tim | ২৯ জুলাই ২০০৮ ০২:২১ | 198.82.13.63
  • হ্যাঁ হ্যাঁ আমারও এইটা জানা দরকার। আমার মূর্তিটা এবার বসিয়েই ফেলবো।
  • Blank | ২৯ জুলাই ২০০৮ ০২:১৭ | 170.153.62.251
  • আচ্ছা কোলকাতার কোন মুর্তিতে কবে মাল্যদান করতে হবে, সেই হিসেব রাখে কারা?
  • RATssss | ২৯ জুলাই ২০০৮ ০২:১৫ | 63.192.82.30
  • বসে নয় প্রায় শোয়া ঃ-)
    এদেশে একা সিনিমা দেখতে হলে গেলে ভাল করে দেখতে পাওয়ার একটা টোটকা শিখিয়ে দি।
    একটা লাঠি হাতে কালো একটা চশমা পরে হাসি মুখে ঢুকে যাও, লাস্ট রো-তে কোনার দারুন সিটটা তোমার জন্য বাঁধা, দারুন লেগ স্পেস, একটা ব্যাগ নিয়ে যেও পিঠে করে। ওটার উপর পা রেখে রাজার হালে সিনিমা দেখে গট গট করে বেড়িয়ে এসো।
  • Blank | ২৯ জুলাই ২০০৮ ০২:১৪ | 170.153.62.251
  • বাংলা তো বিদেশী ভাষা ই
  • Tim | ২৯ জুলাই ২০০৮ ০২:১৩ | 198.82.13.63
  • দেবীপক্ষ? ইউটিউবে বং কানেকশান দেখলাম বেশ কদিন আগে।
    আপাতত বিদেশী সিনিমা ছাড়া দেকচিই না। ;-)
  • arjo | ২৯ জুলাই ২০০৮ ০২:১২ | 168.26.215.54
  • আমি তো শুয়ে শুয়ে দেখতে গেলেই ঘুমিয়ে পড়ি। এক এই দেবীপক্ষের মতন রোমহর্ষক সিনেমা ছাড়া।
  • Blank | ২৯ জুলাই ২০০৮ ০২:১০ | 170.153.62.251
  • হলে গেলে একটাই চাপ, বসে বসে দেখতে হয়।
  • RATssss | ২৯ জুলাই ২০০৮ ০২:০৯ | 63.192.82.30
  • আমার আজকাল হলে না গেলে কোন সিনিমাই ভাল লাগে না ঃ-(
  • Blank | ২৯ জুলাই ২০০৮ ০২:০৭ | 170.153.62.251
  • বাইরে থাকতে পারো, আমি ওদিকে যাবো একবার। তবে প্রপার স্মোকি তে না, ঐ মাউন্টেন রেঞ্জের এক জায়গায় দারুন একটা র‌্যাফটিং এর জায়গা আছে, সেখানে।
  • RATssss | ২৯ জুলাই ২০০৮ ০২:০৭ | 63.192.82.30
  • ছ্যামড়া ক্যালানে বদনটা তোমারে এখানেও দ্যাখাইয়া গেলাম।
  • Blank | ২৯ জুলাই ২০০৮ ০২:০৬ | 170.153.62.251
  • জার্নি টা তো থ্রি ডি, হলে না গেলে ভাল লাগবে না
  • arjo | ২৯ জুলাই ২০০৮ ০২:০৫ | 168.26.215.54
  • ঠিক করি নি এখনো। যথারীতি শেষ বেলায় প্ল্যানিং। ওখানে পার্কের ভিতরে তো থাকার জায়গা পাওয়া যাবে না। বাইরে এসে থাকতে হবে। আবার গভীর রাতের দিকে ফিরেও আসতে পারি। দেখা যাক।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত