এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • c | ০১ আগস্ট ২০০৮ ০২:৩৮ | 131.95.121.107
  • সিদ্ধিগাঁজা না খেয়েই লোকটা লিখেছিলো-
    আই ওয়ান্ডার!
    আই ওয়ান্ডার হোয়াই!
    আই ওয়ান্ডার হোয়াই আই ওয়ান্ডার!
    আই ওয়ান্ডার হোয়াই আই ওয়ান্ডার হোয়াই!...

    গাঁজা খেলে এ যে কোথায় গিয়ে থামতো!
  • c | ০১ আগস্ট ২০০৮ ০২:৩৪ | 131.95.121.107
  • খাটিয়া! মানে ঐ খাটিয়াতেই কি নিমতলায় নিয়ে যায়?
  • arjo | ০১ আগস্ট ২০০৮ ০২:২৪ | 168.26.215.54
  • লাইন হোটেলে (হাইওয়ের ধারে যে খাবার হোটেল থাকে) পাঁচ আউন্স চোলাই নাম হল এক থাপ্পড়, দশ হলে দুই, পনের হলে তিন এরকম বাড়তে থাকে। তবে অলিখিত নিয়ম হল খাটিয়া না নিলে নাকি পনেরর বেশি পাওয়া যায় না।
  • Bratin | ০১ আগস্ট ২০০৮ ০২:২৪ | 198.45.18.38
  • আরে invw দেব কি !! নিজে total ঘেঁটে গেছি তখন। ঃ-))
  • c | ০১ আগস্ট ২০০৮ ০২:২২ | 131.95.121.107
  • দূর দূর!!
    সিদ্ধি খেয়ে নাচতে হয়। বিসর্জনের বাজনার সঙ্গে।তবে না! নাচের মেকানিজমে বাড়তি হাইপার ঝরে গিয়ে পরে ইকুইলিব্রেট করে। না নাচলেই কেলেংকারি।
  • aja | ০১ আগস্ট ২০০৮ ০২:২২ | 207.47.98.129
  • ঐ তো। সিদ্ধি খেলে ইন্টারভিউ দিতে ভয় করে। গাঁজা হলে বুক ফুলিয়ে ইন্টারভিউ দিতেন।
  • Bratin | ০১ আগস্ট ২০০৮ ০২:১৯ | 198.45.18.38
  • সিদ্ধি র নেশা বড় ভয়ানক । আমি এক বার total ছড়িয়েছিলাম সিদ্ধি খেয়ে । প্রত্যেক বার আমার স্কুলের এক বন্ধু বানা য় আর আম রা দায়িত্ব নিয়ে খেয়ে আসি । ২০০৭ সাল এ বেশ কড়া করে বানিয়েছিল । তার পরে ফুচ্‌কা খেলাম । মাথা টা এক টু ভার ভার লাগছে । কোন রকম এ বাড়ি এলাম । যেখানে বাঘের ভয় সেখানে ই সন্ধে হয় । onsite থেকে call করেছে client intvw হবে। তখন আর গুছিয়ে কথা বলা র মত অবস্থায় নেই । শেষে বলা হল খুব অসুস্থ । পরের দিন intvw হল । ঃ-))
  • c | ০১ আগস্ট ২০০৮ ০২:১৮ | 131.95.121.107
  • আরো উচ্চাঙ্গের নেশা আছে-সর্বস্ব দিয়া করিতে হয়-কুলীনত্বে তাকে ছাড়াতে পারে এমন কেউ নাই।
  • c | ০১ আগস্ট ২০০৮ ০২:১৬ | 131.95.121.107
  • "শ্মাশানে জাগিছে শ্যামা" আর "শ্মশান ভালোবাসিস বলে" এই গান দুটো ভালো করে গাওয়া অবস্থায় থাকলে আমারে পাঠান বা লিংক দ্যান।
  • aja | ০১ আগস্ট ২০০৮ ০২:১৬ | 207.47.98.129
  • মানে যেমন গুড়াখুর নেশা আধ-আঙুলে করা যায়, অন্ত্যজ নেশা। সিগারেট আড়াই-আঙুল, মোটামুটি কুলীন নেশা। সে হিসেবে মদ পাঁচ আঙুল।

    তবে গাঁজা-কে কে মারে, সে হল দশ আঙুলের নেশা।

    তাই সিগারেটে ভরে খেলে গাঁজার জাত যায়।

    ডিঃ ষড়াঙ্গুলেরা গাঁজা খায় কিনা জানা নেই।
  • c | ০১ আগস্ট ২০০৮ ০২:১৪ | 131.95.121.107
  • শিবকালী ভট্টাচার্যিও।
  • RATssss | ০১ আগস্ট ২০০৮ ০২:১২ | 63.192.82.30
  • তবে গাঁজার সঙ্গে যে ভক্তিভাবটা আসে তার কোন তুলনা নেই। একবার তারাপীঠের শ্মশানে অমাবস্যার রাতে খুলিতে বাংলা আর সঙ্গে গাঁজা খেয়ে দেখো। শিব কালি দুজনেই সশরীরে দেখা দিয়ে হাই-হ্যালো বলে যাবে।
  • aja | ০১ আগস্ট ২০০৮ ০২:১২ | 207.47.98.129
  • তারাপদ রায়ের র‌্যাঙ্কিং-এ গাঁজার চেয়ে ভাল নেশা হতেই পারে না।
  • m | ০১ আগস্ট ২০০৮ ০২:১১ | 12.217.30.133
  • হনু র লেখা যে কবে বিখ্যাত হবে অপেক্ষায় আছি!
  • arjo | ০১ আগস্ট ২০০৮ ০২:০৯ | 168.26.215.54
  • পদবী নিয়ে যাদের সবথেকে বড় অসুবিধা তারা হল, পঃবঙ্গে গোলদারের ছেলের আর ওদিকে ব্র্যাডম্যানের ছেলের। খুবই কষ্টে দিন কাটাতে হয়েছে। খ্যাতির বিড়ম্বনা।
  • RATssss | ০১ আগস্ট ২০০৮ ০২:০৭ | 63.192.82.30
  • খারাপ হবে কেন? একগ্লাস জলে এক বড় চামচ সবুজ সিদ্ধিপাতা বাটা, ভাল করে ঘেঁটেঘুঁটে একচুমুকে --- যাকে বলে বটম সিপ্‌
    আল্লা মেঘ দে পানি দে ... ইত্যাদি
  • c | ০১ আগস্ট ২০০৮ ০২:০৬ | 131.95.121.107
  • আহা এইসব পদবীধারীদের মনে কত কষ্ট! গাঁজাওয়ালা,আলুওয়ালিয়া,অগ্রবাল,লিঙ্গস্বামী,পাচাড়িয়া,ঠক্কর--এসব তুলে দিলেই পারে!
  • arjo | ০১ আগস্ট ২০০৮ ০২:০৬ | 168.26.215.54
  • সিদ্ধি মোটেও ভালো নয়। গাঁজার সাথে মোটেও তুলনীয় নয়। সিদ্ধি খেতেও বাজে, নেশাটাও বাজে। কেমন যেন মনে হয় উড়ে যাচ্ছি।
  • c | ০১ আগস্ট ২০০৮ ০২:০৩ | 131.95.121.107
  • গাঁজা। গাঁজা। ব্যোমফট! ঃ-)))
    ফুচকার তেঁতুলজলে খানিকটা সিদ্ধি মেশালে কেমন হয় হে?
  • RATssss | ০১ আগস্ট ২০০৮ ০১:৫৯ | 63.192.82.30
  • বললাম যে, উপরের লেভেলের ব্যাপার ঃ)
    কে গাইছে ভজনটা সে টা খেয়াল করো
  • aja | ০১ আগস্ট ২০০৮ ০১:৫৭ | 207.47.98.129
  • ওহে ইন্দুরাস, এক দেহে লীন হবার শব্দ তো সাউন্ডট্র্যাকে শুনলাম না!!
  • RATssss | ০১ আগস্ট ২০০৮ ০১:৫৬ | 63.192.82.30
  • ম-এর এখন ছাত্রবন্ধু অবস্থা চলছে, টেন টিচার্স - টুয়েলভ এক্সামিনার্স হতে অনেক দেরী।
  • RATssss | ০১ আগস্ট ২০০৮ ০১:৫৫ | 63.192.82.30
  • দেখো, এখানে গাঁজাওয়ালা আর হরি এক দেহে হল লীন ... এ বড় উপরের লেবেলের ব্যাপার হে, খানিকটা ছুঁয়ে চলে যাবে কিন্তু জাপটে ধরতে পাবে না
  • RATssss | ০১ আগস্ট ২০০৮ ০১:৫২ | 63.192.82.30
  • ওরে হরি সর্বত্র। পেল্লাদেও হরি, জল্লাদেও হরি ... শুধু গাও, গাইলেই হবে মঙ্গালম http://www.imeem.com/tushar/music/wRE2kp9a/kunal_ganjawala_mangalam/
  • arjo | ০১ আগস্ট ২০০৮ ০১:৫২ | 168.26.215.54
  • নাঃ ম বড় হয়ে টেন টিচার্স হবে।
  • aja | ০১ আগস্ট ২০০৮ ০১:৫০ | 207.47.98.129
  • মাইমা বলে কি? হনুর লেখার অর্থোদ্ধার করেছে!!?

    নাও, মাইমাকে সিন্ধু সভ্যতার লিপি পড়তে লাগিয়ে দাও।
  • arjo | ০১ আগস্ট ২০০৮ ০১:৪৯ | 168.26.215.54
  • কেব্বে শাম্মি কাপুরকে পোকা বলে? কোনো কথা হবে না। একালে গোবিন্দা আর সেকালে শাম্মি আহা।
  • aja | ০১ আগস্ট ২০০৮ ০১:৪৯ | 207.47.98.129
  • তাই তো ভাবছি, ম্যাঞ্জারি করতে হবে। কি করছি কোড লিখে!!

    ঘেন্না ধরে গেল জীবনে। ছোঃ।
  • m | ০১ আগস্ট ২০০৮ ০১:৪৯ | 12.217.30.133
  • আরে নারে ভাই- হনুর লেখাটার মানে কিছুটা উদ্ধার করে উল্লসিত হলামঃ)
  • arjo | ০১ আগস্ট ২০০৮ ০১:৪৬ | 168.26.215.54
  • অ্যাঁ বলে কি বাড়ির বাজার ভেঙে পরেছে ম্যাঞ্জারদের জন্য। আম্রিগায় ম্যাঞ্জাররা তো ভারি পাওয়ারফুল। আহা আমেরিকান কোম্পানিতে যদি ম্যাঞ্জারি করতে পারতাম। কি সুখ।
  • Blank | ০১ আগস্ট ২০০৮ ০১:৪৫ | 170.153.62.251
  • মামী শেষে ইয়াহু কিনে নিলো?
  • RATssss | ০১ আগস্ট ২০০৮ ০১:৪৫ | 63.192.82.30
  • মামীরে শাম্মীপোকা কাটল নাকি?
  • aja | ০১ আগস্ট ২০০৮ ০১:৪১ | 207.47.98.129
  • এই দ্যাকো, ম্যাঞ্জারদের কত্তো খারাপ কতা কয়েচে। এঁয়াদের জন্যি নাকি আম্রিকান ইকনমি ঝাড় খাচ্চে।


    http://www.project-syndicate.org/commentary/mintzberg2
  • m | ০১ আগস্ট ২০০৮ ০১:৩৭ | 12.217.30.133
  • ইয়া আ আ আআআআআআআ হু
  • c | ০১ আগস্ট ২০০৮ ০১:৩৪ | 131.95.121.107
  • আপনে পেল্লাদ নিকি?
  • RATssss | ০১ আগস্ট ২০০৮ ০১:১৩ | 63.192.82.30
  • ক্যায়সে জিয়ুঙ্গা মা...
    হরি বিনা ক্যায়সে জিয়ু রে

    ওরে হরির কি আর দেখা পাবি কোথাও, না পেলে কাশী যা, মথুরাও তা, বৃন্দাবনও তা। গয়া বা লাহোর কি আর তার থেকে আলাদা হতে পারে রে পাগল!

    ব্ল্যাংকি এক বিশাল আত্মা, পরম পুরুষ - একটা ছোট্ট কথায় কত বড় কিছু বলে দিলে, আর কেউ বুঝল না। নাদান ভাটুরে ।

    হরি বিনা ক্যায়সে জিয়ু রে.....
  • c | ০১ আগস্ট ২০০৮ ০০:৫৩ | 131.95.121.107
  • ব্ল্যাংক,আরে সব্বনাশ! আমি কথা উইথড্র করতাসি। যাইতে চাইলাম গয়াকাশী নিয়া হয়তো ফেললা কান্দাহারলাহোড়। পালাইতে গিয়া বেমক্কা উইড়া হয়তো পড়লাম গিয়া লাসা!
    দরকার নাই, আমি বরম চন্দ্ররাজের নাম ল্যাহা পিলারটা দেইখা আসি গিয়া।
    ঃ-)))))))))))))
  • arjo | ০১ আগস্ট ২০০৮ ০০:৪২ | 168.26.215.54
  • ডালমিয়াকে যতদুর বুঝেছি। দাদার সাথে বন্ধুঙ্কÄ পাতিয়ে নিল বলে। ডালমিয়া নিজেই এগোবে। দাদা ফিরলেই আবাপতে ছবি দেখতে পাবে।
  • Ishan | ০১ আগস্ট ২০০৮ ০০:৩৯ | 12.163.39.254
  • ওদিকে আমি ডালমিয়াকেও ভলোবাসি দাদাকেও বাসি। আমার যে এখন কি হবে। ঃ(
  • d | ০১ আগস্ট ২০০৮ ০০:২৯ | 121.245.131.216
  • দাদাকে একটা "আপনার অবসর জীবন সুখের হউক' কার্ড পাঠাবার প্রস্তাব দিয়ে আমি ঘুমু কত্তে যাই।
  • arjo | ০১ আগস্ট ২০০৮ ০০:২২ | 168.26.215.54
  • সবই কেন্দ্রীয় চক্রান্ত, দাদার বিরুদ্ধে।
  • Blank | ০১ আগস্ট ২০০৮ ০০:১৯ | 170.153.62.251
  • পিছু ডাকা রান নেবার সময়। ব্যাস।
  • tania | ০১ আগস্ট ২০০৮ ০০:১৩ | 65.115.93.98
  • সব অজ্জিতের দোষ। অত দাদা দাদা করলে ডিস্ট্র্যাক্‌শন হয়না?
  • Blank | ০১ আগস্ট ২০০৮ ০০:১৩ | 170.153.62.251
  • ওদিকেও ডালমিঁঞা
  • Ishan | ০১ আগস্ট ২০০৮ ০০:১১ | 12.163.39.254
  • কিন্তু দাদা যে গোল্লা করল।

    সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ঘুরে শেষে শ্রীলঙ্কায় তরী ডুববে? হায়।
  • Blank | ৩১ জুলাই ২০০৮ ২৩:৪৫ | 170.153.62.251
  • গয়া কাশী আর লাহোর যে পাশা পাশি, তাহা কবি বলে গেছেন। ইহা ঐতিহাসিক সত্য।
  • chaaraanaa | ৩১ জুলাই ২০০৮ ২৩:৪৪ | 122.162.82.203
  • হ্যাঁ হ্যাঁ, পাশাপাশিই তো, ঐ রাণাঘাট থেকে তিব্বত যেতে পড়ে।
  • d | ৩১ জুলাই ২০০৮ ২৩:৪৩ | 121.245.131.216
  • ওবাবা! ব্ল্যাংকি তো দেখি ভুগোলেও বিপ্লব করতে চায়!
    তা হ্যাঁরে ইতিহাস নিয়ে কিছু বিপ্লবের প্ল্যান নেই তোর? ইতিহাসকেও ছাড়িস না। জগতের এই বিপ্লবযজ্ঞে ইতিহাসকেও নিমন্ত্রণ করিস।
  • Blank | ৩১ জুলাই ২০০৮ ২৩:৪২ | 170.153.62.251
  • বেশী দুর না তো। ম্যাপে দেখলুম ইঞ্চি খানেক দুরে। আমি কি এমন আর ভুল বলেছি x-(
  • chaaraanaa | ৩১ জুলাই ২০০৮ ২৩:৪২ | 122.162.82.203
  • ব্ল্যাংকি ভুগোলে তেরো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত