এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০২:১১ | 59.93.194.214
  • গাড়ি খুব বাজে জিনিস, জোরে চালালে অ্যাকসিডেন্ট হয় ঃ(
  • arjo | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০২:০৫ | 168.26.215.54
  • লেজ অত জোরে মুললে অন্য বিপত্তি হবার চান্স আছে। সব দিক ভেবে দেখতে হবে তো। ঃ))
  • Arpan | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০২:০০ | 122.252.231.206
  • গুরুর কান মুলে? ঃ))
  • Abhyu | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:৫৭ | 128.192.7.51
  • অপ্পন, আমি নাকি চালিয়েছিলাম, বুঝতে পারি নি। শেষে ডিলার বলল। কিছু হয় নি, পার্কিং ব্রেকটা হয় তো গেছে, বা তাও যায় নি।
  • arjo | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:৫৬ | 168.26.215.54
  • সবেরই কিছু ভালো দিক থাকে। অলটারনেটিভ এনার্জি বাওয়া। গুরুর কান মুলে আগুন। সবাই পারে?
  • sinfaut | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:৪৮ | 117.195.194.64
  • এর পর শুনবো গরুর গাড়ি চালাতে গিয়ে এমন জোরে গরুর লেজ মুলেছে যে কাঠের চাকায় আগুন লেগে গেছে।
  • Arpan | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:৪৫ | 122.252.231.206
  • তবে আজ্জো মহাপুরুষ। গড় করলাম। ঃ)
  • Arpan | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:৪৩ | 122.252.231.206
  • চোপ!
  • sinfaut | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:৩৯ | 117.195.194.64
  • সব এক একটা প্রতিভা তো।
  • arjo | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:৩৯ | 168.26.215.54
  • ডিডি এইটা করে দেখুন,

    ১।
    Start - Settings - Control Panel - Double-click on Add/Remove Programs. Search and uninstall Ad.YieldManager.com

    ২।
    Remove Ad.YieldManager.com Directories.
    To find Ad.YieldManager.com directories, go to Start - My Computer - Local Disk (C:) -
    Program Files - Show the contents of this folder.
    Search and delete the following Ad.YieldManager.com directories:
    C:\ProgramFiles\AdYieldManager
    C:\ProgramFiles\Ad.YieldManager.com


    এরা শুধু কুকি ছাড়ে না পোগ্যাম ও ইনস্টল করে। এতেও না হলে ডাক্তার ডাকতে হবে।
  • Div0 | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:৩৮ | 160.83.72.211
  • ও।
  • Div0 | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:৩৭ | 160.83.72.211
  • অ্যাঁ!
  • Ishan | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:৩৭ | 12.163.39.254
  • আম্মো চালিয়েছি । মাইল খানেক। কিস্যু হয়নি। এমনকি গারাজেও যাইনি।

    তবে ছমাস বাদে রেগুলার চেকাপের সময় মেকানিক বলল তোমার ব্রেকটা ক্ষয়ে গেছে হে, এবার পাল্টে ফেল । পাল্টাতে হয়েছিল ।
  • arjo | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:৩৬ | 168.26.215.54
  • আঃ প্রকাশ্যে এত কথা জিগ্যেস করতে নেই। আসছিল কিন্তু বুঝি নাই। তবে তকন ছোট ছিলাম বড় হবার পর আর হয় না।
  • Arpan | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:৩৩ | 122.252.231.206
  • ডিভো, আজ্জো, ডিডি থ্যাংকু। খুব ভয় পেয়েছিলাম ঠিক।

    আজ্জো, তোমার নাকে গন্ধ আসেনি কোন? রাবার পুড়ে যাবার?
  • arjo | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:২৯ | 168.26.215.54
  • অপ্পন, ভয় নাই মনে হয়। টায়ারের লাইফ খানিক কমল। আমি প্রায় মাইল দশেক চালিয়েছিলাম একবার। আর একবার মাইল তিনেক। খুব ভয় পেয়েছিলাম কিন্তু কিস্যু হয় নি। তারপর থেকে আর ঐ ব্রেক টা লাগাই না। খুব বেশি ভয় পেলে কাল একবার দেখিয়ে নিও।

    ডিডি, পপ আপ ব্লক করেও যদি না হয়। ভালোয় ভালোয় লোক ডেকে ধুয়ে মুছে সাফ করে নিন। অ্যাড খুব ভালো জিনিস না।
  • Blank | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:২৩ | 59.93.194.214
  • এই জন্যি বলি ম্যাক নাও, ম্যাক নাও
  • Arpan | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:২১ | 122.252.231.206
  • হু, গ্যারাজে যাবো সোমবার। ইন্টারনেটে তো দেখছি গাদা গাদা মনুষ্য একই ভুল করে পস্তেছে। আপনাদের কখনো হয় নাই?

    ডিডি, আই ই তে Tools --> Internet Options --> Privacy হেথায় পাবেন। চেকবক্স ক্লিকিয়ে দিন। ব্যাস।
  • Tim | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:১৮ | 24.127.39.26
  • ডিডিদা এবার বলবে,
    বড় পপ হে..... ঃ)
  • dd | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:১৭ | 122.167.6.146
  • ভারশান ৬..২৬০০.০০০০
  • dd | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:১২ | 122.167.6.146
  • আঃ। অপ্পন, গোল কোরো না তো। যাও যাও ঘুমাতে যাও।
    সিংগুর এন ডিল হ্যান ত্যান সমস্যা কি কম ? তায় আমার পিসিতে আগাছায় ভরে গ্যাছে। সবে এট্টু পরামর্শ কতে এলাম তো উনি এলেন নাপ্প্যে।

    আর গাড়ীর অন্দর মহলের খপর জানতে চাও তো গ্যারেজে যাও। হেথায় সব আই টি ওয়ালা। দেশ,সমাজ, ধম্মো আর কম্পিউটারের সমিস্যে সমাধান হয়।
  • Arpan | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:১১ | 122.252.231.206
  • আই ই কোন ভার্সন?
  • Div0 | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:১১ | 160.83.72.211
  • তোমার কি সার্ভিস প্যাক 2 নাই? একবার দ্যাখো তো Help -- About Internet Explorer এর স্ক্রীনে "Update Version" কত?
  • Div0 | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:০৮ | 160.83.72.211
  • Tools এর নীচে কিছু নেই?
  • Div0 | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:০৭ | 160.83.72.211
  • ডিডি কিছু হল?
  • dd | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:০৭ | 122.167.6.146
  • আমার আই ঈ তে পপ আপ ব্লকার নাই। কিন্তু কিছুদিন আগেও ছিলো।

    এখন যারা যারা রয়েছেন ঃ
    মেইল্‌স অ্যান্ড নিউস
    সিনক্রোনাইজ
    উইনডোজ আপডেট
    *************************
    শো রিলেটেড লিংক্স
    সান জাভা কনসোল
    *****************************
    ইন্টারনেট অপশনস

    পপ আপ ব্লকার টকার কিছু তো নাই।
  • Arpan | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:০৫ | 122.252.231.206
  • ক্লাচ দেখব মানে? কোনটা দেখব? তারপরে তো আরো আধঘন্টা মত চালালাম। সবই তো ঠিকই লাগল।
  • Div0 | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:০২ | 160.83.72.211
  • আগে ক্লাচটা দ্যখো।
  • Arpan | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০১:০১ | 122.252.231.206
  • এঃ, আমি পার্কিং ব্রেক অন রেখে হাফ কিলোমিটার মত চালিয়ে ফেলেছি। গাড়ি আর এগোতেই চায় না। তারপরে রাবার পোড়ার গন্ধ নাকে আসতে বুঝলাম কী কেলো করেছি।

    এনি কমেন্ট? ডিডি? ডিভো? আর কেউ? গাড়ির কিছু কি ভোগে গেল?
  • sinfaut | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০০:৪৬ | 117.195.194.64
  • কোনো অ্যান্টিভাইরাস কি নেই? তাই দিয়ে তাড়ানোর চেষ্টা করুন।

    আর... আর..... নয়তো লিনাক্স লাগিয়ে ফেলুম। আহেম।
  • dd | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০০:৪৫ | 122.167.6.146
  • মগজে কনস্টিপেশন।
    ধরিত্রী জোলাপহীন।
  • du | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০০:৪৫ | 67.111.229.98
  • পপাপ ব্লকার খুঁজে লাগিয়ে নিতে পারেন - কাকু দেবে

    আর নইলে, আই ই তে টুল - পোপাপ ব্লকার - টার্ণ অন করে নিন।
  • Du | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩৭ | 67.111.229.98
  • ডিডিদা, খালি টইপত্তরের পাতায় যাচ্ছি আর ফিরে আসছি। শুক্রবারের ফাঁকা অপিসে শুধুধু আইটিওয়ালাদের কটা কীবোর্ডের শব্দ ছাড়া সব ধুধু।
  • dd | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩৭ | 122.167.6.146
  • ধুর।

    সেই পপ গুনো আবার আচ্ছে। কি সাংঘাতিক।

    ছিঁ ফো একেবার যা তা। কিস্যু জানে না। ছ্যাঃ।
  • sinfaut | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০০:৩৭ | 117.195.194.64
  • পেসকিপশন সব মানলেন কোথা? কবিতা কই? ঘুমুতে গেলেন কই?
  • san | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৮ | 123.201.53.149
  • কিন্তু কবিতা?
  • dd | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০০:২৪ | 122.167.6.146
  • ছিঁ ফোঁর চিকিচ্ছে অসামান্য। পেসকিপশন মতো সব করে রিবুট কল্লাম .... ফাঁকতালে একটা হতোকুচ্ছিত সাই ফাইএর কিছুটা দেখলাম, একমুঠো বাদাম খেলাম, চাট্টি কিসমিস।

    কিন্তু সেই বদখত পপ আর আচ্চে না।
    ব্রাভো ছিঁ ফোঁ।
  • dd | ২৭ সেপ্টেম্বর ২০০৮ ০০:১৫ | 122.167.6.146
  • না, না গোপাল অতি সুবোধ বালক।
    কিন্তু ঐ গান্ধীর গন্ধে গন্ধে .... ক্যামন করে গন্ধগোকূল হয়ে গালো। ঈস।
  • Du | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ২৩:৪৭ | 67.111.229.98
  • বয়স আর ভদ্রলোকের চুক্তির কথায় গল্প টা মনে পড়ল - (আমি অবশ্য এখন ওটারই আশ্রয় নিতে পারলে খুশি হই ;-))

    এক লোক কাউকে বলেছিল তার বয়স ৩০ ।
    কবছর পরে আবারও অন্য কাউকে ঐ বয়সই বলায় বিস্মিত হয়ে সঙ্গীর প্রশ্ন - আপনি যে আমাকে সেবার বলেছিলেন ৩০ ?
    উত্তরে বক্তা ঃ ঐ তো । ভদ্রলোকের এক কথা।
  • a x | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ২৩:০৬ | 143.111.22.23
  • পপ্‌ আপে গোপাল গোকুলে বাড়লেন ঃ-))
  • sinfaut | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ২৩:০৩ | 117.195.194.64
  • তাহলে আর কি। টেম্পোরারি ইন্টারনেট ফাইল ডিলিট করে দেখুন। তারপর yieldmanager নামে ফাইল সি ড্রাইভের মধ্যে খুঁজুন। পেলে একটা একটা করে টিপে টিপে মারুন। তাতেও না হলে রিস্টার্ট করুন। তাতেও কিছু যদি না হয় তো কম্পুটার বন্ধ করে ঘুমিয়ে পড়ুন। ও, ঘুমোনোর আগে কয়েকটা কবিতা লিখে দিয়ে যান। পড়ব।
  • dd | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ২২:৫৮ | 122.167.6.146
  • করিচি। আমার পি সি কুকিহীন। ক®¾ট্রাল এ , তাপ্পর ডিলিট। হাঃ হাঃ হাঃ। একযোগের সবার মৃত্যু। নিজেকে ঈশ্বর মনে হয়।

    কিন্তু সেই আবাগীর ব্যাটা পপিয়েই যাচ্ছে।
  • sinfaut | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ২২:৫৩ | 117.195.194.64
  • একেবারে সব কুকি ডিলিট করে দিন। দেখাদেখির দরকার নেই (আগের পোস্টে যেটা ছিল)
  • dd | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ২২:৫২ | 122.167.6.146
  • তাও ও ভালো। কয় নি হাতের ব্যাথার মলম লাগান তাপ্পর যতো খুসী মাউস দাবিয়ে যান। বেশ স্বাস্থ্যকর ।
  • sinfaut | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ২২:৫২ | 117.195.194.64
  • ডিডি,

    কুকি ডিলিট করে দেখুন।

    Start Internet Explorer.

    Go to Tools -> Internet Options > General tab.

    In the Temporary Internet Files, select Settings > View Files.
  • Abhyu | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ২২:৪৫ | 128.192.7.51
  • একটা ভালো পিতিকার আছে, কম্পিউটারটা অফ করে রাখুন ঃ)

    জানতাম পছন্দ হবে না ...
  • dd | ২৬ সেপ্টেম্বর ২০০৮ ২২:৪২ | 122.167.6.146
  • HELP !

    আমার কম্পিউটারে ক্রমাগতঃ পপাচ্ছে, মিনিটে মিনিটে,

    you are downloading the file
    st. from ad.yieldmanager.com

    তারপর জিগায় would you like to open or save or cancel or more info

    আমার কম্পিউটারের নীচের দিকটা এই পপ আপের আগাছায় ভরে যাচ্ছে। আমায় ক্রমাগতঃ ক্যানসেল বাটন দাবাতে হচ্চে। ওঃ হাত ব্যাথা হয়ে গ্যালো।

    এর কোনো প্রতিকার হয় না?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত