এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aja | ১৫ আগস্ট ২০০৮ ২২:৪৬ | 207.47.98.129
  • ধুস্‌স্‌স্‌ দীপ্তেনদা, পদ্য-টদ্য কে চেয়েছে। বাওয়ালি করার সঙ্গী চেয়েছি, তাই দিতে পারছেননা ...
  • dd | ১৫ আগস্ট ২০০৮ ২২:৩৪ | 122.167.26.14
  • ইন্দোদা
    আমি বিদ্রোহী রামক্লান্ত।

    আমি স্রেফ বাদামভাজা দিয়ে সাঁটিয়ে যাই। আইজ ও।
  • dd | ১৫ আগস্ট ২০০৮ ২২:৩২ | 122.167.26.14
  • মাল খেতে এতো ইসে কিসের ?
    এই চাই,সেই চাই। বন্ধু চাই। হাপসোল চাই। কাবাব চাই। নস্টালজি চাই। ঘ্যানঘ্যানে গান চাই। শেষ পাতে ভালো মাখো মাখো পদ্য চাই।

    ধুর।
  • I | ১৫ আগস্ট ২০০৮ ২২:৩০ | 59.93.162.5
  • ডিডি, স্বাধীনতাসন্ধ্যার মালের মেনু কি?
  • I | ১৫ আগস্ট ২০০৮ ২২:২৯ | 59.93.162.5
  • টিং টিংটিটিং
  • dd | ১৫ আগস্ট ২০০৮ ২২:২৭ | 122.167.26.14
  • আমি তো এম্নি এম্নি খাই।
  • I | ১৫ আগস্ট ২০০৮ ২২:২৫ | 59.93.162.5
  • একাকী মালিকের নহে তো মাল, খাইতে হয় দুইজনে
    একজন খেয়ে খুলিবে গলা, আরেকজন খাবে মনে।।

    অজ, দীন-দুনিয়ার মালিকের সঙ্গে বসে মাল খাচ্ছেন মনে করুন। বাওয়ালি আপনার, নেশার জিম্মাদারী ওঁর।
  • kd | ১৫ আগস্ট ২০০৮ ২২:২৪ | 59.93.217.205
  • সি, সি

    (অজর স্টেটমেন্টএর সঙ্গে একমত)
  • aja | ১৫ আগস্ট ২০০৮ ২২:২১ | 207.47.98.129
  • মাল খাইয়া বাওয়ালি করিবার সঙ্গী কম পড়িয়াছে ঃ)।

    সি, মাল খাইবার সঙ্গীর অভাব কিছু দিয়াই পূর্ণ হয় না।
  • bozo | ১৫ আগস্ট ২০০৮ ২১:৫৮ | 128.111.119.235
  • আমাদের এখানে রোজ সকালে কুয়াশা আর একটা বিচ্ছিরি ঠান্ডা হাওয়া। পারদ নেমে যায় ৬০ ফারেনহাইট। কিন্তু আজ স্বাধীনতা দিবস বলেই সকালে রোদ উঠেছে, তাপহীন উঙ্কÄল, হাওয়া তে শিরশিরানি নেই। থার্মোমিটারে ৭০। বেশ একটা দিন।
  • RATssss | ১৫ আগস্ট ২০০৮ ২১:৫৪ | 63.192.82.30
  • এজ্ঞে, মাল খাওয়ার সঙ্গীর কি অভাব পড়িয়াছে? - জটায়ু উবাচ!
  • c | ১৫ আগস্ট ২০০৮ ২০:৪৬ | 131.95.121.107
  • অজ দা,
    সেই নানা থিওরিতে মাথা আবজাব করা ভদ্রলোক কি আছেন আপনার ধারেপাশে? ঐ যে বেঙ্গালুরু দেখে গিয়ে যিনি খুব খুশী হয়েছিলেন আপনভূমিতে লোকেদের ঘুরে বেড়াতে দেখে?
    সেই লোকের সঙ্গে খানিক তত্বালোচনা করতে তো পারেন এই স্বাধীনতা দিবসে। এইযে বিশ্বায়িত মানুষের অলিম্পিকভাবনা বা এইরকম কিছু নিয়ে!
    অনেকদিন তো র‌্যান্ডমকাইন্ডনেসের মতন কিছু লেখেন না! সেরকম একটা লেখাও তো ...
  • aja | ১৫ আগস্ট ২০০৮ ২০:৩৯ | 207.47.98.129
  • এক পুরনো বন্ধু এসেছিল, দিন তিনেক থাকল। পোচ্চুর মাল খেলুম আর বাওয়ালি করলুম। বন্ধু চলে গেল, আমার আর মাল খাওয়ার সঙ্গী নেই। বৃদ্ধ মাতালের এ কেমন স্বাধীনতা দিবস হচ্ছে?

    ইয়ে আজাদী ঝুটা হ্যায়।
  • Du | ১৫ আগস্ট ২০০৮ ১৯:৪১ | 67.111.229.98
  • দুদেশের স্বাধীনতা দিবস পরপর বলে রেডিওতে সবার কথা শোনা যায়। তো পাকিস্থানের এক ভদ্রলোক কিছু স্মৃতিচারণ করছিলেন। একবার নাকি জিন্নাসাহেব করাচি এয়ারপোর্টে নামলে সবাই তার দিকে ছাতা নিয়ে এগিয়ে আসে কারণ এক দু ফোঁটা বৃষ্টি পড়ছিল। তখন তিনি তাদের নিরস্ত করে বলেন - আরে ঘাবরাও নেহী, ইয়ে করাচিকে বাদল হ্যয়, ইনহে ম্যয় বচপন সে জানতা হুঁ। ইয়ে ইসীলিয়ে আসমান পর আতে হ্যয় কে লোগ ইনকে রঙ না ভুল যায়ে। - ড্যালাসের বাদলও প্রায় ওরকমই, কিন্তু আজ বৃষ্টি হচ্ছে।
  • RATssss | ১৫ আগস্ট ২০০৮ ০৭:০৭ | 63.192.82.30
  • দেওয়া তো হল না গো মা
    তোর ঐ রাঙা পায়,
    রক্তজবা শুকিয়ে গেল
    অযতনে হায়!

    জেনে গেলাম যাবার আগে,
    নাই কিছু মা আমার ভাগে!
    কেবল মাত্র রেখে গেলাম
    মাতৃঋণের দায়,
    রক্তজবা শুকিয়ে গেল
    অযতনে হায়!

    এবার আমার বক্ষ চিরে,
    মুছিয়ে দেব তোর পারুধিরে,
    ওমা এটুকু সাধ মেটার আগে
    যেন জীবন নাহি যায়,
    রক্তজবা শুকিয়ে গেল
    অযতনে হায়।

    প্রচুর দারু তেষ্টা পেয়ে গেল, বাড়ি যাই ঃ-)
  • RATssss | ১৫ আগস্ট ২০০৮ ০৩:২৩ | 63.192.82.30
  • না হে ভায়া ব্রতীন, আমার বাড়ি ওপাড়ায় নয়। ঃ-)
  • bozo | ১৫ আগস্ট ২০০৮ ০৩:২১ | 128.111.119.235
  • তাহলে প্রশ্ন পরিকাঠামো কতদূর ঠিকঠাক আছে? এনি আইডিয়া?
  • Du | ১৫ আগস্ট ২০০৮ ০২:৫৪ | 67.111.229.98
  • কোথা থেকে ? যে পর্য্যন্ত পরিকাঠামো আছে সেথা থেকে ;-)
  • Bratin | ১৫ আগস্ট ২০০৮ ০১:২৪ | 198.45.18.48
  • RATsss তুমি কি ঐ দিকের? আমার আদি বাড়ি হল তারকেশ্বরের দিকে।
  • RATssss | ১৫ আগস্ট ২০০৮ ০১:২০ | 63.192.82.30
  • আরামবাগে চিত্তরঞ্জন বলে একটা মিষ্টি পাওয়া যায়, অনেকটা কালাকাঁদের মতন, এককথায় বলতে গেলে "অসাধারন'
  • Bratin | ১৫ আগস্ট ২০০৮ ০১:০৯ | 198.45.18.38
  • সিঙ্গুরের জানি না ঠিক। তবে হরিপালের "সত্যনারায়ণ" অসাধরন।
  • bozo | ১৫ আগস্ট ২০০৮ ০১:০৩ | 128.111.119.235
  • 'পুরুলিয়া অবধি' এই ফেসের মানেই হল অন্য এন্ড এ আরেকটা পয়েন্ট/প্লেস আছে। সেটা কোন জায়গা?
  • Du | ১৫ আগস্ট ২০০৮ ০০:৩১ | 67.111.229.98
  • এটা ভাটই। কিন্তু মনে প্রশ্ন এলো, পুরুলিয়া অবধি পরিকাঠামো গড়তে কত একর জমি লাগতো? আন্দাজ?
  • A | ১৫ আগস্ট ২০০৮ ০০:২২ | 208.255.36.3
  • সিঙ্গুরের মিষ্টি দই ও ব্যাপক। "আদর্শ" কি দোকানের নাম?
  • Arpan | ১৪ আগস্ট ২০০৮ ২২:৫৮ | 122.252.231.206
  • ভারতে সবাইকে হ্যাপি লং উইকেন্ড। ঃ)
  • Blank | ১৪ আগস্ট ২০০৮ ২২:৫১ | 170.153.62.251
  • উইকেন্ড জিনিসটা সপ্তাহে একবার কেন আসে?
  • sinfaut | ১৪ আগস্ট ২০০৮ ২০:৫৩ | 117.195.192.253
  • এই পাতার নিচেই আমার পোস্ট আছে।

    আর ব্যাপারটা কাটাতেও পারো, এখন আর এটা তেমন জরুরি ইস্যু না।
    ঃ-)
  • sinfaut | ১৪ আগস্ট ২০০৮ ২০:৫১ | 117.195.192.253
  • প্রতিটা পেজে setDateHeader expire করে দিলে চলবা? যাইহোক, আমি এইগুলো সুধু logout পেজে লাগিয়েছি।
  • arjo | ১৪ আগস্ট ২০০৮ ১৯:৪৬ | 168.26.215.54
  • সিঁফো ফুটবলের সুতো দেখে এসো, ভুল করে ওখানে পোস্ট করেছি।
  • sinfaut | ১৪ আগস্ট ২০০৮ ১৯:২৮ | 117.195.192.253
  • প্রতিটা পাতায় চেক রেখেছি, ঐ নাল কিনা দেখার জন্য। ব্রাউজার ক্যাশ রিমুভও করছি, সেশন ইনভ্যালিডও করছি। কিসুই হচ্ছেনা। আচ্ছা, যে সেশন ভ্যারিয়েবলটা removeAttribute করছি, সেটা jsp থেকে url attached হয়ে আসছে, সেজন্য কি কোনো প্রবলেম হতে পারে?
  • Blank | ১৪ আগস্ট ২০০৮ ১৯:০৩ | 170.153.62.251
  • ADP র মতন ভাল কোম্পানি আর হয় না। কিন্তু মাসে যদি দু বারের বেশী লগ ইন করা যেতো ওখানে ঃ(
  • arjo | ১৪ আগস্ট ২০০৮ ১৭:৫০ | 168.26.215.54
  • সিঁফো, শুধু লগ আউটে লিখলে মনে হয় হবে না। প্রতিটা পেজে দেখতে হবে সেশন বা ইউজার অ্যাকটিভ কিনা। নয়ত ব্যাক বাটনে দু তিনটে পেজ পিছিয়ে গেলে সেই পেজ থেকে আবার সব কিছু অ্যাকসেস করা যাবে। তাই লগ ইন করার পর httpsession এ ইউজার নেম বা ইউজারের ইউনিক কোনো প্রপার্টি ধরে রাখতে হবে আর প্রতি পেজের প্রথম কাজ হবে httpsession এ ইউজার ভ্যারিয়েবল কিছু রিটার্ণ করছে কিনা দেখা। যদি নাল রিটার্ণ করে তাহলে লগ ইন পেজে ডাইরেক্ট করে দেওয়া। সব থেকে ভালো ইমপ্লিমেন্টশন হবে প্রতি পেজে একটা এ এস পি র ভাষায় #include কোড

    কিন্তু এতেও হবে বলা যাচ্ছে না। কারণ ব্রাউজার নিজে ইনফরমেশন ক্যাশ করে। তাই লগ আউটে ব্রাউজার ক্যাশ রিমুভ ও করতে হবে।

    এত কিছু করেও হবে কিনা বলা মুশকিল কারণ এক এক ব্রাউজার ক্যাশ এক একরকম ভাবে হ্যান্ডল করে। খুব সেন্সেটিভ ডেটা হলে লগ আউটে ব্রাউজার বন্ধ করেও দেয় অনেকে। ADP বলে একটা কোম্পানি আছে যারা বিভিন্ন কোং এর পেরোল মেইণ্টেন করে ওরা লগ আউটে ব্রাউজার বন্ধ করে দেয়।
  • Arijit | ১৪ আগস্ট ২০০৮ ১৩:৫৯ | 61.95.144.123
  • অবশেষে গতকল্য রাত্রির প্রথম প্রহরে শুভাগমন হইল - মানে মালপত্তর এলো আর কি। সাকুল্যে দুইদিন ছুটি নিয়েছি, চারদিন তাড়াতাড়ি বেরিয়েছি, দুদিন দেরীতে এসেছি। মামী এখনও সময় আছে;-)
  • Arpan | ১৪ আগস্ট ২০০৮ ১২:০২ | 202.91.136.4
  • ওরে ব্ল্যাংক, লুচি দিয়ে শুধু চিনি খায় না। দিব্যি পায়েস খাওয়া হয়। জন্ম ইস্তক দেখে আসছি।
  • sinfaut | ১৪ আগস্ট ২০০৮ ১১:৫৬ | 165.170.128.65
  • করেছি, হয়নি।
  • siki | ১৪ আগস্ট ২০০৮ ১১:৪১ | 202.140.54.29
  • এরকমই তো লেখে!

    ক্যাশ ক্লিয়ার করে চালিয়ে দ্যাখ তো একবার।
  • sinfaut | ১৪ আগস্ট ২০০৮ ১১:১৭ | 165.170.128.65
  • ইসে, লগআউট হওয়ার পর সেসন এক্সপায়ার করানোর ফান্ডাটা কী? মানে আমি চাইছি, ব্যাকবাটন দিয়ে যেন না আবার ঢোকা যায়।

    আমি logout.jsp তে এইসব মাল পুরেও কিসু হচ্ছে নাঃ

    session.removeAttribute("userType");
    session.invalidate();
    response.setHeader("cache-control", "max-age=0, must-revalidate, no-cache, no-store, private");
    response.setHeader("pragma", "no-cache");
    response.setDateHeader("expires", 0);


    কেং কয়ে করে?
  • Arpan | ১৪ আগস্ট ২০০৮ ১০:০৫ | 122.252.231.206
  • জল নেমে গেছে বুঝি?
  • sinfaut | ১৪ আগস্ট ২০০৮ ০৯:৫৬ | 165.170.128.65
  • এক তলাতে নেমে এলাম অবশেষে।
  • lcm | ১৪ আগস্ট ২০০৮ ০৫:৪৬ | 128.48.254.35
  • দু,
    না, নলেন গুড়ের রসগোল্লা আর জুলাই-তে পাবো কোথায়। শীতে না গেলে পাওয়া মুশকিল।
  • RATssss | ১৪ আগস্ট ২০০৮ ০৩:৩৭ | 63.192.82.30
  • বেশি ঘাঁটতে হবে না, একটা লম্বা ইউআরএল দাও, পুরো ঘেঁটে যাবে ঃ-)
    তবে ঘেঁটে ঘ হবে না দই হবে - তা নিয়ে কনফিউশন আছে।
  • aja | ১৪ আগস্ট ২০০৮ ০৩:০২ | 207.47.98.129
  • ভাট নিয়ে ঘাটলে কতক্ষণে দই পাওয়া যাবে?
  • arjo | ১৪ আগস্ট ২০০৮ ০২:৫০ | 24.214.28.245
  • ব্ল্যাংকিকে, যেকোনো জিনিষ নিয়ে পোব্বোল ভাবে ঘাঁটতে থাকলে, কিছুক্ষণ পর সেটা দই হয়ে যায়। তখন সেটাকে বলে ঘেঁটে দই। কতক্ষণ লাগবে ডিপেন্ড করে কি জিনিষ নিয়ে ঘাঁটছ তার উপর।
  • aja | ১৪ আগস্ট ২০০৮ ০২:৩২ | 207.47.98.129
  • দু-কোয়ার্ট টেকিলা খেয়ে ঘুমোলে স্বপ্ন মনে থাকে না।
  • m | ১৪ আগস্ট ২০০৮ ০২:২২ | 12.217.30.133
  • কাল রাতে ভুন্ডুলি ফেঁসে যাবার স্বপ্নটা বারবার ঘুরে ফিরে এসেছে মনে হয়...
  • aja | ১৪ আগস্ট ২০০৮ ০২:১২ | 207.47.98.129
  • কুকরি দিয়ে বেগুন কাটলে ভাজায় স্বাদ হয় না।
  • m | ১৪ আগস্ট ২০০৮ ০১:৪৫ | 12.217.30.133
  • ঘি-ভাত খেতে মন্দ না- সঙ্গে যদি একটু উচ্ছে বা বেগুন ভাজা থাকে...
  • Du | ১৪ আগস্ট ২০০৮ ০১:৪৪ | 67.111.229.98
  • আমরাও তো পায়েসের চালটা একটু ঘী দিয়ে ভেজে নি শুরুতে।
  • c | ১৪ আগস্ট ২০০৮ ০১:২০ | 131.95.121.107
  • ঘী দিয়ে পায়েস খেয়েছ কখনো? হরিয়ানা না কোথায় জানি দেয় ওরম!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত