এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ২৪ জুলাই ২০০৮ ১০:৩৫ | 61.95.144.123
  • http://www.anandabazar.com/24cal7.htm

    কাল রাত্রে দিদি অনেক দেরীতে ফিরেছে, আজ সকালে আবার গেলো - ভিসিকে এখনো ছাড়েনি। আর কতদিন চলবে? যাদবপুরের ছাত্র সংগঠন এগুলো সব ডিনাই করবে - কিন্তু বাড়িতে একজন ইসি মেম্বার তো - তার কাছে শুনছি আর তার অবস্থাটা দেখছি...

    বিইকলেজে খাতা জমা দেওয়া নিয়ে এক নাটক চলছে - সেই পরীক্ষা দেয়নি যখন, তার পর অ্যাকাডেমিক কাউন্সিল এক্সট্রা নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেয় - যেটা ভুল সিদ্ধান্ত - আর তারপর এখন শিক্ষকগোষ্ঠী নাটক শুরু করেছে যে খাতা ভিসিকে দেবেন না, কারণ অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়নি, চ্যান্সেলরকে দেবেন। ছ্যাঁচরামি ছাড়া আর কি?
  • h | ২৪ জুলাই ২০০৮ ১০:১৮ | 125.18.104.1
  • মায়াবতী প্রশ্নে আমি অর্পণের সঙ্গে একমত। যেখানে যে পলিটিক্সের ভাষা চলে সেটা সেখানে ব্যবহৃত হবে এতে চমকানোর কিছু নেই।

    আর অরিজিতকে আমার বক্তব্য হল, দ্যাখো জাত জিনিসটা কোন কাজের কথা নয়, এ ব্যাপারে সন্দেহ নেই, মায়াবতী বা লালু কোরাপ্ট বা ধর এ ব্যাপারেও খুব সন্দেহের কোন অবকাশ নেই। কিন্তু একটা কথা তোমায় মানতেই হবে মুলায়ম/লালু/মায়াবতী/পাসোয়ান ইত্যাদিদের খুব একটা অরিজিনাল কϾট্রবিউশন আছে উত্তর ভারতের পলিটিক্সে। সেটা হল এঁরা বেসিকালি কংগ্রেসের হরিজন পলিটিক্স এর ঢপ গুলো কে এবং ভোটের নিয়ন্ত্রক হিসেবে উচ্চবর্ণ জমিদার বা প্রিন্সিপালিটি গুলোর ট্র্যাডিশনাল ভূমিকার বারোটা বাজিয়েছেন। আমি মনে করি না জাত পলিটিক্স সমর্থন যোগ্য। কিন্তু সাধারণতঃ তার দায় টা শুধু এনাদের তিনজনের উপরেই বর্তায় এইটা আমার খুব ইরিটেটিং লাগে। অ্যাজ ইফ তার আগে এসব হয় নি। এখন বাস্তব পরিস্থিতি এই যে বিজেপি/কং দুজনকে ই এঁদের কারো না কারো সঙ্গে বোঝাপড়া করতে হবে।

    হ্যাঁ পাওয়ার ব্রোকার হিসেবে এঁদের একটা দুর্নাম হয়েছে। কিন্তু কেস হল সবাই বিনা প্রশ্নে বিভিন্ন উচ্চ আদর্শে সাবস্ক্রাইব করবে আর বেসিক ওয়েলফেয়ার সিস্টেম ৬০ বছর ধরে কন্টি ফেল করেই যাবে, এটা হয় না।
    তাই বলে আবার ভেবে বোসোনা, আমি এঁদের আইডেন্টিটি পলিটিক্স এর যে রিপ্রেজেন্টেটিভ ক্লেম সেটাকে সমর্থন করি, আদৌ করি না। আমি মনেই করি না, যাদব মানেই সবাই লালুর লোক, চামার মানেই সবাই মায়াবতীর লোক এবং সেই সব ক্ষেত্রে বেসিক অর্থনৈতিক অসাম্য নিরপেক্ষে সকলেই কেবলি জাত নিয়ে চিন্তিত। দলিত কবি বা লেখক দের লেখা গুলো পড়লে বুঝবে সমাজের অন্যান্য অংশের মতই প্রচুর ডিবেট এঁদের রয়েছে। মানুষ অসংখ্য বুইলে , মানুষের ভাবনা চিন্তা এক পিস নেতা উঠলে বা তারে সকলে ভোট দিলে বন্ধ হয়ে যায় না। অশিক্ষিত মানুষ বোকা নন। অনেক কম রিসোর্স নিয়ে তাঁদের হালে পানি পেতে হয়।

    কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা কমপ্লিটলি ফেল করেছে, যেখানে যেরকম ভাবে ফেল করেছে, সেখানে সেরকম ভাবে প্রতিক্রিয়া হয়েছে। ফেডেরালিজম এর নতুন ফর্ম এই সব ক¾ট্রাডিকশনের মধ্যে থেকে উঠলেও উঠতে পারে। নাও উঠতে পারে, বিভিন্ন সময়ে বিভিন্ন গোঁজামিলেই দেশ চলে, ভবিষ্যতেও চলবে। মনমোহনের জয় ক¾ট্রাডিকশন কিসু কমাবে না। তবে আপাতত বড় দল গুলো, বামেরা সহ জেনেরালি দেশের সর্বত্র ওয়েলফেয়ার ও সোশাল সার্ভিস নিয়ে যেতে ব্যর্থ। তার প্রতিক্রিয়া সব সময় মহান হবে কি করে? শিক্ষিত প্রফেসনাল ক্লাসের বড় রাজনৈতিক এজেন্ডা গুলো কি খুব মহান?
  • RATssss | ২৪ জুলাই ২০০৮ ০৫:১৮ | 63.192.82.30
  • আমার সঙ্গে বিবেকানন্দের কি যোগাযোগ? হাজার দ্বীপ কে বাজে জায়গা বললে আমাকে কেন পোকা কামড়াবে?
  • RATssss | ২৪ জুলাই ২০০৮ ০৫:১২ | 63.192.82.30
  • কাল দেখে ফেল্লুম জানে তু... বেশ মিষ্টি মজার সুন্দর দিল খুশ করা সিনেমা। নায়িকা খালি র‌্যাটস্‌ র‌্যাটস্‌ করে ছোটবেলা মনে করিয়ে দিল গো!!!
    তবে আমার নাম কে কপি করার পিতিবাদ (কোথায় পিতিবাদ পাঠাবো জানা নেই)... এতদ্বারা প্রমানিত হয় বলিউডিও সিনেমার লোকজনও গুরু পড়ে
  • RATssss | ২৪ জুলাই ২০০৮ ০৫:০৯ | 63.192.82.30
  • মামুর ভ্রমন কাহিনী ঃ-) বুলবুলভাজায় যাবে ঃ-)
  • Ishan | ২৪ জুলাই ২০০৮ ০৩:৩৪ | 12.240.14.74
  • ভোরবেলা টোরবেলা একদম না।

    আমি ফিরে এসে একটা ভ্রমনকাহিনী লিখব। ঃ)
  • Du | ২৪ জুলাই ২০০৮ ০৩:২৯ | 67.111.229.98
  • ভোরবেলার রামধনুটাও ভালো লাগে দেখতে
  • tania | ২৪ জুলাই ২০০৮ ০৩:১৯ | 65.115.93.98
  • আর একটু জ্ঞান দিই? প্রথম সুযোগেই maid of the mist সেরে নিও। অনেক সময় হাওয়ার জন্য ওটা বন্ধ করে দেয়। আর পার্কিং একটা বড় হ্যাসেল। হাতে সময় রেখো। ব্যস, আর না। এই এবার থামলাম ঃ-)
  • Du | ২৪ জুলাই ২০০৮ ০৩:১৭ | 67.111.229.98
  • আপিস তো ছুটি , তো একদিন বেশিই থাকো না কেন?
  • m | ২৪ জুলাই ২০০৮ ০২:৫৯ | 12.217.30.133
  • তানিয়া,
    ওপারে যাবার বাসনা আছে, তবে হাতে মাত্র দেড়খানা দিন সম্বলঃ(
  • tania | ২৪ জুলাই ২০০৮ ০২:৫৪ | 65.115.93.98
  • মামী,
    maid of the mist আর cave of the winds দেখো তাহলেই নায়াগ্রার ৯০% দেখা হয়ে যাবে। এর পর সময় পেলে বাকি পয়েন্টগুলো। আর ওপারে যাচ্ছো নাকি? ওপার থেকে শুনেছি দেখতে আরও ভালো লাগে।
  • m | ২৪ জুলাই ২০০৮ ০২:৩৫ | 12.217.30.133
  • ধর তক্তা মার পেরেক গতিতে শুক্কুর বার উড়ে গিয়ে রোব্বার ফিরছি- সময়াভাবে এক গাদা টাকার শ্রাদ্ধ ছাড়া বেড়ানো কেমন হবে জানি নাঃ(
  • arjo | ২৪ জুলাই ২০০৮ ০২:২৯ | 168.26.215.54
  • আমরা যাচ্ছি স্কাইলাইন ড্রাইভ। শেনানডুয়া ন্যাশনাল পার্ক। বেশ খানিকটা ড্রাইভ তাই এখনো টেন্টেটিভ।
  • m | ২৪ জুলাই ২০০৮ ০২:২৪ | 12.217.30.133
  • আজ্জো,
    আগামি সপ্তাহান্তে যাবো।
  • m | ২৪ জুলাই ২০০৮ ০২:২৩ | 12.217.30.133
  • আমার আগ্রহ প্রকৃতিতে- যাই হোক আমরা কেবল মাত্র জলপ্রপাত টা দেখতেই যাচ্ছি তখন একবার বোটে আর একবার পেলাস্টিকের জামা কাপড় পড়েই দেখে নেবো না হয়ঃ)
  • aja | ২৪ জুলাই ২০০৮ ০২:২৩ | 207.47.98.129
  • থাউজ্যান্ড আইল্যান্ডকে ঢপের জায়গা বলোনি। বিবেকানন্দ ওখেনে বসে বই নিখেছিলেন। ইন্দুরাস শুনতে পেলে মারবে।
  • arjo | ২৪ জুলাই ২০০৮ ০২:২১ | 168.26.215.54
  • ও কাছে আর একটা জায়গা আছে থাউজেন্ড আইল্যান্ড না কি যেন। ঢপের জায়গা, যেও না।
  • arjo | ২৪ জুলাই ২০০৮ ০২:১৪ | 168.26.215.54
  • ম, কবে যাচ্ছ?
  • aja | ২৪ জুলাই ২০০৮ ০২:১০ | 207.47.98.129
  • মাইমার কি টেকনোলজিতে আগ্রহ না নেচারে?
  • arjo | ২৪ জুলাই ২০০৮ ০২:০৭ | 168.26.215.54
  • ডিঃ দুইদিনে এর থেকে বেশি দেখা যায় কিনা জানি না। ঃ-)
  • arjo | ২৪ জুলাই ২০০৮ ০২:০৫ | 168.26.215.54
  • শোনো নায়াগ্রায় একদিনে নায়াগ্রা জলপ্রপাতই দেখা যায়। দুটো ট্যুর আছে। একটা জলের মধ্যে বোটে করে ঘোরায়। আর একটা পেলাস্টিকের জামাকাপড় পড়িয়ে গুহার মধ্যে দিয়ে হাঁটিয়ে হর্সশু ফলসের একেবারে কাছে নিয়ে যায়। এছাড়া বেলুন, হেলিকপ্টার ইত্যাদি চড়ে ফলস দেখারও বন্দোবস্ত আছে। রাতে ভালো আলো দেয়। পোস্টকার্ড ছবি তুলতে হলে ভালো। এছাড়া আর কিছু জানি না।
  • m | ২৪ জুলাই ২০০৮ ০১:৫৭ | 12.217.30.133
  • নায়াগ্রা সম্পর্কে কিছু জানতে হলে বীরু কে জিগাতে হবে?তাকে ডেকে এট্টু জিগিয়ে নাও তো।
  • arjo | ২৪ জুলাই ২০০৮ ০১:৫৫ | 168.26.215.54
  • সেকি বাসন্তী সম্বন্ধে বলার থাকবে না। দেখতে ভালো, নাচে ভালো, বুদ্ধি কম, হেবি খাটাখাটনি করতে পারে। আর টাঙাও খুব ভালো চালায়। বউ হিসেবে মনে হয় ভালোই। বীরু জানে বিশদে।
  • m | ২৪ জুলাই ২০০৮ ০১:৪৭ | 12.217.30.133
  • বাসন্তী এই বিষয়ে তোমার কি কিছু বলার আছে?
  • arjo | ২৪ জুলাই ২০০৮ ০১:৪৩ | 168.26.215.54
  • এইটা একটা প্রশ্ন হল? এতো অনেকটা বাসন্তী তেরা নাম কেয়া হ্যায় রে টাইপ হল।
  • m | ২৪ জুলাই ২০০৮ ০১:৪১ | 12.217.30.133
  • কেউ আমায় বলো নায়াগ্রা গিয়ে একদিনে কি কি দেখতে হবে?
  • c | ২৪ জুলাই ২০০৮ ০১:৩২ | 131.95.121.107
  • আচ্ছা এত এত বেদী দ্বিবেদী ত্রিবেদী বাজপেয়ী চতুর্বেদী এরা গেলো কোথা?
  • P | ২৩ জুলাই ২০০৮ ২৩:৪৫ | 212.2.179.216
  • ডাকতার , পেলাম। চাপ নাই ঃ-(
  • P | ২৩ জুলাই ২০০৮ ২৩:৪৫ | 212.2.179.216
  • না , তিনমাসের মধ্যে কল্লেই হয়। আমাদের অবিশ্যি অত সময় নাই । পাসপোর্ট কত্তে দিতে হবে শিগ্গিরি , দেশে যাবার ব্যাপার আছে।
  • I | ২৩ জুলাই ২০০৮ ২৩:২২ | 59.93.193.32
  • পাল্লিন,
    এইমাত্তর মেলটা দেকলুম। উত্তর দিয়া দিছি।
    কিন্তু আম্মো তো পেলুম না হে।
  • ranjan roy | ২৩ জুলাই ২০০৮ ২৩:২২ | 122.168.79.130
  • অরিজিৎ এবং অর্পণ ! নাক গলালাম।
    সাংবাদিক গৌতম রায়ের লেখাটা উচুজাতের ঔদ্ধত্যজনিত নয়। ডিঃ এটা আমি ব্যক্তিগতভাবে জানি। কারণ গৌতম আমার পিসতুতো ভাই। লক্ষীপিসি সরিষা রামকৃষ্ণ মিশনের সংগে যুক্ত কোন স্কুলে হেডমিস্ট্রেস ছিলেন। অ-কায়স্থ পরিবারের শিক্ষক রিপুদমন রায়কে বিয়ে করেছিলেন। কাজেই গৌতমের ঐ অহংকার থাকতে পারেনা।( আমার বিশ্বাস গৌতম জিসি পড়েনা।ঃ)))
    বরং অর্পণের কথাটা সত্যি। মায়াবতীর বক্তব্য আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে। গো-বলয়ের উপযোগী সঠিক ইডিয়মে। এই বেল্টে গৌতমের অনেক ঘোরা আছে।
    আমার অনেক কলিগ আশা করছিলো "চামারিন'' কে দেশের প্রধানমন্ত্রী করার চেয়ে বিজেপি কয়েকজনকে অনুপস্থিত করিয়ে সরকার বজায় রাখতে সাহায্য করবে।
    এক কোয়ালিশন মন্ত্রীসভায় (সম্ভব্‌তঃ দেবগৌড়ার) শুরুতে কোন ব্রাহ্মণ মন্ত্রী ছিল না, তাতে নন-বিজেপি অনেকে আহত হয়েছিলো। দেশ-শাসনে কোন ব্রাহ্মণ থাকবে না, তা কি করে হয়! শেষে সিপিআইয়ের চতুরানন মিশ্র কৃষিমন্ত্রী হওয়ায় স্বস্তির নিঃশ্বাস পড়লো। হোকগে কমুনিষ্ট, ব্রাহ্মণ তো বটে!
  • Arpan | ২৩ জুলাই ২০০৮ ২৩:১০ | 122.252.231.206
  • ডাবলিনে জন্মের সময় রেজিস্ট্রেশন করতে হয় না?
  • P | ২৩ জুলাই ২০০৮ ২২:৫১ | 212.2.179.216
  • ডাকতার , মেলালুম উত্তরালে না তো ?

    আচ্ছা ইনটারনেট এ Tanisi মা দুর্গার এক নাম দেখছি। এর বাংলা বানানটা কি ? কেউ জানলে কনফার্ম করবে/করবেন ?
  • arjo | ২৩ জুলাই ২০০৮ ২২:২৮ | 168.26.215.54
  • ঃ-))))))))) হেব্বি হাসি পেল এটা পড়ে। এই গুলো নিয়ে একটা ফিসফাস বের করলে হয় না। বেশ জমবে কিন্তু। এইসব লোকগুলো এমন বিবৃতি দেয় মনে হয় যেন এপাড়া ওপাড়ায় ম্যাচ হচ্ছে। জোকার্স।
  • Arpan | ২৩ জুলাই ২০০৮ ২২:১৩ | 122.252.231.206
  • দেবব্রত বিশ্বাস উবাচঃ "আমি ওঁকে ভাল করে চিনি। ওঁর পারিবারিক ইতিহাস, জীবনযাত্রা বা মনোভাব কোনদিন কমিউনিস্টদের মত ছিল না। উনি একজন আগাগোড়া বুর্জোয়া'।
  • I | ২৩ জুলাই ২০০৮ ২০:৩৯ | 59.93.215.94
  • এইমাত্তর বিমানবাবু বেশ কঠিন কঠিন শব্দ উচ্চারণ কল্লেন; কি হল ভাবতে ভাবতেই এসে দেখি, সোমনাথবাবু এক্সপেল্ড।
    কি কান্ড !
  • Suvajit | ২৩ জুলাই ২০০৮ ১৯:২৩ | 124.183.183.24
  • সোমনাথবাবু বলেছেন "I'll just speak that I'm still the speaker."
  • m | ২৩ জুলাই ২০০৮ ১৯:১০ | 12.217.30.133
  • আর কোনো বিবাহ নয়-এখন শুদুই লিভ ইন।
  • m | ২৩ জুলাই ২০০৮ ১৯:০৮ | 12.217.30.133
  • অরি,
    সোমনাথ বাবুর মতামত পাওয়া গেছে?উনি কি বলছেন?
  • arjo | ২৩ জুলাই ২০০৮ ১৮:৫৭ | 168.26.215.54
  • তবে তাই হোক, গোধুলিতে পথ হারানো বিলীয়মান বর্ণমালার এমন উচাটন মন শান্ত করতে বরং উহাদের বিবাহ স্থির করা হউক। সুস্থির হোক টই, ঝরে পড়ুক খই।
  • r | ২৩ জুলাই ২০০৮ ১৮:৪৪ | 198.96.180.245
  • ওকে বাগ বলে ছোটো কোরো না ভাইটু। ও হল "গোধূলিসন্ধির ছায়াপথে বিলীয়মান বর্ণমালা"। ;-)
  • arjo | ২৩ জুলাই ২০০৮ ১৮:৩৪ | 168.26.215.54
  • এই টইয়ের বাগ অবিলম্বে ঠিক করা হোক। খুব বাজে ব্যপার।
  • Arijit | ২৩ জুলাই ২০০৮ ১৭:৫০ | 61.95.144.123
  • সোমনাথ চ্যাটার্জীকে এক্সপেল করা হয়েছে।
  • Arijit | ২৩ জুলাই ২০০৮ ১৭:৪০ | 61.95.144.123
  • একদিনে অনেক জল গড়িয়েছে তো, তাই ঘড়িটা দুইবার ঘুরেছে।
  • Suvajit | ২৩ জুলাই ২০০৮ ১৭:৩৭ | 124.183.183.24
  • অ অরিজিৎ তোমার কালকের সার্ভার একদিন বাদে রিস্টার্টের থিয়োরীর কি হল?
  • Arijit | ২৩ জুলাই ২০০৮ ১৭:২৪ | 61.95.144.123
  • আজ তো হবার কথা নয়, একদিন পর পর হচ্ছিলো তো।
  • r | ২৩ জুলাই ২০০৮ ১৭:২৪ | 198.96.180.245
  • বিকেল সাড়ে পাঁচটা-
    ডুবিল টই পুনঃ
    গোধূলিধূলিতে।
  • S | ২৩ জুলাই ২০০৮ ১৬:৪২ | 202.140.54.29
  • লা... লা-লা-লা-লা ... লা-লা-লা-লা-আআআআ
  • sinfaut | ২৩ জুলাই ২০০৮ ১৬:৪০ | 66.232.102.157
  • অপ্পন ইজ আওয়ার নিউ লিরিল বয়। ;-)
  • Arpan | ২৩ জুলাই ২০০৮ ১৬:৩৭ | 202.91.136.71
  • লি, লি, লী লয়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত