আচ্ছা আজো আমার কোনো কাজ নেই তাই আরো কিছু উত্তর দি।
প্রথমত, কালচার আলাদা বলতে আমি কাজের কালচার বলছি। দেখো IBM/TCS এরা বিরাট কোং আর ৩-৫-৬ বছরের লেভেলে (জেনেরালি) তুমি লিড/সিঃ ডেভেলপার এরকম জায়্গায় যাবে। তাছাড়া তোমার Exposure হবে শুধু প্রজেক্ট আর স্কিলের উপর। মানে, তুমি ইন্ফর্ম্যাটিকা জানো মানে শুধু সেটাই জানো, খুব ভালো করে জানো, কিন্তু আর কিছু জানো না। আরো importantly চাইলেও আর কিছু জানতে পারবে না। সেদিক থেকে consulting firms are diff. They play at domestic market mostly, and they play at nische level like architecture,design, PM, QM etc. Implementation focus is lower, maintenance করে না। ফলে, হাই এন্ড কাজ পাওয়া যায়। বাকি সব বাদ দিলেও, মার্কেটে এর দাম খুব বেশী।
h | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১০:১৫ | 125.18.104.1
আমি এইরকম শুনেছি।আর্জো যে রকম বল্লো। মানে কাগজেও সেইটাই বেরিয়েছে। সব কাগজেই। ইকোনোমিক টাইমে্স ডিটেলড স্টেটমেন্ট ও দেখলাম। তবে এরা যা গুল মারে বলা যায় না কতটা অ্যাফেকটেড।
Blank | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ১০:১৩ | 203.99.212.224
কালকের আবপ তেই দেখলাম মনে হয়, ৩০০ কোটি মতন ডুবেছে ICICI এর
arjo | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫৫ | 24.214.28.245
ছবি তোলো, ছবি তোলো একেই বলে ক্যাসকেডিং এফেক্ট। ;)
শুনেছি ICICI এর নাকি লেম্যান ব্রাদার্সে ইনভেস্টমেন্ট ছিল সেটা ডুবেছে। শুনেছি মাত্র - সত্য মিথ্যা জানি না।
d | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৫৩ | 203.143.184.10
কাল এক বন্ধু ফোন করে জানাল ICICI ব্যাঙ্ক নাকি ডুবে যাচ্ছে, বাজারে প্রবল আতঙ্ক সৃষ্টি হয়েছে। সত্যি নাকি? আজ কোন কাগজে কোন খবর দেখছি নাতো।
কি দিনকাল পড়ল রে ভাই!
Arijit | ৩০ সেপ্টেম্বর ২০০৮ ০৯:৪৬ | 61.95.144.123
এখনকার কর্পো জগতে মাইনে নিয়ে বিন্দুমাত্র আইডিয়া নেই। আসার আগে আমি তো সবাইকে জিগ্গেস করেছিলুম যে কেমন মাইনে দেয় - মানে জিগ্গেস করলে কি বলবো...
এই কেসটা (মানে কাল যেটা বলছিলুম) এমন যে এখানে এক কোং থেকে ডেলয়েটে গেলে সিটিসি বেশি হলেও মাস মাইনে কম হবে - কারণ এখন ফিক্সড+ভেরিয়েবল একসাথে দেয়, ডেলয়েটে ভেরিয়েবলটা বছরশেষে। কিন্তু যা বুঝলুম সেটা হল কাজটা বেশ ভালো এখনকার তুলনায়। আমি হলে মনে হয় কাজের ওপর জোর দিতাম একটু বেশি - ইনফ্যাক্ট আসার সময় সেটাই করেছি - তবে আমার এই কঠিন অবস্থা ছিলো না যে কাজ ভালো কিন্তু মাইনে কমে যাবেঃ-)
এসব ব্যপার আমাকে কেনো জিজ্ঞাসা করা হয় না? কলমী কাবাব হলো মুর্গীর পা দিয়ে বানানো কাবাব। সাইজ হবে, ঐ অম্রিগা তে যেমন লেগ পিসের প্যাকেট পাওয়া যায় অমনি। কি করে বানায় জানি নে।
পছন্দ না হলে তেড়ে কাবাব সম্বন্ধে লিখতে থাকুন , কলমের আগায় কাবাব - কলমী কাবাব।
(আস্থা রাখা যায় কিনা সেই প্রশ্ন করার উত্তর)
d | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ২২:২২ | 117.195.38.126
(আজ্জোর রান্নাবান্নার স্কিলের ওপর কি নির্ভর করা যায়?)
Satya | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ২২:১২ | 63.192.82.30
ডেলয়েট দেশে এমন কিছু মারকাটারি মাইনে দেয় না। ডেলয়েটের সমান বা কাছাকাছি মাইনে আরো অনেক কোং দেয়। ডেলয়েট ইণ্ডিয়ার বড় আপিস হায়দ্রাবাদে। কোং হিসাবে বেশ ভাল। এমপ্লয়ী স্যাটি অনেক বেশি। কলকাতা আপিসের কথা জানা নেই, তবে হায়দ্রাবাদ আপিস বেশ সুন্দর। ও হ্যা, একটা বড় কথা, ডেলয়েট সাধারনত ঢপ মারে না। যা বলে তাই করে।
এবার প্রশ্ন হল, মাত্র হাজার পনের মাইনের জন্য - অর্থাৎ মাসে মাত্র এক হাজার মত মাইনে বাড়বে বলে দোকান বদলে ডেলয়েট যাওয়া যায় কি না। যদি তোমার নামী কোং-এর ছাপ না থাকে, সেই ছাপের জন্য যাওয়া যেতে পারে। ওরাক্যাল অ্যাপসের বাজারে ডেলয়েট কন্সালন্টিং এ বেশ বড় ও ভাল নাম। এরা প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ করে না, কাস্টমাইজেশন ও ইমপ্লিমিন্টেশনের কাজ করে। হাই ভ্যালু প্রোজেক্টে কাজ করে বলে ডেভেলপাররাও ভাল কোয়ালিটির কাজ পায়। তাই ভাল কাজ শেখার ইচ্ছে থাকলেও ডেলয়েট ভাল পছন্দ। অন্তত টিসিএস - সত্যম -উইপ্রো থেকে ডেলয়েট ভাল। সাপোর্ট বা লং টার্ম প্রোজেক্টে ডেলয়েট কস্ট এফেক্টিভ নয় বলে এদের সাপোর্ট প্রোজেক্ট কম। ডেলয়েট সমস্ত ইআরপিতেই কাজ করে, স্যাপ ব্যান ওরাক্যাল, জেডিএডওয়ার্ডস্ সব-এ, সব মডিউলেই। ইচ্ছে থাকলে অন্য ইআরপি শেখার সম্ভাবনাও পাওয়া যেতে পারে।
a x | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ২১:০০ | 143.111.22.23
মহালয়ার এক তোড়া কাশ সবাই কে।
arjo | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ২০:০৪ | 168.26.215.54
আমি দুইরকম মনে করতে পারছি কোনটা চাই বললে দিতে পারি।
d | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ১৯:১৬ | 203.143.184.10
কেউ কি জানে কলমী কাবাব কি করে বানায়?
arjo | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৪৮ | 168.26.215.54
ডেলয়েট সম্বন্ধে অরিজিত প্রচূর জ্ঞান লাভ করলেও কমন পড়েছে তাই না দিয়ে উপায় নেই।
ডেলয়েট, বেয়ারিং পয়েন্ট, অ্যাকসেনচার আর আইবিএম হল বিগ ফোর কনসালটিং ফার্ম। আমেরিকার বাজারে এদের ছাপের খুব নাম। মাইনেও বেশ ভালো। তবে ভারতীয় কোং কেমন হবে জানা নেই। অ্যাকসেনচার ইন্ডিয়া খুব বাজে, গুগুল, মাইক্রসফটও খুব ভালো নয় মানে আমেরিকার মতন অত ভালো নয়। শুনেছি খাটায়। তবে ডেলয়েট ইন জেনারাল ভালো। শুধু কোডিং করতে হলে যেখানে নিজের পছন্দ মতন প্লাটফর্ম পাওয়া যায় আর মাইনে মোটামুটি ভালো সেখানেই থাকা উচিত। ওয়ার্ক রিলেটেড এক্সপেরিয়েন্স ভালো হয়। তবে ইন্ডিয়ান আইটি সবই এই এপিঠ আর ওপিঠ। শুনেছি আইবিএম মন্দের ভালো।
h | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৪২ | 125.18.104.1
পৃথিবীর সর্বত্র মূল কর্পো কুল্টুর হল, কম কাজ করে, অন্যকে ডেলিগেট করে, টুপি পরিয়ে কাজ না করে উন্নতি করা আর রিলেটিভলি নীচু পোস্টের লোকেদের উপরে চাপ দিয়ে কাজ আদায় করা। আলাদা আর কি হবে? বিলেতি কোং এ গম্ভীর আওয়াজ টা বেশি হবে আর ইন্ডিয়ান কোং এ সেটা কম হবে। কিন্তু উনিশ বিশ সব ই ঢপ।
তবে একটা কেস আছে, জেন্ডার ডিসক্রিমিনেশন আর বৈষম্য ইত্যাদি গোদা গোদা বড় ব্যাপারে ট্র্যাক রেকর্ড ভালো কিনা একটু দেখে নিও। কারণ রিড্রেসাল টা ফর্মালাইজ্ড হলেই ভালো। নইলে মেয়ে হলে বা মুসলমান বা আদিবাসী ছেলে বা মেয়ে হলে চাপ খেয়ে যাবে। অ্যাটলিস্ট প্রসেসের প্রোটেকশন যেন থাকে। যদিও এটা ওভারল ইনিকুঅলিটির চাপ। কোং স্পেসিফিক নাও হতে পারে।
Arijit | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৩৫ | 61.95.144.123
মুশকিলটা হয়েছে এই অফারটার ঠিক পরেই এখনকার কোং মাইনে বাড়িয়েছে - কাজেই পুরো ঘেঁটে ঘ। নতুন কোং আর নেগোশিয়েশন করবে না।
Arijit | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ১৮:৩০ | 61.95.144.123
হুঁ।
ব্যাপার হল এখন মাইনে ধরো x + y, x হল ফিক্সড, y ভেরিয়েবল। ডেলয়েট বলছে p + q
এবার p x-এর চেয়ে অনেক বেশি, কিন্তু q y-এর চেয়ে অনেক কম। এখন দুটো মিলিয়ে দেয়, ডেলয়েটে ভেরিয়েবলটা বছর শেষে। কাজেই আল্টিমেটলি মাস মাইনে কম হবে। কি অদ্ভুত অংক। মানে শুধু কাজটা হল ইনসেন্টিভ।
Arpan | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ১৮:২৫ | 202.91.136.71
কালচারাল ডিফারেন্স অনেক রকম হয়। এসেপিল্যাবস আর ইনফির এক কালচার হবে নাকি?
কিন্তু আমি তো পিডব্লুসি দেখিনি। অয়ন পিডব্লুসি দেখেছে, অয়ন বোঝাবে।
বাড়ি চল্লুম। ঃ)
Arijit | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ১৮:১৮ | 61.95.144.123
কালচারাল ডিফারেন্সটা বোঝাও। আমি টিসিএসের কালচার দেখেছে, এখনকার কোং-এও দেখছি - সেই ল্যাদের কালচার, রিসোর্স নেই, লোক নেই, আজ হবে - কাল হবে চলছে - টিসিএসেও তাই হত, এখানেও। তো তফাত কি হল?
Arpan | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ১৮:১৪ | 202.91.136.71
ভেরিয়েবল কম্পোনেন্ট তলার দিকে প্রায় থাকেই না, যত এক্সপেরিয়েন্স বাড়বে ততই অনুপাত বাড়বে। দুটো পারফর্মেন্স ইন্সেন্টিভ জেনেরালি হয় - CPI আর IPI, একটা কোম্পানির পারফর্মেন্স, অন্যটা এমপ্লয়ির।
Arijit | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৫৬ | 61.95.144.123
কালচারাল ডিফারেন্সটা কি রকম?
siki | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৫৪ | 203.122.26.2
ফিক্স হল তোমার বেসিক টিএ মেডিকেল ইত্যাদি। ভেরিয়েবল হল জয়েনিং বোনাস, কম্পানি পারফরমেন্স বোনাস ইত্যাদি। জয়েনিং বোনাস কেবল প্রথম বছরের জন্যেই প্রযোজ্য, কম্পানির পারফর্মেন্সটা তো টোটাল গুপি। বোনাস দেবার সময় এলেই বলবে এই কোয়ার্টারে কম্পানি ভালো করে নি, তাই তোমরা সত্তর পার্সেন্টের বেশি পাবে না, ইত্যাদি।
Arijit | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৫১ | 61.95.144.123
অয়ন কি শক্ত শক্ত কথা বল্ল।
আচ্ছা, আরো পোস্কার করে জিগ্গেস করি - কারেন্ট কোং সিএমসি, কারেন্ট কাজ মেইনলি পিএল/সিক্যুয়েল, সেখান থেকে ডেলয়েট। মাইনের ব্যাপারটা জেনে নেবো - যদিও এই ফিক্সড/ভেরিয়েবল মানে কি তাই জানি না। বেসিক/অ্যালাওয়েন্স গোছের কিছু?
Arijit | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৪৮ | 61.95.144.123
সাংঘাতিক ভালো মাইনে বলে তো মনে হল না - বল্লুম যে - তিন বছরের এক্সপিরিয়েন্সে মোটে হাজার পনেরোর তফাত - বছরে। এবং কারেন্ট মাইনে ধরো টিসিএসের স্কেলে, কাজেই হাইফাই কিছু নয়।
a | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৪৭ | 125.18.104.1
অজ্জিতদা টা কী?? ডেলয়েটের নাম জানে না!!!
Ora Apps এ যেতে পারে কিন্তু কোন দোকান থেকে যাবে সেটা কিন্তু বিরাট factor হবে। culturaly IBM/TCS is way way WAY different than pwC/Deloitte and such "Consulting" firms। ফলে, ভেবে চিন্তে যেতে বোলো।
পহা কড়ির কেসটা কিলিয়ার করে নিতে বোলো। ঐ ১৫ হাজার কি Increased over current CTC/current fixed? এটা কি CTC/Fixed in deloitte? এইটা জানতে চাইছি তার কারণ টিপিকালি এই দোকান গুলোতে Variable এর পরিমাণ IBM/TCS/Wipro র থেকে বেশী হয়।
bb | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৪৪ | 125.16.17.152
একটা caveat এরা কিন্তু ডেলয়ট ইন্ডিয়া। এদের কাজ মুখ্যত দেশে। মাইনে অনান্য IT কোম্পানির থেকে বেশি।
d | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ১৭:৩৪ | 203.143.184.10
ডেলয়েট পোচন্ড, সাংঘাতিক ভাল মাইনে দেয়। কলকাতায় আপিস খুলেছে আর উইপ্রো থেকে কিছু কিছু গেছে সেখানে।
bb | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ১৭:২৬ | 125.16.17.152
Arijit ডেলয়েট কলকাতায় বড় অফিস খুলেছে,PwC থেকে সমস্ত বড় সাহেবদের নিয়ে। ora apps এর ভালো প্রাকটিস বানানোর চেস্টা করচে। তবে জুনিয়ার লেভেলে লোক কম।
Arijit | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ১৭:০২ | 61.95.144.123
মেঁরা সুঁন্দর সঁপ্না বীঁত গ্যঁয়া...
Arpan | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৫৯ | 202.91.136.71
স্যানিটি চেক। ঃ)
h | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৫৭ | 125.18.104.1
একটা সুন্দর স্বপ্নে আজব হ্যাটা দিল।
Arpan | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৫৪ | 202.91.136.71
ট্যাক্সের টাকা কাটবা না?
h | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৫২ | 125.18.104.1
ডিপেনডস। অনেক ফ্যাকটর আছে। কি করতে চায় ভবিষ্যতে তার উপরে ডিপেন্ড করছে। তবে গেলে যে কাজ চাইবে সে কাজ পাওয়ার সম্ভাবনা যদি থাকে এবং সে কাজে ইচ্ছে থাকে তাইলে যেতে পারে।
আমি হলে যেতাম। কারণ কাজ নয়। হাজার পনেরো বেশি মাইনে মানে বছরে পাঁচটা রেড লেবেল। খারাপ না;-)
Arijit | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৪৫ | 61.95.144.123
বুঝলুম।
বছর তিনেকের এক্সপিরিয়েন্সওয়ালা লোকের ম্যাক্স হাজার পনেরো (অ্যানুয়াল) মাইনের ডিফারেন্সে কোং পাল্টানো উচিত কি? একমাত্র অ্যাট্রাকশন হল এই ওর্যা অ্যাপসের কাজ।
h | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৪১ | 125.18.104.1
ওদের নতুন আপিস খুলেছে। এখানে।
আর ওরা অ্যাপ্স এ সবচেয়ে ভাল কোং লজিকা। ওয়ার্ল্ড ওয়াইড। আর এই খানে টাটা আর আইবি এম ভালো, মানে খুব ভালো কাজ করে। তবে জেনে রাখো যে অ্যাপ্স এ ফানকশনাল লোক লাগে। যে ধর ম্যানুফাকচারিং বা এইচ আর বা অ্যাকাউন্টিং বোঝে। অ্যাডমিনের কাজটা বেশ সোজা। ওটা আমরা অনেকেই পারি। তাই আমাদের মাইনে কম। ফানকশনালদের মাইনে বেশি।
কাস্টমাইজেশন করতে গেলে পি এল সিকুয়েল আর জাভা বা এম কিউ ওরা-ফরম্স ইত্যাদি বিভিন্ন টুল জানতে হয়। তাই যারা অল্প ফানকশনাল জানে আর কিছুটা পোগ্গামিং জানে তাদের মাইনে মন্দ হয় না।
ম্যানেজমেন্ট কনসাল্টিং কোং গুলো, অনেকেই এটা ভালো পারে, স্যাপের বা অন্য ই আর পি র মত। কারণ তাদের ফানকশনাল বা ইন্ডাস্ট্রি নলেজ ওয়ালা লোক বেশি থাকে। আর ন্যাক অনুজায়ী টেকি থেকে ফাংকশনালে যাওয়া যায়। ইত্যাদি।
অ্যাপ্স এর সবচেয়ে বড় সমস্যা হল কন্স্টান্ট লোকালাইজেশন সাপোর্ট লাগে। স্যাপের মতই। কারণ ফাইনান্সিয়াল রিপোর্টিং ক্রমাগত বদলাচ্ছে। তার উপরে মার্জার অ্যাকুইজিশন হলে, আরো চাপ হবে।
kd | ২৯ সেপ্টেম্বর ২০০৮ ১৬:৩০ | 59.93.211.15
Deloit & Touche, Price Waterhouse, KPMG, Ernst & Young, এরা সব বিশাল অ্যাকাউন্টিং ফার্ম। সাইডে কন্সাল্টিংও করে।
আর RAC দিয়ে করতে গেলে প্রত্যেক্টা নোডের মধ্যে অপটিকাল ফাইবার নেটওয়ার্ক লাগবে। প্লাস লিনাক্স এ ক্রিটিকাল সাপোর্ট চাই। সেটা না থাকলে স্পীডে কাঁদবে। আর RAC র ভীষন লাইসেন্স ফী। অতএব ক্লায়েন্ট কে সাবধানে সাজেস্ট কোরো।
অবশ্য একটা অপশন আছে, যদ z সিরিজের সার্ভার পাও। তাহলে মেনফ্রেমের উপরে ওরাকল টিউনিং জানে এরকম লোক লাগবে। খচ্চা হবে।
তুমি অন্য প্রোডাক্ট যেরকম দেখছিলে সেটাই দেখো। পারলে ডিবির বদলে ফাইল সিস্টেমে যাও। ভালো ফাইল সিস্টেম পেলে ডিবি তে যাওয়ার কোন মানে হয় না। কোয়ারি ইন্টারফেস টা নিজে লিখে নিতে হবে অবশ্য। সেটা তো ধর ফাইল সিস্টেম প্রোডাকট নিজেই দেবে। তোমার শুধু ট্রেনিং এর খরচ।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন