এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aja | ১০ অক্টোবর ২০০৮ ০৩:৪৯ | 207.47.98.129
  • বানরে সঙ্গীত গায়, শিলা জলে ভেসে যায়,
    দেখিলেও না কর প্রত্যয়।

    কোন ফান্ডামেন্টাল কারণ নেই ইকনমির উন্নতি হবার। লোকের আয় কমছে (ওয়েজ ইনকাম), মূল ইকনমি (শিল্প + কৃষি। ফাইনন্সিয়াল অ্যাডভাইসর, উকিল, এমনকি আইটি - বাদ) দুর্বল হচ্ছে, - আর স্টক মার্কেট বাড়ছে? এ হল ঐ বানরের গান গাওয়ার মত ব্যাপার। দেখলেই পালাও।
  • arjo | ১০ অক্টোবর ২০০৮ ০৩:৪৭ | 24.214.28.245
  • সায়ন্তন, ক্যাপিটাল মার্কেট টাইম করার চেষ্টা করা উচিত নয় (এটা সিরিয়াস)। স্টক কিনতে হলে যতবেশি সম্ভব কেনা উচিত আর যত বেশি সম্ভব ডাইভারসিফাই করা উচিত। মনে হয় থিওরিটিক্যালি প্রমাণ করা যায় যে বেশি সংখ্যক স্টক থাকলে রিটার্ণের স্ট্যানডার্ড ডেভিয়েশন শুধুমাত্র মার্কেট রিস্ক এর ওপর ডিপেন্ড করে, ইন্ডিভিজুয়াল স্টকের পারফরমেন্সের উপর নয়। এখন এই মুহুর্তে স্টক কেনা উচিত নয় কারণ মার্কেট ভোলাটিলিটি খুব বেশি। আবার স্টক কেনা থাকলে বেচাও উচিত নয় কারণ ঐ। আর যদি লস খেয়েও থাকেন মনে রাখবেন লস কিন্তু অন দা পেপার। এই স্ট্র্যাটেজী ওভার দ্যা লং পিরিয়ড অফ টাইম ৬-৯% রিটার্ণ দেয়। এর বেশি লাভ করতে হলে রিস্ক নিতে হবে। কারণ রিস্ক আর লাভের মধ্যে সমানুপাতিক সম্পর্ক। আর সব শেষে পাকা মাথার লোকের সাথে যোগাযোগ করুন। ঃ)))। এখন যা হচ্ছে সেটা হল মার্কেট রিস্ক। এটাকে অ্যাভয়েড করার কোনো উপায় নেই।
  • Sayantan | ১০ অক্টোবর ২০০৮ ০২:৫৪ | 160.83.72.211
  • এই সব শেয়ারে যারা ইনভেস্ট করেছিল তখন BSE ইনডেক্স উল্কাগতিতে ১৫০০০ থেকে ২১০০০ এর দিকে ধাবিত হচ্ছিল। তো, সঠিক টাইমিং কাহারে কয়? (সিরিয়াস প্রশ্ন)
  • Sayantan | ১০ অক্টোবর ২০০৮ ০২:৪২ | 160.83.72.211
  • কিছু স্টক যাতে জানুয়ারী ২০০৮ এ ইনভেস্ট করা প্রতি লাখ পিছু আজকের রেট। যেমন রিলায়েন্স ইনফ্রা তে লাগানো প্রতি লাখে আজকের ভ্যালু ১৯০০০ এর একটু বেশী ইত্যাদি। এটা একটা ইমেজ তাই কপি-পেস্ট করা গেল না।

    http://epaper.timesofindia.com/Daily/skins/TOI/navigator.asp?Daily=TOIKM&login=default পেজ নং ১৩ ঃ)
  • lcm | ১০ অক্টোবর ২০০৮ ০২:৩২ | 128.48.7.203
  • সায়ন্তন, কি আছে toi-তে?
  • lcm | ১০ অক্টোবর ২০০৮ ০২:২৯ | 128.48.7.203
  • ঠিক। টাইমিং ঠিক থাকলে, কি না হয়। বীরেন্দ্র সেহবাগ থেকে ওয়ারেন বাফে...
  • Sayantan | ১০ অক্টোবর ২০০৮ ০২:২৮ | 160.83.72.211
  • বেষ্পতিবারের টাইমস অব ইন্ডিয়ার কোলকাতা এডিশনের বিজনেস পাতাটা দেখেছো কি? একেবারে ওপরের দিকে।
  • aja | ১০ অক্টোবর ২০০৮ ০২:০৫ | 207.47.98.129
  • হাঃ হাঃ। আজ্জো টাইমিং-এর ব্যাপারটা বেশ বলেছে।

    ডেট্রয়েটে থাকতে বুড়োদের মুখে শুনেছি গ্রেট ডিপ্রেশনের সময়ে কিছু লোকে এত্ত পয়সা করেছিল, যে তাদের গাড়ি বেচেই ফোর্ড গ্রেট ডিপ্রেশন কাটিয়ে দিয়েছিল। এমনকি ফোর্ড নাকি তখন এক্সপ্যান্ডও করেছিল।
  • arjo | ১০ অক্টোবর ২০০৮ ০২:০২ | 168.26.215.54
  • গ্রেট ডিপ্রেসনের মতন হবে না কারণ রাজনৈতিক অস্থিরতা অত বেশি নয়। রেগুলেশন অনেক বেশি। তবে ঝাড় আছে কপালে। ডাও ৬০০ পয়েন্ট নেমেছে। তবে উঠবে কখনো না কখনো উঠবেই। আজ না হোক কাল। এবারে টাইমিং টা করে উঠতে পারলেই লালে লাল।
  • Sayantan | ১০ অক্টোবর ২০০৮ ০১:৫৮ | 160.83.72.211
  • যদি ইহা "গ্রেট ডিপ্রেশন'এর সমতুল হয় তো উপরে উঠতে চাপ আছে।
  • arjo | ১০ অক্টোবর ২০০৮ ০১:৫৬ | 168.26.215.54
  • নাদান বালক। আমি পাকা খেলুড়ে। এই নীচে নামতে নামতে যখন উঠতে শুরু করবে তখনই কিনব। ঝোপ বুঝে কোপ মারার জন্য বসে আছি। শুধু সেই সময়ে হাতে টাকা থাকলেই হল। সবই টাইমিং ক্রিকেটই বলো আর শেয়ার কেনাই বলো।
  • bozo | ১০ অক্টোবর ২০০৮ ০১:৪৪ | 128.111.119.175
  • এর অর্থ হোলো আজ্জোর বহুত শেয়ার আছে।
  • arjo | ১০ অক্টোবর ২০০৮ ০১:১৯ | 168.26.215.54
  • এদিকে স্টক তো ধাঁ ধাঁ করে নামছে। ৯০০০ এর নীচে নেমে গেল। এ যাত্রায় বাঁচলে হয়। কি গেরো।
  • Somnath | ১০ অক্টোবর ২০০৮ ০০:২৯ | 82.178.102.103
  • সবাইকে বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা।

    সবাই ভালো থাকো।

    হনু দা আমায় কোথায় মেল করছে? আমার আগের আপিসে করে বোসো না আবার।
  • samran | ১০ অক্টোবর ২০০৮ ০০:২৬ | 59.93.210.134
  • সব্বাইকে বিজয়ার শুভেচ্ছা...
  • arjo | ১০ অক্টোবর ২০০৮ ০০:০০ | 168.26.215.54
  • বিজয়ার গুরুপাকের পর কাঁচকলা মোটে ভালো পরিকল্পনা নয়। অনিবার্য বিপদ। সামলে চলুন।
  • Tim | ০৯ অক্টোবর ২০০৮ ২৩:৫৩ | 24.127.39.26
  • সবাইকে শুভ বিজয়া।
  • Div0 | ০৯ অক্টোবর ২০০৮ ২৩:১৭ | 160.83.72.211
  • শুক্তোর কাঁচকলা না কাঁচালঙ্কা দেওয়া কাঁচকলার বড়া? হ্যাঁ পাল্লিন?
  • indo o ratri | ০৯ অক্টোবর ২০০৮ ২২:৫৮ | 59.93.199.3
  • গুরুচন্ডালী পরিবারের বন্ধুদের সবাইকে শুভ বিজয়া। প্রাণ ভরে কাঁচকলা খান। পাল্লিন দেবে। মাগনা।
  • I | ০৯ অক্টোবর ২০০৮ ২২:৫৫ | 59.93.199.3
  • নাঃ। ছুটি খতম। যাই, খায়া-দায়া ঘুম দিই গা। কাল থেকে আবার কে বা গুরু, কে চন্ডাল। এ মায়া প্রপঞ্চময়।

    আসছে বছর আবার হবে।
  • Du | ০৯ অক্টোবর ২০০৮ ২২:৫৫ | 67.111.229.98
  • সকলকে শুভ বিজয়া, অপিসে বসে ৩।৯৯ এর প্রচুর হাবড় জাবড়া দেওয়া চিকেন বিরিয়ানী খাচ্ছি।
  • Du | ০৯ অক্টোবর ২০০৮ ২২:৫৩ | 67.111.229.98
  • এইটা বলে ফেলে ভয়ে ডাক্তারবাবু নিজেই হাওয়া হয়ে গেল নাকি?
  • I | ০৯ অক্টোবর ২০০৮ ২২:৩৮ | 59.93.199.3
  • ডমকে আচ্ছা করে বকে দিইছি। আর এমুখো হচ্ছে না।
  • P | ০৯ অক্টোবর ২০০৮ ২২:৩২ | 213.202.142.250
  • না পোড়া ডুবলিনে রেখে যাবো। কি পোশ্নো !

    ঃ-)
  • I | ০৯ অক্টোবর ২০০৮ ২২:২৬ | 59.93.199.3
  • হ্যা-অ্যা! রাজকন্যেকে নিয়ে আসবে বুঝি?
  • P | ০৯ অক্টোবর ২০০৮ ২২:২২ | 213.202.142.250
  • আসল কথা , সব দাউনলোড করে লিংক হারিয়ে ই করে ফেলাইছি। ইস্নিপ্স আছে সব। আর একমাস অপেক্ষা কল্লে সিডি করে হাতেহাতে দিতে পারি।

    বা দ্য ও, বড়দিনে সপরিবারে কোলকাতায় আছো ?
  • P | ০৯ অক্টোবর ২০০৮ ২২:২১ | 213.202.142.250
  • কাঁচকলা দোবো ঃ-)
  • I | ০৯ অক্টোবর ২০০৮ ২২:১১ | 59.93.199.3
  • আর তুই যে বেটী বিলেতে এত বচ্ছর ধরে রয়েছিস, তাতেও তো আজ বচ্ছরকার দিনে তোর চোপা এতটুকু কমে নি !
    ভালো কথা, সাহানা বাজপাই-র লিংকটা দিবি?
  • P | ০৯ অক্টোবর ২০০৮ ২২:১০ | 213.202.142.250
  • আর টিমটিমের ঐ অত মিটমিট হাসির কি হয়েচে ,অ্যাঁ ?
  • P | ০৯ অক্টোবর ২০০৮ ২২:০৯ | 213.202.142.250
  • আচ্ছা ডাক্তার , তুমি যে বিলেতে এত পরীক্ষায় পাশ দিলে তাতেও তোমার ঝগড়া করা কমে নি ।
  • I | ০৯ অক্টোবর ২০০৮ ২২:০৫ | 59.93.199.3
  • নাথ আর নথ এক জিনিস হল বুঝি, হাঁ গা ডম?
  • P | ০৯ অক্টোবর ২০০৮ ২১:৫৮ | 213.202.142.250
  • তিন নথ তার আবার সেবা ! কি কটিন!
  • d | ০৯ অক্টোবর ২০০৮ ২১:৫১ | 117.195.38.204
  • আইল্লা! কত্তাগিন্নী দুজনেই হাজির!
    তাইলে তো একেনেই তেন্নথের সেবা চড়িয়ে দিতে হয়!
  • ratri | ০৯ অক্টোবর ২০০৮ ২১:৪৮ | 59.93.199.3
  • ছ্যা!!ছ্যা!!
    বিদ্যেদেবীর বরপুত্তুর-বরকন্যেরা লিস্টিতে বিদ্যেদেবীকেই বাদ দে দিলে??উনি রাগ হবে না?

    আর তিন্নাথের পুজো হয় না,তিন্নাথের সেবা দিতে হয়!!
  • d | ০৯ অক্টোবর ২০০৮ ২১:৪৮ | 117.195.38.204
  • এমা এমা জানে না আ, জানে না আ । এখন অজদার লেকা পড়ে গপ্প বানাচ্চে। ছ্যা ছ্যা।

    আর ব্রহ্ম আর ব্রহ্মা কি এক হোলো রে পাগল? ছাত আর ছাতা কি এক জিনিষ?
  • I | ০৯ অক্টোবর ২০০৮ ২১:৪৪ | 59.93.199.3
  • মাইরি !
    তেন্নাথ পুজো দেখে দেখে ছোট থেকে বড় হলাম, আমি জানিনা, উনি জানেন। কিসব যুক্তি! পুজো করতে হলে নাকি মন্দির থাকতে হবে।
    টিটাগড়ে ব্রহ্মস্থান আছে , জানো কি? লোকের মুখে মুখে বড়ে মস্তান হয়ে গেছে।
    তো, ঐটাই হল হক কথা। তিন দেবতার মধ্যে বড়ে মস্তান কে? না, শিব। কেন? না, গ্যাঁজা খায় বলে। গ্যাঁজার মত নেশা হয়!
    অতএব, তেন্নাথের পূজায় গ্যাঁজা অবশ্যসেব্য।
  • aja | ০৯ অক্টোবর ২০০৮ ২১:৪০ | 207.47.98.129
  • আমি শুনেছিলুম, ত্রিনাথ হল ত্রিলোকের নাথ, যোগরূঢ়ার্থে শিব।
  • d | ০৯ অক্টোবর ২০০৮ ২১:৩৪ | 117.195.38.204
  • ধ্যার ব্যাটা! কিসুই জানিস না। বিষ্টু গ্যাঁজা খায় না, লক্ষ্মীরে পাশে নিয়ে চুকচুক করে সোমরস খায়। তার পোসাদ গ্যাঁজা হয় না হয় না হয় না। এটা ভগমানের নিয়ম এর উপ্‌রে কথা চলে না। আর বোম্মার কোন মন্দির পঃ বঃ তে নেইকো। ভূভারতেই খুব কম। সাকুল্যে দুটি না তিনটি মন্দির আছে বোম্মার।
  • I | ০৯ অক্টোবর ২০০৮ ২১:২৭ | 59.93.215.63
  • ছোঃ, তেন্নাথ জানেনা। উনি নাকি আবার মফঃস্বলে থাকতেন। আবার বাঙালও।
    তেন্নাথ হল গিয়ে ত্রিনাথ। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তেন্নাথের পূজায় প্রসাদ হল গঞ্জিকা।
  • Div0 | ০৯ অক্টোবর ২০০৮ ২১:২০ | 160.83.72.211
  • বারোমাসের ক্রিকেটপূজো...
  • d | ০৯ অক্টোবর ২০০৮ ২১:১৫ | 117.195.38.204
  • কিন্তু তেন্নাথ পুজো কি? জগন্নাথ?
  • d | ০৯ অক্টোবর ২০০৮ ২১:১৪ | 117.195.38.204
  • আর সাম্মাজ্জবাদবিরোধী বন্ধ্‌ পুজো? কিম্বা বাংলা, থুড়ি ভারত বন্ধ পুজো?
    কিন্তু যাই বল তাই বল ......... দুগ্গোপুজোর কাছে কিচ্ছু না। ওটা শেষ করে ফেলার জন্য অভিনন্দন প্রাপ্যই হয়।
  • P | ০৯ অক্টোবর ২০০৮ ২১:১৪ | 213.202.142.250
  • এ বাব্বা গাজন বাদ দেছে।
  • I | ০৯ অক্টোবর ২০০৮ ২১:১১ | 59.93.215.63
  • আমায় কল্পনা করতে হয় না। ছোট থেকে দেখে আসছি ৫ দিন, কখনো কখনো ছ-দিন দুগ্গাপূজা, তাপ্পরে লক্ষীপূজা, তাপ্পর তিন-চাদ্দিন কালীপূজা, এক হপ্তা জগদ্ধাত্রী পূজা, তিন দিন বাসন্তী পূজা, কাত্তিক, শীতলা, শনি-সত্যনারাণ, তেন্নাথ পূজা, মে-দিবস পূজা, ইলেকশন পূজা-ছোট, বড় ও মেজো-সেজো,অষ্টপ্রহর নামসংকীর্তন, রামঠাকুর-অনুকূল-বালক-দুর্গাপ্রসন্ন হয়েটয়ে দিন তিন-চারেক বিশ্বকর্মা চুকিয়ে আবার দুগ্গা...
  • d | ০৯ অক্টোবর ২০০৮ ২১:০২ | 117.195.38.204
  • পুজোর হিড়িক ৪ দিনেই শেষ করে ফেলার জন্য। মাসের পর মাস ধরে দুগ্গাপুজো চললে কি হত কল্পনা করতে পারছেন, হে সুধী পাঠক?
  • I | ০৯ অক্টোবর ২০০৮ ২১:০১ | 59.93.215.63
  • পুজোয় প্রীতি , শুভেচ্ছার সঙ্গে অভিনন্দন-ও জানায় কেন?
  • I | ০৯ অক্টোবর ২০০৮ ২০:৫৮ | 59.93.215.63
  • সক্কলে বিজয়ার ছুটি ভোগ করুন।
  • bozo | ০৯ অক্টোবর ২০০৮ ২০:৪২ | 128.111.119.175
  • বিজয়ার শুভেচ্ছা।
    মিষ্টিমুখ করুন রেড স্ন্যাপার আর প্যাসিফিক স্যামন দিয়ে ঃ-)
    সঙ্গে থাকুক রেড ওয়াইন।
  • d | ০৯ অক্টোবর ২০০৮ ২০:৩৫ | 117.195.38.204
  • সকলকে সাদাসাপ্টা শুভেচ্ছা ...
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত