Sudipta | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৭ | 122.169.180.9
অরিজিতদা, ঋতির জন্য হ্যাবাড্ডে! আর এক খান বড় সড় টেডি ঃ)
Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৪ | 202.91.136.71
সবই সিঙ্গুর প্রকল্প। ঃ)
san | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১১:২২ | 12.144.134.2
অ তাইলে কোলকাতা যাওয়া ক্যানসেল ? বাঃ বাঃ ;-)
san | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১১:২২ | 12.144.134.2
আরে হ্যাপি বাড্ডে। ঋতির জন্য কেক ,পাল্লিনের জন্য পান্দি কারি ঃ-)
Arijit | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১১:২০ | 61.95.144.123
হুঁ, এই সেদিন জন্মালো। এখন গুটগুট করে গোটা বাড়ি ঘুরছে, খাট থেকে নামছে, সিঁড়ি দিয়ে উঠছে (হামাগুড়ি দিয়ে) একা একাই। যা কিছু চারপেয়ে সব ভৌ। তাই একটা ভৌ-ই দেওয়া হল - দড়ি দিয়ে টানলে ডাকবে। আর বেজায় আঙুল চোষে, বারণ করলে মিটমিটিয়ে হেসে আবার। নিমপাতা, কালমেঘ বেটে লাগানো হল - সেগুলোও চেটে খেয়ে ফেললো। তাই তো সেদিন আরো তেঁতো কি হয় জিগ্গেস করলুম।
Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১১:১৬ | 202.91.136.71
ঋতিরও এক বছর হয়ে গেল! সময় কী তাড়াতাড়ি দৌড়ায়।
আমার মেয়ের এক বছরের জন্মদিনে আমি ছিলাম না। এইবারও কোথায় থাকি কে জানে। মরণ!
অ পাল্লিন, রাগ কল্লি ভাই? আজ তোর জন্মদিন না? জন্মদিনে রাগ করতে নেই সোনা। এই যে একবাটি ছানার পায়েস রইল, আর জন্মদিনের একগাদা শুভেচ্ছা, ভালবাসা, পুচকুর জন্য চটকানি ......
Arijit | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১১:০৪ | 61.95.144.123
শুধু খবর? কখনো নীচে যে টিকারগুলো চলে সেগুনো দেখো - অসাধারণ সব বাংলা বানান পাবে।
তাপ্পর উচ্চারণ - মাইরি, ফ্রেন্ডস এফএম শুনে মনে হয় বাংলা উচ্চারণের একটা নতুন দিগন্ত খুলে যাচ্ছে চোখ, থুড়ি কানের সামনে। সব র/ড়/ঢ়-কে "ড়' বলা একটা স্টাইল এখন, কেউ জানতে?
pi | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১১:০১ | 69.251.184.3
সে খবর নেই বলে কাঁচকলার চপ , ঢপের চপ যাহোক খাবার পরিবেশন করুগ্গে যাক, তাই বলে অস্ত্রোপচারকে বলবে অস্ত্র পাচার !! :o রান্না করতে করতে হঠাৎ কানে এলো, জ্যোতি বসুর মস্তিষ্কে অস্ত্র পাচার ... আরেকটু হলেই ভেবে ফেলছিলুম মাওবাদীদের নতুন স্লোগান কিনা ...
Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫০ | 202.91.136.71
এরে কয় এক্সপার্ট জাজমেন্ট। ঃ)
Arijit | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৪ | 61.95.144.123
আমি কস্ট এস্টিমেশন করি না। আমি বাংলায় বলি অমুক কাজটা আমি এত দিনে করতে পারবো। এদ্দিন একলা করতুম। এখন বলি এর জন্যে আমার এতগুলো ছানাপোনা লাগবে, তাদের বয়স এত, আর তাদের অ্যাটলিস্ট নিজে হাতে খেতে জানতে হবে আর টয়লেট ট্রেইনড হতে হবে...ইত্যাদি। আর তাপ্পর আমি তাদের জ্ঞান দিই, হাতের লেখা শেখাই, স্পেলিং-ডিক্টেশন করাই...
Arijit | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪১ | 61.95.144.123
COCOMO কি DOCOMO-র ভায়রাভাই?
san | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪০ | 123.201.53.140
আমি করিনি। শুধু ডেস্ট্রাকটিভ কাজ করি ঃ-)))
Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৯ | 202.91.136.71
আরেকটা কারণ আছে। আমি পারতপক্ষে মাউসে হাত লাগাই না। যা করি সব ওই কিবোর্ড দিয়ে।
san | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৮ | 123.201.53.140
অ, তবু ভালো। আমাকে ঝুটমুট কেউ সন্দেহ করলে হেব্বি দুক্ষু হয়।
Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৭ | 202.91.136.71
কেউ COCOMO নিয়ে কাজ করেছ? সিরিয়াস প্রশ্ন।
sinfaut | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৬ | 165.170.128.65
ডিভো তো বঙ্গালুরুতেই থাকে না কি? তাহলে আবার ফিরবে কিভাবে?
Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৫ | 202.91.136.71
যেদিন সব শিখে যাব, সেইদিন তো রিটিয়ার করবো।
ডিভো কাল রাতে ফোনিয়েছিল। ঃ)
san | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩৩ | 123.201.53.140
থাক থাক। হ্যা হ্যা হ্যা। ডাবল ক্লিক করে ড্র্যাগ করতে জানেনা । আর কথা বোলোনা। কি সব জালি ক্যান্ডিডেটে কোম্পানি ছেয়ে গেল ঃ-)))))))))
Arijit | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩২ | 61.95.144.123
জনতা - এই এয়ারটেলের প্রতি দশ মিনিটে একখান করে প্রোমোশনাল মেসেজ আর হাবিজাবি আর দুইখান নাম্বার থেকে ফোন করে গান শোনানো কি করে বন্ধ করা যায়? কে একজন বলেছিলো নম্বরগুলোতে DND টেক্সট করে পাঠাতে, কিন্তু তাতে লাভ হয় নি। লোককে এরকম বিরক্ত করে এদের কি প্রোমোশন চলে বুঝি না।
Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৭ | 202.91.136.71
হু হু বাওয়া, আমি তারে চিনি গো চিনি। ঃ))
san | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৬ | 123.201.53.140
আর এই ডিভো। ওহে তুমি বেঙ্গালুরুর আইপি থেকে লিখতে শুরু করেছিলে, বরাবর বেঙ্গালুরুর গপ্পে উত্তেজিত মতামত দিয়ে আসছো, এমন কি ইনফিনিটি টাওয়ার না কোথায় অপ্পনের সঙ্গে অ্যাপো করলে - তোমাকে লোকে বেঙ্গালুরুতে নয়তো কি তিব্বত ফিরতে বলবে? যত্ত সন্দেহবাতিক ঃ-))))
Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৫ | 202.91.136.71
ভেজা ফ্রাই হলে তার থেকে ভাল ঘিলুচপ হয়।
sinfaut | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৫ | 165.170.128.65
ভিলুকাপ শুনে ঘিলুচাপ হয়ে গেল।
Arijit | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৩ | 61.95.144.123
কি সব খটোমটো শব্দ বল্ল - ভিলুকাপ না কি - মাইরি হ্যাশটেবল লুকআপ ছাড়া কিস্যু জানি নেঃ-(
Arijit | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৩ | 61.95.144.123
আম্মো ন্যাড়াদার মতনই স্তম্ভিত - কালকের এক্সপেরিমেন্টগুলোর অ্যানালিসিসও এরা নিগ্ঘাত এক্সেলে করে ফেলবে। বাপ্পো।
Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১০:২০ | 202.91.136.71
আব্বে, কে জানে না ড্র্যাগ কত্তে?
Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১০:১৯ | 202.91.136.71
আর তো কোনো পরিবেশন করার মত "খাবার' নেই, এই মূহুর্তে।
এর পরে স্টুডিওতে অতিথিরা বসবেন। জ্যোতিবাবুর পুরোনো পাড়ার এক প্রতিবেশী, একজন খ্যাতনামা নিউরোসার্জন আর একজন পার্টি থেকে। সঞ্চালক সুমন। পরিবেশনায় ছায়া প্রকাশনী।
san | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১০:১৯ | 123.201.53.140
সেম টু ইউ।
আমি স্তম্ভিত। এরা ভিলুকাপ জানে, কন্ডিশনাল ফর্ম্যাটিং জানে, আর ফর্মুলা ড্র্যাগ করতে জানেনা !!!!!!!
এই না হলে প্রোম্যা। আয় ব্ল্যাংকি আরেকবার ম্যা দের হ্যাটা দিই ঃ-)))
pi | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১০:১৪ | 69.251.184.3
স্টারানন্দের স্যুটেড-বুটেড প্রতিবেদক দশ মিনিট ধরে স্পেকুলেট করে গেলেন,শ্রী জ্যোতি বসুর মাথায় অস্ত্র পাচার করা হবে কিনা তাই নিয়ে । ঃ)
Arpan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ১০:০৩ | 202.91.136.71
বেলফুলের গন্ধে আপিস ম' ম' কচ্চে।
সবাইকে হ্যাপি ওনাম।
Abhyu | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০৮:০২ | 97.81.67.221
কোই হ্যায়?
আমি একদিন হেঁটে ম্যাক থেকে খাবার কিনতে গিয়ে হ্যাটা খেয়েছিলাম। বলে কি না গাড়ি না থাকলে খাবার দেবে না। কিছুতে দিল না। সেই রাগে আমি তার বছর খানেকের মধ্যে গাড়ি কিনে ফেললাম।
Sudipta | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০৭:৫৮ | 121.245.32.170
বুনুদা ঘুমুতে যাও, পৃথিবী ধ্বংস হল বলে, আর কদিন-ই বা!! ঃ)
Sudipta | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০৭:৫৬ | 121.245.32.170
বাহ বাহ! আমি যে এত খবর দিলুম, সিঁফোদার হয়ে এত খেটে তথ্য দিলুম, আর সিঁফোদা, d, স্যান হক্কলে মিলে এখেনে এসে হালিম বিরিয়ানি খেয়ে আমায় কলা দেখিয়ে চলে যাওয়ার তাল করা হচ্চে! আমায় প্যারাডাইসের খোবানি কা মিঠা আর ডাবল কা মিঠা খাওয়ানোর দাবী জানালুম; শেষবার খেয়েছিলুম ভুতোদা যখন হাইডে এসেছিল তখন! ওসব শুকনো থ্যাঙ্ক ইউ দিয়ে কাটালে চলবে নাআআ!!!
Blank | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০৭:৩৭ | 65.218.154.195
সিঁফো (দেখ তোকে সন্মান জানিয়ে চন্দোর বিন্দু দিলুম) বা অজ্জিত দা, কেউ ওপেন সোর্স avi থেকে mp4 কনভার্টার দাও না। শিগ্গিরি
Ishan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০৩:৪৪ | 12.163.39.254
আমি তো পাইকিরি রেটে ইন্ডিয়া বলি। এমনকি ছেলেকেও। সে দুটো জায়গার নাম জানে। ইন্ডিয়া আর সিঙ্গুর। ঃ)
nyara | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০২:৪০ | 67.88.241.3
মাইনে বহুদিনই ড্রাইভ-থ্রু। ব্যাঙ্কে জমা পড়ে আবার ওখান থেকে দিকে দিকে ছড়িয়ে যায় - দেখতেও পাই না। মাঝে মাঝে মনে ভূমা জাগে। কা তব কান্তা, কস্তে মাহিনা! মনে হয় ক্রেডিট কার্ড কোম্পানির জন্যেই তো এত খাটাখাটনি করে চাকরি করা।
Paramita | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০২:৪০ | 63.82.71.141
বেরিয়ে গেলে ক্ষতি নেই, যে জমা দিচ্ছে আর যে বের করে নিচ্ছে তার স্পেসিফিকেশন ঠিক থাকলেই হল।
Paramita | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০২:৩৮ | 63.82.71.141
ঈশেন এখনও ঠিকমত সিংকড নয়। ব্যাঙ্গালোর আবার কি? বেঙ্গালুরু। আমি তো দেশ থেকে ফিরে সায়েবসুবোদের দিব্যি "ওয়েন্ট টু কোলকাতা" বলে দিচ্ছি। তাতে অবশ্য কোলকাতার অক্ষ-দ্রাঘিমা বাতাতে হচ্ছে। তাতেও কাজ না হলে শেষ পজ্জন্ত ভালো নাম।
arjo | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০২:৩৭ | 168.26.215.54
হ্যাঁ ঐ চাকরীর স্যালারিটাও ড্রাইভ থ্রু হবে। অ্যাকাউন্টে জমা পরেই আবার বেরিয়ে যাবে। ঃ))
arjo | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০২:৩৫ | 168.26.215.54
স্মাইলিটা ড্রাইভ থ্রু আপিসের প্রাপ্য। ঃ)
আমার এক বন্ধু সদ্য এসে জেট ল্যাগে ঘুমিয়ে রাত তিনটের সময় খাবার খুঁজতে বেরিয়েছিল। একমাত্র ড্রাইভ থ্রু খোলা। সে হাঁটতে হাঁটতে ড্রাইভ থ্রু থেকে খাবার কিনতে গিয়েছিল। শেষে পুলিশ আসে। দোকানের লোকজন ভেবেছিল ডাকাত বুঝি।
Du | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০২:৩৫ | 67.111.229.98
ঃ-)) বিশ্বের সবাই ওতে চাকরি করতেও পারবে।
arjo | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০২:৩১ | 168.26.215.54
ঃ)))
Ishan | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০২:৩১ | 12.163.39.254
কেউ বলতে পারলনা। ম্যাক 24x7, কারণ ড্রাইভ থ্রুর "হোয়াট ক্যান আই ডু ফর ইউ' টা এখন ব্যাঙ্গালোরে আউটসোর্সড। ভারতীয় মহিলারা ব্যাঙ্গালোরে অর্ডার নেয়, সেটা ম্যাকের সে¾ট্রাল সার্ভারে যায়, সেখান থেকে লোকাল আউটলেটের স্ক্রিনে পুচকে মতো হিসপানিক মেয়েটার চোখের সামনে। এই চেনের একটা যদি কেটে যায়, তাহলেই কেলো। ড্রাইভ থ্রুতে তাই না যাওয়াই ভালো।
Paramita | ১১ সেপ্টেম্বর ২০০৮ ০২:২৯ | 63.82.71.141
ড্রাইভ থ্রু খুবই ভালো, বিশেষতঃ যদি প্যাসেঞ্জার সিটে থাকা যায়। আমি অপেক্ষা করে আছি কবে ড্রাইভ থ্রু আপিস বেরোবে। এক গেট দিয়ে ঢুকে হাত বাড়িয়ে ব্যাজ সোয়াইপ করে অন্য গেট দিয়ে বেরিয়ে যাব।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন