sinfaut | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৮:২০ | 165.170.128.65
রবিবারটা বাদ দিয়ে খেলে কিছু হবে না।
Blank | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৮:১৮ | 203.99.212.224
ছেলেটা বলছিলো রবির দশমাংসে দোষ আছে আমার। আমি যখন জানালুম যে ঐ জন্যি খাসির মাংস খেলে আমার আজকাল অম্বল হচ্ছে, তাতে রেগে গিয়ে বাকি কিছু বললো না ঃ(
siki | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৫৯ | 203.122.26.2
আমার এক বন্ধুর গপ্পো বলি। আমার ব্যাচ। জয়েন্টে চান্স পেল না। আমি এক গবেট পেলাম, সে পেল না বলে সবাই প্রচন্ড অবাক হয়ে গেছিল। তো সে প্রেসিতে ঢুকল কেমিস্ট্রি অনার্স পড়তে। ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বেরোল, পিজি করল আইআইএসসি ব্যাঙ্গালোর থেকে।
তার যে বউ, আমাদেরই ব্যাচ, প্রথম বারে জয়েন্ট পেল না, ছেলেটার জোর অধ্যবসায়ে দ্বিতীয়বারে ভালো র্যাঙ্ক করে ক্যালকাটা মেডিকেল কলেজ। এ যতদিনে এম্বিবিএস করল, ও ততদিনে পিজি শেষ করল, তাপ্পর দুজনেই জার্মানিতে। এই মুহুর্তে ছেলেটা পোস্ট ডক কমপ্লিট করেছে, মেয়েটা ডক। তারা এল ইন্ডিয়াতে চাগ্রি খুঁজতে। দিল্লিতে একটা কোন ভালো সংস্থায় চাকরি পেয়ে তারা কনফার্ম করে দিল। সামনের বছর মে মাস নাগাদ তারা পাকাপাকি ফিরে এসে সেট্ল করছে দিল্লিতে।
অনেক বারণ কল্লাম, শুনল না। বাইরে থেকে বোধ হয় দেশটাকে অনেক ভালো লাগে।
Arijit | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৫৪ | 61.95.144.123
দ্যাখো - অনেক বড় বড় জিনিস ভেবে এসেছিলাম - বাড়ি, পরিবার, নিজের শহর, অনেক আইডিয়ালিস্ট পয়েন্ট - কিন্তু ফ্যাক্ট হল বারো বছর আগেকার কলকাতা আর এখনকার কলকাতার মধ্যে অনেক তফাত - এত তফাত আন্দাজ করতে পারিনি। বারো বছর আগের বাড়ি আর এখনকার বাড়ির মধ্যেও কোথাও একটা তাল কেটে গেছে। সবচেয়ে বেশি খোঁচাচ্ছে এইটা।
santanu | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৫০ | 82.112.6.2
অরিজিত, কিছু মনে করোনা, তোমার ফিরে আসার ঘটনাটা (অবশ্যই নামধাম উয্য রেখে) আমার এক বন্ধুকে বলেছিলাম; সে প্রচন্ড অবাক হয়ে বলেছিল, "বলিস কি রে, বছর ১০ UK/US তে কাটিয়ে, স্বইচ্ছায়, বউ বাচ্ছা নিয়ে কলকাতায় (অন্য কোন শহর হলেও চলতো), IT তে চাকরি করে (অন্য কিছু করলেও হতো)দিন চালাবে বলে চলে এল!!!
san | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৪৯ | 12.144.134.2
নাঃ সিকি কনফ্লিক্ট কিসের। অপ্পনকে কয়েকটা অ্যাকিউজ করার মধ্যে একটাতে অন্যায় করেছিলাম সত্যি। ঠ্যাং টেনে - কি জানি। না মনে হয়। ভুল তথ্য প্রচার টা ঠ্যাং টানা ছিল - ইন কেস বাকিদের কেউ না বুঝে থাকে।
আমিও কাটালাম। বাকি ঝগড়াটা নিজের প্রোম্যার সঙ্গে করি গিয়ে।
siki | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৪৮ | 203.122.26.2
আজ গুরু ডাউন হল না তো?
Arijit | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩৮ | 61.95.144.123
আমার নতুন কোথাও যাবার ইচ্ছা নাই। কিন্তু নিউক্যাসলকে মিস করি। ইদানিং আরো প্রচণ্ডভাবে।
siki | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩৭ | 203.122.26.2
আমিও সিরিয়াসলি ভাবছি দেশ থেকে পুরোপুরি পাততাড়ি গোটাবো কিনা। প্রোস অ্যান্ড কন্স বিচার করে চলেছি। কিন্তু বটমলাইন এটাইঃ দেশটাকে আর সহ্য করতে পারছি না।
দেখি, স্লোডাউনটা কাটুক। আর কটা দিনই বা ...
siki | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩৫ | 203.122.26.2
মানে তো বলে নি?
Arijit | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩৫ | 61.95.144.123
না আমি সিরিয়াস। অনেক ভালো ভালো সব জিনিস ভেবে এসেছিলুম, কিন্তু এসে থেকে শুধুই চাপ - নানারকমের। একদম ভালো লাগছে না। মাঝে মাঝে তল্পিতল্পা গুটিয়ে ফের নিউক্যাসল পাড়ি দেবো কিনা ভাবি।
Arpan | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩৩ | 202.91.136.71
তুই না বামপন্থী? এইসব মানিস!
siki | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩৩ | 203.122.26.2
সিচুয়েশনাল কনফ্লিক্ট? প্রোম্যা আর ফিউচার প্রোম্যার মধ্যে?
নাইট @ কল সেন্টার পড়ে আমি এখন বক্সি হয়ে গিসি।
Blank | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩২ | 203.99.212.224
না হলে আমার জন্ম সময় ভুল ঃ(
Blank | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩২ | 203.99.212.224
জীবন টাই চাপ, তবে ২০১৭ অব্দি। ২০১৭ তে আমি বড়লোক হবো, আমার ঠিকুজি কুষ্ঠি বানিয়ে আমার একটা ছানা বল্লো
siki | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩১ | 203.122.26.2
আমি আসবো? কোথায়? কইলকাতা? পুজোয় আসার কথা কইছো, না চাগ্রি নিয়ে আসার কথা কইছো? যদি পুজোর কথা বলো তো আমি তখন রাজস্থান যাচ্ছি, আর যদি চাগ্রির কথা বলো তো দুইখান কথা আছে ঃ-)
Arpan | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:২৯ | 202.91.136.71
কারো পোস্ট মানে কোন একজনের পোস্ট। যাগ্গে আমি কাটিয়ে দিচ্ছি। আরো বিরক্তিকর হয়ে যাবার আগে।
সব সর্বনামই বোঝার মত করেই বলা হয়। সেটাও নতুন কিছুনা। আর আমার নাম কেউ কেউ বা কারো কারো এসব নয় - স্যান, বা সংযুক্তা।
Arpan | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:২৬ | 202.91.136.71
সর্বনামের শরণ তো নেইনি। তোমাকে উদ্দেশ্য করে বলা। সেইটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে।
san | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:২৪ | 12.144.134.2
দ্যাখো ভাই দুয়ে দুয়ে চারটা মজা করে বলা। তুমি নিজে গিয়ে আরটিওতে ঘুষ দিয়েছ, বা বাজে গাড়ি চালাও ,ব্যবস্থা না থাকলে পাশ করতে না এরকম কিছু আমি মিন করিনি। কিন্তু ফর্ম ফিলাপ টিলাপ কিছু করতে হয়নি, যোগ্যদের ক্ষেত্রে (হোয়াটেভার দ্যাট মিনস) রিটন দেওয়াটা রেগুলার প্রসেস তাও ফলো করতে হয়নি - এসব থেকে আমার অভিজ্ঞতার বেসিসে বলেছি নির্ঘাৎ স্কুলের সঙ্গে আরটিওর যোগাযোগ ছিল। সেই দুয়ে দুয়ে তো এখনো সাড়ে চার হবার কোন কারণ দেখছিনা।
সবচেয়ে মজা হল ইনডাকশন এফেক্ট। শেষে নিজেও সেই সর্বনামের শরণ? খ্যা খ্যা। এই হয়।
Arpan | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:১৮ | 202.91.136.71
"অ্যাকচুয়ালি নিয়মটা হল এখানে রিটেন টেস্ট দিতে হয়, একবার না হলে তিনবার দেওয়া যায়, তাতেও না হলে ইন্সপেক্টরের সাথে কথা বলে ভাইভার ব্যবস্থা করতে হয়' - ধরে নিচ্ছি এইটাও সরল পাটিগণিত। "অ্যাকচুয়ালি' শব্দটা মেন্শন করা হলেও এইটা ইন্ফর্মেশন হিসেবে ক্লাসিফায়েড হবে না!!
ভাল।
Arijit | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:১৮ | 61.95.144.123
কিস্যু ভাল্লাগছে না। নিউক্যাসলই ভালো ছিলো মাইরি - চাপ কম ছিলো।
h | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:১৭ | 125.18.104.1
শমীক, তুমি কি আসবা নাকি? আইলে ফোং কোরো।
এইবার আমি চল্লাম। অনেক দেরী হয়ে গেল। ভাট আর মদ এই দুইটা এক সঙ্গে করতে গেলে ওয়াই ফাই ছাড়া গতি নেই, এটা খুব ই বাজে। জীবন এত প্রযুক্তি নির্ভর ;-)
h | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:১৫ | 125.18.104.1
গুড। এইবার দেখা না হলে সত্যি দুঃখ পাবো। সেই কবে থেকে মাইরী ছক টা ঠিক মত হচ্ছে না।
siki | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:১৩ | 203.122.26.2
হনুর অনিচ্ছেটা আমি খুব অন্তর দিয়ে অনুভব করেছিলাম।
Arpan | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:১৩ | 202.91.136.71
হানু, ফোনাবো। এসে পড়ার সম্ভাবনাও আছে।
h | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:১১ | 125.18.104.1
অরিজিত, ফোন কোরো। এখন বেরোচ্ছি। তোমার আপিস পাড়ায় এট্টু মদ খেতে চল্লাম। মনটা কেমন রানীবিবির মত চঞ্চল হয়ে উঠেচে।
Arpan | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:১১ | 202.91.136.71
তথ্য প্রচারের তো কোন ইচ্ছে ছিল না। যা অভিজ্ঞতা হয়েছে তাই শেয়ার করেছিলাম।
আর কারো পোস্ট পড়ে দুইয়ে আর দুইয়ে চার করে দেবার প্রবণতা আগেও দেখেছি। নতুন তো কিছু না। ঃ)
h | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:০৮ | 125.18.104.1
অর্পন, পুজায় আইলে ফোনে করিস। আমার মোবাইলটা শান্তিনিকেতনে কাজ করে না, আমি তোরে অন্য একটা নং দিয়ে দেবো।
h | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:০৫ | 125.18.104.1
কাল কলকাতায় প্রথম কার্লসবার্গ খেলাম। বেশ ভালই।
h | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৭:০৩ | 125.18.104.1
সব ই এক। জেনেরালি চাগরি ব্যাপারটা আমি প্রচন্ড অনিচ্ছায় করি। ঢপ ঢাপ দিয়ে চালাই। তাই ব্যাপারটা সিরিয়াস কিছু নয়। মেনলি রোকড়ার কারণে আর কিছু ছাগলের মুখ রেগুলার দেখতে অনিচ্ছের কারণে।
Arijit | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৫৬ | 61.95.144.123
এদিকে তো অনেকগুলো চুলো।
h | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৫৫ | 125.18.104.1
চুলো।
Arijit | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৫৪ | 61.95.144.123
অ্যাঁঃ? দোকান পাল্টে ফেললে? কোন তল্লাটে?
h | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৫১ | 125.18.104.1
রিসেন্টলি অনেক গুলো ম্যানেজমেন্ট ট্রেনিং কল্লাম। সকলে বল্লো, আমার নাকি খুব চান্স একদিন না একদিন আমার একটা কর্পো নেতা হয়ে ওঠার সম্ভাবনা নাকি খুব বেশি। প্রায় ১২০ ঘন্টা ট্রেনিং হল। আমিও অনেকদিন পরে এই লাথখোর জীবনে এট্টু রেকগনিশন পেয়ে মত অপ্রত্যাশিত ভাবে লটারি পেয়ে যাওয়া ক্যালানের মত কদিন হেঁ হেঁ কল্লাম।
এত পজিটিভ মেন্টালিটি হয়ে গ্যালো, যে চাগরি টাই ছেড়ে অন্য বাবুর বাড়ি খাটতে চল্লাম। পোসায়?
d | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৪০ | 203.143.184.10
হ্যাঁ লার্নার দেবেই নতুন করাতে গেলে। কিন্তু যে কোন একটা লাইছেন থাকলে রিটন টেস্ট দিতে হয় না। আমার সামনে একজন সদ্য আম্রিকা থেকে ফিরেছে, ফ্লোরিডার লাইছেনের কপি দেখিয়ে রিটন দিতে হল না, কিন্তু এলেল পেয়ে ভদ্দরলোক কি খাপ্পা! গাঁকগাঁক করে চেঁচাচ্ছিলেন। ঃ))
স্যানের মধ্যে সত্যি সত্যিই ভাল ম্যাঞ্জার হবার গুণসমূহ আছে। আমার টীমে থাকলে আমি ওর জন্য অ্যাপ্রাইসালে ঠিক লীডারশীপের জন্য ফাস্ট ট্র্যাক রেকো করতাম।
h | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৩৬ | 125.18.104.1
কবিগুরু স্পেসিফিকালি আমার জন্য একটা গান লিখে গ্যাছেন। 'তুমি রবে নীরবে' ।
san | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৬:০৬ | 12.144.134.2
আমিও প্রোম্যা হই নাই । কিন্তু আমার তো সবে আড়াই বছর চাকরি হল তাই আশায় আছি যদি এই ইনডাস্ট্রি না উঠে যায় কোন একদিন হব ঃ-)
এই অপ্পন, খচে যেও না। ভাটিয়ালি ছাড়া কোথায়ই বা প্রোম্যাদের প্যাঁক দেবার সুযোগ পাওয়া যায় ? তাই একটু .... ;-)
siki | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৪৮ | 203.122.26.2
স্যানের মধ্যে প্রোম্যা হবার যাবতীয় লক্ষণ বিদ্যমান। আমি মাইরি এর'ম করে বলতেই পারতাম না। অইজন্য আমি এখনো প্রোম্যা হই নাই।
san | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩৬ | 12.144.134.2
রিটন আর ওরাল একটা দিলেই হয় - আর বেঙ্গালুরুতে রিটন হয়না - এই দুটো স্টেটমেন্ট কি এক ? ক্যাল খেতে হলে তোমারই খাওয়া উচিত ভুল তথ্য প্রচারের দায়ে।
san | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৫:৩১ | 12.144.134.2
যোগ্য নও মানে? নিরক্ষর ? ;-)
Arpan | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৫:২৬ | 202.91.136.71
এইতো পেয়েছি। এইখানে পরিষ্কার লেখা আছে রিটেন বা ওরাল যেকোন একটা দিলেই হয়। দুটোতে একই জিনিস জিগ্যেস করে।
এইবার জিগ্যেস কোর না, আমি রিটেন টেস্ট দেবার যোগ্য নই কিনা, ওই ডকুতে যেইরকম লেখা আছে।
স্যানকে এইবার আমি প্রচণ্ড কেলাবো।
Arpan | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৫:১৫ | 202.91.136.71
নাঃ। আমার টু-হুইলার লাইসেন্সটা অনসাইট থেকে ফেরার পরে আর খুঁজেই পাইনি। লাস্ট দু'বছর লাইসেন্স ছাড়াই চালিয়েছি। ঃ)
san | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০৪ | 12.144.134.2
হ্যাঁ এটা তো নিয়ম, এখানেও।ভারতব্যাপী কিনা বলতে পারবোনা। ফোর-হুইলারের লাইসেন্স আছে বলে আমার বর এই সেদিন টু-হুইলারের জন্য এলেল পেল রিটন দিতে হয়নি। কাজেই এটা আমি জানি। কিন্তু অপ্পন তো বললো বেঙ্গালুরুতে রিটন টেস্ট ই নাকি হয়না (!!) - আর টাকা নিয়ে রিটন ক্লিয়ার এটাও এখানে হয় - অতএব আমি দুয়ে দুয়ে চার করলাম ;-)
Arijit | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৫:০১ | 61.95.144.123
আমাকেও কিন্তু যোধপুর মোটর ট্রেনিং বল্ল গুরগাঁওয়ের লাইসেন্স এখানে রিনিউ হবে না। নতুন করাতে গেলে আমাকে টেস্ট দিয়েই করতে হবে - মানে এলএল এবং তাপ্পর ডিএল।
siki | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৫৮ | 203.122.26.2
দময়ন্তী, শিওর? তা হলে আমাকে আবার লার্নার লাইসেন্স দিয়েছিল কেন?
ইন ফ্যাক্ট যতদূর মনে পড়ছে, পুরনো লাইসেন্স দেখতেই চায় নি নতুনটা বানাবার সময়ে। অবিশ্যি গাজিয়াবাদের RTO, আসলে তো কিছু পাঁঠা আর গর্দভের আস্তাবল, ওরা আদৌ নিয়ম জানে কিনা, কে জানে!
d | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৪৮ | 203.143.184.10
অজ্জিতের "ড্রাইভিং ফর ডামিজ' কি বইমেলা ২০০৯ এ প্রকাশিত হচ্ছে? কথা হইল নতুন গাড়ী পামু কই? এখানে বলে ঘাট ড্রাইভিং .... তা ওঠার সময়ও আমার গড়ী পেছনে নেমে যেতে চাইছিল, আর নামার সময় তো হুড়মুড়িয়ে নামে।
আর স্যান, অর্পণ খুব একটা ভুল বলেনি। RTO র নিয়ম অনুযায়ী যে কোনপ্রকার পুরানো লাইসেস্ন্স থাকলেই আর রিট্ন টেস্ট দিতে হয় না। অপ্পনের নির্ঘাৎ ভুবনেশ্বরের ট্যু হুইলারের লাইসেন্স ছিল। তাই ওকে আর দিতে হয় নি। এটা নাকি ভারতব্যপী নিয়ম।
sinfaut | ১৮ সেপ্টেম্বর ২০০৮ ১৪:৪২ | 165.170.128.65
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন