এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • arjo | ১৩ অক্টোবর ২০০৮ ১৯:১৬ | 168.26.215.54
  • এইজন্যই অর্কূটে চোখ রাখতে হয় নইলে পিছিয়ে পড়তে হয়। ঃ))
  • kali | ১৩ অক্টোবর ২০০৮ ১৯:০৯ | 160.36.206.9
  • যাঃ, দমু দির জন্মদিন চলে গেলো? আমি দেরি করে শুভেচ্ছা আর এই যে একটা ক্যারট কেক নিয়ে এসেছি।
  • Du | ১৩ অক্টোবর ২০০৮ ১৯:০৩ | 71.244.2.156
  • দ-কে অনেক বিলে হ্যাবাড্ডি। তবে কোন দিনটা ? বচ্চনের সাথে সেম সেম?
  • Div0 | ১৩ অক্টোবর ২০০৮ ১৮:৫৯ | 160.83.72.211
  • দমুদিকে বিলম্বিত জন্মদিনের অনেক শুভেচ্ছা।
  • A | ১৩ অক্টোবর ২০০৮ ১৮:৩৬ | 99.183.185.250
  • Yahoo! তে পুল খেলা হেব্বি সোজাঃ) একটু কারসাজি করে খেলা যায়। কেউ তো দ্যাখার থাকেনাঃ)
  • Blank | ১৩ অক্টোবর ২০০৮ ১৭:৩৪ | 203.99.212.224
  • পুল খেলা বড় শক্ত, ঐ লাঠিটা নিজে থেকেই অকারন বেঁকে যায়। বোলিং ও বেশ শক্ত। বল সব সময়ে পাশের ড্রেনে গিয়ে পরে
  • Blank | ১৩ অক্টোবর ২০০৮ ১৭:৩৩ | 203.99.212.224
  • দম দি কে হ্যাপি বাড্ডে আর অজ্জিত দার হয়ে স্লো কুকারে রান্না করা রেওয়াজি খাসি
  • siki | ১৩ অক্টোবর ২০০৮ ১৭:১৩ | 203.122.26.2
  • বিলম্বিত ও প্রলম্বিত হ্যাবাড্ডি দময়ন্তীকে।

    ব্ল্যাংকি, আমি তো পুল খেলে এলাম ডেনমার্কে গিয়ে, বেশ সোজাই তো লাগল। কম্পুতে খেলিনি অবশ্য।
  • r | ১৩ অক্টোবর ২০০৮ ১৭:০১ | 198.96.180.245
  • অ্যাল, দমুর জন্মদিন চলে গেল? দমু, বিলম্বিত প্রীতি ও শুভেচ্ছা।
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৮ ১৭:০০ | 61.95.144.123
  • তাই? দমুর বাড্ডে ছিলো? হ্যাবাড্ডে দমু, সাথে ওই কি যেন - লাট মে কই;-)
  • Arpan | ১৩ অক্টোবর ২০০৮ ১৬:৫৮ | 118.95.119.243
  • সবাইকে শুভ বিজয়া। আর দমুকে বিলেটেড হ্যাপি বাড্ডে।
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৮ ১৬:৫৭ | 61.95.144.123
  • লাঠিটা দিয়ে পুল বলটা ঠিকঠাক মারাটাই কঠিন - আমার তো খালি লাফিয়ে যেত। পুলের নিয়মটা বেশ সোজা। স্নুকারের নিয়ম অবিশ্যি আলাদা, ঘোরালো।
  • Blank | ১৩ অক্টোবর ২০০৮ ১৬:৫৫ | 203.99.212.224
  • মানে আসল না। আসলে তো আমি একবার লাঠি দিয়ে হকি খেলার মতন করে মারছিলুম
  • Blank | ১৩ অক্টোবর ২০০৮ ১৬:৫৫ | 203.99.212.224
  • এটা এম্নি। ছোট ছোট গেম। বেশ চাপ এটা
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৮ ১৬:৪৭ | 61.95.144.123
  • আসল না ইয়াহু? ইয়াহু পুল খুব সোজা খেলা আর খুব ভালো। ক্যারমের ফাণ্ডা। অবশ্য এম্নি পুলেও ফাণ্ডাটা তাই, কিন্তু ওই ডান্ডার চেয়ে ক্যারমের স্ট্রাইকার সোজাঃ-)
  • Blank | ১৩ অক্টোবর ২০০৮ ১৬:৪৫ | 203.99.212.224
  • স্নুকার টা বেশ শক্ত খেলা
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৮ ১৬:৪৪ | 61.95.144.123
  • তুই কানে নিস ক্যানো?
  • P | ১৩ অক্টোবর ২০০৮ ১৬:৪৩ | 78.16.132.31
  • হুঁঃ আওয়াজ দাও। তাপ্পর আমার মহামুল্যবান টিপস পড়তে এস না, দেখাবো।
  • r | ১৩ অক্টোবর ২০০৮ ১৬:৩৭ | 198.96.180.245
  • এই একদিন লাইভের নেট এডিশন প্রিন্ট এডিশনের কতদিন বাদে বের হয়?
  • r | ১৩ অক্টোবর ২০০৮ ১৬:২৪ | 198.96.180.245
  • সর্ষেটা বের করি। সেই সর্ষেতে লেখা হোক। লেখা সর্ষে পিষে তেল বের হোক। সেই তেল মেখে অজ্জিত বেউ বেউ যাক।
  • r | ১৩ অক্টোবর ২০০৮ ১৬:২১ | 198.96.180.245
  • পা দাও।
  • P | ১৩ অক্টোবর ২০০৮ ১৬:২১ | 78.16.132.31
  • দাঁড়াও নতুন টই খুলি।
  • P | ১৩ অক্টোবর ২০০৮ ১৬:১৮ | 78.16.132.31
  • কেউ এট্টু পায়ের তলায় সর্ষেটা বের করে দাও না। ওখানে লিখে দিই। এখানে লিখলে তো ধমক খাবো।
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৮ ১৬:১৬ | 61.95.144.123
  • ধুর প্যাকেজ নিলে তো অর্ধেক ইন্টারেস্ট চলে গেলো। বেড়ানোর আগে ট্র্যাভেল বুকিং, হোটেল বুকিং - পুরো প্ল্যানিং - এর মধ্যেও প্রচুর মজা থাকে। আমি আজ অবধি কখনো প্যাকেজ ট্যুর করি নি।
  • siki | ১৩ অক্টোবর ২০০৮ ১৬:১১ | 203.122.26.2
  • প্যাকেজ নিয়ে নাও, ওরাই সব করে দেবে।
  • siki | ১৩ অক্টোবর ২০০৮ ১৬:১০ | 203.122.26.2
  • ভূটানের ট্যুরিসমের কোনও না কোনও অফিস কলকাতায় পাবে অবশ্যই। গুগল খুঁজে দেখলাম একটা ঠিকানা 5/4,Place
    Ballygunge, Kolkata, 700019
    ভূটান ট্যুরিসম কর্পোরেশন লিমিটেড।

    যদি বাই রোড ঢুকতে চাও, তো জয়গাঁও হল এϾট্র পয়েন্ট। এটা জলপাইগুড়ির একটা গ্রাম। সামনেই ভূটান গেট, ওপারে ফুয়েন্টশেলিং। ভূটান গেট থেকে ৪০০ মিটার এগোলেই শেঙ্গেন অফিসারের অফিস, সকাল আটটায় (ভারতীয় সময় পৌনে আটটা, পনেরো মিনিটের তফাৎ) তিনি অফিসে বসেন, পরিচয়পত্র আর ফোটো দিলেই তিনি ট্যুরিস্ট পাস বানিয়ে দেন। পাঁচ মিনিট পারহেড।

    আর বাই এয়ার গেলে তো সোজা থিম্পুতে নামবে। সেক্ষেত্রে তোমার ট্র্যাভেল এজেন্টকে জিজ্ঞেস করলে তারাই নিয়মকানুন বলে দেবে। সোজা কথা, ভারতীয়দের তো কোনও ভিসা লাগে না, কিন্তু একটা পাস লাগে। সেটা কীভাবে জোগাড় করতে হয়, সেটাই জানার। আমি তো কলেজের তরফে গেছিলাম চুখা হাইড্রৈলেকট্রিক প্রজেক্টে। কলেজ আলাদা করে কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল কিনা, জানা নেই।

    একটা সাইট পেলাম http://www.kingdomofbhutan.com। একটু খোঁজ নিয়ে দেখতে পারো, ওরা কিছু বলতে পারে কিনা।
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৮ ১৬:০৮ | 61.95.144.123
  • তা তুইও দে না। চটিস ক্যান?

    (১) কি করে যায়?
    (২) কোথায় থাকে?
    (৩) এগুলো বুকিং কি করে করে?
    (৪) মেইন অ্যাট্রাকশন, ট্রেকিং ইত্যাদি।

    আমি ট্র্যাভেল এজেন্ট দিয়ে খুব একটা ব্যবস্থা করি না - মানে পছন্দ করি না।
  • P | ১৩ অক্টোবর ২০০৮ ১৬:০২ | 78.16.132.31
  • আমি ভুটানে কুড়িদিন ছিলুম , অথচ আমারে কেউ জিগায় না ঃ-((
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৮ ১৫:৫৮ | 61.95.144.123
  • বেথে ভুটান গেসলে না? কি ভাবে কি করতে হয়, কোথায় ইনফো পাওয়া যাবে এইসব ডিটেইলস দাও তো।
  • Blank | ১৩ অক্টোবর ২০০৮ ১৫:৫০ | 203.99.212.224
  • একটু গোলমরিচ আর নুনের ছোট শিশি গুলো ও চাই
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৮ ১৫:৪২ | 61.95.144.123
  • ব্ল্যাংকিকে এক শিশি ট্যাবাস্কো সস দাও, অনেক ভাটিয়ে ফেলবে;-)
  • Blank | ১৩ অক্টোবর ২০০৮ ১৫:২৭ | 203.99.212.224
  • সোম্বারে আমি একটু ঝিমুই কিনা। আজকাল রাতে ঘুমুনো টা ছেরে দিচ্ছি একদম
  • siki | ১৩ অক্টোবর ২০০৮ ১৫:২২ | 203.122.26.2
  • সোম্বারেও কেউ ত্যামোন ভাটায় না।
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৮ ১৪:৩১ | 61.95.144.123
  • জানি তো। কিন্তু আমি "বিস্মরণ' কথাটা ব্যাভার কত্তে চাইছিলুম যে।
  • d | ১৩ অক্টোবর ২০০৮ ১৪:২৯ | 203.143.184.10
  • ও হ্যাঁ অজ্জিত, "কবিতাটি বিস্মরণ হইয়াছিলাম' অতিশয় ভুল বাংলা। "কবিতাটি বিস্মৃত হইয়াছিলাম' হবে।

    (অবশ্য অজ্জিত, যে কিনা আমার চশমার বয়সী,সেও তো বুড়ো হয়ে গেছে। কাজেই ....)
  • siki | ১৩ অক্টোবর ২০০৮ ১২:০৪ | 203.122.26.2
  • অন্তর্দৃষ্টি মানে? ইন্টারভিউ?
  • Blank | ১৩ অক্টোবর ২০০৮ ১১:২৭ | 203.99.212.224
  • এখুনো দাদা আছে, আজ তো আমরা ড্র করবৈ
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৮ ১১:০৫ | 61.95.144.123
  • বেঙ্গালুরুতে। চিন্নাস্বামী স্টেডিয়াম।
  • Blank | ১৩ অক্টোবর ২০০৮ ১১:০৩ | 203.99.212.224
  • কোথায়?
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৮ ১১:০২ | 61.95.144.123
  • ওরেন্না মিছিল শুরু হয়ে গেছে, যাতা তো!!!
  • Tim | ১৩ অক্টোবর ২০০৮ ১০:৪৮ | 24.127.39.26
  • স্যানের কি প্রখর অন্তর্দৃষ্টি রে ভাই! ;-)
  • Blank | ১৩ অক্টোবর ২০০৮ ১০:৪৫ | 203.99.212.224
  • অফশোরিং এর ব্যপারে বিভিন্ন ভারতীয় শহর গুলোর রেটিং গুরু তে কেউ দিয়েছিল কি?
  • Blank | ১৩ অক্টোবর ২০০৮ ১০:৩০ | 203.99.212.224
  • কাউরে ভাল উপদেশ দিতি নেই, বিদ্যাসাগর বলেছেল। তখন শুনি নাই ...
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৮ ১০:১৫ | 61.95.144.123
  • http://www.aajkaal.net/cat.php?hidd_cat_id=1 - আপাতদৃষ্টিতে খুব একটা গরম খবর নয়, তবে খুব সিরিয়াস ইস্যু।
  • d | ১৩ অক্টোবর ২০০৮ ১০:০০ | 203.143.184.10
  • এই আপত্তির খবর কালকের ইন্ডিয়ান এক্সপ্রেসেও ছিল। ওদের বাপ ঠাউদ্দা ব্রিটিশ সরকারকে দিয়েছিল। এখন ওরা বাজারের দামে নতুন করে লীজ দিতে চায়।

    আর অজ্জিত বোzও নাই। পরে মেইলে বুZIইয়া দিমুখনে।
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৮ ০৯:৫৪ | 61.95.144.123
  • বাই দ্য ওয়ে - টইয়ে আর দিলুম না - সানন্দেও জনাবিশেক পরিবার জমি নিয়ে আপত্তি করেছে - ওই জমির অংশবিশেষ নাকি ওদের বাপ-ঠাউদ্দা সরকারকে ৯৯ বছরের লীজে দিয়েছিলো এগ্রিকালচারাল ইউনির জন্যে, এখন লীজ শেষ হয়ে গেছে ইত্যাদি। সেদিন টেলিগ্রাফে ছিলো।

    এই প্রসঙ্গে - এই ৯৯ বছরের লীজটা এত পপুলার কেন? ৯৯ বছর পর তো সেই বাকি টাকা দিয়ে কিনতে হবে।
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৮ ০৯:৪৮ | 61.95.144.123
  • কোনটে রে বাবা? পিনপয়েন্ট করো, আমি তো তান/গান ভাবলুম।
  • d | ১৩ অক্টোবর ২০০৮ ০৯:৩৯ | 203.143.184.10
  • অজ্জিত আবারও আমার বক্তব্যের সারবত্তা প্রমাণ করিল। তোমার কোচ্চেন মার্ক ইত্যাদি বিষয়ে তো আমি কিছু বলি নাই। তোমার আট দশ বছর আগের অভিজ্ঞতাকে "এখনও মনে হয়' বলিয়া চালানো দেখিয়া বলিয়াছি। আজকাল ৭-৮ মাসে বিভিন্ন স্থানের ভূগোল বদলাইয়া যায় ......... আর আট দশ বছরে তো কথাই নাই।
  • Arijit | ১৩ অক্টোবর ২০০৮ ০৯:২৭ | 61.95.144.123
  • আর ইয়ে - দমু কোশ্চেন মার্ক আর দাঁড়ির তফাত বোঝে না বলেই ক্যানসাসে লেক তৈরী হয়েছিলো। উহা তথ্য নয় বালিকে, উহা জিজ্ঞাসা, কবিতাটি বিস্মরণ হইয়াছিলাম। এই নেও জবাফুল (ভক্তিভাব জাগলে আশিব্বাদ কত্তে হয় কিনা) ;-)
  • h | ১৩ অক্টোবর ২০০৮ ০৯:২২ | 117.201.97.117
  • এইবার থেকে আমরা বুড়োরা আলাদা ভাটাবো বুঝলা। এই ছানা গুলার মনে কোন ভক্তিভাব নাই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত