এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • h | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৬ | 125.18.104.1
  • ঐ যে সংরক্ষনের বিরুদ্ধে মোবিলাইজেশনটার কথা বলে দিলি।
  • Arpan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৬ | 122.252.231.206
  • শুধু ভেবে ভেবেই আনন্দ পুরস্কার পাচ্ছেন হানু? কী ক্যালি!
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৫ | 12.217.30.133
  • যাবাবা কাকে ক্যালাবে? আমাকে? কেন?
  • Blank | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৪ | 65.218.154.195
  • নাহ
  • h | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৪ | 125.18.104.1
  • আমার কথা আমার আগে বলে দিলে ক্যাল খাবা।
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:২২ | 12.217.30.133
  • ধুর। সংরক্ষণ নিয়েও এই "অরাজনৈতিক' ছেলেপুলে প্রচুর অ্যাকটিভিটি দেখিয়েছে। তাতে কিসু হয়নি। তুমি ভেবে আনন্দ পাচ্ছ শুধু। ঃ)
  • Blank | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:২১ | 65.218.154.195
  • (হানুদার কথা বুঝলাম )
  • h | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:১৭ | 125.18.104.1
  • অসচেতন আমি কাউকেই বলি নি। দ্বিধাও নেই। আমি শুধু বলেছি, সাধারণতঃ রজনৈতিক অর্গানাইজেশনের বিরুদ্ধেই বড় প্রচারটা থাকে তো? আর বাবা মায়েরাও শেখান, ছেলে মেয়েরা নিজেরাও শেখে শুধু নিজেরটুকু দেখ। তো সেটার থেকে বেরোনোর জন্য প্রস্তুতি নিলেও ভাল্লাগে।

    তবে সচেতনতটা, ধর সাপ্লায়ার সিন্ডিকেট থেকে দুর্গাপুরের ছাত্র ছাত্রী থেকে সেকটর ফাইভের পেশাদারেরা সকলের সচেতনতাটা কর্পোরেট ডেডলাইন অনুযায়ী বাড়ছে এইটাতে একটু মনের ভিতর কুরকুরায় এই আর কি। তবু ভালো, বাড়ছে তো। ধর কাজের অধিকারের দাবীতে মিছিল হলে, পরে, মজুরী বৃদ্ধির দাবীতে মিছিল হলে, বলা যায় না, এই তিনটে অপমানিত ছেলে মেয়ে গুলো হয়তো একবার এক সেকেন্ডের জন্য একটু কনফিউজড হয়ে ভেবে ফেলতেই পারে, যে কোন কোন সময়ে পথচারী আর ট্রাফিকের অসুবিধে হলে অত মাথা ঘামাতে নেই। এই বলা যে অংশটা যায় না তার উপরেই সব চেয়ে বেশি ভসসা হয় এই আর কি।
  • Blank | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:০৭ | 65.218.154.195
  • question per second
  • Blank | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:০৭ | 65.218.154.195
  • ১) সেক্টর ফাইভ নিয়ে হানুদার মনে এমন দ্বিধা ছিল কেন? এদের অনেক ছেলেই কলেজ লেভেলে হার্ডকোর রাজনীতি করেছে। মার ধোর ও খেয়েছে। আবার ঠেঙিয়েছেও। এরা কেউ মঙ্গল গ্রহ থেকে পরে নি।
  • h | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:০৬ | 125.18.104.1
  • ন্যাড়া কিরকম চেপে গ্যাছে। এই জন্যে বলেছিলাম, দেশে আইছো, মহৎ লোকটির সংগে দেখা পজ্জন্ত কল্লে না, এসব তো হবেই।
  • h | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:০৪ | 125.18.104.1
  • এর পরে অরিজিত কুশল হিসেবে হয়তো জিজ্ঞেস করলো, কি কেমন আছো, অনেকদিন তোমার ক্লাস্টারকে দেখিনা, তোমার ক্লাচ, ব্রেক, সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার সব ভালো তো?টিউনিং এ প্রবলেম হলে বোলো। তবে দেখো বাপু একটু উবুন্টু তে আপগ্রেড করে নিয়ো। বাঃ বাঃ।
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:০৩ | 61.95.144.123
  • qps মানে কি?

    আমার তো বাপু তিনটে জিনিসই সম্বল - কম্পু (ম্যাক/লিনাক্স), ফুটবল আর ছিপিএম - তাও শেষেরটা ডোবে ডোবে...বাদবাকি গুলো নিয়েও কোশ্চেন করতে না দিলে পেট ফাঁপবে। আর ওই কোশ্চেনটা এক্সক্লুসিভলি ন্যাড়াদার জন্যে ছিলো।
  • Bratin | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:০২ | 75.185.100.193
  • আইনস্টাইন অবধি প্রশ্ন করেছেন আর আমদের অরিজিত করলে ই দোষ??
  • h | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ১০:০০ | 125.18.104.1
  • আজকের বাণী ঃ
    ১।
    আমার কিছু জিনিস বেশ ভাল্লেগেছে। এই যে কলকাতা সেকটর ফাইভের দীপ্যমান এবং লাল্টু ছেলেমেয়েরা একসাথে মিছিল করেছে, গাড়ি ভাড়া করে সিঙ্গুর গ্যাছে, সই সংগ্রহএর উদ্যোগ যেই নিক, হৈ হৈ করে তাতে সই করেছে এটা আমার বেশ ভাল্লেগেছে। ঠেকায় পড়লে সকলেই সংগঠিত হয় এটা যে অন্তত প্রমাণ হল, তাদের কাছে প্রমাণিত হল যাঁরা অর্গানাইজড পলিটিক্সে আগ্রহ হারিয়েছেন তাঁদের মধ্যে এইটা আমার বেশ ভাল্লাগলো। হোক ম্যানেজমেন্ট মার্কা পজিটিভিজম। তবু ভালো। অন্তত অর্গানাইজ তো করেছে। শুধুই ব্যক্তিগত প্রতিভাই যে সব নয়, প্রতিভা দেখানোর জায়্‌গা টুকু পেতে গেলে যে সংগঠিত হতে হয় কখনো কখনো এটা অন্তত বোঝা গেল। এই ভর বিকেলে তাঁদের মিছিলে এমনকি সরু সরু ভাঙা ভাঙা শিল্পনগরীর রাস্তায় একটা অল্টোর বা টাটা ক্ষুদে স্টারবাস গুলোর মায় একটা সাইকেল বা পথচারীরো অসুবিধে হল না এইটাও ভাল্লেগেছে। জনস্বার্থ যে এরকম ভালো ট্রাফিক সিগনালের কাজ করে আমার জানা ছিল না।

    ২। আর মমতা আর তাঁর চেলারা তিনজন ছেলে মেয়ের সঙ্গে যা ব্যবহার করলেন সেটা যে টিভি তে ধরা রইলো এইটাও ভাল্লেগেছে। শুধু একটাই চিন্তা পরে হয়তো হঠাৎ একদিন ফুটেজ হারিয়ে যাবে। কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না।

    ৩। স্যান, বলছিলি না যে কনসার্ণ দ্যাখানো মানে কি গুরুতে আর অর্কুটে লেখা নাকি, এইটা ঠিক। কেস হল গণতন্ত্রের একট বিউটি হল, এটা একটা ফল্‌স সেন্স অফ পার্টিসিপেশন দেয়। ধর একটা চায়ের টেবিলে অনেক আলোচনা করে ভাবতে পারে মানুষ এইতো এইতো আমরা কথা কইতে পারছি। এবং এটা সইত্য যে কখনো কখনো এইসব আলোচনা অত্যন্ত ফিসফিসিয়ে করতে হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জন্মের গপ্পটা জানিস তো? তো যাই হোক এই ফল্‌স সেন্স অফ পার্টিসিপেশন এইটার জন্যই আমার দাদুরা শিখিয়েছিলেন এ হল গিয়ে বুজ্জোয়া গণতন্ত্র। সেসব কথা আজকাল বলা বারণ। আর তার পরে যে সব শিখিয়েছেন, তাতে আর নজ্জায় রা পজ্জন্ত কারতে পাচ্ছি না;-)
  • Blank | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫৯ | 65.218.154.195
  • অজ্জিত দার qps টা বেশ high
  • Blank | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫৮ | 65.218.154.195
  • Jules and Jim আজ শেষ করলাম দেখে। সিনেমাটা ন্যারেটিভ ভঙ্গীতে দেখানো। সাব টাইটেল আর ছবির সাথে তাল মেলানো খুব কষ্ট। বেশ কয়েকবার দেখতে হয়।
    কিন্তু দেখা উচিৎ। দেখার পর অনেক প্রশ্ন আসে
  • r | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫৮ | 121.245.91.144
  • অজ্জিতকে দিদিরোগ ধরেছে।

    বুদ্ধর ন্যানো
    মমতার "ক্যানো"।
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫৪ | 12.217.30.133
  • আর অজ্জিত প্রত্যেকদিন এসে কঠিন কঠিন প্রশ্ন করে কেন? ডাক্তার হল, কদিন বাদে পপেসর হবে,কিংবা নোবেলও পেতে পারে তবু পোশ্নো করার রোগ গেলনা।
  • Bratin | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৪৬ | 75.185.100.193
  • ও আচ্ছা। বুঝলাম । ঃ-))
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৩৮ | 12.217.30.133
  • KT লাগেনা। আমি হলাম প্রতিভাবান। সে কারণে KTতে এমনিই যাতায়াত ছিল। ঃ)
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৯:২৩ | 61.95.144.123
  • Greenplum ক্লাস্টার বানাচ্ছি। তাতে বলে প্যারাল্যাল ডেটা ট্রান্সফারকে ম্যাক্সিমাইজ করার জন্যে একাধিক নেটওয়ার্ক ইন্টারফেস ব্যবহার করতে - একটা হোস্টে একাধিক সেগমেন্ট থাকলে সেগমেন্ট পিছু একটা।
  • nyara | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৯:২১ | 64.105.168.210
  • মেশিনে একাধিক ইন্টারফেস করার কারণটা কি? কি কাজে লাগে?
  • Arijit | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৯:০৯ | 61.95.144.123
  • গুচ তে নেটওয়ার্কিং গুরু কেউ আছে কি? ওওওওওও দাআআআআআদাআআআআআ?

    আমার পিতৃদেব চাকরিজীবনে এই সিঙ্গুর-বাঙ্গুর টইটই করে বেড়াতেন - হিন্দুস্তান ফার্টিলাইজারের গোটা ইস্টার্ন জোনের দায়িত্ব ছিলো। ওই অঞ্চলের প্রতিটা জমি মনে হয় চেনা। তো সিঙ্গুরে জমি একফসলি নয় সেটাও যেমন আমি প্রথমেই শুনেছি, তেমনি, ওই বাইশ রকম ফসলের ঢপবাজিটাও বুঝেছি। মৌজা ম্যাপের কথাও লিখেছিলাম ওই একই সুত্র ধরে। মুশকিলটা হচ্ছে ভদ্রলোক এতটাই ডিসইন্টারেস্টেড, যে এগুলো নিয়ে লিখতেও চান না।
  • Blank | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৭:০৩ | 65.218.154.195
  • ইস্নিপস থেকে গান ডাউনলোডের ফান্ডাটা তো কাজ করছে। আমি এক্ষুনি করে দেখলাম।
  • Bratin | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৪:৫১ | 198.45.18.38
  • ঈশান কেমন রান্না বান্না করছো? proper KT হয়েছিল তো?
  • Ishan | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৪:৪৯ | 12.163.39.254
  • নানা আমি আছি। তবে এই গেলাম। আবার রাতে আসব। ঃ)
  • a x | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৪:৪২ | 75.53.201.27
  • এক মিনিটের নীরবতা পালন চলছে।
  • Bratin | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০৩:০৬ | 198.45.18.48
  • মার্কেট কি এক দম ফাঁকা নাকি??
  • Blank | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩১ | 170.153.62.251
  • সব ফাইল তো ডাউনলোডেবল করে রাখে না। আর গান গুলো বাই ডিফল্ট ডাউনলোডেবল থাকে না।
    কিছুদিন আগে পর্যন্ত ঐ জালি টা করে গান গুলো ডাউনলোড করা যেত, এখন যাচ্চে না মানে ওরা ফের কিছু পাল্টেছে। আবার দেখতে হবে।
  • a x | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৯ | 143.111.22.23
  • নাহ, আমি আই ই তেই করছি। তবে লগইন করে অন্য ফাইল এমনি পারছি। কিন্তু সব ফাইল না।
  • Blank | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৮ | 170.153.62.251
  • এটা কিন্তু ফায়ার ফক্সে হয় না
  • Blank | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৫ | 170.153.62.251
  • তাহলে বাড়ি গিয়ে একবার দেখে নতুন কিছু দেওয়ার ট্রাই করবো। ওটা অনেকদিন হয়ে গেছে অবশ্য ঃ)
  • a x | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৪ | 143.111.22.23
  • থ্যান্‌কু, পাইলাম,
    কিন্তু হচ্ছেনা।
  • Blank | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৪ | 170.153.62.251
  • দেয়া নেয়া গানের লিরিকস
    টই তে লিখে দিয়েছিলুম
  • a x | ০৪ সেপ্টেম্বর ২০০৮ ০০:০৭ | 143.111.22.23
  • ইস্নিপ্স থেকে ডাউনলোডের কি একটা ফান্ডা ছিলনা? কেউ একটু বলতে পারবে(ন)?
  • Du | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ২৩:০৭ | 67.111.229.98
  • হায় সবাই ন্যানোর ফ্যাক্টরি না চেয়ে কোন রাজ্য যদি মমতাকে মুখ্যমন্ত্রী হবার জন্য ডাকতো!
  • Arpan | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ২২:২০ | 122.252.231.206
  • ন্যাড়াদা, কোন চক্ষু উন্মীলিত হল? একটু ছোট্ট করে হয়ে যাক। জলধরবাবুর কলমে। ঃ)
  • nyara | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ২২:১৬ | 67.88.241.3
  • এবার দেশে গিয়ে আমার চোখ ফুটেছে বলে ফিরে এসে আর বেশি গুচ করছি না।

    অরিজিত, তোমার ইন্টারফেস সংক্রান্ত প্রশ্ন কোন নেটওয়ার্কিং গুরু ভাল দিতে পারবে। এই ব্যাপারে আমার ফান্ডা অতি সীমিত। আমি একবারই ডুয়াল-ইন্টার্ফেস করেছি মেশিনে, দুটি NIC card দিয়ে। তারপরে iptable-based routing software দিয়ে কনফিগারেশন।
  • c | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ২০:০২ | 131.95.121.107
  • আর পূর্ণচন্দ্র থাকে শিঙে।
    মানে যখন "মুছে যায় পাহাড়ের শিঙে শিঙে গৃধিনীর অন্ধকার গান..."
    তখন আরকি। জোছনা হয় তো!
  • c | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ২০:০০ | 131.95.121.107
  • অর্ধচন্দ্র ও আসে গলায়।
  • r | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৪৬ | 198.96.180.245
  • কু ভাবলেই কু। ন্যানো আর আলু দুইই থাকে গলায়- আলজিব আর টনসিল। তুমি কি ভেবেছিলে বটে?
  • Div0 | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৪৪ | 160.83.72.212
  • ন্যানোতে!! ছিঃ। কী অশ্লীল কী অশ্লীল!
  • r | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৪২ | 198.96.180.245
  • কানে কি দেবে? তোমার তো পৈতা নাই।
  • r | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৪০ | 198.96.180.245
  • কাশচে।
  • h | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৪০ | 125.18.104.1
  • র, আমি ফাইনাল হিসিটাতে গেলাম। তুমি দোকান গোটাও।
  • r | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৩৯ | 198.96.180.245
  • ন্যানোতে ঠান্ডা নেগেচে বোদয়!
  • h | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৩৯ | 125.18.104.1
  • কেনো তুমি টিভি তে বাইশ ফসলী জমি নিয়ে একটু বল্লেই তোমারে দেখতে আকাদেমীতে হল ভত্তি, এমন অনাথবৎ কথা কোয়ো না;-)

    চল চল এইবার বাড়ি যাই।
  • Div0 | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৩৮ | 160.83.72.212
  • খুক খুক!
  • r | ০৩ সেপ্টেম্বর ২০০৮ ১৯:৩৫ | 198.96.180.245
  • কিন্তুক এই শালোর সি পি এম নিজেদের লোকজনকে আগে থেকেই সব বলে দেছেল। ঐজন্য অজ্জিত, বোধি- সবার বাবা এগ্রিকালচার জানে। আমার বাবা তো চাষবাস কিছুই জানে না। আমার কি হব্যে গো?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত