স্যান মনে হয় নিজে ডন জীবনের গল্প শোনাবে। অল্প স্বল্প গ্রেনেড ছোঁরাছুঁরি আর সামান্য RDX আর কি।
san | ২৬ আগস্ট ২০০৮ ১১:০৮ | 12.144.134.2
আহারে এরা অল্পবয়েসের উদ্দাম জীবন বলতে পচা তরকারি ছোঁড়াছুঁড়ি আর বাসেট্রেনে ভাড়া না দিয়ে যাওয়া বোঝে!! ভাবলেও কেমনি করুণা টাইপের হয় ।
Blank | ২৬ আগস্ট ২০০৮ ১১:০৭ | 65.218.154.195
আরে জানলার চাই, জালনার
sinfaut | ২৬ আগস্ট ২০০৮ ১১:০২ | 165.170.128.65
cdwrite k3b
Blank | ২৬ আগস্ট ২০০৮ ১০:৫৯ | 65.218.154.195
CD/DVD writer চাই, ওপেন সোর্স
Blank | ২৬ আগস্ট ২০০৮ ১০:৪৪ | 65.218.154.195
অজ্জিত দা কি ভাল হোস্টেলে থাকতো। সব্বই খুব ভাল ছেলে, এঁটো খাবার নিজের প্লেটে রাখতো। অন্যের প্লেটের দিকে তাকাতো না
Arijit | ২৬ আগস্ট ২০০৮ ১০:৪৪ | 61.95.144.123
হালার আইবিএম। ডেভেলপারওয়ার্কসে কোশ্চেন করলে উত্তর দেয় না। অভদ্র। তাই চাপ খেয়ে আছি।
Arpan | ২৬ আগস্ট ২০০৮ ১০:৩৯ | 122.252.231.206
আমি কী জানি? ওই তো ব্ল্যাঙ্ক লিখেছে সবাই "তার' বাথরুমের মধ্যে ছুরে দিত।
মাঝখান থেকে অরিজিত চাপ খায় কেন?
Blank | ২৬ আগস্ট ২০০৮ ১০:৩৬ | 65.218.154.195
যারা দশ মিনিটের বেশী সময় নিতো, তাদের জন্য ছিল ডালের জল। যাদের সাথে ঝামেলা লাগতো তাদের জন্য তরকারি পচা বা মাছের কাঁটা ...
Arijit | ২৬ আগস্ট ২০০৮ ১০:৩৫ | 61.95.144.123
না আলাদা বাথরুম ছিলো না, তবে নিজের মুখ থেকে বের করা খাবার টেবিলে না রেখে নিজের প্লেটের ধারে (টেবিলে নয়) রাখা বেসিক ভদ্রতার মধ্যে পড়েঃ-(
Blank | ২৬ আগস্ট ২০০৮ ১০:৩৫ | 65.218.154.195
নিজের বাথরুম থাকলে অন্য লোকে ছুরবে কেমনি করে?
Arpan | ২৬ আগস্ট ২০০৮ ১০:৩৩ | 122.252.231.206
বাপরে, কী উচ্চমধ্যবিত্ত হস্টেল। সবার নিজের নিজের বাথরুম ছিল! ঃ)
Blank | ২৬ আগস্ট ২০০৮ ১০:২৯ | 65.218.154.195
তা বটে, কিন্তু তাও তো টেবিলে রাখতো, লোকে চান করার সময় তার বাথরুমের মধ্যে ছুরে দিতো না :-D
Arijit | ২৬ আগস্ট ২০০৮ ১০:২০ | 61.95.144.123
আরে না। লোকে মাছের কাঁটা বা মাংসের হাড় কি প্লেটের ধারে রাখে না? এরা সেগুলোও টেবিলে রাখতো। আমি সেটাই বলছি - নিজের পাতের উচ্ছিষ্ট টেবিলে ফেলা খুব বাজে অব্যেস।
Blank | ২৬ আগস্ট ২০০৮ ১০:১১ | 65.218.154.195
অজ্জিত দা কি কয়েকবার ঐ পটলের দিকে হাত বাড়িয়েছিলে ঃ) :-D
Blank | ২৬ আগস্ট ২০০৮ ১০:০৬ | 65.218.154.195
প্রতিদিনের গেলাসের জন্য ভাল হলো বোলারস ডেন ঃ)
Arijit | ২৬ আগস্ট ২০০৮ ১০:০৫ | 61.95.144.123
হোস্টেলে খাওয়া মানে লম্বা টেবিলে সার দিয়ে বসে। সেখানে কেউ ওইভাবে পটলের ভিতরটা খেয়ে বাকিটা টেবিলে ফেলে রাখছে - বেশ দৃষ্টিকটু বাপু। নিজের প্লেটের ধারে রাখতে অসুবিধা কি?
আমি অর্কজে কুলপি খাই নাই, দাম দেখে।
Arpan | ২৬ আগস্ট ২০০৮ ১০:০৩ | 122.252.231.206
ধুর, মেনল্যান্ড চায়নাতে কে নিয়মিত খায়? তাও আলা কার্টে? ওই ছ'মাসে ন'মাসে বাফে ঠিক আছে।
Blank | ২৬ আগস্ট ২০০৮ ০৯:৫৮ | 65.218.154.195
কেউ কখনো পাকা আমের মাথায় ছোট্ট ফুটো করে, ভেতর টা খেয়ে , তারপর আম টা ফের ফুলিয়ে সাজিয়ে রাখো নি?
Blank | ২৬ আগস্ট ২০০৮ ০৯:৫৭ | 65.218.154.195
তাও ভাগ্যিস জিভে গজা দিয়ে আইস ক্রিম খাও নি। ওর দাম ও ১২০ মতন হয় ঃ)
Arijit | ২৬ আগস্ট ২০০৮ ০৯:৩৯ | 61.95.144.123
হুঁ - আমাদের হোস্টেলে কিছু ছেলে ছিলো তারা পটলের দোরমার ভিতরটা খেয়ে পটলগুলোকে টেবিলে সাজিয়ে রাখতো। কি বিচ্ছিরি অব্যেস।
অর্কজে কুলপির দাম ১২০/-, ওই একই কুলপি - হয়তো অনেক বেশি ভালো, র্যালিসে, আগে ছিলো ৮/-, এখন খুব বেশি হলে ২০/-। অর্কজে পাগল ছাড়া কেউ যায় না। অ্যাটলিস্ট নিজের পয়সায় তো নয়ই।
Blank | ২৬ আগস্ট ২০০৮ ০৯:৩৬ | 65.218.154.195
অর্কজের খাবার ভয়ানক বাজে। অকারন বেশী দাম। মাছরাঙার একটা ভেটকি মাছের রান্না আছে, দারুন করে ওটা। পটলের দোর্মার ভেতর টা ভাল, বাইরের পটল টা মহা বাজে।
Arijit | ২৬ আগস্ট ২০০৮ ০৯:২৭ | 61.95.144.123
ভজহরি মান্নাও এই অর্কজ ইত্যাদির মতন ভুলভাল দাম নয়। আপিসের একটা পার্টিতে অর্কজে নিয়ে গেসলো, আমি নিজে হলে কস্মিনকালেও যেতুম না।
টুকটাক দোকান হয়েছে - যেমন পাটুলির মোড়ে মাছরাঙা, আনোয়ার শাহ রোডের ওপর ষোল আনা - এগুলোতে ভাত+ডাল+মোচার ঘন্ট+মাছ+মাংস+চাটনি এই সব নিয়ে পাঁচজনে খেলেও মেনল্যাণ্ড চায়নার দশভাগের একভাগ হয়। এবং খেতে বেশ ভালো।
সল্লেকের ঝুপসেও প্রচুর লোক লাঞ্চ করে। নেহাত আপিসে খাবার দেয়, নইলে আম্মো যেতুম। কদিন যে পোর্ট আর কাস্টমস হাউজে দৌড়োদৌড়ি করলুম তখন স্ট্রান্ড রোডে ওই ঝুপস গোছের জায়গাতেই দিব্যি খেয়েছি - সব পাওয়া যায়, বিরিয়ানি থেকে স্প্রিংরোল/চিলিচিকেন অবধি। ওই চত্তরের সব আপিসের লোকজন লাইন দিয়ে খায়। ডেকার্স লেনে এখনো ভিড় হয়, এবং আপিসবাবুরাই খান।
ওদিকে কিছু আপিসে বম্বের মতন ডাব্বা সিস্টেমও চালু আছে।
Blank | ২৬ আগস্ট ২০০৮ ০৯:১৯ | 65.218.154.195
কুন্দুরি মোটেও ভাল খেতে না। পটল মার্কা সব কিছু ভয়ানক বাজে খেতে হয়
Arijit | ২৬ আগস্ট ২০০৮ ০৯:১৬ | 61.95.144.123
যাক - একজন অন্ততঃ সঙ্গী পাওয়া গেলো। অক্ষ না লিখলে আমি সাহস পাচ্ছিলুম না - কুঁদরুর তক্কারি ভালো বললে সব হাত গুটিয়ে আওয়াজ দিত হয়তো। থ্যাঙ্কু অক্ষ। কুঁদরু খেতে দিব্য ভালো, ভালো, ভালো।
আর টইটা পড়ে আমার রোগন বব্বরের দরকার হয়ে পড়েছে।
Tim | ২৬ আগস্ট ২০০৮ ০৮:৪৭ | 24.127.39.26
স্যান আমারে (সিকি আর ডিভোকেও) কি একটা বোঝাতে চাইলো, কিন্তু কি বোঝাতে চাইলো সেটাই বুঝলাম না। ঃ-) কিন্তু অনেকদিন পরে একটা মাল্টিডাইমেন্শনাল তক্কো দেখা গ্যালো! ;-)
mita | ২৬ আগস্ট ২০০৮ ০৮:০১ | 24.211.173.47
অক্ষ, ডেমোক্রটিক কনভেন্শন দেখছো নাকি?
a x | ২৬ আগস্ট ২০০৮ ০৩:২৪ | 143.111.22.23
দৈনিক স্টেট্সম্যানের সুকুমার মিত্র সিঙ্গুরে আক্রান্ত হয়েছেন। পুলিশ FIR নেয়নি।
a x | ২৬ আগস্ট ২০০৮ ০৩:২০ | 143.111.22.23
আর দিমাসিস তো সস্তার জায়গা, মেনল্যান্ড চায়না হ্যানত্যানে যারা খেতে যায় তার ঢুকবেই না ;-)
a x | ২৬ আগস্ট ২০০৮ ০৩:১৯ | 143.111.239.72
আর দাগা দিও না বোজো। আমি এতদিনে বড় হইলাম। এখন আমি বাজারে গিয়ে তরি তরকারির দাম দেখে তারপর কিনি। আগে টাকা-কড়ি আরোই ছিলনা, কিন্তু দামও দেখতাম না। বড় দুঃখের দিন আইলো।
bozo | ২৬ আগস্ট ২০০৮ ০৩:১২ | 128.111.119.235
কেন অক্ষ, দিমাসিসে অরুচি এসে গেছে? এর পরে আলাদিন, পাশা ও ইস্তাম্বুল গ্রিল (এটা মনে হয় দেখে ফেলেছো অলরেডি) এর খোঁজ দেব ঃ-)
a x | ২৬ আগস্ট ২০০৮ ০৩:০৩ | 143.111.22.23
টাকা জিনিসটা খুব ভালো। টাকা থাকলে কে রান্না করত! কত কত ডিভিডি কেনা যেত! কিন্তু আজকাল প্রায়শই এই কোন লেভেলে কত টাকা মাইনের আলোচনা আর কোন বড়লোকী করতে কত লাগে, এগুলোতে কেমন গা গুলোয়। এ নিশ্চয়ই আমার বাঙ্গালী মধ্যবিত্ত মানসিকতার জন্য। চোখের সামনে সবারই বোধহয় একটা নিজের এবং নিজেদের জন্য "good life" এর গাজর ঝোলে।
san | ২৬ আগস্ট ২০০৮ ০১:০৬ | 123.201.53.139
কম্পারেটিভ সেন্সে কম বড়লোক হয়ে পড়া খুব কিছু কঠিন ব্যাপার না যদি একেবারে ভাত-কাপড়-চিকিৎসা এইসবে টান পড়ে। কেননা ইদানিংকার মধ্যবিত্তের জীবনযাত্রা কুড়ি বছর আগেকার অনেক উচ্চমধ্যবিত্তের চেয়েই বিলাসবহুল। এখন আরো অনেক বেশি লোক কেন আমার থেকে আরো ভালো আছে এরকম ভাবলে আলাদা কথা, কিন্তু এমনিতে তেমন কিছু কষ্ট করতে হয়না বা কৃচ্ছসাধন করতে হয়না।
তবে সি এর লাস্ট লাইনের কোটেশনটা আমার হেব্বি লেগেছে। মানে আগেও পড়েছি কিন্তু এখানে চমৎকার ঃ-)
san | ২৬ আগস্ট ২০০৮ ০০:৫৭ | 123.201.53.139
আহা সে ব্যতিক্রম থাকে। সব ছেলে বা সব মেয়েই কি আর পরিবার ছেড়ে থাকতে চায় নাকি। আমি ট্রেন্ড বললাম তো একটা।
c | ২৬ আগস্ট ২০০৮ ০০:৫৪ | 131.95.121.107
প্রচন্ড দূষিত কলকাতায় ফুটানি করে থাকা, টেনশনে চুরচুর হয়ে কয়েক বছর পরেই হার্টের ব্যামো, ছেলেপিলের মহার্ঘ্য ইস্কুল ও ইঁদুরদৌড়ের আবশ্যিক ব্যবস্থা করা-মানসিক দিক থেকেও কতটা উন্নত এই জীবন,এ নিয়ে প্রশ্ন থেকে যায়। উন্নত জীবনযাত্রা মানে কি লাখবেলাখ রোজগার,প্রচুর ফুটানির জিনিস আর দামী জামা আর ওভারপ্রাইস্ড খাদ্যপানীয়? (তাইলে তো চোরাচালানকারীরা অনেক ভালো আছে! তারা তো বহুদ্দিন থেকে কোটি কোটি কামায়! ) এসব কত্তে গিয়ে ব্যামো হয়েই যদি ফুটে যাই তাইলে তো সেই পরশুরামের পিসির মতন জিগ্গেস কত্তে ইচ্ছে হয়, আরে ব্যাটাকে খেয়েই যদি ফেললাম তাইলে আর প্রেমের বুঝলামটা কি?
bozo | ২৬ আগস্ট ২০০৮ ০০:৪৯ | 128.111.119.235
স্যান, সিনিকাল আমি হই নি। ইন ফ্যাক্ট দুই তরফেই in laws আমাদের কাছে থাকতে চাইলে মোস্ট ওয়েলকাম। খালি যা অবস্থা দেখছি তাতে সংসার খরচ উঠবে কি না সেটা প্রশ্ন। আমি ২০-২২ জনের একটা পরিবারে বড় হয়ে উঠেছি, এবং মফঃস্বল শহরে। সেখানে খরচ-পত্র অনেক কম ছিল, কলকাতার তুলনায়। তাই বোধ হয় ঐ রকম একটা ধারনা থেকে গেছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন