এই প্রথম আমাকে কেউ বাকি আদ্ধেক বল্লো;-) নিজেকে কিরকম রোগা লাগচে।
d | ২০ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪৭ | 121.245.128.138
আরে দ্রি নির্ঘাৎ এখনও দেশ থেকে ফেরেন নি।
san | ২০ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪৬ | 123.201.53.150
কিন্তু দ্রি যে সকলকে এইভাবে ত্যাজ্যবন্ধু ত্যাজ্যশত্রু করলেন এইটা খুবই খারাপ ব্যাপার হল। ভাটিয়ালির আদ্ধেক চার্ম উবে গেছে। ধুর।
sinfaut | ২০ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪৫ | 117.195.194.147
কিন্তু সত্যিই দ্রি এমন করছেন কেন? যাঁরা ওনাকে পার্সোনালি চেনেন, একটু ইদিকে আসতে বলুননা।
sinfaut | ২০ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪৪ | 117.195.194.147
বেচারা ফিলোসফারকে উইকেন্ডেও ডিউটি দিতে হচ্ছে। দেশের বড় দুঃসময় আজ, সত্যিই।
d | ২০ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪৪ | 121.245.128.138
এদিকে উইকেন্ডের সকালে এমন ঝুপিয়ে বিষ্টি হচ্ছে যে বারান্দায় যাবারও উপায় নাই। ঃ(
d | ২০ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪২ | 121.245.128.138
কিন্তু অল্পসময়ে এবং অপ্রত্যাশিতভাবে বড়লোক হলে নিজের সাফল্য দেখানোর একটা ঝোঁক তো অধিকাংশ সময়ই থাকে। এবারে কেউ সেটা নিছক "সাফল্য' বলেই দেখাতে চায়। কেউ বা আবার নবলব্ধ ক্ষমতার ব্যবহার করে যথেষ্ট পরিমাণে। দ্রি থাকলে এটাকে পাওয়ার গেম বলতেন।
Arpan | ২০ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪১ | 122.252.231.206
ঐটা তো হানু কয়েন করেছে মনে হয়।
উফ্ফ্, এই উইকেন্ডের সকালে বাড়িতে আলু বাড়ন্ত। এখনি বেরোতে হবে।
ডিঃ আলু একপ্রকার সব্জি। ঃ)
d | ২০ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩৮ | 121.245.128.138
হুঁ "শান্তিপুরী ভদ্রতা' বলে তো। কিন্তু ব্যবহারে শান্তিপুর? কিম্বা ধর ব্যবহারে পাঠানকোট? নাঃ শুনি নি কক্ষণো।
h | ২০ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩৭ | 125.18.104.1
আরেকটা প্রবলেম আছে, এই ভাটে বা ব্লগে। এখানে তো ঠিক কনভার্সেশন হয় না, যেটা হয় সেটা স্টেটমেন্ট। এইবারে এই সব কেসে মতপার্থক্য টা অ্যাকচুয়ালি যতটা, তার চেয়ে অনেক বেশি দেখায়। ধর মোটামুটি একটা জায়গা কে ঘিরেই মতামত গুলো আবর্তিত হতে থাকে। অতএব আমাদের পক্ষে বেশি পাত্তা না দেওয়াই ভালো, নিজেদের ;-)
দেখোচো, আমি কত ভেবিচি।
Arpan | ২০ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩৬ | 122.252.231.206
মানে ওই বিনয়ে বৈষ্ণব। আমাদের বাড়িতে বলে "শান্তিপুরি আলাপ'।
d | ২০ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩৪ | 121.245.128.138
ব্যবহারে নবদ্বীপ মানে কি? "ব্যবহারে ব্যারাকপুর' কথাটা বরং শুনতে বেশ লাগছে কিন্তু।
d | ২০ সেপ্টেম্বর ২০০৮ ১২:২৪ | 121.245.128.138
অর্কুটটা কেরম ভুলভাল। আমাকে দেখাচ্ছে আমার বন্ধু সংখ্যা ১ কমে গেছে। তার মানে কেউ একটা টপকে গেছে। কিন্তু কে যে! সেটাই বুঝতে পারলাম না। বেশ ভাল্ল করে দেখে দেখলাম চেনাপরিচিতরা সবাই ঠিকঠাক আছে তো।
h | ২০ সেপ্টেম্বর ২০০৮ ১২:২৩ | 125.18.104.1
পিপির জন্য পোস্টঃ
আরো কেস আছে।
এই ধরণের পথচলতি অবসার্ভেশন গুলো যেগুলো মানুষ সম্পর্কে একটা আল্গা ধারণাকে কে খুব একটা ভিত্তি না থাকা সঙ্কেÄও বেশ পোক্ত করে ফেলছে, সেগুলার উপরে আমার ভরসা নাই। কিরকম উইকেন্ড ম্যাগাজিনের ট্রেন্ড আনালিসিস মনে হয়। ট্রেন্ডের বিজ্ঞাপন হতে পারে, আনালিসিস কি? আমার একটা গল্পে আমি এই নিয়ে লোকের প্যাঁক দিয়েছি।
ধর, এই যে ধারণা টা, খুব যোগ্যতা থাকা না সঙ্কেÄও , অল্প পরিশ্রমে বা তালে গোলে লোকের যদি বেশ বেশি পয়সা হয়ে যায়, তাইলে সে ধরা কে সরা জ্ঞান করবে। মোটামুটি ধর টিনের তলোয়ারের থিয়েটারের মালিক বাবু, বা ধর ছাতু বাবুর এখনকার উত্তরসূরী। আনকুথ ইত্যাদি। আমার মতে এই ধারণা ঠিকাছে, কোন কোন ক্ষেত্রে হয়তো সত্যিও কিন্তু খুব একটা প্রমাণিত সোশাল ফেনোমেনন কিনা সন্দেহ আছে, আর নানা লজিকাল টেস্ট ফেইল করে।
ধর আমার জেঠুমা। প্রচন্ড পরিশ্রমী। এখনো খুব বেশি টাকা হয় নি। রীতিমত গরীব ছিলেন। এখন গরীব নন। আমরা ইদানীং বড়লোক। তাই ধর গৌরবার্থে উনি বড়লোক। এইবারে এই বড়লোকঙ্কÄ প্রাপ্তি হওয়ার বহু আগে থেকে জেঠুমা কত লোকের সঙ্গে যে খারাপ ব্যবহার করেছেন তার ইয়ত্তা নেই। সকলকে কন্টি ঝেড়ে গেছেন, প্রচুর প্রেজুডিসড কথা বলে গেছেন, কখনো শুনিয়ে শুনিয়ে অপমান্জনক কথা বলেছেন। তো উনি হলেন গিয়ে প্রথম প্যারার ঢপের অবসার্ভেশনের অ্যান্টি থিসিস। কত লোকের সঙ্গে রেগুলার হারে খারাপ ব্যবহার করছেন তার ইয়ত্তা নেই। কিন্তু উল্টো দিকে দেখেছি, আমি মানুষের সংগে ব্যবহারে নবদ্বীপটি হওয়া সঙ্কেÄও লোকে আমারে মোটে দেখতে পারে না আর জেঠুমা হাঁচলে শ খানেক লোক তাঁরে দেখতে আসে। জ্বর হলে তো কেউ কেউ কান্নাকাটিও করে যান। বাড়িতে এসে। তোমার বুঝতেই সময় লাগবে মহিলার অসুখটা হাঁচি সদ্দি না ক্যান্সার। (বলতে নেই, বালাই ষাট, আরো বহুদিন লোকের সঙ্গে যাচ্ছেতাই ব্যভার করুন, ভাল থাকুন, দুধওয়ালা, পান ওয়ালা, সব্জিওয়ালা, মাছওয়ালা, ভাইপো ভাইঝি, জামাই বৌ, মেয়ে এরা সবাই ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ওনারে আরো বহু বিজয়ায় প্রণাম করে আসুক, অসংখ্য পাড়ার ছেলেরা তাদের বাবা সহ ওনার হাতের কানমলা ও নাড়ু খাক।)
সুতরাং বিহেভিয়র সম্পর্কে এক্সপেকটেশন বেশি কড়া করতে আমি রাজি নই। বেশি করলে প্রেজুডিস হয়। প্রেজুডিস থেকে এমনকি কেসটা রেসিজম অব্দি চলে যেতে পারে, পোলিটিকালি। অতএব বেশি একসপেকটেশন ব্যক্তি মানুষের ক্ষেত্রে না রাখাই ভালো। বেশি এক্সপেকটেশন, এক প্যাটারনের একসপেক্টেশন থেকে কেসটা ক®¾ট্রাল এর দিকে চলে যায়।
আর ধর নতুন দোকানে চা কফি মাল খাওয়া, ফুত্তি তে বেশি টাকা ওড়ানো, এসব তো যাকে বলে পচ্চিমের কু প্রভাব। আমরা আঁতেলেরাও পচ্চিম কে নকল কচ্চি, আপস্টারট রাও কচ্ছে, নর্মাল লোকেরাও কচ্ছে। এ বিষম রোগ হয়েছে। আমার আবার এইটা খারাপ লাগে না।বা লাগলেও অন্য ভাবে লাগে। আমরা সকলেই যখন করছি, কে রবীন্দ্রনাথ কথিত 'বড় ইংরেজ' এর নকল করবে, আর কে 'ছোট ইংরেজ' এর নকল করবে সেটা তাদের নকল করার চয়েস। এটা মানুষকে দিতে হবে। বাজে মরালিটি দেখিয়ে লাভ নাই। অ্যাম অল ফর আ বিট অফ ডার্ট অ্যান্ড ফান।
বিশাল চাপ হল তোমারে, পিপি, কিছু বলাই মুশকিল। হেবী সেন্সিটিভ মানুষ কষ্ট পাবা। তোমারে যারা কষ্ট দিতে পারে তারা অমানুষ অথবা সিপিএম বা টি এম সি। কোনো ভবিষ্যত নাই তাদের। কিন্তু কেস হল আমি দৈনন্দিনে সারা জীবনে এমন সব মানুষের দেখা পেয়েছি ও পাই, যে ভরসা হারাতে পারি না। তার মানে কি আমি মহানুভব। আদৌ না। জাসট একটা দৃষ্টিভংগী।
আর একটা কথা হল একটা সময়ে, মানুষ পার্সোনালি খারাপ হয়ে যায়, ভালো হয়ে যায় এরকম ঠিক হয় বলে মনে করি না। নানা রাজনৈতিক অর্থনৈতিক জেনোফোবিক কারণে হয়তো লোকে ছড়ায়, কিন্তু তাই বলে একটা যুগে মানুষ ভালো ছিল আর একটা যুগে খারাপ হয়ে গ্যাছে ওরকম হয় টয় কিনা ঘোর সন্দেহ আছে।
Arpan | ২০ সেপ্টেম্বর ২০০৮ ১২:০৫ | 122.252.231.206
একবার না পারিলে করো শতবার। ঃ)
sinfaut | ২০ সেপ্টেম্বর ২০০৮ ১২:০০ | 117.195.194.147
হবেনা। আমি পারিনা। আবার সেই রাতে।
Tim | ২০ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫৫ | 24.127.39.26
পিপি বাড়ি ফিরে দেখবে সাতচল্লিশ থেকে সাতাশ হয়ে গেছে। ওদিকে কি ঝোড়ো হাওয়াটাওয়া বয়? ;-)
মিতাদি, আসবো শিগ্গিরি।
Tim | ২০ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫১ | 24.127.39.26
হ্যাঁ হ্যাঁ সবাই ঘুনু করো। অনেক রাত হলো।
Arpan | ২০ সেপ্টেম্বর ২০০৮ ১১:৪২ | 122.252.231.206
তো এখন রুম অন্ধকার করে কষে ঘুনু করো বাপু। কে আটকাচ্ছে?
sinfaut | ২০ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৭ | 117.195.194.147
বারণ করলেও শোনেনা। তবে এটা মনে হয় উড়িয়া পিজে।
Arpan | ২০ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৬ | 122.252.231.206
আর তোমার মাথা? সেও জেগে ছিল?
sinfaut | ২০ সেপ্টেম্বর ২০০৮ ১১:১৯ | 117.195.194.147
সাবধান এরপরে আবার কেউ পাঞ্জাবি পিজে ঝাড়বেননা।
sinfaut | ২০ সেপ্টেম্বর ২০০৮ ১১:১৮ | 117.195.194.147
ভোর সাড়েচারটে পর্যন্ত মাথার ব্যাথায় জেগে রইলুম। ঃ-((
pi | ২০ সেপ্টেম্বর ২০০৮ ১১:০৮ | 69.251.184.3
কি গুরুতর গেরো !
মতীনভায়াকে আইবুড়ো ভাত খাওয়াবো বলে এক ডজন লোক নেমন্তন্ন হয়ে গ্যালো, হাফ ডজন পদ হাফ রান্না করা হয়ে গ্যালো, এখন অনুষ্ঠানের মধ্যমণি স্টেটমেণ্ট দিচ্ছেন, তিনি বিয়ে করবেন কিনা 'ডিটারমিন করতে পারছেন না ' । ভাবা যায় !
তবে আমিও সাফ কয়ে দিয়েছি, এত আয়োজন করে আমি তো আর এখন পিছু হঠতে পারবো না , তুমি আইবুড়ো ভাতটা খেয়েই নাও বাপু। যখনি আর যাকেই বিয়ে করো, কি চাই নাই বা করো, আইবুড়ো ভাত খেয়ে রাখতে টেকনিক্যালি তো আর কোনো অসুবিধা নাই !
Ishan | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০৮:৫৪ | 12.217.30.133
কারণ ভাট আমাদের উপরে ওঠায়। আর গম্ভীর আলোচনা নিচে নামায়।
গুরুর ফিলোজফি। ঃ))
papiya | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০৭:৫৩ | 74.192.194.238
ভাটিয়া৯ তে নতুন post গুলো পাতার উপর দিকে আসে আর টই তে নিচের দিকে কেন????
h | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০৭:১৩ | 121.242.13.34
পিপি , আমার এই বিষয়ে নির্দিষ্ট কোন বক্তব্য নাই। কারণ কেসটাকে আমি এইভাবে দেখি ই না। লোকে এখন অসহিষ্ণু হয়ে গেছে্হ, তোর বয়স হয়তো ৩০ ও পেরোয় নি, এমনকি তোর শৈশব কৈশোরেও লোকে অনেক শান্ত সহিষ্ণু ছিল রাস্তা ঘাটে আর এখন খুব খারাপ হয়ে গ্যাছে এটাকে কল্পনা বা অবাস্তব বলে মনে হচ্ছে। ইশান হয়তো খানিকটা ঠিক, যে আমরা পশ্চিমী ভদ্রতা দেখে এসে এইখানকার সঙ্গে মেলাতে পারছিনা ইত্যাদি। তবে মানুষের নেচার ফান্ডামেন্টালি চেঞ্জ করে গ্যাছে, গত দশ বছরে এইটা মানতে পারছি না। আমার অসংখ্য বাজে অভিজ্ঞতা আছে রাস্তায়, কিন্তু অসংখ্য ভালো অভিজ্ঞতাও আছে রাস্তার লোকজনকে নিয়েই। প্রায় প্রতিদিন ই দুটো-ই হয়। অতএব মতান্তর রইলো।
ওয়াইডেনিং গ্যাপ, পয়সার , আয়াফোর্ডেবিলিটির সেসব ঠিক আছে। কিন্তু মানুষের উপরে ভরসা হারালে চলে না। আমি রাজনীতি করেছি। আমি ভরসা হারাতে পারবো না। অভ্যেস নাই।
Satya | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০২:১২ | 63.192.82.30
ধুর, মিতাদি আর পিপি --- দুটোই অতি পচা...
mita | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০২:০২ | 71.77.45.124
পিপিরে, তোর আমার কেস রিভর্স। তুই মা-বাবা আসার কথা লিখলি, আর আমি বসে থাকি কবে বনবন আসবে, এবার এলে একটুও বকবো না, ঘর অগোছালো করে রাখলেও না, দেরি করে ঘুম থেকে উঠলেও না, ভোর রাত অবধি কম্পু/বই এর জন্যেও না ... তারপরে সে আসে, ঘরময় বই, জামা-কাপড়, নৌকোর মতন জুতো উল্টে থাকে, সুটকেস গুলো নিচে থেকে উপরে উঠতে ১০ দিন । সব ব্যাপারে সুচিন্তিত মতামত, ভোর রাত অবধি জাগা, দেরি করে উঠে দিনের আদ্দেক সময় নষ্ট, আমার বকুনি শুরু। কিন্তু তার মাঝেই মনে হতে থাকে, বাড়িটা এখন জেগে উঠেছে। শাওয়ার থেকে চেঁচিয়ে গান শোনা যাচ্ছে, ডাকলেই ওপর থেকে ধুপধাপ নিচে নেমে আসা, সারাদিন হই-হই, আড্ডা, তক্ক। চলে গেলে বাড়ি আবার ফাঁকা।
mita | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০১:৪৯ | 71.77.45.124
টিমকে- আগে তুই আয় তো!
Div0 | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০১:৪৮ | 160.83.72.211
"কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা' হুঁ হুঁ হুঁ হুঁ
pipi | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০১:৩৯ | 141.80.168.31
এই টিমটিমা, সন্ধ্যে কোথায় রে, এখানে তো রাত দশটা বাজে। গত তিনদিন ঘর যাই নি, খাইনি, ঘুমুইনি তা জানিস? দ্যাখ দ্যাখ তবু কেমন সন্ধ্যে বেলার মিটিনে প্যাঁটপ্যাঁট করে চোখ চেয়ে জেগে রইলুম বিষাক্ত তিতো কফি ছাড়াই। তব্বে? ঃ-))
Tim | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০১:৩০ | 198.82.18.141
আম্মো কাটবো। এই ভর শুক্কুরবারে ছানাদের প্রীক্ষা! কোনো মানে হয়? ঃ-(
dd | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০১:২৮ | 122.167.26.253
নাঃ। সাড়ে একটা বাজে। গুন্নাইট।
Tim | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০১:২৬ | 198.82.18.141
ব্ল্যাঙ্কি দুখ্খু পাস ক্যানো? আমি মিতাদির বাড়ি ঘুরে এসে গল্প বলবো তোকে। ঃ)
mita | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০১:২০ | 71.77.45.124
ও মা, আমি তো বরাবরই দোতোলায় রে। মোটা মানুষ, একবার কষ্ট করে উঠেছি, আর নামি!
Blank | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০১:১৮ | 59.93.244.55
ঃ( ঃ(
Tim | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০১:১৮ | 198.82.18.141
মিতাদি দোতলায় কেন? ঃ)
mita | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০১:১৮ | 71.77.45.124
আর এই দুই বুড়ো কে দ্যাখো, একজন তো বলে ও এলো না, দেশে ফিরে গ্যালো, আর একজন ও এখন ...
mita | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০১:১৬ | 71.77.45.124
দিপ্তেন্দা, too much! ঃ-)))
Blank | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০১:১২ | 59.93.244.55
ঃ( আমি ইচ্চে মতো জাগতে চই
dd | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০১:১২ | 122.167.26.253
তা মিতা, তোমার "দিব্য" চক্ষু। তুমি দিব্বি ঝিলিক দ্যাখলে কে আটকায়?
Tim | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০১:১০ | 198.82.18.141
ঃ-( ইচ্ছেমতন ঘুমোতে চাই আমি।
mita | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০১:০৮ | 71.77.45.124
তা বেশ, অল্প ফুটো-ফাটায় ক্ষতি নেই। তবে রং চটেছে বিশ্বাস কল্লাম না, আমি তো দিব্ব্য ঝিলিক দেখছি ঃ-)
Satya | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০১:০৭ | 63.192.82.30
হুঁকোমুখোবাবু সিগারেট ছেড়ে হুঁকো ধরেন - কোন প্রবলেম হবে না। আমি দিনে বিশটা সিগারেট থেকে শুন্যে নেমেছি - এবং শুন্যে থেমে আছি গত ৬ বছর -- ইচ্ছে ছিল তাই উপায় পাওয়া গেছে (কোন ঔষধপত্র ছাড়াই, কারো উপরোধ অনুরোধ নির্দেশ ছাড়াই) এবং আমার ওজন সিগারেট ছাড়ার প্রথম ৫ বছরে যতটা বেড়েছিল তার দ্বিগুন কমে গেছে গত একবছরে। তাই আজ্জো, ওজন বাড়ায় ভয় পেও না - একটা সময় আসবে যখন তুমিও রোগা হবে ঃ-)
Blank | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০১:০৬ | 59.93.244.55
টিম ইহা দ্বারা প্রমান করিল যে ও সাধারন মানুষ নহে। ও বাকি ৪০% এর একজন, যাহারা এখুনো বড় হয় নাই
Tim | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০১:০৫ | 198.82.18.141
এখনও জেগে মানে? এখন তো সন্ধে হওয়া উচিত বাল্লিনে। পিপি কি সন্ধ্যেবেলাই ঘুমায় নাকি? একঘন্টার একটা সেমিনারে পনেরো মিনিটের মধ্যে সিক্সটি পার্সেন্ট লোক ঘুমিয়ে পড়েছে, এই প্রথম দেখলাম। আমি কত চেষ্টা কল্লুম, কিচুতেই ঘুম এলোনা! যাগ্গে, আর কদিনই বা...
dd | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০১:০০ | 122.167.26.253
মিতে আমি দিব্যি আছি। সাইডগুলো এট্টু ফ্যাকাশে,কিছু যায়গায় রঙ চটে গ্যাছে, দু একটা ফুটো ফাটা। এই ই। আদারওয়াইস সব ঠিকঠাক।
dd | ২০ সেপ্টেম্বর ২০০৮ ০০:৫৭ | 122.167.26.253
ধুর,পিপি। এটা কি সাজেশন না হোমটাস্ক? কি কঠিন।
আর হুঁকোসাহেব। স্যার, আমার অযাচিত বাণী শোনেন। এট্টু ন্যাশা ভাঙ না থাকলে মাইনষের হার্টের ব্যামো হয় আলসার হয়। সব ন্যাশা ছাইড়া ছুইড়া নির্ভেজাল ভেজেটরিয়েন হইয়েন না। উটি স্বাস্থ্যকর নয়। পরিক্ষিত সত্য।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন